সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের চাপায় ভ্যান চালকের মৃত্যুকোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়–সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদেররাষ্ট্রপতির ক্ষমার আগে ভুক্তভোগী ও পরিবারের মতামত নেওয়ার প্রস্তাবতালায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিতভোমরায় জামায়াতের হুইল চেয়ার বিতরণসাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ইটাগাছা এলাকা পরির্দশনে সদর ইউএনওপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় শিক্ষার্থীদের জন্য ছাত্রদল নেতার ব্যতিক্রমী উদ্যোগ !জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুর রহমানের পিতার মৃত্যু

কালিগঞ্জে প্রাথমিক সমাপনীতে মহৎপুর স্কুলের অভাবনীয় সাফল্য

তরিকুল ইসলাম লাভলু, কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলার মহৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষা সমাপনীতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। অত্র স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৫ জন ট্যালেন্টপুল ও একজন সাধারন বৃত্তি পেয়েছে। ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্তরা হলো কুলিয়াদূর্গাপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের কন্যা নুসরাত জাহান সোহানা, মহৎপুর গ্রামের মোশারাফ হোসেনের কন্যা সিদ্দিকা সুলতানা, খান শাকির আহম্মেদের কন্য শাহারিল নিগার খান, শেখ আব্দুস সোবহানের কন্যা সানজিদা আক্তার, শেখ আব্দুস সালামের কন্যা উম্মে সালমা, সাধারণ বৃত্তি প্রাপ্ত, শেখ দারুস সালামের পুত্র শেখ দিদারুল আহছান ইকরা। মহৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ অভাবনীয় সাফল্যের জন্য স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের আনন্দ উল্লাশ করতে দেখা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুঃস্থ মহিলা সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসককে শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি:
সদর উপজেলা দুঃস্থ মহিলা সমবায় সমিতি (চরবালিথা, এল্লারচর ও গড়েরকান্দা) এর পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার দুুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে এ ফূলেল শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের সভানেত্রী সাবেরা বেগমের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন মহিলা সম্পাদিকা তহমিনা খাতুন, কোষাধ্যক্ষ ফাতেমা খাতুন, সিনিয়র সদস্য শরিফা আছাদ, সদস্য রাশিদা খাতুন, আমিরন, মনোয়ারা, তাছলিমা, হালিমা, সখিনা, নাজমা প্রমুখ। জেলা প্রশাসক এসময় সংগঠনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে প্রতিবন্ধিদের অনুদান প্রদান

ভ্রাম্যমাণ প্রতিনিধি,কালিগঞ্জ: কালিগঞ্জে বে-সরকারি উন্নয়ন সংস্থা এম জে এফ এর পক্ষ পক্ষ থেকে আংশিক দৃষ্টি শক্তি প্রতিবন্ধি ও শ্রবণ প্রতিবন্ধি দুই জনের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে।বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের পীরগাজন গ্রামের গোলাম হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৫) ও মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের সরোয়ার ঢালীর ছেলে সামিউল ইসলাম (১৫) কে পুষ্টিকর খাবার ক্রয়ের জন্য নগদ অর্থ অনুদান প্রদান করা হয়েছে। উপজেলার ভাড়াশিমলায় অবস্থিত এম জে এফ ২০০৭ সাল থেকে দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধিদের সার্বিক সহযোগিতায় কাজ করে যাচ্ছে বলে জানা যায়। এসময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের যুগ্ন-সম্পাদক এসএম গোলাম ফারুক,এম জে এফ এর হিসাব রক্ষক চঞ্চল মন্ডল,ডিএফআই শাহানিমা আক্তার প্রতিবন্ধিদের হাতে নগদ অর্থ তুলে দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে রোগীদের গ্লাস প্লেট ও উন্নত মানের খাবার বিতরণ করলেন এমপি জগলুল

ভ্রাম্যমাণ প্রতিনিধি,কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল রোগীদের মাঝে গ্লাস প্লেট ও উন্নত মানের খাবার বিতরণ করলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। বুধবার দুপুর ১ টার দিকে স¦াস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা ৭০ জন রোগীদের প্রত্যেককে একটি করে গ্লাস, প্লেট ও উন্নত মানের খাদ্য প্রদান করেন। এসময় এমপি জগলুল হায়দার ও তার স্ত্রী ফাতিমা হায়দার রওজা নিজেদের হাতে রোগীদের মুখে খাবার তুলেদেন এবং চিকিৎসার বিষয়ে খোজখবর নেন। গরীব রোগীদের চিকিৎসা সহায়তার জন্য নগদ অর্থ প্রদান করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আকছেদুর রহমান,জেলাপরিষদের সদস্য নুরুজ্জামান জামু,কুশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাহফিল অরা সজল,ধলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মুখার্জী,কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু,মৌতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাচ্চুপাল, জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি জাহিদ হাসান ও উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ উজ্জল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আদালতের নির্দেশ আদেশ অমান্য করে কালিগঞ্জে মৎস্য ঘের দখলের অভিযোগ

মোঃ আরাফাত আলী : আদালতের আদেশ অমান্য করে কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের চান্দুলিয়া গ্রামে ১২ বিঘা মৎস্যঘের লুটপাট ও দখলের অভিযোগ উঠেছে আশাশুনির জামাত নেতা ও সাতক্ষীরায় চাঞ্চল্যকার মামুন হত্যা মামলার চার্জশীট ভুক্ত আসামী মোস্তফা মাহবুবুল আলম ও তার সহোদর জামাত নেতা রফিকুল হাসান, মজনু মোশারফ, মন্টু সরদার,আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। জমিজমা সংক্রান্ত বিরোধের কারনে নিজের দখলীয় সম্পত্তিতে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের বদরুদ্দোজা চৌধুরির ছেলে কামরুল কবির সাতক্ষীরা ম্যাজিষ্টেট কোর্টে ১৪৫ ধারায় একটি মামলা করেন। ওই ঘেরের জমিতে বাদীর শান্তি শৃংখলা ভাবে দখল বজায় রাখার জন্য আদলতের নির্দেশ থাকলেও সেটি উপেক্ষা করে এলাকার ত্রাস সৃষ্টি কারী হত্যা মামলার চার্জশীট ভুক্ত আসামী শ্রীউলা গ্রামের মৃত ফজলুর রহমান সরদারের ছেলে মোস্তফা মাহবুবুল আলম (৫৭), জামাত নেতা রফিকুল হাসান (৫৫) তার সহোদর সহ তার পোষা বাহিনি নিয়ে ওই ঘের লুটপাট ও দখল করে নেন। এবিষয়ে কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘের মালিক ইসলাম কবির চৌধুরী। লিখিত অভিযোগ সুত্রে জানা যায় একজন সক্রীয় জামাত নেতা ও অর্থদাতা এবং মামুন হত্যা মামলার চার্জশীট ভুক্ত আসামী মোস্তফা মাহবুবুল আলম ও তার সহোদর জামাত নেতা রফিকুল হাসান মজনু মোশারফ,মন্টু সরদার, ,আব্দুলাহ আল মাহমুদ সহ অজ্ঞাত ২০ থেকে ২২ জন ব্যাক্তি দেশীয় অস্ত্র ঢাল,সড়কি,রামদা আগ্নেঅস্ত্র বোমা সহ গত ৬-৩-১৮ তারিখে সকাল সাড়ে ৭ টার দিকে ওই ঘেরের ভিতরে প্রবেশ করে ৪-৫ রাউন্ড ফাকা গুলি ছুড়ে ত্রাস সৃষ্টি করে। এসময় কবির চৌধুরির ঘেরের বাঁধ কেটে দিয়ে আনুমানিক দেড় লক্ষ টাকার মাছের ক্ষতি সাধন করে। তাছাড়া ওই দিন রফিকুল হাসান ও এবং তার পোষা বাহিনি প্রকাশ্যে রামদা নিয়ে কবির চৌধুরির ঘেরের কর্মচারীদের হত্যার উদ্ধেশ্যে আক্রমণ করে বলে থানার অভিযোগে উল্লেখ আছে। এ ব্যাপারে জানার জন্য মোস্তফা মাহবুবুল আলম রফিকুল হাসানের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক বার ফোন দিলেও বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এবিষয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন আইন অমান্য কারীদের বিরুদ্ধে আইননুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। হত্যা মামলার চার্জশীট ভুক্ত আসামী ও দখলবাজ এলাকায় ত্রাস সৃষ্টি কারী মোস্তফা মাহবুবুল আলম ও তার সহোদর জামাত নেতা রফিকুল হাসানের সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী এলাকাবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপি কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০১৮ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃমি সপ্তাহের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা: তৌহিদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, সদর উপজেলা প: প: কর্মকর্তা ডাঃ আবুল হোসেন,সিভিল সার্জন অফিসের এমও সিএস ডা: জয়ন্ত কুমার সরকার, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক জগদিশ চন্দ্র হালদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সন্দিপ কুমার রায়, স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ রইছ উদ্দিন। জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহিনুর খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্ষুদে ডাক্তারদের সহযোগিতায় ৫ থেকে ১৭ বছর বয়সের সকল শিক্ষার্থীদের একটি করে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয়। উল্লেখ্য ১ থেকে ৭ এপ্রিল কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ২০১৮ উপলক্ষ্যে জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ২৬৮৩টি স্কুলের ৪ লাখ ৮৭ হাজার ৮৪৬জন শিক্ষার্থী ও স্কুল বর্হিভূত শিশু কিশোরদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৪ঠা এপ্রিল দৈনিক সাতনদী ও দৈনিক যশোর পত্রিকায় “জামায়াতের অর্থে পরিচালিত হচ্ছে মুরগীর ফার্ম ও ইলেট্রনিক্স শো-রুম” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত। গত ১রা এপ্রিল ২০১৮ আনন্দ টিভির তালা উপজেলা প্রতিনিধি ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমাদের কণ্ঠের পাটকেলঘাটা হিসাবে নিয়োগ পাওয়ার পর একটি মহল আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে মনগড়া সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে সাংবাদিকতা পেশায় সকলের সহযোগিতা কামনা করছি।

মোঃ হাসানুর রহমান।
আনন্দ টিভির তালা উপজেলা প্রতিনিধি
দৈনিক আমাদের কণ্ঠের পাটকেলঘাটা প্রতিনিধি
রিজিওনাল ম্যানেজার
মিনিষ্টার মাইওয়ান কোম্পানি, খুলনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় শিক্ষানবিশ আইনজীবীদের পরিচয়পত্র ও টাই বিতরণ

নিজস্ব প্রতিবেদক : শিক্ষানবিশ আইনজীবীদের পরিচয়পত্র ও টাই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর দেড়টায় জেলা আইনজীবী সমিতির হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এম. শাহ আলম। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পিপি এড. ওসমান গনির সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি এড. আবুল হোসেন (২), সাধারণ সম্পাদক এড. আ.ক.ম রেজাওয়ান উল্লাহ সুবজ। এসময় উপস্থিত ছিলেন কার্যকারী কমিটির সহ-সভাপতি এড. একিউএম কুদরত-ই- মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এড. জাহাঙ্গীর কবির, কোষাধ্যক্ষ মোস্তফা জামান, সহ-সম্পাদক ক্রীড়া সালাউদ্দীন, সহ-সম্পাদক লাইব্রেরী মোঃ রফিকুল ইসলাম, সদস্য শফিকুল ইসলাম (৩), মোঃ সাহেদুজ্জামান সাহেদ, সাইদুজ্জামান জিকো প্রমুখ। এসময় বক্তারা বলেন, আইন পেশা একটি সম্মানজনক পেশা। আইনজীবীদের আচার-ব্যবহার হবে অন্যদের থেকে আলাদা। সে ভাবেই সিনিয়র আইনজীবীদের সম্মান প্রদর্শন পূর্বক সঠিক ভাবে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest