সর্বশেষ সংবাদ-
বিইউপিএফের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নিলেন জালালপুর ইউপি চেয়ারম্যানল স্টুডেন্টস ফোরামের নির্বাচন সম্পন্নসাতক্ষীরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৯০ দশক ছাত্রদলের দোয়াশ্যামনগরে ঘের ব্যবসায়ীকে কুপি×য়ে হত্যা : আ×টক ৯সাতক্ষীরায় প্লাস্টিক “অদল-বদল” ক্যাম্পেইনহাদির মৃত্যুতে সাতক্ষীরায় গায়েবানা জানাজাসাতক্ষীরার সাবেক পিপি লতিফের ৪ দিন : ছেলে রাসেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুরসাতক্ষীরায় মুন্ডা সম্প্রদায়ের নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প সমাপনীতালায় আলাউদ্দিন নামে এক ব্যক্তির লাশ উদ্ধারআশাশুনিতে আশা ব্রিক্সের লেলিহান শিখায় জনজীবন বিপর্যস্ত

কলারোয়ায় ৮ বছরের শিশু শ্লীলতাহানীর শিকার, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: কলারোয়ায় ৮ বছরের এক শিশু শ্লীলতাহানীর শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মুদি দোকানী পলাতক রয়েছে। শিশুটির মা বাদী হয়ে কলারোয়া থানায় মামলা দায়ের করেছেন।
শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের রাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির মা ও স্থানীয় এলাকাবাসীরা জানান, শুক্রবার সকালে শিশুটি বাড়ির পাশে জাহাঙ্গীরের মুদি দোকানে খাবার কিনতে গেলে জাহাঙ্গীর তাকে ফুসলিয়ে দোকানের ভিতরে নিয়ে গিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার করলে দোকানী তাকে ছেড়ে দিলে বাড়িতে ফিরে শিশুটি তার মাকে সব ঘটনা জানায়। এরপর শিশুটির মা কলারোয়া থানায় জাহাঙ্গীরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মুদি দোকানী জাহাঙ্গীর একই এলাকার মাসুদুর রহমানের ছেলে।
এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। মামলা নং-৩৪ (২০/০৪/১৮)। নিপীড়নকারী জাহাঙ্গীরকে গ্রেফতার করার জন্য অভিযান শুরু করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নুরনগর নতুন মাছের সেট সংলগ্ন ধান ক্ষেতে ফেন্সিডিলের ছড়াছড়ি

পলাশ দেবনাথ, নুরনগর থেকে: শ্যামনগর উপজেলার নুরনগরের নতুন মাছের সেট সংলগ্ন ধান ক্ষেতে ফেন্সিডিলের বোতলের ছড়াছড়ি। সরেজমিনে গিয়ে দেখা যায় জমির মালিক তার বোরো ধান ক্টাার সময় প্রায় ১বিঘা জমির উপর ফেন্সিডিলের খালি বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এবিষয় স্থানীয়দের ভাষ্যমতে অত্র এলাকায় মাদক সেবনকারীদের আনাগোনা এবং অবাধে বিচরন লক্ষ্য করেন তারা। মাদক সেবনকারীরা সংঙ্গবদ্ধ হওয়ায় কেহ মুখ খুলতে পারেন না বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই। শ্যামনগর থানা পুলিশ যখন মাদক নিয়ন্ত্রনে শতভাগ প্রকাশ করছেন, ঠিক তখনই এই ধরনের মাদক সেবনের প্রমান পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। বিষয়টা ভাবিয়ে তুলেছে অত্র এলাকার স্কুল পড়–য়া ছাত্রদের অভিভাবকদের। কারন নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যলয়ের মাত্র ৫০গজের মধ্যে এই মাদক সেবনের প্রমান মিলেছে। এই মাদকের মরন থাবায় ধংশ হচ্ছে যুব সমাজ, আর নেশার টাকা যোগান দিতে গিয়ে জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে। এমতবস্থায় অত্র এলাকার মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে শ্যামনগর থানা অফিসার ইনর্চাজ মহোদয়ের হস্তক্ষেপের দাবী জানিয়েছে সাধারন মানুষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায়

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরা ও যশোরে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস।

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এছাড়া ঢাকাসহ রংপুর, ময়মনসিংহ, খুলনা, সিলেট ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার অবস্থায় বলা হযেছে, এ সময় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরা ও যশোরে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুতুবদিয়া ৭২ মিলিমিটার। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১১ দিন পর মালয়েশিয়ায় নিহত শার্শা ও ঝিকরগাছার ৩ যুবকের লাশ দাফন

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: মৃত্যুর ১১ দিন পর মালয়েশিয়ায় নিহত শার্শা ও ঝিকরগাছার তিন যুবক তরিকুল ইসলাম তরিক (৩২), আজমিন হোসেন (২৬) ও ঝিকরগাছা উপজেলার ছোট-পোদেউলিয়া গ্রামের নুরুল হকের ছেলে সালাউদ্দিন (৪২) এর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের লাশ বাড়িতে এসে পৌছালে সেখানে এক হৃদয় বিদারকের সৃষ্টি হয়। স্বজনদের কান্নায় এলাকার বাতাস ভারি হয়ে উঠে। বৃহস্পতিবার জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়।

পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে ওরা তিন জন পাড়ি জমিয়েছিল সুদুর মালয়েশিয়ায়। অনেকে জমি বিক্রি করে গিয়েছিল সেখানে। কাজ করে দেশে টাকা পাঠাবে। পরিবারের সবাই ভাল থাকবে। কিন্তুু বিধিবাম এক নিমিষে সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে তরিকুল, আজমিন ও সালাউদ্দিন এর পরিবারে মাঝে। নিহতরা হলেন, যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের আয়নাল হকের ছেলে তরিকুল ইসলাম তরিক, শ্যামলাগাছি গ্রামের আবু তালেবের ছেলে আজমিন হোসেন ও ঝিকরগাছা উপজেলার ছোট-পোদেউলিয়া গ্রামের নুরুল হকের ছেলে সালাউদ্দিন।
নিহতদের স্বজনরা জানান, গত ৮ এপ্রিল রাতে মালয়েশিয়ার জোহরবারু ফরেস্ট সিটিতে নির্মাণাধীন ৫০ তলা বিল্ডিংয়ে লিফট তৈরির জন্য এলোমিনিয়ামের কাজ করছিল। ৩২ তলায় লিফটের কাজ করার সময় লিফট ছিড়ে তারা তিন জনই ঘটনাস্থলে মারা যান। সে দেশের পুলিশ লাশ উদ্ধার করে মর্গে রাখে। পরে সেখানকার বাংলাদেশী প্রবাসীরা যোগাযোগ করে ১১ দিন পর লাশ দেশে ফেরত পাঠায়।

শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, ঝিকরগাছার ছোট-পোদাউলিয়া গ্রামের সালাউদ্দিনের লাশ বৃহস্পতিবার বেলা ১১টায় নিজ বাড়িতে এসে পৌছায়। স্থানীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। শ্যামলাগাছি গ্রামের আজমিন হোসেনকে শালতা গ্রামে ও তরিকুল ইসলাম তরিককে ধান্যখোলা গ্রামে বাদ জোহর জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় এলাকার চেয়ারম্যান, ইউপি সদস্যসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। এর আগে মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে নিহতদের গ্রামের বাড়িতে যান শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্বিতীয় সপ্তাহে ৫৫ হলে ‘বিজলি’

দেশি সুপারহিরোইনের গল্পে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘বিজলি।’ ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন ববি। সিনেমাটির প্রযোজকও ববি। ববির বিপরীতে রয়েছেন কোলকাতার রণবীর। ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। প্রথম সপ্তাহ শেষে দ্বিতীয় সপ্তাহেও ছবিটি ৫৫ টি হলে মুক্তি পাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেপালে এবার রানওয়ে থেকে ছিটকে পড়ল মালয়েশীয় বিমান

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে এবার ছিটকে পড়লো মালয়েশিয়ার একটি যাত্রীবাহী প্লেন। তবে যাত্রীরা সবাই অক্ষত ও নিরাপদ আছেন। শুক্রবারের এই দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হয়েছে সবগুলো বিমানের উড্ডয়ন। বাতিল করা হয়েছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটের সবগুলো ফ্লাইট। বিমানটিতে মোট ১৩৯ জন যাত্রী ছিলেন।

ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মালিন্দো এয়ার পরিচালিত ‘বোয়িং ৭৩৭’ বিমানটি উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পাশের ঘাসের মধ্যে গিয়ে পড়ে। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। ইতোমধ্যে বিমানটিকে উদ্ধার করতে কার্যক্রম শুরু হয়েছে।

এদিকে, বিমানটি ছিটকে পড়ার পর সব ফ্লাইটের উড্ডয়ন বাতিল করেছে ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ। পুনরায় কখন উড্ডয়ন কার্যক্রম শুরু হবে তা জানা যায় নি।

প্রসঙ্গত, মালয়েশীয় বিমানসেবা প্রতিষ্ঠান মালিন্দো এয়ার কুয়ালালামপুর-কাঠমান্ডু রুটে নিয়মিত যাত্রী পরিবহন করে থাকে।

গত ১২ মার্চ কাঠমান্ডুর এই বিমানবন্দরেই অবতরণকালে বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৭১ আরোহীবাহী একটি প্লেন। এতে পাইলট, কো-পাইলট ও দুই ক্রুসহ মোট ৫১ জন নিহত হন, যাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি ও নেপালি। তবে বেঁচে গেছেন ২০ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছাত্রলীগ নিয়ে আমরা নতুন করে ভাবছি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ছাত্রলীগকে নিয়ে নতুন করে ভাবছে দল। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

এসময় ওবায়দুল কাদের বলেন, সামনে ছাত্রলীগের সম্মেলন রয়েছে। সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মডেলে ছাত্রলীগকে বিকশিত করার নির্দেশ দিয়েছেন। এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগ বলেন আর আওয়ামী লীগ বলেন, কেউ পার পাচ্ছে না। এ বিষয়ে শেখ হাসিনার জিরো টলারেন্স। অপকর্ম করলে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, হবে না।

এ সময় তিনি আরও বলেন বলেন, ছাত্রলীগ নিয়ে আমরা নতুন করে ভাবছি। সংগঠনটির সম্মেলন আছে সামনে। এই সম্মেলনে ছাত্রলীগকে নতুন মডেলে বিকশিত করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেমিনারে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লন্ডনে শেখ হাসিনা-নরেন্দ্র মোদী বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে লন্ডনের ল্যানক্যাস্টার হাউজের বাই লেটারাল রুমে তাদের এ বৈঠক হয়। বৈঠকে রোহিঙ্গা, তিস্তাসহ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে আগের অবস্থান থেকে অনেকটা সরে এসেছে ভারত। এ ইস্যুতে ভারতের অবস্থান এখন বাংলাদেশের অনেক কাছাকাছি। ভারত রোহিঙ্গাদের পুনর্বাসনেও সহযোগিতা করে যাচ্ছে।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংকালে পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক সব বিষয়ে আলোচনা হয়েছে। কমনওয়েলথসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ হয়েছে। রোহিঙ্গা বা তিস্তা ইস্যু নিয়ে আলাপ হয়েছে কি-না জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, সব বিষয়েই আলোচনা হয়েছে। আপনারা জানেন রোহিঙ্গা ইস্যুতে ভারত তাদের অবস্থান থেকে অনেক সরে এসেছে। তারা রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য সহযোগিতা করছে। আর কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা স্পষ্ট করে কিছু না জানালেও তিনি বলেন, দ্বিপাক্ষিক সব বিষয়েই তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। আর কমনওয়েলথ সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে।

তবে দু’ দেশের একাধিক সূত্র জানিয়েছে, বিশ্বভারতীতে নির্মাণাধীন বাংলাদেশ হাউজ নির্মাণের বিষয়টিও দ্বিপাক্ষিক বৈঠকে উঠে আসে। এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘শীঘ্রই বিশ্বভারতীতে নির্মাণাধীন বাংলাদেশ হাউজের উদ্বোধন করা হবে। আপনি (শেখ হাসিনা) যদি উদ্বোধনের সময় ভারতে আসেন, তবে আমিও আসবো।’ প্রেস ব্রিফিংকালে পররাষ্ট্র সচিব ছাড়াও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ও অতিরিক্ত প্রেস সচিব নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠকের পর এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ‘ভারত-বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় করার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সুদূরপ্রসারী আলোচনা হয়েছে।’ এ বৈঠকের মধ্য দিয়ে প্রায় এক বছর পর দুই নেতা মিলিত হলেন। সর্বশেষ গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রীর ভারত সফরে মোদী’র সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। আগামী কয়েক মাসের মধ্যেই আবারও তার ভারত সফরের কথা রয়েছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রতিবেশীই প্রথম! প্রতিবেশী এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে সংযোগ স্থাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গঠনমূলক মতবিনিময় করেছেন। কমনওয়েলথ শীর্ষ সম্মেলন ২০১৮-এর সাইডলাইনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest