সর্বশেষ সংবাদ-
২১ মে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে প্রচারনায় সরগরম দেবহাটাতালায় ধানের ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত : আহত ১০শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের র‌্যালিসাতক্ষীরার শ্যামনগরে সাপের কামড়ে শিশুর মৃত্যু।সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহতসাতক্ষীরার রাজ্জাক পার্কে সাশ্রয়ী মূল্যে মাসব্যাপী বসুন্ধরা পন্য বিক্রি শুরুসাতক্ষীরায় প্রাণি সম্পদ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনার ৫ দিন পার না হতেই একই এলাকায় আবারো ডাকাতিএস এস সি পরীক্ষায় সাতক্ষীরা জেলায় প্রথম আহনাফ তাহসিনকারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি সমমান মর্যাদা ঘোষনার উদ্যোগে বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদে সংবাদ সম্মেলনদেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

পুলিশ কনস্টেবল নিয়োগ; সাতক্ষীরায় পরীক্ষা ২২ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক: বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে ৮৫০০ জন পুরুষ ও ১৫০০ জন নারীসহ সর্বমোট ১০ হাজার প্রার্থী বাছাই করা হবে। এ বিষয়ে গত মার্চে সার্কুলার জারি করেছে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স। শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষা হবে প্রত্যেকের নিজ নিজ জেলায়। আগ্রহী প্রার্থীদের শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষাসহ নির্দিষ্ট তারিখে সকাল ৯টার আগেই নিজ জেলার পুলিশ লাইন্সে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

আসুন জেনে নেই কোন জেলায় কবে পরীক্ষা-
আগামী ২২ ফেব্রুয়ারি শারীরিক ও ২৪ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা যে যে জেলায় : মাদারীপুর, রাজবাড়ী, চাঁদপুর, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, নাটোর, নীলফামারী, পিরোজপুর এবং বরগুনা মোট ১০টি জেলা।

আগামী ২৪ ফেব্রুয়ারি শারীরিক ও ২৬ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা যে যে জেলায় : মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, ফেনী, মাগুরা, মেহেরপুর, জয়পুরহাট এবং ঝালকাঠি মোট ১১টি জেলা।

আগামী ২৫ ফেব্রুয়ারি শারীরিক ও ২৭ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা যে যে জেলায় : গাজীপুর, নরসিংদী, কক্সবাজার, লক্ষ্মীপুর, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, ভোলা এবং মৌলভীবাজার মোট ১১ টি জেলা।

আগামী ০৩ মার্চ শারীরিক ও ০৫ মার্চ লিখিত পরীক্ষা যে যে জেলায় : মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, খুলনা, বাগেরহাট, নড়াইল, গাইবান্ধা, কুড়িগ্রাম, পটুয়াখালী, সিলেট এবং সুনামগঞ্জ মোট ১০ টি জেলা।

আগামী ০৪ মার্চ শারীরিক ও ০৬ মার্চ লিখিত পরীক্ষা যে যে জেলায় : ঢাকা, গোপালগঞ্জ, টাংগাইল, ময়মনসিংহ, জামালপুর, চট্রগ্রাম, কুমিল্লা, কুষ্টিয়া, রাজশাহী, বরিশাল এবং হবিগঞ্জ মোট ১১টি জেলা।

আগামী ০৬ মার্চ শারীরিক ও ০৮ মার্চ লিখিত পরীক্ষা যে যে জেলায় : ফরিদপুর, নেত্রকোনা, শেরপুর, বি-বাড়ীয়া, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, রংপুর এবং দিনাজপুর মোট ১১টি জেলা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ বরেণ্য চিকিৎসক ও রাজনীতিবিদ ডা. রুহুল হক এমপির ৭৫তম জন্মদিন

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব বরেণ্য চিকিৎসক, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি’র ৭৫ তম জন্মদিন আজ। উজ্জ্বল্য আর সাফল্যময় ৭৪ বছর পেরিয়ে আজ তিনি ৭৫ বছরে পদার্পণ করলেন।
অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় ১৯৪৪ সালের ১১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম নজির আহমদ ও মাতার নাম মরহুমা আছিয়া খাতুন। তাঁর শৈশব কেটেছে খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর পূণ্যভূমি নলতাতে। তিনি নলতা মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৫৯ সালে এসএসসি এবং ১৯৬১ সালে ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ১৯৬৮ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের ভিপিও ছিলেন। পরবর্তীতে লন্ডন, আমেরিকা ও বাংলাদেশ থেকে এফআরসিএস, এফআইসিএস এবং এফসিপিএস ডিগ্রী সফলতার সাথে অর্জন করে মানব সেবায় নিজেকে নিয়োজিত করেন। এবং ডাক্তার হিসেবে তাঁর সুনাম ছড়িয়ে পড়ে বাংলাদেশসহ দেশের বাইরে।
কর্মজীবনের শুরুতে তিনি ১৯৭০ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ঢাকা হলি ফ্যামিলি হাসপাতালে আবাসিক সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন। মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বর্বরতার শিকার শত শত মানুষকে এসময় তিনি চিকিৎসা সেবা প্রদান করেন। ১৯৭২ থেকে ১৯৮১ সাল পর্যন্ত লন্ডনের “এসএইও এন্ড রেজিস্ট্রার ইন অর্থোপেডিক্স অক্সফোর্ড” হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ঢাকার পঙ্গু ও পুনর্বাসন হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজে অর্থোপেডিক্সের বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত পঙ্গু ও পুনর্বাসন হাসপাতালের পরিচালক ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক্স বিভাগের চেয়ারম্যান ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এবং পরবর্তীতে সম্মিলিত সামরিক হাসপাতালে কনস্যালট্যান্ট (অর্থোপেডিক্স) হিসেবে দায়িত্ব পালন করেন।
অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক রাজনৈতিক জীবনে সর্বপ্রথম ১৯৬৭ সালে ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। ২০০১ সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন এবং জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকিট পেয়ে অংশগ্রহণ করেন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেন এবং এমপি নির্বাচিত হন। ২০০৯ সাল থেকে তিনি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এবং ২০০৩ থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন ও বাংলাদেশ আওয়ামীলীগের সাতক্ষীরা জেলার সিনিয়র সহ-সভাপতি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি একাধারে আওয়ামীলীগের উপদেষ্টাম-লীর সদস্য এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সম্মানিত চেয়ারম্যানও।
বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে তিনি স্বাস্থ্যখাতে অভাবনীয় উন্নয়নে অবদান রাখায় দেশ ও দেশের বাইরে থেকে বঙ্গবন্ধু স্মৃতি স্বর্ণপদক, জাতিসংঘ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অ্যাওয়ার্ড, শিশুদের টিকাদান কর্মসূচির সাফল্যের জন্য গ্যাভি বোর্ড’র পুরষ্কারসহ অসংখ্য পদক ও পুরষ্কার পেয়েছেন। নিজ নির্বাচনী এলাকায় শক্ত হাতে নৌকার হাল ধরে এগিয়ে নিয়েছেন জেলা আওয়ামী লীগকে। স্বপ্নের মেডিকেল কলেজ গড়ে তুলে আধুনিক রূপে রূপ দিয়েছেন সাতক্ষীরাকে। জেলার স্কুল, কলেজ, মাদরাসা, এতিখানা, পাঠাগারসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও সংস্কার করে সাতক্ষীরাকে করেছেন আলোকিত। আর শিক্ষা-সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্যের প্রসারে তিনি হাট-বাজার, রাস্তা-ঘাটসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে সংস্কার করেছেন। অবহেলিত সাতক্ষীরাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে তিনি সচেষ্ট আছেন। উন্নত সাতক্ষীরা বিনির্মাণে তার অবদান অপরিসীম।
সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি তার জন্মদিনে সাতক্ষীরাসহ সমগ্র দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, ৩৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. মোস্তাফিজুর রহমান পিএসি, ১৭ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মো. আব্দুল্লাহ আল-মামুন এএসপিপি, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ^াস সুদেব কুমার, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ. সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, এনএসআই সাতক্ষীরার উপ-পরিচালক মোজাম্মেল হক, সড়ক ও জনপদ সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, জেলা শিক্ষা অফিসার এস. এম ছায়েদুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, শামনগর উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনুদ্দিন, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিস সরদার, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্র নাথ দাস, বিআরটিএ’ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, জেলা বাকসিস এর সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান, জেলা হিন্দু বৈদ্ধ্য ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মুখার্জী, জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু প্রমুখ।
জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় সদ্য জার্মানীতে বিশ^ সন্ত্রাস বিরোধী সংগঠনের সেমিনারে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করায় মীর মোস্তাক আহমেদ রবি এমপি-কে ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়।
সভায় যেসব বিষয় আলোচিত হয়েছে তার মধ্যে রয়েছেÑ বাজারে কিছু গাইড বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস সুকৌশলে বিকৃতির বিষয় এবং ঐসব অসাধু বইয়ের লেখক ও বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। কোন নির্দোষ ব্যক্তি যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা অযথা হয়রানীর শিকার না হয়। সাতক্ষীরা পৌরসভা অতিরিক্ত ইজিবাইকের অনুমোদন দেওয়ায় শহরে চরম যানজটের সৃষ্টি হয়েছে। এর বিরুদ্ধে কমিটি গঠন করে ব্যবস্থা গ্রহণ করা হবে ও অভিযান পরিচালনা করা হবে। পুলিশ আগের থেকে অনেক জবাবদিহিতার মধ্যে এসেছে। আইন শৃঙ্খলা রক্ষার সুবিধার্তে সদরের শহর এলাকায় ১শ’২৫ টি সিসি ক্যামেরা ফেব্রুয়ারির মধে স্থাপনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। জেলার থানা ওয়ারী মামলা অনুযায়ী জানুয়ারি ২০১৮ মাসে মামলা হয়েছে ১শ’ ৯৮টি মামলা হয়েছে। ডিসেম্বর-২০১৭ মাসে মামলা ছিল ১শ’ ৬৬টি। তুলনামূলকভাবে মামলার সংখ্যা কমেছে। জানুয়ারি-২০১৮ মাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মামলা হয়েছে ৯৭টি ও ডিসেম্বর-২০১৭ মাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মামলা হয়েছিল ৫৩টি। এসময় সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় কমিটির সদস্য ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ হীরার গহনা জব্দ করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা ৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি) সদস্যরা লক্ষীদাড়ি সীমান্ত থেকে থেকে বিপুল পরিমান হীরার গহনা জব্দ করেছে। গহনা গুলোর মধ্যে ৯৭ পিচ হীরার আংটি, ২০ পিচ ডায়মন্ডের লকেট ও ৫০ পিচ নাকফুল। যার আনুমানিক মূল্যে প্রায় ৭০ লাখ টাকা। সাতক্ষীরায় চোরাচালানী পণ্যের তালিকায় এবারই প্রথম যুক্ত হলো হিরার গহনা।
রোববার সকাল ৯ টার সাতক্ষীরা ৩৮ বিজিবির হেড কোয়ার্টারে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।
সাতক্ষীরা ৩৮ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মোস্তাফিজুর রহামান জানান, গত ৫ ফেব্রুয়ারি বিজিবির ভোমরা ক্যাম্পের নায়েক সুবেদর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিজিবি সদস্যরা লক্ষীদাড়ি সীমান্তের ৩ নং মেইন পিলারের সাব পিলার ২/৩ এর ৭০ গজ বাংলাদেশি সীমান্ত থেকে বিপুল পরিমান হীরার গহনা জব্দ করে। গহনা গুলো হীরার কিনা তা নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষার জন্য খুলনায় পাঠানো হয়। পরীক্ষার পর সেগুলো দেখা যায় হীরার গহনা।
তিনি আরও বলেন চোরাকারবারিরা বিপুল পরিমান হীরার গহনা বাংলাদেশে পাচারের উদ্দেশ্য নিয়ে আসছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারির হীরার গহনা ফেলে পালিয়ে যায়। এসময় কোন চোরাকারবারিকে বিজিবি আটক করতে পারেনি বলে তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোলেস্টেরল নিয়ে বিভ্রান্তি

সবাই জানে, কোলেস্টেরল শরীরে বেশি থাকা ভালো নয়। আসলে কোলেস্টেরল কী করে? এটা শরীরকে নানাভাবে সেবা দিয়ে থাকে। কিন্তু এর অতিরিক্ত পরিমাণ ধমনিতে মারাত্মক বিপদ বয়ে আনতে পারে। তবে এটি নিয়ে অনেক সময় বিভ্রান্তি তৈরি হয়। যেমন—

উচ্চমাত্রার কোলেস্টেরলই একমাত্র উদ্বেগ

এ কথা ঠিক যে উচ্চমাত্রার কোলেস্টেরল হৃপণ্ডের নানা সমস্যা ও স্ট্রোকের ঝুঁকি বয়ে আনে। এ নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। চিকিৎসকরা বলছেন, উচ্চমাত্রার কোলেস্টেরলে রক্তচাপ ও ওজন ঠিকই থাকে, তবে একটু উঁচুতে। এ নিয়ে উদ্বিগ্ন না হওয়াই ভালো। তবে মনে রাখতে হবে, এলডিএল লেভেল রাখতে হবে ১৯০-এর নিচে আর এইচডিএল লেভেল ৪০-এর ওপরে।

এটি মানেই হার্টের অসুখ

উচ্চমাত্রার কোলেস্টেরল অবশ্যই হার্টের নানা অসুখের অন্যতম কারণ, তবে এটিই একমাত্র কারণ নয়। এর কারণে যে হার্টের খুব বড় ধরনের সমস্যা হবে—এমন ভাবার সুযোগ নেই। তবে অবশ্যই উচ্চমাত্রার কোলেস্টেরলক অবহেলা করা যাবে না।

সব কোলেস্টেরলই খারাপ

এটি একেবারেই ভ্রান্ত ধারণা। মিথ্যাও বটে। এখন বিশ্বজুড়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে ‘কোলেস্টেরল’ শুনলেই মানুষ আঁতকে ওঠে। শুধু খারাপ নয়, ভালো কোলেস্টেরলও আছে, যা হার্টের স্বাস্থ্য ভলো করে।

যাদের ওজন বেশি, তাদেরই শুধু এই সমস্যা

বেশি ওজন একটা সমস্যা বটে এবং এতে উচ্চমাত্রার কোলেস্টেরলসংক্রান্ত জটিল হতে পারে। তবে এ ধারণাও ঠিক নয়—যার ওজন বেশি, সেই এই সমস্যায় ভুগছে। দেহের বেশি ওজনই শরীরের কোলেস্টেরলের পরিমাণের একমাত্র সূচক নয়। অনেক শুকনো-পাতলা মানুষেরও উচ্চমাত্রার কোলেস্টেরল থাকতে পারে। তাই শরীরের মাপ যেমনই হোক, নিয়মিত চিকিৎসককে স্মরণ করার অভ্যাস তৈরি করতে হবে।

শুধু বয়স বাড়লেই এই আশঙ্কা বাড়ে

এটি আরেকটি ভ্রান্ত ধারণা। বয়সের সঙ্গে কোলেস্টেরল কম-বেশির কোনো সম্পর্ক নেই। খাদ্যাভ্যাস বা অন্য কোনো কারণে জীবনের যেকোনো সময়ই উচ্চমাত্রার কোলেস্টেরল দেখা দিতে পারে। এ কথা ঠিক—বয়স বাড়লে এর মাত্রা এমনিতেই শরীরে বাড়ে; কিন্তু বয়সই এই মাত্রার কম বা বেশি হওয়ার একমাত্র মাপকাঠি নয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সানির বিরুদ্ধে ফের থানায় অভিযোগ

পর্নগ্রাফি ছেড়ে অভিনয় জগতে এসেছেন সানি লিওনি৷ পর্নস্টারের ইমেজ ঝেড়ে এখন তিনি সফল বলিউড অভিনেত্রী৷ কিন্তু আজও তাকে দেখলে অনেকের চোখে সানির পর্নস্টার ইমেজ ভেসে ওঠে৷ সেই ইমেজের জন্য মাঝে মধ্যেই সমালোচিত হতে হয় তাকে৷

এই পর্নস্টার ইমেজের কারণে ফের বিপাকে সানি৷ তার বিরুদ্ধে চেন্নাইয়ের নাজারথপেট থানায় অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি৷সেই অভিযোগে বলা হয়েছে, সানি পর্ণগ্রাফিকে প্রচার করেন৷ দেশের আইন অনুযায়ী যা অপরাধ৷ সানির জন্য দেশের সংস্কৃতিরও বারোটা বাজছে বলে দাবি অভিযোগকারীর৷

এদিকে শনিবারই চেন্নাইতে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে আসেন সানি৷ এই প্রথম তামিল ছবিতে অভিনয় করতে চলেছেন সানি৷ ছবির নাম ভিরামা দেবী৷ ঐতিহাসিক পটভূমিকায় নির্মিত ছবিটি৷ এই ছবিতে সানিকে যোদ্ধা রাজকুমারীর বেশে দেখা যাবে৷

এই চরিত্রের জন্য সানি লিওনিকে তরোয়াল চালানোর প্রশিক্ষণ নিতে হয়েছে৷ এই ছবির অনুষ্ঠানে চেন্নাইতে পা রাখেন তিনি৷ আর এদিনই থানায় তার নামে অভিযোগ দায়ের করা হয়েছে৷ যদিও এনিয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কোন বিবৃতি আসেনি৷

এই প্রথম নয়৷ এর আগে সানিকে নিয়ে উত্তাল হয় চেন্নাই৷ গত বছর সানির বর্ষবরণ অনুষ্ঠান বন্ধের দাবিতে চলে বিক্ষোভ৷ কিছু কট্টরপন্থী সংগঠন বর্ষবরণের রাতে সানির অনুষ্ঠানের প্রবল বিরোধীতা করে৷ তাদের দাবি এই ধরনের অনুষ্ঠান রাজ্যের সংস্কৃতিতে আঘাত হানবে৷ যার জেরে অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেয় আয়োজকরা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোনালদোর হ্যাটট্রিকে রিয়ালের জয়

মৌসুমের শুরু থেকেই নিজেকে মেলে ধরতে পারছিলেন না দলের সেরা খেলোয়াড় রোনালদো। আর এর খেসারতও দিতে হচ্ছিল রিয়ালকে। তবে এবার স্বরূপে ফিরলেন এই তারকা। করলেন মৌসুমের প্রথম হ্যাটট্রিক। আর তার হ্যাটট্রিকের উপর ভর করে লা লিগার ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ৫-২ গোলে উড়িয়ে জয়ের পথে ফিরেছে জিদানে শিষ্যরা।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের শুরুটা হয় দুর্দান্ত। ম্যাচের প্রথম মিনিটেই দলকে এগিয়ে দেন লুকাস ভাসকেস। ম্যাচের ৪৫ সেকেন্ডের মাথায় রোনালদোর ক্রসে দারুণ হেডে দলকে এগিয়ে দেন স্প্যানিশ এই উইংগার। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার সহজ সুযোগ নষ্ট করেন বেনজামা। মার্সেলোর পাস ছয় গজ বক্সের বাইরে পেয়ে ফরাসি এই তারকার দুর্বল প্রচেষ্টা পোস্টে লাগে।

ম্যাচের ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। মার্সেলোর পাস থেকে পাওয়া বল অনায়াসে জালে জড়ান পাঁচবারের বর্ষসেরা এই তারকা। পাঁচ মিনিট পর আবারও ব্যর্থ হন বেনজামা। রোনালদো ডান-দিক দিয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে বেনজেমাকে বল বাড়ান। কিন্তু লক্ষ্যভেদে আবারও ব্যর্থ হন ফরাসি স্ট্রাইকার। পরের মিনিটে পর্তুগিজ ফরোয়ার্ডের ভলি বাধা পায় পোস্টে।

ম্যাচের ৩৪ মিনিটে ব্যবধান বাড়ান টনি ক্রুস। ভাসকেসের পাস পেয়ে প্রথম ছোঁয়ায় উঁচু শটে লক্ষ্যভেদ করেন জার্মান এই তারকা। এর চার মিনিট পর কর্নার থেকে উড়ে আসা বল অনেকটা লাফিয়ে হেডে দলের চতুর্থ গোলটি করেন রোনালদো।

বিরতি থেকে ফিরেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে আক্রমণ করে খেলতে থাকে রিয়াল। তবে পাল্টা এক আক্রমণে ম্যাচের ৭৪ মিনিটে রিয়াল সোসিয়াদের হয়ে ব্যবধান করান স্প্যানিশ ফরোয়ার্ড বাউতিস্তা। ছয় মিনিট পরই মৌসুমে প্রথম হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো। গ্যারেথ বেলের জোরালো শট গোলরক্ষক ঠিকমতো ধরতে ব্যর্থ হলে ফিরতি বল অনায়াসে জালে জড়ান পর্তুগিজ এই তারকা।

বাকি সময় আর গোল না হলে বড় জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে দলটি। এ জয়ে ২২ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে রিয়াল মাদ্রিদ। ২ পয়েন্ট কম নিয়ে এক ধাপ নিচে নেমে গেছে ভালেন্সিয়া। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৮।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেল কোড অনুযায়ী খালেদাকে ডিভিশন দেওয়ার নির্দেশ আদালতের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার বেলা ১১টার পর ঢাকার বিশেষ ৫ জজ আদালতে এ বিষয়ে শুনানি শেষে বিচারক আখতারুজ্জামান এ আদেশ দেন। এ বিষয়ে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া এই তথ্য জানিয়েছেন।

এর আগে খালেদা জিয়ার জন্য ডিভিশন চেয়ে আদালতে আবেদন করেন তার আইনজীবী আমিনুল ইসলাম। এ বিষয়ে ১১টার পর শুনানি হয়।

প্রসঙ্গত,  জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার পাঁচ বছরের জেলের রায় ঘোষণা করেছেন আদালত। এরপর রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনটিকে ‘সাবজেল’ ঘোষণা করে সেখানে রাখা হয়েছে তাকে। পুরনো কেন্দ্রীয় কারাগারের অফিস ভবনের মূল ফটক দিয়ে ঢুকে বামেই সিনিয়র জেল সুপারের যে অফিস কক্ষ ছিল, সেখানেই তাকে রাখা হয়েছে বলে জানিয়েছেন কারা কর্মকর্তারা।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করার পর ব্যারিস্টার মওদুদ আহমদ জানান, খালেদা জিয়াকে নির্জন কারাবাসে রাখা হয়েছে। সেখানে অন্য কোনও কারাবন্দি নেই। তাকে (খালেদা জিয়াকে) ডিভিশন দেওয়া হয়নি। এটা সংবিধান পরিপন্থী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest