সর্বশেষ সংবাদ-
তালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাতালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছায় উদ্ধারসাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাসাতক্ষীরায় লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময়৯০ দশক ছাত্রদল প্লাটফর্ম এর সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটি গঠন

কোটা সংস্কার আন্দোলন; রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ ৫ সরকারি ওয়েবসাইট হ্যাকড

গত রোববার থেকে চলমান কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়েছে হ্যাকাররা। ইতিমধ্যে তারা রাষ্ট্রপতির কার্যালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটসহ ৫টি গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইট হ্যাক করেছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে বেশ কয়েকটি সরকারি সাইটে ব্রাউজ করলে সেগুলো হ্যাক হয়েছে বলে দেখাচ্ছে। হ্যাকাররা ওই সাইটগুলো হ্যাক করার পর সেখানে উপরে শিরোনাম হিসেবে ‘হ্যাকড বাই বাংলাদেশ’ এবং তার নিচে বাংলাদেশের পতাকা হাতে শাহবাগে আলোচিত প্রতিবাদীর ছবি দেয়া হয়েছে।

রাত ১০টার দিকে বঙ্গভবনের ওয়েবসাইট (bangabhaban.gov.bd), প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট (www.pmo.gov.bd), জাতীয় সংসদের ওয়েবসাইট (parliament.portal.gov.bd), স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mha.gov.bd) বিসিএস প্রশাসনের ওয়েবসাইট (bcsadminacademy.gov.bd) এবং  কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (moa.gov.bd) গেলে একই দৃশ্য দেখা যায়।

এবিষয়ে সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম এনালিস্ট মাহাবুবুর রহমান যুগান্তরকে বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে এটি অনেক বড় একটি আক্রমণ। হ্যাকাররাও এতে যোগ দিয়েছে জানতে পেরে অবাক হচ্ছি। এই ট্রেন্ডটা আগে শুধু বিদেশে দেখতাম। একইভাবে অনলাইনে এভাবে সাইবার আন্দোলন বাংলাদেশে এর আগে হয়নি বললেই চলে। আমাদের দেশীয় সাইটগুলোকে সিকিউর রাখা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। মন্ত্রণালয়গুলোতে দক্ষতার ভিত্তিতে নিয়োগের অভাব পরিষ্কার দেখা যাচ্ছে।

সাইটগুলো হ্যাক করার পর সেখানে প্রদর্শিত ছবির নিচে হ্যাশট্যাগ দিয়ে Reform Quota BD, Stop the Genocide, Reform Quota System, Bangladesh, Student Protest, United WE Stand, No_Private or Publice Discrimination বেশ কিছু শ্লোগান লেখা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খেশরা সার্বজনীন পূজা মন্দির পুনঃনির্মাণ উদ্বোধন ও আলোচনা সভা

প্রভাষক এস. আর আওয়াল: খেশরা ইউনিয়নের ঐতিহ্যবাহী খেশরা সার্বজনীন পূজা মন্দির পুনঃনির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিপংকর দাশের সভাপতিত্বে শত বছরের পুরোনো খেশরা সার্বজনীন পূজা মন্দির জরাজীর্ণ হয়ে পূজা আর্চনার অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের দাবীর প্রেক্ষিতে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম জেলা পরিষদের অর্থায়নে উক্ত পূজা মন্দির সংস্কারের আশ্বাস দেন। সেই আশ্বাসের প্রেক্ষিতে মঙ্গলবার বিকাল ৪ টায় খেশরা সার্বজনীন পূজা মন্দির পূনঃনির্মাণ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান প্রধান অতিথির আলোচনায় বলেন- বর্তমান অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ধারাবাহিকতার স্বাক্ষর হিসাবে প্রত্যেক ধর্মের উপসনালয়গুলি যথাযথ রক্ষণাবেক্ষণসহ উন্নয়ন কর্মকান্ডে অত্যন্ত অগ্রগামী। তিনি এ উন্নয়নে ধারাবাহিকতা রাখতে সকলের প্রতি আগামী নির্বাচনে নৌকা মার্কা ভোট দেওয়ার আহবান জানান।
এ সময় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি এম এম ফজলুল হক, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজীৎ সাধু, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব ইখতিয়ার হোসেন, জেলা পরিষদ সদস্য দেলোয়ার হোসেন, খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু। অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন খেশরা ইউপি আওয়ামীলীগের সভাপতি মাস্টার আমিনুল ইসলাম, খেশরা ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুন তাজ, উপজেলা তরুণ লীগের সভাপতি প্রভাষক এস. আর আওয়াল, ইউনিয়ন ছাত্রলীগ নেতা শেখ তানভীর হুসাইন অমি, ইউনিয়ন যুবলীগ নেতা সৈয়দ বদরুজ্জামান প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক শেখ আবুল কালাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ভ্রাম্যমাণ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলায় মথুরেশপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা ভূমি অফিস ও বসন্তপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীদের সহায়তায় উচ্ছেদ অভিযান সম্পন্ন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর আহমেদ মাছুম। জানা যায়, প্রায় দু’সপ্তাহ পূর্বে উপজেলা সদরে অবস্থিত নাজিমগঞ্জ বাজারের ভিতরে চলাচলের রাস্তা বন্ধ করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার প্রধান কার্যালয় এর সাইনবোর্ড দিয়ে পাকা স্থাপনা নির্মাণ শুরু করেন সংগঠনটির সভাপতি সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ। স্থাপনা নির্মাণ বন্ধের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন জানানো হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর উপর দায়িত্ব অর্পণ করেন। দায়িত্বপ্রাপ্ত হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর আহমেদ মাছুম এক সপ্তাহের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণের জন্য সাজ্জাদ হোসেন ও রাজু আহম্মেদকে নির্দেশ প্রদান করেন। কিন্তু নির্দ্ধারিত সময়ে স্থাপনা অপসারণ না করায় তিনি মঙ্গলবার বিকেলে নিজে উপস্থিত থেকে অবৈধ স্থাপনা ভেঙে ফেলেন। এর আগে কার্যালয়ের মধ্যে টানানো বঙ্গবন্ধুর ছবি এবং শখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাইনবোর্ড নামিয়ে নাজিমগঞ্জ বাজার কমিটির সভাপতি শেখ ফিরোজ কবির কাজলের নিকট হস্তান্তর করা হয়। এসময় সার্ভেয়ার হাওলাদার শফিকুল ইসলাম, বসন্তপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওবায়দুল্যাহ, ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা জিএম ফয়েজ আহম্মেদ, নাজিমগঞ্জ বাজার কমিটির সভাপতি শেখ ফিরোজ কবির কাজল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শেখ শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ শেখ আবু তাহের, মথুরেশপুর ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি শেখ মিয়ারাজ আলীসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে প্রকাশ্য নিলামের মাধ্যমে উচ্ছেদকৃত স্থাপনায় ব্যবহৃত ইট, ঢেউটিন, বাঁশ ও অন্যান্য সামগ্রী ৬ হাজার ৪৬০ টাকায় বিক্রি করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে পানিয়া জনকল্যাণ সমিতির ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা

তরিকুল ইসলাম লাভলু: ‘‘প্রাচীন ঐতিহ্য আমাদের গর্ব, শুদ্ধ সাংস্কৃতিক চর্চাই পারে মৌলবাদ রুখতে’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার পানিয়া জনকল্যাণ সমিতির আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ও নববর্ষের অগ্রীম শুভ কামনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকাল ৪ টা থেকে মধ্যরাত পর্যন্ত পানিয়া স্কুল মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিকালে মুক্তিযুদ্ধ ভিত্তিক বিশেষ মহড়া ও সন্ধ্যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক মঞ্চস্থ করা হয়। পানিয়া জনকল্যান সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক আশেক মেহেদীর সঞ্চালনায় এবং পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রউফ মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাঈদ মেহেদী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর আহম্মেদ মাছুম। তিনি বলেন সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে আলোকিত মানুষ গড়া সম্ভব। সকললে সুস্থ সংস্কৃতি চর্চা করতে হবে। যেমন একসময় এলাকায় বাড়িতে বাড়িতে হারমোনিয়ামের শব্দ পাওয়া যেতো কিন্তু এখন তা আর পাওয়া যায় না। বঙ্গ সংস্কৃতির মাধ্যমে আত্মার অনুসন্ধান করা যায়। তাই সংস্কৃতির অগ্রযাত্রা ধরে রাখতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা মনোজিৎ কুমার মন্ডল, কুশলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও দৈনিক কালের চিত্র পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি শেখ এবাদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাজেদুল হক সাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাহিত্য বি চৌধুরি, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, উপজেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক অনিক মেহেদী সহ এলাকার গন্যমান্য ব্যক্তি, পানিয়া জনকল্যান সমিতির সদস্যবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সুধি ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে অতিথিদেরকে বরণ করে নেন এলাকার প্রবীন ব্যক্তিত্ব শামসুদ্দীন আহম্মেদ ও মাষ্টার আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে এলাকার শ্রেষ্ঠ কৃষক হিসাবে অতিথিবৃন্দ ইউপি সদস্য ফেরদাউস মোড়লকে পুরস্কার প্রদান করেন। পানিয়া জনকন্যান সমিতির ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী সকল বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় পোস্ট অফিসে রক্ষিত টাকা ফেরত পেতে মানববন্ধন

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা পোস্ট অফিসে রক্ষিত টাকা ফেরত পেতে ভুক্তভোগী অসহায় আমানতকারীবৃন্দের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পোস্ট অফিসের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। দেবহাটা উপজেলার সাধারন অসহায় মানুষদের কষ্টার্জিত আমানতের টাকা আত্মসাৎকারী সাবেক পোস্ট মাষ্টার নজরুল ইসলাম সহ জড়িতদের আইনের আওতায় নিয়ে বিচার পূর্বক শাস্তি প্রদান এবং আমানতের টাকা ফেরত পেতে প্রশাসনের আন্তরিক সহযোগীতা কামনায় অনুষ্ঠিত উক্ত মানবন্ধনে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ইউপি সদস্য নির্মল কুমার, ইউপি সদস্য হাফিজুর রহমান হাফিজ প্রমুখ। বক্তারা এসময় তাদের বক্তব্যে গরীব অসহায় মানুষেরা যারা পোস্ট অফিসে আমানত রেখেছিল তাদের টাকা অবিলম্বে যাতে ফেরত প্রদান করা হয় সে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট দাবী জানান। সাথে সাথে আমানতের টাকা আত্মসাৎকারী সাবেক পোস্ট মাষ্টার নজরুল ইসলাম সহ জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য বক্তারা দাবী জানান। মানববন্ধনে সকল আমানতকারীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
-নাশকতার পরিকল্পনা কালে সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ ছয় নেতা আটক

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান ও জেলা যুবদলের সভাপতি আবুল হাসান হাদীসহ ছয় নেতাকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে সাতক্ষীরা শহরের নবারুন স্কুলের মোড় এলাকায় নাশকতার পরিকল্পানা করার সময় গোপন বৈঠককালে তাদের আটক করা হয়। তবে, স্থানীয়রা জানান, নবারুন স্কুল মোড় এলাকায় বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীনের বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা যুবদলের সভাপতি আবুল হাসান হাদী, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান ভুট্টো ও সাতক্ষীরা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, শহরের নবারুন স্কুল মোড় এলাকায় নাশকতার পরিকল্পনা করার সময় গোপন বৈঠককালে অভিযান চালিয়ে বিএনপির ছয় নেতাকে আটক করা হয়েছে। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে আবারও রাস্তায় আন্দোলনকারীরা

সরকারের সঙ্গে সমঝোতার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে আবারও রাস্তায় ফিরে গেলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বক্তব্যের প্রতিবাদে আবারও মাঠে নামার ঘোষণা দিয়েছেন তারা। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক মো. রাশেদ খান এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এসময় সেখানে যোগ দেন সোমবার সন্ধ্যা থেকে টিএসসির সামনে অবস্থান নিয়ে আলাদাভাবে আন্দোলন করা শিক্ষার্থীরাও। সংবাদ সম্মেলনের পর ঢাবির টিএসসির সামনের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য ঘিরে অবস্থান নেন আন্দোলনকারীরা।

সংবাদ সম্মেলনে রাশেদ খান বলেন, ‘গতকাল সোমবার আমরা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিলাম ৭ মে পর্যন্ত আন্দোলন স্থগিত থাকবে। কিন্তু একই সময়ে জাতীয় সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী কোটা সংস্কারের আন্দোলনকারীদেরসহ ৮০ শতাংশ শিক্ষার্থীকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এ বক্তব্য প্রত্যাহারের জন্য আজ মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলাম। কিন্তু তিনি এ বিষয়ে কোনও বক্তব্য দেননি। এছাড়া অর্থমন্ত্রী আজ ঘোষণা দিয়েছেন আগামী বাজেটের আগে কোটা সংস্কার করা হবে না। সংস্কার নিয়ে তার এই বক্তব্যের মাধ্যমে বোঝা যায়, খুব দ্রুত কোটা সংস্কারে তাদের কোনও চিন্তা ভাবনা নেই। এ কারণে আমরা আবার আমাদের নিয়মিত কর্মসূচিতে ফিরে যাচ্ছি।’ তিনি এ সময় সারাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন এবং অবরোধের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সোমবার সংসদ অধিবেশনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছিলেন, ‘পরিষ্কার বলতে চাই, মুক্তিযুদ্ধ চলছে, চলবে। রাজাকারের বাচ্চাদের আমরা দেখে নেবো। তবে ছাত্রদের প্রতি আমাদের কোনও রাগ নেই। মতলববাজ, জামায়াত-শিবির, তাদের এজেন্টদের বিরুদ্ধে সামান্য শৈথিল্য দেখানো হবে না।’

রাশেদ খান আরও বলেন, ‘কত শতাংশ কোটা রাখা হবে তা নিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে সুর্দিনিষ্টভাবে ঘোষণা এলেই কেবল আমরা কর্মসূচি প্রত্যাহার করব। একইসঙ্গে খুব দ্রুত কোটা সংস্কারের ঘোষণাও আসতে হবে।’ তিনি অভিযোগ করেন, আহতদের চিকিৎসার বিষয়ে প্রশাসন গতকাল আশ্বাস দিলেও কেউ এখনও যোগাযোগ করেনি। গ্রেফতারদেরও এখনও মুক্তি দেওয়া হয়নি।

আন্দোলনে বিভক্তি সম্পর্কে তিনি বলেন, ‘সেতুমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম আন্দোলনকারীদের একাংশ তা মানেননি। তারা আলাদাভাবে আন্দোলন  চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু আজ থেকে আবার আমরা একসঙ্গে আন্দোলন করব।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিবি পুলিশের অভিযানে ২৫টি চোরাই মোটরসাইকেলসহ আটক ২


নিজস্ব প্রতিবেদক : সাতাক্ষীরায় ২৫টি চোরাই মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল।
মঙ্গলবার (১০এপ্রিল) রাত সাড়ে ৩টায় শহরের রাধানগর এলাকায় একটি বাড়ীতে ডিবি পুলিশের উপ পরিদর্শক মো. শাহারিয়ার হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এসময় শহরের রাধানগর এলাকার মৃত দাউদ সরদারের ছেলে মকবুল হোসেন (৫০) ও পলাশপোল এলাকার ওয়াজেদ আলীর ছেলে খালিদ হোসেন (৩২) কে আটক করা হয়েছে। আটক মকবুলের নামে ২০১৪ সালে চোরাই মোটর সাইকেল বিক্রি সিন্ডিকেট এর মামলা রয়েছে।
ডিবি পুলিশের উপ পরিদর্শক মো. শাহরিয়ার হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে শহরের রাধারনগর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ২৫টি মোটর সাইকেল, বিআরটিএ’র ফরম ও রশিদ বের করার জন্য একটি কম্পিউটার, প্রিন্টার, অবৈধ টেম্পারিং মেশিন ও পার্চিং মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, ডিবি পুলিশের এ সফল অভিযানে উপ পরিদর্শক শাহরিয়ার হাসানের নেতৃত্বে ছিলেন মঞ্জুরুল হাসান, রিয়াজুল ইসলাম, মিজানুর রহমান, রাজু আহমেদ, জিয়ায়ুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest