সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে শহীদের স্মরণে দুঃস্থদের মাঝে জামায়াতের খাবার বিতরণদেবহাটায় বিয়ের প্রলোভনে কলেজ শিক্ষার্থীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে থানায় মামলাস্বৈরাচার ঠেকিয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার এনসিপিরসাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের চাপায় ভ্যান চালকের মৃত্যুকোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়–সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদেররাষ্ট্রপতির ক্ষমার আগে ভুক্তভোগী ও পরিবারের মতামত নেওয়ার প্রস্তাবতালায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিতভোমরায় জামায়াতের হুইল চেয়ার বিতরণসাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ইটাগাছা এলাকা পরির্দশনে সদর ইউএনও

সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৬৮ শিশু : জাতিসংঘ

ইয়েমেনে সৌদি জোটের হামলায় গত গ্রীষ্ম থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত অন্তত ৬৮ শিশু নিহত হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থার কাছ থেকে গোপন এ তথ্যটি নিয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার একজন প্রতিবেদক।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের জুলাই থেকে সেপ্টম্বর পর্যন্ত ৬৮ জন শিশুকে হত্যা করা হয়েছে এবং আরো ৩৬ জন আহত হয়েছে সৌদি জোটের হামলায়।

প্রতিদিন গড়ে অন্তত ২০টি অভিযান চালায় সৌদি জোট। প্রতিবেদনে বলা হয়, সেই অভিযানে বিদ্যালয় এবং ঘরবাড়িই বেশিরভাগ সময় টার্গেট করা হয়ে থাকে। সূত্র : আলজাজিরা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নির্বাচনে যেতে খালেদার ছয় শর্ত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতীয় নির্বাহী কমিটির সভায় বক্তব্য দিচ্ছেন লা মেরিডিয়ান হোটেলে।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৬টি শর্ত দিয়েছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বিএনপির নির্বাহী কমিটির প্রথম সভায় বেগম খালেদা জিয়া আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে শর্তগুলো তুলে ধরেন তিনি।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। আর এই পরিবর্তন হতে হবে নির্বাচনের মাধ্যমে। সাধারণ মানুষ নির্বাচনের মাধ্যমে এই পরিবর্তন দেখতে চান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেওয়া শর্তগুলো ৬ টি তুলে ধরা হলো:

১. নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ভোট হতে হবে।

২. জনগণকে ভোটকেন্দ্রে আসার মতো পরিবেশ তৈরি করতে হবে।

৩. একাদশ সংসদ নির্বাচনের ভোটের আগে সংসদ ভেঙে দিতে হবে।

৪. অবশ্যই বর্তমান নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে।

৫. ভোটের সময় সেনাবাহিনী মোতায়েন করতে হবে এবং সেনাবাহিনী কে মোবাইল ফোর্স হিসেবে কাজ করতে হবে।

৬. ভোটের জন্য ইভিএম/ডিভিএম ব্যবহার করা যাবে না।

আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে দলটির জাতীয় নির্বাহী কমিটির সভায় স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয় নির্বাহী কমিটির সভার উদ্বোধনী বক্তব্যে খালেদা জিয়া বলেন, আমি যেখানেই থাকি না কেন, আমি আপনাদের সঙ্গে আছি। আমাকে ভয়ভীতি দেখিয়ে লাভ নেই। দলের নেতাকর্মী ও এ দেশের মানুষের সঙ্গে আছি।

খালেদা জিয়া এ সময় দলের নেতাদের শান্তিপূর্ণ প্রতিরোধ-প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান। ঐক্যবদ্ধ থাকতে দলের নেতা কর্মীদের পরামর্শ দেন।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ সভায় ৬ শর্ত দেওয়ার পর নির্বাহী কমিটির সদস্যদের কাছে জানতে চান তারা এই ছয় শর্তের সঙ্গে একমত কিনা। এ সময় নির্বাহী কমিটির সদস্যরা উচ্চ স্বরে বলেন, একমত।

উল্লেখ্য, ৫০২ সদ‌স্যের নতুন কেন্দ্রীয় ক‌মি‌টি গঠ‌নের প্রায় দুই বছর পর প্রথম বা‌রের ম‌ত বিএন‌পির কেন্দ্রীয় নির্বাহী ক‌মি‌টির এ সভা অনু‌ষ্ঠিত হ‌চ্ছে। কেন্দ্রীয় নেতা‌দের পাশাপা‌শি সাংগঠ‌নিক ৭৮ জেলার সভাপ‌তি/আহ্বায়ক, অঙ্গ সহ‌যোগী সংগঠ‌নের সভাপ‌তি, সাধারণ সম্পাদক সহ ৬৯৪ এ সভায় অংশ নি‌চ্ছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সা‌ড়ে ১০ টা থে‌কে সারা দিনব্যাপী এ সভার আনুষ্ঠা‌নিকতা চল‌বে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুধহাটায় নদীর চর থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

বুধহাটা প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে বেতনা নদীর চর থেকে ইসরাফিল সরদার(১৯) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়েছে। ইসরাফিল সরদাার উপজেলার কুল্যা ইউনিয়নের কুল্যা গ্রামের মোসলেম সরদারের পুত্র। ঘটনাটি ঘটেছে, শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে নওয়াপড়া গ্রামের চন্ডিতলা নামক স্থানে সিরাজ ঢালীর মৎস্য ঘেরের পূর্ব পার্শ্বে বেতনা নদীর চরে ওয়াবদা রাস্তার গায়ে। ইসরাফিলের পরিবার সূত্রে জানাগেছে, সে শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে তার মটর ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। তারপর থেকে তার আর কোন খোজ পাওয়া যায়নি। তার মটরভ্যানের কোন সন্ধান এখনও পাননি তার পরিবার। তার পরিবার আরও জানায় যেখানে তার লাশ পাওয়া গেছে অর্থাৎ নওয়াপাড়া গ্রামেই তার শ্বশুর বাড়ি। কয়েক মাস আগে নওয়াপাড়া গ্রামের হাকিম গাজীর কন্যার সাথে তার বিয়ে হয়। জানাগেছে, ইসরাফিলের স্ত্রী ঢাকায় গার্মেন্সে কাজ করেন। শ্বশুর শাশুড়িও ঢাকায় মুজুরি খাটেন। আশাশুনি থানা ভারপ্রাপ্ত বর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহীন ঘটনাস্থান পরিদর্শন করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চলন্ত ট্রেনে ভারতীয় অভিনেত্রীকে শ্লীলতাহানি

চলন্ত ট্রেনের মধ্যে ভারতীয় এক অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে।

জি নিউজের খবর, মালয়লাম অভিনেত্রী সানুসার ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালার তিরুবনন্তপুরম থেকে মাভেলি এক্সপ্রেসে উঠেন। এরপরই এক ব্যক্তি তাকে উত্যক্ত করতে শুরু করে। থ্রিসুর স্টেশনে গিয়ে বিষয়টি চরম আকার নেয়। এক পর্যায়ে ওই ব্যক্তির হাত চেপে ধরেন তিনি। পরে টিকিট পরীক্ষককে ডেকে ওই ব্যক্তিকে ধরিয়ে দেওয়া হয়।

অভিনেত্রী জানিয়েছেন, ঘটনার সময় একাধিকবার তিনি সহযাত্রীদের সাহায্য চেয়েছিলেন। কিন্তু, কেউই তাঁকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি বলেও আক্ষেপ মালয়লাম অভিনেত্রীর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরীই হলেন সাইমনের ‘চন্দ্রাবতী’

গেল বছরের শেষের দিলে আন্তর জ্বালা ছবি দিয়ে বেশ আলোচনায় ছিলেন নায়িকা পরীমণি। সেই রেশ কাটতে না কাটতেই নতুন বছরের শুরু দিকে আলোচোনায় আছেন ‘স্বপ্নজাল’ ছবি নিয়ে। ছবিটি নতুন প্রিভিউ কমিটি দেখার পর সম্মতি জানালেই তা মুক্তি পাবে।

তবে মজার বিষয় হলো স্বপ্নজাল ছবিটি মুক্তির আগেই নতুন বছরের শুরুতেই ‘ওপারে চন্দ্রাবতী’ শিরোনামের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন হালের এই জনপ্রিয় নায়িকা।

নির্মাতা রফিক শিকদারের পরিচালনায় ‘ওপারে চন্দ্রাবতী’ নামে একটি সিনেমা নির্মাণ হতে চলেছে। এই সিনেমায় নায়কের ভূমিকায় সাইমনকে দেখা যাবে তবে কে নায়িকা হচ্ছেন তা নিয়ে চলচ্ছিল নানা আলোচনা।অবশেষে পরী হলেন সেই ‘চন্দ্রাবতী’ ।

বৃহস্পতিবার রাতে ‘ওপারে চন্দ্রাবতী’ সিনেমায় চুক্তিবদ্ধ হন পরীমণি।

‘ভোলা তো যায় না তা‌রে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবে নিজের নাম লেখান রফিক শিকদার। এর পরে ‘হৃদয় জুড়ে’ নির্মাণ করেন তিনি। নির্মাণাধীন এই সিনেমায় নিরবের বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার প্রিয়াঙ্কা সরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবশেষে আরও একটি বড় জুটি ভাঙল

০ রানে প্রথম উইকেট পতনের পর ধনাঞ্জয়া-কুশলের ৩০৮ রানের বিশাল দ্বিতীয় উইকেট জুটি। তৃতীয় উইকেটে রোশান সিলভা আর কুশলের ১০৭ রানের জুটি। চতুর্থ উইকেটেও ১৩৫ রানের জুটি গড়লেন মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা রোশান এবং লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল। শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজের বলে লিটন দাসের গ্লাভসবন্দি হলে থামলেন রোশান। ক্যারিয়ারের প্রথমবার তিন অংকে পৌঁছা এই ব্যাটসম্যান ২৩০ বলে ৬ চার ১ ছক্কায় ১০৯ রান করেন।এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৫৫৪। বাংলাদেশের চেয়ে তারা ৪১ রানে এগিয়ে। হাতে আছে ৬ উইকেট। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে তৃতীয় সেঞ্চুরির পর ক্যারিয়ারের ১৬তম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক দিনেশ চান্দিমালও।৩ উইকেটে ৫০৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। প্রথম সেশনেই আগের দিন ৮৭ রানে অপরাজিত থাকা রোশান সিলভা ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা এই তরুণ তিন অংকে পৌঁছতে ১৯৭ বলে হাঁকান ৬ চার এবং ১ ছক্কা। অবশ্য ব্যক্তিগত ১ রানেই ফিরতে পারতেন রোশান। উইকেটকিপার লিটন দাসের সৌজন্যে নিশ্চিত স্টাম্পিং থেকে বেঁচে যান তিনি।এর আগে ম্যাচের তৃতীয় দিনে ২২৯ বলে ২১ বাউন্ডারি আর ১ ওভার বাউন্ডারিতে ১৭৩ রানের অতিমানবীয় ইনিংস উপহার দেন ধনাঞ্জয়া ডি সিলভা। আর ৩২৭ বলে ২২ চার ২ ছক্কায় ১৯৬ রানের একটি অনন্য ইনিংস খেলে সেঞ্চুরি বঞ্চিত হন ওপেনার কুশল মেন্ডিস। এই দুজনের ৩০৮ রানের বিশাল দ্বিতীয় উইকেট জুটিতে রান উৎসবে মেতে ওঠে লঙ্কানরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলা নববর্ষে ‘একটি সিনেমার গল্প’

চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ সম্প্রতি আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছে। জানা যায়, সেন্সর বোর্ডের সদস্যরা আরিফিন শুভ-ঋতুপর্ণা অভিনীত এ ছবি দেখার পর ভূয়সী প্রশংসা করেন।

এদিকে পরিচালক আলমগীর জানান, ১৩ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে।
শুভ বলেন, ‘আলমগীর স্যার এদেশের একজন কিংবদন্তি অভিনেতা। চলচ্চিত্রটি নির্মাণের সময় তিনি আমাকে আপন করে নিয়ে অভিনয় করিয়েছেন। এমন একজন ব্যক্তিত্বের নির্দেশনায় কাজ করার জন্য সৌভাগ্য থাকতে হয়। আমি চলচ্চিত্রটি নিয়ে খুবই আশাবাদী। সবাইকে নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম।’
এদিকে প্রথম ছবি মুক্তির আগেই রঞ্জনের নির্দেশনায় ‘আহারে’ নামে কলকাতার একটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছে এই জুটি।
শুভ অভিনীত সর্বশেষ আলোচিত চলচ্চিত্র দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’।

অন্যদিকে ‘একটি সিনেমার গল্প’ দিয়ে দীর্ঘ বিরতির পর বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা আলমগীর আবার চলচ্চিত্র নির্মাণে ফিরেছেন। নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা এর আগে পাঁচটি চলচ্চিত্র নির্মাণ করেছেন- নিষ্পাপ, নির্মম, বৌমা, মায়ের দোয়া ও মায়ের আশীর্বাদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএন‌পির নির্বাহী ক‌মি‌টি সভা, আসতে শুরু করেছে নেতাকর্মীরা

আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) অনু‌ষ্ঠিত হ‌চ্ছে বিএন‌পির কেন্দ্রীয় নির্বাহী ক‌মি‌টি সভা। ৫০২ সদ‌স্যের নতুন কেন্দ্রীয় ক‌মি‌টি গঠ‌নের প্রায় দুই বছর পর প্রথম বা‌রের ম‌ত এ সভা অনু‌ষ্ঠিত হ‌চ্ছে।

জানা গেছে, কেন্দ্রীয় নেতা‌দের পাশাপা‌শি সাংগঠ‌নিক ৭৮ জেলার সভাপ‌তি/আহ্বায়ক, অঙ্গ সহ‌যোগী সংগঠ‌নের সভাপ‌তি, সাধারণ সম্পাদক সহ ৬৯৪ এ সভায় অংশ নি‌চ্ছেন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সা‌ড়ে ১০ টা থে‌কে সারা দিনব্যাপী এ সভার আনুষ্ঠা‌নিকতা চল‌বে।

সভা‌কে ঘি‌রে সকাল ৮ টা থে‌কে রাজধানীর লা মে‌রি‌ডিয়ান হো‌টে‌লের গ্র্যান্ডবল রু‌মে প্রস্তু‌তি চল‌ছে। হো‌টে‌লে প্র‌বেশকা‌লে খা‌লেদা জিয়ার ব্য‌ক্তিগত সি‌কিউ‌রি‌টি ফোর্স (সিএসএফ) সহ আগত সকল‌কে নিরাপত্তার স্বা‌র্থে দেহ তল্লাশি করা হ‌চ্ছে।

কার্য‌নির্বাহী সভার প্রথম সেশ‌নে স্বাগত বক্ত‌ব্যে দে‌বেন বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখা‌নে তি‌নি শোক প্রস্তাব ও সাংগঠ‌নিক প্র‌তি‌বেদন তু‌লে ধর‌বেন। এরপর উদ্বোধনী বক্ত‌ব্য দে‌বেন বিএনপি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়া। পরবর্তী‌তে খা‌নিকটা বিরতির পর মূলত নির্বাহী ক‌মি‌টির সভা শুরু হ‌বে।
এদিকে সকাল থে‌কে লা মে‌রি‌ডিয়ান হো‌টে‌লের ল‌বি‌তে সভার নিবন্ধন প্র‌ক্রিয়া প‌রিচালনা কর‌ছেন বিএন‌পির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মো: মু‌নির হো‌সেন।

প্রসঙ্গত, ২০১৬ সা‌লে ১৯ মার্চ বিএন‌পির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল অনু‌ষ্ঠিত হয়। দলীয় গঠনত‌ন্ত্রে তখন পাশ করা হয় প্র‌তি‌ তিন মাস কিংবা ছয় মাস অন্তর অন্তর কার্য‌নির্বাহী ক‌মি‌টির সভা অনু‌ষ্ঠিত হ‌বে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest