সর্বশেষ সংবাদ-
৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাতালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছায় উদ্ধারসাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাসাতক্ষীরায় লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময়৯০ দশক ছাত্রদল প্লাটফর্ম এর সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটি গঠনসাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান চেয়ারম্যান আলিমেরএসএসসি ২০০০ সালের ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরায় সিলভার জুবিলি “মেঘা মিটআপ-২০২৫” অনুষ্ঠিততালার সুভাষিনী গ্রামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি : নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটসাতক্ষীরা জেলা আইনজীবি সমিতির ১১ সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটি গঠন

‘বিএনপি ভাঙার দিবাস্বপ্নে দিন কাটাচ্ছে আওয়ামী লীগ’

অনলাইন ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ভেবেছিল খালেদা জিয়াকে জেলে নিলে বোধহয় বিএনপি ভেঙে যাবে। কিন্তু বিএনপি ভাঙেনি। বিএনপি ভাঙার দিবাস্বপ্ন নিয়ে তারা দিন কাটাচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। বিএনপি এখন আগের চেয়ে আরো বেশি ঐক্যবদ্ধ আরো বেশি শক্তিশালী।

শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতির বক্তব্যে এসব বলেন। প্রধান অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা যে গণতন্ত্র অর্জন করেছিলাম সেই গণতন্ত্রকে সম্পূর্ণভাবে লুণ্ঠিত করা হয়েছে। আজকে বাংলাদেশের মানুষ তাদের সমস্ত অধিকারহারা হয়েছে। তাদেরকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। মুক্তদেশে সুন্দরভাবে বাস করার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এই অবস্থা আমাদের বদলে দিতে হবে।
বর্তমান সময়কে মোকাবেলা করা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পরীক্ষা উল্লেখ করে তিনি বলেন, দুর্ভাগ্য যে মানুষটি গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন, সেই খালেদা জিয়াকে আজ কারাগারের অন্ধকারে দিন কাটাতে হচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ভোট চেয়ে বেড়াবেন আর বেগম জিয়া কারাগারে থাকবেন এটা গণতন্ত্র হতে পারে না। এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। এজন্য নেতাকর্মীদের শান্তিপূর্ণ আন্দোলন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্দোলন হবে। তবে তা শান্তিপূর্ণ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিয়ের উপহারের প্যাকেটে রাখা বোমা ফেটে বরের মৃত্যু

বিয়েতে উপহার হিসাবে পাঠানো হয়েছিল বোমা৷ সেই বোমা ফেটে বরের মৃত্যু হয়েছে৷ মারা গেছে বরের ঠাকুমাও৷ গুরুতর আহত হয়েছেন স্ত্রীও৷ শুক্রবার ভারতের উড়িষ্যা প্রদেশের বোলাংগির জেলার পাটনাগড় গ্রামে এ ঘটনা ঘটে।

 

উড়িষ্যার এক সংবাদপত্রে প্রকাশ, ১৮ ফেব্রুয়ারি সৌম্য শেখর সাহুর সঙ্গে বিয়ে হয় রিমা সাহুর৷ ২১ ফেব্রুয়ারি ছিল রিশেপশন পার্টি৷ ওই দিন বোমা রাখা পার্সেলটি নবদম্পতির হাতে তুলে দেয় অজ্ঞাতপরিচয় ব্যক্তি৷ এরপর শুক্রবার বিয়েতে পাওয়া উপহারগুলি খুলে দেখছিল ছেলের পরিবার৷ কাছেই বসে ছিলেন সদ্য বিবাহিত সৌম্য৷ বোমা রাখা পার্সেলটি খুলতেই সেটি ফেটে যায়৷ গুরুতর আহত হন সৌম্য, তার স্ত্রী রিমা ও ঠাকুমা৷
তিন জনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে পাটনাগড়ের হাসপাতালে নিয়ে যাওয়া যায়৷ সেখান থেকে তিনজনকে স্থানান্তর করা হয় বোলাংগির হাসপাতালে৷ এখানেই মৃত্যু হয় সৌম্যর ঠাকুমার৷ এদিকে সৌম্যর অবস্থার অবনতি হওয়ায় তাকে বুরলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই মারা যান সৌম্য৷ রিমার অবস্থা আশঙ্কাজনক৷
এদিকে বোলাংগির থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এক তদন্ত কর্মকর্তা জানান, ওই পার্সেলে কোন উপহার ছিল না৷ সেখানে বোমাই রাখা ছিল৷ কেউ শত্রুতাবশত এই কাজ করেছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছুটির বিকেলে নাতি-নাতনিদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

খানিক সময় নাতনির চুলের বেণী বেঁধেছেন। খানিক সময় দুরন্ত নাতি-নাতনিদের সঙ্গে মেতেছেন খুনসুটি হাস্যোল্লাসে। ছুটির দিন শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এমনই এক অনিন্দ্য সুন্দর বিকেল কাটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেসময়কার দুইটি ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন। এরপরই ছবি দুইটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়।
ফেসবুকে আশরাফুল আলম খোকন লেখেন, আজ (শুক্রবার) বিকেলে গণভবনে নাতি-নাতনিদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা’র ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি’র সন্তান লীলা ও কাইয়ূস এর সাথে শেখ হাসিনা। সাধারণে অসাধারণ আমাদের আপা। আমাদের ঠিকানা। ছবি তুলেছেন সুমন দাস।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রতিদিনের ডায়েটে অবশ্যই রাখুন স্ট্রবেরি

সহজলভ্য না হওয়ায় স্ট্রবেরির উপকারী গুণাগুণগুলি সম্পর্কে আমাদের বিশেষ কোনও ধারণা নেই। উজ্জ্বল লাল রং, স্বাদ, গন্ধের জন্য বিখ্যাত স্ট্রবেরি। জ্যাম, মিল্কশেক, চকোলেট, আইসক্রিম প্রভৃতিতে স্ট্রবেরি ব্যবহার করা হয়।

স্বাদে, গন্ধে অতুলনীয় এই ফল শুধুমাত্র জিভের স্বাদই মেটায় না। পাশাপাশি শরীরের বিভিন্ন উপকারে লাগে। এতে রয়েছে প্রচুর পরিমানে পলিফেনল, ডায়টারি ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ভিটামিন। কেন প্রতিদিনের ডায়েটে অবশ্যই স্ট্রবেরি রাখবেন, জেনে নিন-

 

১) স্ট্রবেরিতে প্রচুর পরিমানে ভিটামিন সি এবং ফাইটোকেমিক্যালস রয়েছে। যা, আমাদের মস্তিষ্কে রক্ত সঞ্চালন ভালো করে। ভিটামিন সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

২) স্ট্রবেরি আমাদের হৃদপিণ্ডকে সুস্থ রাখে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

৩) অতিরিক্ত ওজন নিয়ে যে এত চিন্তায় রয়েছেন, প্রত্যেকদিন স্ট্রবেরি খেলে শরীরে জমে থাকা অতিরিক্ত মেদ ঝড়ে যায় সহজে।

৪) রক্তচাপ কমিয়ে হাইপারটেনশন কম রাখে স্ট্রবেরিতে থাকা পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম।

৫) এখানেই শেষ নয়। দৃষ্টিশক্তি উন্নত করে স্ট্রবেরি।

৬) শরীরে ভিটামিন সি-এর ঘাটতি পূরণ করতে প্রত্যেকদিন ১ কাপ করে স্ট্রবেরি খান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের নব নির্মিত ভবনের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শহীদ নাজমুল সরনিস্থ জেলা রোভার ও স্কাউটসের নব নির্মিত ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা রোভার ও জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা রোভারের কমিশনার এ,এস,এম আব্দুর রশীদ, সম্পাদক এস এম আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ মোঃ ইমদাদুল হক, জেলা স্কাউটসের সম্পাদক মোঃ ঈদুজ্জামান ইদ্রীস সহ জেলা রোভার ও স্কাউটসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতায় আহছানিয়া দরবেশ আলী স্কুলের সুন্দরবন ভ্রমণ

নলতা প্রতিনিধি : পাঠ্য বইয়ের বাইরে প্রকৃতি ও বাস্তবতার শিক্ষাও ব্যাপক। যে শিক্ষা মানুষকে সঠিকভাবে গড়ে উঠতে সহায়তা করে। মানুষের অন্তরচক্ষুর উন্মোচন ঘটায়। নিজের দেশ সম্পর্কে জানতে শেখায়। এমনই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে শত শত শিক্ষার্থী ও অভিভাকদেরকে সাথে নিয়ে শিক্ষা সফর করেছে কালিগঞ্জের নলতা মানিকতলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আহছানিয়া দরবেশ আলী মেমোরিয়াল ক্যাডেট স্কুল। স্কুলের পরিচালক ও সাংবাদিক সোহরাব হোসেন সবুজের দিকনির্দেশনায় এবং উপাধ্যক্ষ শাহিনুর রহমানের নেতৃত্বে ব্যাপকভাবে আয়োজন ছিল সুন্দরবন ভ্রমনের। বৃহস্পতিবার ভ্রমনের দিন সকাল থেকে আনন্দে উৎফুল্লতায় ভরে ওঠে স্কুল ক্যাম্পাস। শিশু ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্ত-কর্মচারীসহ প্রায় ১শত ৬০জনকে সাথে নিয়ে বেলা ১০টায় নলতা থেকে রওনা হয় ভ্রমণ বাস। শ্যামনগরের নীলডুমুর থেকে ৩টি ট্রলার যোগে ভ্রমন হয় নদী পথের। এখান থেকে শিক্ষার্থীরা বঙ্গোপসাগরের ব্যাপকতা শিখতে পারে। এবং দর্শন পায় বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন। সাগর পাড়ি দিয়ে সুন্দরবনের কলাগাছিতে পৌছিয়ে তারা মিশে যায় সুন্দরবনের সৌন্দর্যের সাথে। সেখান থেকে দুপুরের খাওয়ার শেষে আবারও সুবিশাল নদী পথ যাত্রায় তৈরি হয় মনোমুগ্ধকর পরিবেশের। সন্ধ্যায় আবারও ফিরে এসে মিলিত হয় স্কুল প্রাঙ্গনে। সেখানে ছাত্রছাত্রীরা বাজি ফুটিয়ে আর নাচগানে মেতে ওঠে আনন্দে। এসকল কার্যক্রম সফল করতে স্কুলের শিক্ষক আবু ফরহাদ, আনারুল ইসলাম, তাপস কুমার পাল, হাফিজুল ইসলামের সরব কর্মদক্ষতা মুগ্ধ করে কর্তৃপক্ষকে। সাথে শামীম, মনিরুল, নজরুল সহ অনেকেরই দায়িত্বপালন ছিল লক্ষনীয়। এজন্য সর্বশেষে প্রতিষ্ঠানের পরিচালক এসকল শিক্ষক ও কর্মচারীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে পুকুর খননের কাজ উদ্বোধন

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে সাতক্ষীরা জেলা পরিষদের পুকুর খননের কাজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়ায় ও বড়দল ইউনিয়নের কেয়ারগাতি জামালনগরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুকুর খনন কাজ উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য ও শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এস এম দেলোয়ার হোসাইন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান, স্থানীয় ঠিকাদার প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ সহ জেলা পরিষদ সার্ভেয়ার মোঃ হাসানুজ্জামান প্রমুখ। উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন পুকুর গুলোর খনন কাজ শেষ হলে সারা বছর বিশেষ করে শুস্ক মৌসুমে এলাকার মানুষের সুপেয় খাবার পানির চাহিদা পুরনে বিশেষ অবদান রাখবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় কাটবাহী ট্রাকের দৌরাত্মে পথচারীরা অসহায়

কলারোয়া প্রতিনিধ: কলারোয়া কাটবাহী ট্রাকের দৌরাত্মে পথচারীরা অসহায় হয়ে পড়েছে। বাড়ছে ছোট-বড় দূর্ঘটনাও। পৌরসদরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কগুলোতে পন্যবাহী ট্রাকের অনিয়ন্ত্রিত স্বেচ্ছাচারিতায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীসহ স্থানীয় বাসিন্দারা। এমনই কথা জানালেন অনেকে।

তারা অভিযোগ করে বলেন- কোন নিয়মনীতি মানছে না সড়কে চলাচলকারী কাটবাহী ট্রাক গুলো। সেই সাথে অবৈধ্য নছিমন, করিমন, ভটভোটি, আলমসাধুও চলছে তাদের সাথে পাল্লা দিয়ে। আঞ্চলিক ও গ্রামীন পাকা-কাচা সরু সড়কে মাত্রাতিরিক্ত লোড নিয়ে দ্রুতগতিতে ও রাস্তাজুড়ে চলাচল করায় প্রায় ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। এমনকি কাটবাহী ট্রাক সামান্য উচু নিচুঁ জায়গাতেও উল্টে যায়, দেবে যায় কিংবা যাওয়ার আশঙ্কায় পড়ে। পাশাপাশি সড়কের উপরে থাকা বৈদ্যুতিক খুঁটির তার, গাছের ডাল ও অন্যান্য কিছুর সংষ্পর্ষে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কলারোয়ার খোরদো-যশোর সড়কসহ উপজেলার পার্শ্ববর্তী একাধিক সড়কে কাটবাহী ট্রাকের এমনই দৌরাত্ম প্রায়-ই চোখে পড়ে।

বিষয়টি সমাধানে উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest