সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময়৯০ দশক ছাত্রদল প্লাটফর্ম এর সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটি গঠনসাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান চেয়ারম্যান আলিমেরএসএসসি ২০০০ সালের ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরায় সিলভার জুবিলি “মেঘা মিটআপ-২০২৫” অনুষ্ঠিততালার সুভাষিনী গ্রামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি : নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটসাতক্ষীরা জেলা আইনজীবি সমিতির ১১ সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটি গঠনপাইকগাছা থেকে খুলনা যাওয়ার পথে নিখোঁজ মাদরাসা ছাত্রকলারোয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়াদেবহাটায় তীব্র শীতে ব্যাহত জীবন যাত্রাOntdek de wereld van Supergame: Alles wat u moet weten over online casino’s in België

জ্বালানি তেল এবং গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী এপ্রিলে ব্যয়বহুল এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি শুরুর পর দেশজ গ্যাসের সাথে তা মিশিয়ে বিক্রি শুরু হবে। ওই মাস থেকেই দেশীয় এবং আমদানিকৃত গ্যাসের দাম সমন্বয় করে নতুন এবং বর্ধিত দাম কার্যকর করতে চায় সরকার। তবে এ ব্যাপারে যে আইনি বাধা ও সীমাবদ্ধতা রয়েছে তা কাটিয়ে কিভাবে মূল্যহার সমন্বয় করা যায় সেটি খতিয়ে দেখছেন সংশ্লিষ্টরা। এদিকে সম্প্রতি আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে তা দেশের বর্তমান বাজারদরকে ছাড়িয়ে গেছে। বিদ্যমান দরে তেল বিক্রি করে ফের লোকসান গুণতে শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ২০১৪ সালের শেষভাগ হতে বিশ্ববাজার থেকে কম দামে তেল কিনে দেশে বেশি দামে বিক্রি করে বিপিসি। তিন বছরেরও বেশি সময় ধরে বড় অংকের লাভ গোণার পর গত নভেম্বর-ডিসেম্বর থেকে ফের লোকসান পর্বে প্রবেশ করেছে তেল আমদানি ও বাজারজাতকারী একমাত্র রাষ্ট্রীয় সংস্থাটি। এই পরিপ্রেক্ষিতে তেলের দাম বৃদ্ধি করার জন্য বিপিসি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে প্রস্তাব দিয়েছে। প্রসঙ্গত, গত বছরের ১ মার্চ থেকে গ্যাসের এবং ১ ডিসেম্বর থেকে বিদ্যুতের বর্ধিত দাম কার্যকর হয়। এখন কাছাকাছি সময়ে তেল এবং গ্যাসের দামবৃদ্ধির প্রস্তাব আসায় নড়েচড়ে বসেছেন সরকারের নীতিনির্ধারকরা। বিদ্যুত্ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, নির্বাচনী বছরে নিত্যপ্রয়োজনীয় দুই জ্বালানি পণ্যের দাম বাড়ানোর প্রভাব বোঝার চেষ্টা করা হচ্ছে। তিন বছর আন্তর্জাতিক দরের চেয়ে বেশি দামে তেল বিক্রি করার পর এখন আন্তর্জাতিক বাজারদরের সমান দামে তেল বিক্রি করার প্রস্তাবে জনমনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আর ৫০ কোটি ঘনফুট এলএনজি আগামী এপ্রিলে জাতীয় গ্যাস গ্রিডে যুক্ত হলে গ্যাসের গড় পাইকারি দাম বেড়ে যাবে। শুল্ক এবং কর মওকুফ করে এই মিশ্রিত গ্যাসের দাম কতটুকু বাড়ানো যাবে সে বিষয়ে চলতি ফেব্রুয়ারিতেই নীতিগত সিদ্ধান্ত নিবে সরকার। কিন্তু এপ্রিলের মধ্যে গণশুনানি আয়োজন ও শেষ করে দামবৃদ্ধির ঘোষণা দেওয়া এ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসির (এনার্জি রেগুলেটরি কমিশন) জন্য প্রায় অসম্ভব। এ নিয়েও করণীয় ঠিক করতে সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশনা চাওয়া হবে। গ্যাসের দাম সমন্বয়: জ্বালানি বিভাগ সূত্র জানায়, আগামী ২৫ এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্রের কোম্পানি এক্সিলারেট এনার্জিকে এলএনজি টার্মিনাল সম্পূর্ণ প্রস্তুত করার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে পেট্রোবাংলা। কাতার এবং ইন্দোনেশিয়া থেকে এলএনজি আমদানিতে চুক্তিও সম্পন্ন হয়েছে। এই সময়ের মধ্যে দুই তরফই প্রয়োজনীয় কাজ ও সরবরাহ প্রস্তুতি শেষ করতে পারবে বলে সরকারকে আশ্বস্ত করেছে। এপ্রিলের শেষ কিংবা মে’র শেষ সপ্তাহে এলএনজি আমদানি শুরু হলে গ্যাসের দাম কত হবে তা নিয়ে গত সোমবার এনার্জি রেগুলেটরি কমিশন, জ্বালানি বিভাগ এবং পেট্রোবাংলা আনুষ্ঠানিক আলোচনা করে। বিইআরসিতে অনুষ্ঠিত ওই বৈঠকে কমিশনের চেয়ারম্যান ও সাবেক বিদ্যুত্ সচিব মনোয়ার ইসলাম এবং জ্বালানি সচিব নাজিমউদ্দিন চৌধুরী ছাড়াও কমিশন সদস্য, জ্বালানি বিভাগ এবং পেট্রোবাংলার কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ বিষয়ে মনোয়ার ইসলাম বলেন, আমরা চাইলেই তো আর দাম বৃদ্ধি করতে পারি না। এলএনজি আমদানিতে কি পরিমাণ ব্যয় বাড়বে তা পর্যালোচনা করে প্রস্তাব দিতে বলা হয়েছে। প্রস্তাবনা পাওয়ার পর আমরা বিষয়টি বিবেচনা করব। এলএনজি ও প্রাকৃতিক গ্যাসের মধ্যে মূল্য সমন্বয়ের জন্য বিইআরসির সদস্য রহমান মোরশেদের নেতৃত্বাধীন একটি রিপোর্টে বলা হয়েছে, দেশে প্রতি হাজার ঘনফুট গ্যাসের বর্তমান বিক্রয়মূল্য দুই দশমিক ১৭ ডলার। সমপরিমাণ এলএনজির আমদানি মূল্য ৮ মার্কিন ডলার। এই সময়ে দৈনিক ৫০ কোটি ঘনফুট এলএনজি ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট দেশজ গ্যাসের সঙ্গে মিশিয়ে বিক্রি করলে রি-গ্যাসিফিকেশন চার্জ, সঞ্চালন এবং বিতরণ ব্যয় এবং সকল রকমের কর অন্তর্ভুক্ত করলে দাম পড়বে ৪ দশমিক ৩৫ ডলার। আর এলএনজি পৃথকভাবে বিক্রি করতে চাইলে দাম পড়বে ২৩ দশমিক ১১ ডলার। তবে সকল কর রেয়াত করলে এলএনজির দর পড়বে ১০ দশমিক ৪০ ডলার আর মিশ্রিত গ্যাসের দাম পড়বে ৪ দশমিক ১৪ ডলার। অর্থাত্ এখনই মিশ্রিত গ্যাসের দাম সরাসরি দ্বিগুণ হয়ে যাবে। জ্বালানি বিভাগ সূত্র জানায়, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির শুরুতেই গ্যাসের ওপর থাকা ৯৩ দশমিক ২৪ ভাগ সম্পূরক শুল্ক প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এলএনজির দাম নিয়ন্ত্রণে দেশীয় গ্যাসের ওপর থাকা শুল্কও প্রত্যাহার করে নেওয়া হবে। শুধুমাত্র গ্যাসের ওপর ১৫ ভাগ ভ্যাট থাকবে।

তেলের দাম সমন্বয়: এদিকে বিশ্ববাজারে তেলের দামবৃদ্ধির পরিপ্রেক্ষিতে জ্বালানি পণ্যটির দাম বাড়াতে জ্বালানি বিভাগে প্রস্তাব দিয়েছে বিপিসি। এক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে দেশে সমহারে বৃদ্ধি এবং কমানো হলে সমহারে কমানোর প্রস্তাব করা হয়েছে। কিন্তু বর্তমানে দামবৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকায় প্রস্তাব গৃহীত হলে দাম বাড়বে। গত নভেম্বরে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল (প্রায় ১৫৯ লিটার) তেলের দাম ছিল প্রায় ৫০ মার্কিন ডলার। গত দুই সপ্তাহে এ দাম ৬০ থেকে ৭০ ডলারে উঠানামা করছে। দেশে বর্তমানে প্রতি লিটার পেট্রোল ৮৬ টাকায়, অকটেন ৮৯ এবং কেরোসিন ও ডিজেল ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। বিদ্যুত্ উত্পাদনে ব্যবহূত প্রতি ইউনিট ফার্নেস তেলের দাম বর্তমানে ৪২ টাকা। এ অবস্থায় বর্তমানে প্রতি লিটার ডিজেল বিক্রিতে ৩ টাকা ৯০ পয়সা লোকসান করছে বিপিসি। কেরোসিন এবং ফার্নেস তেলে যথাক্রমে ১১ টাকা ৫০ পয়সা এবং প্রায় ১০ টাকা লোকসান গুণছে। সবমিলিয়ে দেড় মাস ধরে দৈনিক ১০ কোটি টাকা লোকসান গুণছে বিপিসি। ডলারের বিপরীতে টাকার দাম কমায় লোকসান আরো বেশি হচ্ছে। এ প্রসঙ্গে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এলএনজি আমদানির কারণে গ্যাসের সার্বিক দাম অনেক বেড়ে যাবে। এখন গ্রাহক পর্যায়ে কিভাবে মূল্য সমন্বয় করা যায় তা নিয়ে কাজ চলছে। বাজারব্যবস্থা এবং জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, বিপিসি এখন ফের লোকসান গুণতে শুরু করেছে। ভারতেও স্বয়ংক্রিয়ভাবে তেলের দাম বেড়েছে। বিপিসিও স্বয়ংক্রিয়ভাবে তেলের দাম সমন্বয়ের একটি প্রস্তাব দিয়েছে। সবকিছু খতিয়ে দেখে সরকার সিদ্ধান্ত নিবে। তবে আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতা বলেন, নির্বাচনী বছরে সরকার নতুন করে তেলের দাম বাড়াতে চাচ্ছে না। এর মূল্য সমন্বয়ে বিকল্প উপায় গ্রহণ করা হবে। আর গ্যাসের দাম বৃদ্ধির জন্য এখন পদক্ষেপ গ্রহণ করা হলেও নিয়ম অনুযায়ী তা কার্যকর করতে অন্তত ছয় মাস সময় লেগে যাবে। সেক্ষেত্রে যদি এর দাম বাড়ানো হয় তবে তা মে মাসের মধ্যে বাড়াতে হবে। সেই উপায় নিয়ে চিন্তাভাবনা চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফের বিতর্কে প্রিয়াঙ্কা

ফের বিতর্কে প্রিয়াঙ্কা

কর্তৃক Daily Satkhira

কিছুদিন আগেই সিকিমকে ‘অশান্ত রাজ্য’ বলে বিপদে পড়েছিলেন। এতটাই ঝামেলা হয়েছিল যে পরে মাফ চেয়ে রফা করতে হয়েছিল।

এবার ভারতের উত্তর-পূর্বের রাজ্য আসামে বিতর্কে জড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রী রাজ্যটির পর্যটন সংস্থার শুভেচ্ছাদূত। কিছুদিন আগেই প্রিয়াঙ্কার ছবি দিয়ে পর্যটন ক্যালেন্ডার বের করেছে কর্তৃপক্ষ।

বিপত্তিটা সেখানেই। ছবিতে ‘স্বল্প পোশাকে’ প্রিয়াঙ্কার উপস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেছে রাজ্যের বিরোধী দল কংগ্রেস। দলের দুই এমএলএ নন্দিতা দাস ও রূপজ্যোতি কুরমি পর্যটন ক্যালেন্ডারে প্রিয়াঙ্কার ‘ক্লিভেজ প্রদর্শনী’কে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন। কুরমি বলেন, ‘আসাম সরকারের উচিত রাজ্যের সমাজ-সংস্কৃতির প্রতি শ্রদ্ধা দেখানো। সরকারের জানা উচিত কিভাবে রাজ্যের ঐতিহ্য রক্ষা করতে হয়। ক্যালেন্ডারের ছবিটি মোটেই রুচিশীল নয়, ফ্রক মোটেই আসামের সংস্কৃতির অংশ নয়।

’ এমন সমালোচনার মুখে পর্যটন কর্তৃপক্ষ আর আসাম রাজ্য সরকার দাঁড়িয়েছে অভিনেত্রীর পাশেই। আসাম পর্যটন উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জয়ন্ত মালা বলেন, ‘আসামকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতেই ক্যালেন্ডার তৈরি করা হয়েছে।

এটা মূলত আন্তর্জাতিক বিভিন্ন ট্যুর অপারেটর ও সংস্থায় পাঠানো হবে। প্রিয়াঙ্কা চোপড়া যেহেতু একজন আন্তর্জাতিক অভিনেত্রী, তাই ক্যালেন্ডারে তাঁর ছবি দেওয়া হয়েছে। এই ছবি আসামের সংস্কৃতিকে খাটো করেনি। ’

প্রিয়াঙ্কার সমর্থনে মুখ খুলেছেন রাজ্যের পর্যটনমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক বিবৃতিতে বিষয়টি নিয়ে কংগ্রেসের অবস্থানকে সস্তা জনপ্রিয়তা পাওয়ার কৌশল হিসেবে উল্লেখ করেছেন। প্রিয়াঙ্কার পোশাক নিয়ে বিতর্ক অবশ্য এই প্রথম নয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সময় অভিনেত্রী স্বল্পবসনা ছিলেন—এই দুয়ো তুলে ট্রল করা হয়েছিল তাঁকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভারতের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর ম্যাচে সমতা এনেছে দক্ষিণ আফ্রিকা। সফরকারী ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জয় পেয়েছে প্রোটিয়ারা।

তাতে তিন ম্যাচ সিরিজের সমতায় ফিরলো স্বাগতিকরা।

সেঞ্চুরিয়ানে টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান প্রোটিয়া অধিনায়ক জে পি ডুমিনি। শুরুটা ভালো হয়নি টিম ইন্ডিয়ার। ব্যাট হাতে ব্যর্থ রোহিত শর্মার বিদায়ের পর ব্যক্তিগত ২৪ রানে বিদায় নেন আরেক ওপেনার শেখর ধাওয়ান। এরপর মাত্র ১ রানে বিদায় নেন টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটের র‌্যাকিংয়ে শীর্ষে থাকা ব্যাটিং জিনিয়াস বিরাট কোহলি। তাতে ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।

এ অবস্থায় ক্রিজে নামা মনিষ পান্ডে সুরেশ রায়নার সঙ্গে জুটি বেঁধে দলীয় স্কোর নিয়ে যান ৯০ রানে। রায়নার ব্যাট এদিন হাসলেও (২৪ বলে ৩১) তা বড় স্কোরের দিকে টেনে নিতে পারেননি। দলীয় ৯০ রানে রায়নাকে হারিয়ে ব্যাট হাতে মাঠে নামেন ‘মি. কুল’ ধোনি।

Bangladesh Pratidin
ঢাকা, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮

শিরোনাম

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি, ২০১৮ ০৫:৫৯ অনলাইন ভার্সন
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৮ ০৬:৪৫
সিরিজ বাঁচানোর ম্যাচে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক
সিরিজ বাঁচানোর ম্যাচে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

ভারতের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর ম্যাচে সমতা এনেছে দক্ষিণ আফ্রিকা। সফরকারী ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জয় পেয়েছে প্রোটিয়ারা।

তাতে তিন ম্যাচ সিরিজের সমতায় ফিরলো স্বাগতিকরা।সেঞ্চুরিয়ানে টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান প্রোটিয়া অধিনায়ক জে পি ডুমিনি। শুরুটা ভালো হয়নি টিম ইন্ডিয়ার। ব্যাট হাতে ব্যর্থ রোহিত শর্মার বিদায়ের পর ব্যক্তিগত ২৪ রানে বিদায় নেন আরেক ওপেনার শেখর ধাওয়ান। এরপর মাত্র ১ রানে বিদায় নেন টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটের র‌্যাকিংয়ে শীর্ষে থাকা ব্যাটিং জিনিয়াস বিরাট কোহলি। তাতে ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।

এ অবস্থায় ক্রিজে নামা মনিষ পান্ডে সুরেশ রায়নার সঙ্গে জুটি বেঁধে দলীয় স্কোর নিয়ে যান ৯০ রানে। রায়নার ব্যাট এদিন হাসলেও (২৪ বলে ৩১) তা বড় স্কোরের দিকে টেনে নিতে পারেননি। দলীয় ৯০ রানে রায়নাকে হারিয়ে ব্যাট হাতে মাঠে নামেন ‘মি. কুল’ ধোনি।

মূলত এরপরই পাল্টে যায় ভারতের ইনিংসের ব্যাটিং চিত্র। একপ্রান্তে ধোনি অপর প্রান্তে মনিষ পান্ডে সপাটে ব্যাট চালাতে থাকলে সফরকারীদের সংগ্রহ তরতর করে বাড়তে থাকে। তাকে ৪ উইকেট হারিয়ে স্কোর দাঁড়ায় ১৮৮ রানে।এরপর জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৩৮ রানেই দুই ওপনারকে খোয়ায় স্বাগতিকরা। এদিন ক্রিজে এসেই তাণ্ডব চালাতে শুরু করেন ক্যারিয়ারে দ্বিতীয় টি-টোয়েন্ট খেলতে নামা ডানহাতি ব্যাটসম্যান হেনরিক ক্লাসেন। মাত্র ৩০ বলে ৭ ছক্কা ও ৩ চারে ৬৯ রানে তিনি যখন সাজঘরে ফেরেন তখন প্রোটিয়াদের জয়ের পথটা অনেকটা সুগম হয়ে যায়।

অপরপ্রান্তে দায়িত্ব নিয়ে ব্যাট চালাচ্ছিলেন অধিনায়ক ডুমিনি। পরে মিলার দ্রুত সাজঘরে ফিরলে বেহারডিনকে নিয়ে বাকি কাজটা সারেন ডুমিনি। ৩ ছক্কা ও ৪ চারে ৪০ বলে অপরাজিত ৬৪ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে যখন ড্রেসিংরুমে ফেরেন তখনও ইনিংসের ৮ বল বাকি। তাতে ৬ উইকেটের দাপুটে জয় তুলে নেয় স্বাগতিকরা।

আগামী রবিবার কেপ টাউনের নিউল্যান্ডসে হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রক্তে শর্করার মাত্রা ও ইনসুলিন নিয়ন্ত্রণে পপকর্ন

পপকর্ন ফ্যাট ফ্রি, সুগার ফ্রি ও লো ক্যালরি খাবার। এক কাপ পপকর্নে মাত্র ৩০ ক্যালরি থাকে। অথচ আঁশযুক্ত খাবার হওয়ায় অনেকক্ষণ পেট ভরা রাখে। ক্ষুধা কম পায়। এভাবে ওজন কমাতে সাহায্য করে পপকর্ন।

অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ পপকর্ন রক্তে ফ্রি-র‌্যাডিক্যালস-এর মাত্রা কমাতে সাহায্য করে। যা চুল পড়া, অ্যালঝেইমার’স-এর মতো বয়সকালীন সমস্যা মোকাবিলায় সাহায্য করে।

পপকর্নে ফাইবার, মিনারেল, কার্বোহাইড্রেট, ভিটামিন ই, ভিটামিন বি কমপ্লেক্স পরিমাণ প্রচুর। যা হজমে সাহায্য করে ও পেট পরিষ্কার রাখে। পপকর্ন রক্তনালী ও ধমনীর দেওয়ালে কোলেস্টেরল জমতে বাধা দেয়। ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে ও হার্টের স্বাস্থ্য ভাল রাখে। পপকর্ন রক্তে শর্করার মাত্রা ও ইনসুলিন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে পপকর্ন। ডায়াবেটিস থাকলে নিয়মিত ডায়েটে ১ কাপ ঘরে তৈরি পপকর্ন রাখতে পারেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়োগে কোটি কোটি টাকার দুর্নীতি!

নিজস্ব প্রিতবেদক: সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে আউট সোর্সিং পদে চাকুরি নামক সোনার হরিণ দেয়ার প্রতিশ্রুতিতে কোটি কোটি টাকার অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। গত কয়েক মাস যাবত মেডিকেলের প্রকল্প পরিচালক থেকে প্যাথলজিস্ট পর্যন্ত সকলে আর্থিক সুবিধার পর নিয়োগের নামে পরিচয়পত্র দিয়ে কাজে যোগদান করিয়েছেন অসংখ্য প্রার্থীদের। মেডিকেলের প্যাথলজিস্ট শুব্রত কুমার দাস ও তার সহযোগি বশির আহম্মেদ এর বিরুদ্ধে রয়েছে এসব ভূয়া নিয়োগ ও পরিচয়পত্র প্রদানের গুরুতর অভিযোগ। অভিযোগের তীর মিলেছে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও। ভুক্তভোগিরা প্রতারণার স্বীকার হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সরনাপন্য হলেও সেখানেও প্রতারণার অভিযোগ রয়েছে। প্রতারক নিয়োগ চক্রটি কোটি কোটি টাকা লুটে নিয়ে এখন চাকুরি প্রার্থীদের জীবন নাশের হুমকী দেয়ার অভিযোগ উঠেছে।
বাগেরহাট জেলা ও থানার রণভূমি গ্রামের খান শওকাত আলীর ছেলে খান আসাদুজ্জামান জানান, একটি ব্যাংকে চাকুরি সূত্রে সাতক্ষীরা শহরের পলাশপোল গ্রামে অবস্থানকালিন সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্যাথলজিস্ট যশোর জেলার কেশবপুর থানার কাবিলপুর গ্রামের সুকুমার দাসের ছেলে সুব্রত দাসের সাথে তার পরিচয় হয়। পরিচয় সুত্রে এক পর্যায়ে বন্ধুত্ব এরপর মেডিকেলে চাকুরির টোপ দেয় আসাদ্জ্জুামানকে। তিনি প্রথমে নিজের স্ত্রী ও পরে শালিকাকে চাকুরির জন্য যোগাযোগ করতে থাকেন। এরপর বিগত ২০১৬ সালের ২০ মার্চ রাতে সুব্রত তার শহরের খুলনার রোড এলাকার ভাড়া বাড়িতে বসে তার নিকট থেকে ৩ লক্ষ টাকা প্রথমেই গ্রহণ করেন।
এরপর পর্যায়ক্রমে বাগেরহাট জেলা ও থানার দক্ষিণ খানপুর গ্রামের আব্দুল গনির ছেলে মিলন শেখ এর নিকট থেকে ২ লাখ টাকা, একই থানার রণভূমি গ্রামের আজহার আলির ছেলে সাইফুল ইসলামের নিকট থেকে ৩ লক্ষ টাকা, উত্তর খানপুর গ্রামের আবু তালেব এর ছেলে আবু হাসান এর নিকট থেকে ৩ লাখ টাকা, খোকন শেখ এর ছেলে তানভীর হোসেন এর নিকট থেকে ৩ লাখ টাকা, বাগমারা গ্রামের ফজলুল রহমানের মেয়ে মনিরা খাতুন এর নিকট থেকে ৩ লাখ টাকা, চুলকাটি গ্রামের ইব্রাহিম শেখ এর ছেলে ইবাদুল হোসেন টিপুর নিকট থেকে ৩ লাখ টাকা এবং উক্ত জেলার ফকিরহাট থানার দাড়িয়া গ্রামের জাফর শেখ এর ছেলে হাসানুর রহমান এর নিকট থেকে ৩ লাখ টাকা গ্রহণ করে। যা সর্বমোট ২৩ লাখ টাকা।
খান আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, এসব টাকা গ্রহণের সময় শহরের পলাশপোলের মৃত তোফাজ্জেল বিশ^াসের ছেলে ফিরোজ বিশ্বাস, একই এলাকার মৃত আব্দুল আনাম খানের ছেলে ইউসুফ খান পলাশ, নারিকেলতলার আশরাফুল ইসলাম ঝড়–, জেলার দেবহাটার কুলিয়া গ্রামের মৃত আব্দুল আজিজ এর ছেলে হাসানুর জামান কারিগরসহ অনেকের সামনে এসব টাকা সুব্রত দাস গ্রহণ করেন।
সাংবাদিকদের তিনি আরও জানান, বিপুল অংকের এসব টাকা গ্রহণ করে মাস্টার রোল পদে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে তাদেরকে ভূয়া নিয়োগ ও পরিচয় পত্র দেয়া হয়। আবেদনকারিরা পরিচয়পত্র পেয়ে এক থেকে দেড় বছর চাকুরিও করে কিন্তু এক/ দুই মাস ৬ হাজার টাকা করে বেতন দেয়ার পর আর তাদের বেতন দেয়া হয়না। এ সময় তাদেরকে জানানো হয় মাস্টার রোলে থাকার পর যেসময় সরকারিভাবে নিয়োগ প্রদান করবে সেই সময়ে তাদের নিয়োগ হবে। ইতোমধ্যে এসব নতুন চাকরিদাতাদের বেতন না দেয়ায় তারা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করতে করতে জায়গা ছাড়তে শুরু করে।
শহরের পলাশপোলের মৃত তোফাজ্জেল বিশ্বাসের ছেলে ফিরোজ বিশ্বাস জানান, ইতোমধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে সরকারিভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হলে নতুন নতুন প্রার্থী এনে তাদের নিকট থেকে আবারো লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চাকুরি দেয়ার স্বপ্ন দেখাতে শুরু করেছে এই চক্রটি। পরিস্থিতি বুঝে এসব টাকা প্রদানকারিরা বেতন না পাওয়ায় সাতক্ষীরা ছেড়ে নিজ নিজ বাড়িতে চলে যেতে বাধ্য হয়। তখন তাদের নিকট থেকে লিখে নেয়া হয় আমি চাকরি করব না স্ব-ইচ্ছায় চলে যাচ্ছি। প্রার্থীদের অনেকেই টাকা ফেরতের জন্য চাপ সৃষ্টি করলে তাদেরকে নানাভাবে হুমকী দেয়া হয়। টাকা গ্রহণের সময় সামনে থাকা আশরাফুল ইসলাম ঝড়– ও তার লোকজনকে দিয়ে নানাভাবে জীবন নাশের হুমকীসহ মিথ্যা মামলায় ফাসিয়ে শহর ছাড়া করার পরিকল্পনাও করে প্যাথলজিস্ট সুব্রত ও তার কথিত ক্যাডার ঝড়–।
সার্বিক পরিস্থিতি বুঝে গেল বছরের ১৪ নভেম্বর সাতক্ষীরা সদর থানায় খান আসাদুজ্জামান সকলের পক্ষে একটি অভিযোগ দাখিল করেণ। সদর থানার অফিসার ইনচার্জ ওসি মারুফ আহম্মদ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন এএসআই শাহিনুর রহমানকে। এ এস আই শাহিনুর রহমান যথারিতি প্রাথমিক তদন্ত করে ঘটনার সত্যতা পান। এক পর্যায়ে শাহিনুর রহমান ভূয়া চাকুরিদাতা সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্যাথলজিস্ট সুব্রত দাস ও তার আরেক সহযোগিকে আটক করে থানায় নিয়ে আসেন।
এ সময় চাকুরী প্রার্থী আরও অনেকে হাজির হয় টাকার দাবিতে সদর থানার গোল ঘরে। প্যাথলজিস্ট শুব্রত দাসের উপস্থিতিতে পুলিশি তদন্তে এবং চাকুরি প্রার্থীদের সামনে হিসাব করে ২৭ লাখ ৩৬ হাজার টাকার দাবীদাররা থানায় হাজির হয়ে টাকার দাবি করেন। এএসআই শাহিনুরের সামনে সেখানেই টাকা প্রদানকারিদের সকলকে ২০ লাখ টাকা ফেরত দেয়ার শর্তে ৫শ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর ও লিখিত পড়িত করে থানা থেকে মুক্তিপান প্রতারক চক্রের হোতা সুব্রত দাস। স্ট্যাম্পে উল্লেখ থাকে যে, ৪ ডিসেম্বর ২০১৭ ও ১৮ ডিসেম্বর ২০১৭ তারিখে দুই কিস্তিতে ২০ লাখ টাকা এএসআই শাহিনুরের মাধ্যমে ভুক্তভোগিদের ফেরত দিবেন সুব্রত দাস।
শর্ত সাপেক্ষে স্ট্যাম্পে স্বাক্ষর করে দিয়ে থানা থেকে মুক্তির পর শুরু হয় নতুন খেলা। নির্ধারিত সময়ে থানায় টাকা জমা না দিয়ে পুলিশকে পক্ষে নেয়ায় এবার চাকরি প্রত্যাশিত টাকা প্রদানকারিরা আর থানায় পাত্তাই পায় না। টাকা চাইলে তাদেরকে নানাভাবে হুমকী দিতে থাকে বলে জানান খান আসাদুজ্জামান ও ফিরোজ বিশ্বাব।
এব্যাপারে এএসআই শাহিনুর রহমান গণমাধ্যমকে জানান, সুব্রতর ব্যাপারে দাখিলকৃত অভিযোগের তদন্তকারি কর্মকর্তা হিসেবে আমাকে নিযুক্ত করার পর আমি তদন্ত করে অভিযোগ বর্ণিত ঘটনার সত্যতা পাই। সেমোতাবেক সুব্রতকে থানায় এনে অভিযোগকারিদের সামনেই টাকা ফেরতের শর্তে স্ট্যাম্পে লিখিত পড়িত করে ছেড়ে দেয়া হয়। এরপর লিখিত স্ট্যাম্প ও আনুসাঙ্গীক কাগজপত্র ওসি স্যার আমার নিকট থেকে নিয়ে নেন। আর আমাকে জানায় তুমি থাম-আমি দেখছি। অভিযোগ রয়েছে মোটা অংকের সুবিধা নিয়ে পুরো ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার।
বর্তমানে টাকা প্রদানকারি চাকরি প্রত্যাশিতরা প্রথমে প্যাথলজিস্ট সুব্রতর নিকট থেকে প্রতারণার শিকার হয়, পরে পুলিশের নিকট থেকেও প্রতারণার স্বীকার হয়ে এখন পথে পথে ঘুরছে তারা।
এব্যাপারে সাতক্ষীরা মেডিকেলের প্যাথলজিস্ট সুব্রতর সাথে কথা বললে তিনি জানান, আমি চাকরি দেয়ার কে। এখানে কাজ শেখার জন্য কয়েকজন এসেছিল, যেহেতু কোটি কোটি টাকার মেশিন রয়েছে তাই জামানত হিসেবে ২০ হাজার করে টাকা নিয়েছিলাম ৫/৬ জনের নিকট থেকে। পরে তারা অসেনি। আসলে এবং টাকা ফেরত চাইলে যেকোন সময় ফেরত দেয়া হবে। একই সময়ে থানায় বসে আলোচনা হলেও কোন লিখিত পড়িত হয়নি বলে দাবী করেন তিনি। টাকা গ্রহণের চেক ও ভূয়া পরিচয় পত্র কিভাবে দিলেন এমন এক প্রশ্নের জবাবে সুব্রত বলেন, এসব কোন ব্যাপার নয়!
এ বিষয়ে মেডিকেলের সাবেক প্রকল্প পরিচালক ডা. দেলোয়ার হোসেনের সাথে কথা বলার জন্য তার ০১৭১৩-১০৮০৩১ নাম্বারে যোগাযোগ করলে তিনি রিসিভ না করে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।
মেডিকেলের বর্তমান সুপারেন্ডটে- ডা. শাহজান আলী জানান, আমি সম্প্রতি এখানে যোগদান করেছি। কিছুই জানিনা। তবে কম বেশি এসব সমস্যার কথা শুনেছি।ঘটনার সুষ্ট তদন্ত করে জড়িত প্রতারক চক্রদের আইনের আওতায় আনার দাবী ভুক্তভোগিদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্স মাঠে আজ বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি থেকে ট্রেইনি রিক্রুট পুলিশ(নারী/পুরুষ) কনস্টেবলপেদে নিয়োগ অনুষ্ঠিত হবে। এ নিয়োগকে কেন্দ্র করে কোন পুলিশ সদস্য, প্রার্থী বা অন্য কোন ব্যক্তি আর্থিক লেনদেনে জড়িত হলে তার বা তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান। কোন প্রার্থী কোন প্রকার আর্থিক লেনদেন বা অন্যায় তদবির করলে তা প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে বলেও জানিয়েছেন তিনি।
একই সাথে নিয়োগ সংক্রান্ত কোন আর্থিক লেনদেনের তথ্য থাকলে তা পুলিশ সুপার সাতক্ষীরা(মোবাইল-০১৭১৩৩৭৪১৩৫)-কে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিক্ষিকা ও তাঁর মেয়েকে ধর্ষণের হুমকি দিল ক্লাস সেভেনের ছাত্র!

স্কুলের শিক্ষিকা ও তাঁর মেয়েকে ধর্ষণের হুমকি দিল ক্লাস সেভেনের এক ছাত্র। ভারতের উত্তরাঞ্চলের শহর গুরুগ্রামের একটি নাম করা স্কুলে ঘটেছে এই ঘটনা। ছেলেটির সঙ্গে একই ক্লাসে পড়ে শিক্ষিকার কন্যা। ওই একই স্কুলে আবার ক্লাস এইটের এক ছাত্র এক শিক্ষিকাকে মেইল করে তার সঙ্গে ক্যান্ডেললাইট ডিনার ও সেক্স করার অনুরোধ করেছে।

দুটি ঘটনাই ঘটেছে গত সপ্তাহে। ধর্ষণের হুমকি পাওয়া শিক্ষিকা স্কুলে এলেও, তাঁর কন্যা আতঙ্কে আর স্কুলে যেতে পারেনি। ওই শিক্ষিকা ও তাঁর কন্যার পরিচিতি যাতে প্রকাশ্যে এসে না-যায়, সে জন্য স্কুলের নামটি প্রকাশ করা হয়নি।

স্কুল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। দোষী ছাত্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনাকে কিছুতেই বরদাস্ত করবে না স্কুল।’

এদিকে, শিশুকল্যাণ কমিটির চেয়ারপার্সন শকুন্তলা ধুল বলেছেন, ‘স্কুল ও শিশুটিকে একটি নোটিশ পাঠানো হবে। তাদের ডেকে গোটা ঘটনা জানা হবে। ওই শিক্ষিকা ও শিশুটির কাউন্সেলিং সেশন হবে।’

শিশুদের হাতে প্রচুর প্রযুক্তিগত ডিভাইস চলে যাওয়াতেই তারা এসব করছে বলে মত বিভিন্ন স্কুলের প্রিন্সিপালদের। এইচডিএফসি স্কুলের প্রিন্সিপাল অঙ্কিতা মাক্করের মতে, ‘আজকাল শিশুরা অনেক প্রযুক্তিগত ডিভাইস হাতে পেয়ে যাচ্ছে। আমরা জানি না, ওরা কী দেখছে আর কোন সাইটে চলে যাচ্ছে।’

অ্যামিটি ইন্টারন্যাশনার স্কুলের প্রিন্সিপাল আরতি চোপড়া বললেন, ‘শিশুটি নিশ্চয়ই বাড়িতে অস্বস্তিকর পরিস্থিতিতে থাকে। কারো সঙ্গে কথা বলে না। এ ক্ষেত্রে তার চেপে থাকা সেন্টিমেন্টগুলোর বিস্ফোরণ ঘটেছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মাহফিজুল ইসলাম আককাজ
সরকারি পলিকেটনিক ইন্সটিটিউট: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৮ উপলক্ষে সাতক্ষীরা সরকারি পলিকেটনিক ইন্সটিটিউটের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলেজের হলরুমে সাতক্ষীরা সরকারি পলিকেটনিক ইন্সটিটিউটের উপাধ্যক্ষ ড. এম. এম নজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি পলিকেটনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি.এম আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. ফারুক হোসেন, অলোক সরকার, এ.বি.এম সিদ্দিকী, বিপ্লব কুমার দাস প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ভাষা শহিদ ও স্বাধীনতা যুদ্ধে বীর শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কদমতলা জামে মসজিদের পেশ ইমাম মো. আব্বাস উদ্দিন। এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মো. হেলালে হায়দার।

সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৮ উপলক্ষে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কলেজের হলরুমে কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন চীফ ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার মশিউর রহমান, মো. ফেরদৌস আরেফিন, ইন্সট্রাক্টর মো. মাহবুবর রহমান, মো. শরিফুল ইসলাম, মো. আব্দুস সালাম প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইন্সট্রাক্টর রঞ্জন কুমার সরকার, মোস্তফা বাকি বিল্লাহ, জুনিয়র ইন্সট্রাক্টর মো. মাসুদ রানা, মো. অজিহার রহমান, বিষ্ণুপদ পাল, মো. হাবিবুল্লাহ প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ভাষা শহিদ ও স্বাধীনতা যুদ্ধে বীর শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইন্সট্রাক্টর মো. আনিছুর রহমান।

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৮ উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সামিমা ইসমত আরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উম্মে হাবিবা, আনিছুর রহমান, রীণা রাণী নন্দী, সুহেলী সুলতানা, মোহাম্মদ হাবিবুল্লাহ, মো. মনিরুজ্জামান, দিপা সিন্ধু তরফদার প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ভাষা শহিদ ও স্বাধীনতা যুদ্ধে বীর শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা টাউন গালস্ হাইস্কুল: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৮ উপলক্ষে সাতক্ষীরা টাউন গালস্ হাইস্কুলের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক নাছরিন বানু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আলমগীর কবির। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক অসীম কুমার মন্ডল, সহকারি শিক্ষক উজ্জল কান্তি শর্মা, রোকনুজ্জামান, শেখ আলমগীর রহমান, মানজুরুর রব, হীরা লাল সরকার, ইমাম উদ্দিন আহম্মেদ, সিদ্দিকুজ্জামান, ইউনুছ আলী, মাসুমা আক্তার, সন্ধ্যা মন্ডল, রাজিয়া সুলতানা প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ভাষা শহিদ ও স্বাধীনতা যুদ্ধে বীর শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক মো. আফজাল হোসেন।

আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায়: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৮ উপলক্ষে সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয়ের হলরুমে অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মজিদ সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রভাষক মনিরুল ইসলাম, আনারুল ইসলাম, নুর আহম্মদ, নাসির উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ভাষা শহিদ ও স্বাধীনতা যুদ্ধে বীর শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহছানিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া। এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবজীবন ইন্সটিটিউট: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৮ উপলক্ষে বুধবার সকালে সাতক্ষীরা নবজীবন প্রাঙ্গণে নবজীবনের সভাপতি তারেকুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর জাসদের জেলা সভাপতি কাজী রিয়াজ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ মীর মো. ফকরউদ্দিন আলী আহম্মেদ, টেক্সটাইলস্ ও গার্মেন্টস্ ডিজাইন বিভাগীয় প্রধান দেব কুমার মন্ডল, কম্পিউটার দ্বিতীয় পর্ব মারিয়া সুলতানা, ইলেকট্রিক্যাল দ্বিতীয় পর্ব নীলয় ঘোষ, নবজীবন ইন্সটিটিউটের সহকারি শিক্ষক মো. মোশারফ হোসেন, পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগীয় প্রধান নার্গিস খানম, পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল বিভাগীয় প্রধান দেব দাস মাঝি প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ভাষা শহিদ ও স্বাধীনতা যুদ্ধে বীর শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মনিরা খাতুন ও জাকির হোসেন মিন্টু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest