সর্বশেষ সংবাদ-
তালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাতালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছায় উদ্ধারসাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাসাতক্ষীরায় লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময়৯০ দশক ছাত্রদল প্লাটফর্ম এর সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটি গঠন

ব্রাজিলে জেল ভেঙে পালানোর চেষ্টা, নিহত ২০

ব্রাজিলের উত্তরাঞ্চলের একটি কারাগার ভেঙে পালানোর চেষ্টা করায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এতে আহত হন আরও ৪ রক্ষী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কারাগারের বাইরের একটি গ্রুপ প্রাচীর ভাঙার জন্য বোমা বিস্ফোরণ করলে ঘটনাস্থলেই কারারক্ষী, বন্দি এবং বাইরে অবস্থানরত সশস্ত্র সদস্যরা নিহত হন।

জেলের নিরাপত্তা কর্তৃপক্ষ জানান, তাদের সদস্যরা জেল ভাঙার ঘটনা টের পেয়ে কারাগারটি ভেতর ও বাইরে উভয় দিক থেকেই ঘিরে ফেলেছিল। তবে এরমধ্যে কোন বন্দি পালিয়েছে কিনা তা খতিয়ে দেখার কথা জানান তারা।

এর আগে দেশটির মানাউস শহরের একটি কারাগারে দাঙ্গা ছড়িয়ে পড়ার ঘটনায় ৫৬ জন নিহত হয়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রী কোটা সংস্কার নিয়ে কথা বলবেন, সবাই ধৈর্য্য ধরুন: সেতুমন্ত্রী

কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী কথা বলবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন আপনার সবাই একটু ধর্য ধরুন আজ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা কোটা সংস্কার বিষয়ে কথা বলতে পারেন। আজ বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।

কাদের বলেন, আপনারা ধৈর্য ধরুন, প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখুন। তিনি বঙ্গবন্ধু কন্যা সফল প্রধানমন্ত্রী। তিনি জানেন কি করতে হবে। আজ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে কথা বলতে পারেন শেখ হাসিনা। এছাড়া যে কোনো স্পর্শকাতর বিষয়ে সরকারে যারা দায়িত্বশীল পদ বা অবস্থানে আছেন তাদের দায়িত্বজ্ঞানহীন কথা বলা ঠিক নয়।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে যারা আক্রমণ করেছে কৃষিমন্ত্রী তাদের উদ্দেশ্যে একথা বলেছেন। এই আন্দোলন কেন্দ্র করে কোনো বিদ্বেষপ্রসূত মনোভাব নিয়ে কেউ যাতে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোটা সংস্কারের দাবি যৌক্তিক: ঢাবি ভিসি

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি যৌক্তিক। এই যৌক্তিক দাবির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একমত। তাছাড়া কোটা সংস্কার যত দ্রুত হবে ততই মঙ্গল বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) ড. মো. আখতারুজ্জামান। আজ বুধবার দুপুরে উপাচার্য তার কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন বিলম্বিত বা প্রলম্বিত করা হলে তাতে কেবল ভোগান্তিই বাড়বে। তাই এ দাবি যত দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হবে, ততই সবার জন্য মঙ্গল। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সরকারকে বলাও হয়েছে।

বিবেক ও নৈতিক তাড়নায় কোটা সংস্কার আন্দোলনে একাত্মতা ঘোষণা করে ভিসি বলেন, সংস্কার এমন একটি বিষয় যা বিশ্ববিদ্যালয়ের ধারণার সঙ্গে যায়। বিশ্ববিদ্যালয় সবসময় সংস্কার চায়। আমরা যৌক্তিক ভাবে মনে করি সংস্কারের প্রয়োজন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)কে বলেছি কোনো বাড়াবাড়ি যেন না হয় আন্দোলনকারীদের সাথে।

তিনি আরও বলেন, জনগণের মধ্যে একটা বিভ্রান্তি থাকতে পারে- শিক্ষার্থীরা একদিকে আমরা অন্যদিকে। আমরা সব সময়ই শিক্ষার্থীদের সঙ্গে আছি। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময়ই শিক্ষার্থীদের সঙ্গে থেকেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভিসি বলেন, আমি নিরাপত্তাহীনতায় নেই। কোনো শিক্ষার্থী হামলা চালিয়ে থাকতে পারে। আবার শিক্ষার্থীরাই আমাকে রক্ষা করেছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝেই আমি নিরাপদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় নছিমনে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ফেনসিডিল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় ইঞ্জিনচালিত নছিমনে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৬৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ১১ এপ্রিল ভোর ৬টার দিকে উপজেলার কাদপুর গ্রাম থেকে সেগুলো উদ্ধার করা হয়। থানা সূত্র জানায়- গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে উপজেলা চন্দনপুর ইউনিয়নের সীমান্তবর্তী কাদপুর গ্রামের দক্ষিনপাড়ার একটি রাস্তায় একটি ইঞ্জিনচালিত নছিমনকে চ্যালেঞ্জ করে। পুলিশের উপস্থিত টের পেয়ে নছিমন চালক ও অপর আরেক ব্যক্তি পালিয়ে যায়। পরে পুলিশ নছিমনটি জব্দ করে। নছিমনে যাত্রীদের বসার স্থানের নিচে অভিনব কায়দায় বিশেষ ভাবে লুকিয়ে রাখা ৬৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। নছিমনসহ ফেনসিডিলের আনুমানিক মূল্য ৩লাখ ৯৭হাজার টাকা।
সূত্র আরো জানায়- ফেনসিডিলের মালিক চন্দনপুর ইউনিয়নের হিজলদী দক্ষিণপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র আজগর আলী (৪৮)। পুলিশের উপস্থিতি টের পেয়ে আজগর ও নছিমন চালক পালিয়ে যায়। প্রাথমিক পর্যায়ে নছিমন চালকের নাম জানা যায়নি। থানার ওসি বিপ্লব দেব নাথের নির্দেশনায় সেকেন্ড অফিসার এসআই আমিনুল ইসলাম, এএসআই শাহীনুর ইসলাম, এএসআই নূর আলী, এএসআই মিলন হোসেন, এএসআই রাসেল রানাসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।
এ ব্যাপারে আজগর আলী ও অজ্ঞাত নছিমন চালককে আসামি করে কলারোয়া থানায় মামলা (২১) হয়েছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেবনাথ জানান- ‘থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬৯৪ বোতল ফেনসিডিল ও ফেনসিডিলবাহী নছিমন উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিত টের পেয়ে নছিমন ফেলে পালিয়ে যায় চালক ও ফেনসিডিলের মালিক। তাদেরকে আটকের জোর চেষ্টা চলছে।’
‘কলারোয়ায় মাদক, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কোন ছাড় নেই’- বলেন ওসি বিপ্লব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪০

আসাদুজ্জামান: সাতক্ষীরা আশাশুনি সড়কের নওয়াপাড়া নামকস্থানে যাত্রীবাহি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহ হয়েছে। বুধবার সকাল ৯ টার দিকে নওয়াপাড়া কামাল নায়েবের বাড়ির সামনে এ ঘটনটি ঘটে।
আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বুধহাটা স্বাস্থ্য কপপ্লেক্স ও সাতক্ষীরা সদর হাসপাতাল ভর্তি করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশাশুনি থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাস যার নং ঢাকা মেট্রো-ট- ১৪-১২০৫ বুধহাটার নওয়াপাড়া নামকস্থানে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক যার নং ঢাকা মেট্রো- ট- ১৬-১২১৩ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৪০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বাস ও ট্রাকরে মুখোমুখি সংঘর্ষের অনেকেই আহত হয়েছেন। তবে গুরুতর আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি আরো জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোনো কোটা থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী, শতভাগ নিয়োগ হবে মেধায়

সরকারি চাকরিতে নিয়োগে কোনো কোটা থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরিবর্তে মেধার ভিত্তিতে শতভাগ নিয়োগ হবে।

বুধবার সকাল সাড়ে ৯টায় গণভবনে প্রধানমন্ত্রী এ কথা বলেন বলে যুগান্তরকে জানিয়েছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

তিনি বলেন, আজ সকালে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি আমাদের এ কথা বলেন।

পরে বুধবার দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে লেখা পৃথক পোস্টেও ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একই কথা জানান।

এতে উভয় নেতা বলেন, “বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যা বলেন তা করেন।

বিগত দিনে কোটা পদ্ধতি সংস্কার নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র সমাজের পক্ষ থেকে আজ সকালে আমরা (সভাপতি, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ) মাননীয় প্রধান মন্ত্রীর সাথে সাক্ষাত করি। তিনি বলেন ‘সরকারি চাকুরীতে কোন কোটা পদ্ধতি থাকবেনা’। মাননীয় প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে ছাত্রসমাজ সাধুবাদ জানায়। অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২১ বিঘা জমির মালিক ৭০ কুকুর!

কোটিপতি লোক শুনেছেন, কিন্তু কোটিপতি সারমেয় শুনেছেন কখনও৷ তাও আবার একটা দুটো নয় গ্রামের সবকটি সারমেয় কোটিপতি৷ ভারতের গুজরাটের মেহসানার পাশেই রয়েছে পাঞ্চোট নামের একটি গ্রাম৷ সেখানে রয়েছে ‘মন্দ নি পতি কুতরিয়া ট্রাস্ট’ নামের একটি সারমেয়দের সংস্থা৷

জানা গেছে, এই ট্রাস্টের কাছে আছে ২১ বিঘা জমি৷ এই গ্রামেরই প্রতিটি কুকুর কোটিপতি৷ প্রতিটি সারমেয়র খাতায় তাদের নামে এক কোটি করে টাকা রাখা আছে৷ বাইপাসের পাশেই অবস্থিত সেই জমির দাম প্রায় ৩.৫ কোটি টাকা প্রতি বিঘা৷ সংস্থাটির কাছে রয়েছে প্রায় ৭০টি সারমেয়৷ সেই হিসাবে এখানের যতগুলি সারমেয় রয়েছে তাদের প্রত্যেকের ভাগে আসবে এক কোটি টাকা৷

সংস্থার অধ্যক্ষ ছগনভাই পটেল জানিয়েছেন, সারমেয়দের জন্য আলাদা ভাগ রাখার প্রচলন বহু বছর আগে থেকেই চলে আসছে৷ এটা একটা প্রথা৷ এটা জীবের প্রতি দয়া ও প্রেমের পরিচয় দেয়৷ বিত্তবানদের জমির ছোট ছোট টুকরো দান করার পর থেকে এই পরম্পরার শুরু হয়েছিল৷

ছগনভাই পটেল আরও বলেন, সেসময় জমির দাম এত বেশি ছিলনা৷ কিছু কিছু ক্ষেত্রে মানুষ তাদের ট্যাক্সের টাকা দিতে না পারায় নিজেদের জমি দান করে দেন৷ চাষিদের একটা বড় অংশ ৭০ থেকে ৮০ বছর আগে জমির রক্ষণাবেক্ষণ শুরু করে৷ ৭০ বছর আগেই এই জমিগুলি ট্রাস্টের কাছে চলে যায়৷ কিন্তু আজও সেই জমি গুলির মালিকের নামের জায়গায় তাদের নামই রয়ে গেছে৷

সংস্থার অধ্যক্ষ জানান, জমির দাম বাড়ার পরেও কেউই তাদের দান করা জমি ফেরত নেননি৷ এখানকার মানুষের দান করা জমি আবার ফেরত নেওয়া খুব খারাপ কাজ বলে মনে করা হয়৷ ফসল ফলানোর আগে এই সংস্থাটি তার নিজের জমির একটা প্লটের নিলামি করে৷ যে ব্যক্তি নিলামে সবথেকে বেশি দাম দেয় তাকেই সারা বছরের জন্য সেই জমিটিতে চাষ করার অনুমতি দেওয়া হয়৷ নিলামির থেকে পাওয়া টাকা প্রায় এক লক্ষের আশেপাশেই থাকে৷ সেই টাকা দিয়েই গ্রামের সারমেয়গুলির খরচ বহন করা হয়৷ তাদের সেবা করা হয়৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উপস্থাপিকাকে একান্তে ডাকলেন ভক্ত! অতঃপর…

মায়ান্তি ল্যাঙ্গার। নাম শোনার পর নিশ্চয় চিনতে পারছেন। হ্যাঁ, ভারতীয় জনপ্রিয় ক্রীড়া উপস্থাপিকা মায়ান্তি ল্যাঙ্গার এর কথায় বলছি। অন্যরকম এক প্রস্তাব পেয়ে তিনি সম্প্রতি খবরের শিরোনাম হয়েছেন। তা হলো- এই ক্রীড়া উপস্থাপিকাকে একান্ত ডিনারে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন তারই একজন ভক্ত। লাস্যময়ী এই উপস্থাপিকাও ভক্তের সেই প্রস্তাবে রীতিমতো সাড়াও দিয়েছেন। তবে সেটা একটু অন্যরকম ভাবে।

সোমবার (৯ এপ্রিল) রাতে টুইটারে জনপ্রিয় ক্রীড়া উপস্থাপিকা মায়ান্তিকে এই প্রস্তাব দিয়েছেন তার সেই ভক্তটি।

ওই ভক্ত মায়ান্তিকে ডিনার এ নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছেন, তার নাম ফাহাদ খান। মায়ান্তিকে টুইটারে প্রশংসায় ভাসিয়ে দিয়ে ওই ভক্ত লিখেছেন, ‘‌তোমাকে একবার দেখলে আমার আর আইপিএল দেখতে ইচ্ছে করে না। আপনার মতো ব্যক্তিত্ব খুব কমই আছে। আপনাকে ডিনারে নিয়ে যেতে পারলে আমি গর্বিত হব। আপনি কত সুন্দর তা ভাষায় বোঝাতে পারব না।’‌

আর এরপর মায়ান্তি ল্যাঙ্গার তার ওই ভক্তকে জবাব দিতে দেরি করেননি।

মায়ান্তি ল্যাঙ্গার তার ভক্তের টুইটের জবাব বলেছেন, ‘‌ধন্যবাদ। আমি ও আমার স্বামী আপনার সঙ্গে ডিনারে যেতে রাজি।’‌

ক্রীড়া উপস্থাপক হিসেবে মায়ান্তি ল্যাঙ্গার নামটি যথেষ্ট পরিচিত। ক্রিকেট বিশ্বকাপ, কমনওয়েলথ গেমসসহ নানা টুর্নামেন্টে সুনামের সঙ্গে কাজ করেছেন ভারতীয় এই উপস্থাপিকা। ‌‌

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest