সর্বশেষ সংবাদ-
সংগ্রামের গল্পে ঢাবি জয় দিহানেরতালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপসাতক্ষীরায় ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার : ৪টি আসনে প্রতিদ্বন্দ্বী ১৮সাতক্ষীরায় খাদ্য মোড়কে ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং প্রবিধানমালা চূড়ান্ত করার দাবিতে স্মারকলিপিসাতক্ষীরায় দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীর দুই সহযোগী গ্রেফতারসাতক্ষীরা‌র গণমাধ্যমকর্মীদের নিয়ে‌ পিআইবির দুই দিনের নির্বাচনকালীন প্রশিক্ষণসাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তাসাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতাসাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’সাতক্ষীরায় রাইচ মিলের কালো ধোঁয়া ও বর্জ্যে অতীষ্ট এলাকাবাসী: ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধ

শ্যামনগরে বিভিন্ন দিবস পালন

জাতীয় পাট দিবস পালিত
শ্যামনগর ব্যুরোঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য পাটর‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। বর্ণাঢ্য পাট র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শ্যামনগর উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সদস্য সচিব ও বারসিক কর্মকর্তা গাজী আল ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত
মঙ্গলবার সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে শিক্ষা মেলা, র‌্যালী, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের ও শিক্ষকদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ‘মান সম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে শ্যামনগর উপজেলা শিক্ষা অধিদপ্তরের আয়োজনে সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে সকাল ১০ টায় জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের নেতৃত্বে এক বর্ণঢ্য র‌্যালী শ্যামনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরে আলোচনা মঞ্চে সমাবেত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজজামানের সভাপতিত্বে শিক্ষা সপ্তাহ মেলা উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি সুজন সরকার। উদ্বোধন শেষে অতিথিগণ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক প্রাথমিক শিক্ষকদের অংশ গ্রহনে মেলায় উপস্থাপিত উপকরণ পরিদর্শন করেন। বিকালে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের এবং মেলায় অংশ গ্রহনকারীদের পুরষ্কৃত করা হয়।

আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে মানববন্ধন
‘সময় এখন নারীর উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম ও শহরে কর্মজীবন ধারা’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে শ্যামনগর উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা ও ওসিসি এর যৌথ আয়োজনে বারসিক, ফ্রেন্ডশীপ, ও ডেরা সহ কয়েকটি বে-সরকারি সংস্থা এর সহযোগীতায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক আনিসুর রহমান মল্লিক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামের ব্যবস্থাপনায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। বালিকা বধু নয়, শিশুর কোল শিশু নয়, বাল্য বিবাহ বন্ধ কর করতে হবে এ সকল স্লোগানে মানব বন্ধন চলাকালীন বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান, জাতীয় মহিলা সংস্থার উপজেলা শাখার চেয়ারম্যান অধ্যাপিকা শাহানা হামিদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিজিবি সদস্যের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরায় বিজিবি সদস্যের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিজিবি ক্যাম্পের পাশের ভাড়া বাড়িতে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবি’র মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। নিহত পাপিয়া খাতুন (৩০) স্বামী হাসানুজ্জামান হাসান সাতক্ষীরায় বিজিবিতে কর্মরত আছেন। তাদের গ্রামের বাড়ি জয়পুরহাট জেলায়।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে কোন কিছু বুঝে উঠার আগেই বিজিবি ক্যাম্পের ঐ বাড়ি থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। এ সময় ক্যাম্পের বিজিবি সদস্যরা গিয়ে হাসানুজ্জামানের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহত পাপিয়ার দুই জন মেয়ে আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেনাপোল সীমান্তে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় আটক ৪১

মো. রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় বেনাপোল সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ৪১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবেএসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
মঙ্গলবার সকালে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ২১ জন পুরুষ, ১৭ জন নারী ও ৩ শিশু রয়েছে। এদের বাড়ি নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা ও ঢাকায়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে অবৈধভাবে বেশ কিছু নারী-শিশু বাংলাদেশে প্রবেশ করছে, এমন সময় বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।
২১ বিজিবি পুটখালী ক্যাম্পের সুবেদার ওমর ফারুক জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় রতন হত্যা চেষ্টার আসামী আটক

দেবহাটা ব্যুরো : দেবহাটা রতন হত্যা চেষ্টা মামলার ১ সন্ধিগ্ধ আসামী ও উপজেলার টাউনশ্রীপুরে মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত করার ১ জন আসামীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ঐ আসামীদেরকে দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন আটক করেন। পুলিশ জানায়, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দক্ষ রাজনৈতিক কর্মী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন ২ জানুয়ারী মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মটরসাইকেল যোগে পারুলিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকগজ দুরে সখিপুর টেলিফোন অফিসের কিছুদূর আগে পৌঁছালে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে গতিরোধ করে পরপর ৩টি গুলি ছোড়ে। এতে তিনি বুকের ডানপাশে পাজড়ের নিচে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় রতনের মা বাদী হয়ে দেবহাটা থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলার আসামী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুজ্জামান সাদ্দামকে আটক করে। মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি সকালে দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন ঐ মামলার সন্দিদ্ধ আসামী হিসেবে উপজেলার সখিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত আব্দুল বারী সরদারের ছেলে ওলিউল্লাহ (২৫) কে আটক করেন। এছাড়া ওসি কাজী কামাল হোসেন উপজেলার টাউনশ্রীপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা জামালউদ্দীনকে লাঞ্চিত করার মামলায় টাউনশ্রীপুর গ্রামের মোন্তেজ মিস্ত্রীর ছেলে মোসলেম আলী (৪০) কে আটক করেন। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ৬শ বোতল ফেন্সিডিলসহ আটক-২

নিজস্ব প্রতিবেদক : ৬শ বোতল ফেনসিডিলসহ দু ব্যবসায়ীকে আটক করেছে সাতক্ষীরা পুলিশ ডিবি পুলিশের সদস্যরা। মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ঝাউডাঙ্গা এলাকার বিহারী নগর থেকে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতা হলেন, সদর উপজেলার রেউই বাজার এলাকার মৃত আব্দুল গফুর সরদারের ছেলে কবিরুল ইসলাম(২৩) ও বাঁশদহা এলাকার তমেজ উদ্দিনের ছেলে মোস্তাকিম হোসেন (২৪)।
এসময় তাদের কাছ থেকে ৬শ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ডিবি পুলিশ।
সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আলী আহমেদ হাশমী এর সত্যতা নিশ্চিত করেছেন।

০৬.০৩.২০১৮

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অকালে মৃত্যুঝুঁকি কমায় যে ভিটামিন

মানুষ দীর্ঘজীবী হতে চায়। আদতে তাই ঘটবে যদি কমানো যায় অকালে মৃত্যুঝুঁকি। আর একটি ভিটামিনই এ কাজে সবচেয়ে পারদর্শী। গবেষণায় বলা হয়েছে, যে মানুষরা কার্ডিওভাসকুলার ডিজিসে ভোগেন তাদের মৃত্যুঝুঁকি বেড়ে যায়। আর ভিটামিন ডি গ্রহণ করলে এ মৃত্যুঝুঁকি ৩০ শতাংশ পর্যন্ত কমে আসে।

নরওয়ের ইউনিভার্সিটি অব বার্গেনের বিশেষজ্ঞ জুট্টা ডায়ার্কেস বলেন, আমরা দেখেছি, সঠিক পরিমাণ ভিটামিন ডি মৃত্যুঝুঁকি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনে। তারা ৪ হাজার রোগীর ওপর এ গবেষণা পরিচালনা করেছেন। এরা সবাই অন্তত ২০০০ সাল থেকে কার্ডিওভাসকুলার রোগে আক্রান্ত। রোগীদের গড় বয়স ৬২ বছর।

জার্নাল অব ক্রিনিক্যাল এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম-এ প্রকাশিত গবেষণাকর্মটি। সেখানে দেখানো হয়েছে, মানবদেহে ব্লাড ভ্যালু প্রতি লিটারে ৪২-১০০ ন্যানোমোল থাকা উচিত। যদি এর চেয়ে কম বা বেশি ভ্যালু থাকে, তবে কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি অনেক বেড়ে যায়। তবে একেক মানুষের দেহে এই পরিমাপে ভিন্নতা রয়েছে। কাজেই কার কতটুকু ভিটামিন ডি থাকা দরকার তা নির্ধারণ করা কঠিন বিষয়।

কাজেই ভিটামিন ডি সাপ্লিমেন্টের পরিমাণ একেক মানুষের জন্যে একেক ধরনের হবে। এটা নির্ভর করে আপনি কোথায় থাকেন এবং কী ধরনের খাবার খান তার ওপর। তা ছাড়া রোদ্র গায়ে লাগানোর সুবিধা তো আছেই। সূত্র : হিন্দুস্তান টাইমস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তিন বছর পর গেইলের সেঞ্চুরি

দীর্ঘ তিন বছর পর জাতীয় দলের জার্সিতে ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন ক্যারিবীয়ান তারকা ক্রিস গেইল। বিশ্বকাপের বাছাইপর্বে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এ সেঞ্চুরির দেখা পান তিনি।

ওয়ানডে ফরম্যাটে এর আগে গেইল সেঞ্চুরি পান ২০১৫ সালের অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে। সেদিন জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৭ বলে ২১৫ রানের দানবীয় এক ইনিংসই খেলেছিলেন গেইল।

এর মধ্যে অবশ্য ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে সেঞ্চুরিটি করেছিলেন গেইল। মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে সেদিন ৪৮ বলে পুরোপুরি ১০০ রানে অপরাজিত ছিলেন টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় নাম।

এদিকে, মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিসের হয়ে ৭৮ বলে ৭টি চার ও ৮টি ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন গেইল। শেষ পর্যন্ত ৯১ বলে ৭টি চার ও ১১টি ছক্কায় ১২৩ করে বিদায় নেন। এটি ক্যারিবীয়ান তারকার ২৩তম ওয়ানডে সেঞ্চুরি। অবশ্য এই তিন বছরে গেইল ওয়ানডে খেলেছেন মাত্র ৯টি। বোর্ডের সঙ্গে দ্বন্দ্বই এর সবচেয়ে বড় কারণ। যদিও ২০১৯ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিস সরাসরি অংশ নিতে ব্যর্থ হওয়ার পর সেই বোর্ডের ডাকে সাড়া দিয়ে দলে ফিরেছেন ক্যারিবীয় এই ব্যাটিং দানব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

শ্রীলঙ্কায় ১০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়।

মসজিদ ও মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠানের উপর একের পর এক হামলার পর এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
কেন্ডি শহরের কিছু কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে যেখানে সংখ্যাগুরু বৌদ্ধ সিনহালারা মুসলিমদের মালিকানাধীন দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছিলো।

আগুনে পুড়ে যাওয়া একটি বাড়ির পাশে মুসলিম এক তরুণের মরদেহ উদ্ধারের পর সেখানে উত্তেজনা বৃদ্ধি পায়। মুসলিমরাও প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালাতে পারে এই আশঙ্কায় কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছে।

২০১২ সালের পর থেকে শ্রীলঙ্কায় উত্তেজনা বাড়তে থাকে। কট্টরপন্থী একটি বৌদ্ধ গ্রুপ বিবিএসের বিরুদ্ধে উত্তেজনায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে।সূত্র: বিবিসি বাংলা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest