সর্বশেষ সংবাদ-
জাতীয় নিরাপদ সড়ক দিবসে সাতক্ষীরায় বিআরটির রোড শোতালায় বালু বিক্রয় নিয়ে সংঘর্ষে আহত ৪ : ভুক্তভোগী পরিবারের অভিযোগলাবণ্যবতী খালের উপর কাঠের ব্রিজটি যেন মৃত্যুর ফাঁদসাতক্ষীরা-২ আসনে এবি পার্টির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জি এম শাকিলবর্ণিল সাজে সাতক্ষীরায় লেকভিউ রাগবি সেভেনস ট্রফি’র উদ্বোধনপিআর পদ্ধতির দাবিতে সাতক্ষীরায় সেমিনারশ্যামনগরে আজাবা শাকের মেলা ও রান্না প্রতিযোগিতাসংকটের মুহূর্তে জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠা কালবেলার সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবেসাতক্ষীরায় শ্রমিক নেতা মনিকে আটকের প্রতিবাদে মানববন্ধনপিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দাবিতে সাতক্ষীরায় জামায়াতের মানববন্ধন

অনলাইন ডেস্ক: সুন্দরবনে এক থেকে দেড় হাজার বছরের পুরোনো মানববসতির নিদর্শন পাওয়া গেছে। নিদর্শনটি আবিষ্কৃত হয়েছে বিশ্বের বৃহত্তম এই শ্বাসমূলীয় অরণ্যের পাঁচটি জায়গায়। হাজার বছর আগে ব্যবহৃত মানুষের বিচিত্র ব্যবহার্য সামগ্রীও পাওয়া গেছে বনের নানা স্থান থেকে। ইসমে আজম নামে এক গবেষকের ব্যক্তিগত ও একাগ্র অনুসন্ধানে এসব নিদর্শন উদ্‌ঘাটিত হয়েছে।

• খেজুরদানা, আড়পাঙ্গাশিয়া ও শেখেরটেকে সবচেয়ে বড় স্থাপনাগুলোর সন্ধান।
• আরও কিছু স্থাপনার খোঁজ খোলপটুয়া নদীতীরে এবং খুলনা অংশের কটকায়।
• স্থানগুলো কমপক্ষে এক হাজার থেকে বারো শ বছরের পুরোনো বলে ধারণা।
• স্থাপনাগুলোতে ব্যবহৃত ইটের বৈশিষ্ট্য ও স্থাপনারীতি পাল আমলের।
• বনের গভীরে বসতির চিহ্ন।

সুন্দরবনের সাতক্ষীরার শ্যামনগর অংশ থেকে নদীপথে ৮৩ কিলোমিটার দূরে বঙ্গোপসাগর উপকূলের খেজুরদানা, আড়পাঙ্গাশিয়া ও শেখেরটেকে সন্ধান পাওয়া গেছে সবচেয়ে বড় স্থাপনাগুলোর। আরও কিছু স্থাপনার খোঁজ মিলেছে সুন্দরবনের সাতক্ষীরা অংশের খোলপটুয়া নদীতীরে এবং খুলনা অংশের কটকায়। ঢেউয়ের তোড়ে নদীর পাড় ভেঙে মাটির আস্তরণ সরে যাওয়ায় পুরোনো এসব স্থাপনা বেরিয়ে আসতে শুরু করেছে।

এর আগেও সুন্দরবনে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের ১৯৯৮ সালের জরিপ এবং বন বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয় ও মালয়েশিয়ার তিনটি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক জরিপে কিছু স্থাপনার খোঁজ পাওয়া গিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক হ‌ুমায়ূন আখতার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক বদরুল ইসলামের গবেষণার বিষয় সুন্দরবনের ভূতাত্ত্বিক গঠন এবং বিলুপ্ত লবণশিল্প। তাঁদের গবেষণায়ও বেশ কিছু পুরোনো স্থাপনা ও নিদর্শনের সন্ধান পাওয়া যায়। তবে সেসব গবেষণা ও জরিপে সুন্দরবনের প্রাচীন কিছু স্থাপনা চিহ্নিত করা হলেও সেগুলোর সময়কাল এবং সেগুলো ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত পাওয়া যায়নি। সেখানে মানববসতির তথ্যও কেউ দেয়নি।

সুন্দরবনের ভূতাত্ত্বিক পরিবর্তন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নিয়ে গবেষণায় যুক্ত জার্মানি ও যুক্তরাষ্ট্রের একটি গবেষক দল সেখানে হাজার বছরের পুরোনো লবণ উৎপাদননির্ভর একটি বড় শিল্পনগরী ও বাণিজ্যকেন্দ্র ছিল বলে অনুমান করছে। একটি বন্দরের আভাসও তারা পেয়েছে।

 

কতটা প্রাচীন
সুন্দরবনে পাওয়া প্রাচীন স্থাপনাগুলো নিয়ে প্রথম আলোর অনুসন্ধানে যোগ দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক উয়ারী-বটেশ্বরখ্যাত প্রত্নতাত্ত্বিক সুফি মোস্তাফিজুর রহমান ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ সোহরাবউদ্দীন। তাঁদের ধারণা, স্থানগুলো কমপক্ষে এক হাজার থেকে বারো শ বছরের পুরোনো। স্থাপনাগুলো পর্যবেক্ষণ এবং সেসবের শৈলী বিশ্লেষণ করে সুফি মোস্তাফিজুর রহমান ধারণা করেন, এগুলোতে ব্যবহৃত ইটের বৈশিষ্ট্য ও স্থাপনারীতি পাল আমলের। সে হিসেবে স্থাপনাগুলো আনুমানিক এক হাজার থেকে বারো শ বছর আগের তৈরি। বাণিজ্য ও শিল্পের কাজে এসব স্থাপনা তৈরি হলেও সেখানে স্থায়ী মানববসতি ছিল বলে তাঁর অনুমান।

বাঘ গণনা ও সংরক্ষণের কাজে সুন্দরবনের দুর্গম অঞ্চলে ইসমে আজমের যাতায়াত সাত বছর ধরে। কাজ করতে গিয়ে বনের মধ্যে তিনি এসব ভগ্নস্তূপ ও মানুষের ব্যবহার্য সামগ্রী দেখতে পান। পরে সুন্দরবনের পাড় ভেঙে গেলে এবং মাটির ওপরের স্তর সরে গেলে বেরিয়ে আসা স্থাপনাগুলো তাঁর চোখে পড়ে। প্রত্নতাত্ত্বিকের মতো কৌতূহলে তিনি ব্যবহার্য সামগ্রীগুলো সংরক্ষণ করেন। এসব নিদর্শন ও স্থাপনার তথ্য-উপাত্তও সংগ্রহ করতে থাকেন।

সাতক্ষীরার শ্যামনগরের পাশ থেকেই ভারতীয় সুন্দরবনের সীমানার শুরু। গত জানুয়ারি মাসে এই প্রতিবেদক ভারতীয় সুন্দরবনের সাগর দ্বীপ, মৌসুনী দ্বীপ ও হ্যামিলটন দ্বীপের প্রাচীন স্থাপনা দেখতে পান। ভারতীয় প্রত্নতাত্ত্বিকেরা মনে করেন, সেগুলো এক থেকে আড়াই হাজার বছর আগেকার। খ্রিষ্টপূর্বকালে বাংলা অঞ্চলে গড়ে ওঠা গঙ্গাঋদ্ধি রাজ্য সুন্দরবন পর্যন্ত বিস্তৃত ছিল বলে ভারতীয় ইতিহাসবিদ ও গবেষকদের ধারণা। তাঁদের মতে, সাতক্ষীরা অঞ্চলটি ছিল ওই রাজ্যের বন্দর ও বাণিজ্য এলাকা।

ভারতীয় সুন্দরবনের প্রত্নগবেষক ও ভারতের সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্টাডিজ অ্যান্ড ট্রেনিংয়ের (পূর্ব ভারত) জ্যেষ্ঠ ফেলো ড. শর্মি চক্রবর্তীর সঙ্গে এ নিয়ে প্রথম আলোর কথা হয়। বাংলাদেশ অংশের সুন্দরবনের প্রত্নস্থাপনা ও সামগ্রীর তথ্য ও ছবি পর্যালোচনা করে তিনি বলেন, ভারতীয় সুন্দরবনের প্রত্ননিদর্শনের সঙ্গে এর মিল আছে। তাঁর ধারণা, চতুর্ভুজ স্থাপনা ও ঘাটলার মতো জায়গাগুলোর বয়স ৬০০ থেকে ৭০০ খ্রিষ্টাব্দ হওয়ার সম্ভাবনাই বেশি। অন্যান্য প্রত্ননিদর্শন ও সামগ্রী মধ্যযুগের। তবে সামগ্রিকভাবে সুন্দরবনে মানববসতির বয়স অন্তত দেড় হাজার বছর।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের আরেক অধ্যাপক স্বাধীন সেন বাংলাদেশের নদীর প্রত্নতাত্ত্বিক নিদর্শনের গবেষক। তাঁরও ধারণা, এসব স্থাপনা ও ব্যবহার্য সামগ্রী এক হাজার থেকে বারো শ বছর আগেকার। বাণিজ্য ও লবণ উৎপাদনের কাজে বিভিন্ন সময়ে সেখানে মানববসতি গড়ে উঠেছিল বলে তিনি মনে করেন। প্রাকৃতিক দুর্যোগ ও বহিঃশত্রুর আক্রমণে বারবার তা ধসে পড়েছে, আবার গড়ে উঠেছে।

গত ২৩ জানুয়ারি ভোরে প্রথম আলোর উদ্যোগে সুন্দরবনে সাত সদস্যের দলটির অনুসন্ধানী যাত্রা শুরু। সাতক্ষীরার শ্যামনগর থেকে সূর্যোদয়ের খানিক আগে রওনা দিল স্পিডবোট। ৮৩ কিলোমিটার নদীপথ পাড়ি দিলে সেই স্থাপনা। কিন্তু ডাঙায় ভেড়ার আগেই শক্ত কিছুতে আটকে গেল স্পিডবোট। চোখে পড়ল দূরে বনের কোল ঘেঁষে পড়ে থাকা ইটের স্তূপে।

বনের এ দুর্গম অংশে মানুষের বসতি নেই। শৌখিন প্রত্নতাত্ত্বিক ইসমে আজমের নির্দেশে তীরে নামলেন সবাই। পায়ের তলাতেই ঠেকল ইটের সারি। সে পথ ধরে এগোতে হলো আরও প্রায় ২০০ মিটার।

অবশেষে পৌঁছানো গেল ওই স্তূপাকার ইটের কাছে। উত্তেজনার রেশ কাটিয়ে সুফি মোস্তাফিজ ও সোহরাবউদ্দীন মগ্ন হয়ে পড়লেন ইটের স্তূপের রহস্য ভেদ করার কাজে। সরানো হলো ওপরে জমে থাকা ভাঙা ইট আর গাছের শিকড়বাকড়। সেসব সরাতেই বেরিয়ে এল চাপা পড়ে থাকা কোনো কক্ষের ছাদের মতো চতুর্ভুজ কাঠামো। ইটের মাপ নিলেন সোহরাব আর ইসমে আজম। হাতে ইট নিয়ে তার বৈশিষ্ট্য ও আকার বিশ্লেষণ করে সুফি মোস্তাফিজ বললেন, ৩২ ইঞ্চি দৈর্ঘ্য আর ২৮ ইঞ্চি প্রস্থের এ-জাতীয় ইট সর্বশেষ ব্যবহৃত হয়েছে পাল আমলে। সে হিসাবে স্থাপনাটির বয়স অন্তত এক হাজার থেকে বারো শ বছরের পুরোনো। তিনি আরও বললেন, ‘স্থাপনাটির নির্মাণশৈলী দেখে বোঝা যাচ্ছে, এখানে স্থায়ী মানববসতি ছিল।’

ইটের স্তূপের ওপর দাঁড়িয়ে চোখে পড়ল ৫০ থেকে ৮০ মিটার পরপর অভিন্ন বৈশিষ্ট্যের আরও দুটি স্থাপনা। পিচ্ছিল পথ ধরে পৌঁছানো গেল সেখানে। কিছু ইট সরানোর পর এখানেও পাওয়া গেল একই ধাঁচের ইটের কাঠামো। ইসমে আজম জানালেন, আরও চার-পাঁচটি এ-জাতীয় স্থাপনা এখানে আছে। সব মিলিয়ে পুরো এলাকার আয়তন হবে প্রায় পাঁচ বর্গকিলোমিটার। সাত বছর কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি জানালেন, এলাকাটি আগে ছিল বনভূমি। পাঁচ-ছয় বছর ধরে ভূমির ক্ষয় ও ভাঙনে মাটির নিচ থেকে কাঠামো বেরিয়ে আসছে। খোলপটুয়া নদীর ধারেও বেরিয়ে এসেছে আরেকটি ইটের কাঠামো। তাঁর অনুমান, সেটি প্রাচীন সময়ের কোনো সমুদ্রবন্দর। কালের প্রহারে বিধ্বস্ত হয়েছে।

বন্দর আকৃতির ওই স্থাপনায় স্পিডবোটে চেপে যেতে লাগল আধঘণ্টা। এখানকার ইটের বৈশিষ্ট্য দেখেও সুফি মোস্তাফিজ মত দিলেন, স্থাপনাটির বয়স এক হাজার থেকে বারো শ বছর। পুরোনো গবেষণার অভিজ্ঞতার সূত্র ধরে তিনি বললেন, পাল, সেন, সুলতানি ও মোগল আমলে ব্যবহৃত ইটের পার্থক্য খুব সুনির্দিষ্ট। পাল আমলের ইট বড় পাটা আকৃতির। যত সময় গেছে, ইটের আকার ক্রমেই ছোট ও সরু হয়েছে। পাল আমলের পর এই আকারের ইট আর ব্যবহৃত হয়নি।

শুধু প্রত্নতাত্ত্বিকদের মতামতের ভিত্তিতে কি একটি এলাকাকে হাজার বছরের পুরোনো বলা আদৌ সম্ভব? এ প্রশ্নের উত্তর দিলেন সোহরাবউদ্দীন। সুন্দরবনের ভূতাত্ত্বিক গঠন ও বৈশিষ্ট্য নিয়ে জার্মানির ব্রেম্যান বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় তিনি জড়িত ছিলেন। বললেন, সুন্দরবনের কটকায় তাঁরা বেশ কিছু প্রাচীন লবণ তৈরির চুল্লি ও পাত্র পেয়েছেন। জার্মানির গবেষক দলটি কার্বন ও তাপমাত্রা পরীক্ষা করে সেগুলোর বয়স সুনির্দিষ্টভাবে বের করেছে। ওই গবেষণায় বাংলাদেশ অংশের দলনেতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক হ‌ুমায়ূন আখতার। তাঁর গবেষণায় দেখা গেছে, কটকার লবণ কারখানাগুলোর মধ্যে তিনটির বয়স ২৫০ থেকে ৩০০ বছর, দুটির ৬০০ বছর এবং একটির এক হাজার বছর।

কটকায় এই গবেষকেরা টাইগার হিল নামের একটা ঢিবি খুঁজে পেয়েছিলেন। তাতে পানি পরিশোধনের ছাঁকনি ও বর্জিত পানি নিষ্কাশনের নালা ছিল। তাঁদের ধারণা, সেটি ছিল উন্নত প্রযুক্তির লবণ কারখানা। ২৫০ থেকে এক হাজার বছর আগে সেখানে উৎপাদিত লবণ পূর্ব এশিয়া ও ইউরোপে রপ্তানি হতো। হ‌ুমায়ূন আখতার আরও ব্যাখ্যা করে বললেন, ‘আমরা ধারণা করছি, এখন যেখানে সুন্দরবন, সেখানে একসময় লবণ তৈরির বিশাল কারখানা ছিল। অন্তত এক হাজার বছর আগে থেকে এই লবণ তো আশপাশের কোনো বন্দর থেকেই রপ্তানি হতো। খেজুরদানাসহ আশপাশের এলাকা সম্ভবত সেই প্রাচীন বন্দরের ধ্বংসাবশেষ।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক বদরুল ইসলাম এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, হাজার বছর আগে থেকে পটুয়াখালীর কুয়াকাটা থেকে সুন্দরবন পর্যন্ত বিস্তৃত এলাকাজুড়ে উন্নত মানের লবণ তৈরি হতো। সমুদ্র দূরে সরে যাওয়া, ভূমি দেবে যাওয়া এবং দীর্ঘ সময়জুড়ে নানা প্রাকৃতিক দুর্যোগে সেটি ধ্বংস হয়ে গিয়ে থাকতে পারে। শত শত বছর ধরে তার ওপর পলি পড়েছে। ধীরে ধীরে গড়ে উঠেছে সুন্দরবন।

এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার হওয়ার ঘটনাটিকে বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায়ের উন্মোচন বলে মনে করছেন সুফি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘ওই স্থাপনাগুলো নিয়ে আরও গভীরতর গবেষণা হলে সুন্দরবন এবং এই এলাকার ইতিহাস সম্পর্কে অনেক চমক লাগানো তথ্য হয়তো আমরা পাব।’ তিনি আরও বলেন, ‘পশ্চিমা ইতিহাসে খ্রিষ্টপূর্বাব্দ কাল থেকে বাংলা একটি সমৃদ্ধ সভ্যতার নিদর্শন হিসেবে পরিচিতি পেয়েছিল। হাজার বছর আগের লবণ চাষ, সমুদ্রতীরে প্রাচীন বসতি হয়তো সেই পরিচয়কে আরও স্পষ্ট করে তুলবে।’

সূত্র: দৈনিক প্রথম আলো, ২৮ ফেব্রুয়ারি ২০১৮।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া প্রতিনিধি: মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়া উপজেলায় ৩দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৩৯ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর সমাপনি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১টায় কলারোয়া উপজেলা পরিষদ চত্তরে ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন এমপি এড.মুস্ফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ অাহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ও বক্তব্য দেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান, উপজেলা একাডেকি সুপার ভাইজার তাপস কুমার দাস, প্রধান ক্ষিক বদরুজ্জামান বিপ্লব, আখতার আসাদুজ্জামান চান্দু, রুহুল আমিন, মাওলানা বজলুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, স্কুল, কলেজ, মাদ্রসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কলারোয়া আলিয়া মাদ্রসার সহকারী শিক্ষক শেখ শাহাজান আলী শাহিন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এড.মুস্তফা লুৎফুল্লাহ পুরস্কার বিতরন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মরদেহবাহী গাড়ি ভারতের মুম্বাইয়ের সেলিব্রেশন স্পোর্টস ক্লাব থেকে ভিলে পারলে শ্মশানের উদ্দেশে রওনা দিয়েছে। আজ বুধবার সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।

মরদেহ শেষ যাত্রায় বের হওয়ার আগে কান্নায় ভেঙে পড়েন শ্রীদেবীর অগণিত ভক্ত। চোখ ছলছল করে ওঠে বলিউড সেলিব্রিটিদেরও।

মুম্বইয়ের সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে মা শ্রীদেবীকে শেষ দেখা দেখতে বাবা বনি কাপুরের সঙ্গে উপস্থিত হন জাহ্নবী কাপুর এবং খুশি কাপুরও। এসময় তারাও কান্নায় ভেঙে পড়েন।

জানা যায়, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে শ্রীদেবীর শেষকৃত্য। শেষ যাত্রায় শ্রীদেবীকে সাদা রঙে মুড়ে ফেলা হলেও, তাকে কাঞ্জিভরম দিয়ে সাজানো হয়।

শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে আত্মীয়-স্বজনের পাশাপাশি বলিউড তারকা ও অসংখ্য অনুরাগীও উপস্থিত হন। শেষ যাত্রায়ও তাদের সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন বলিউডের প্রথম ‘ফিমেল সুপারস্টার’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান: সাতক্ষীরায় নতুন উদ্ভাবিত উচ্চফলনশীল ও পরিবর্তনশীল আবহাওয়া উপযোগী আলুর জাতের উৎপাদন কলাকৌশল শীর্ষক মাঠ প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১২ টায় সদর উপজেলার হাড়দ্দাহ এলাকায় মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়। গাজীপুর কন্দাল ফসল গবেষনা কেন্দ্রের পরিচালক কৃষিবিদ ড. তপন কুমার পালের সভাপতিত্বে উক্ত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকার ফার্মগেট কৃষি গবেষনা ফাউন্ডেশেনর বিএআরসির নির্বাহী পরিচালক কৃষিবিদ ড. ওয়ায়েস কবীর। সাতক্ষীরার বিনেরপোতা কৃষি গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা শিমুল মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফার্মগেট কৃষি গবেষনা ফাউন্ডেশন বিএআরসির কোঅর্ডিনেটর কৃষিবিদ ড. নুরুল আলম, গাজীপুর সরেজমিন কৃষি গবেষনা বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. আসম মাহবুবুর রহমান খান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. আক্কাস আলী, খুলনা সরেজমিন কৃষি গবেষনা বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মুস্তফা কামাল শাহাদাৎ, সাতক্ষীরার বিনেরপোতা কৃষি গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা অলি আহমেদ ফকির, বৈজ্ঞানিক সহকারী এসএম মতিয়ার রহমার, মশিউর রহমান প্রমুখ।

বক্তারা এ সময় বলেন, বাংলাদেশ কৃষি গবেষনা ইনষ্টিটিউট দেশের বৃহত্তম বহুবিধ ফসল গবেষনা প্রতিষ্ঠিান। এই প্রতিষ্ঠানটি ২০৪ টিরও বেশী ফসল নিয়ে গবেষনা করে থাকে। এর মধ্যে আলু একটি অন্যতম ফসল। আন্তজার্তিক মূল্য ও উৎপাদন বিবেচনায় বাংলাদেশের ২০ টি প্রধান ফসলের মধ্যে ধানের পরেই আলুর স্থান। আলু উৎপদনের দিক দিয়ে বাংলাদেশ এশিয়ার মধ্যে ৩য় এবং পৃথিবীর মধ্যে সপ্তম স্থানে রয়েছে। তারা আরো বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে যেখানে আলু উৎপাদন হতো ৯ লাখ মেট্রিক টন সেখানে ২০১৬-২০১৭ মৌসুমে এসে আলু উৎপাদন হয়েছে ১ কোটি ২ লাখ মেট্রিক টন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টি,টি,সি) পরিচালিত সাতক্ষীরা জেলা হতে বিদেশগামী কর্মীদের ০৩ দিন মেয়াদী প্রাক-বহির্গমন প্রশিক্ষণের ৪৬ তম ব্যাচের (২৬-২৮ ফেব্রুয়ারী, ২০১৮) সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং সনদপত্র বিতরণ করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এন,এস,আই) সাতক্ষীরা-র সহকারী পরিচালক মো. আনিসুজ্জামান। আরো উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মসূচির খন্ডকালীন প্রশিক্ষক (অর্থ ও ব্যাংকিং বিষয়াবলী) রাজিব আহমেদ, ম্যানেজার (অপারেশন) সাউথইস্ট ব্যাংক লিঃ, সাতক্ষীরা শাখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মুছাব্বেরুজ্জামান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটা থানার নতুন ভবন তৈরীর কাজ শেষের পথে। নতুন এই ভবনটি উদ্বোধন করতে আগামী ১০ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (এমপি) দেবহাটায় আসছেন বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছেন।
প্রাপ্ত তথ্য মতে জানা গেছে, বৃটিশ শাসনামলে তৈরী দেবহাটা থানার পূর্বের ভবনটি জরাজীর্ন হওয়ার কারনে গত ইং ২০১৪ সালে ঐ ভবনটি সংশ্লিষ্ট মন্ত্রনালয় থেকে বিক্রি করে দেয়া হয়। ঐ ভবনটি ছিল বাংলাদেশের একটি প্রাচীন কীর্তির নিদর্শন। কিন্তু ঐ ভবনটি অত্যন্ত খারাপ ও জরাজীর্ণ হওয়ার কারণে ভবনটি ভেঙ্গে উক্ত স্থানে একটি নতুন ভবন করার প্রস্তাব পাশ করা হয়। যার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ৪ তলা থানা ভবন ও প্রাচীর নির্মাণ করার জন্য টাকা বরাদ্দ দেয়া হয়।
জানা গেছে, নতুন ভবন ও প্রাচীর নির্মাণ বাবদ ৬ কোটি ৩৮ লক্ষ ২০ হাজার ৯ শত ১৬ টাকা বরাদ্দ দেয়া হয়। কাজটি করার জন্য যশোরের বিশ^াস বিল্ডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান দায়িত্ব পায়। গত ইং ২০১৪ সালের ৯ নভেম্বর তারিখে থানা ভবনটি তৈরীর জন্য কাজের ওয়ার্ক অর্ডার দেয়া হয়। আর কাজটি শুরু করা হয় ইং ২০১৫ সালের ৮ মার্চ। নতুন ভবনটি তৈরীর কাজ শেষ হয়ে গেছে। এখন চলছে ঘষামাজা ও রং শেষ করার কাজ। পুলিশ সূত্র জানায়, আগামী ১০ মার্চ এই নতুন ভবনটি উদ্বোধনের জন্য দেবহাটায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (এমপি)। তিনি ঐদিন থানা ভবন উদ্বোধন করবেন এবং একটি জনসভায় যোগদান করবেন বলে জানা গেছে। তবে এখনো জনসভার স্থান ঠিক করা হয়নি বলে জানা গেছে। এ বিষয়ে উপজেলা আঃলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনের বিষয়টি আমরা শুনেছি। দলীয়ভাবে আলোচনা করে আমাদের করনীয় নির্ধারণ করা হবে। দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন আগামী ১০ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর দেবহাটায় আগমেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মন্ত্রী মহোদয়ের আগমনকে কেন্দ্র করে একটি নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার এ ফলাফল প্রকাশ হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১৬ হাজার ২৮৬ জন।

কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd ফলাফল পাওয়া যাচ্ছে। এছাড়া টেলিটকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। এক্ষেত্রে PSC38Registration Number Send to ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

গত বছরের ২৯ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রায় দুই মাসের মধ্যে এ ফল প্রকাশ করা হলো। এর আগে আবেদনের ক্ষেত্রে ৩৮তম বিসিএসে রেকর্ড সৃষ্টি হয়। এতে তিন লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস-বিজ্ঞপ্তি: সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির বার্ষিক সাধারণ সভা-২০১৮ আহবান করা হয়েছে। আগামী-০২ মার্চ শুক্রবার বিকাল ৩টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির পাঠ কক্ষে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সভাপতি জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

সাধারণ সভা সফল করার লক্ষ্যে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সকল আজীবন ও সাধারণ সদস্যদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest