সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে শহীদের স্মরণে দুঃস্থদের মাঝে জামায়াতের খাবার বিতরণদেবহাটায় বিয়ের প্রলোভনে কলেজ শিক্ষার্থীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে থানায় মামলাস্বৈরাচার ঠেকিয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার এনসিপিরসাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের চাপায় ভ্যান চালকের মৃত্যুকোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়–সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদেররাষ্ট্রপতির ক্ষমার আগে ভুক্তভোগী ও পরিবারের মতামত নেওয়ার প্রস্তাবতালায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিতভোমরায় জামায়াতের হুইল চেয়ার বিতরণসাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ইটাগাছা এলাকা পরির্দশনে সদর ইউএনও

এবার লেভান্তের বিপক্ষেও রিয়ালের হোঁচট

চলতি মৌসুমটা মোটেও ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। আর সেই ধারাবাহিতকাতেই সর্বশেষ লেভান্তের বিপক্ষে ২-২ গোলে ড্র করে হোঁচট খেল জিনেদিন জিদানের শিষ্যরা।

শনিবার লা লিগার নিচের সারির দল লেভান্তের মাঠ স্তাদিও সিউইদাদ ডি ভ্যালেন্সিয়ায় আতিথিয়েতা নিতে যায় রিয়াল। তবে দু’বার এগিয়ে গিয়েও শেষ রক্ষা হল না। ম্যাচের ১১ মিনিটে অবশ্য এগিয়ে যায় রিয়াল। অধিনায়ক সার্জিও রামোসের লিগে ৫০তম গোলে লিড পায় দলটি। তবে ৪২ মিনিটে প্রতিপক্ষের ঘানাইয়ান স্ট্রাইকার এমানুয়েল বোয়েটাংয়ের গোলে সমতা পায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা ইসকো ৮১ মিনিটে গোল করে ফের দলকে এগিয়ে দেন। কিন্তু নির্ধারিত সমেয়র এক মিনিট আগে জামপাওলো পাজ্জিনি গোল করলে শেষ হয়ে যায় রিয়ালের আশা।

এই প্রতিপক্ষের বিপক্ষে মৌসুমের প্রথম লেগেও ঘরের মাঠে ড্র করেছিল রিয়াল।

লিগে ২১ ম্যাচে এই নিয়ে ষষ্ঠ ড্র করা রিয়াল ৩৯ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা-উপজেলায় সতর্ক থাকার নির্দেশনা আওয়ামী লীগের

সব জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীকে সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশনা পাঠিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত শনিবার পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়েছে।

আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

দলটির নেতাদের ভাষ্য অনুযায়ী নির্বাচনী কেন্দ্রভিত্তিক কমিটি গঠন, নির্বাচনী পোলিং এজেন্টদের ট্রনিংয়ের জন্য কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে যোগাযোগ করা, বিএনপি ও জামায়াত জোটের সন্ত্রাস, নৈরাজ্য ও গণবিরোধী রাজনীতির বিরুদ্ধে জনগণকে সজাগ, সতর্ক করা এবং সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা পাঠানো হয়েছে।

ওবায়দুল কাদেরের পাঠানো চিঠিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্যও তাগিদ দেয়া হয়েছে। বলা হয়েছে, একাদশ সংসদ নির্বাচন নিকটে চলে এসেছে, ফলে এক মুহূর্তও সময় নষ্ট করা যাবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৃথিবীকে পরমাণু যুদ্ধ থেকে বাঁচিয়েছিলেন যিনি

১৯৮৩ সালের ২৮ সেপ্টেম্বর। মস্কো থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে সামরিক কমান্ডো সেন্টারে ডিউটি শিফট পরিবতর্ন হয় রাতে। সোভিয়েত বিমান বাহিনীর অফিসার ৪৪ বছর বয়সী লেফটেনেন্ট কর্নেল স্তানিসলাভ পেত্রোভের রাতের ডিউটি শুরু হয়। পেত্রোভ ছিল তখনকার প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র ও তৎকালীন ‘ইউনিয়ন অব সোভিয়েত সোস্যালিস্ট রিপাবলিক’ (ইউএসএসআর)-এর মধ্যে চলছিল ঠাণ্ডা লড়াই (কোল্ড ওয়ার)।উভয় দেশের নেতৃত্বে ভাগ হয়ে পড়ে গোটা দুনিয়া।

৩৪ বছর আগের ওই রাতে পেত্রোভ দায়িত্ব বুঝে নেন।দায়িত্ব নিয়ে তিনি সামরিক কেন্দ্রের বৃহৎ পর্যবেক্ষণ যন্ত্রটিতে চোখ রাখেন।যেটি ছিল সুপার কম্পিউটার পরিচালিত।৪টি গোয়েন্দা উপগ্রহ কেন্দ্র থেকে পাঠানো তথ্য প্রদর্শন করত সেটি। যুক্তরাষ্ট্র ও তাদের নিয়ন্ত্রণে থাকা মহাসাগর অঞ্চলের তথ্য দেখা যেত ওই কম্পিউটারে।

পেত্রোভ দায়িত্ব নেয়ার ১৫ মিনিট পরেই কম্পিউটার সংকেত দিতে শুরু করে। ইলেক্ট্রিক মানচিত্রে দেখা যায়, যুক্তরাষ্ট্র রাশিয়ার উদ্দেশ্যে মিসাইল নিক্ষেপ করেছে। স্যাটেলাইটের পাঠানো সংকেতে দেখা যায়, নিক্ষিপ্ত মিসাইল পরমাণু অস্ত্র বহন করছে। যুক্তরাষ্ট্রের নবম সামরিক বেজ থেকে এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

সঙ্গে সঙ্গে পেত্রোভ সোভিয়েত নেতাদের কাছে সেই সংকেত পাঠিয়ে দেয়। সংকেত পাঠানো হয় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের কাছে। দ্রুততার সঙ্গে ঊর্ধ্বতন মহল থেকে পেত্রোভকে পাল্টা হামলার প্রস্তুতি নিতে বলা হয়।

তখন পেত্রোভের অধীনে প্রায় ১০০ কমান্ডার ছিল। সবাই ইলেক্ট্রিক মানচিত্রে দেখতে পান, রাশিয়ার দিকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।সেকেন্ডে ৭ দশমিক ৮ কিলোমিটার গতিসম্পন্ন ওই ক্ষেপণাস্ত্রটি মাত্র ৪০ মিনিটের মধ্যে মস্কোতে আঘাত হানবে।

কম্পিউটারে হামলার সর্বোচ্চ হুমকিমূলক সংকেত দেখাতে থাকে। অনেক কমান্ডারের মুখ ফ্যাকাশে হয়ে যায়। কিন্তু পেত্রোভ ছিলেন ধীর-স্থির।

এর ৪ সপ্তাহ আগে সোভিয়েত ২৬৯ জন যাত্রীসহ দক্ষিণ কোরিয়ার একটি যাত্রীবাহী বিমান নামিয়ে নেয়। যার মধ্যে একজন যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান ছিল। বিমানটি অবৈধভাবে সোভিয়েত সীমানায় প্রবেশ করে।

তার কিছুদিন পর সোভিয়েত সশস্ত্র অবস্থায় আফগানিস্তানে শতাধিক সৈন্য পাঠায়। এসব নিয়ে যুক্তরাষ্ট্র ও সোভিয়েতের মধ্যে চরম উত্তেজনা চলছিল। এ সময়ের পরিস্থিতি হামলার আশংকাও অমূলক ছিল না।

ঊর্ধ্বতন মহল থেকে পেত্রোভকে ফোন করে পাল্টা পরমাণু হামলার জন্য চাপ দেয়া হয়। পরমাণু বোমা হামলার জন্য পুরো টিম প্রস্তুত রয়েছে। লাল বোতামটি চাপা মাত্রই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে নিক্ষেপ হবে পাল্টা পরমাণু বোমা।

সামরিক বাহিনীর কয়েক হাজার সদস্য ও কর্মকর্তারা সম্পূর্ণ প্রস্তুত। তারা সবাই পেত্রোভের নির্দেশের জন্য অপেক্ষা করছে। পেত্রোভ নির্দেশ দিলে ১ বা ২ সেকেন্ডের মধ্যেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পরমাণু বোমাবাহী মিসাইল ছুটতে শুরু করবে।

এমন সময় পেত্রোভ খেয়াল করেন,কম্পিউটার যে সংকেত দেখাচ্ছে সেখানে উড়ন্ত মিসাইলের সংকেত দেখা যাচ্ছে না। একইসঙ্গে মিসাইলের পেছনের অংশ বোঝা যাচ্ছে না।

তিনি তখন দেখেতে পান যুক্তরাষ্ট্র পরমাণু বোমা প্রতিরোধী কোনো ব্যবস্থা কার্যকর করেছে এমন কোনো সংকেতও দেখা যাচ্ছে না।তখনই কম্পিউটারের দেখানো তথ্য নিয়ে তার সন্দেহ হয়।

তার মনে হয়, যদি যুক্তরাষ্ট্র পরমাণু বোমা নিক্ষেপ করে তাহলে পাল্টা পরমাণু বোমা থেকে রক্ষার জন্য ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা প্রস্তুত করবে। কিন্তু যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা প্রস্তুত করেনি।

অন্যদিকে সোভিয়েতের ভূমিভিত্তিক রাডারে কোনো সংকেত ধরা পড়েনি। যখনই তিনি বুঝতে পারেন পরমাণু হামলা হয়নি এবং পাল্টা হামলা না করাটাই সঠিক সিদ্ধান্ত।

পেত্রোভ বলেন, আমি বুঝতে পারি কম্পিউটারে দেখানো সিগন্যাল ভুল। তখন আমি চিৎকার দিয়ে উঠি এবং বলতে থাকি এটি সম্পূর্ণ ভুল সংকেত, ভুল সংকেত। তখন আমি সিদ্ধান্ত নেই, কম্পিউটারকে বিশ্বাস করা যাবে না।

কিছুক্ষণ পর তারা কম্পিউটারের সমস্যা শনাক্ত করতে পারে বলে তৎকালীন সোভিয়েত বিমান বাহিনীর প্রধান কর্নেল জেনারেল উরি ভেটিনসেভ রাশিয়ার একটি গণমাধ্যমকে জানিয়েছিলেন।

এ নিয়ে পরে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত করে ওই কম্পিউটারে আরো কিছু সমস্যা শনাক্ত করে।

তদন্তে এও ধরা পড়ে, সূর্যের আলোর প্রতিফলনের কারণে সোভিয়েত স্যাটেলাইটে ভুল বার্তা পাঠাচ্ছে। যখন সূর্যের আলো থেকে স্যাটেলাইটটি অন্ধকারের মধ্যে পড়তে শুরু করে তখনকার ওই পরিবর্তনের সংকেতকে স্যাটেলাইটে মিসাইল হামলার সংকেত হিসেবে দেখাচ্ছে।

পেত্রোভ ১৯৮৪ সালে অবসরে যান। এরপর তিনি একটি গবেষণা প্রতিষ্ঠানে চাকরি করেন। ৭৭ বছর বয়সে ২০১৭ সালের ১৭ মে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

পেত্রোভের এই সিদ্ধান্তের গল্প ১৯৯১ সালে প্রথম পত্রিকায় প্রকাশিত হয়। কিন্তু এর জন্য রাশিয়ায় পেত্রোভকে কোনো পুরস্কৃত করা হয়নি। বরং অনেকে তাকে সন্দেহের চোখে দেখতে থাকে।

তবে ২০০৬ সালে নিউইয়র্কভিত্তিক যুদ্ধবিরোধী সংস্থা ‘অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড সিটিজেন’ থেকে পেত্রোভভকে ১৯৮৩ সালের ওই সিদ্ধান্তের জন্য পুরস্কৃত করে।

২০১৪ সালে ড্যানিশ চলচ্চিত্রকার পিটার এ্যান্থোনি তাকে নিয়ে ‘দ্যা ম্যান হু সেভ না ওয়ার্ল্ড’ নামে একটি ডকুমেন্টারি তৈরি করে, যেটি পুরস্কৃত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সবার চোখ আদালতের দিকে

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন বিচারক। এ মামলায় খালেদা জিয়া প্রধান আসামি হওয়ায় কী রায় হচ্ছে তা জানার আগ্রহ সবার। তিনি খালাস পাবেন, নাকি দোষী সাব্যস্ত হয়ে কারাগারে যাবেন, জানার জন্য সবার দৃষ্টি আদালতের দিকে। খালেদা-তারেকের বিরুদ্ধে থাকা এ মামলার রায় নিয়ে নানা প্রশ্নও ঘুরপাক খাচ্ছে সবখানে। আইনাঙ্গনও এ আলোচনার বাইরে নেই। রাষ্ট্রপক্ষ ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা এ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করলেও বিএনপিপন্থি আইনজীবীদের মন্তব্য এর পুরোপুরি বিপরীত।

মামলাটি সম্পর্কে বিশ্লেষণ করতে গিয়ে আইনজীবীরা বলছেন, এ মামলায় দণ্ডবিধি ও দুদক আইনের ধারা দুটোই রয়েছে। দণ্ডবিধির অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। আর দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ শাস্তি সাত বছরের কারাদণ্ড। তবে সাজা এক বছরের নিচে হলে আপিলের শর্তে বিবাদী তাত্ক্ষণিক জামিনের আবেদনে যেতে পারবেন কিনা তা নিয়ে পরস্পরবিরোধী মত দিচ্ছেন তারা। যে যাই বলুক, ৮ ফেব্রুয়ারিই মিলবে এসব প্রশ্নের উত্তর।

এ বিষয়ে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, ‘খালেদা জিয়ার মামলাটি সংবেদনশীল। আমরা তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে পেরেছি। এখন রায়ের অপেক্ষা। তার বিরুদ্ধে দণ্ডবিধি অনুযায়ী অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ যাবজ্জীবন এবং দুর্নীতির ধারায় সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। আমরা বিচারাধীন বিষয়ে খুব বেশি কথা বলতে চাই না।’ এক বছরের কম সাজা হলে খালেদা জিয়াকে কারাগারে যেতে হবে, নাকি তিনি সেই মুহূর্তে জামিন চাইতে পারবেন— এমন প্রশ্নে আইনজীবী কাজল বলেন, ‘যদি এক বছরের কম সাজা হয় তবে আপিলের শর্তে তিনি তাত্ক্ষণিক জামিন চাইতে পারবেন।’ সেই জামিনের আবেদন যে আদালত রায় দেবে সেখানেই করা যাবে, নাকি কারাগারে গিয়ে করতে হবে— এমন প্রশ্নে তিনি বলেন, ‘হ্যাঁ, ওই আদালতেই তাত্ক্ষণিকভাবে বিবাদী তা করতে পারবেন।’

এদিকে মামলাটির বিচার প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষ দুর্নীতি বা দণ্ডবিধির কোনো অভিযোগই প্রমাণ করতে পারেনি বলে আবার দাবি করেছেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আদালতে দুর্নীতির মামলার যে ধারা, সেটি বা দণ্ডবিধির ৪০৯ ধারা কোনোটিই প্রমাণিত হয়নি। আমরা আশাবাদী তিনি (খালেদা জিয়া) খালাস পাবেন।’ এদিকে ফৌজদারি আইন বিশেষজ্ঞ ও আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে যে ধারায় মামলা, তা যদি প্রমাণিত হয়, তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন এবং সর্বনিম্ন ১৪ বছরের জেল। আদালত নিজ বিবেচনায় ভিন্ন দণ্ড দিতে পারে কিন্তু সর্বনিম্নের বাইরে যাওয়ার কোনো বিধান নেই। দুর্নীতি মামলায় যদি এক বছরের নিচে সাজা হয় তাহলেও খালেদা জিয়াকে কারাগারে গিয়েই আপিল করতে হবে।’ কোনো মামলায় এক বছর বা তার কম সময়ের শাস্তি হলে আপিল করার শর্তে জামিন পাওয়ার সুযোগ আছে কিনা এবং তা ওই আদালতেই তাত্ক্ষণিক করা যাবে কিনা— জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে সাজা এক বছর হওয়ার সুযোগ একেবারেই নেই। জামিন চাইতে হলে খালেদা জিয়াকে কারাগারে গিয়ে আপিল করতে হবে।’

সংবিধানের ৬৬ অনুচ্ছেদের (২)(ঘ) উপ-অনুচ্ছেদে সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতার বিষয়ে বলা আছে। এ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘তিনি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হইয়া অন্যূন দুই বৎসরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাহার মুক্তিলাভের পর পাঁচ বৎসরকাল অতিবাহিত না হইয়া থাকে’ তাহলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য হবেন। সংবিধানের এ ধারা অনুযায়ী খালেদা জিয়া দণ্ডিত হলে নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, তা নিয়ে আইনজীবীদের ভিন্নমত পাওয়া গেছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ কতটুকু— সে ব্যাপারে জানতে চাইলে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, ‘ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হলে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে একটি সাংবিধানিক বার (বাধা) রয়েছে। ন্যূনতম দুই বছর দণ্ডপ্রাপ্ত হলে এবং এরপর পাঁচ বছর অতিবাহিত না হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।’ হাই কোর্ট যদি সাজা স্থগিত করে এবং আসামিকে জামিন দেয়, সে ক্ষেত্রে নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা— জানতে চাইলে সাবেক এই আইনমন্ত্রী বলেন, ‘সাজা স্থগিত করলে তো সাজা বাতিল হলো না। সাজা খাটা হলো না। সে ক্ষেত্রে পারবেন না।’

তবে ড. শাহ্দীন মালিক এ বিষয়ে ভিন্নমত প্রকাশ করে বলেন, ‘আমি যদ্দুর জানি, ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি এখনো সেটেল হয়নি। কোনো রায়ে নেই, আবার আইনও হয়নি। অনেক আগে একটি রায়ে বিচারপতি জয়নাল আবেদীন বলেছিলেন, নির্বাচনে অংশ নিতে পারবেন। আর বিচারপতি খায়রুল হক বলেছেন পারবেন না। বিষয়টি সুরাহার জন্য তৃতীয় কোনো বেঞ্চে যায়নি।’

এদিকে রায়ে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারেই যেতে হবে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তার গুলশানের বাড়িকে ‘সাবজেল’ ঘোষণা করা হতে পারে এমন গুঞ্জন শোনা গেলেও এখন তা হচ্ছে না। মঙ্গলবার পুলিশের ওপর হামলার পর চূড়ান্ত পর্যায়ে হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একাধিক নির্ভরযোগ্য সূত্র এমনটি জানিয়েছে। ১০ বছর আগে এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৯ সালের ৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রধান আসামি করা হয় মামলায়। এ ছাড়া তার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও এ মামলার আসামি। বিদেশে অর্থ পাচারের দায়ে সাত বছর কারাদণ্ডের রায় মাথায় নিয়ে তারেক রহমান পালিয়ে আছেন দেশের বাইরে। এ মামলায়ও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। মামলার ছয় আসামির মধ্যে খালেদা জিয়া জামিনে রয়েছেন। মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ রয়েছেন কারাগারে। আর তারেক ছাড়াও সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক। রাষ্ট্রপক্ষ এ মামলায় ৩৬ জন সাক্ষীর মধ্যে ৩২ জনকে আদালতে উপস্থাপন করে। তাদের জবানবন্দি উপস্থাপনের পর আসামিপক্ষ জেরা করেছে। এরপর আসামিপক্ষও তাদের পক্ষে সাফাই সাক্ষী উপস্থাপন করেছে আদালতে। গত বছর ২০ ডিসেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। এদিন খালেদা জিয়াসহ সব আসামির সর্বোচ্চ শাস্তি চেয়ে যুক্তি উপস্থাপন শেষ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। দণ্ডবিধির ৪০৯, ১০৯ এবং দুদক আইনের ৫(২) ধারায় শাস্তি প্রার্থনা করেন তিনি। এরপর ২১, ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর এবং ৩, ৪, ১০, ১১ ও ১৬ জানুয়ারি খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেন তার আইনজীবীরা। যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রতিদিনই খালেদা জিয়া আদালতে উপস্থিত ছিলেন। সব মিলিয়ে ২৩৬ কার্যদিবস শুনানির পর মামলাটির রায়ের দিন ঠিক হলো।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সেন্সর বোর্ডে যাচ্ছে ‘বিজলী’

সেন্সর বোর্ডের জন্য প্রস্তুত চলচ্চিত্র ‘বিজলী’। চলতি সপ্তাহেই সেন্সর বোর্ডে ছবিটি জমা দেওয়া হবে বলে জানিয়েছেন ছবির নায়িকা ও প্রযোজক ববি। ছবিটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। ছবিতে ববির সঙ্গে অভিনয় করেছেন কলকাতার রণবীর।

নায়িকা ববি বলেন, ‘আমরা ছবির কাজ শেষ করেছি, চলতি সপ্তাহে ছবিটি সেন্সর বোর্ডে জমা দিতে পারব। কাজটি শেষ করতে পেরে ভালো লাগছে। দর্শক ছবিটি পছন্দ করলে সামনে আরো ছবি নির্মাণ করব।’

দর্শকদের ধন্যবাদ দিয়ে ববি বলেন, ‘আমি এই ছবির জন্য গত একটা বছর অনেক কষ্ট করেছি। বিশ্ব মানের একটি ছবি নির্মাণ করার জন্য যত চেষ্টা, আমরা সব করেছি।

অবশ্য এরই মধ্যে তার ফলও পেয়েছি। কারণ, ছবির একটি গান রিলিজ করা হয়েছে ইউটিউবে। প্রকাশের পর দর্শকদের আগ্রহ আর প্রশংসা আমাদের মুগ্ধ করেছে। আমি চেলেঞ্জ করে বলতে পারি ছবিটিও সবার পছন্দ হবে।

ছবিটি কেন বিশ্ব মানের মনে হলো জানতে চাইলে ববি বলেন, ‘আমি চলচ্চিত্র যতটা বুঝি তা হলো, একটি সিক্যুয়েন্স বাস্তব সম্মতভাবে ক্যামেরায় ধারণ করা। দেখে যেন মনে হয় এটা গল্প বা সিনেমা নয়। সেক্ষেত্রে আমার দেশে ছবি করতে গেলে শিল্পী প্রযুক্তি, সময়, বাজেট যেকোনো একটার অভাবে কোনো রকমভাবে বা কিছুটা ফাঁকি দিয়ে শুটিং করি। এ কারণে ছবিটি পরিপূর্ণ হয় না। আমি আমার ছবিতে সব কিছু পরিপূর্ণ দিয়েছি। এতে বাজেট বেশি লেগেছে, সময় বেশি লেগেছে। তবে ছবিটা নিখুঁত হয়েছে।

ছবিতে ববি ও নবাগত নায়ক রণবীর ছাড়াও অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, আহমেদ রুবেল, শতাব্দী রায় প্রমুখ। সিনেমাটি নির্মিত হচ্ছে ববির প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার থেকে। ছবির চিত্রনাট্য লিখেছেন ভারতের পেলে ভট্টাচার্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হলুদ খেলে বৃদ্ধি পায় যে শারীরবৃত্তীয় ক্ষমতা

রান্না হোক কিংবা অন্যান্য কাজে, হলুদের গুণাগুণ কখনই অগ্রাহ্য করা যাবে না। প্রাচীনকাল থেকেই বিভিন্ন জটিল রোগ নিরাময়েও ব্যবহার করা হয়ে থাকে এই হলুদ। এছাড়া আয়ুর্বেদিক জগতেও বেশ সুনাম আছে এই জিনিসটির।

এখানেই শেষ নয়, গবেষণা বলছে, স্মৃতিভ্রমকেও নাকি দূর করার ক্ষমতা রাখে হলুদ। নিয়মিত হলুদ খেলে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়। এছাড়া যাদের ভুলে যাওয়ার রোগ রয়েছে, তাদের স্মৃতিশক্তি বেড়ে যায়।

প্রায়শই বিভিন্ন জিনিস ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে ৫০–৯০ বছর বয়সী এমন ৪০ জনের ওপরে চালানো হয় সমীক্ষা। ৪০ জনের মধ্যে ২০ জনকে প্রতিদিন ৯০ মিলিগ্রাম হলুদ খাওয়ানো হয়। ১৮ মাস পর দেখা যায়, যে ২০ জন নিয়মিত হলুদ খেয়েছেন তারা মানসিকভাবে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছেন।

এমনকী স্মৃতিশক্তিও আগের তুলনায় অনেক ভাল হয়েছে। এরপরই বেশ কয়েকজন অ্যালঝাইমার্স রোগীদের ওপরে পরীক্ষা করেও সুফল পান গবেষকরা। তারপরই তারা এই সিদ্ধান্তে উপনীত হন যে, সত্যিই হলুদ খেলে দূর হতে পারে স্মৃতিভ্রম। তবে একদিনেই ফল পাবেন না। নিয়মিত বেশ কিছুদিন ধরে হলুদ খেতে হবে। ‌‌

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চীনকে চাপে রাখতে সুড়ঙ্গ তৈরির পরিকল্পনায় ভারত

নতুন করে প্রতিরক্ষা খাতে বাজেট ঠিক করেছে ভারত সরকার। আর সেই বাজেটেই চীনকে আরও চাপে রাখতে রয়েছে নতুন পরিকল্পনা।

গত বছরের শেষেই ডোকা লা সীমান্তে ভারত ও চীনের সেনার মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। ভারত সীমান্ত দিয়ে পাকিস্তানের সাহায্য চীন একটি বিশেষ করিডরও তৈরি করছে। এর ফলে স্বাভাবিক ভাবেই চাপে ছিল ভারত। কিন্তু সেই চাপ কাটিয়েই এবার নতুন করে অরুণাচল সীমান্তে সুড়ঙ্গ তৈরি করার কথা ভেবেছে ভারত।

বাজেট ঘোষণার সময়ই অরুণ জেটলি সেই ঘোষণাই করলেন। জানিয়ে দিলেন সেলা পাসের নীচ দিয়ে প্রায় ১৪ কিলোমিটার দৈর্ঘ্যের একটি সুড়ঙ্গ তৈরি করা হবে। যে পথ দিয়ে দীর্ঘ পথ অনেক সহজে অতিক্রম করতে পারবে সেনা। ফলে স্বাভাবিক ভাবে সীমান্তে কোনও ঝামেলা বাধলে ভারতীয় সেনার পক্ষ থেকেও দ্রুত উত্তর দেওয়া সম্ভব হবে।

যদিও, ডোকা লা সীমন্তে ঝামেলা হওয়ার পরেই দু’‌দেশের প্রশাসনের মধ্যে একাধিক আলোচনা হয়েছে। বরফও কিছুটা গলেছে। এখন অরুণাচল সীমন্তে আর চাপা উত্তেজনা নেই। কিন্তু তবুও ভারত চীনের সীমান্ত নিয়ে আগে থেকেও প্রস্তুত থাকতে চাইছে ভারত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুলিশ সোর্সের চোখ তুলে নিল মাদক ব্যবসায়ীরা

নারায়ণগঞ্জের ফতুল্লায় কুতুবপুর এলাকায় মাসুদ পারভেজ নামে ডিবি পুলিশের এক সোর্সের ডান চোখ উপড়ে ফেলেছে মাদক বিক্রেতারা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুতুবপুরের শরীফবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মাসুদ পারভেজ ফতুল্লা মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সোর্স হিসেবে কাজ করে আসছে। কয়েক মাস আগে পারভেজের দেয়া তথ্যে কুতুবপুরের চিহ্নিত মাদক বিক্রেতা রহমানের ভাই সজলকে পুলিশ গ্রেফতার করে। এরপর থেকে মাদক বিক্রেতা রহমান ও তার সহযোগীরা সোর্স পারভেজের উপর ক্ষিপ্ত ছিল। শুক্রবার পারভেজের কাছে তথ্য ছিল যে, আকন গলিতে বড় ধরনের মাদকের চালান আসছে। সংবাদটি জেলা ডিবি পুলিশের এসআই রবি চৌহানকে দিয়েছিল পারভেজ।

শুক্রবার সকাল থেকে পারভেজ আকন গলিতে অবস্থান করছিল। শনিবার রাত ৮টার দিকে আকন গলিতে মাদক বিক্রেতা রহমান, এনামুল, আকবর ও লিখনসহ ৭/৮ জন পারভেজকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তারা পারভেজকে মারধর করে। এক পর্যায়ে পারভেজকে মাটিতে ফেলে তার ডান চোখ উপড়ে ফেলে মাদক ব্যবসায়ীরা।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টার (অপারেশন) মুজিবুর রহমান বলেন, ঘটনাস্থলে একজন অফিসার পাঠানো হয়েছে। আসামি গ্রেফতারে চেষ্টা চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest