সর্বশেষ সংবাদ-
কলারোয়ায় প্রতারক তফুরার হাত থেকে রক্ষা পেতে গ্রামবাসীর মানববন্ধনসাতক্ষীরায় ধর্ষনের অভিযোগে রমজান আলী নামের এক ব্যক্তি গ্রেফতারআশাশুনির চেউটিয়া নদী উন্মুক্ত করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধনপ্রথম আলো বন্ধুসভার ইফতার মাহফিলতালার আলোচিত দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি প্রশান্ত ঘোষ আবারো ভোক্তা অধিদপ্তরের জালেসাতক্ষীরায় ১৯৯ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ : ২০ হাজার টাকা জরিমানাসরকারি রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ সাতক্ষীরা জজ কোর্টের পেশকারের বিরুদ্ধেদেবহাটায় পানিতে ঝাঁপ দিতে গিয়ে শিশুর মৃত্যুসাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকর ফোরামের পক্ষ থেকে প্রান্তিকে সম্মাননাথানাঘাটায় ভাইস চেয়ারম্যান প্রার্থী বদরুজ্জামান বদুর গণসংযোগ

নিজস্ব মুদ্রা চালু করতে যাচ্ছে তুরস্ক-ইরান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানকে নিজস্ব মুদ্রা চালুর প্রস্তাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সুফল পেতেই এ পরিকল্পনা হাতে নিচ্ছে দেশ দুটি। বৃহস্পতিবার দুই নেতার টেলিফোন আলাপে এ বিষয়ে আলোচনা হয়েছে।

প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেন, অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। দুই দেশের নিজস্ব মুদ্রায় বাণিজ্য শুরু হলে তেহরান ও আংকারার সম্পর্কে আরো গতি আসবে।

আঞ্চলিক স্থিতিশীলতার বিষয় নিয়ে রুহানি বলেন, এ অঞ্চলে ইরান ও তুরস্ক বেশকিছু অভিন্ন হুমকির মুখে রয়েছে; ফলে দুই দেশের মধ্যে রাজনৈতিক পরামর্শ ও সহযোগিতা অব্যাহত থাকা দরকার।

ফোনালাপে তুর্কি প্রেসিডেন্ট ইসলামি বিপ্লবের ৩৯তম বিজয়বার্ষিকীতে ইরানের জনগণ ও সরকারকে অভিনন্দন জানিয়ে তেহরান এবং আংকারার মধ্যে সবক্ষেত্রে সম্পর্ক জোরদার করার আহ্বান জানান। তিনিও দুই দেশের নিজস্ব মুদ্রায় বাণিজ্যিক লেনদেনের গুরুত্ব তুলে ধরে বলেন, এর ফলে দুই দেশের সম্পর্কে বড় রকমের উন্নতি হবে।

এছাড়া রাশিয়ার সোচি শহরে সিরিয়াবিষয়ক সম্মেলনের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট এরদোগান ইরানের প্রেসিডেন্টকে আসন্ন ত্রিপক্ষীয় ইস্তাম্বুল বৈঠকে অংশ নেয়ার আমন্ত্রণ জানান। এর আগে এরদোগান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তবে কবে ত্রিপক্ষীয় এ শীর্ষ বৈঠক হবে তা এখনো জানা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুড়িগোয়ালিনীতে রসের মেলা উদ্বোধন

মাহফুজুর/আব্দুল্লাহ: শুক্রবার শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে রসের মেলা-২০১৮ উদ্বোধন করলেন জেলা প্রশাসক আবুল কাশেম মো.মহিউদ্দীন। এ সময় তার সফর সঙ্গী ছিলেন অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডলের উদ্যোগে এবং সভাপতিত্বে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্বরে রসের মেলা-২০১৮ আয়োজন করেছেন। জাঁকজমক পূর্ণ আকর্ষণীয় পরিবেশে ৯টি ওয়ার্ডের পৃথক পেভিলিয়নের মাধ্যমে হরেক রকমের খেঁজুরের রসের পিঠা- পুলির বাহারী আয়োজন করা হয়েছে। মুল অনুষ্ঠানটি আগামী ১০ফেব্রুয়ারি দিন ব্যাপী নানান বর্ণাঢ্য আয়োজনের মাধ্যামে উদযাপিত হবে। প্রধান আতিথি সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ এস.এম জগলুল হায়দারের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, জারি গান, পট গান এবং আদীবাসী মুন্ডা সম্প্রদায়ের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অনেক বর্ণাঢ্য আয়োজন থাকবে। উক্ত আয়োজনের মূল উদ্যেশ্য গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বাঙালি পিঠা পার্বনকে পুনর্জগরিত করা। আনুষ্ঠানের মূল প্রতিপাদ্য “ফুল সুবাস ছাড়ায়, মানুষ ছড়ায় আলো। শুদ্ধ জীবন র্চ্চা করি, দেশকে রাখি ভাল।” ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই অনুষ্ঠান উপভোগ করার জন্য সকলকে উদাত্ত আহবান জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় যুবলীগ-ছাত্রলীগের আনন্দ মিছিল

কলারোয়া, প্রতিনিধি: দুর্নীতি মামলার রায়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৫ বছরের সাজা ঘোষনায় কলারোয়ায় পৃথকভাবে আন্দন মিছিল করেছে যুবলীগ-ছাত্রলীগ।
শুক্রবার বিকেলে ও সন্ধ্যায় পৃথকভাবে আয়োজিত ওই মিছিল বের করে দলটির নেতৃবৃন্দ। সেসময় কলারোয়া উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।
বিকেলে উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের নির্দেশনায় যুবলীগ-ছাত্রলীগ আনন্দ মিছিল বের করে। উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। ওই মিছিলে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সড়ক পরিবহন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবলু, সাংগঠিনক সম্পাদক শফিউল আলম শফি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, সহ.সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম, পৌর যুবলীগের আহবায়ক জুলফিকার আলী, যুগ্ম আহবায়ক নয়ন হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম ইলিয়াস হোসাইন, যুবলীগ নেতা মিলন, মারুফ, সেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ আশিকুর রহমান মুন্না, ছাত্রলীগ নেতা ইমতিয়াজ, আসাদুল প্রমুখ অংশ নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় আওয়ামীলীগের প্রতিবাদ মিছিল

পাটকেলঘাটা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগ তাল উপজেলা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে প্রতিবাদ মিছিল করা হয়েছে।
বি এন পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দুর্ণীতি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় শুক্রবার বিকাল ৫ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি সারা বাংলাদেশে দুইদিন ব্যাপী প্রতিবাদ সভা ঘোষণা করার প্রতিবাদে পাটকেলঘাটায় তালা উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীদের অংশগ্রহণে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনি সম্পদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো ইখতিয়ার হোসেন, আওয়ামী আইনজীবী পরিষদের নেতা এ্যাডঃ আব্দুস সামাদ, নগরঘাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি যথাক্রমে আকতার হোসেন, সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পদক আতিয়ার রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পদক ও সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য কাজী নজরুল ইসলাম হিল্লোলসহ আওয়ামীলীগ ও অঙ্গ -সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদার সাজা নিয়ে নেতাদের কম কথা বলতে শেখ হাসিনার নির্দেশ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার সাজা নিয়ে আপাতত কম কথা বলতে নেতাদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি নেতাদের জানিয়েছেন,খালেদা জেলে থাকা অবস্থায় এই ইস্যুতে বিএনপি জনগণের সহানুভূতি পেতে পারে, এমন কোনও বক্তব্য বা আচরণ করা যাবে না। এমনকি নেতাদের উচ্ছ্বাস প্রকাশ  করা বা উস্কানিমূলক বক্তব্যও পরিহার করতে নির্দেশ পাঠিয়েছেন দলীয় সভাপতি।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) খালেদা জিয়ার মামলার রায় হওয়ার পর দণ্ড নিয়ে আবোল-তাবোল বা অনাকাঙ্ক্ষিত কোনও বক্তব্য না রাখতে নেতাদের প্রতি মৌখিক নির্দেশনা পাঠিয়েছেন বলে আওয়ামী লীগের নির্ভরযোগ্য একাদিক সূত্র জানিয়েছেন।

শেখ হাসিনা দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন, ‘এই রায়কে ইস্যু করে সবাইকে সংযত হয়ে কথা বলতে হবে। সবাইকে খেয়াল রাখতে হবে, খালেদা জিয়া যাতে কোনোভাবেই জনগণের সহানুভূতি পেয়ে না বসেন। বিএনপি চাইবে তার (খালেদার) মামলার রায় রাজনীতিকরণ করে সুবিধা আদায় করতে। এই সুযোগ তাদের দেওয়া যাবে না।’

আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের কয়েকজন নেতা শেখ হাসিনার এই মৌখিক নির্দেশনার কথা নিশ্চিত করেছেন।

সম্পাদকমণ্ডলীর দুই নেতা প্রধানমন্ত্রীর বরাত দিয়ে জানিয়েছেন, খালেদা জিয়ার সাজা নিয়ে আমরা এমন কোনও বক্তব্য দেবো না, যা বিএনপির পক্ষে যেতে পারে। আমাদের অবস্থান হবে— এটা বিচারিক বিষয়। তাছাড়া, এই মামলা গত সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার করেছে। আর  মামলার রায় দিয়েছে আদালত। এখানে সরকারের যে কিছুই করার ছিল না, সেটা প্রতিষ্ঠিত করাই হবে আওয়ামী লীগে কৌশল। দলের সভাপতির নির্দেশনায়ও বলা হয়েছে— বক্তব্য ও বিবৃতিতে এগুলোই তুলে ধরতে হবে।

সভাপতিমণ্ডলীর এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এই ইস্যুতে আমাদের প্রতি নির্দেশনা হলো— ডোন্ট স্পিক ভেরি মাচ।’

আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা বলেন, দলীয় সিদ্ধান্ত হলো— বিএনপি যেহেতু  খালেদা জিয়ার দণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাবে। সেখানে আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে এই দণ্ড দুর্নীতির বিরুদ্ধে আদালতের। এখানে রাজনৈতিক কোনও স্বার্থ নেই। এই লাইনে সবাইকে কথা বলতে হবে এবং বিএনপির মিথ্যাচারকে মিথ্যা প্রমাণ করতে হবে। তাই সতর্কভাবে সবাইকে কথা বলতে হবে।

নেতারা আরও বলেন, খালেদা জিয়া জেল থেকে বের হলে দুর্নীতিবাজ ও দণ্ডিত ব্যক্তির রাজনীতি করার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে প্রচার চালাতে হবে আওয়ামী লীগকে।

জানা গেছে, গত বৃহস্পতিবার খালেদা জিয়ার মামলার রায় ঘোষণার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও প্রচার সম্পাদক হাছান মাহমুদ কড়া ভাষায় সমালোচনা করে সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশ আসার পর সংবাদ সম্মেলনে সতর্কতা অনুসরণ করে বক্তব্য রাখেন নেতারা।

সূত্র জানায়, আওয়ামী লীগের নীতি-নির্ধারণী মহল মনে করে, খালেদার সাজা হলেও জামিনে বের হয়ে আসবেন তিনি। ফলে বের হয়ে আসার পরে বিএনপির নেতাদের প্রতিক্রিয়া বুঝে পাল্টা প্রতিক্রিয়া প্রদান করবেন ক্ষমতাসীন দলের নেতারা। খালেদা জেলে থাকা অবস্থায় বিচারিক ব্যাপার বলেই গণ্য করতে হবে। তবে জেল থেকে তিনি বের হয়ে আসলে, তার  দন্ড ও  দুর্নীতি নিয়ে কথা বলে জনমত তৈরি  করতে কাজ করতে হবে আওয়ামী লীগ নেতাদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রান পাহাড়ে চাপা পড়তে যাচ্ছে বাংলাদেশ!

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে স্পষ্টতই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে সফরকারী শ্রীলঙ্কা। নিজেদের দেশে ‘হোম অব ক্রিকেট’ এর উইকেটের সুবিধা মোটেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে যথাসম্ভব উইকেটের বাস্তবতা মেনেই বোলিং-ব্যাটিং করে গেছে শ্রীলঙ্কা। যে কারণে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়িয়েছে ৩১২ রানের! দিন শেষে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেটে ২০০ রান।

প্রথম ইনিংসে ১১২ রানে এগিয়ে থাকা শ্রীলঙ্কা আজ শুক্রবার দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তুলতে থাকে। এই উইকেটে দ্রুত রান তোলাই সেরা ডিসিশন। দলীয় ১৯ রানে কুশল মেন্ডিসকে (৭) এলবিডাব্লিউ করে ব্রেক থ্রু এনে দেন রাজ্জাক। ওয়ানডে স্টাইল ব্যাটিংয়ে ২৪ বলে ৫ বাউন্ডারিতে ২৮ রান করা ধনাঞ্জয়া ডি সিলভাকে বোল্ড করে দেন তাইজুল। এরপর গুনাথিলাকা (১৭) শিকার হন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের।

একপ্রান্ত আগলে প্রবল ধৈর্য্যের পরিচয় দিচ্ছিলেন ওপেনার দিমুথ করুনারত্নে। তাকে ইমরুল কায়েসের তালুবন্দি করেন মেহেদী মিরাজ। করুনারত্নের ১০৫ বলে ৩২ রানের ইনিংসটিতে একটিও বাউন্ডারির মার ছিল না! অধিনায়ক দিনেশ চান্দিমালকেও (৩০) এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন মিরাজ। পরের বলেই ডিকাভেলার বিপক্ষে জোরালো আবেদনে আউট দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে সে যাত্রায় বেঁচে যান ডিকাভেলা। তবে তাকে ১০ রানেই মাহমুদ উল্লাহর তালুবন্দি করেন তাইজুল।

এরপর মঞ্চে আবির্ভাব ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের। পরপর দুই বলে দিলরুয়ান পেরেরা (৭) এবং আকিলা ধনাঞ্জয়াকে (০) প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি। দুজনই উইকেটকিপার লিটন দাসের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে প্যাভিলিয়নে ফেরেন। তবে হ্যাটট্রিক হয়নি তার। এক বল পরে সুরঙ্গা লাকমাল ফিরতে পারতেন। কিন্তু সাব্বির রহমানের বদান্যতায় জীবন পান তিনি। দ্বিতীয় ইনিংসেও হাফ সেঞ্চুরি তুলে নেন রোশেন সিলভা। দিনশেষে ৯৪ বলে ৯৮ রানে অপরাজিত তিনি। সঙ্গী সুরঙ্গা লাকমাল অপরাজিত ৭ রানে।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ২২২ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ১১০ রানে অল-আউট হয় বাংলাদেশ। মাত্র ৪৫.৪ ওভার খেলতে পেরেছে মাহমুদ উল্লাহ রিয়াদের দল। ৪ উইকেটে ৫৬ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতেই ভালো খেলতে থাকা উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাসকে (২৫) বোল্ড করে দেন সুরঙ্গা লাকমাল।

মেহেদী মিরাজের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ। কিন্তু পারেননি। ৪৬ বলে ১৭ রান করা টাইগার অধিনায়ককে বোল্ড করে দেন ধনাঞ্জয়া। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। এই টেস্টে দলে ফেরা সাব্বির রহমান ৩ বলে ‘ডাক’ মেরে আউট হয়ে যান। একসময়ের হার্ডহিটার খ্যাত অভিজ্ঞ স্পিন জাদুকর আব্দুর রাজ্জাকও দীর্ঘদিন পর সুযোগ পেয়ে রান করতে পারেননি। ধনাঞ্জয়ার বলে কট অ্যান্ড বোল্ড হওয়ার আগে করেছেন মাত্র ১ রান।

সবার ব্যর্থতার মাঝে একপ্রান্ত আগলে লড়াই করছিলেন তরুণ অল-রাউন্ডার মেহেদী মিরাজ। এর মধ্যেই বোকার মত রান-আউট হয়ে যান তাইজুল ইসলাম। পরের বলেই মুস্তাফিজকে (০) বোল্ড করে দেন দিলরুয়ান পেরেরা। ১১০ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ৭৮ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেন মেহেদী মিরাজ। এটাই বাংলাদেশের ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ।

গতকাল বৃহস্পতিবার ঢাকা টেস্টের প্রথম দিনের শেষভাগে বাংলাদেশের যে ৪টি উইকেট গিয়েছে তাতে বোলারের কৃতিত্বের চেয়ে ব্যাটম্যানের দায় বেশি। দলীয় ৪ রানে ওভারে সুরঙ্গা লাকমালের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে যান তামিম ইকবাল (৪)। পরের ওভারেই দৃষ্টিকটুভাবে রান-আউট হয়ে যান চট্টগ্রাম টেস্টে জোড়া সেঞ্চুরি করা মুমিনুল হক (০)। দলীয় ১২ রানে সেই লাকমলের বলে বোল্ড হয়ে ফিরে যান মুশফিকুর রহিম (১)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অভাবের সংসার; ক্ষুধার যন্ত্রণায় ক্রন্দনরত দুধের শিশুকে গলা কেটে হত্যা করল মা!

ভারতের কিছু প্রান্ত এমন রয়েছে যেখানে দারিদ্র ও অভাব এমন পর্যায়ে পৌঁছেছে যা শহরের মানুষের কল্পনারও বাইরে। মধ্যপ্রদেশে একজন মা যা করলেন তার জন্য তিনি দায়ী নাকি অভাব তা বড় প্রশ্ন হিসাবে উঠে এসেছে। শিশুর বয়স মাত্র এক বছর। খিদের জ্বালায় সে কাঁদত, দুধ খেতে চাইত। আর সেজন্য মা রেগে গিয়ে তার গলা কেটে ফেলল।

পুলিশ অপরাধে অভিযুক্ত মা-কে গ্রেপ্তার করেছে। তার নাম অনিতা। ঘটনার সময় বাড়িতে আর কেউ উপস্থিত ছিল না বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ধারাল অস্ত্র দিয়ে শিশুর গলা কাটা হয়েছে। মেয়ের কান্না শুনে নিজেকে ঠিক রাখতে পারেনি অনিতা। মেজাজ হারিয়ে মেয়েকে খুন করেছে। অভিযোগ, তারপরে ঘরে তালা দিয়ে এক আত্মীয়র বাড়িতে চলে যায় ওই মা।

প্রতিবেশী এক নারী লক্ষ্য করেন, মেয়েকে না নিয়েই অনিতা বাড়িতে তালা দিয়ে গিয়েছেন। তা দেখে সন্দেহ হওয়ায় তিনি আশপাশের লোক ডেকে দরজা খুলে দেখেন ঘর শিশুটির রক্তে ভেসে যাচ্ছে। তারপরই পুলিশে খবর দেওয়া হলে অনিতাকে গ্রেপ্তার করা হয়। ঠিক কী কারণে নিজের মেয়েক খুন করল অনিতা তা নিয়ে তদন্ত করছে পুলিশ। শিশুটির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় গাড়ি পোড়ানোর ঘটনায় জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকসহ ১৬ জনের নামে মামলা, আটক ৫

আসাদুজ্জামান: সাতক্ষীরায় গাড়ি পুড়ানোর অভিযোগে জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশ ও সাধারণ সম্পাদক তারিকুল হাসানসহ ১৬ বিএনপি-জামায়াত নেতা-কর্মীর নামসহ অজ্ঞাত আরো ৪০/৫০ জনের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর থানার এসআই হাফিজুর রহমান(২) বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। পুলিশ এ মামলায় ইতিমধ্যে এজাহার নামীয় ৫ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের কাটিয়া এলাকার হামিদুল ইসলাম খান, কলারোয়া উপজেলার ওমর আলী, কালিগঞ্জ উপজেলার আব্দুল মোমিন, সদও উপজেলার কাশেমপুর গ্রামের গোলাম রসুল ও একই উপজেলার কুচপুকুর গ্রামের গোলাম রহমান।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এজাহার নামীয় বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় ঘোষণার পর বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের অদূরে বাঁকাল প্রেট্রোল পাম্পের ধারে সড়কের পশে রাখা একটি এসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest