সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার চারটি আসনই ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে – হাবিবুল ইসলামসাতক্ষীরা সদরের দত্তবাগ টাইগার ক্লাবের নাইট ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনজাতীয় সংহতি দিবস,এই দিনে বিভাজন নয়, ঐক্যের আহবান -কাজী আলাউদ্দিনসাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে গণমিছিলতরুণদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো গ্রীন ইনোভেশন ফেয়ারExplorez les avis des utilisateurs sur gtbet et rejoignez la communautéΕξερευνήστε τις καλύτερες στρατηγικές καζίνο στο gtbet για μεγαλύτερα κέρδηCome registrarsi su Nixbet e iniziare a vincere in pochi passiদেবহাটায় কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে খেলাধুলার আয়োজনগণমানুষের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান নলতা হাসপাতাল হুমকির মুখে :রক্ষার দাবি

৮বছরের শিশুকে অপহরণ করে গণধর্ষণের পর পাথর ছুড়ে হত্যা, উত্তাল ভারত

অনলাইন ডেস্ক: সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে আট বছর বয়সী মুসলিম শিশু আসিফা বানুকে অপহরণের পর গণধর্ষণ শেষে পাথর ছুড়ে হত্যা করা হয়। এই ঘটনাকে দেশটির স্বাধীনতা পরবর্তী সবচেয়ে বড় অন্ধকার অধ্যায় বলে অভিহিত করেছেন ভারতের সাবেক আমলারা।
ভারতের সাবেক আইএএস এবং আইপিএস কর্মকর্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা এক খোলা চিঠিতে এ কথা বলেন।
চিঠিতে সাবেক আমলারা নরেন্দ্র মোদি ও তার দল বিজেপির কড়া সমালোচনা করেছেন। তারা লিখেছেন, আমাদের আশা ভেঙে গেছে প্রধানমন্ত্রী, এ জন্য দায়ী আপনিই।

খোলা চিঠির নির্বাচিত অংশ নিচে তুলে ধরা হলো-
যে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও উদার মূল্যবোধ আমাদের সংবিধানে সুরক্ষিত, তার অবক্ষয় দেখে গত বছরও আমরা একযোগে উদ্বেগ জানিয়েছিলাম। বর্তমান শাসক কৌশলে ঘৃণা, ভয় ও নৃশংসতার যে আবহাওয়া সৃষ্টি করেছে, তার প্রতিবাদে অন্য বিরোধী স্বরগুলোকে একজোট করার উদ্দেশেই আমরা তা করেছিলাম। আমরা তখনও মুখ খুলেছিলাম, এখনও মুখ খুলছি।
আমরা আশা করেছিলাম, সংবিধানকে রক্ষা করার শপথ নেওয়া একজন হিসেবে আপনি, আপনার নেতৃত্বাধীন সরকার এবং দল এই উদ্বেগজনক অবক্ষয় দেখে নড়েচড়ে বসবে। এই রোগের সংক্রমণকে রুখে সবাইকে, বিশেষত সমাজের সংখ্যালঘু ও দুর্বল মানুষদের নতুন করে আশ্বাস দিয়ে বলবেন যে, তাদের জীবন ও স্বাধীনতার কোনো ভয় নেই। আমাদের সেই আশা ভেঙে চুরমার হয়ে গেছে।
মানুষের অর্পণ করা ন্যূনতম দায়িত্ব পালনেও সরকার ব্যর্থ হয়েছে। এর ফলে নৈতিক, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে গর্ববোধ করা এক জাতি হিসেবে আমরা ব্যর্থ প্রতিপন্ন হয়েছি। হিন্দুদের নাম করে বর্বর আচরণকে প্রশ্রয় দেওয়ায় মানুষ হিসেবেও আমরা ব্যর্থ হয়েছি।
আট বছরের মেয়ের ধর্ষণ ও খুনের হিংস্রতা ও বর্বরতা বুঝিয়ে দিচ্ছে, আমরা কতটা নিচে নেমেছি। স্বাধীনতা-উত্তর ভারতে এটিই সবচেয়ে অন্ধকার অধ্যায়।আমরা দেখছি-এতে সরকার, নেতারা ও রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া ক্ষীণ ও নগণ্য। এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে অন্ধকার সুড়ঙ্গের শেষে আমরা কোথাও আলো দেখছি না। লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে। আমাদের লজ্জা আরও বেড়েছে। কারণ যে অনুজ সহকর্মীরা এখনও চাকরিতে রয়েছেন, বিশেষ করে জেলায়, দুর্বলকে রক্ষা করতে যারা আইনত বাধ্য মনে হচ্ছে তারাও কর্তব্য পালনে ব্যর্থ হয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনার আ.লীগের এমপি মিজানকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

খুলনা-২ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ৪ এপ্রিল তাকে তলব করে চিঠি দেয়া হয়েছিল। চিঠিতে সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজিরের নির্দেশ দেয়া হয়েছিল তাকে।

দুদকের ডাকে সাড়া দিয়ে সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় হাজির হন তিনি। দুদকের উপপরিচালক ও অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

চলতি বছরের ৭ মার্চ অবৈধ সম্পদ অর্জন, মাদক ব্যবসা, সরকারি অফিসের ঠিকাদারি কাজ নিজ পরিবারের সদস্যদের নামে নিয়ে বাকি টাকা আত্মসাতের অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।
অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।

সর্বশেষ দুপুর পৌনে ১টাতেও তার জিজ্ঞাসাবাদ চলছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যশোরের ৫ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রতিবেদন

ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগে যশোরের বাঘারপাড়ার মো. আমজাদ হোসেন মোল্লাসহ পাঁচজনের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

সোমবার (১৬ এপ্রিল) রাজধানীর ধানমণ্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন তুলে ধরা হয়।৫ জনের মধ্যে গ্রেফতার মো. আমজাদ হোসেন মোল্লা (৭৭) আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়।

সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান, জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক এবং এ মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক খান উপস্থিত ছিলেন।

মঙ্গলবার এ প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন বরাবর দাখিল করা হবে বলে জানিয়ে আব্দুল হান্নান খান জানান, আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালে মানুষকে আটক করে নির্যাতন ও হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয়েছে।

যশোর জেলার বাঘারপাড়া থানার প্রেমচারার আমজাদ হোসেন মোল্লাসহ পাচঁজনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন হয়েছে। ৫ আসামির মধ্যে গ্রেফতার আছেন একজন। বাকিরা এখনও পলাতক।

গ্রেফতারের স্বার্থে আটক আসামি আমজাদ ছাড়া পলাতকদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না বলে জানান তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক।

আটক আসামির বিষয়ে হান্নান খান বলেন, যশোর বাঘারপাড়া থানার রাজাকার কমান্ডার ছিলেন আমজাদ মোল্লা।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে মুসলিম লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। তবে বর্তমানে আমজাদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

২০১৬ সালের ৪ এপ্রিল এ মামলার তদন্ত শুরু হয়ে ২০১৮ সালের ১৬ এপ্রিল শেষ হয়। এতে সাক্ষী করা হয়েছে ৪০ জনকে।

আসামিদের বিরুদ্ধে যশোর জেলার বাঘারপাড়া থানার উত্তর চাঁদপুর গ্রামের মুক্তিযোদ্ধাদের সহায়তাকারী মো. ময়েনউদ্দিন ওরফে ময়না এবং মো. আয়েনউদ্দিন ওরফে আয়েনকে অপহরণ করে হত্যা, একই গ্রামের মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোক ও আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা প্রদানকারী ডা. নওফেল উদ্দিন বিশ্বাসকে হত্যা, গাইদঘাট গ্রামের সুরত আলী বিশ্বাস ও মোক্তার বিশ্বাসকে অপহরণ করে হত্যা এবং মাগুরা জেলার শালিখা থানার সীমাখালীর চিত্রা নদীর খেয়াঘাটের মাঝি রজব আলী বিশ্বাসকে  আটক করে হত্যা করার অভিযোগ আনা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাঁচ ম্যাচ হাতে রেখেই ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়ন পিএসজি

ফ্রেঞ্চ লিগে অপ্রতিরোধ্য প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। দলের দুর্দান্ত ফর্মে পাঁচ ম্যাচ হাতে রেখেই ফ্রেঞ্চ লিগের শিরোপা ঘরে তুলেছে তারা। ঘরের মাঠে মোনাকোকে রীতিমতো উড়িয়ে দিয়ে ৭-১ গোলের বিশাল জয়ে ফ্রেঞ্চ লিগের চ্যাম্পিয়ন হলো দলটি। এর ফলে এক মৌসুম বিরতিতে আবারও ফ্রেঞ্চ লিগের শিরোপা ঘরে তুলল তারা। শুধু তা-ই নয়, গত ছয় মৌসুমের পাঁচ মৌসুমের শিরোপাই ঘরে তুলেছে উনাই এমেরির দলটি।

মোনাকোর বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দলটিকে কোণঠাসা করে খেলতে থাকে পিএসজি। ম্যাচের ১৪ মিনিটেই লো সেলসোর গোলে এগিয়ে যায় তারা। ডি-বক্সের ডান পাশে দানি আলভেজের বাড়ানো বলে গোল করেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। ১৭ মিনিটে আবারও পিএসজির হয়ে গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি।

কাভানির গোলের তিন মিনিট পরেই এই স্ট্রাইকারের কাছ থেকে বল পেয়ে গোলকিপারের মাথার ওপর দিয়ে ট্যাপ ইনে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া। ২৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন লো সেলসো। ৪-০ গোলে পিছিয়ে পড়ে মনোবল না হারিয়ে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে মোনাকো। ম্যাচের ৩৮ মিনিটে রনি লোপেজ দলের হয়ে এক গোল শোধ করেন।

বিরতি থেকে ফিরেও চলে পিএসজির আক্রমণ। ৫৮ মিনিটে পাস্তোরের সহায়তায় ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন ডি মারিয়া। ৭৬ মিনিটে আবারও এগিয়ে যায় পিএসজি। এবার মোনাকোর স্ট্রাইকার ফ্যালকাওয়ের আত্মঘাতী গোলের সুবাদে ৬-১ গোলে এগিয়ে যায় নেইমারবিহীন পিএসজি।

ম্যাচের ৮৬ মিনিটে জুলিয়ান ড্রাক্সলারের গোলে ৭-১ গোলের ব্যবধানের বড় জয় নিয়ে চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ে পিএসজি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোটা সংস্কার আন্দোলনের ৩ যুগ্ন আহ্বায়ককে তুলে নেওয়ার অভিযোগ

রাজধানীর চাঁনখারপুল এলাকা থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ৩ নেতাকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নেয়ার অভিযোগ করেছে পরিষদের কেন্দ্রীয় নেতারা। তাদের ছেড়ে না দেয়া হলে দেশ অচল করার হুমকি দিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন অভিযোগ করেন, সংবাদ সম্মেলন শেষে চানখারপুলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে থেকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নেয়া হয় তাদের।

তারা হচ্ছেন- পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর, ফারুক হাসান, রাশেদ খানকে সাদা পোশাকের পুলিশ একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান বলেন, ডিএমপি সদর দফতরে ক্রাইম কনফারেন্স চলছে। কাউকে ফোনে পাওয়া যাচ্ছে না। বিষয়টির সত্যতা সম্পর্কে সঙ্গত কারণে জানাতে পারছি না। পরে জানানো হবে।

ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন বলেন, ডিবি পরিচয়ে কোটা সংস্কার আন্দোলনের আমরা কাউকে আটক কিংবা ডাকিনি। অন্য কেউ আটক করেছে কিনা তাও জানি না।

এর আগে সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করেন আন্দোলনকারীরা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নুরুল হক নুর, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও ফারুক হাসান।

সোমবার দৈনিক ইত্তেফাকে প্রকাশিত একটি প্রতিবেদনের বিষয়েও আপত্তি তোলা হয় সংবাদ সম্মেলন থেকে। ‘কোটা আন্দোলনের সেই চার নেতার একজন শিবিরের সক্রিয় কর্মী’ শিরোনামের ওই প্রতিবেদনের বিষয়ে বক্তরা বলেন, ‘ইত্তেফাক বিকেল ৫টার মধ্যে ক্ষমা না চাইলে কাল থেকে সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাজ পত্রিকাটি বর্জন করবে।’

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, একটি কুচক্রীমহল আন্দোলনকে ভিন্নখাতে প্রভাবিত করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী যখন ছাত্র সমাজের ক্ষোভের কথা বুঝতে পেরে দাবি মেনে নিয়েছেন তখন একটি মহল এটি বানচালের চেষ্টা করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির খাজরায় ইউনাইটেড হাইস্কুলের সভাপতি প্রদীপ

আশাশুনি ব্যুরো: আশাশুনির খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। রোববার সকালে শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক সদস্যদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গনে এই কমিটি গঠন করা হয়। সভায় সকলের সম্মতি ক্রমে প্রদীপ কুমার চক্রবর্তীকে ২ বছরের জন্য দায়িত্ব প্রদান করা হয়। এর আগে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় প্রধান শিক্ষক সাইদার রহমান, শিক্ষক লিপিকা সুলতানা, মফিজুল রহমান, অভিজিৎ মন্ডল, অভিভাবক সদস্য শেফালী সরদার, ইমদাদুল হক গাজী, বিভাষ দাশ, শিবপদ মন্ডল ও সাইফুল ইসলাম নির্বাচিত হয়। এসময় খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ এস এম শাহানেওয়াজ ডালিম, বীর মুক্তিযোদ্ধা দীনেশ মন্ডল, প্রধান শিক্ষক সাইদার রহমানসহ এলাকার গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী জানান, সকল অভিভাবক ও শিক্ষক বৃন্দ আমাকে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত করেছে। আমার সমায়ের মধ্যে খাজরায় ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়কে একটি ডিজিটাল ও মডেল বিদ্যালয়ে রুপান্তরের জন্য কাজ করে যাব। এর জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে সংখ্যালঘু পরিবারের বসতভিটা জবর দখলের পায়তারা

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে একটি সংখ্যালঘু পরিবারের বসতভিটা জবর দখলের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে অভিযুক্তদের নামে সংখ্যালঘু রবীন্দ্র নাথ মন্ডল বাদী হয়ে সাতক্ষীরা বিজ্ঞ অতিঃ জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৪৫ধারার একটি পিটিশন মামলা দায়ের করেছেন (যার নং পি-৫৪৩/১৮)। বিজ্ঞ আদালত ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বজায় রাখতে আশাশুনি থানাকে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে তদন্ত প্রতিবেদনের জন্য আরজি কপি প্রেরণ করেছেন। অভিযোগে প্রকাশ আশাশুনির শোভনালী ইউনিয়নের বালিয়াপুর গ্রামের মৃত রহমান গাজীর পুত্র কামাল গাজী, পুত্র জাহাঙ্গির গাজী ও মইনুর রহমান সংখ্যালঘু রবীন্দ্র নাথ মন্ডলের ভিটাবাড়ীতে বে-আইনি ভাবে অনুপ্রবেশ করে তাদের উপর হামলা চালিয়ে তাদের ভিটাবাড়ী দখল করতে যায়। স্থানীয়রা প্রতিবাদ করলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন। এসময় স্থানীয়রা এ প্রতিবেদকে জানান কামাল গাজী কোন দলিল পত্র ছাড়াই গায়ের জোরে বে-আইনি ভাবে সংখ্যালঘুর বসত ভিটা জবর দখল করতে চায়। রবীন্দ্র নাথ মন্ডল তাদের বাঁধা দিতে গেলে তাকে প্রাণে মেরে দেবে বলে হুমকিও দেয় অভিযুক্ত কামাল গাজী ও তার পরিবার। এমতাবস্থায় অসহায় হতদরিদ্র সংখ্যালঘু রবীন্দ্র নাথ মন্ডল ন্যায় বিচার পেতে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, হিন্দু মহাজোট, পূজা উদ্যাপন পরিষদসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকায় দুর্বৃত্তের হাতে আহত কালিগঞ্জের অজ্ঞাত যুবক

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার কালিগঞ্জের অজ্ঞাত এক যুবককে ঢাকার আশুলিয়ায় মারপিট করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যার দিকে ঢাকা আশুলিয়া এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় চরম বিপকে পড়েছেন ঢাকায় বসবাসরত সাতক্ষীরার কালিগঞ্জ এলাকার নলতা এলাকার জি এম সৈকত ও তার পরিবার।
রোববার রাতে জি এম সৈকতের ছেলে আব্দুস সালাম মোবাইলে ফোনে এক সংবাদকর্মীর কাছে তথ্য জানান।
সালাম জানান, তাদের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ হলেও দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছেন। সম্প্রতি তাদের বাসার সামনে কালিগঞ্জ এলাকার একটি ছেলে বাসাভাড়া নিয়ে থাকতো। রোববার সন্ধ্যার দিকে তাকে ওই ছেলেটিকে রক্ত্যাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় তার পিতাসহ স্থানীয় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার পুরো পরিচয় পাওয়া যাচ্ছে না বলে তিনি দাবি করেন। যদি তার কোন পরিচয় পাওয়া যায় তাহলে দ্রুত তার ব্যবহৃত ০১৭৮৪ ৪৬৮৮৪২ মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest