সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা-২ আসনের অলিগলিতে ঘুরে ভোট চাচ্ছেন সাবেক এমপি আশুWie man bei Cipherwins Casino sicher ein- und auszahltনির্বাচনীয় জনসভায় বক্তব্য চলাকালিন সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাবেক এমপি হাবিবসাতক্ষীরায় বিশ্বখাদ্য কর্মসূচি প্রকল্প পরিদর্শণে জেলা প্রশাসকসাতক্ষীরায় বাস শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারে নগদ অর্থ সহায়তাসাতক্ষীরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালিন সদস্য সুনীল ব্যানার্জীর স্ত্রীর মৃত্যুতে প্রেসক্লাবের শোকসাতক্ষীরায় চার ইয়াবা পাচারকারী গ্রেফতারকালিগঞ্জে গোয়াল ঘেসিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার২৭ জানুয়ারি সাতক্ষীরায় আসছেন জামায়াতের আমীরHogyan kezdhetsz el játszani a betmatch kaszinó platformján még ma

ওবায়দুল কাদেরের নেতৃত্বে মোদির সঙ্গে বসছে আ. লীগের প্রতিনিধি দল

ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে আওয়ামী লীগের ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল দেশটিতে সফরে রয়েছেন। প্রতিনিধি দলটি আজ (সোমবার) বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে গতকাল (রোববার) প্রতিনিধি দলটি ভারত সফরে যান। ভারতে পৌঁছে গতকাল (রোববার) বিকেলে রাজঘাটে মহাত্মা গান্ধী মেমোরিয়ালে শ্রদ্ধা নিবেদন এবং ‘হুমায়ুন টোম্ব’ পরিদর্শন করেন তারা।

আজ (সোমবার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ ছাড়াও প্রবাসী ভারতীয় কেন্দ্র এবং লোকসভা পরিদর্শন করবেন। বিকেলে ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক রাম মাধবের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন এবং তার নিমন্ত্রণে এক নৈশভোজে অংশ নেবেন প্রতিনিধি দলের সদস্যরা।

ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, প্রেসিডিয়াম সদস্য পীযূষকান্তি ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, মিসবাহউদ্দিন সিরাজ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণালকান্তি দাস, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং সদস্য গোলাম কিবরিয়া রাব্বানী চিনু।

দলটির নীতিনির্ধারক পর্যায়ের নেতারা বলছেন, সরকারের সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো। এখন এসব দেশ সফর করলে তাদের সঙ্গে বর্তমান সরকারের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাইফ কন্যা সারার নাচের ভিডিও ভাইরাল

সাইফ আলী খান ও অমৃতা সিংহের কন্যা সারা আলী খান। এখন বলিউডের অভিষেকের অপেক্ষায় আছেন। তাকে নিয়ে আলোচনার কমতি নেই। এই সুন্দরী বিভিন্ন লুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হয়ে আলোচনায় এসেছেন।

তবে নতুন একটি ভিডিওর মাধ্যমে বাজিমাত করলেন সারা। শাড়ি পরে এমন আবেদনময়ী সারাকে খুব কমই দেখা গেছে। নতুন লুকে নেট দুনিয়ায় তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে।

সম্প্রতি সারার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে শাড়ি পরে আবেদনময়ী ‘সাত সমুদ্দুর’ গানের তালে নেচেছেন। ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলার পোশাকে সারার এই নয়া অবতার দেখে চমকে গিয়েছেন দর্শকদের একটা বড় অংশ।

জানা গেছে, আপাতত সারার হাতে বিগ বাজেটের দু’টো কাজ রয়েছে। রোহিত শেট্টির ‘সিম্বা’তে তিনি রণবীর সিংয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।

এছাড়াও সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘কেদারনাথ’-এও অভিনয় করছেন এই নবাগতা নায়িকা। তবে ছবি ও নাচের মাধ্যমে আলোচনায় আসা সারা অভিনয়ে কতটা পারদর্শী, তা এই তরুণীর সিনেমা মুক্তি পেলেই জানা যাবে।

https://www.youtube.com/watch?time_continue=57&v=48cvQoRr0Ns

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছোট্ট সেঁজুতি অভিভূত প্রধানমন্ত্রীর চিঠি পেয়ে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠির উত্তর পেয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছোট্ট শিশু সেঁজুতি অভিভূত। শিশুটির পুরো নাম সৈয়দা রওনক জাহান সেঁজুতি। সেঁজুতি মা-বাবার সঙ্গে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া গ্রামে বাস করে। তার বাবার নাম সৈয়দ রফিকুল ইসলাম। মোগরাপাড়া এইজিজিএস স্মৃতি বিদ্যায়তনের সহকারী শিক্ষক তিনি।
প্রধানমন্ত্রীকে লেখা সেঁজুতির চিঠি থেকে জানা যায়, কিছুদিন আগে তার দাদু মারা যায়। দাদুকে হারিয়ে ভীষণ মন খারাপ তার। কিন্তু সেঁজুতি হারানো দাদুকে খুঁজে পায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে। তাই মনের কথা খুলে বলতে সে গত ২৫ মার্চ প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি লেখে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেঁজুতির চিঠি পাওয়ার পর তার জবাবও দেন গত ১২ এপ্রিল। সেঁজুতি ও প্রধানমন্ত্রীর চিঠি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মামুন-অর-রশীদ বলেন, ‘চিঠি প্রাপ্তি এবং এর উত্তরদানের ঘটনাটি সত্য।’
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে সেঁজুতি লেখে, দাদুকে হারিয়ে আমি ভালো নেই। তোমার মুখ আমার দাদুর মুখের মতো। বিশেষ করে তোমার নাক আমার দাদুর নাকের মতো। তাই আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে টিভিতে দেখলে আমার দাদুর কথা মনে পড়ে। সেঁজুতি প্রধানমন্ত্রীকে তার বাসায় যাওয়ারও দাওয়াত দেয়।
সেঁজুতির চিঠি পেয়ে প্রধানমন্ত্রী খুব যত্ন করে চিঠির উত্তর দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘তোমার লেখা চিঠি পেয়েছি। আমার স্নেহ ও শুভেচ্ছা গ্রহণ কর। আশা করি তুমি বাবা-মা, বন্ধুদের নিয়ে খুব ভালো আছ। তোমার চিঠিটি আমি কয়েকবার পড়েছি। তোমার দাদুর জন্য দোয়া করেছি। তোমার দাদুকে মহান আল্লাহ রাব্বুল আলামীন বেহেশত নসিব করুন। তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া করবে এবং স্কুলে যাবে। বাবা-মার কথা শুনবে এবং বড় হয়ে দেশের সেবা করবে। তোমার জন্য আমার একটা ছবি পাঠালাম। অনেক অনেক দোয়া আর আদর রইল।’
উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে পটুয়াখালীর সরকারি জুবিলি স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র শীর্ষেন্দু বিশ্বাসের চিঠির উত্তর দিয়ে তার এলাকা পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকায় পায়রা নদীর ওপর একটি সেতু নির্মাণ করে দেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। কারণ, প্রতিদিন এই বড় নদী পেরিয়ে তাঁর স্কুলে যাতায়াতে সমস্যা হচ্ছিল। সে চিঠিটিও ফেসবুকে ভাইরাল হয়।
সূত্র: প্রথমআলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘কলঙ্ক’ নিয়ে সোনাক্ষী!

বলিউডের হার্টথ্রব অভিনেত্রীদের একজন সোনক্ষী সিনহা। দাবাং সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পদাচারণা শুরু। এবার ‘কলঙ্ক’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এ অভিনেত্রী। যেখানে তার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করবেন আদিত্য রয় কাপুর।

সিনেমাটিতে একঝাঁক তারকার সমাহার। ছবিটি প্রযোজনা করছে করন জোহরের ধর্মা প্রোডাকশন। সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত সোনাক্ষী।

এ প্রসঙ্গে সোনাক্ষী সিনহা বলেন, ‘অবশেষে কলঙ্ক সিনেমাটির নির্মাণের ঘোষণা দেয়া হয়েছে এবং এটি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। এতে একঝাঁক তারকা অভিনয় করছেন। আমি এইসব অসাধারণ মানুষগুলোর সঙ্গে কাজ করার জন্য বেশ উচ্ছ্বসিত। আমি সঞ্জয় দত্ত স্যারের সঙ্গে সন অব সর্দার সিনেমায় কাজ করেছি। কিন্তু বাকিদের সঙ্গে প্রথমবার সিনেমায় কাজ করতে যাচ্ছি। তাই আমি এটির জন্য অধির আগ্রহে অপেক্ষা করছি।’

এ অভিনেত্রী আরো বলেন, ‘মাধুরীজি (মাধুরী দীক্ষিত) আমার প্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। তাকে দেখেই আমরা বড় হয়েছি। তাই তার সঙ্গে একই ফ্রেমে হাজির হওয়া, একই সিনেমায় কাজ করা এবং সিনেমার ঘোষণার সময় তার নামের পর আমার নাম ঘোষণা হওয়া খুবই সম্মানের বিষয়। সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত ভারতীয় সিনেমার একটি আইকনিক জুটি। তাদের একসঙ্গে দেখতে বেশ ভালোই লাগবে। আলিয়া ভাট-বরুণ ধাওয়ানও অনেক জনপ্রিয় জুটি। আর আদিত্যের সঙ্গে আমি প্রথমবার জুটি বাঁধতে যাচ্ছি এটিও অনেক চমৎকার হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিম পাতার ৭টি জাদুকরী উপকারিতা

নিম একটি ঔষধি গাছ যার ডাল, পাতা, রস সবই কাজে লাগে। নিম একটি বহুবর্ষজীবী ও চিরহরিৎ বৃক্ষ। বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশে ঔষধি গাছ হিসেবে নিমের ব্যবহার হয়ে আসছে গত ৫ হাজার বছর ধরে। প্রকৃতি কী করে একই সঙ্গে সমস্যা এবং সমাধান ধারণ করে রেখেছে তার উৎকৃষ্ট উদাহরণ নিম। নিমের আছে ১৩০টি ঔষধি গুণ। ভাইরাস এবং ব্যাকটেরিয়া নাশক হিসেবে নিম খুবই কার্যকর। আর রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এর জুড়ি মেলা ভার। আসুন জেনে নেওয়া যাক নিমের বিস্ময়কর উপকারিতাগুলো।

১. ক্ষত সারায়
নিম পাতা বেটে পেস্ট বানিয়ে আঘাতজনিত ক্ষত বা কীটপতঙ্গের কামড়ে সৃষ্ট ক্ষততে প্রতিদিন কয়েকবার করে লাগালে তা দ্রুত সেরে যায়।

২. খুশকি তাড়ায়
পরিমাণ মতো পানি ও নিম পাতা নিয়ে সেদ্ধ করুন। যতক্ষণ না পানিটা নীল হচ্ছে। এরপর তা ঠাণ্ডা করে রাখুন। গোসলের সময় চুল শ্যাম্পু দিয়ে ধোয়ার পর এই পানি দিয়ে মাথা পরিষ্কার করুন।

৩. চোখের সমস্যা দূর করে
কিছু নিম পাতা সেদ্ধ করার পর পানিটুকু ছেঁকে পুরোপুরি ঠাণ্ডা করে নিন। এরপর সেই পানি দিয়ে চোখ ধুয়ে নিন। এতে চোখের যেকোনো ধরনের প্রদাহ, ক্লান্তি বা লালচে ভাব দূর হবে।

৪. ব্রণ তাড়ায়
কিছু নিম পাতা গুঁড়ো করে পেস্ট বানিয়ে ব্রণে লাগিয়ে দিন। যতদিন ব্রণ না শুকোচ্ছে ততদিন পর্যন্ত এভাবে লাগিয়ে যান। মুখের যেকোনো ধরনের ফুসকুড়ি, ডার্ক স্পট এবং দীর্ঘমেয়াদি ঘা দূর করে নিম।

৫. কানফোঁড়া সারায়
কিছুসংখ্যক নিমপাতা গুঁড়ো করে এর সঙ্গে মধু মিশিয়ে নিন। যেকোনো ধরনের কানফোঁড়া সারাতে এই মিশ্রণের কয়েকফোঁটাই যথেষ্ট।

৬. অন্যান্য ত্বকের সমস্যাও দূর করে
নিমপাতা গুঁড়ো করে পেস্ট তৈরি করে তার সঙ্গে হলুদ মিশিয়ে যেকোনো ধরনের খুজলি, একজিমা, রিঙ ওয়ার্ম এবং প্রদাহজনিত ত্বকের রোগ সারানো যায়।

৭. রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়
কিছু নিমপাতা চুর্ণ করে এক গ্লাস পানির সঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে পান করলে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে বহুগুণ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বের সবচাইতে খাটো অভিনেতা আর নেই

শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে মোটেও চিন্তাগ্রস্ত ছিলেন না। স্বাভাবিকের চেয়ে অনেক কম উচ্চতা ছিল তার। তবে এই বিষয়টাকেই নিজের জীবনের জন্য আশির্বাদ হিসেবে নিয়েছিলেন। কম উচ্চতাকেই বানিয়ে ফেলেছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দু।

তিনি হলিউডের কৌতুক অভিনেতা ভের্ন ট্রয়ের। তার ছিল অসামান্য অভিনয় দক্ষতা। বারবার তার কমিক সেন্সে মুগ্ধ হয়েছে বিশ্বের সিনেমাপ্রেমিকরা। সেই অভিনেতা চলে গেলেন পৃথিবীর মায়া কাটিয়ে। গেল ২১ এপ্রিল রাতে আমেরিকার এক হাসপাতালে মাত্র ৪৯ বছর বয়সে মৃত্যু হয় তার।

ভের্ন অ্যাখোনন্ড্রোপ্লসিয়া ডোয়ার্ফিমিজ অসুখে আক্রান্ত ছিলেন। এই রোগের জেরেই তার উচ্চতা ২ ফুট ৮ ইঞ্চিতে থেমে যায়। তাকে বলা হতো বিশ্বের সবচেয়ে কম উচ্চতার পেশাদার অভিনেতা। কিন্তু এই কম উচ্চতাকেই কাজে লাগান তিনি। বেছে নেন সিনেমা জগতকে। দর্শকদের উপহার দেন একের পর এক অসাধারণ চরিত্র।

অসুস্থ হয়ে পড়ায় কিছুদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গতকাল তার মৃত্যু হয়। ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, তার অসুস্থতার কারণ ছিলো অতিরিক্ত মদ্যপান।

ভের্ন ট্রয় অভিনীত কয়েকটি বিখ্যাত সিনেমা হল মিনি মি, হ্যারি পটার অ্যান্ড দা ফিলোজ়ফার স্টোন, অস্টিন পাওয়ার সিরিজ, পিনাচিওজ় রিভেঞ্জ, হার্ড ক্যাশ ইত্যাদি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবারও মোস্তাফিজের মুম্বাইয়ের তীরে এসে তরি ডুবলো

এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের যেন শেষ মুহূর্তের দুঃখ মোচন হচ্ছেই না। আইপিএলর একাদশতম আসরের ২১ তম ম্যাচে আবারও তীরে এসে তরি ডুবলো মোস্তাফিজের দল মুম্বাই ইন্ডিয়ান্সের।

এই ম্যাচের এক পর্যায়ে মুম্বাই ইন্ডিয়ান্সের জয়টা প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছিল। এক ওভারে পরপর দুই বলে দুই উইকেট নিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং স্টার জসপ্রিত বুমরাহ। এর পরের ওভারে এসে কাটার মাস্টার মোস্তাফিজ ১ উইকেট তুলে নেন। এর ফলেই ম্যাচ যেন পুরোপুরি ঝুলে পড়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের দিকে।

তবে মোস্তাফিজ ১ উইকেট তুলে নিলেও ওই ওভারে শেষ দুই বলে ১০ রান দিয়ে ফেলেন। এরপরের ওভারে জসপ্রিত বুমরাহও রাজস্থানের ব্যাটিংয়ে পিটুনি থেকে রেহাই পেলেন না। রাজস্থানের কৃষ্ণাপ্পা গৌথাম জসপ্রিত বুমরাহ’র ওই ওভার থেকে ১৮ রান নিয়ে দলকে ভালো অবস্থানে পৌঁছে দেন।

ম্যাচের সমীকরণ দাঁড়ায় রাজস্থানের জয়ের জন্য প্রয়োজন শেষ ওভারে মাত্র ১০ রান। আর মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা শেষ ওভারের বল করার জন্য হার্দিক পান্ডিয়ার হাতে বল তুলে দেন। প্রথম বলেই জোফরা আরচারের ক্যাচ নিজেই নিলেন তিনি।

তবুও মুম্বাই ইন্ডিয়ান্সের লাভ কিছুই হলো না। এরপর সেই কৃষ্ণাপ্পা গৌথামই তিন বলে ১০ রান তুলে নেন পান্ডিয়ার কাছ থেকে। তাতেই ম্যাচের ফলাফল দাঁড়ায় ৩ উইকেটে জয়ী রাজস্থান রয়্যালস। ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজস্থান।

রাজস্থানের ঘরের মাঠ জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। যাদব আর ইশান কিশানের অসাধরণ ব্যাটিংয়ের ওপর ভর করে স্কোর বোর্ডে ১৬৭ রান তোলে মুম্বাই ইন্ডিয়ান্স।

মুম্বাই ইন্ডিয়ান্সের দেয়া এই রানকে সামনে রেখে জয়ের জন্য ব্যাট করতে নেমে শুরুতে আজিঙ্কা রাহানে, রাহুল ত্রিপাথিরা দ্রুত সাঁজঘরে ফিরে গেলেও দলে প্রয়োজনে সাঞ্জু স্যামসন আর বেন স্টোকস মিলে রাজস্থানকে জয়ের পথ পরিস্কার করেন। সাঞ্জু স্যামসন ৩৮ বলে ৪টি বাউন্ডারির বিনিময়ে করেন ৫২ রান। আর বেন স্টোকস ২৭ বলে ৪০ রান করে আউট হন। রাজস্থানকে জয় উপহার দিতে কৃষ্ণাপ্পা গৌথাম শেষ দিকে ১১ বলে ৩৩ রান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকায় এমপি ও চেয়ারম্যান সমর্থকদের মধ্যে গোলাগুলিতে নিহত ১, আহত ৪

অনলাইন ডেস্ক: রাজধানীর বাড্ডায় স্থানীয় সাংসদ ও বেরাইদ ইউনিয়নের চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। একটি সিমেন্ট কোম্পানিতে সরবরাহের কাজকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে বলে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
নিহত কামরুজ্জামান ওরফে দুখু বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের ছোট ভাই। গুলিবিদ্ধ বাকি চারজন হলেন জাহাঙ্গীরের আরেক ভাই তাজ মোহাম্মদ, চাচা নাজির হোসেন, ফুপাতো ভাই শরিফ হোসেন ও কামাল হোসেন।
তাজ মোহাম্মদের গলায়, নাজিরের পায়ে, শরিফের পেটে ও কামালের চোখে গুলি লেগেছে বলে জানা গেছে। এ ছাড়া চেয়ারম্যানের ভাগনে সানিও আহত হয়েছেন।
এর আগে থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থিতা নিয়ে ওই স্থানীয় সাংসদ ও ইউপি চেয়ারম্যানের মধ্য দ্বন্দ্ব ছিল।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত ব্যক্তিদের বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত কামরুজ্জামানের ভাই মো. শাহীন আলম জানান, বেরাইদ এলাকার একটি সিমেন্ট কোম্পানির রেডি মিক্স কংক্রিট তৈরির কাঁচামাল (পাথর ও বালু) সরবরাহ করে আসছিলেন কামরুজ্জামান। চলতি মাসে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ এ কে এম রহমতুল্লাহর ভাগনে মো. ফারুক, আইয়ুব ওই কাজের দখল নেয়। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল। রোববার বেলা দেড়টার দিকে কামরুজ্জামান, তাঁর ভাগনে সানি, ভাতিজা আবদুল হাকিমকে নিয়ে আগের কাজের বিল জমা দিতে সিমেন্ট কারখানায় যান। সেখানে ফারুক হোসেনের নেতৃত্বে আজাদ, মহসিন, মারুফ, সাজ্জাদসহ আরও কয়েকজনের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সাংসদের লোকজন সানির মাথা ফাটিয়ে দেয়।
শাহীন আলম বলেন, ওই অবস্থায় তাঁরা এলাকায় চলে আসেন। সাড়ে তিনটার দিকে আরও লোকজন নিয়ে তাঁরা পাটনি পাড়ার এলাকায় যান। সেখানকার ৩০ ফিট রাস্তার বাঁকে ফোর্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্সের সামনে পৌঁছালে সাংসদের লোকজনের মুখোমুখি পড়েন তাঁরা। দুই পক্ষের মধ্যে মারামারি বাধে। একপর্যায়ে তাঁদের উদ্দেশ করে গুলি করতে থাকেন সাংসদের লোকজন।
ঘটনার প্রত্যক্ষদর্শী নিয়ারুল ইসলাম বলেন, সাংসদের ভাগনে ফারুকের বাসার কাছে এ ঘটনা ঘটে। তাঁরা গুলি করা শুরু করলে কামরুজ্জামান ঘাড়ের পেছনে হাত দিয়ে পড়ে যান। ঘটনাস্থলের এক শ গজের মধ্যে তখন দুই গাড়ি পুলিশ ছিল। তারা তাঁকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়।
চেয়ারম্যানের লোকজন কেবল সাংসদের সমর্থকদের বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ আনলেও পুলিশ বলছে দুই পক্ষই গোলাগুলি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেরাইদ ইউনিয়ন ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) অন্তর্ভুক্ত হয়েছে। বর্তমানে এটি ৪২ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এই ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচনকে কেন্দ্র করে সাংসদ রহমতউল্লাহ ও বেরাইদ ইউনিয়নের সর্বশেষ নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়।
স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানিয়েছেন, কাউন্সিলর নির্বাচনের আগে (আদালতের আদেশে শেষ পর্যন্ত নির্বাচন হয়নি) বেরাইদ মুসলিম হাইস্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বসে কাউন্সিলর হিসেবে রহমতউল্লার ছেলে হেদায়েত উল্লাহকে প্রার্থী ঠিক করেন। ওই সময় জাহাঙ্গীর আলমও উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর সাংসদের ছেলের প্রার্থী হওয়া নিয়ে হ্যাঁ-না কিছু বলেননি। কিন্তু মনোনয়ন ফরম ছাড়ার পর হেদায়েত উল্লাহর পাশাপাশি জাহাঙ্গীর কাউন্সির প্রার্থী হিসেবে মনোনোয়ন ফরম সংগ্রহ করেন। এরপর থেকে সাংসদ ও জাহাঙ্গীরের দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নেয়। এমন দ্বন্দ্বের মধ্যেই জাহাঙ্গীর উচ্চ আদালতে নির্বাচন স্থগিতের জন্য আবেদন করেন। আদালতের নির্দেশে শেষ পর্যন্ত আর নির্বাচন হয়নি।
জানা গেছে, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ‘বেরাইদ নাগরিক কমিটির’ ব্যানারে একাধিকবার মুসলিম হাইস্কুল মাঠে সমাবেশ করেছেন রহমতউল্লাহর কর্মী-সমর্থকেরা। এসব সমাবেশে জাহাঙ্গীরের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল।
সাংসদ এ কে এম রহমতুল্লাহ বলেন, ছেলেমেয়েরা ঝগড়া করতে করতে ঘটনাটা হয়ে গেছে। হত্যার চিন্তা করে কেউই এটা করতে যায়নি। দুই পক্ষের মধ্যে যে মারামারি হয়েছে, তখন দুর্ঘটনাক্রমে ঘটনাটি ঘটেছে।
ভাগনের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি অস্বীকার করে সাংসদ বলেন, ফারুক ওই সময় বসুন্ধরায় তাঁর টাকা তোলার জন্য গিয়েছিলেন। এর প্রমাণও তাঁর কাছে রয়েছে।
ঘটনাটি কী নিয়ে হয়েছে—এ জবাবে সাংসদ বলেন, তুচ্ছ একটি ঘটনা নিয়ে এটা হয়েছে। তুচ্ছ ঘটনাটি কী সেটা জানতে চাইলে, উত্তরে তিনি বলেন, ‘ওদের মধ্যে কী হয়েছে সেটা আমি না জানলে বলব কীভাবে।’
ব্যবসায় সাংসদের লোকজন বাধা দিয়েছে বলে এই মারামারি হয়েছে বলে চেয়ারম্যানের পক্ষের লোকজনের অভিযোগ করছেন। এ বিষয়ে সাংসদ বলেন, ‘আমি একজন সাংসদ, আর সে চেয়ারম্যান। এখানে আমি ৯২ শতাংশ ভোট পাই। সে একসময় আমার লোকই ছিল। সহায় সম্পত্তিও করেছে আমার নাম বিক্রি করে।’ এ বিষয়ে মোবাইলে এর বেশি কথা বলতে পারবেন না বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest