সর্বশেষ সংবাদ-
স্থানীয় জাতবৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণে নেপালের পারমাকালচারের প্রতিনিধি দলসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাসাতক্ষীরায় জামায়াত প্রার্থীর নির্বাচনী পথসভায় ইসলামী সংগীত পরিবেশন : পুলিশ সদস্য মহিবুল্লাহ বরখাস্তসাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি ও তার ছেলেকে কারাগারে প্রেরণসাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি  লতিফ ও তার ছেলে রাসেল আটকসাংবাদিক মোমিনের সুস্থ্যতা কামনায় সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতিশ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ মাদক জব্দসাতক্ষীরায় ব্যবসার দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছোঁড়া বিস্ফোরক দ্রব্যে আহত-২সাতক্ষীরায় বাস ইজিবাইক সংঘর্ষে একজনের মৃত্যু : আহত ৭তালায় খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে দুর্ধর্ষ চুরি

সাতক্ষীরার মেধাবী ছাত্রী প্রিয়াঙ্কার অসাধারণ সাফল্য

সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ পলাশপোল এর এ,বি,এম,শফিকুল ইসলাম পিনু ও মোছাঃরেহানা ইসলামের কনিষ্ঠা কন্যা শারমিন পারভীন প্রিয়াঙ্কা তার স্নাতকোত্তর পর্যায়ে গবেষণায় আসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরুপ ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ অর্জন করেছেন।স্নাতকোত্তর গবেষণার বিষয় হিসেবে তিনি কৃষিবর্জ্য বা কৃষি কাজের উচ্ছিষ্ট অংশ ব্যবহার করে পরিবেশবান্ধব আসবাবপত্রসহ নিত্য প্রয়োজনীয় কাঠের বিকল্প বানানোর মাধ্যমে টেকসই প্রযুক্তির এক নতুন ধারনা ও উদাহরণ তৈরি করেছেন। যার স্বীকৃতির অংশ হিসেবে আজ ০৪ মার্চ, ২০১৮ ওসমানী মিলনায়তন ঢাকায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছ হতে এককালীন (৫৪০০০) চুয়ান্নহাজার টাকার ফেলোশিপ সম্মাননা গ্রহণ করেন।

এর আগে তিনি স্নাতক পর্যায়ে গবেষণায় পেয়ারার পাতা ব্যবহার করে মানবদেহের জন্য ক্ষতিকারক ফরমালিন এর বিকল্প হিসেবে প্রাকৃতিক প্রিজারভেটিভ বা পচনরোধক তৈরি করেন যা দেশে বিদেশে ব্যপক সাড়া ফেলে। তিনি ২০০৭ সালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হতে জিপিএ ফাইভ,২০০৯ সালে যশোহর ক্যান্টনমেন্ট কলেজ হতে জিপিএ ফাইভ অর্জন করে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি ডিসিপ্লিন হতে ৩.৬০ জিপিএ নিয়ে প্রথম শ্রেনিতে প্রথম হিসেবে স্নাতক সমাপ্ত করে স্নাতকোত্তরে গবেষণা করছেন। তিনি সাতক্ষীরা বিআরটিএর সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদের সহধর্মিণী। তিনি সকলের দোয়া ও আশির্বাদ প্রার্থী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাবিতে কয়েক কিলোমিটার দীর্ঘ বিক্ষোভ মিছিল

শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উত্তাল হয়ে উঠেছে। এসময় কয়েক কিলোমিটার দীর্ঘ বিক্ষোভ মিছিল, মানবন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত হয়।
রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করে। পরবর্তীতে সকাল ১১টায় শাবি শিক্ষক সমিতি ও কর্মকর্তা-কর্মচারী সমিতির পক্ষ থেকেও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
আবার, সকাল ১২টায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকেও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে দিনব্যাপী গণসাক্ষর কর্মসূচীও চলে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় দুই দিন ব্যাপী পরিবার পরিকল্পনা মেলা উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ : ‘পরিকল্পিত পরিবারে গড়বো দেশ উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় দুই দিন ব্যাপি এসবিসিসি পরিবার পরিকল্পনা মেলা-২০১৮ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাজ পার্কে মেলা প্রাঙ্গণে আলোচনা সভাস্থলে গিয়ে মিলিত হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে আইইএম ইউনিটের আয়োজনে ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহযোগিতায় জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক রওশানারা জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের খুলানা বিভাগীয় পরিচালক ব্রজ গোপাল ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারি পরিচালক ডা. মো. মুজিবর রহমান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নকিবুল হাসান, মেডিকেল অফিসার ডা. রনজিত কুমার, ডা. আবুল বাসার, ডা. লিপিকা বিশ^াস প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শণ করেন। মেলায় ২০টি স্টল স্থান পেয়েছে। দুইদিন ব্যাপি এ মেলায় সকাল ০৯টা থেকে বিকাল ০৫টা পর্যন্ত মা ও শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিষয়ে সেবা প্রদান করা হবে এবং মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা মূলক প্রামান্য চিত্র প্রদর্শণ করা হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুস সেলিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পারলে সোভিয়েত পতন ঠেকিয়ে দিতাম: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইতিহাসের কোনো ঘটনা পাল্টে দেওয়ার সুযোগ থাকলে তিনি সোভিয়েত ইউনিয়নের পতন বা ধ্বংস ঠেকিয়ে দিতেন।

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের অংশ হিসেবে শুক্রবার রাশিয়ার ইউরোপ অংশের কালিনিনগ্রাদে যান পুতিন। সমর্থকদের করা প্রশ্নের তাৎক্ষণিক জবাব দেন তিনি। আধুনিক রুশ ইতিহাসের কোন ঘটনা সুযোগ থাকলে বদলে দিতেন এমক এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘সোভিয়েত ইউনিয়নের পতন’।

এদিকে নির্বাচনের মাত্র দু’সপ্তাহ আগে তার করা এই উক্তি কোটি কোটি রুশ নাগরিক, বিশেষ করে সোভিয়েত স্বর্ণযুগের সাক্ষী বৃদ্ধ-বৃদ্ধা ও প্রবীণ-প্রবীণাকে স্মৃতিকাতর করেছে।

এর আগেও ভ্লাদিমির পুতিন ২০০৫ সালে দেয়া এক বক্তৃতায় সোভিয়েত ইউনিয়নের পতনকে ‘‘বিশ শতকের সবচেয়ে বড় ভূ-রাজনৈতিক বিপর্যয়’’ বলে উল্লেখ করেছিলেন।

উল্লেখ্য, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের যখন পতন হয়, তখন পুতিন সোভিয়েত রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা কেজিবির কর্মকর্তা ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা সরকারি কলেজে ক্রীড়া সাজ সাজ সজ্জিত হয়ে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সাতক্ষীরা সরকারি কলেজের নিজস্ব মাঠে কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ^াস সুদেব কুমারের সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এবং ক্রীড়া মশাল প্রজ্জ¦লনের মাধ্যমে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর ০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শেষে বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এসময় উপস্থিত থাকবেন সাতক্ষীলা সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যক্ষ সুকুমার দাস, প্রফেসর লিয়াকত পারভেজ, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ এস.এম আফজাল হোসেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্যাপন কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ, সরকারি কলেজের শিক্ষক পর্ষদ সম্পাদক মো. আমানউল্লাহ আল হাদী, জেলা মহিলা আ. লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর নুরনগরে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

পলাশ দেবনাথ, নুরনগর থেকে: গতকাল শনিবার শ্যামনগর উপজেলার নুরনগরের রামজীবনপুরে তাফসীরুর কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৫টা থেকে শুরু হয়ে মধ্যরাত্র পর্যন্ত কুরআন ও হাদীস থেকে তাফসীর করেন বক্তাবৃন্দ। রামজীবনপুর মদিনাতুল ঊলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসা কতৃক আয়োজিত কুরআন মাহফিলে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওঃ আতিয়ার রহমান। অত্র প্রতিষ্ঠানে ৩২তম তাফসীরুর কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসীর করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হাফেজ আলহাজ্ব হযরত মাওঃ আব্দুর রশিদ সরকার বগুড়া, ২য় বক্তা হিসেবে তাফসীর করেন পীর সাহেব, আলহাজ্ব হযরত মাওঃ নেছার উদ্দিন সাহেব জয়নগর, ৩য় বক্তা হিসেবে তাফসীর করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওঃ শফিউল্লাহ সাহেব কালিগঞ্জ। উক্ত তাফসীরুর কুরআন মাহফিলে এলাকা ছাড়াও বিভিন্ন এলাকার মুসুল্লিদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ ও মানববন্ধন

এম. বেলাল হোসাইন: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট লেখক ড. জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১ টায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজের সভাপতিত্বে ও সাতক্ষীরা গণজাগরণ মঞ্চের সদস্য সচিব হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, জাসদের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু, উন্নয়নকর্মী মাধব দত্ত, জেলা জাসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর শেলী, উদীচি সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জেলা গণফোরামের সাধারণ সম্পাদক আলীনুর খান বাবুল, সাতক্ষীরা জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান টিটু, টিআইবি সাতক্ষীরার এরিয়া ম্যানেজার আবুল ফজল মোহাম্মাদ আহাদ, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সভাপতি হাসান প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সেলিম রেজা মুকুল, জাসদ নেতা আমির হোসন খান চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাক্ষেীরা জেলা কমিটির সদস্য প্রভাষক সুভাশীষ, সাতক্ষীরা জেলা ছাত্র মৈত্রীর সাবেক সাধারণ সম্পাদক দেবাশীষ মন্ডল, নাগরিক আন্দোলন মঞ্চের নেতা রওনক বাসার, ইকবাল লোদী, কনক দাশ প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, ড. জাফর ইকবালের উপর মুক্ত চিন্তার উপর তথা মুক্তিযুদ্ধের চেতনার উপর আক্রমণ। সন্ত্রাসীরা একের পর এক প্রগতিশীল লেখক বুদ্ধিজীবীদের উপর হামলা করে মুক্ত চিন্তার মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। এসবের পিছনে মৌলবাদী সংগঠনের মদদ রয়েছে উল্লেখ করে বক্তারা অবিলম্বে এসব মৌলবাদী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করেন।
বক্তারা প্রশাসনের মধ্যেও কেউ কেউ ঘাপটি মেরে থেকে মৌলবাদি জামাত-শিবির চক্রকে মদদ দিচ্ছেন বলে অভিযোগ করেন। সরকারকে এদের বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বক্তারা বলেন, হেফাজতে ইসলামের মত মৌলবাদী চক্রের সাথে বন্ধুত্ব করে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা সম্ভব নয়। হেফাজতের আদর্শিক বন্ধুরাই মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে চায়। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক যে বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখি সেখানে ড. জাফর ইকবালরাই আমাদের পথ প্রদর্শক। তাই তাদেরকে নিরাপত্তা দিতে মৌলবাদের বিষদাঁত ভেঙে ফেলতে হবে।
এর আগে সকাল ১০টায় সাতক্ষীরা জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে শহরে বিক্ষোভ মিছিল ও সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। মানবন্ধনে শরিফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখবক্তব্য রাখেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাফর ইকবাল মানসিকভাবে ভালো আছেন : সহধর্মিণী

ছুরিকাঘাতে আহত অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল সুস্থ আছেন বলে জানিয়েছেন তার সহধর্মিণী ড. ইয়াসমিন হক। তিনি সবার কাছে জাফর ইকবালের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়ে বলেন, সবার উদ্দেশে বলতে চাই, জাফর ইকবাল মানসিকভাবে খুবই ভালো আছেন। তাকে বিদেশে পাঠানোর প্রয়োজন নেই।

আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে সিএমএইচে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

এর পাশাপাশি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) কনসালটেন্ট সার্জন জেনারেল মুন্সী মুজিবুর রহমান সাংবাদিকদের জানান, ড. জাফর ইকবাল সুস্থ আছেন। তিনি সংঙ্কামুক্ত। তিনি কথা বলছেন। তিনি এখন আইসিইউতে আছেন। পুরোপুরি সুস্থ হতে আরো কিছু দিন সময় লাগবে।

গতকাল শনিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালে অধ্যাপক ড. জাফর ইকবাল হামলার শিকার হন। তার পেছনে থাকা ফয়জুর রহমান ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ড. জাফর ইকবালকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিএমএইচে নিয়ে আসা হয় রাতেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest