সর্বশেষ সংবাদ-
হাসানের পরিবারের দাপট অব্যাহত: পাটকেলঘাটায় মানববন্ধনে প্রকাশ্য হামলাচতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

সকালে খালি পেটে পানি পানের ৭ উপকারিতা

সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে পানি পান করা স্বাস্থ্যের জন্য ভালো, তা আমরা অনেকেই জানি। কিন্তু এটা ঠিক কী কী উপকারে আসে কিংবা তার সুফল কেমন করে পাওয়া যায়, তা হয়তো অনেকেরই অজানা। চলুন জেনে নেওয়া যাক খালি পেটে পানি পান করার কিছু উপকারিতা।

১. সকালে প্রতিদিন খালি পেটে পানি খেলে রক্তের দূষিত পদার্থ বের হয়ে যায় এবং ত্বক সুন্দর ও উজ্জ্বল হয়।

২. রাতে ঘুমানোর ফলে দীর্ঘ সময় ধরে হজম প্রক্রিয়ার তেমন কোনো কাজ থাকে না। তাই সকালে ঘুম থেকে উঠে হজম প্রক্রিয়ায় সহায়তা করার জন্য অন্তত এক গ্লাস পানি খেয়ে নেয়া উচিত।

৩. প্রতিদিন সকালে নাস্তার আগে এক গ্লাস পানি খেলে নতুন মাংসপেশি ও কোষ গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত হয়।

৪. প্রতিদিন খালি পেটে এক গ্লাস করে পানি খেলে মলাশয় পরিষ্কার হয় যায় এবং শরীর সহজেই নতুন করে খাবার থেকে পুষ্টি গ্রহণ করতে পারে।

৫. যারা ডায়েটের মাধ্যমে ওজন কমাতে চান, তারা অবশ্যই প্রতিদিন সকালে উঠে পানি পানের অভ্যাস করুন। কারণ যত বেশি পানি পান করবেন, তত হজম ভাল হবে এবং শরীরে বাড়তি ফ্যাট জমবে না।

৬. প্রতিদিন সকালে মাত্র এক গ্লাস পানি বমি ভাব, গলার সমস্যা, মাসিকের সমস্যা, ডায়রিয়া, কিডনির সমস্যা, আথ্রাইটিস, মাথা ব্যাথা ইত্যাদি অসুখ কমাতে সহায়তা করে।

৭. ঘুম থেকে উঠে অনেকের মাথা ব্যথা করে। শরীরে পানির মাত্রা কমে যাওয়া মাথা ব্যথার অন্যতম কারণ। সারা রাত শরীরে পর্যাপ্ত পরিমাণে পানি যায় না। তাই সকালে উঠে যদি খালি পেটে পানি পান করা যায় তবে মাথার যন্ত্রণা অনেকটা দূর হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ ব্যর্থ হয়েছে: যুক্তরাষ্ট্র

জাতিসংঘে নিযুক্ত মার্কিন অ্যাম্বাসেডর নিক্কি হ্যালি নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে বলেছেন: মিয়ানমার সঙ্কটে যথাযথ পদক্ষেপ নিতে এখন পর্যন্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে জাতিসংঘ। এই পরিষদকে অবশ্যই রোহিঙ্গা সংকটের বিষয়ে সেনাবাহিনীকে দায়ী করতে হবে এবং অং সান সু চিকে তার দেশে হওয়া ভয়াবহ নির্যাতনের স্বীকৃতি দিতে হবে। এ বিষয়ে আর কোন অজুহাত নয়।

এছাড়া রোহিঙ্গা প্রত্যাবসনে মিয়ানমারে এখনও অনুকূল পরিবেশ সৃষ্টি হয়নি উল্লেখ করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন: আমাদের হিসাবে বহু রোহিঙ্গা বন্যা এবং ভুমিধ্বস প্রবণ এলাকায় রয়েছে। অরক্ষিত এই রোহিঙ্গাদের জরুরি ভিত্তিতে স্থানান্তর প্রয়োজন। তাদের জীবন অত্যন্ত ঝুঁকির মধ্যে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এমনটি জানান তিনি।

গত আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর জাতিগত নিধনের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় ১০ লাখ রোহিঙ্গা। বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক চুক্তির পরও রোহিঙ্গারা নিজেদের বাড়ি-ঘরে ফিরতে না পারায় এখনও রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মানবিক সংকট চলছে।

গ্রান্ডি বলেন, রোহিঙ্গাদের পালিয়ে আসার কারণ এখনও স্বীকার করেনি মিয়ানমার। রোহিঙ্গাদের পালিয়ে আসা এবং গত কয়েক দশক ধরে তাদের অধিকার অস্বীকার করে আসার যে প্রবণতা, সেই পরিস্থিতিরও বাস্তবসম্মত কোন উন্নতি আমরা এখন পর্যন্ত দেখিনি।

গ্রান্ডি আরও বলেন, যে রাখাইনে শত শত গ্রাম পুড়িয়ে দিয়েছে মিয়ানমার সেনারা, সেখানে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’এর প্রবেশের অনুমোদন নেই। মানবিক সহায়তা পৌঁছানো অত্যন্ত সীমিত করা হয়েছে। রাখাইন রাজ্যের কেন্দ্রেও আমাদের প্রবেশ সংকুচিত করা হয়েছে।

রোহিঙ্গাদের নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ, শরণার্থীদের স্বাধীন তথ্য সরবরাহ এবং প্রত্যাবাসনের সময় রোহিঙ্গাদের সহয়তায় ইউএনএইচসিআর এর উপস্থিতি এবং রাজ্য জুড়ে তাদের প্রবেশাধিকার প্রয়োজন বলেও উল্লেখ করেন গ্রান্ডি।

রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশ সরকারের প্রচেষ্টার কথাও বলেন গ্রান্ডি। রোহিঙ্গা শরণার্থীদের জায়গা দেওয়ার জন্য বাংলদেশের জনগণের প্রশংসা করেন তিনি। মার্চে বর্ষার মৌসুম শুরুর আগেই রোহিঙ্গাদের অবস্থার উন্নতির জন্যও সতর্ক করেন।

তিনি বলেন, আমরা এখন সময়ের সাথে প্রতিযোগিতা করছি। আমাদের হিসাবে বহু রোহিঙ্গা বন্যা এবং ভুমিধ্বস প্রবণ এলাকায় রয়েছে। অরক্ষিত এই রোহিঙ্গাদের জরুরি ভিত্তিতে স্থানান্তর প্রয়োজন। তাদের জীবন অত্যন্ত ঝুঁকির মধ্যে।

গ্রান্ডির বক্তব্যের পর জাতিসংঘে নিযুক্ত মার্কিন অ্যাম্বাসেডর নিক্কি হ্যালি বলেন, মিয়ানমার সঙ্কটে যথাযথ পদক্ষেপ নিতে এখন পর্যন্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে জাতিসংঘ। এই পরিষদকে অবশ্যই রোহিঙ্গা সংকটের বিষয়ে সেনাবাহিনীকে দায়ী করতে হবে এবং অং সান সু চিকে তার দেশে হওয়া ভয়াবহ নির্যাতনের স্বীকৃতি দিতে হবে। এ বিষয়ে আর কোন অজুহাত নয়।

রোহিঙ্গাদের প্রতি সহিংসতা বন্ধ করতে না পরায় মিয়ানমারের নেত্রী এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির সমালোচনা করেন হ্যালি।

নিক্কি হ্যালি আরও বলেন, যা কিছু হচ্ছে তার জন্য গণমাধ্যমকে দায়ী করা হলো মিয়ানমার কর্তৃপক্ষের লক্ষ্য। হ্যালি এবং আরও কয়েকজন জাতিসংঘের অ্যাম্বাসেডর আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের দুই সাংবাদিকের গ্রেপ্তার হওয়ার বিষয়টি বিশেষ করে উল্লেখ করেন। রাখাইনের একটি গণকবরের বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

তবে মিয়ানমারের অ্যাম্বাসেডর এ বিষয়ে বলেন, গণমাধ্যমের স্বাধীনতাকে তার দেশ সম্মান করে। রাষ্ট্রীয় গোপনীয়তার নীতি লঙ্ঘণের জন্য ওই দুই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোনালদোর ইতিহাসের রাতে পিএসজিকে হারাল রিয়াল

অনন্য অর্জন থেকে মাত্র এক গোল দূরে ছিলেন। ক্রিস্টিয়ানো রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের হয়ে অর্জনের সেই শততম গোলটি তো করেছেনই, সঙ্গে পিএসজির বিপক্ষে দলকে এনে দিয়েছেন বহু কাঙ্ক্ষিত এক জয়।

বুধবার রাতে রোনালদোর জোড়া গোলের সঙ্গে মার্সেলোর স্কোরিংয়ে পিএসজিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার নিশ্চিত করতে আগামী মাসে ঘরের মাঠে ফিরতি লেগে বড় ব্যবধানে জয় ছাড়া বিকল্প নেই নেইমারের দলের।

আক্রমণ-পাল্টা আক্রমণে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই জমে ওঠে খেলা। প্রথম ৩০ মিনিটের মধ্যে বলার মত আক্রমণটি ছিল কেবল রোনালদোরই। ২৮ মিনিটে বামপ্রান্ত দিয়ে মার্সেলোর উড়ে আসা পাস সুবিধাজনক জায়গায় পেয়ে জোরাল শট নিয়েছিলেন রোনালদো। সেটি পিএসজি গোলরক্ষক আরিওলার মুখে লেগে ফিরে এসে গোলবঞ্চিত করে পর্তুগিজ অধিনায়ককে।

স্বাগতিকরা ব্যর্থ হলেও নিজেদের প্রথম পূর্ণ সুযোগের পুরো ফায়দাই তুলেছে পিএসজি। ৩৩ মিনিটে কাইলিয়ান এমবাপের থেকে আসা ক্রসে ব্যাকহিল করেন নেইমার। সেখান থেকে পেছনে ওঁত পেতে থাকা মিডফিল্ডার আদ্রিয়ান রাবিওর জোরাল শট রিয়াল গোলরক্ষক কেইলর নাভাসকে পরাস্ত করে।

পিএসজি এগিয়ে যাওয়ার চার মিনিটে বাদে সমতায় ফেরার দারুণ সুযোগ হাতছাড়া করেছেন রোনালদো। ৩৭ মিনিটে ডি-বক্সের ভেতরে বল পেয়েও বার উঁচিয়ে বাইরে পাঠিয়েছেন পাঁচবারের বর্ষসেরা তারকা। ৪৪ মিনিটে করিম বেনজেমার আচমকা শট ফিরিয়ে দেন পিএসজি গোলরক্ষক।

বিরতিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে সমতায় ফেরে রিয়াল। ডি-বক্সে টনি ক্রুজ ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিকে বার্নাব্যুর দর্শকদের মুখে হাসি ফোটান রোনালদো। সঙ্গে প্রথম ফুটবলার হিসেবে নির্দিষ্ট একটি ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে গোলের সেঞ্চুরির ইতিহাস গড়েছেন সিআর সেভেন।

মধ্যবিরতি থেকে ফিরেই ব্যবধান বাড়ানোর সুযোগ হারিয়েছে পিএসজি। ৪৯ মিনিটে নেইমারের ক্রস থেকে এমবাপের শট ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক নাভাস। ৭৩ মিনিটে জটলার মধ্য থেকে কিমপেম্বের জোরাল শটে পা বাড়িয়ে রিয়ালের রক্ষাকর্তা হন অধিনায়ক রামোস।

ম্যাচের ৭৫ মিনিটে আরও একবার ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় পিএসজি। রিয়াল বক্সের বামপ্রান্ত দিয়ে কাভানির বদলি খেলোয়াড় টমাস মুনিয়েরের পাসে পা ছোঁয়াতে ব্যর্থ হন নেইমার ও আলভেজ।

পরে ৭৯ মিনিটে ইস্কোর বদলি হিসেবে মার্কো আসেনসিওকে নামান রিয়াল কোচ জিনেদিন জিদান। তাতে যেন ম্যাচে প্রাণ ফিরে পায় স্বাগতিকরা।

আসেনসিওর ঝলকের সঙ্গে রোনালদোর জাদুতে ৮৩ মিনিটে ব্যবধান বাড়ায় রিয়াল। নিজেদের মধ্যে বল আদান-প্রদান করে ডি-বক্সের বাইরে থেকে আসেনসিওর শট বিপদমুক্ত করতে ব্যর্থ হন পিএসজি গোলরক্ষক। সেই সুযোগে হাল্কা ছোঁয়ায় চলতি চ্যাম্পিয়ন্স লিগে নিজের এগারতম গোল পুর্ণ করেন সিআর সেভেন।

তিন মিনিট বাদে আবারও ঝলক দেখান আসেনসিও। তার পাসেই পিএসজিকে আরও একবার হতাশ করেন ডিফেন্ডার মার্সেলো।

রাতের অন্য ম্যাচে সাদিও মানের হ্যাটট্রিকে এফসি পোর্তকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। ইংলিশ জায়ান্টরা টুর্নামেন্টের সেরা আটে উঠেই গেছে বলা যায়। পোর্তোর মাঠে অল রেডসদের অন্য গোল দুটি মোহাম্মেদ সালেহ ও রবের্তো ফিরমিনোর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এমপিওভুক্তিতে অনিয়ম; অর্ধশতাধিক শিক্ষা কর্মকর্তা চিহ্নিত

শ্রম, অর্থ ও সময় বাঁচানোর পাশাপাশি দুর্নীতি কমানোর লক্ষ্যে বিকেন্দ্রীকরণ করে অনলাইনে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের এমপিওভুক্তির কার্যক্রমের উদ্যোগ নিয়েছিল সরকার। কিন্তু কিছু কর্মকর্তার জন্য এ বিকেন্দ্রীকরণে হয়েছে উল্টো ফল। মাঠ প্রশাসনে এই এমপিওভুক্তি নিয়ে বাণিজ্য হয়েছে। শিক্ষকদের হয়রানি করে, ঘুষ নিয়ে বিত্ত-বৈভবের মালিক হয়েছেন কয়েকজন আঞ্চলিক উপ-পরিচালকসহ বেশ কিছু শিক্ষা কর্মকর্তা।

এমন অর্ধশতাধিক অসাধু কর্মকর্তার তালিকা দিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আর ১৫ ফেব্রুয়ারির মধ্যে এসব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে অবহিত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ সংক্রান্ত নির্দেশনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে শিক্ষা অধিদপ্তরের ৫ জন আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক, ২০ জনের বেশি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং ৫০ এর অধিক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রয়েছেন। এছাড়া মাঠ পর্যায়ের বিভিন্ন স্তরের শতাধিক কর্মকর্তা-কর্মচারীর নাম তালিকায় রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অনিয়ম, বেপরোয়া ঘুষ-দুর্নীতি এখন ওপেন সিক্রেট। উপ-পরিচালক, কর্মকর্তা ছাড়াও এসব অনিয়মে জড়িত থাকেন অফিস সহকারীসহ অন্যান্য কর্মচারীও। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনিয়মের বিষয়টি জেনে গত বছরের জুলাইয়ে এসব দুর্নীতিবাজদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন অধিদপ্তরের তত্কালীন মহাপরিচালককে।

মন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষক এমপিওভুক্তিতে অনিয়ম ও জালিয়াতি ধরতে মাঠ পর্যায়ে ২০ টিম গঠন করা হয়েছিল। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ৪০ জন কর্মকর্তার সমন্বয়ে গঠিত এই টিম দেশের ৬৪টি জেলা সরেজমিন পরিদর্শন করার সিদ্ধান্ত নেয়। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে সার্বিক চিত্র প্রতিবেদন আকারে ১৫ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা ছিল। কিন্তু মন্ত্রীর সিদ্ধান্ত বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়ায় শিক্ষা অধিদপ্তরের একটি সিন্ডিকেট। ফলে কমিটি হলেও কমিটি কাজ করেনি। অভিযোগ ছিল, ওই সিদ্ধান্ত যাতে বাস্তবায়ন হতে না পারে এ কারণে আঞ্চলিক উপ-পরিচালকরা জোটবেঁধে মাউশির সিন্ডিকেটকে ঘুষ দিয়েছে।

চার থেকে পাঁচ স্তরে অনিয়ম:চার থেকে পাঁচ স্তরে অনিয়ম হয় শিক্ষক এমপিওভুক্তিতে। প্রথমে স্কুল থেকে এপিওভুক্তির জন্য প্রধান শিক্ষককে ম্যানেজ করতে হয় ঘুষ দিয়ে। এরপর উপজেলা শিক্ষা অফিসার, সেখান থেকে জেলা শিক্ষা অফিসারকে ঘুষ দিতে হয়। উপ-পরিচালক পর্যন্ত এই অনৈতিক সুবিধা দিতে হয়। দিলেই অনলাইন ফাইলে সঠিক মন্তব্য করা হয়, নয়তো নানা কারণ দেখিয়ে তা বাতিল করা হয়। জানা গেছে, নতুন এমপিওর ক্ষেত্রে প্রতি স্তরে ঘুষ দিতে হয় ১৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত। এতে প্রতি শিক্ষকের এমপিওতে মোট ঘুষ দিতে হয় ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয় এক আদেশে ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে এমপিওভুক্তির কাজ শিক্ষার মাঠ প্রশাসনের ৯টি আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তাদের হাতে ছেড়ে দেয়। এর পর থেকেই মূলত দুর্নীতির হিড়িক পড়ে যায় আঞ্চলিক অফিসগুলোয়। এমপিওভুক্তির প্রায় প্রতিটি কাজে নানা ধরনের অনিয়ম-দুর্নীতির অভিযোগ আসতে থাকে মাউশি ও শিক্ষা মন্ত্রণালয়ে।

এ ব্যাপারে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নতুন আশায় আজ শুরু টি-টোয়েন্টি

নতুন ফরম্যাট, নতুন সিরিজ ও একঝাঁক নতুন খেলোয়াড়। আজ থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে এই ‘নতুন’-এর ওপরই ভরসা রাখছে বাংলাদেশ দল। টেস্ট সিরিজ ও ওয়ানডে টুর্নামেন্টের হতাশা ভুলে নতুন এই সিরিজে নতুন তারকাদের মুখ চেয়ে স্বপ্ন দেখছে তারা। আশা করছে, এবার অন্তত জয় ধরা দেবে বাংলাদেশের হাতে।

এই আশায় আজ বিকেল ৫টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটি খেলা শুরু করবে বাংলাদেশ দল।

বাংলাদেশের অবশ্য টি-টোয়েন্টিতে রেকর্ড কখনোই ভালো নয়। দেশের মাটিতে অন্তত টেস্ট ও ওয়ানডেতে একটা শক্তিশালী দল হয়ে উঠেছে তারা। যদিও সর্বশেষ এই শ্রীলঙ্কার বিপক্ষে ফলাফল ভালো নয়। তার চেয়েও খারাপ টি-টোয়েন্টিতে সামগ্রিক ফলাফল। এ পর্যন্ত বাংলাদেশ নিজেদের ইতিহাসে ৬৯টি টি-টোয়েন্টি ম্যাচে ২১টি মাত্র জয় পেয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ডটা আরো খারাপ। এই দলটির বিপক্ষে ৭ ম্যাচে এসেছে ২টি মাত্র জয়। তবে আশার কথা হলো, এই ২টি ম্যাচ জিতেছে বাংলাদেশ দুই দলের সর্বশেষ ৩ ম্যাচে। এখানে অন্তত একটু এগিয়ে আছে তারা।

তবে খেলোয়াড়রা প্রায়ই বলেন, টি-টোয়েন্টিতে রেকর্ড বা ইতিহাস কোনো ব্যাপার নয়। ম্যাচের নির্দিষ্ট দিনে যে দল ভালো খেলবে, সেই দল ম্যাচ জিতবে। আজ সেই ভালো খেলাটা নিজেরাই খেলতে চায় বাংলাদেশ। জাতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ বললেন, তারা আশা করছেন- সাম্প্রতিক পরাজয়গুলোর স্মৃতি ভুলে এবং ব্যর্থতার ভয় কাটিয়ে আজ তারা সেরা পারফরম্যান্সটা করতে পারবেন।

বাংলাদেশ দলে আজ কয়েক জন খেলোয়াড়ের অভিষেক দেখতে পাওয়ার কথা। টি-টোয়েন্টি দলটাকে অনেকদিন ধরেই বাংলাদেশ ঢেলে সাজাতে চাইছে। সেই লক্ষে কয়েক জন সিনিয়রকে বাদ দিয়ে দলে ডাকা হয়েছে পাঁচ জন একেবারে নতুন খেলোয়াড়কে। পাশাপাশি গতকাল পর্যন্ত ইনজুরি নিয়ে অনিশ্চিত ছিলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। এর আগে থেকেই ইনজুরিতে দলে নেই সাকিব আল হাসান। আর মাশরাফি বিন মুর্তজা টি-টোয়েন্টি থেকেই অবসর নিয়েছেন। ফলে একেবারে আনকোরা একটা দল দেখা যেতে পারে আজ মাহমুদউল্লাহর নেতৃত্বে।

একাদশটা অবশ্য গতকাল পর্যন্ত নিশ্চিত হয়নি। আজ উইকেট দেখে সেই সিদ্ধান্ত নেওয়ার কথা। দুই দলই আশা করছে, টি-টোয়েন্টিতে অন্তত মিরপুরে ব্যাটিং সহায়ক উইকেট পাওয়া যাবে। ওয়ানডে টুর্নামেন্টের শেষ দিকে এবং টেস্টে উইকেট ছিল একেবারেই বোলিং সহায়ক। সেটা হলে টি-টোয়েন্টি ম্যাচ আকর্ষণ হারাতে পারে। তাই একটু ভালো উইকেটের দিকে চেয়ে আছেন খেলোয়াড়রা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা জজ হিসেবে পদোন্নতি পাচ্ছেন ১২৮ বিচারক

অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার ১২৮ জন বিচারক জেলা জজ হিসেবে পদোন্নতি পাচ্ছেন। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে হাই কোর্টের বিচারপতিদের নিয়ে অনুষ্ঠিত ফুল কোর্ট সভায় এ পদোন্নতির বিষয় অনুমোদন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে নবনিযুক্ত প্রধান বিচারপতি বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষায় সবার সহযোগিতা চেয়েছেন। এ ছাড়া বিচারপতিদের সময়মতো এজলাসে ওঠা ও সতর্কতার সঙ্গে বিচারকাজ পরিচালনা করতে আহ্বান জানিয়েছেন। বিকাল সাড়ে তিনটায় শুরু হয়ে এ সভা প্রায় দেড় ঘণ্টা চলে। সুপ্রিম কোর্টের প্রশাসন ভবন ৪-এর দ্বিতীয় তলায় অবস্থিত কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কঠিন চ্যালেঞ্জে বিএনপি

অনলাইন ডেস্ক: সাজা পেয়ে প্রথমবারের মতো কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মোটা দাগে এরই মধ্যে চার চ্যালেঞ্জে পড়েছে দলটি। প্রথমত. বেগম জিয়াকে মুক্ত করাই এ মুহূর্তে বিএনপির প্রধান চ্যালেঞ্জ। দ্বিতীয়ত. দলের নেতারা মনে করেন বেগম জিয়ার কারাবাস দীর্ঘায়িত হলে দলের ঐক্যও ধরে রাখা কঠিন হয়ে পড়বে। নিজেদের মধ্যে বাড়তে পারে সন্দেহ-অবিশ্বাস। এ সুযোগ কাজে লাগিয়ে নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে সরকার। তাই বিএনপি-প্রধান কারাগারে যাওয়ার পর আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথের শান্তিপূর্ণ কর্মসূচিও চলবে। তৃতীয়ত. আন্দোলন আর আইনি লড়াইয়ের মধ্যে আন্তর্জাতিক চাপ বাড়াতেও দৌড়ঝাঁপ বিএনপির। এরই মধ্যে বেড়েছে কূটনৈতিক তৎপরতাও। তবে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে কতটুকু আস্থায় আনতে পেরেছে তা স্পষ্ট নয়। চতুর্থত. বেগম জিয়ার কারাগারে যাওয়ার পর থেকেই বিএনপির নির্বাচন প্রস্তুতিতে ভাটা পড়েছে। যদিও তারা বলছে, তারা সবসময়ই নির্বাচনের জন্য প্রস্তুত। বলছে, সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হলে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই বিএনপির বিজয় হবে। এদিকে দণ্ডপ্রাপ্ত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জিয়া পরিবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ অনেকটা অনিশ্চিত বলে মনে করেন কেউ কেউ। পাশাপাশি বিএনপির বিভিন্ন স্তরের নেতাও বিভিন্ন মামলায় আসামি। জিয়া পরিবার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে। এ অবস্থায় মাঠপর্যায়ের নেতা-কর্মীরাও এখন বেগম জিয়ার মুক্তি আন্দোলনে ব্যস্ত। ফলে নির্বাচন প্রস্তুতিতে পিছিয়ে বিএনপি। জানা যায়, দেশি-বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে বিএনপি নেতারা বোঝানোর চেষ্টা করছেন, বেগম জিয়াকে অন্যায়ভাবে সরকার কারাগারে নিয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রীকে নির্বাচনে অযোগ্য করাই সরকারের টার্গেট। তবে তারা কূটনীতিকদের কতটুকু আস্থায় নিয়ে আসতে পেরেছেন তা স্পষ্ট নয়। দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন, তারা বোঝাতে সক্ষম হয়েছেন। কূটনীতিকরাও সরকারকে নানাভাবে চাপ দিচ্ছেন বলে জানান বিএনপির কূটনীতিসংশ্লিষ্ট নেতারা।
বিএনপি সমর্থিত এক বুদ্ধিজীবী বলেন, বেগম জিয়ার কারামুক্তি দীর্ঘায়িত হলে বিএনপির চিত্র পাল্টে যেতে পারে। দলে ভাঙন সৃষ্টির পাশাপাশি বিভেদও বাড়তে পারে। তাই কারান্তরিন হওয়ার আগে বেগম জিয়া দলীয় ঐক্য ধরে রাখার নির্দেশ দিয়ে গেছেন। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও একই বার্তা দিয়েছেন। তিনি নিয়মিত সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলছেন। দলের ঐক্য ধরে রাখার পাশাপাশি কর্মসূচি নিয়েও কথা বলছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন জেলে। সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও সাজাপ্রাপ্ত হয়ে দেশের বাইরে অবস্থান করছেন। তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমানও লন্ডনে অবস্থান করছেন। এ অবস্থায় জিয়া পরিবারের রাজনীতি কোন পথে— এমন প্রশ্নে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি জিয়াউর রহমান মারা যাওয়ার পর এবং এরশাদের সময়ও সংকটে পড়েছিল। ওয়ান-ইলেভেনের সময়ও একটা বড় সংকট তাদের গেছে। কিন্তু এবার পরিস্থিতি জটিল। দল তো আছে, তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দলের মধ্যে সংহতিটা থাকবে কিনা। কারণ এই দলের অনেক নেতা অতীতে দল ছেড়ে চলে গিয়েছিলেন আবার এসেছেন, আবার চলেও যেতে পারেন। সরকার থেকে নানান টোপ তাদের দেওয়া হতে পারে। সুতরাং এই সময়টা বিএনপির জন্য খুবই নাজুক।’

বিএনপির শীর্ষ নেতারা বলছেন, এ মুহূর্তে বিএনপির প্রথম ও প্রধান কাজ বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা। এজন্য আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথের শান্তিপূর্ণ কর্মসূচি থাকবে। কারাবাস দীর্ঘায়িত হলে সে ক্ষেত্রে কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে। তবে বেগম জিয়ার নির্দেশনা অনুযায়ী আপাতত নরম কর্মসূচিতেই থাকবে বিএনপি। এই সময়ে জামিন আবেদন করা হবে। এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘চেয়ারপারসনের মুক্তির বাইরে আমরা আপাতত কিছু ভাবছি না। তাকে মুক্ত করতে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথেও শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে মাঠে আছি। এটাই আপাতত ভাবনা আমাদের।’

দলের নেতারা বলছেন, ক্ষমতাসীনরা চেষ্টা করছে, আগামী নির্বাচন পর্যন্ত বেগম জিয়াকে কারাগারে রেখে তাকে নির্বাচনের বাইরে রাখার। ৬৩২ পৃষ্ঠার এ বিশাল রায়ের সার্টিফায়েড কপি পেতে বেশ কিছু দিন লেগে যেতে পারে। এ ছাড়া আরও পাঁচ মামলায় জারি থাকা গ্রেফতারি পরোয়ানাও বেগম জিয়ার মুক্তিতে বাধা হয়ে দাঁড়াতে পারে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘গত বৃহস্পতিবার আমরা মামলার রায়ের কপি চেয়েছি। সেদিন আমরা সত্যায়িত কপিটি পাইনি। এখনো আমরা তা পাইনি বলে শুনেছি। এভাবে সরকার ইচ্ছাকৃতভাবে রায়ের কপি দেওয়া নিয়ে গড়িমসি করছে।’ একই কথা বলেন স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস।

জানা গেছে, খালেদা জিয়ার কারাগারে যাওয়ার আগে সম্ভাব্য প্রার্থীরা যেমন এলাকামুখী হয়ে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছিলেন, তারা সবাই এখন দলীয় কর্মসূচি পালনে ব্যস্ত। অনেকেই মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তা ছাড়া বিএনপি-প্রধানের মুক্তির বাইরে তারা কিছুই ভাবছেন না।

বিএনপি সূত্র জানায়, দলের চলমান কূটনৈতিক তৎপরতা পর্যায়ে গতকালও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। এর আগে কয়েক দফায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রভাবশালী সব দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বাধীন দলের শীর্ষস্থানীয় একটি প্রতিনিধি দল। বিএনপির রংপুর বিভাগের একজন কেন্দ্রীয় নেতা বলেন, ‘আমাদের কাছে খালেদা জিয়া মায়ের মতো। তাকে মুক্ত না করা পর্যন্ত বিএনপি ঘরে ফিরে যাবে না।’ বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী জানান, ‘সারা দেশে স্থানীয় সুবিধা অনুযায়ী জেলা নেতৃবৃন্দ এখন বিএনপি চেয়ারপারসনের মুক্তির কর্মসূচি নিয়ে ব্যস্ত। নেত্রীকে মুক্ত না করা পর্যন্ত আমরা কেউ বাড়ি ফিরব না।’

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের লক্ষ্য হচ্ছে আমাদের অপ্রস্তুত রেখে নির্বাচন করা। জনগণের কাছে যেতে না দেওয়া। আমরা নির্বাচনে যেতে চাই। এর আগে চেয়ারপারসনসহ কারাগারে থাকা সব নেতা-কর্মীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। চেয়ারপারসন ছাড়া বিএনপি নেতা-কর্মীরা নির্বাচনে যাবেন না— এটাই পরিষ্কার কথা।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান ৩য় বর্ষের শ্রেণির কার্যক্রম শুরু

সাতহ্মীরা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেশন ২০১৫-১৬ অনার্স ৩য় বর্ষের ১ম দিনের ১ম ক্লাস জাঁকজমক ভাবে কেক কেটে উৎযাপন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিভাগীয় প্রধান আবুল কালাম আজাদ। তার হাত দিয়ে কেক কেটে অনার্স ৩য় বর্ষের ক্লাসের শূভসূচনা হয়। এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান ডির্পাটমেন্টের অন্যান্য স্যার মহোদয়। ৩য় বর্ষের শিহ্মার্থী আরিফ এবং রিমার নেতৃত্বে এই অনুষ্ঠানটা খুব সুন্দর ভাবেই অনুষ্ঠিত হয়। তারা চায় পরবর্তীতে যেন এই রকম অনুষ্ঠান কলেজে হয় এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সুনাম অব্যাহত থাকে। আরিফ এবং রিমা অনুষ্ঠানটা আরও সুন্দর ভাবে করার আপ্রান চেষ্টা করেছে।তারা কৃতঙ্গ বিভাগীয় স্যারদের প্রতি এমন সুন্দর একটা অনুষ্ঠানে তাদের পাশে থাকার জন্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest