সর্বশেষ সংবাদ-
তালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাতালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছায় উদ্ধারসাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাসাতক্ষীরায় লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময়৯০ দশক ছাত্রদল প্লাটফর্ম এর সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটি গঠন

হাবিব ওয়াহিদের বাপ-বেটার ‘ঝড়’

পহেলা বৈশাখকে সামনে রেখে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদের নতুন ধামাকা ‘ঝড়’। নামের মতই গানটি দিয়ে দর্শক-শ্রোতাদের মনে ঝড় বইয়ে দিবেন এ গায়ক- এমনটাই আশা করছেন সবাই। গানটির ভিডিও নিয়ে এরইমধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।

কারণ ভিডিওটিতে হাবিব ওয়াহিদের গার্লফ্রেন্ডের বাবার চরিত্রে অভিনয় করেছেন তাঁর বাবা নন্দিত সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। আর গার্লফ্রেন্ডের ভূমিকায় রয়েছেন চলতি বছর প্রকাশিত হাবিবের আলোচিত গান ‘চলো না’র মডেল শার্লিনা হোসেন। শুধু তাই নয় ভিডিওতে বাড়তি ‘ঝড়’ বইয়ে দিতে হাজির হয়েছেন সংগীতশিল্পী ও সংগীত পরিচালক অদিত রহমান এবং প্রীতম হাসান। সাথে রয়েছেন র‌্যাপ্যার তৌফিক। মেয়েকে হাবিবের কাছ থেকে উদ্ধার করার জন্য অদিত ও তৌফিককে নিয়ে হাবিবের ওপর ঝাঁপিয়ে পড়েন ফেরদৌস ওয়াহিদ? হাবিবকে রক্ষা করতে চায় তার সহকারী প্রীতম হাসান! কিন্ত শেষ পর্যন্ত কি ঘটে? জানতে হলো অপেক্ষা করতে হবে পহেলা বৈশাখ পর্যন্ত। বৈশাখে গানচিল মিউজিকের এক্সক্লুসিভ কাজ হিসেবে প্রকাশ পাবে এটি। গানটির কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান। ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।

এ প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, ‘গানের সঙ্গে মিল রেখে ভিডিওতেও নতুন কিছু দেওয়ার চেষ্টা করছি আমি। তারই অংশ হিসেবে এবারের ভিডিওটির গল্প সাজানো হয়েছে। এই প্রথম আমার ভিডিওতে মডেল হয়েছেন আমার বাবা। তাও আবার আমার গার্লফ্রেন্ডের বাবার ভূমিকায়! মেয়েকে রক্ষা করার জন্য আমার ওপর হামলা করেন অদিত এবং তৌফিককে নিয়ে। তাদের সঙ্গে ফাইটিংয়ের দৃশ্যটি বেশ এনজয় করেছি।’

ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘এটা অত্যন্ত ব্যাতিক্রমী একটি কাজ হয়েছে। গল্পটি পুরান ঢাকার একটি পরিবার এবং একজন প্রেমিকের! যাতে আমি হাবিবের গার্লফ্রেন্ডের বাবার চরিত্রে অভিনয় করেছি। সব মিলিয়ে খুব মজার একটা অভিজ্ঞতা হয়েছে। আশাকরি শ্রোতারাও এনজয় করবেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা হত্যার দায়ে মিয়ানমারের ৭ সেনার ১০ বছর কারাদণ্ড

মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যার দায়ে দেশটির সাত সেনাকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। মিয়ানমার সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে রাখাইন প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে ১০ রোহিঙ্গা মুসলিমকে হত্যার দায়ে তাদের এ দণ্ড দেয়া হয়েছে। খবর- রয়টার্স, বিবিসি।

মিয়ানমারের সেনা প্রধান মিন অং হ্লাইংয়ের ফেসবুক পাতায় প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, সামরিক আদালতে দণ্ডিত এসব সেনা সদস্যদের ১০ বছর কারাভোগের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে কঠোর পরিশ্রমের কাজেও নিযুক্ত থাকতে হবে।

গত বছরের ২৪ আগাস্ট রাতে মিয়ানমার পুলিশের ৩০টি তল্লাশি চৌকি ও একটি সেনা ক্যাম্পে হামলার পর ব্যাপক অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। নির্বিচারে হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের ফলে নিজ দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করে রোহিঙ্গারা।

সে সময় দেশটির সেনা সদস্যদের বিরুদ্ধে রোহিঙ্গা নারীদের ধর্ষণ করার অভিযোগ ওঠে। এছাড়া রয়টার্সের এক অনুসন্ধানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই ১০ জনকে হত্যা করেছে বলে ওঠে আসে। গত ১৮ ডিসেম্বর রাখাইন রাজ্যের রাজধানী সিতভি থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে উপকূলীয় গ্রাম ইন দিনে গণকবরে ১০ জন রোহিঙ্গার মৃতদেহ পাওয়া যায়। বিষয়টি সেনাবাহিনীর পক্ষ থেকেও স্বীকার করা হয়। অবশেষে তার দণ্ডও দেয়া হলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২৮ বছর পর পিস্তলে বাংলাদেশের পদক

কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে আব্দুল্লাহ হেল বাকী রুপা জিতে সবাইকে চমকে দিয়েছেন। তারই পথ ধরে এবার ৫০ মিটার পিস্তলে এসেছে আরো একটি রুপা। বাংলাদেশের পদক তালিকায় দ্বিতীয় পদক যোগ করলেন ২০১৬ সালে এসএ গেমসে স্বর্ণপদক জয়ী শাকিল আহমেদ।

অবশ্য আরেকটি দিয়ে এই পদক গুরুত্ববহন করছে। প্রায় ২৮ বছর কমনওয়েলথ গেমসের পিস্তল ইভেন্টে কোনও পদক ছিল না বাংলাদেশের। এবার সেই খরা কাটালেন শাকিল।১৯৯০ সালে এয়ার পিস্তল ইভেন্টে আতিকুর রহমান ও আব্দুস সাত্তার নিনি স্বর্ণ জিতেছিলেন।

বুধবার বেলমন্ট শুটিং সেন্টারে ৫০ মিটার পিস্তল ইভেন্টে শাকিল আহমেদ ২২০.৫ স্কোর করে দ্বিতীয় হন। অস্ট্রেলিয়ার ড্যানিয়েল রিপাখোলি ২২৭.২ স্কোর করে স্বর্ণপদক জেতেন। আর ভারতের ওম মিতারভাল ২০১.১ স্কোর করে হন তৃতীয়।

বাছাইয়ে অবশ্য শাকিল হয়েছিলেন চতুর্থ। বাংলাদেশের অন্য প্রতিযোগী আনোয়ার হোসেন দশমস্থান লাভ করেন।

অথচ দুইদিন আগেও শাকিল হতাশ করেছিলেন। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে হয়েছিলেন ষষ্ঠ। দুইদিনের মাথায় বাকীর মতো খুলনার এই ছেলে সবাইকে চমকেই দিলেন। যদিও ফেডারেশন শেষ পর্যন্ত আশা রেখেছিল। তারই প্রতিদান দিলেন শাকিল আহমেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেসির বার্সাকে উড়িয়ে সেমিতে রোমা
মঙ্গলবার শেষ আটের ফিরতি লেগে ৩-০ গোলে জিতেছে রোমা। দুই লেগ মিলিয়ে স্কোরাইন ৪-৪ হলেও অ্যাওয়ে গোলের সুবাদে এগিয়ে গেল রোমা।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রুদ্ধশ্বাস ম্যাচে চেন্নাইয়ের জয়

অসাধারণ এক জয় পেলো চেন্নাই সুপার কিংস। ২০৩ রানের পাহাড় ঠেলে জয় নিশ্চিত করে তারা। টানা দুই ম্যাচে অসাধারণ ব্যাটিং করে দলকে জয় উপহার দিলেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার ডুয়াইন ব্রাভো।

চলতি আইপিএলে নিজেদের প্রথম খেলায় মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩০ বলে ৬৮ রানের লড়াকু এক ইনিংস খেলে দলকে জয় উপহার দেন এই ক্যারিবীয়ান। মঙ্গলবার (১০ এপ্রিল) ৫ বলে ১১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখেন ব্রাভো।

আন্দ্রে রাসেলের ব্যাটিং তাণ্ডবের দিনে ২০২ রানের পাহাড় গড়ে কলকাতা নাইট রাইডার্স। তাদের সেই পাহাড় ডিঙিয়ে ৫ উইকেটের জয় ছিনিয়ে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

আগে ব্যাট করে রাসেলের ৩৬ বলে ১১ ছক্কায় গড়া ৮৮ রানের ইনিংসে ভর করে ২০২ রান সংগ্রহ করে কলকাতা।

৪২ রান করেন ওপেনার শেন ওয়াটসনের ব্যাট থেকে। আম্বাতি রাইডুর তরেস ৩৯ রান।

চেন্নাইয়ে আইপিএলে রানের পাহাড় গড়ে কলকাতা নাইট রাইডার্স। টস হেরে ব্যাট করতে নেমে রানের চাকা সচল থাকলেও নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় এক সময় শংকায় পড়ে কার্তিকবাহিনী।

নিজেদের ইনিংসের শুরুর দিকে ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া দলকে একাই টেনে তুলেন ওয়েস্ট ইন্ডিজের এ অলরাউন্ডার। শেষ পর্যন্ত ২০২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে কলকাতা নাইট রাইডার্স।
মাত্র ৩৬ বলে ১১ ছয় এবং এক বাউন্ডারিতে ৮৮ রানের দানবীয় এক ইনিংস খেলেন রাসেল। তার দাপটে ব্যাটিংয়ের দিনে দুইশো রান ছাড়িয়ে যায় কলকাতা।

ইনিংসের শুরুর দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় কলকাতা। ১০ ওভার ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে কোনঠাসা হয়ে পড়ে শাহরুখ খানের দলটি। দলকে কঠিন পরিস্থিতি থেকে উত্তরণ করেন রাসেল।

ঝড় তোলার আগেই সুনীল নারিনকে ফেরালেন হরভজন সিং। ১.৩ ওভারে ১৯ রান তুলে দিয়ে সাজঘরে ফেরেন ওয়েস্ট ইন্ডিজের এ অলরাউন্ডার।

হরভজন সিংহের বলে উড়িয়ে মারতে গিয়ে মিডঅফে ক্যাচ তুলে দেন নারিন। মাত্র ৪ বলে ১২ রান করে ফেরেন নাইট রাইডার্সের এই অলরাউন্ডার।

দ্বিতীয় উইকেটে রবীন উথাপ্পাকে নিয়ে ৩২ রানের জুটি গড়েন ক্রিস লিন। রবিন্দ্র জাদেজার বলে বিভ্রান্ত হওয়ার আগে ১৬ বলে ২২ রান করে ফেরেন কলকাতার এ ওপেনার।

এরপর সময়ের ব্যবধানে ফেরেন নিথিস রানা, রবীন উথাপ্পা ও রিংকু সিং। রিংকু ফেরেন মাত্র ২ রানে। ১৪ বলে ১৪ রান করেন রানা।

শুরু থেকে অসাধারণ খেলতে থাকা দিনেশ কার্তিককে অসাধারণ এক থ্রোইংয়ে রান আউটে বাধ্য করেন সুরেশ রায়না। ১৬ বলে তিন ছয় এবং ২ বাউন্ডারিতে ২৯ রান করে সাজঘরে ফেরেন উথাপ্পা।

ষষ্ঠ উইকেট জুটিতে আন্দ্রে রাসেলকে সঙ্গে নিয়ে ৪৬ বলে ৭৬ রানের জুটি গড়েন দিনেশ কার্তিক। ইনিংস শেষ হওয়ার ১৪ বল আগে সাজঘরে ফেরেন দিনেশ কার্তিক (২৫)।

মঙ্গলবার চেন্নাইয়ের চেন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে অতিথিদের ব্যাটিংয়ে স্বাগত জানায় স্বাগতিক চেন্নাই।

আইপিএলের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় পায় উভয় দল। জয়ের সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় উভয় দল।

সংক্ষিপ্ত স্কোর

কলকাতা: ২০ ওভারে ২০২/৬ রান (রাসেল ৮৮*, কার্তিক ২৬ ,উথাপ্পা ২৯)

চেন্নাই: ১৯.৫ ওভার ২০৫/৫ রান (বিলিংস ৫৬, ওয়াটসন ৪২, রাইডু ৩৯, ধোনি ২৫)।

ফল: চেন্নাই সুপার কিংস ৫ উইকেটে জয়ী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাবির সুফিয়া কামাল হলে আন্দোলনরত ছাত্রী নির্যাতন; ছাত্রলীগ সভানেত্রী এশা বহিষ্কার

অনলাইন ডেস্ক: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ নেত্রীর নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে গভীর রাতে উত্তেজনা ছড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হলে।
মঙ্গলবার মধ্য রাতে কয়েকশ’ ছাত্রী ওই হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশার কক্ষে তাকে অবরুদ্ধ করে; এসময় বাইরে থেকে ছাত্রীদের স্লোগান শোনা যাচ্ছিল।
খবর পেয়ে প্রাধ্যক্ষ সাবিকা রেজওয়ানা ইসলাম হলে যান। রাত পৌনে ১টার দিকে প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানীও ওই হলে ঢোকেন।
রাত আড়াইটার দিকে প্রক্টর বেরিয়ে এসে ছাত্রলীগ নেত্রী এশাকে নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। নির্যাতিত শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থাও করেন তিনি।
হলের শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্যাতন চালাচ্ছেন ছাত্রলীগ নেত্রী এশা।
তারা সাংবাদিকদের বলেন, সোমবার রাতে তিন শিক্ষার্থীকে ডেকে নিয়ে তাদের উপর নির্যাতন চালিয়েছিলেন এশা। তারা ঘটনাটি চেপে গিয়েছিলেন। মঙ্গলবার রাত ১২টার দিকে মোর্শেদা আক্তার নামে উদ্ভিদ বিজ্ঞানের এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে নির্যাতন চালানোর পর ঘটনাটি প্রকাশ পেলে অন্য শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে।
কয়েক ছাত্রী তখন এশাকে তার কক্ষে অবরুদ্ধ করে ফেলে। তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে তোলে স্লোগান।
মোর্শেদার ব্যান্ডেজ বাঁধা রক্তাক্ত পায়ের ছবি ইতোমধ্যে হলের বিভিন্ন ছাত্রী তাদের ফেইসবুকে তুলেছেন।
কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে গত রোববার রাতে ফটক খুলে বাইরে বিক্ষোভে নেমে এসেছিলেন সুফিয়া কামাল হলের ছাত্রীরা।
সেই হলে নির্যাতনের খবর শুনে বিভিন্ন ছাত্র হল থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে সুফিয়া কামাল হলের সামনে জড়ো হয়ে স্লোগান শুরু করে। ছাত্রী হলগুলোর ভেতরেও শুরু হয় বিক্ষোভ।
সুফিয়া কামাল হল থেকে বেরিয়ে আসার সময় প্রক্টরও বিক্ষোভরত ছাত্রদের রোষের মুখে পড়েন।
তিনি এসময় বলেন, “শিক্ষার্থী নির্যাতনের অভিযোগে ইফফাত জাহান এশাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। হলে চিকিৎসক এনে আহত শিক্ষার্থীর চিকিৎসা দেওয়া হয়েছে। তাকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হচ্ছে না।”
এই বিষয়ে এশার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে এই ঘটনার পর এশাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ছাত্রলীগ। গভীর রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন এক বিবৃতিতে এশাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানান।
রোববার রাতে আন্দোলনকারীদের পুলিশ শাহবাগ থেকে হটিয়ে দেওয়ার পর ছাত্রলীগের একদল নেতা-কর্মী তাদের উপর চড়াও হয়েছিলেন।
মঙ্গলবার ছাত্রলীগের এক সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, যতদিন আন্দোলনকারীরা ‘শান্তিপূর্ণ কর্মসূচি’ ছিল, ততদিন ছাত্রলীগ তাদের বাধা দেয়নি।
ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা এই আন্দোলনে ষড়যন্ত্র দেখলেও নিচের সারির নেতাদের অনেক আন্দোলনের আছেন। নেতৃত্বের সঙ্গে দ্বিমত জানিয়ে কয়েকজন পদত্যাগও করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোটা সংস্কারের আন্দোলন; সমর্থন জানালেন শাবিপ্রবি ভিসি

দেশজুড়ে চলমান কোটা সংস্কার আন্দোলনকারীদের সমর্থন জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে ভাঙচুর ও শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলায় ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে চলমান কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি এ সমর্থনের কথা জানান।

কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে শাবি ভিসি বলেন, ‘কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন অত্যন্ত যৌক্তিক। দেশকে এগিয়ে নিয়ে যেতে মেধাবীদের প্রয়োজন। মেধাবীরা সামনে এগিয়ে আসলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে। তাই আমি চাই মেধার যথাযথ মূল্যায়ন করা হোক।’

এ সময় তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি পর্যালোচনার জন্য নির্দেশ দিয়েছেন। তাই সর্বজনস্বীকৃত যৌক্তিক এই দাবি সরকার অবশ্যই বিবেচনা করবে। বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হবে বলে আশা প্রকাশ করেন শাবি ভিসি।

এ সময় শাবি ভিসি সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের চিহ্নিত করার আহ্বান জানান।

শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় তিনি বলেন, আমার ছাত্রদের ওপর হামলা আমি কোনোভাবেই সমর্থন করি না। পুলিশ প্রশাসন যাতে দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয় এই দাবি জানাই। আমি মনে করি, সরকারকে বেকায়দায় ফেলতেই এমন হামলা চালানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ববি-ঋতুর লড়াই

ববি-ঋতুর লড়াই

কর্তৃক Daily Satkhira

ফিল্মপাড়ায় যে কজন অভিনেত্রী নজর কাড়েন তাদের মধ্যে তিনিও অন্যতম। আবার শারীরিক অবয়বে অনেককেই ছাপিয়ে যান তিনি। রুপালি পর্দায় দর্শকরা যে ধরনের বডি ল্যাংগুয়েজ চান তার সিংহভাগ রয়েছে এই অভিনেত্রীর মাঝে। বলছি অভিনেত্রী ববির কথা। অন্যদিকে, টলিউডের এক সময়ের ক্রেজ যার হাসি ও চাহনি এখনো বহু যুবকের হৃদয়ের স্পন্দন বাড়িয়ে দেয়। নব্বই দশকে ঢালিউডেও বেশ আলোড়ন তুলেছিলেন। তিনি যে এখনো ফুরিয়ে যাননি তা টলিউডের সাম্প্রতিক কিছু ছবিতেও বোঝা গেছে। তিনি আর কেউ নন— ঋতুপর্ণা। এবার বড় পর্দায় মুখোমুখি হচ্ছেন দুই বাংলার এই দুই লাস্যময়ী। শুক্রবার মুক্তি পাচ্ছে ববির ‘বিজলী’ ও ঋতুপর্ণা অভিনীত ‘একটি সিনেমার গল্প’। বিজলীর মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজনায় নাম লেখালেন ববি। আর ‘একটি সিনেমার গল্প’র মাধ্যমে দীর্ঘদিন পর নির্মাণে ফিরলেন আলমগীর।

অন্যদিকে, একদম নিজের মতো করে কিছু করতে চাওয়া থেকে প্রযোজনায় এসেছেন ববি- এমনটাই জানালেন তিনি। ববি বলেন, ‘ভিন্নধর্মী কিছু কাজ নিজের মতো করে করেছি। ছবিতে কাজ করার ক্ষেত্রে কোনো বাধা যাতে না আসে তাই প্রোডাকশনে নামলাম। তাছাড়া দর্শকরা একই জিনিস দেখতে দেখতে বিরক্ত হয়ে যায়। নতুন কিছু দেয়ার উদ্দেশ্যেই এ সিদ্ধান্ত।’ ছবিতে ববিকে দেখা যাবে একজন সুপারহিরো চরিত্রে। কেউ কেউ বলছেন এ ধরনের চরিত্র দর্শকরা কতটুকু গ্রহণ করবে? জানতে চাইলাম ববির কাছে। উত্তরে বললেন, ‘আমরা কেন পিছিয়ে থাকব এসব সেক্টরে। কেনই বা সুপারহিরো ছবি করব না? হলিউডে-বলিউডে তো হচ্ছে। আর আমাদের দর্শকরা এতটা অজ্ঞ না যে এটা বুঝতে পারবে না। আর এটা বাংলাদেশেরই গল্প। ছবি দেখে দর্শকেরও মনে হবে আমরাও এ রকম গল্পের ছবি নির্মাণ করতে পারি।’ বিজলীর প্রযোজক ববি, নায়িকাও তিনি। প্রযোজক ও নায়িকার মাঝে ভারসাম্য করা অনেক জটিল কাজ বলে মনে করেন ববি। তিনি বলেন, ‘ছবির সঙ্গে জড়িত ছোট থেকে বড় সবকিছুর দিকেও খেয়াল রাখতে হয়েছে, আবার অভিনয়টাও করতে হয়েছে। ছবির জন্য ভিন্ন ধরনের কিছু কাজ করতে হয়েছে যা অভিনেত্রী হিসেবে আগে কখনো করিনি। শুটের সময় এমন কিছুর দিকে তাকানোর ভঙ্গি করে অভিনয় করতে হয়েছে যে, সেটি আসলে বাস্তবে ছিলই না। ভিএফএক্সের মাধ্যমে পরে বসানো হয়েছে। এমন অনেক কিছু। অভিনয়ে ফোকাস ধরে রাখতে হয়েছে। আবার প্রযোজক হিসেবে সবকিছুর খেয়াল রাখতে হয়েছে কী হচ্ছে না হচ্ছে। চারটা দেশে ছবির শুটিং হয়েছে। এসব প্রক্রিয়ার মধ্যেও থাকতে হয়েছে। আবার ছবির জন্য প্রশিক্ষণও নিতে হয়েছে। অনেক কঠিন কাজ। প্রচণ্ড রকমের ভালোবাসা না থাকলে এটা করা সম্ভব না।’ বিজলী যৌথ প্রযোজনার ছবি নয় তারপরও ভারতীয় শিল্পীরা এতে রয়েছেন। এ প্রসঙ্গে ববি বলেন, ‘গল্পের প্রয়োজনটাই প্রাধান্য দেয়া হয়েছে এ ছবিতে। এখানে বাংলাদেশের অনেক শিল্পীও কাজ করেছেন। আর শুধু যে এই দুদেশের শিল্পীই কাজ করেছেন তা নয়, থাইল্যান্ডের শিল্পীরাও এতে অভিনয় করেছেন। যখন আইসল্যান্ডে শুটিং চলছিল তখন লন্ডন থেকেও আমরা টেকনিশিয়ান নিয়ে কাজ করিয়েছি। ছবির স্বার্থেই এতো কিছু করা হয়েছে। আমার চেষ্টা থাকবে সবসময় যেন বিশ্বমানের ছবি করতে পারি। আর এটা করতে হলে কিছু কিছু বিষয়ে অন্য ইন্ডাস্ট্রি থেকেও আইডিয়া নিতে হয়। এতে আমি দোষের কিছু দেখি না।’ এদিকে ঋতুপর্ণার ‘একটি সিনেমার গল্প’ পারিবারিক ইস্যু নিয়ে নির্মিত। দেখার বিষয় ববির দৈবশক্তির গল্পের অ্যাকশন ছবিটির সঙ্গে ঋতুর ছবিটির যুদ্ধ কেমন জমে। আলমগীর তার এ ছবির সফলতার জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন। ঋতু বলছেন, ‘মজবুতভাবে গল্প আর চরিত্রকে নিজের মধ্যে ধারণ করেছি।’ প্রচারণার জন্য গতকাল ঢাকায় এসেছেন এ অভিনেত্রী। এতে কেন্দ্রীয় কবিতা চরিত্রে অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে ইউটিউবে ঋতুপর্ণার লিপে যাওয়া ‘গল্প কথার ওই কল্পলোকে জানি একদিন চলে যাবো’ গানটি প্রকাশিত হয়েছে। গানটিতে ঋতুপর্ণার অভিনয় এবং আঁখি আলমগীরের গায়কীর বেশ প্রশংসাও করছেন অনেকে। ঋতুপর্ণা জানান, আলমগীর ভাই নিঃসন্দেহে একজন গুণী অভিনেতা এবং নির্মাতা। তার নির্দেশনা আমি দারুণ উপভোগ করেছি। তাই আমি খুব আশাবাদী চলচ্চিত্রটি নিয়ে। দর্শকের ভালো লাগার মতোই গল্প আছে একটি সিনেমার গল্পে। জানা গেছে, সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত ক্লাবে ‘একটি সিনেমার গল্প’র সব কলাকুশলীকে সঙ্গে নিয়ে ‘বাংলাঢোল’র আয়োজনে এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন ঋতুপর্ণা। এখন দেখার পালা দৈবশক্তির ‘বিজলী’র সঙ্গে পারিবারিক ইস্যুর ‘একটি সিনেমার গল্প’র লড়াই কতটা জমে ওঠে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest