সর্বশেষ সংবাদ-

কলারোয়ায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ৪ শিক্ষক বহিস্কার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা ৪ জন শিক্ষককে বহিস্কার করা হয়েছে।
সোমবার (২এপ্রিল) বঙ্গবন্ধু মহিলা কলেজ কেন্দ্রে কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্বপ্রাপ্ত এসব শিক্ষকদের বহিস্কার করেন ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সজল মোল্যা।
বহিস্কৃত শিক্ষকরা হলেন- বঙ্গবন্ধু মহিলা কলেজের জীব বিজ্ঞানের প্রভাষক সুফিয়া খাতুন, বেগম খালেদা জিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আমিনুজ্জামান, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের শরীর চর্চা শিক্ষক হাবিবুর রহমান ও হাবিবুল ইসলাম হাবিব কলেজের প্রভাষক সাইদুর রহমান।
কেন্দ্র সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান তাদের বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে জানান- ‘ওই চার জন শিক্ষক আগামি পরীক্ষাগুলোতে কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।’
কী কারণে তাদেরকে বহিস্কার করা হয়েছে সেই বিষয়ে তিনি স্পষ্টভাবে কিছ বলেন নি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন জানান- ‘পরীক্ষার হলে ওই ৪ জন শিক্ষকের সামান্য ত্রুটি বিচ্যুতির কারণে তাদেরকে কেবলমাত্র কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে বহিস্কার করা হয়েছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৩ বছর পর তালার বিএনপি নেতা আলতাফ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালা উপজেলা বিএনিপির সভাপতি আলতাফ হোসেন হত্যা মামলায় প্রায় ১৩ বছর পর আদালতে বাদীর সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অরোনভ চক্রবর্তী উক্ত মামলার বাদী শেখ আব্দুর রহমানের কাছ থেকে সাক্ষ্যগ্রহণ করেন।
মামলার আসামীরা হলেন, সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব, কৃষক দলের তালা উপজেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা, তালা উপজেলা বিএনপি’র সাংগঠণিক সম্পাদক বদরুজ্জামান মোড়ল, উপজেলা যুবদল সভাপতি হাফিজুর রহমান, বিএনপি নেতা রাশিদুল হক রাজু, যুবদল নেতা আশরাফুল হক, বিএনপি কর্মী শহীদুল ইসলাম, তালা উপজেলার দোহার গ্রামের দাদা তুষার ওরফে তুষার পাল, মাদ্রা গ্রামের প্রকাশ সরকার, তেঁতুলিয়া গ্রামের দেবেন বিশ্বাস, গাছা গ্রামের শিবপদ সরকার, টিকেরামপুরের আহম্মদ আলী ওরফে নূর আহম্মদ, কাশীপুর গ্রামের ছাত্রদল নেতা মন্টু ইসলাম, আলম হোসেন ও ওয়ার্কার্স পার্টির বহিস্কৃত নেতা প্রণব ঘোষ বাবলু।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ৪ মে রাত সাড়ে ৮টার দিকে তালা উপজেলার বাণিজ্যিক শহর পাটকেলঘাটা পাঁচ রাস্তা মোড়ে তৎকালিন উপজেলা বিএনপি’র সভাপতি আলতাফ হোসেনকে বোমা মেরে হত্যা করা হয়। এ সময় তার সঙ্গে মারা যান পথচারি কাঠ মিস্ত্রী হাবিবুর রহমান মোড়ল। এ ঘটনায় পুলিশ রক্তমাখা জামা কাপড় পরিহিত অবস্থায় মাদ্রা গ্রামের প্রকাশ সরকারকে গ্রেফতার করে। গ্রেফতার করা হয় পারকুমিরা গ্রামের দেবেন বিশ্বাসকে তার সেলুন থেকে। এ সময় তার সেলুনের মধ্যে রাখা বালতি থেকে কয়েকটি তাজা বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় বিএনপি কর্মী আলতাফ হোসেনের ঘনিষ্ট সেনপুর গ্রামের আব্দুর রহমান বাদি হয়ে দেবেন বিশ্বাস ও প্রকাশ সরকারের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে তালা থানায় একটি হত্যা মামলা(৩নং) দায়ের করেন। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মশিউর রহমান পিপিএম এর নির্দেশে উপপরিদর্শক মনির হোসেন মামলার তদন্ত শুরু করেন। পরবর্তীতে এ মামলার তদন্তভার সিআইডিতে ন্যস্ত হয়। সাতক্ষীরা সিআইডি’র পরিদর্শক দুর্গাপদ ঘোষ, পরিদর্শক শামীম মুছা, সহকারি পুলিশ সুপার বেলাল হোসেন, পরিদর্শক হরিপদ সরকার, পরিদর্শক আবু মোস্তফা কামাল পর্যায়ক্রমে তদন্ত শেষে ২০০৮ সালের ১১ জানুয়ারি আদালতে পৃথক দু’টি অভিযোগপত্র দাখিল করেন। হত্যার অভিযোগে দায়েরকৃত অভিযোগে জেলা বিএনপি’র সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিবসহ প্রথমাক্ত ১৪জনকে আসামী করা হয়। বিষ্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত অভিযোগপত্রে প্রণব ঘোষ বাবলুকে অতিরিক্ত আসামী করা হয়। গ্রেফতারের কিছুদিন পর দেবেন বিশ্বাস ও প্রকাশ সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকাস্ত জয়েন্ট ইন্টারোগেশন সেলে নিয়ে যাওয়ার পথে বিশেষ তদবিরে আরিচা ফেরিঘাট থেকে সাতক্ষীরায় ফিরিয়ে আনা হয়। মামলার বাদিকে বার বার জীবননাশের চেষ্টা করায় নিহতের স্ত্রী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা রেহেনা খানম তার ভার্সার বাড়িতে এক সংবাদ সম্মেলন করে সম্ভাব্য আসামীদের নাম প্রকাশ করেন। ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে তালা উপজেলার বিএনপি’র সাংগঠণিক সম্পাদক বদরুজ্জমান মোড়ল নিজেকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা উল্লেখ করে সভাপতি হাবিবুল ইসলাম হাবিবসহ অন্যান্য নেতা কর্মীদের নাম বিচারকের কাছে ১৬৪ ধারার জবানবন্দিতে উল্লেখ করেন। এরপর থেকে আসামী গোলাম মোস্তাফা, হাফিজুর রহমান, রাশেদুল হক রাজু ও সাংসদ হাবিবুল ইসলাম হাবিব মামলাটির কার্যক্রম হাইকোর্টে স্থগিত করার চেষ্টা করেন। ২০১৫ সালের ডিসেম্বর মাসে বাদি নিজের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। এ ঘটনায় তৎকালিন সদর সহকারি পুলিশ সুপার ঘটনার তদন্ত করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, সাতক্ষীরা জজকোর্টের পিপি এড. ওসমান গণি এবং সহযোগিতায় ছিলেন, অতিরিক্ত পিপি এড. ফাহিমুল হক কিসলু, অতিরিক্ত পিপি এড. তপন কুমার দাস ও অতিরিক্ত পিপি সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু।
মামলা পরিচালনাকারী এড. ওসমান গণি(পিপি) বলেন, দীর্ঘদিন পর মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হওয়ায় অনেকটা ভালো লাগছে। মামলা বাদী তার সাক্ষ্য সুনিপুনভাবে উপস্থাপন করেছেন। উক্ত মামলায় জেলা বিএনপি’র সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিব, হোলাম মোস্তফা, দাদা তুষার ও প্রকাশ সরকার পলাতক রয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরকারী শিক্ষক বরখাস্ত

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো ॥ দেবহাটায় প্রধান শিক্ষক কর্তৃক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করার অপরাধে সেই দেবহাটা উপজেলার টিকেট ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশান্ত কুমার মল্লিককে বরখাস্ত করা হয়েছে। প্রশান্ত কুমার মল্লিকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমানিত হওয়ায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন এই বরখাস্তের আদেশ দেন। সূত্র মতে, গত বুধবার সকালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশান্ত কুমার নিজে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভেঙ্গে নিজের বিভিন্ন অপকর্মের দোষ চাপানোর অসৎ উদ্দ্যেশ্যে দেবহাটা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল আলমের উপর দোষ চাপানোর চেষ্টা করেন। কিন্তু স্কুলের শিক্ষকমন্ডলী, পুলিশ ও এলাকাবাসীর সহযোগীতায় উক্ত শিক্ষকের ঐ দূরভীসন্ধীমূলক কর্মকান্ড ফাস হয়ে পড়ে। এ বিষয়ে ঐ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি দিলীপ কুমার মন্ডল ঐদিনই নিজে বাদী হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশান্ত কুমার মল্লিকের বিরুদ্ধে দেবহাটা থানায় সাধারন ডাইরী করেন। এছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তার অফিসের ২৫২ নং স্মারকে ঐদিনই জেলা প্রাথমিক শিক্সা কর্মকর্তার নিকট লিখিত প্রতিবেদন দাখিল করেন। জেলা শিক্ষা কর্মকর্তা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দীনকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করে এ বিষয়ে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেন। গত ৩১/০৩/১৮ ইং তারিখে তিনি সরেজমিনে তদন্ত করে গত ০১/০৪/১৮ ইং তারিখে ৮৩০ নং স্মারকে এ বিষয়ে প্রতিবেদন দেন। উক্ত প্রতিবেদন মোতাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশান্ত কুমার মল্লিকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হওয়ায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন গত ০১-০৪-২০১৮ ইং তারিখে তার অফিসের ৮৩১/৯ নং স্মারকে সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৫ এর বিধি-৩ (বি) অনুযায়ী অসদাচরনের পর্যায়ভুক্ত অপরাধ করায় গত ২৮-০৩-২০১৮ ইং তারিখ থেকে সাময়িক বহিষ্কার করার আদেশ প্রদান করেছেন। এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক প্রশান্ত কুমার মল্লিককে বহিষ্কার করার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় এইচএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ৫, বহিষ্কার নেই

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটায় সারাদেশের ন্যায় সোমবার থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েচে। ১ম দিনের পরীক্ষা শান্তিপূর্ন পরিবেশে কোন বহিষ্কার ছাড়াই সম্পন্ন হয়েছে। পরীক্ষার কেন্দ্রগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আর আসাদ পরিদর্শনের পাশাপাশি সার্বক্ষনিক মনিটরিং করেন। এছাড়া ভিজিল্যান্স টিমগুলোও পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট জানান, উপজেলা মোট পরীক্ষার্থী ছিল ৭শত ৬১ জন। মোট ৩টি পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে দেবহাটা কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১৩৮ জন। এর মধ্যে উপস্থিত ছিল ১৩৬ ও অনুপস্থিত ছিল ২ জন পরীক্ষার্থী। সখিপুর কেবিএ কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১৯১ জন। এর মধ্যে উপস্থিত ছিল ১৯০ ও অনুপস্থিত ছিল ১ জন পরীক্ষার্থী। সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৪৩২ জন। এর মধ্যে উপস্থিত ছিল ৪৩০ ও অনুপস্থিত ছিল ২ জন পরীক্ষার্থী। এইচসি পরীক্ষার সোমবার ছিল বাংলা ১ম পত্র পরীক্ষা। পরীক্ষার কেন্দ্রগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ পরিদর্শন ও তদারকী করেন। কোন কেন্দ্রে কোন প্রকারের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি বা কোন শিক্ষার্থী বহিষ্কার হয়নি বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১ মার্চকে জাতীয় ভোটার দিবস ঘোষণা

এখন থেকে প্রতিবছর ১ মার্চ জাতীয় ভোটার দিবস হিসেবে পালিত হবে। ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে ঘোষণা এবং উদযাপনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভা এ প্রস্তাবের অনুমোদন দেয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) এন এম জিয়াউল আলম প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান।

তিনি জানান, দিবস হিসেবে এটি হবে মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘খ শ্রেণি’র। গণতন্ত্র, নির্বাচন এবং ভোটার হতে তরুণ সমাজকে আকৃষ্ট করতে এই দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন তারিখে জাতীয় ভোটার দিবস পালন করে।

মার্চ মাসকে কেন বেছে নেওয়া হয়েছে জানতে চাইল এনএম জিয়াউল আলম বলেন, আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধসহ সমগ্র জনজীবনে মার্চ মাস খুবই গুরুত্বপূর্ণ বলে এই মাসে দিবসটি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে আইনজীবী সহকারী সমিতির শুভেচ্ছা বিনিময়

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সাথে নব-নির্বাচিত জেলা আইনজীবী সহকারি সমিতির শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে নব-নির্বাচিত জেলা আইনজীবী সহকারি সমিতির সভাপতি বিমল কৃষ্ণ সরকারের সভাপতিত্বে পরিচিতি সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। পরিচিতি সভায় বক্তব্য রাখেন সহকারি সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সব-সভাপতি ইমান আলী, আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক কবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী, সহ-সম্পাদক তারক রায়, কোষাধ্যক্ষ রমজান আলী, সদস্য জাহাঙ্গীর হোসেন, আব্দুল হাকিম, আব্দুল জলিল, মধুসুধন, মেহেদী হাসান শিমুল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, সাবেক সভাপতি আব্দুল হান্নান, সাবেক সাধারণ সম্পাদক সুনীল কুমার, আব্দুল মান্নান বাবলু, রুহুল আমিন, আব্দুর রহমান, মশিয়ার রহমান, সামছুদ্দিন, কামরুজ্জামান, খয়বার আলী, অলিউর রহমান, নুরুল হক, কুদ্দুস মৃধাসহ নব-নির্বাচিত জেলা আইনজীবী সহকারি সমিতির সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দলিতদের বিক্ষোভে উত্তাল ভারত, নিহত ৫

ভারতে দলিত বা তথাকথিত নিম্নবর্ণের মানুষদের প্রতিবাদ-বিক্ষোভে দেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে আজ ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

পাঞ্জাব, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও ওড়িশার মতো বিভিন্ন রাজ্যও দলিত বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে।

দেশে দলিত সুরক্ষার জন্য যে কঠোর আইন আছে, তা সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক নির্দেশে শিথিল হয়ে পড়েছে – এই অভিযোগেই আজ সোমবার ভারত বধের ডাক দিয়েছিল দলিতদের নানা সংগঠন।

বিরোধী রাজনীতিকরা অবশ্য মনে করছেন, ভারতে গত বেশ কিছুকাল ধরে দলিতদের ওপর অত্যাচারের যে একের পর এক ঘটনা ঘটছে, সেই পটভূমিতেই এদিনের বিক্ষোভ এরকম ব্যাপক সহিংসতার চেহারা নিয়েছে।

পাঞ্জাবের ভাতিন্ডায় তরোয়াল, লাঠিসোঁটা, বেসবল ব্যাট নিয়ে এদিন তুমুল বিক্ষোভ দেখাচ্ছিলেন শত শত দলিত – যে প্রতিবাদে আজ দিনভর অচল হয়ে ছিল গোটা রাজ্যই।

ভারতে তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মানুষদের সুরক্ষার জন্য যে আইন আছে, গত ২০ মার্চ তাতে দুটো গুরুত্বপূর্ণ পরিবর্তন করে সুপ্রিম কোর্ট।

যার ফলে দলিতদের নির্যাতনে অভিযুক্তদের আর সাথে সাথে গ্রেফতার করা যাবে না এবং তাদের জামিনেরও সুযোগ থাকবে। দলিত সংগঠনগুলোর প্রতিবাদ ছিল এই রায়ের বিরুদ্ধেই।

দলিত সমাজের আন্দোলনকারী কুমার শ্যাম বলছিলেন, এই তো সেদিন ঘোড়ায় চড়ার অপরাধে এক দলিতকে মেরে ফেলা হল। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পর সেই হত্যাকারীদের গায়েও হাত দেওয়া যাবে না – যতক্ষণ না সরকারি কর্মকর্তাদের কাছ থেকে অনুমতি লিখিয়ে আনা যাবে।

আরে, কোন আইনের না একটু-আধটু অপব্যবহার হয়? কিন্তু তাই বলে দলিত সুরক্ষার এই আইনটাকেই আপনি দুর্বল করে দেবেন? প্রশ্ন তুলছেন তিনি।

এই প্রতিবাদকে ঘিরেই মধ্যপ্রদেশে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে এদিন একজন ছাত্রনেতাসহ অন্তত চারজন নিহত হন।

রাজস্থানের আলোয়াড়ে পুলিশের গুলিতে মারা যান আরও একজন। ভিন্ডে পরিস্থিতি সামলাতে ডাকা হয় সেনাবাহিনীকে। বিহার, ওড়িশা, রাজস্থানের নানা জায়গায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল – চন্ডিগড়ের কাছে স্তব্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক।

শতকরা হিসেবে যে রাজ্যে দলিতের সংখ্যা সবচেয়ে বেশি, সেই পাঞ্জাবে স্কুল-কলেজ, দোকানপাট এমন কী মোবাইল ইন্টারনেট পর্যন্ত বন্ধ রাখা হয়। প্রতিবাদে ফেটে পড়ে হরিয়ানা, বিহারের পাটনা – এমন কী কলকাতাও।

এই আন্দোলনকে সমর্থন করছে যে বামপন্থী দল সিপিআই (এম এল), তাদের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলছিলেন দলিতদের ক্ষোভের আগুন কিন্তু ধিকিধিকি জ্বলছিল বেশ কিছুদিন ধরেই।

তার কথায়, পটভূমিটা যদি আপনি দেখেন, তাহলে দেখবেন উনাতে দলিতদের নির্মমভাবে পেটানোর ঘটনা দিয়েই এর শুরু। তারপর উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর সাহরানপুরে দলিতদের হত্যাকান্ড এবং দলিত সংগঠন ভীম আর্মির নেতাদের গ্রেফতার করা হল। এরপর মহারাষ্ট্রে ভীমা কোরেগাঁও কান্ড – দলিতদের ওপর অত্যাচারের একের পর এক ঘটনা তো ঘটেই যাচ্ছে।

একদিকে যেমন নির্যাতন বাড়ছে – তেমনি দলিতদের যেটুকু আইনি সুরক্ষা ছিল সেটাকেও এখন দুর্বল করার চেষ্টা চলছে। ঠিক এই কারণেই আমার মনে হয় কোনও রাজনৈতিক দলের কর্মসূচি না-হওয়া সত্ত্বেও এই প্রতিবাদ এত ব্যাপক আকার নিয়েছে, বিপুল সংখ্যক মানুষের মধ্যে সাড়া ফেলেছে, বলছিলেন ভট্টাচার্য।

দেশ জুড়ে দলিতদের এই ব্যাপক বিক্ষোভ সামলাতে সরকার এদিন তড়িঘড়ি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে – আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন তারা রায় পুনর্বিবেচনার জন্য শীর্ষ আদালতে একটি পিটিশন দাখিল করেছেন।

মূল মামলাটিতে ভারত সরকার কোনও পক্ষ ছিল না, সে কথা মনে করিয়ে দিয়ে আইনমন্ত্রী বলেন, সামাজিক ন্যায় মন্ত্রণালয় এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন জমা দিয়েছে। এই রায় দেওয়ার সময় সুপ্রিম কোর্ট যে যুক্তি দিয়েছে সরকার তার সঙ্গে একমত নয় – এবং আদালতের এটা আবার ভেবে দেখার প্রয়োজন আছে।

বিজেপির বিভিন্ন শরিক দল অবশ্য অনেক আগেই সুপ্রিম কোর্টের ওই রায়ের বিরুদ্ধে সরব হয়েছে।

রামবিলাস পাসোয়ান বা নীতিশ কুমারের মতো শরিক নেতারা এই ইস্যুতে প্রকাশ্যেই দলিতদের পক্ষ নিয়েছেন – বিরোধী কংগ্রেসও একই সুরে কথা বলছে।

নরেন্দ্র মোদি সরকারের একটা দলিত-বিরোধী ভাবমূর্তি আগে থেকেই তৈরি হয়েছিল, এদিনের ব্যাপক বিক্ষোভ তাদের অবশ্যই আরও চাপের মুখে ফেলে দিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় ভ্রাম্যমাণ আদালতে ইয়াবা ব্যবসায়ীকে দুই বছরের সাজা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালায় এক ইয়াবা ব্যবসায়ীকে দুই বছরের সাজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার সকালে এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ফরিদ হোসেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত সোমবার সকালে তালা বাজার থেকে ১০পিচ ইয়াবাসহ উপজেলা কানাইদিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জিয়াউর রহমান (৩৮) কে আটক করে। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হোসেন আটক জিয়াউরকে দুই বছরে সাজা প্রদান করেন। এসময় তালা থানা পুলিশের এসআই মাহফুজ, কনস্টেবল সাইফুল ইসলামসহ উপজেলা নির্বাহী অফিসের বেঞ্চ সহকারী উপস্থিত ছিলেন।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest