সর্বশেষ সংবাদ-
অপরিপক্ষ আম খাদ্য হিসাবে গ্রহণে সাতক্ষীরার ডিসি’র সতর্কতাআলীপুর ইউপিতে বিএনপির বহিস্কৃত নেতা রউফ বিজয়ীআশাশুনির মরিচ্চাপ সেতুর অধিকরনকৃত জমি জবরদখল: অবৈধ স্থাপনা নির্মানের হিড়িকসাতক্ষীরায় ঘরে-বাইরে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত: বিপাকে নি¤œ আয়ের মানুষকালিগঞ্জে রাসায়নিক দ্রব্যে পাকানো ৪শ’ কেজি আম জব্দব্যবসায়ীকে মারধরের ঘটনার ভিডিও করায় সাংবাদিকদের মারপিটের অভিযোগ ডা; ফয়সালের বিরুদ্ধেতাপদাহে রিকশাচালক-পথচারী‌দের‌ মাঝে ড্রিম সাতক্ষীরার পা‌নি ও স্যালাইন বিতরণআন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিস চত্বরে মরা শিশু গাছে ঝুঁকি বাড়ছেকলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন লাল্টুর গণ সমাবেশ

সাতক্ষীরায় দুর্বৃত্তরা ভাঙ্গলো শহীদ মিনার!

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার হাওয়ালখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদ্য নির্মিত শহীদ মিনারটি ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে। এর আগে শহীদ মিনারটি নির্মানে বাধা দিয়েছিলেন স্থানীয় যুবলীগ নেতা খোরশেদ আলম রিপন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিউল ইসলাম জানান আসন্ন ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে স্থানীয় সমাজসেবক যুবক মো. আলাউদ্দিনকে বিদ্যালয়ে একটি শহীদ মিনার তৈরি করে দেওয়ার অনুরোধ জানিয়েছিলাম। তিনি বলেন আলাউদ্দিন বিভিন্ন জনের সহায়তা নিয়ে স্কুলের জমিতে সম্প্রতি হাজার দশেক টাকা ব্যয়ে শহীদ মিনারটি তৈরি করে দেন। প্রধান শিক্ষক জানান সোমবার সকালে স্কুলে এসে আমরা দেখতে পাই শহীদ মিনারটি কে বা কারা ভেঙ্গেচুরে ফেলেছে ।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাঁশদহা ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান শহীদ মিনারটি নির্মানকালে বাধা দিয়েছিলেন বিএনপির সাবেক নেতা বর্তমানে ইউনিয়ন যুবলীগ নেতা খোরশেদ আলম রিপন। এ নিয়ে তার ঝগড়াও হয়েছিল আলাউদ্দিনের সাথে। তিনি জানান সমাজসেবক আলাউদ্দিন স্কুল কতৃপক্ষের অনুমতি নিয়েই সরকারি জমির এক পাশে শহীদ মিনারটি তৈরি করেছিলেন। রাতে সেটি দুর্বৃত্তরা ভেঙ্গে দিয়েছে। শহিদুল ইসলাম জানান বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
স্থানীয়রা বলছেন শহীদ মিনারটি ভাংচুরের পেছনে খোরশেদ আলম রিপনের হাত থাকতে পারে। তবে যোগাযোগ করা হলে রিপন বলেন এ অভিযোগ সত্য নয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রং পালিশ শ্রমিক ইউনিয়নের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
রং পালিশ শ্রমিক ইউনিয়নের সভাপতি জুম্মান আলি সরদারে সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মশিউর রহমান মশু, সাধারন সম্পাদক ফারুকুজ্জামন, সহ-সভাপতি আবুল হোসেন, সাংগাঠনিক সম্পাদক রবিউল ইসলাম, উপদেষ্টা আনারুল ইসলাম, ইমারত শ্রমিকের সভাপতি তোফাজ্জেল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, রং পালিশ শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে বিল্ডিংয়ের রং করে থাকে। তারা দূর্ঘটনায় পড়লে কেউ খোঁজ রাখে না। রং পালিশ শ্রমিকরা যাতে ক্ষতি পুরন পেতে পারে তার ব্যাবস্থা গ্রহনের জন্য সরকারের কাছে আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রশ্ন ফাঁস: রাউজানে আটক দুই

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে চট্টগ্রামের রাউজান থানার ডাবুয়া বাজার এলাকা থেকে দুই জনকে আটক করেছে র‌্যাব। সামাজিক মাধ্যমে যে চক্রটি প্রশ্ন ছড়িয়ে বেড়ায়, এই দুই জন সেই চক্রের সদস্য বলে জানিয়েছে বাহিনীটি।

আটক দুই জন হলেন ১৮ বছর বয়সী মো. ইমরান এবং ২০ বছর বয়সী নূরুল আফছার সবুজ। রবিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।

চট্টগ্রামে র‌্যাব-৭ এর উপপরিচালক আশেকুর রহমান জানান, রবিবার রাত ১১টার দিকে ডাবুয়া বাজার ইউনিয়নের হাটবাজার এলাকা থেকে ইমরান ও সবুজকে আটক করা হয়।

এই দুই জন সামাজিক মাধ্যমে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছিল। মোবাইলে ট্রাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান সম্পর্কে জানতে পেরে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে যায়।

গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসির প্রতিটি বিষয়ের প্রশ্নই এসেছে সামাজিক মাধ্যমে। প্রতিদিনই প্রশ্ন এসেছে পরীক্ষা শুরুর আধা ঘণ্টা থেকে দেড় ঘণ্টা আগে।

গত ৪ ফেব্রুয়ারি প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের ধরিয়ে দিলে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত আটক হয়েছে ৫০ জনেরও বেশি। এরা সবাই সামাজিক মাধ্যমে প্রশ্ন বিলিয়ে বেড়াত। ঢাকা থেকে আট ১৪ জন পুলিশকে জানিয়েছে, ট্রেজারি থেকে কেন্দ্রে প্রশ্ন পাঠানোর সময় দায়িত্বপ্রাপ্তরা ছবি তুলে তাদেরকে প্রশ্ন পাঠায়।

যারা এভাবে প্রশ্ন পাঠায়, তারা কোনো একটি নির্দিষ্ট এলাকার না। একেকদিন একেক এলাকা থেকে প্রশ্ন আসত তাদের কাছে। আর আইনশৃঙ্খলা বাহনী এবার সেই কর্মীদের ধরার চেষ্টায় আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় পাট গুদামে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কলারোয়ার শ্রীপতিপুরে একটি পাট গুদামে আগুন দিয়েছে দুর্বৃত্তরা রোববার রাতের এ ঘটনায় ২৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
গুদাম মালিক মফিজুল ইসলাম জানান রাত ১ টার দিকে কে বা কারা গুদামে আগুন দিয়ে পালিয়ে যায়। গ্রামবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনাস্থলে পৌছে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
মফিজুল ইসলাম জানান তার পাট গুদামে পাট ছাড়াও সার পোলট্রি ও মৎস্য ফীড বেচাকেনা হতো। সব কিছু আগুনে পুড়ে গেছে বলে জানান তিনি।
মফিজুল ইসলাম এ ব্যাপারে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
১২.০২.১৮

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার বিতর্কিত সংস্থা স্টাফ’র নিবন্ধন বাতিল করেছে সরকার

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার বিতর্কিত সংস্থা স্টুডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্টেন্স ফোরাম (স্টাফ) এর নিবন্ধন বাতিল করে দিয়েছে সরকার। গত ৬ ফেব্রুয়ারি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন-১ অধিশাখার ৪১,০০,০০০০,০১৬,৯৯,০৪০,১৮,১৭৮ নং স্মারকে উপ-সচিব আবু মাসুদ স্বাক্ষরিত এক পত্রে স্টাফ এর পরিচালককে নিবন্ধন বাতিলের সরকারি সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে। পত্রে স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) বিধি ১৯৬২-এর বিধি ১১ ভঙ্গ, অননুমোদিত কমিটি দিয়ে কার্যক্রম পরিচালনা করা, স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) বিধি ১৯৬২-এর ৭(খ) মোতাবেক বার্ষিক হিসাব দাখিল না করা, বিপুল পরিমাণ টাকা ফিস ও অনুদান হিসেবে নিয়ে সংস্থাকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা এবং আয়-ব্যয়ের সঠিক হিসাব দাখিল না করে সংস্থাটির গঠনতন্ত্র ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) বিধানবলীর পরিপন্থী কাজ করা ও জনস্বার্থের স্বার্থবিরোধী প্রতীয়মান হওয়ায় স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৬১-এর ১০(২) ধারা মতে এর নিবন্ধন নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা উপেক্ষা করে সাতক্ষীরায় অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল জামায়াত-শিবিরের এনজিও স্টুডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্টেন্স ফোরাম (স্টাফ)। যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন সাতক্ষীরা জামাতের আমির মাওলানা আব্দুল খালেক ও সাতক্ষীরার শ্যামনগর অঞ্চলের তৎকালীন জামাত দলীয় এমপি গাজী নজরুল এর লিখিত সুপারিশে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া রাজাকার শিরোমনি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মন্ত্রী থাকাকলীন তার মন্ত্রণালয় থেকে নিবন্ধন পায় সাতক্ষীরার এই বিতর্কিত এনজিও স্টাফ।
শুরু থেকেই তারা নিবন্ধনের শর্ত ভেঙে লক্ষ লক্ষ টাকার কথিত বৃত্তি বাণিজ্য চালিয়ে আসছিল সাতক্ষীরার হাজার হাজার স্কুল পড়–য়া শিশুদের নিয়ে। নিবন্ধনের শর্তে স্পষ্টতই বলা আছে, সেবা প্রদানের বিনিময়ে এই সংস্থা কোন প্রকার ফিস গ্রহণ করতে পারবে না। অথচ কথিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মাথাপিছু ১৫০ টাকা করে প্রত্যেক শিশু পরীক্ষার্থীর নিকট থেকে গ্রহণ করে স্টাফ। বিনিময়ে এককালীন ট্যালেন্টপুলে ৬০০ ও সাধারণ গ্রেডে ৪০০ টাকা করে বৃত্তি দেয়। অর্থাৎ মাছের তেলে মাছ ভেজেও বিপুল পরিমাণ উদ্বৃত্ত পরীক্ষা কার্যক্রমের সাথে সংশ্লিষ্টরা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। উপড়ি হিসেবে থাকে সমাজের বিত্তশালীদের নিকট থেকে গ্রহণ করা অনুদান। আর এই অনৈতিক কার্যক্রমে এদেরকে মদদ দেয় বিভিন্ন কিন্ডারগার্টেন ও সরকারি-বেসরকারি স্কুলের কোচিং বাণিজ্যের সাথে জড়িত শিক্ষকরা। ৪ দলীয় জোট সরকারের পতনের পর এরাও গিরগিটির মত রং বদলে আওয়ামীলীগ সরকারের বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রভাবশালীদের উপর ভর করতে শুরু করে। তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে অতিথি করা, পরিচালনা কমিটিতে স্থান দিয়ে সম্মানিত করাÑ ইত্যাদির মাধ্যমে তারা নিজেদের রাজনৈতিক পরিচয় ও অনৈতিক কার্যকলাপকে আড়াল করার চেষ্টা করে।
বিশেষ সূত্রে জানা গেছে, সম্প্রতি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা(এনএসআই) এর অনুসন্ধানে বেরিয়ে আসে এসব চাঞ্চল্যকর তথ্য। এনএসআইয়ের প্রতিবেদনের ভিত্তিতে ১৩ আগস্ট’১৭ তারিখে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ০৩.০৭৯.০১৬.০৪.০০১২.০২০১৬-৮৪৪(৩) নং স্মারকে সমাজকল্যাণ মন্ত্রনালয়কে স্টাফের সকল কার্যক্রম স্থাগিত করে এর নিবন্ধন বাতিলে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেয়া হয়। এর প্রেক্ষিতে গত ১৬ নভেম্বর ’১৭ তারিখে ৪১.০০.০০০০.০৩৪.০০১.১৫.১৬-১১৮৮ নং স্মারকে সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়কে স্টাফ এর সকল কার্যক্রম স্থগিত করে তাদের নিবন্ধন বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়। এর সূত্রে সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয় গত ৭ ডিসেম্বর ২০১৭ তারিখে ৪১.০১.৮৭০০.০০০.২৭.০০৬.১২ নং স্মারকে স্টাফ’র চেয়ারম্যান/সেক্রেটারিকে তাদের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেয়।
এসব নিদের্শ উপেক্ষা করে স্টাফ কর্তৃপক্ষ সাতক্ষীরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের এজেন্ট শিক্ষকদের মাধ্যমে কথিত বৃত্তি পরীক্ষার ফরম বিক্রি করেছে ১৫০টাকা হারে। হাজার হাজার শিক্ষার্থীর কাছ থেকে তারা এভাবে কয়েক লক্ষ টাকা সংগ্রহ করেছে। সরকারের পক্ষ থেকে এসব অর্থ ভুক্তভোগীদের ফিরিয়ে দেও
সংগঠনটির বিরুদ্ধে এসব অভিযোগ থাকায় কারণে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ য়িার জন্য নির্দেশনা দেয়া সত্ত্বেও স্টাফ কর্তৃপক্ষ আজও তা ফিরিয়ে দেয়নি।
স্টাফ’র কথিত বৃত্তি বাণিজ্যে অংশ নেওয়ার জন্য ১০১৭ সালেও ফরম পূরণ করেছে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী। অথচ বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা পেত শিক্ষার্থী প্রতি এককালীন মাত্র ৪০০ থেকে ৬০০ শত টাকা। যে টাকা শিক্ষার্থীদের নিকট থেকে ফি বাবদ গ্রহণ করা হবে প্রায় সেই পরিমাণ টাকা বৃত্তি বাবদ দেয়া হবে। কিন্তু বিভিন্ন ব্যক্তি ও সংস্থার নিকট থেকে পাওয়া লক্ষ লক্ষ টাকা অনুদান আত্মসাৎ করে এই সংস্থার সাথে যুক্তরা অথবা যায় জামাত-শিবিরের মতাদর্শ প্রচারের ফান্ডে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফকরাবাদ ঈদগাহ মাঠে ভলিবলের ফাইনাল খেলা

বড়দল প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ ঈদগাহ মাঠে ফকরাবাদ আদর্শ যুব সংঘ আয়োজিত আটদলীয় ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ টায় এ খেলা অনুষ্ঠিত হয়।
ফকরাবাদ আদর্শ যুব সংঘের আয়োজনে খেলার শুভ উদ্ধোধন করেন মোঃ আবুল কালাম আজাদ। উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধি হিসাবে জগদীশ চন্দ্র সানা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ বকুল শিকারী, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার আ-লীগ নেতা মোঃ রমজান আলী মোড়ল, সোহরাব হোসেন মোড়ল, সাবেক মেম্বর সাইদ হোসেন টেকা-কাশিপুর, চাপড়া সাবেক মেম্বর মোঃ নজরুল ইসলাম,বড়দল যবুলীগ নেতা মনিরুজ্জামান (টিটু), বি এম আলাউদ্দীন মোঃ আলমগীর, ছাত্রলীগ নেতা কামরুজ্জামান (মিঠু)। এসময় বড়দল ইউপি সদস্য হাফেজ মোঃ রুহুল আমিন সহ সকল মুক্তিযোদ্ধা ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলায় আশাশুনি উপজেলার চাপড়া হিন্দোল যুব সংঘ ৩-০ সেটের ব্যবধানে ফকরাবাদ আদর্শ যুব সংঘকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ (চাপড়া)ও মোঃ শাহিনুর ইসলাম (নাকসা) উক্ত খেলায় বিজয়ী দলকে পুরুষ্কার প্রদান করেন বাবু জগদীশ চন্দ্র সানা একটি ২১” কালার টিভি এবং পরাজিত দলকে পুরুষ্কার প্রদান করেন মেসার্স বকুল এন্টার প্রাইজ একটি ১৪” কালার টিভি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় পুলিশি অভিযানে গাঁজাসহ যুবক আটক

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম (৩৫) কে আটক করেছে থানা পুলিশ। শনিবার বিকালে উপজেলার সোনাবাড়ীয়া বাজার থেকে তাকে আটক করা হয়। সে দক্ষিণ সোনাবাড়ীয়া গ্রামের মৃত সুলতান সরদারের ছেলে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথের নির্দেশনায় এসআই পিন্টু লাল দাস, এএসআই মিলন হোসেন ও এএসআই রাসেল রানার নেতৃত্বে সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সোনাবাড়ীয়া বাজার থেকে মনিরুলকে আটক করা হয়।
সেসময় তার দেহ তল্লাশী করে পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
এ ব্যাপারে গাঁজা ব্যবসায়ী মনিরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা [নং-১২(২)১৮] দায়ের করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা মেডিকেলে আউটসোর্সিং টেন্ডার নিয়ে অনিয়ম-দুর্নীতি চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং টেন্ডার নিয়ে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। আউটসোর্সিং এর মাধ্যমে ৪র্থ শ্রেণির জনবল সরবরাহের টেন্ডারে হাসপাতালটির কর্মকর্তা-হিসাবরক্ষকসহ কয়েকজন মোটা অংকের টাকার বিনিময়ে প্রথম সর্বনিম্ন দরদাতাকে কাজটিকে না দিয়ে চতুর্থ সর্বনিম্ন দরদাতা বরিশাল জেলা বিএনপির সদস্য’র পিমা এ্যাসোসিয়েট লিমিটেডকে দেয়ার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।
মাছরাঙ্গা সিকিউরিটি সার্ভিস ও বিএসএস সিকিউিরিটি সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং পদ্ধতিতে জনবল সরবরাহের জন্য গত ২৮ জানুয়ারি টেন্ডার আহবান করা হয়। উক্ত টেন্ডারে আমার প্রতিষ্ঠানসহ ৮টি প্রতিষ্ঠান সেখানে সিডিউল জমা দেন। যথাযথ নিয়ম অনুযায়ী সেখানে সিডিউল জমা দিয়ে সলিউশন ফোর্স লিঃ এন্ড একুশে সিকিউরিটি সার্ভিসেস (প্রাঃ) লিঃ প্রথম সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হন। তারপরও তাকে কাজটি না দিয়ে টালবাহানা করা হচ্ছে। শুধু তাই নয় আমি পরবর্তী দ্বিতীয় দরদাতা হয়েও আমাকে কাজটি না দিয়ে হাসপাতালটির সংশ্লিষ্ট কর্মকর্তা ও হিসাবরক্ষক মোত্তাজুলসহ টেন্ডার কমিটির কয়েকজন মোটা অংকে টাকার বিনিময়ে চতুর্থ সর্বনিম্ন দরদাতা বরিশাল জেলা বিএনপির সদস্য পিমা এ্যাসোসিয়েট লিমিেিটডের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন দুলালকে দেয়ার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন।
তবে, প্রচার রয়েছে তৃতীয় সবৃনিম্ন দরদাতা নাশকতা মামলাসহ বিভিন্ন মামলায় কারাবরণকারী জাতীয়তাবাদী প্রজন্ম দলের কেন্দ্রীয় সহ-সভাপতি গালফ সিকিউরিটি সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক এবিএস খান স্বপনও টাকার বিনিময়ে কাজ পাওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দরদাতা জানান, টেন্ডারের সিডিউলটির শর্তসমূহ পিমা এ্যাসোসিয়েট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দুলালই তৈরি করে কর্তৃপক্ষকে দেন। কর্তৃপক্ষ ওই সিডিউল দিয়েই টেন্ডার আহবান করেন।
ইতিপূর্বে সাতক্ষীরা মেডিকেলে পিমা এ্যাসোসিয়েট লিঃ এর নিয়োগপ্রাপ্ত অফিস সহায়ক নাইম হাসান জানান, মাত্র ৬ মাসের টেন্ডারে হাইকোর্টে রিট করে গত ৫ বছর যাবত পিমা এ্যাসোসিয়েট লিঃ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং এর মাধ্যমে ৪৬ জন জনবলের কাজ করে আসছে। তারা কর্মচারীদের মাসিক বেতন ১৪,৪৫০ টাকা উত্তোলন করে আমাদের দেন মাত্র ৮/৯ হাজার টাকা। এমনকি আমাদের বেতন শিটে জোর করে স্বাক্ষর করে নিয়ে বেতন ঠিকমত দেননা। স্বাক্ষর না দিলে চাকুরীচ্যুত করার হুমকিও দেন তারা। তাদের অনিয়ম অত্যাচারে কর্মচারী ও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অতিষ্ঠ।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ শেখ শাহজান জানান, টেন্ডারটি মূল্যয়নের জন্য সিপিটিইউ এর কাছে সকল দরপত্রের বিষয়ে মতামত চেয়ে পাঠানো হয়েছে।
তবে, এ ব্যাপারে সলিউশন ফোর্স লিঃ এন্ড একুশে সিকিউরিটি সার্ভিসেস (প্রাঃ) লিঃ চেয়ারম্যান কামরুজ্জামান সোহাগ জানান, ১০ বছরের আউটসোর্সিং ব্যবসার জগতে কোন দরপত্র মূল্যয়নের সিপিিিটইউ এর মতামত চাওয়া এই প্রথম দেখলাম। তিনি আরো বলেন, টেন্ডার মূল্যয়ন পরবর্তী কোন অনিয়ম হলে তখন সিপিটিইউ এর আশ্রয় নেয়া হয়। এটা প্রহসন ছাড়া আর কিছুই নয় বলে তিনি দাবি করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest