সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসাতক্ষীরায় বিএনপি নেতা চিশতি’র মনোনয়নের দাবিতে সড়ক অবরোধগ্রীন কোয়ালিশন সাতক্ষীরা জেলা ইউনিটের কমিটি গঠনগণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভসাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে এক নারীর গহনা ও মোবাইল ছিনতাইসাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিসড়ক দুর্ঘটনায় আহত জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারিসাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন : জামায়াত সমর্থিত ৫টি পদে বিজয়সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতির অভিযোগে চাকুরিচ্যুত দুই শিক্ষক ভ্রাতা চাকুরি ফিরে পেতে মরিয়া

বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের সৈন্যদের ফাঁকা গুলি

বাংলাদেশের সঙ্গে সীমান্তের শূন্যরেখায় ক্যাম্প করে অবস্থানরত রোহিঙ্গাদের সরে যেতে ভয়-ভীতি দেখানো মিয়ানমার সৈন্যরা ফাঁকা গুলি ছুড়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্তের ওপারে অবস্থানরত মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন।

মিয়ানমার সৈন্যদের ফাঁকা গুলিবর্ষণের পর এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।

মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে আসা অন্তত ১৭ হাজার রোহিঙ্গা বান্দরবান সীমান্তের বিভিন্ন পয়েন্টে আশ্রয় নিয়ে আছে। তাদের মধ্যে প্রায় সাত হাজার রোহিঙ্গা রয়েছে তুমব্রু সীমান্তের শূন্য রেখায়। এই রোহিঙ্গাদের শূন্য রেখা থেকে সরে যেতে মিয়ানমারের সীমান্তরক্ষীরা ফেব্রুয়ারির প্রথম থেকে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছিল বলে জানান বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান।

এরপর মধ্য ফেব্রুয়ারিতে মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী খ শোয়ের ঢাকা সফর এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে গঠিত দুই দেশের যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে সীমান্তের শূন্য রেখায় অবস্থানরত রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে নেওয়ার বিষয়ে মতৈক্য হয়। এরপর কয়েক দিন বিরতি দিয়ে আবারও শূন্যরেখায় অবস্থানরতদের সরে যেতে মিয়ানমার সৈন্যরা হুমকি দিতে থাকে বলে বিজিবি কর্মকর্তারা জানান।

‘সর্বশেষ বৃহস্পতিবার সকালে তমব্রু সীমান্তের শূন্যরেখার ক্যাম্পের কাছাকাছি এসে মিয়ানমারের বিজিপি রোহিঙ্গাদের সেখান থেকে সরে যেতে হুমকি দেয়। কয়েক ঘণ্টা অন্তর মাইকিং করে সেখান থেকে তাদের চলে যেতে বলা হয়। পাশাপাশি সীমান্তের ক্যাম্পের পাশে মিয়ানমারের ভেতরে বিজিপি অতিরিক্ত সৈন্য সমাবেশ করে।

সকালে বিজিপির কয়েকটি গাড়িতে বেশ কিছু সৈন্য এখানে আসে। দুই শতাধিক সৈন্য মোতায়েন করা হয়েছে। আগে থেকেও সীমান্তের ওপারে মিয়ানমারের আরও দুই শতাধিক সীমান্তরক্ষী মোতায়েন ছিল। ’

শূন্যরেখায় রোহিঙ্গা ক্যাম্পের প্রতিনিধি মোহাম্মদ আরিফ গণমাধ্যমকে বলেন, ‘সকালে বিজিপির সৈন্যরা কাঁটাতারের বেড়ার কাছে এসে অস্ত্র তাক করে রোহিঙ্গাদের সরে যেতে হুমকি দেয়। তারা কাঁটাতারের উপর মই দিয়ে ক্যাম্পে প্রবেশ করে হামলারও চেষ্টা চালায়। এ সময় মিয়ানমারের ভেতরে সীমান্তবর্তী বিভিন্ন পাহাড়ে ভারী অস্ত্র-শস্ত্র নিয়ে বিজিপি সৈন্যদের অবস্থান নিতে দেখা যায়। দুপুরের পর বাংলাদেশ সীমান্তে বিজিবি অবস্থান জোরদার করলে মিয়ানমারের সীমান্তরক্ষীরা ভারী অস্ত্র-শস্ত্র সরিয়ে নেয়। ’

এদিকে বিকালে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত লিউন উকে তলব করে এ ঘটনার প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। সীমান্ত থেকে মিয়ানমার সৈন্যদের সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। তার কয়েক ঘণ্টা পর ফাঁকা গুলিবর্ষণ করলেন বিজিপি সদস্যরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ উপজেলা পরিষদের ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান

ভ্রাম্যমাণ প্রতিনিধি,কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে অসহায় দুস্থ ব্যক্তিবর্গের মাঝে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও অর্থ সহায়তা হিসেবে চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধকালীণ কমান্ডার আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান উপস্থিত থেকে উপজেলার কোমরপুর গ্রামের মৃত আনোয়ার আলী কারিকরের ছেলেকে ২ বান টিন ও ৬ হাজার টাকার চেক, পূর্ব নারায়নপুর গ্রামের সুবোল সরকারের ছেলে তারক সরকারকে ১ বান টিন ও ৩ হাজার টাকা, বাজারগ্রাম রহিমপুর গ্রামের মৃত আনার হোসেনের স্ত্রী আনোয়ারা বেগমকে ১ বান টিন ও ৩ হাজার টাকা, কুশুলিয়া গ্রামের রাশেদ গাজীর স্ত্রী শিলা বেগমকে ১ বান টিন ও ৩ হাজার টাকা, কুশুলিয়া গ্রামের মীর সিরাজুর ইসলামের ছেলে মীর হাফিজুর রহমানকে ১ বান টিন ও ৩ হাজার টাকা চেক, রাসেল স্মৃতিসংসদের ছাউনি নির্মাণের জন্য ১ বান টিন ও ৩ হাজার টাকা, গণপতি গ্রামের মৃত রিয়াজুল ইসলামের স্ত্রী সুফিয়া বেগমকে ১ বান টিন ও ৩ হাজার টাকা, মহৎপুর গ্রামের জেহের আলী মোড়লের ছেলে শাকের আলীকে ১ বান টিন ও ৩ হাজার টাকা, রতনপুরের মনসা মন্দিরের জন্য ১ বান টিন ও ৩ হাজার টাকা, ঘুশুড়ি গ্রামের আব্দুল মজিদ মোল্লার ছেলে মনিরুল মোল্লাকে ২ বান টিন ও ৬ হাজার টাকার চেক প্রদান করেন। এসময় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গৌতম লস্কার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে উপজেলা নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা শৈলেন্দ্র নাথ মন্ডলসহ অফিসের কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির তদন্ত সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা খুলনা (যুগ্মসচিব) মোস্তফা ফারুক, বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা (উপ-সচিব) রুহুল আমিন ও সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা (উপ-সচিব) মাজহারুল ইসলাম তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। চাহিদামত টাকা না দেয়ায় জাতীয় পরিচয়পত্র দিতে কালক্ষেপন হয়রানিসহ বিভিন্ন ধরণের অভিযোগ উপস্থাপন করেন। উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সাতবসু গ্রামের মৃত বরকত উল্ল্যাহ গাজীর ছেলে জমাত আলী গাজী ও তার স্ত্রী সুনজিলা বেগম, ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য আহম্মেদ আলী সরদার, কুল্লেরডাঙ্গা গ্রামের মৃত নুরুজ্জামান গাজীর ছেলে রেজাউল ইসলাম, ব্রজপাটুলিয়া গ্রামের সহর আলী কারিগরের ছেলে রেজাউল করিম, সুশান্ত বিশ্বাসের স্ত্রী অর্পণা বিশ্বাসসহ একাধিক ব্যাক্তি তদন্ত কমকর্তার নিকট জানান, স্থান পরিবর্তন, নাম সংশোধনসহ জাতীয় পরিচয়পত্রের কোন ভুল সংশোধন করতে গেলে মোটা অংকের টাকা দাবি করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কর্মচারীরা। এসময় এলাকার সাধারণ মানুষ উপজেলা নির্বচন কর্মকর্তা শৈলেন্দ্রনাথ মন্ডলসহ দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের অপসারণের দাবিতে নির্বাচন কমিশন অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেন। এসময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (যুগ্ম সচিব) মোস্তফা ফারুক অভিযোগের সুষ্ঠুভাবে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আশ^াস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অপ্রতিরোধ্য ক্ষেপণাস্ত্র তৈরির দাবি পুতিনের

উচ্চ ক্ষমতাসম্পন্ন অপ্রতিরোধ্য হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, নতুন ধরনের এ হারপারসনিক ক্ষেপণাস্ত্র বিদ্যমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে অথবা ভেদ করে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম।

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ভ্লাদিমির পুতিন এ তথ্য জানান। দেশটির জাতীয় নির্বাচনের আর মাত্র ১৭ দিন বাকি আছে। নির্বাচনের আগে জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্ট হিসেবে পুতিনের এটাই শেষ ভাষণ।

১৮ মার্চের নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়া পুতিন।

রাশিয়ার এই প্রেসিডেন্টের ভাষণের প্রজেক্টরে একটি ভিডিও প্রদর্শন করা হয়। যেখানে দেখা হয় অত্যানুধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। ভিডিওতে বিশ্ব মানচিত্রের যেকোনো স্থানে এই ক্ষেপণাস্ত্রের আঘাত হানার দৃশ্য দেখানো হয়। ভিডিও শুরুর আগে পুতিন বলেন, বিশ্বের সর্বত্রই এই ক্ষেপণাস্ত্র পৌঁছাতে পারে।

ভিডিও প্রেজেন্টেশনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই ইউরোপ এবং এশিয়ায় এই ক্ষেপণাস্ত্রকে থামাতে পারবে না।

এছাড়া সাবমেরিন নিয়েও আলোচনা করেন ভ্লাদিমির পুতিন। এসময় তিনি বলেন, পারমাণবিক বোমাবাহী এই সাবমেরিন দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র পরিবহনেও সক্ষম।

পার্লামেন্টের দুই কক্ষের সদস্যদের উপস্থিতিতে পুতিনের দুই ঘণ্টার ভাষণ রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়। তিনি বলেন, রাশিয়ায় বর্তমানে ২ কোটি মানুষ দারিদ্রের মধ্যে বাস করছে। আগামী ছয় বছরের মধ্যে দেশের দারিদ্র্যের হার অর্ধেকে কমিয়ে আনতে চান বলে জানান পুতিন।

পুতিন বলেন, প্রত্যেকেই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তিনি কর্মসংস্থান ও মানুষের আয়ু বাড়াতে চান।

১৮ মার্চের নির্বাচনে রাশিয়ার এই প্রেসিডেন্ট আরো সাত প্রতিযোগীর সঙ্গে লড়বেন। তবে তাদের কেউই তেমন জনসমর্থন আদায় করতে পারেনি।

পুতিনের অন্যতম প্রতিদ্বন্দ্বি হিসেবে মনে করা হয় দেশটির বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে। দুর্নীতির অভিযোগ ওঠায় আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না বিরোধী দলীয় এই নেতা। তবে ১৮ মার্চের নির্বাচন প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন নাভালনি।

গত বছরের ডিসেম্বরে মস্কোতে কয়েকশ সমর্থকের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় পুতিনকে ‘বদ প্রেসিডেন্ট’ হিসেবে অভিহিত করেন নাভালনি।

এদিকে, নাভালনি ছাড়াও রাশিয়ান টেলিভিশন তারকা সেনিয়া সবচেক নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। তবে অনেকেই তাকে ক্রেমলিনের দালাল বলে মনে করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সীমান্তে অতিরিক্ত সেনা : মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের ওপারে ভারী অস্ত্রসহ মিয়ানমারের অতিরিক্ত সেনা মোতায়েনকে কেন্দ্র করে দেশটির রাষ্ট্রদূত লুইন উককে তলব করেছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম খোরশেদ আলমের দফতরে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়। এসময় বাংলাদেশের পক্ষ থেকে তাকে একটি নোট ভারবাল দেয়া হয়। সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়। এমন আচরণ দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ভালো নয় বলে তাকে জানানো হয়েছে।

উল্লেখ্য, মিয়ানমার সেনাবাহিনী তুমব্রু সীমান্তে অবস্থান নেয়ায় সেখানকার রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল থেকে তুমব্রু সীমান্তের এক কিলোমিটার মধ্যে দেশটির দুই শতাধিক সেনা সদস্য সশস্ত্র অবস্থান নেয়।

নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরোওয়ার কামাল বলেন, নো ম্যান্স ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গাদের ভয়ভীতি দেখানোর জন্য মিয়ানমারের সেনাবাহিনী এমন কাজ করেছে। কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমার কেন সমরাস্ত্র প্রদর্শন করছে তা জানার চেষ্টা করেছি।তারা জানিয়েছে, রোহিঙ্গারা নিজ গ্রামে ফেরত যাচ্ছে- এমন খবরে বিজিপি (মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ) নিরাপত্তা বৃদ্ধি করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাঠে ঝড় তুললেন বেন স্টোকস

বাজে সময় পার করছিলেন বেন স্টোকস। গত বছর ব্রিস্টলেতে নাইট ক্লাবের সামনে সংঘর্ষে জড়ান ইংলিশ অল রাউন্ডার বেন স্টোকস।

এরপর যা হয়। দল থেকে তাকে বাদ দেওয়া হয়।

মারামারির ঘটনার অভিযোগ থেকে এরই মধ্যে মুক্তি পেয়েই ফিরেছেন ইংল্যান্ড দলে। আর মাঠে ফিরেই স্টোকসের ব্যাটিং ঝড়। নিউজিল্যান্ডের সাথে দ্বিতীয় ম্যাচেই তার অলরাউন্ড নৈপুণ্যে জিতেছে তার দল।

নিউজিল্যান্ডের সাথে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে করেছেন ৭৪ বলে ৬৩ রান করেছেন। ৭টি চার ও ১টি ছক্কায় তিনি এ রান করেন। আর বল হাতে ৮ ওভার বল করে ৪২ রান দিয়ে নিয়েছেন ২টি মূল্যবান উইকেট।

মাউন্ট মাউনগানুইতে স্টোকসের দুর্দান্ত অল রাউন্ডিং পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে ৬ উইকেটকে হারিয়েছে ইংল্যান্ড।

এরপর যা হয়। দল থেকে তাকে বাদ দেওয়া হয়।

মারামারির ঘটনার অভিযোগ থেকে এরই মধ্যে মুক্তি পেয়েই ফিরেছেন ইংল্যান্ড দলে। আর মাঠে ফিরেই স্টোকসের ব্যাটিং ঝড়। নিউজিল্যান্ডের সাথে দ্বিতীয় ম্যাচেই তার অলরাউন্ড নৈপুণ্যে জিতেছে তার দল।

নিউজিল্যান্ডের সাথে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে করেছেন ৭৪ বলে ৬৩ রান করেছেন। ৭টি চার ও ১টি ছক্কায় তিনি এ রান করেন। আর বল হাতে ৮ ওভার বল করে ৪২ রান দিয়ে নিয়েছেন ২টি মূল্যবান উইকেট।

মাউন্ট মাউনগানুইতে স্টোকসের দুর্দান্ত অল রাউন্ডিং পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে ৬ উইকেটকে হারিয়েছে ইংল্যান্ড।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধুলিহরে এমপি রবির উঠান বৈঠক

মাহফিজুল ইসলাম আককাজ : ধুলিহরে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সদরের ০৮ নং ধুলিহর ইউনিয়নের ০২নং ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে রমজান মুহুরির বাড়ির উঠানে সরকারের উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য তুলে ধরে উঠান বৈঠকে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে জয়লাভ করে গণতন্ত্র রক্ষা করেছিলেন বলেই আজ বাংলাদেশ বিশে^র দরবারে আত্মনির্ভরশীল জাতি হিসেবে পরিচিতি পেয়েছে। আর ২০১৪ সালের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা জয়ী হয়েছিলেন বলেই আজকের এই উন্নয়ন। ২০১৮ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা বিজয়ী হতে পারলেই দেশের এই উন্নয়নের গতি আরো ত্বরান্বিত হবে।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য ডা. মুনছুর আহমেদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা রুখসানা পারভীন, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ সরদার, ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি প্রমুখ। এসময় স্থানীয় আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নুরনগরে ইউপি সদস্য নওশের আলীর ইন্তেকাল

পলাশ দেবনাথ, নুরনগর থেকে: শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়ন পরিষদের সদস্য ইন্তেকাল করেছেন। অত্র ইউনিয়নের ৬নং ওর্য়াডের সদস্য মোঃ নওশের আলী বৃহস্পতিবার দুপুর ১টা৩০মিনিটে তার নিজস্ব বাস ভবনে মারা যান। সে হরিপুর গ্রামের মৃত আব্দুল কাদের গাজীর পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০বছর। মৃত্যু কালে তিনি ৪পুত্র ৭কন্য ও ২স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি একাধারে ৪বার ঐ ওয়ার্ডের সফল ইউপি সদস্য ছিলেন। পরিবার সূত্রে জানা যায় তিনি বহুদিন যাবৎ মারন ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। মরহুমের যানাযার নামাজ আসর বাদ নিজস্ব বাস ভবন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। যানাযার নামাজ শেষে তার পৈত্রিক ভিটায় দাফন কার্য সম্পর্ন্ন করা হয়। যানাযার নামাজে সাতক্ষীরা ০৪আসনের এম পি এস এম জগলুল হায়দার সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত যানাযার নামাজে হাজারও মুসুল্লির সমাগম ঘটে। তার মৃত্যুতে নুরনগর ইউনিয়ন পরিষদ সহ এলাকার জনগনের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest