সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে শহীদের স্মরণে দুঃস্থদের মাঝে জামায়াতের খাবার বিতরণদেবহাটায় বিয়ের প্রলোভনে কলেজ শিক্ষার্থীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে থানায় মামলাস্বৈরাচার ঠেকিয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার এনসিপিরসাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের চাপায় ভ্যান চালকের মৃত্যুকোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়–সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদেররাষ্ট্রপতির ক্ষমার আগে ভুক্তভোগী ও পরিবারের মতামত নেওয়ার প্রস্তাবতালায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিতভোমরায় জামায়াতের হুইল চেয়ার বিতরণসাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ইটাগাছা এলাকা পরির্দশনে সদর ইউএনও

সাতক্ষীরা পিএন হাইস্কুলের সভাপতি হলেন শাফী আহমাদ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পিএন বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সংক্রান্ত সভা রবিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে বিদ্যালয়ের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সকল সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে বিশিষ্ট সমাজসেবক শেখ শাফী আহমাদকে সভাপতি নির্বাচিত করেন। শেখ শাফী আহমাদ সাতক্ষীরা শহরের সুলতানপুর মৃত শরীফ আহমেদ এর ছেলে। তিনি ইতোপূর্বে বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এর দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত।
উল্লেখ্য, শেখ শাফী আহমাদ অত্র বিদ্যালয়ের ছাত্র ছিলেন। অপর দিকে শেখ শাফী আহমাদ’র পিতা অত্র প্রতিষ্ঠানে এক একর জমি দান করেছিলেন। দায়িত্বপালনের ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাইমা সেনের স্বামী বাবু

কলকাতার ছবি ‘সিতারা’তে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু। এতে তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে ভারতীয় অভিনেত্রী রাইমা সেনকে। ছবিটি পরিচালনা করছেন আশীষ রায়। ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বাংলাদেশি অভিনেতা জাহিদ হাসান ও শাহেদ আলী সুজনকে।

ধ্রুপদী লেখক আবুল বাশারের গল্প থেকে তৈরি হবে ‘সিতারা’ ছবিটি। ভারতের কুচবিহার সীমান্ত এলাকায় ৪ ফেব্রুয়ারি থেকে ছবিটির শ্যুটিং শুরু হচ্ছে। ফজলুর রহমান বাবু বলেন, ছবিটিতে আমি চোরাচালান গ্রুপের সদস্যের চরিত্রে অভিনয় করবো। যে কি না সীমান্ত এলাকার চোরাচালানের সঙ্গে যুক্ত থাকবে।

ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু। এ নিয়ে তিনি বলেন, আমি নিয়মিত গায়ক নই। কিন্তু আমার গানেরও অনেক ভক্ত রয়েছে। মূলত তাদের জন্য মাঝে মধ্যে দু-একটি গান করি। সম্প্রতি ইমন সাহার সংগীতায়োজনে ‘সিতারা’র একটি গানে কণ্ঠ দিয়েছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মালদ্বীপের পার্লামেন্ট দখল নিয়েছে সেনাবাহিনী

মালদ্বীপের পার্লামেন্ট থেকে বিরোধী দলের এমপিদের বের করে দিয়েছে দেশটির সেনাবাহিনী। একই সঙ্গে দেশটির বিরোধীদলীয় দুই সংসদ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। স্পিকারের অভিসংশন ঠেকাতেই এ পদক্ষেপ বলে দাবি করেছেন বিরোধীরা।

বিরোধীদল মালদিভিয়ান ডেমোক্র্যাটিক পার্টির (এমডিপি) এক নেতা টুইটারে দেওয়া পোস্টে জানান, সাদা পোশাক পরিহিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিরোধী দলের এমপিদের সংসদে প্রবেশ করতে দেয়নি।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের ঘনিষ্ঠ স্পিকার মাসিহ সংসদ অধিবেশন শুরু করে তাৎক্ষণিক বন্ধ করে দেন, যেন সংসদ সদস্যরা অনাস্থা ভোট দিতে না পারেন।

দুর্নীতি ও সন্ত্রাসবাদের অভিযোগে কারাবন্দি দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ বেশ কয়েকজন বিরোধীদলীয় নেতাকে মুক্তি দিতে সুপ্রিম কোর্ট গত বৃহস্পতিবার আদেশ দেয়। সুপ্রিম কোর্টের এ আদেশ না মানায় বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিনকে অপসারণের চেষ্টা শুরু হয়েছে বলে রোববার মালদ্বীপের অ্যাটর্নি জেনারেল জানান।

সুপ্রিম কোর্টের ওই আদেশ ঘিরে দেশটিতে গভীর রাজনৈতিক সঙ্কট শুরু হয়েছে। সর্বোচ্চ আদালতের আদেশ বাস্তবায়নে দ্বীপরাষ্ট্র মালদ্বীপের অ্যাটর্নি জেনারেল ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ এনে রোববার তার পদত্যাগের দাবিতে সংসদ সচিবালয়ে পিটিশন দিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।

এর পরপরই রাজধানী মালেতে অবস্থিত দেশটির পার্লামেন্ট ভবনের চারপাশে অবস্থান নেয় সেনাবাহিনীর দাঙ্গা ইউনিটের সদস্যরা।

৮৫ আসনবিশিষ্ট মালদ্বীপের পার্লামেন্টে বিরোধীদলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। গত বছর দেশটির ক্ষমতাসীন দল থেকে বেরিয়ে যাওয়ায় পার্লামেন্টের ১২ সদস্যের পদ বাতিল করা হয়। পরে পুনরায় তাদের স্বপদে বহাল রাখেন সুপ্রিম কোর্ট।

প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিনকে অভিশংসনের জন্য সুপ্রিম কোর্ট চেষ্টা করছে বলে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনিল অভিযোগ করার কয়েক ঘণ্টার মধ্যে পার্লামেন্ট সিলগালা করে দিল দেশটির নিরাপত্তাবাহিনী।

রোববার স্থানীয় সময় সকালের দিকে মালদ্বীপের সেনাবাহিনী ও পুলিশপ্রধানের উপস্থিতিতে রাষ্ট্রীয় টেলিভিশনে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনিল। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টকে অভিশংসনের আদেশ জারি করতে পারেন বলে আমরা খবর পেয়েছি। আমি সব আইন প্রয়োগকারী সংস্থাকে জানিয়েছি যে, এ ধরনের একটি অবৈধ আদেশ মানা উচিত হবে না তাদের।’

অ্যাটর্নি জেনারেল অনিল বলেন, রাজধানী মালেতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে তিনি আইন-শৃঙ্খলাবাহিনীকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। সেনাবাহিনীর প্রধান আহমেদ শিয়াম বলেন, মালদ্বীপ সঙ্কটে পড়বে আর তা দেখে বসে থাকবে না নিরাপত্তাবাহিনী।

তিনি বলেন, আমরা অ্যাটর্নি জেনারেল বৈধ আদেশ অনুস্মরণ করবো এবং বেআইনি কোনো নির্দেশ মানতে বাধ্য হবো না।

এদিকে, রোববার রাজধানী মালের বিমানবন্দরে পৌঁছানোর পর দেশটির বিরোধীদলীয় দুই সংসদ সদস্য আব্দুল্লা সিনান ও ইহাম আহমেদকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের এক মুখপাত্র আলজাজিরাকে জানিয়েছেন। সুপ্রিম কোর্টের আদেশে পার্লামেন্টে হারানো পদ ফিরে পাওয়া ১২ সংসদ সদস্যের মধ্যে এ দুজনও ছিলেন।

সংসদ সচিবালয়ের প্রধান কর্মকর্তা আহমেদ মোহাম্মদ পদত্যাগ করেছেন। আলজাজিরাকে তিনি বলেন, আমি পদত্যাগ করেছি। তবে পদত্যাগের কারণ জানাননি তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দাপুটে মুমিনুলের রেকর্ড সেঞ্চুরিতে বাংলাদেশের ড্র

ড্রেসিংরুমে চন্ডিকা হাথুরুসিংহের মুখটা পান্ডুরের মত দেখাচ্ছিল। তার সাজানো ছকেই যে চট্টগ্রাম টেস্টের চারটা দিন কেটে গিয়েছিল! আর তো বাকি মাত্র একটা দিন। এই একটা দিনও যদি পরিকল্পনা মতো এগোয়, তাহলে ঐতিহাসিক এক টেস্ট জয় হয়ে যাবে তার জন্য; কিন্তু হাথুরুসিংহে কী ঘূর্ণাক্ষরেও ভাবতে পেরেছিলেন, তারই হাতে বার বার উপেক্ষিত হতে থাকা মুমিনুল হক নামের এক লিটল বয়, টেস্ট ম্যাচটা বাঁচিয়ে দেবে!

মুমিনুল প্রথম ইনিংসে না হয় নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন। তাই বলে দ্বিতীয় ইনিংসেও! কিংবা লিটন দাসের মত ব্যাটসম্যান, প্রথম ইনিংসে যে বোকার মত বল ছাড়তে গিয়ে বোল্ড হয়েছিল প্রথম বলেই, সেই কি না হাথুরুর সাজানো বাগান তছনছ করে দেবেন! সব শেষে তারা পারলেন। পারলেন ম্যাচটাকে বাঁচিয়ে দিতে। বীরের মত লড়াই করে শেষ পর্যন্ত চট্টগ্রাম টেস্ট ড্র করলো বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছিল শেষ পর্যন্ত ৫ উইকেটে ৩০৭ রান। দিনের খেলা প্রায় ১৭ ওভার বাকি থাকতে যখন দেখা গেলো আর কারও জয়ের সম্ভাবনা নেই, তখন ম্যাচ সমাপ্তির আহ্বানই জানালেন দু’দলের দুই অধিনায়ক। আম্পায়াররাও ম্যাচ অমিমাংসিতভাবে শেষ করার ঘোষণা দিলেন।

ক্রিকেট এ কারণেই তো গৌরবময় অনিশ্চিয়তার খেলা। শেষ বল না হওয়া পর্যন্ত যে খেলা নিয়ে আগাম কোনো ভবিষ্যদ্বাণী করা যায় না। চতুর্থদিন শেষ বিকেলে পাকা ফলের মত টপাটপ তিন উইকেটের পতন ঘটলে বাংলাদেশ শিবিরে হারের শঙ্কা জেগেছিল ঠিক; কিন্তু ছোট শরীরে বিশাল হৃদয়ের অধিকারী মুমিনুল হক যেন ধনুভঙ্গ পণ করেই শেষ দিন ব্যাট হাতে মাঠে নেমেছিলেন। নিজের উজ্জীবিত হওয়ার মন্ত্রটা তিনি শুনিয়ে দিয়েছিলেন সঙ্গী লিটন কুমার দাসকেও। তাদের দু’জনের পরিকল্পনাই ছিল যেন, হাথুরুর সাজানো বাগান নষ্ট করে দেয়া।

সে কাজে তারা পুরোপুরি সফল। ১৮০ রানের অতিমানবীয় জুটি গড়ে শ্রীলঙ্কার হাতের মুঠো থেকে ম্যাচটি পুরোপুরি বের করে নিয়ে আসলেন তারা দু’জন। একই টেস্টের দুই ইনিংসে প্রথম বাংলাদেশী হিসেবে গৌরবময় সেঞ্চুরি উপহার দিলেন লিটল মাস্টার মুমিনুল হক। সঙ্গে লিটন কুমার দাস খেললেন অমিত সাহসী একটি ইনিংস। আক্ষেপ তার জন্য। নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটার ঠিক ৬ রান আগেই আউট হয়ে গেলেন; তবে ব্যাক্তিগত অর্জনের চেয়ে দলীয় অর্জণকেই রাঙিয়ে দিলেন তিনি। তার ৯৪ রানের এই ইনিংসটি বাংলাদেশের ম্যাচ বাঁচানোর ক্ষেত্রে কম ভূমিকা রাখেনি।

প্রথম ইনিংসে ৫১৩ রান করেও ২০০ রানে পিছিয়ে পড়তে হলো লঙ্কানদের ৭১৩ রানের কারণে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লঙ্কান স্পিনারদের খুব হিসেবি বোলিং আর টাইট ফিল্ডিংয়ের কারণে দলের বাটিং স্তম্ভ বলে পরিচিত তামিম ইকবাল, ইমরুল কায়েস কিংবা মুশফিকুর রহীমের উইকেট হারানোর পর ৫ম দিনটাকে বাংলাদেশের জন্য মনে হচ্ছিল বিশাল লম্বা একটি দিন।

১১৯ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষ করে বাংলাদেশ। হাতে মাত্র ৭টি উইকেট। ক্রিজে আশার প্রদীপ হয়ে জ্বলছিলেন কেবল মুমিনুল হক। তখন তার রান ১৮। পঞ্চমদিন ব্যাট করতে হবে রঙ্গনা হেরাথের মত বিশ্বের অন্যতম সেরা বাঁ-হাতি স্লো অর্থোডক্স স্পিনারকে মোকাবেলা করতে হবে। যে কি না এমন পরিস্থিতিতে বার বার প্রতিপক্ষের সামনে ভয়ঙ্কর রূপে হাজির হন। তারওপর বাংলাদেশ শিবিরে মুমিনুলছাড়া আর কোনো বাম হাতি ব্যাটসম্যান ছিল না। সবাই ডানহাতি। ডানহাতি ব্যাটসম্যানদের নামনে বাম হাতি স্পিনার দারুণ ভয়ঙ্কর হয়ে ওঠেন।

সেই হেরাথ, সান্দাকান, ধনঞ্জয়া ডি সিলভা, দিলরুয়ান পেরেরা, লাহিরু কুমারা, কুশল মেন্ডিস কিংবা সুরঙ্গা লাকমালদের চারদিকে খেলে ১৮০ রানের বিশাল জুটি গড়রলেন মুমিনুল আর লিটন কুমার দাস। ১০৫ রান করে মুমিনুল যখন আউট হলেন, তখন দলীয় রান ২৬১অ। ততক্ষণে লঙ্কানদের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। তখন শুধু লক্ষ্য ছিল কতটা নিরাপদ দুরত্বে যাওয়া যায়।

লিটন কুমার ভুলটা করলেন হেরাথের বলে বিগ শট খেলে সেঞ্চুরির ইচ্ছা করার কারণে। মিড অফে তার বলটা উঠে গেলে দিলরুয়ান পেরেরা দৌড়ে এসে সেটা তালুবন্দী করলেন। দলকে বাঁচালেও নিজে বাঁচতে পারলেন না। সেঞ্চুরি থেকে ৬ রান দুরে থাকতে সাজঘরে ফিরে গেলেন।

সারাদিনে খুব কষ্টকর হলেও লঙ্কান বোলারদের সাফল্য ছিল মাত্র এই দুটি উইকেট। বাকি সময়টা অনায়াসে পার করে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং মোসাদ্দেক হোসেন সৈকত। তারা দু’জন মিলে ২৮ রানের জুটি গড়লেও সেটাও ছিল খুব মূল্যবান। কারণ, একটা জুটি ভাঙলে বাংলাদেশের যে উইকেট পড়ার মড়ক লাগে, সেটা হতে দিলেন না অধিনায়ক মাহমুদউল্লাহ এবং মোসাদ্দেক সৈকত। ২৮ রান করে মাহমুদউল্লাহ এবং ৮ রান করে উইকেটে টিকে ছিলেন সৈকত।

লঙ্কান বোলারদের মধ্যে সফল রঙ্গনা হেরাথই বেশি। ৮০ রান দিয়ে যে তিনি নিয়েছেন ২ উইকেট! ১টি করে উইকেট নিলেন ধনঞ্জয়া ডি সিলভা, দিলরুয়ান পেরেরা এবং লক্ষ্মণ সান্দাকান।

এর আগে টেস্টের প্রথম দিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছিলো ৫১৩ রান। সর্বোচ্চ ১৭৬ রান করেছিলেন মুমিনুল হক। ৯২ রান করে আউট হন মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ করেন অপরাজিত ৮৩। তামিম ইকবাল করেছিলেন ৫২ রান। জবাব দিতে নেমে অসাধারণ ব্যাটিং করে শ্রীলঙ্কাও। তারা ৯ উইকেটে ৭১৩ রান তুলে ইনিংস ঘোষণা করে। ১৯৬ রান করেন কুশল মেন্ডিস। ১৭৩ রান করে আউট হন ধনঞ্জয়া ডি সিলভা। ১০৯ রান করেন রোশেনা সিলভা। ৮৭ রান করেন দিনেশ চান্ডিমাল। ৬২ রান করেন নিরোশান ডিকভেলা।

২০০ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে করে ৩০৭ রান। ১০৫ রান করে আউট হন মুমিনুল হক। ৯৪ রান করেন লিটন দাস এবং ৪১ রান করেন ইমরুল কায়েস। দুই ইনিংস মিলে ২৮১ রান করার কারণে ম্যাচ সেরার পুরস্কার ওঠে লিটল মাস্টার মুমিনুল হকের হাতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ১০ নেতা-কর্মীসহ আটক ৩৬

আসাদুজ্জামান: সাতক্ষীরায় পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ১০ নেতা-কর্মীসহ ৩৬ জনকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ১৩ টি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৬ জন, কলারোয়া থানা ৫ জন, তালা থানা ২ জন, কালিগঞ্জ থানা ৫ জন, শ্যামনগর থানা ৭ জন, আশাশুনি থানা ৫ জন, দেবহাটা থানা ৪ ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপী পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৮ উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ : ‘‘পাসপোর্ট নাগরিক অধিকার-নিঃস্বার্থ সেবাই অঙ্গিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সপ্তাহ ব্যাপি পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিস চত্বরে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের আয়োজনে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক এ.কে.এম আবু সাঈদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সপ্তাহ ব্যাপি পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৮ এর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় তিনি বলেন, ‘সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিস সততা ও নিষ্ঠার সাথে ব্যাপক সেবা দিয়ে যাচ্ছে। সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিস জেলা প্রশাসন, সনাক ও টিআইবি’র আয়োজনে সাতক্ষীরাতে অনুষ্ঠিতব্য তথ্য মেলা-২০১৭ এ পাসপোর্ট গ্রহীতাদের সর্বাত্তক সেবা দিয়ে সেরা স্টল হিসাবে প্রথম পুরস্কার পায় এবং জেলার উন্নয়ন মেলা-২০১৮ এ সর্বাত্তক সেবা দিয়ে সেরা স্টল হিসাবে দ্বিতীয় পুরস্কার পেয়েছে। এ থেকে বোঝা যায় যে, এ প্রতিষ্ঠানটি সততা ও নিষ্ঠার সাথে ব্যাপক সেবা দিয়ে যাচ্ছে। বিভিন্ন সময়ে আমি গোপনে লোক পাঠিয়ে দেখেছি এখানে সততার সাথে সর্বাত্তক সেবা দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, অনলাইন সেবা চালুর ফলে পাসপোর্ট ও ভিসা পেতে ভোগান্তি অনেকাংশে কমে এসেছে। পুলিশ ভেরিফিকেশন অনলাইনে চালু হলে এক্ষেত্রেও হয়রানি থাকবে না। তিনি কোনো ধরনের হয়রানি না করে আরও আন্তরিকতার সঙ্গে নাগরিকসেবা প্রদানের জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এন.এস.আই) সাতক্ষীরার উপ-পরিচালক মোজাম্মেল হক, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ ও দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যাণার্জি। এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অসংখ্য পাসপোর্ট গ্রহীতা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্ষুধা-দরিদ্র নির্মূলের মত জঙ্গি দমনেও শেখ হাসিনা সরকার সফল -জার্মানীতে এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ: বিশ্ব সন্ত্রাসবিরোধী সংগঠন ওয়ার্ল্ড এন্টি টেরোরিজম ওরগানাইজেশন এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জার্মানীর হেসেন প্রদেশের রাজধানী ভিসবাডেনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আমন্ত্রিত অতিথি জার্মানী সফররত সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি বলেন, সন্ত্রাস দমন সহ দেশের উন্নয়ন কর্মকান্ডে জার্মান সরকারের অবদান বাংলাদেশ সরকার কৃতজ্ঞতার সাথে স্বরণ করেন। তিনি আরো বলেন, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের জন্য সবচেয়ে বড় অন্তরায় হল সন্ত্রাস। সময়ের সাথে সাথে সন্ত্রাসের ব্যাপকতা ও তীব্রতা দুই-ই বেড়েছে। সন্ত্রাসবাদ কোনো একক বা বিচ্ছিন্ন সমস্যা নয়। সন্ত্রাসবাদ মোকাবিলায় এখন সময় হয়েছে একযোগে কাজ করার। জননেত্রী শেখ হাসিনা যেভাবে শক্ত হাতে, ক্ষুধা ও দরিদ্র নির্মূলে সফল ঠিক তেমনি জঙ্গি দমনেও সাফল্যের স্বাক্ষর রেখেছেন। সন্ত্রাসবাদ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

গত এক দশকে সংঘর্ষের তীব্রতা এবং সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সন্ত্রাসী হামলা বেড়েছে এবং ছড়িয়ে পড়েছে, সমাজ ধ্বংস হয়েছে এবং সমগ্র অঞ্চলে অস্থিতিশীলতার সৃষ্টি করেছে। গত বছর ১০০টির ও বেশি দেশে কমপক্ষে ১১ হাজার সন্ত্রাসী হামলা ঘটেছে, যার ফলে ২৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু এবং ৩৩ হাজার লোক আহত হয়েছে। বিশ্বায়নের এই যুগে একটি রাষ্ট্রের ব্যর্থতা দ্রুত তার প্রতিবেশীদের জন্য হুমকি হয়ে ওঠে এবং অনেকদূর অতিক্রম করতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ঐক্যের ডাক দিতে হবে। আমাদের সবার নীতি প্রণয়ন একতা, সংহতি এবং সহযোগিতা বাড়াতে হবে অর্থাৎ্ একতাবদ্ধ হতে হবে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সরকার ও নিরাপত্তা সংস্থার সহযোগিতা আরো জোরদার করার একটি জরুরি প্রয়োজন রয়েছে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সম্পর্কে এখনও কোনো ঐকমত্য নেই। কার্যকরী সন্ত্রাসবিরোধী পন্থা হিসেবে টেকসই কাউন্টার-টেরোরিজম ব্যবস্থা গড়ে তোলার আহবান জানান তিনি।’ এসময় সবধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বর্তমান বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেছেন জার্মানীর হেসেন প্রদেশের পার্লামেন্টের সদস্যরা।
মতবিনিময় সভায় ভিসবাডেন এর সি ডি ইউ এর সাধারণ সম্পাদক ও এমপি মানফ্রিড পেন্টস ও নিরাপত্তা বিষয়ক প্রাদেশিক পার্লামেন্ট এর সদস্য আলেকজান্ডার বাওয়ার বলেন, সন্ত্রাস দমনে শেখ হাসিনা সরকারের জিরো টলারেন্স নীতি অনেক দেশের জন্যেই অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সভাপতি মুক্তিযোদ্ধা মহসিন হায়দার মনি, সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু, সিনিয়র সহ-সভাপতি সাগির খান স্বপন, সাধারণ সম্পাদক মিসেস সাবরা খান। পরে জার্মানীতে বঙ্গবন্ধুর নামে একটি সড়ক ও প্রতিকৃতি নির্মাণের ও দাবি জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলে চুরি

নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা শহরের মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলে চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতের যে কোন সময় এ ঘটনা ঘটেছে বলে স্কুল সুত্রে জানাগেছে।
স্কুলের প্রিন্সিপাল শেখ আমিনুর রহমান কাজল জানান, আমরা প্রতিদিনের ন্যায় শনিবার বিকালে স্কুলে যাবতীয় কাজ কর্ম শেষে স্কুলে তালা লাগিয়ে চলে যায়। রোববার সকালে স্কুলে এসে দেখি স্কুলের অফিস রুমের তালার আংটা কাটা, স্কুলের কম্পিউটারটির খোলা, টেবিলের ড্রায়ার খোলা। তিনি দাবি করে বলেন, রাতের কোন এক সময় অজ্ঞাত চোর স্কুলে প্রবেশ করে ড্রায়ারে রাখা কিছু নগদ টাকা কম্পিউটারের মূল্যবান যন্ত্রাংশ এবং শিক্ষার্থীদের জন্য রাখা পুরস্কার নিয়ে যায়। একই রাতে স্কুলের পাশের বাড়ির গেটের তালা কেটেছে বলে তিনি জানান। এতে প্রায় ১০ থেকে ১২ হাজার টাকার ক্ষতি হয়ে বলে তিনি দাবি করেন। এঘটনায় সদর থানার এস আই রকিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে সম্প্রতি সাতক্ষীরা শহরের চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতি রাতেই শহরের কোন কোন স্থানে চুরির ঘটনা ঘটছে বলে শহরবাসীর দাবি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest