সর্বশেষ সংবাদ-
সংগ্রামের গল্পে ঢাবি জয় দিহানেরতালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপসাতক্ষীরায় ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার : ৪টি আসনে প্রতিদ্বন্দ্বী ১৮সাতক্ষীরায় খাদ্য মোড়কে ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং প্রবিধানমালা চূড়ান্ত করার দাবিতে স্মারকলিপিসাতক্ষীরায় দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীর দুই সহযোগী গ্রেফতারসাতক্ষীরা‌র গণমাধ্যমকর্মীদের নিয়ে‌ পিআইবির দুই দিনের নির্বাচনকালীন প্রশিক্ষণসাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তাসাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতাসাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’সাতক্ষীরায় রাইচ মিলের কালো ধোঁয়া ও বর্জ্যে অতীষ্ট এলাকাবাসী: ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধ

নিজের কাজের জন্য গর্বিত সেই মডেল ‘মা’

একটি মালয়ালি পাক্ষিক প্রত্রিকার প্রচ্ছদের ছবিতে কেরালার অভিনেত্রী-মডেল জিলুকে দেখা গেছে একটি শিশুকে স্তন্যপান করাতে। এরপর সমালোচনা হয়েছে। হয়েছে মামলাও। তবে দমে যাননি জিলু জোসেফ। তিনি মনে করেন, যা করেছেন, ঠিকই করেছেন আর সেই কাজের জন্য তিনি গর্বিত।

পত্রিকার দাবি, নারীদের প্রকাশ্যে স্তন্যপান করানোর স্বাধীনতার জন্যই এমন উদ্যোগ। তবে সেই ছবি প্রকাশের পর নারীদের অশোভন ভাবে দেখানোর অভিযোগে মামলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রশ্ন তুলেছেন, বাণিজ্যিক ক্ষেত্রে শিশুর ছবি ব্যবহার নিয়ে।

জিলুর পাল্টা প্রশ্ন, “যখন শিশুদের সাবান, তেল, শ্যাম্পুর বিজ্ঞাপনে ব্যবহার করা হয়, তখন তো এত প্রশ্ন ওঠে না। এখানে ছবির মাধ্যমে সামাজিক বার্তা দিতে চাওয়া হয়েছে। যাতায়াতের পথে অনেক সময় দেখেছি, বাচ্চা কাঁদছে খিদেয়। কিন্তু মা ভিড়ের মধ্যে বসে আছেন বলে বাচ্চাকে স্তন্যপান করাচ্ছেন না। আমি নিজে মা না হয়েও এমন ক্যাম্পেনের অংশীদার হয়ে গর্বিত।”

ইউনিসেফ ইন্ডিয়ার ট্যুইটার হ্যান্ডল থেকে ওই ছবি শেয়ার করে স্তন্যপানে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ জানানো হয়েছে। অনেকে পুরুষতান্ত্রিক সংস্কারের বেড়া ভেঙে মাতৃত্বের এই উদযাপনকে সাধুবাদ জানিয়েছেন। জিলু অবশ্য বলছেন, “এটা পুরুষতন্ত্র বা সংস্কৃতি কোনও কিছুর বিরুদ্ধেই কোনও লড়াই নয়। এটা খুব স্বাভাবিক ব্যাপার। সেই স্বাভাবিকতা রক্ষার বার্তাই দেওয়া হয়েছে।”

তবে স্তন্যপানের মতো ‘স্বাভাবিক’ ঘটনা নিয়ে ফোটোশ্যুটকেই তো অনেকে গিমিক বলেছেন। আঁচলে না ঢেকে শিশুটিকে স্তন্যপান করানোর ছবি দেওয়ায় শালীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। জিলুর বক্তব্য, “ছবিতে যেভাবে শিশুটি আমার কাছে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, তা ভালবাসার প্রতীক। অশালীনতা আসলে থাকে দৃষ্টিতে। কেউ অশালীন দৃষ্টিতে কিছু দেখলে সমস্ত কিছুর মধ্যেই অশালীনতা খুঁজে পেতে পারেন।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলার ব্র্যান্ডিং বুক এর মোড়ক উন্মোচন

মাহফিজুল ইসলাম আককাজ : ‘সাতক্ষীরার আকর্ষণ সড়ক পথে সুন্দরবন’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা জেলার ব্র্যান্ডিং বুক এর মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলার ব্র্যান্ডিং বুক এর মোড়ক উন্মোচন করেন বিদায়ী জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন।
এসময় তিনি বলেন, ‘সাতক্ষীরা জেলার ব্র্যান্ডিং এ জেলাকে দেশের সকল মানুষের কাছে পরিচিতি লাভ করতে পারবে। এ জেলা একটি সম্ভাবনাময়ী জেলা। সাতক্ষীরা জেলার ব্র্যান্ডিং এ জেলাকে নতুনভাবে পরিচিতি করিয়ে দেবে। তিনি সাতক্ষীরা জেলা ও মানুষের ভালবাসায় মুগ্ধ হয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন কালেও সম্ভব হলে সাতক্ষীরার মানুষের জন্য কাজ করবো। এটাই আমার সাতক্ষীরার জেলা প্রশাসক হিসেবে শেষ অনুষ্ঠান। এসময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।’ এসময় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল লতিফ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নান, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনিম ও আরডিসি সাদিয়া ইসলাম প্রমুখ। জেলার ব্র্যান্ডিং বুক এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জেলা প্রশাসনের সকল প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নবাগত জেলা প্রশাসক ইফতেখার হোসেনের দায়িত্বভার গ্রহণ

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরার বিদায়ী জেলা প্রশাসক ও নবাগত জেলা প্রশাসকের দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে বিদায়ী জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের হাতে দায়িত্বভার হস্তান্তর করেন।
এসময় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, জেলার উন্নয়নের স্বার্থে সততা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, সাতক্ষীরার ঐতিহ্যকে ধারণ করে বাংলাদেশের প্রথম সারির জেলায় রূপান্তরের চেষ্টা করবো এবং জেলা প্রশাসনের সব কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে একটি টিম হিসেবে কাজ করবো।’
মোহাম্মদ ইফতেখার হোসেন ২০ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে ২০০১ কুমিল্লা জেলায় চাকুরীতে যোগদান করেন। গাইবান্ধা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন, বিভিন্ন জেলায় বিভিন্ন পদে চাকুরী শেষে ০৪টি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ ইফতেখার হোসেন রাজশাহী জেলার বাসিন্দা, তাহার পিতার নাম মরহুম মোহাম্মদ এস্তার হোসেন, তিনি ১৯৯১ সালে এস.এস.সি পাশ করেন, ১৯৯৩ সালে ঢাকা নটরডেম কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে তিনি উন্নয়ন অর্থনীতিতে এসএসসি অধ্যয়ন করেন।
আজ ০৬ মার্চ ২০১৮ মঙ্গলবার সাতক্ষীরা জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল লতিফ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল হান্নান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নান, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনিম ও আরডিসি সাদিয়া ইসলাম প্রমুখ। এসময় জেলা প্রশাসনের সকল প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো: আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবস-১৮ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মানববন্ধনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজাবে রহমতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এসময় মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত

মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো: ’শতভাগ ভর্তি নিশ্চিত করনের লক্ষ্যে’ উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-১৮ উপলক্ষে আশাশুনিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় র‌্যালীর উদ্ধোধন করেন আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। র‌্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়। আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজাবে রহমতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মুনির আহম্মেদ, ইদ্রিস আলী, শাহাজান আলী, মাছরুরা খাতুন, প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে জাতীয় পাট দিবস পালিত

মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো: ’বাংলার পাট বিশ্বমাত, সোনালী আলোয় সোনার দেশ পাট পণ্যের বাংলাদেশ’ পতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে জাতীয় পাট দিবস-১৮ উপলক্ষে পাট র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আশাশুনি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে পাট র‌্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। উপজেলা নির্বহী অফিসার (ভারপ্রাপ্ত) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজাবে রহমতের সভাপতিত্বে ও মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা রাজিবুল হাসান। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রতিনিধি ডাঃ ছাইফুল্লাহ, সমাজ সেবা কর্মকর্তা ইমদাদুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, সমবায় কর্মকর্তা আনছারুল আজাদ, জেলা মৎস্য জীবি সমিতির সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে আশাশুনিতে মানববন্ধন

মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো; সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যপক জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে আশাশুনিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় আশাশুনি সরকারি কলেজের উদ্যোগে উপজেলার প্রধান ফটকের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
াশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় আশাশুনি মহিলা কলেজের অধ্যক্ষ ছাইদুর রহমান, সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তৃপ্তি রঞ্জন সাহা, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সুশিল কুমার মন্ডল, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান হাবিবুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হোসেন আলী, আশাশুনি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার কচি প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন জঙ্গিবাদের এখনো সমুলে মুলোৎপাটন সম্ভব হয়নি, ড. জাফর ইকবালে উপর হামলা তারই প্রমান করে। সরকারের কাছে মুক্তচিন্তার মানুষের রক্ষায় নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়ে বক্তারা বলেন, জঙ্গিদের দমনে সরকার যেন দ্রুত ব্যবস্থা গ্রহন করেন। শুধু জাফর ইকবাল নয় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক মুক্তমনা, মৌলবাদে বিশ্বাসি নয় এমন শিক্ষকদেরও তার্গেট করা হয়েছে। এসময় তাদেরকে রক্ষার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহন, ড. জাফর ইকবালের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলা কারিদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজাবে রহমতের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন শিক্ষক মন্ডলী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ১৩ কোটি টাকার অবৈধ মাদক ধ্বংস করলো বিজিবি

নিজস্ব প্রতিবেদক: চোরাপথে ভারত থেকে আসা বিপুল পরিমান মাদকদ্রব্য আটকের পর তা ধ্বংস করা হয়েছে। এর দাম ১৩ কোটি টাকারও বেশি।
মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশ এর সাতক্ষীরাস্থ ৩৮ ব্যটালিয়ন সদর দফতরে এসব মাদকদ্রব্য বুলডোজার দিয়ে মাড়িয়ে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় বিজিবির দক্ষিণ পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খালেদ আল মামুন, খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল তৌহিদুর রহমান, ব্যাটালিয়নর কমান্ডার লে. কর্ণেল মোস্তাফিজুর রহমান এবং বিজিবি পুলিশ জেলা প্রশাসনের কর্মকর্তা ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায় ২০১৪ সালের ১ এপ্রিল থেকে ২০১৮ সালের ৫ মার্চ পর্যন্ত অভিযান চালিয়ে ৫০ হাজার বোতল ফেনসিডিল, ১ কোটি সাড়ে ২২ লাখ পিস নেশা জাতীয় ট্যাবলেট, বিপুল পরিমান বিভিন্ন প্রকার মদ ও গাঁজা আটকের পর তা ধ্বংস করা হয়েছে। এর বাজার মূল্য ১৩ কোটি ৫ লাখ টাকা বলেও জানিয়েছে বিজিবি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest