সর্বশেষ সংবাদ-
জলবায়ু পরিবর্তনে মানবাধিকার নিশ্চিতকরণে শ্যামনগরে এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভালাপা প্রকল্পের জেলা পর্যায়ে স্টেকহোল্ডার পরামর্শ সভাসাতক্ষীরায় যৌথবাহিনির অভিযানে অস্ত্র-মাদকসহ তিনজন আটকসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাসাতক্ষীরা কারা মহাপরিদর্শকের বিরুদ্ধে মানহানি মামলাসাতক্ষীরায় গ্রিলের তালা ভেঙে দুর্ধর্ষ চুরিসাতক্ষীরার লাবসা বাইপাস সড়কে মোটরযানের উপর মোবাইল কোর্টদেবহাটায় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে স্কুল শিক্ষক ও আয়া আটক কালিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক-৩সাংবাদিক কামরুজ্জামানের শ্যালকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে জলকামান ফেলে পুলিশের পলায়ন

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে সকাল সাড়ে ৯টায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গত কিছু দিন ধরেই মহাসড়ক সংলগ্ন জাবির প্রধান ফটক ও জয় বাংলা গেটে সতর্ক অবস্থানে ছিলো সাভার ও আশুলিয়া থানার দুটি ইউনিটের পুলিশ।

কিন্তু আজ সকালে প্রায় এক হাজার শিক্ষার্থী একসঙ্গে স্লোগান দিয়ে জাবির প্রধান গেট দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে উঠে এলে ভড়কে যায় তারা। এ সময় শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে হলুদ রঙের একটি জলকামান ফেলেই ঘটনাস্থল থেকে দ্রুতবেগে জাবির জয় বাংলা গেট হয়ে পালিয়ে যায় পুলিশ।

কিছুক্ষণ পর কিছু শিক্ষার্থী কোটা সংস্কারের স্লোগান দিয়ে জলকামানটির চাকার হাওয়া ছেড়ে দেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৮ সচিব পদে রদবদল

৮ সচিব পদে রদবদল

কর্তৃক Daily Satkhira

প্রশাসনে সচিব পদে আটটি রদবদল করা হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খান ও এম. কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত দুটি ভিন্ন প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) সচিব আবু হেনা মো. রাহমাতুল মুমিনকে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম ফারুককে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব,

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমানকে কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীরকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব

এবং সুরক্ষা সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মহিবুল হককে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে বদলিপূর্বক নিয়োগ দেয়া হয়।

অপর একটি প্রজ্ঞাপনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন তালুকদারকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (ভারপ্রাপ্ত সচিব পদমর্যদায়),

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আকরাম আল হোসেনকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব পদমর্যদায়),

এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনকে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (ভারপ্রাপ্ত সচিব পদমর্যদায়) পদে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ দেয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফেসবুকে যেসব বিষয় নিষিদ্ধ হচ্ছে!

তথ্য ফাঁস কাণ্ডে বিপাকে ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ। মার্কিন কংগ্রেসের শুনানিতে কার্যত নার্ভাস দেখিয়েছে তাকে। কংগ্রেসের সামনে মার্ক জানিয়েছেন, ফেসবুক তার তৈরি। এর সব দায়ভার তারই। যা ভুল হয়েছে, তার জন্য তিনি ক্ষমা চাইছেন। পাশাপাশি তিনি জানিয়ে দেন, আগামী দিনে ফেসবুকে তথ্য চুরি হওয়া আটকাতে তারা নতুন কী কী উপায় অবলম্বন করছেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, তথ্য চুরি রুখতে ফেসবুক গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের ব্যাপারে আরও কড়া হতে চাইছে। অন্যের পোস্ট শেয়ার করা (বিশেষ করে গ্রুপ থেকে), একই ইভেন্টে যাওয়ার খবর শেয়ার করার মতো বিষয়গুলোর দিকে নজর দেওয়া হয়েছে। ডেভেলপাররা যাতে গ্রাহকদের খুব বেশি ব্যক্তিগত তথ্যের নাগাল না পান, সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে। জানা গেছে, গ্রাহকদের কোনও কোনও ব্যক্তিগত তথ্য জানতে হলে অনুমোদন নিতে হবে বা চুক্তি সই করতে হবে। থার্ড পার্টি অ্যাপের মাধ্যমেই কিন্তু তথ্য চুরির ঘটনা ঘটেছে। তাই সেদিকেও বিশেষ নজর রাখছে ফেসবুক। সাধারণত বহু অ্যাপই গ্রাহকদের ব্যক্তিগত বহু তথ্যের অ্যাকসেস চায়। ফেসবুকের নতুন নিয়মে এবার থেকে কেবল নাম, প্রোফাইল ফোটো ও ই-মেল-এর বেশি আর কোনও তথ্যই এই ধরনের অ্যাপগুলো চাইতে পারবে না। এমনকী, কোনও অ্যাপ যদি গ্রাহকরা শেষ ৩ মাসে ব্যবহার না করে থাকেন, সে ক্ষেত্রে ডেভেলপাররা অ্যাকসেস পাবেন না সেই গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের। ফেসবুকে কাউকে খুঁজে বের করতে হলে অনেক সময়ই তাদের ফোন নম্বর বা ই-মেলও কাজে লাগে। বিশেষ করে একই নামের অন্য ব্যক্তিদের ভিতর থেকে উদ্দিষ্ট ব্যক্তিকে খুঁজে বের করতে হলে। এবার থেকে এটা আর করা যাবে না বলে জানিয়েছেন মার্ক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রাজিলে জেল ভেঙে পালানোর চেষ্টা, নিহত ২০

ব্রাজিলের উত্তরাঞ্চলের একটি কারাগার ভেঙে পালানোর চেষ্টা করায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এতে আহত হন আরও ৪ রক্ষী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কারাগারের বাইরের একটি গ্রুপ প্রাচীর ভাঙার জন্য বোমা বিস্ফোরণ করলে ঘটনাস্থলেই কারারক্ষী, বন্দি এবং বাইরে অবস্থানরত সশস্ত্র সদস্যরা নিহত হন।

জেলের নিরাপত্তা কর্তৃপক্ষ জানান, তাদের সদস্যরা জেল ভাঙার ঘটনা টের পেয়ে কারাগারটি ভেতর ও বাইরে উভয় দিক থেকেই ঘিরে ফেলেছিল। তবে এরমধ্যে কোন বন্দি পালিয়েছে কিনা তা খতিয়ে দেখার কথা জানান তারা।

এর আগে দেশটির মানাউস শহরের একটি কারাগারে দাঙ্গা ছড়িয়ে পড়ার ঘটনায় ৫৬ জন নিহত হয়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রী কোটা সংস্কার নিয়ে কথা বলবেন, সবাই ধৈর্য্য ধরুন: সেতুমন্ত্রী

কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী কথা বলবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন আপনার সবাই একটু ধর্য ধরুন আজ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা কোটা সংস্কার বিষয়ে কথা বলতে পারেন। আজ বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।

কাদের বলেন, আপনারা ধৈর্য ধরুন, প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখুন। তিনি বঙ্গবন্ধু কন্যা সফল প্রধানমন্ত্রী। তিনি জানেন কি করতে হবে। আজ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে কথা বলতে পারেন শেখ হাসিনা। এছাড়া যে কোনো স্পর্শকাতর বিষয়ে সরকারে যারা দায়িত্বশীল পদ বা অবস্থানে আছেন তাদের দায়িত্বজ্ঞানহীন কথা বলা ঠিক নয়।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে যারা আক্রমণ করেছে কৃষিমন্ত্রী তাদের উদ্দেশ্যে একথা বলেছেন। এই আন্দোলন কেন্দ্র করে কোনো বিদ্বেষপ্রসূত মনোভাব নিয়ে কেউ যাতে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোটা সংস্কারের দাবি যৌক্তিক: ঢাবি ভিসি

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি যৌক্তিক। এই যৌক্তিক দাবির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একমত। তাছাড়া কোটা সংস্কার যত দ্রুত হবে ততই মঙ্গল বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) ড. মো. আখতারুজ্জামান। আজ বুধবার দুপুরে উপাচার্য তার কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন বিলম্বিত বা প্রলম্বিত করা হলে তাতে কেবল ভোগান্তিই বাড়বে। তাই এ দাবি যত দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হবে, ততই সবার জন্য মঙ্গল। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সরকারকে বলাও হয়েছে।

বিবেক ও নৈতিক তাড়নায় কোটা সংস্কার আন্দোলনে একাত্মতা ঘোষণা করে ভিসি বলেন, সংস্কার এমন একটি বিষয় যা বিশ্ববিদ্যালয়ের ধারণার সঙ্গে যায়। বিশ্ববিদ্যালয় সবসময় সংস্কার চায়। আমরা যৌক্তিক ভাবে মনে করি সংস্কারের প্রয়োজন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)কে বলেছি কোনো বাড়াবাড়ি যেন না হয় আন্দোলনকারীদের সাথে।

তিনি আরও বলেন, জনগণের মধ্যে একটা বিভ্রান্তি থাকতে পারে- শিক্ষার্থীরা একদিকে আমরা অন্যদিকে। আমরা সব সময়ই শিক্ষার্থীদের সঙ্গে আছি। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময়ই শিক্ষার্থীদের সঙ্গে থেকেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভিসি বলেন, আমি নিরাপত্তাহীনতায় নেই। কোনো শিক্ষার্থী হামলা চালিয়ে থাকতে পারে। আবার শিক্ষার্থীরাই আমাকে রক্ষা করেছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝেই আমি নিরাপদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় নছিমনে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ফেনসিডিল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় ইঞ্জিনচালিত নছিমনে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৬৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ১১ এপ্রিল ভোর ৬টার দিকে উপজেলার কাদপুর গ্রাম থেকে সেগুলো উদ্ধার করা হয়। থানা সূত্র জানায়- গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে উপজেলা চন্দনপুর ইউনিয়নের সীমান্তবর্তী কাদপুর গ্রামের দক্ষিনপাড়ার একটি রাস্তায় একটি ইঞ্জিনচালিত নছিমনকে চ্যালেঞ্জ করে। পুলিশের উপস্থিত টের পেয়ে নছিমন চালক ও অপর আরেক ব্যক্তি পালিয়ে যায়। পরে পুলিশ নছিমনটি জব্দ করে। নছিমনে যাত্রীদের বসার স্থানের নিচে অভিনব কায়দায় বিশেষ ভাবে লুকিয়ে রাখা ৬৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। নছিমনসহ ফেনসিডিলের আনুমানিক মূল্য ৩লাখ ৯৭হাজার টাকা।
সূত্র আরো জানায়- ফেনসিডিলের মালিক চন্দনপুর ইউনিয়নের হিজলদী দক্ষিণপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র আজগর আলী (৪৮)। পুলিশের উপস্থিতি টের পেয়ে আজগর ও নছিমন চালক পালিয়ে যায়। প্রাথমিক পর্যায়ে নছিমন চালকের নাম জানা যায়নি। থানার ওসি বিপ্লব দেব নাথের নির্দেশনায় সেকেন্ড অফিসার এসআই আমিনুল ইসলাম, এএসআই শাহীনুর ইসলাম, এএসআই নূর আলী, এএসআই মিলন হোসেন, এএসআই রাসেল রানাসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।
এ ব্যাপারে আজগর আলী ও অজ্ঞাত নছিমন চালককে আসামি করে কলারোয়া থানায় মামলা (২১) হয়েছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেবনাথ জানান- ‘থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬৯৪ বোতল ফেনসিডিল ও ফেনসিডিলবাহী নছিমন উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিত টের পেয়ে নছিমন ফেলে পালিয়ে যায় চালক ও ফেনসিডিলের মালিক। তাদেরকে আটকের জোর চেষ্টা চলছে।’
‘কলারোয়ায় মাদক, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কোন ছাড় নেই’- বলেন ওসি বিপ্লব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪০

আসাদুজ্জামান: সাতক্ষীরা আশাশুনি সড়কের নওয়াপাড়া নামকস্থানে যাত্রীবাহি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহ হয়েছে। বুধবার সকাল ৯ টার দিকে নওয়াপাড়া কামাল নায়েবের বাড়ির সামনে এ ঘটনটি ঘটে।
আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বুধহাটা স্বাস্থ্য কপপ্লেক্স ও সাতক্ষীরা সদর হাসপাতাল ভর্তি করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশাশুনি থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাস যার নং ঢাকা মেট্রো-ট- ১৪-১২০৫ বুধহাটার নওয়াপাড়া নামকস্থানে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক যার নং ঢাকা মেট্রো- ট- ১৬-১২১৩ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৪০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বাস ও ট্রাকরে মুখোমুখি সংঘর্ষের অনেকেই আহত হয়েছেন। তবে গুরুতর আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি আরো জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest