সর্বশেষ সংবাদ-
চতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভা

জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক হলেন টিটু

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা জেলা শাখার এক জরুরি সভা শুক্রবার সন্ধ্যা ৬ টায় জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি, সাবেক ছাত্রনেতা শেখ মারুফ হাসান মিঠুর সভাপতিত্বে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে (সৈয়দ কামাল বখ্ত সাকী সাহেবের বাসভবন) অনুষ্ঠিত হয়। সভায় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জেলা স্বেচ্ছাসেবকলীগের কার্যক্রম কে আরো গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, শেখ মঞ্জুরুল ইসলাম, শাহীনুর রহমান শাহীন, এড. সাঈদুজ্জামান জিকো, শেখ জাহাঙ্গীর কবির, শফিখান, এড.ফারুক হোসেন, শাহাদাৎ হোসেন, উজ্জ্বল হোসেন, মাজহারুল ইসলাম জীবন, রফিকুল ইসলাম, হযরত, ওলিউল, হাফিজুল, মিল্টন, রজব আলী, শওকাত হোসেন প্রমুখ। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে জেলার সাংগঠনিক সম্পাদকের শূন্য পদে সাবেক ছাত্রনেতা মোঃ ওয়াহিদুজ্জামান টিটুকে জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক পদে অন্তর্ভূক্ত করে অনুমোদন দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এতো রঙের চাল!

বাঙালি হিসেবে ভাত আমাদের প্রতিদিনের খাবার। রোজ ভাত খেলেও ধান কী ভাবে চাষ হয়, চাল কত প্রকার, কোন চালের কী গুণ সে সম্পর্কে অনেক কিছুই জানি না। হাতেগোনা কয়েক জাতের চালের নাম জানলেও। কত রকমের চাল আছে তা হয়তো জানা নেই আমাদের অনেকেরই। আসুন জেনে নেই চাল কত রকম।

সাদা চাল: ধান ভাঙার পর পালিশ করে তৈরি করা হয় হোয়াইট রাইস। আমরা সাধারণত প্রতি দিন সাদা চাল খেয়ে থাকলেও এই চালের পুষ্টিগুণ কম। সিদ্ধ হতেও কম সময় লাগে।

বাদামী চাল: ঢেঁকি ছাঁটা চাল হল ব্রাউন রাইস। সবচেয়ে পুষ্টিকর এই চাল। প্রচুর পরিমাণ থিয়ামিন ও আয়রন রয়েছে ব্রাউন রাইসে। হোয়াইট রাইসের তুলনায় প্রায় দ্বিগুণ সময় লাগে ব্রাউন রাইস সিদ্ধ হতে।

লাল চাল: অ্যান্থোসায়ানিন বেশি থাকার জন্য এই চালের রং লাল। রেড রাইস রান্না করতেও ব্রাউন রাইসের মতোই সময় লাগে। যে ধরনের রান্নায় চাল সারা রাত ভিজিয়ে রেখে সকালে বেটে তৈরি করতে হয় সে সব রান্নায় রেড রাইস ব্যবহার করা হয়।

কালো চাল: চিনে প্রচুর পরিমাণে এই বুনো চালের চাষ হয়। এই চালে প্রচুর অ্যান্থোসিয়ানিন, প্রোটিন, মিনারেল ও ফোলেট থাকে। এই চাল সিদ্ধ হতে সময় লাগে এবং অন্তত তিন চালের তিন গুণ পরিমাণ জল লাগে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ: ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ প্রকল্পের আওতায় মহান মুক্তিযুদ্ধে বীরোচিত অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বাসস্থান বীর নিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা ও বৈচনা গ্রামে প্রধান অতিথি হিসেবে নব-নির্মিত বাসস্থানের ফলক উন্মোচন করে উদ্বোধন করেন সাতক্ষীরা -০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধারা হচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের ত্যাগের বিনিময়ে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্র সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছেন। মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থানের ব্যবস্থা এবং তাদের সম্মানী ভাতা বৃদ্ধি করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর আমরা ছিলাম সবচেয়ে অবহেলিত। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করেছেন। তিনি পর্যায়ক্রমে সকল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থানসহ সবকিছুর ব্যবস্থা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের একমাত্র অভিভাবক। তার কাছে আমাদের কিছু চাওয়া লাগে না। তিনি মুক্তিযোদ্ধাদের জন্য কল্যাণকর কাজ করে যাচ্ছেন। অস¦চ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য পাকা বাসস্থান করে দিচ্ছেন। এছাড়া তিনি মুক্তিযোদ্ধাদের ফ্লাটবাড়ি করে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিশ্বের বুকে তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’ সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা ও বৈচনা গ্রামে বীর মুক্তিযোদ্ধা মো. নূর আলী গাজী ও বীর মুক্তিযোদ্ধা মো. মুছা আমিন এর নব-নির্মিত ঘর দুটির উদ্বোধন করা হয়েছে।
এলজিইডি’র বাস্তবায়নে ৭ লক্ষ ৩৫ হাজার ৫শ’২০ টাকা ব্যয়ে ‘বীর নিবাস’ নামে একতলা এসব বাড়িতে রয়েছে দুটি বেডরুম, একটি রান্নাঘর, একটি বাথরুম ও বারান্দা। সেই সঙ্গে গৃহপালিত পশুর জন্য আছে আলাদা একটি ঘর। সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. নূর আলী গাজী ও বীর মুক্তিযোদ্ধা মো. মুছা আমিন বলেন, বসবাসের ভালো ঘর ছিল না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে পাকা দালানের বাসস্থান উপহার দিয়েছেন। গরুর গোয়াল করে দিয়েছেন। সম্মানী ভাতা দিচ্ছেন। এছাড়া সব ধরনের সহায়তা দিয়ে আমাদের দুঃখকষ্ট লাঘব করেছেন। আমরা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। আমরা তার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি। তিনি যাতে আবার ক্ষমতায় আসতে পারেন, সেজন্য আল্লাহর দরবারে চোখের জলে দোয়া মোনাজাত করি।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা মো. হাসানুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আল-ফেরদৌস আলফা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক কামরুল ইসলাম, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা জুলমত আলী গাজী, আব্দুস সোবহান, আব্দুল গফ্ফার, সোয়েদ আলী, জোবেদ আলী, আবুল হোসেন, আব্দুল গফুর ও বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ফেডারেশন ভোমরা স্থলবন্দর শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আজিবুর রহমান আলিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নতুন রসায়নে প্রসেনজিৎ-ঋতুপর্ণার চমক !

বছর দুই আগে শিবপ্রসাদ ও নন্দিতা রুপোলি পর্দায় ফিরিয়ে এনেছিলেন বাংলার সোনালি জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। তবে এই জুটিকে প্রাক্তন হতে দেননি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ‘দৃষ্টিকোণে’-এর ফ্রেমে ধরা পড়েছে আবার সেই রসায়নের। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির পোস্টার। যেখানে ‘জাতিস্মর-এর পর আবার লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে দেখা গেছে বুম্বা দা-কে।

এই ছবিতে প্রসেনজিতের চোখে রয়েছে চমক। সেটা নতুন করে আর বলে দেওয়ার দরকার নেই। সূত্রের খবর, ছবির শ্যুটিংয়ের সময় বিশেষ ধরনের এই লেন্স পরে থাকতে থাকতে, অনেক সময় মাথা নাকি ঘুরে যেত নায়কের। গল্পে প্রসেনজিৎকে দেখা যাবে ডি. মিত্র নামে একজন বিখ্যাত আইনজীবীর ভূমিকায়। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন চূর্ণী। ঋতুপর্ণার চরিত্রের নাম মিসেস সেন। তিনি একটি মামলা নিয়ে আসবেন প্রসেনজিতের কাছে। কিন্তু তারপর কি হবে? সেটা জানতে আপনাকে অপেক্ষা করতে হবে পয়লা বৈশাখ পর্যন্ত।

তবে বাংলা ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায় নিজেই এক ঘরানা। তাঁর ছবি মানেই দর্শকের ভাবনার ভাঁড়ারে নতুন রসদ। এবার কৌশিকের ছবিতে প্রসেনজিৎ ও ঋতুপর্না। দর্শকের জন্য যে তা নয়া প্রাপ্তি তা বলার অপেক্ষা রাখে না। আপাতত তার অপেক্ষাতেই শুরু প্রহর গোনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল ঘোষণা

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি লঙ্কানরা জিতে নিয়েছে ছয় উইকেটে। আগামী ১৮ ফেব্রুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। ম্যাচ শেষে দেয়া সাক্ষাৎকারে টাইগার দলপতি মাহমদুউল্লাহ রিয়াদ সিলেটে ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেন।

তবে দ্বিতীয় ম্যাচের আগে দলে কোন পরিবর্তন আনেনি বিসিবি। দ্বিতীয় ম্যাচের জন্য ঘোষিত দলে প্রথম ম্যাচে ডাক পাওয়া সবাই আছেন। ইনজুরি থেকেই পুরোপুরি সুস্থ না হওয়ায় এ ম্যাচের একাদশে রাখা হয়নি সাকিবকে।

মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আমি মনে করি আমরা ১০-১৫ রান কম করেছিলাম। আমাদের স্কোর ২০০ রানের উপরে হওয়া উচিৎ ছিল। মুশি তিন নম্বর পজিশনে ব্যাট করেছে। সৌম্য ও জাকির ভালো শুরু করেছিল। শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের প্রতি কৃতজ্ঞতা। আমরা তাদের উপর চাপ সৃষ্টি করতে পারিনি। ব্যাটিং লাইন আপে আমাদের গভীরতা ছিল। বোলিংয়ে আমরা ভালো করতে পারিনি। আশা করি, সিলেটে আমরা উপরে থেকেই মৌসুম শেষ করব।’

আগামী ১৮ ফেব্রুয়ারি সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ রাহী, আফিফ হসেন, জাকির হোসেন, আরিফুল হক, মেহেদী হাসান, আবু হায়দার রনি, নাজমুল অপু, মোহাম্মদ মিঠুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘গাপটিল সাইক্লোনের’ পরও নিউজিল্যন্ডের হার!

নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আজ সাইক্লোন বয়ে গেল! আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার মার্টিন গাপটিল আর কলিন মুনরোর তাণ্ডবে ২৪৩ রানের পাহাড় গড়ল নিউজিল্যান্ড। সেঞ্চুরি হাঁকালেন গাপটিল। তারপরেও ডেভিড ওয়ার্নার-আর্চি শর্টের দুর্দান্ত ওপেনিং জুটিতে ৫ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া!

ট্রান্স-তাসমান সিরিজের আজকের ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। ব্যাটিং তাণ্ডব চলিয়ে ১০.৪ ওভারে ১৩২ রানের উদ্বোধনী জুটি গড়েন গাপটিল আর মুনরো। ৫৪ বলে ৬ চার ৯ ছক্কায় ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন গাপটিল। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। মুনরো ছিলেন আরও ভয়ংকর। সেঞ্চুরি না পেলেও খেলেন ৩৩ বলে ৬ চার ৬ ছক্কায় ৭৬ রানের ইনিংস। এছাড়া আর কেউ বড় রান করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে কিউইদের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ২৪৩ রান।

জবাবে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়াকে উড়ন্ত সূচনা এনে দেন ডেভিড ওয়ার্নার এবং আর্চি শর্ট। অজিদের ইনিংসে কোনো সেঞ্চুরি না থাকলেও দুই ওপেনারই হাফ সেঞ্চুরি হাঁকান। ওয়ার্নার ২৪ বলে ৪ বাউন্ডাই আর ৫ ওভার বাউন্ডারিতে ৫৯ আর ৪৪ বলে ৮ চার ৩ ছক্কায় ৭৬ রানের ইনিংস খেলেন শর্ট। ৮.৩ ওভারে ১২১ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গার পর গ্লেন ম্যাক্সওয়েল (১৪ বলে ৩১) আর অ্যারন ফিঞ্চের (১৪ বলে ৩৬*) ব্যাটে ৭ বল বাকী থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় পুলিশের অভিযানে নাশকতা মামলার ৩ আসামি আটক

কে. এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটায় থানা পুলিশের অভিযানে নাশকতা মামলায় ৩ জন আটক হয়েছে। শুক্রবার সকালে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন, ওসি (তদন্ত) শরিফুল ইসলাম, এসআই ইয়ামিন আলী সঙ্গীয় এএসআই আবুল কালাম, এএসআই মঞ্জুর-ই মতিন, এএসআই আব্দুল গনি বৃহষ্পতিবার রাতে উপজেলার ধোপাডাঙ্গা গ্রামের মৃত আব্দুর রহিম সরদারের ছেলে আব্দুস সামাদ সরদার (৪৮), উত্তর সখিপুর গ্রামের আব্দুল আজিজ মোল্লার ছেলে শাহিন আলম (৩২) ও দক্ষিণ পারুলিয়া গ্রামের জামশেদ মোল্লার ছেলে আবু জাফর মোল্লাকে আটক করেন। তাদেরকে দেবহাটা থানার মামলা নং- ৩(১)১৮ তে গ্রেফতার পূর্বক আদালতে প্রেরন করা হয়েছে বলে পুলিশ জানায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়

বহু মানুষই অক্সফোর্ড বা কেমব্রিজকে বিশ্বের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় বলে মনে করেন। যদিও এটি ভুল ধারণা।

বর্তমান বিশ্বে সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় হিসেবে জানা যায় মরক্কোর ফেস নামক স্থানে ৮৫৯ সালে প্রতিষ্ঠিত আল-কারাউইন বিশ্ববিদ্যালয়ের নাম। প্রায় ১৩০০ বছর আগে এক মুসলমান নারী এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, যার নাম ফাতিমা আল-ফিহরি।

আল-কারাউইনকে বিশ্বের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও এজন্য বিশ্ববিদ্যালয়টির নাম রয়েছে। অতীতে আরো প্রাচীন বিশ্ববিদ্যালয় ছিল। তবে সেগুলো এখন আর চালু নেই। তবে আল-কারাউইন বিশ্ববিদ্যালয়টি এখনো চালু রয়েছে। সে হিসেবে এটি বিশ্বের সবচেয়ে প্রাচীন ও চালু বিশ্ববিদ্যালয়।

মধ্যপ্রাচ্যে আল-কারাউইন বিশ্ববিদ্যালয়টি ছিল মুসলিম বিশ্বে নেতৃত্বদানকারী অন্যতম একটি আধ্যাত্মিক ও শিক্ষাবিষয়ক কেন্দ্র। এটি মূলত ইসলাম শিক্ষাবিষয়ক বিশ্ববিদ্যালয়। তবে এ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন বেশ কয়েকজন ইহুদি দার্শনিকও।
বিশ্ববিদ্যালয়টি ইসলামিক বিশ্ব এবং ইউরোপের মধ্যে সাংস্কৃতিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মানচিত্রকার মোহাম্মদ আল ইদ্রিসী, যাঁর মানচিত্র রেনেসাঁর সময় ইউরোপিয়ানদের গবেষণা করতে সাহায্য করেছিল; তিনি এখানে পড়ালেখা করেছিলেন। এই বিশ্ববিদ্যালয়ে বিপুলসংখ্যক পণ্ডিত ও বুদ্ধিজীবী পড়ালেখা করেছিলেন, যাঁরা মুসলিম ও ইহুদি বিশ্বকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest