সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে শহীদের স্মরণে দুঃস্থদের মাঝে জামায়াতের খাবার বিতরণদেবহাটায় বিয়ের প্রলোভনে কলেজ শিক্ষার্থীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে থানায় মামলাস্বৈরাচার ঠেকিয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার এনসিপিরসাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের চাপায় ভ্যান চালকের মৃত্যুকোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়–সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদেররাষ্ট্রপতির ক্ষমার আগে ভুক্তভোগী ও পরিবারের মতামত নেওয়ার প্রস্তাবতালায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিতভোমরায় জামায়াতের হুইল চেয়ার বিতরণসাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ইটাগাছা এলাকা পরির্দশনে সদর ইউএনও

প্লাস্টিক সার্জারি করেছেন যেসব বলিউড অভিনেত্রী!

ইশ্বর যা দেননি, তা দিয়েছেন ডাক্তররা। বলিউডের বেশ কয়েকজন নায়িকাদের সৌন্দর্য নিয়ে এই কথাটা ইন্ডাস্ট্রিতে খুব প্রচলিত। বলা হচ্ছে বলিউড অভিনেত্রীদের প্লাস্টিক সার্জারির মাধ্যমে চেহারা পরিবর্তনের কথা। প্লাস্টিক সার্জারির মাধ্যমে অভিনেত্রীর আগের ও এখনকার ছবির অনেক ফারাক। এক নজরে দেখে নিন-

১. শ্রীদেবী:

বলিউডের চিরকালীন সৌন্দর্য্যের মুখ তিনি। কিন্তু তাঁর সুন্দর নাকটা নাকি প্লাস্টিক সার্জারির দান।

২. ঐশ্বরিয়া রায়:

নিখুঁত সুন্দরী হিসেবেই বলিউড তাঁকে পরিচয় দেয়। কিন্তু ঐশ্বর্যার এই নিখুঁত সৌন্দর্য নাকি ডাক্তারদের দান।

৩. প্রিয়াঙ্কা চোপড়া: সুন্দর নাক, ঠোঁট সব কিছুই প্লাস্টিক সার্জারির দান।

৪. শিল্পা শেঠি:
ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত লাস্যময়ীর খেতাবটা তাঁরই দখলে। তবে প্লাস্টিক সার্জারিতে মুখের অবয়ব পুরোদস্তুর যেন বদলে ফেলেছেন শিল্পা। আবেদনময়ী রূপ থেকে বরং তাতে এখন ভারতীয় নারীর সারল্যই বেশি, সবই চিকিৎসকের কৃতিত্ব!

৫. শ্রুতি হাসান:

বলিউডের সৌন্দর্যের দক্ষিণা বাতাস তিনি। কমল হাসানের মেয়ের সৌন্দর্যের পাগল ভক্তের সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু শ্রুতির আগের ছবিই প্রমাণ করে কোথাও না কোথাও বড় ধরনের একটা ম্যাজিক কাজ করেছে, যাতে তিনি পারফেক্ট লুক পেয়েছেন। বলাই বাহুল্য সেটা প্লাস্টিক সার্জারি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তানে সেনাঘাঁটিতে হামলায় ১১ সেনা নিহত

পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি সেনাঘাঁটিতে তালেবানের আত্মঘাতী হামলায় অন্তত ১১ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৩ জন।

ডন অনলাইন জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় সোয়াত উপত্যাকার ওই সেনাঘাঁটিতে ভলিবল খেলছিলেন সেনারা। তখনোই আত্মঘাতী হামলাটি চালানো হয়। এ সময় সেখানে বেসামরিক নাগরিকও উপস্থিত ছিলেন।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে হামলার দায়ভার স্বীকার করেছে তেহরিক ই তালেবান। হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী খাকান আব্বাসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রকাশ্যে দীপিকা ও প্রিয়াঙ্কার ঝগড়া! ভাইরাল ভিডিও

দীপিকা ও প্রিয়াঙ্কার মধ্যে যে একটা অদৃশ্য লড়াই রয়েছে, একথা বি-টাউনে কান পাতলেই শোনা যায়। অভিনয় দক্ষতার দিক থেকে তারা যে একে অপরের প্রতিদ্বন্দ্বী সেকথা আর নতুন করে বলার কিছু নেই।

তবে শুটিং চলাকালে বলিউডের এই দুই শীর্ষ অভিনেত্রী যে এভাবে প্রকাশ্যে ঝগড়া করতে পারেন, সেকথা হয়ত কেউ ভাবতেও পারেন না। তবে এমনটাই ঘটেছে। দু’বছর আগে সঞ্জয়লীলা বনশালি ‘বাজিরাও মস্তানি’ সিনেমার শুটিংয়ের সময় দুই অভিনেত্রী ঝগড়ার ভিডিও সম্প্রতি নতুন করে সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে।

বিশ্বাস হচ্ছে না তো? তবে একথা সত্যি। ভিডিওতে দেখা গেছে ‘বাজিরাও মস্তানি’ ‘পিঙ্গা’গানের শুটিংয়ের সময় একে অপরের উল্টো দিকে মুখ করে বসে ঝগড়া করছেন। এমনকি ঝগড়া জের এতটাই যে দীপিকা প্রিয়াঙ্কাকে ছুরি দেখাতেও দ্বিধা করলেন না।

তবে না, এসবই ঘটেছে নেহাতই মজা করেই। ‘বাজিরাও মস্তানি’তে দুই সতীনের যে ঝগড়া দেখানো হয়েছে সেটাই পর্দায় তুলে ধরার আগে কিছুটা মজা-মশকরা করছিলেন দিপ্পি ও পিগি চপস। তারপরই আবার শুরু করে দিলেন পিঙ্গা গানের শুটিং।

ভিডিওতে ‘পিঙ্গা’ গানটির শুটিংয়ের পুরো দৃশ্যটিও দেখা গেছে, যে কীভাবে এই কঠিন নাচটি পর্দায় ফুটিয়ে তুলেছেন দীপিকা ও প্রিয়াঙ্কা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নতুন সবুজে এক অন্যরকম শ্যামনগরের গাবুরা

শ্যামনগর ব্যুরো: সবুজের জন্য নানারকম কর্মসূচি চলছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার দ্বীপ খ্যাত গাবুরা ইউনিয়ন। ভয়ংকর আইলার ছোবলে সবুজ নামক দৃশ্যটি হারিয়ে ফেলেছিল গাবুরার মানুষ। চারিদিকে ছিলো ধু-ধু মরুভূমি।এ থেকে মুক্তি পেতে প্রতিবছর দেশের প্রতিটি উপজেলার বৃক্ষ মেলার আয়োজন হলেও গাবুরা ইউনিয়নে বৃক্ষমেলা থেকে বৃক্ষ ক্রয় করে মানুষ গাছ লাগাচ্ছে বিভিন্ন স্থানে। মানুষ গাছের প্রতি এখন অনেক আন্তরিক। সাধুবাদ জানাই এখানকার স্থানীয় মানুষকে। বিশ্বের আবহাওয়াবিদদের মতে, গত আইলার করাল ছোবল থেকে ম্যানগ্রোভ ফরেস্ট অনেকটা রক্ষা করেছে। ফলে দেশের উপকূলীয় এলাকার ক্ষতি কিছুটা কম হলেও মানুষ সহ জীব বৈচিত্র্য হারা হয়েছিলো গাবুরা। যদি এই অঞ্চলে ম্যানগ্রোভ ফরেস্ট না থাকত তাহলে আইলা ও সিডরে যে ক্ষতি হয়েছে তার চেয়ে আরো ২০ গুণ বেশি ক্ষতি হতো। গাছ আমাদের বিপদের বন্ধু, গাছ বিহীন স্বাভাবিক জীবন বিপন্ন। জীবনে-মরণে গাছের প্রয়োজন। ফুল, ফল, কাঠ, জ্বালানি, ছায়া আমরা গাছ হতে পেয়ে থাকি। গাছ প্রাকৃতিক সৌন্দর্য বাড়ায়। প্রাকৃতিক দুর্যোগে সহায়তা করে। ভারসাম্য বজায় রাখে। আবহমান বাংলার চিরচেনা শস্য-শ্যামল সবুজে ঘেরা ছায়া পথ ছিলো। গত কয়েক দিন আগে গাবুরায় পা দেখে এখানে নতুনভাবে জন্মানো গাছগুলো দেখে মনটা শান্তিতে ভরে উঠল। গাছগুলোতে একটু আলতো ছোঁয়া দেয়ার চেষ্টা করলাম। শরীর আনন্দে নেচে উঠল। অনেক সময় ধরে সবুজের দিকে তাকিয়ে থাকলাম। মনে হলো- চোখের পাওয়ার খানিকটা বেড়ে গিয়েছে। গাছ-গাছালি পাখ-পাখালির দেশ বাংলাদেশ। গাছ লাগানো এখন অনেক মানুষের অভ্যাসে পরিণত হয়েছে।নদী ভাঙন রোধে এখানে রাস্তার ধার বাঁধের পাশে গাছ লাগানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। অনেক বাড়ির মালিক তার বাস্তু ভিটার ওপর শাক-সবজি, ফুল-ফল ছাড়াও দেশি-বিদেশি গাছের বাগান গড়ে তুলেছেন। এটা সত্যি আনন্দের বিষয়। দ্বীপ খ্যাত গাবুরায় বৃক্ষরোপণ অনেক বেড়েছে। এতে করে বেড়েছে সবুজায়নের মাত্রাও। যার ফলে তাপমাত্রা হ্রাস ও পরিবেশ রক্ষায় অনেক সহায়ক হচ্ছে। আমরা সকলেই সে জন্য এই সুন্দর কাজের সুদূরপ্রসারী অগ্রযাত্রায় আশাবাদী। সারাদেশের ন্যায় প্রতি বছর এখানে এখন বৃক্ষমেলা হয়। বৃক্ষমেলার মাধ্যমে বৃক্ষরোপন রোপন অনেকাংশে বেড়ে বলে এখানকার স্থানীয়দের কাছঠ থেকে জানা যায়। এখানকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছোট ছেলেমেয়েরাও গাছ কিনে রোপণ করে তাদের অভ্যাসকে প্রতিষ্ঠিত করছে। নিঃসন্দেহে এটা শুভ উদ্যোগ। এখানকার স্থানীয় মুরব্বিদের সাথে কথা বললে তারা বলেন, মানুষ বেইমানি করলেও গাছ কখনো মানুষের সঙ্গে বেইমানি করে না। সে প্রতিনিয়ত আমাদের সেবা দিয়েই যায়। বাতাস, ফুল, ফল ইত্যাদি আমাদের অনেক উপকার করে থাকে। পরিশেষে আনাচে কানাচে সবুজে ভরে উঠুক। সবুজ বেষ্টনিতে পরিণত হোক গাবুরা ইউনিয়ন এই কামনা করি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় মটরসাইকেল চোর সিন্ডিকেটের হোতা গ্রেফতার

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় মটরসাইকেল চোর সিন্ডিকেটের হোতা রানা ২১কে গ্রেফতার করেছে পাটকেলঘাটা থানা পুলিশ। শুক্রুবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাটকেলঘাটা কপোতাক্ষের বেড়িবাধের উপর থেকে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোল্ল্যা জাকির হোসেন ও উজ্জল কুমার মৈত্র সঙ্গীয় ফোস্ নিয়ে বানাতে গ্রেফতার করে। রানা পাটকেলঘাটা গ্রামের আব্দুর রহমানের পুত্র, তার নামে একাধিক মোটর সাইকেল চুরি ও মাদক সি-িকেট পরিচালনার অভিযোগ আছে বলে থানা সূত্রে জানা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ৩ দিনব্যাপী ইজতেমা শুরু

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। শনিবার বিকালে বাদ আছর সাতক্ষীরা শহরের অদূরে বাঁকাল মার্কাজ মাঠে লক্ষাধিক মুসুল্লীর অংশগ্রহণে এ ইজতেমা শুরু হয়। ইজতেমায় বয়ান করছেন কাকরাইল মসজিদের মুরুব্বী মাওলানা আব্দুর রহিম। সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী গ্রামের আব্দুল হামিদ জানান, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ইজতেমায় এসেছি। এখান থেকে সৃষ্টির সেবা ও ¯্রষ্টার ইবাদতের জন্য জ্ঞান অর্জন করতে পারবো। তাবলীগ জামাতের সাতক্ষীরার প্রধান মুরুব্বী মাওলানা আবু মুছা জানান, ইজতেমায় কোরিয়া, চীন, সিরিয়া, মরোক্কা, মালয়েশিয়াসহ পাঁচটি দেশের জামাতসহ লক্ষাধিক মুসুল্লীর সমাগম ঘটেছে। ইজতেমায় আগতদের থাকার জন্য ৫০ বিঘা জমির উপর প্যান্ডেল করা হয়েছে। এছাড়া সার্বক্ষণিক মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও পুলিশি নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার জানান, ইজতেমাকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গতঃ আগামী সোমবার সকালে আখেরী মোনাজাতের মাধ্যমে এই ইজতেমা শেষ হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এসএসসি পরীক্ষার্থী বাবু আর নেই

চাম্পাফুল প্রতিনিধি: ঘুশুড়ি কাজী আলাউদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থী মাহমুদুল হাসান বাবু আর নেই। সে বাবার উপর অভিমান করে বিষ পান করে আতœহত্যা করেছে। পারিবারিক সুত্রে জানা জায় গত রাতে তার বাবা আরশাদ আলী সরদারের সাথে সে দ্রব্য সেবন করা এ নিয়ে সামান্য কথা কাটাকাটি হয়। ছেলে বাবু বাবার উপর অভিমান করে শনিবার সকালে বাড়িতে রাখা কিটনাশক পান করে। সকালে বাড়ির উঠানে চেয়ারে বসে বমি করার এক পর্যায়ে ঢলে পড়লে তৎক্ষনাৎ চিকিৎসার জন্য রওনা হলে তারালী পৌছালে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাবুর অপমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাকে এক পলক দেখার জন্য তার সহপাটিসহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভিড় জমায়। মৃত্যুর পূর্বে বাবু চিঠিতে লিখে গেছে যে, “আমি কোন নেশা করিনা। আমার মুখ আর কাউকে দেখাবনা। আমি আমার মায়ের কাছে চলে যাচ্ছি।” উল্লেখ্য যে বাবুর মা প্রায় বছর পাঁচেক আগে মৃত্যু বরণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৭ মার্চ বাস মালিক সমিতির নির্বাচন; সভা অগঠনতান্ত্রিক দাবি করে পাল্টা সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির বিশেষ সাধারণসভা সমিতির সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সাবেক সহ-সভাপতি আশরাফুল ইসলাম এবং সভা পরিচালনা করেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন। সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোরশেদ স্মাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে সভায় ১৯৩ জন বাস মালিক/সদস্য উপস্থিত ছিলেন। সভায় সমিতির আগামী ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের তারিখ ১৭ মার্চ-২০১৮ নির্ধারণ করা হয়। নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন হয়। আহবায়ক কমিটির আহবায়ক মো. গোলাম মোরশেদ, সদস্য যথাক্রমে শেখ জাহাঙ্গীর হোসেন, শেখ আলমগীর হাসান, শাহজাহান কবির ও একেএম মোতাহারুল হক সজল। সভায় ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির সদস্য এড. আ. বারী, এড. শেখ সাঈদুর রহমান ও আব্দুল কাদির ময়না।
এদিকে সাতক্ষীরা বাস টার্মিনালে সন্ত্রাসী হামলা ও অগঠনতান্ত্রিকভাবে সাধারণ সভা ডাকা হয়েছে দাবী করে প্রতিবাদ সভাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টায় শহরের খুলনা রোড মোড়স্থ এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়। সাতক্ষীরা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আসাদুল হক, সাংগঠনিক সম্পাদক প্রাণ নাথ দাশ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি আক্তারুজ্জামান মহব্বত, সহ-সভাপতি শেখ মিরাজুল ইসলাম, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, সাধারণ সম্পাদক তৌহিদ হাসানসহ বাস মালিক ও শ্রমিকবৃন্দ। এসময় বক্তারা বলেন, ছাইফুল করিম সাবু’র নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সাতক্ষীরা বাস টার্মিনালের মালিক সমিতিতে একের পর হামলা ও ভাংচুর চালায়। ওই সাবু সমিতির কর্মকর্তাদের জিম্মি করে জোরপূর্বক সাধারণ সভা দিতে বাধ্য করেছে। যা অগঠনতান্ত্রিক ও অনিয়ম। গঠনতন্ত্রের ২৫(খ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
বক্তারা আরো বলেন, অগঠনতান্ত্রিকভাবে সাধারণ সভায় ৩০/৩২জন মালিক নিয়ে তারা ওই সভা শেষ করেন। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী মালিক সমিতির দুই তৃতীয়াংশ মালিকদের উপস্থিত রেখে সাধারণ সভার নিয়ম থাকলেও সাবু তা করতে দেয়নি। বক্তারা বলেন, সাধারণ সভা ডাকতে হলে কম করে ১৫দিন আগে আহবান করতে হয়। কিন্তু ওই মোনায়েম খান গত বৃহস্পতিবার সমিতিকে জিম্মি করে জোরপূর্বক সাধারণ সভার আহবান করেছিল। তা সম্পূর্ণ অগঠনতান্ত্রিক বলে বক্তারা জানান। এছাড়াও কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলার এক আসামির ভাইকেও আহ্বায়ক কমিটিতে স্থান দেয়া হয়েছে বলে জানান তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest