সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের চাপায় ভ্যান চালকের মৃত্যুকোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়–সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদেররাষ্ট্রপতির ক্ষমার আগে ভুক্তভোগী ও পরিবারের মতামত নেওয়ার প্রস্তাবতালায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিতভোমরায় জামায়াতের হুইল চেয়ার বিতরণসাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ইটাগাছা এলাকা পরির্দশনে সদর ইউএনওপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় শিক্ষার্থীদের জন্য ছাত্রদল নেতার ব্যতিক্রমী উদ্যোগ !জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুর রহমানের পিতার মৃত্যু

রাষ্ট্রপতির কাছে ‘সিদ্ধান্তপত্র’ দিলেন শেখ হাসিনা

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার বঙ্গভবনে গিয়ে তিনি এ সাক্ষাৎ করেন।

বিষয়টি জানিয়েছেন বঙ্গভবনের গণমাধ্যম শাখার কর্মকর্তারা।

বঙ্গভবন জানায়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সিদ্ধান্তপত্র জমা দেন শেখ হাসিনা। এতে দ্বিতীয় মেয়াদের জন্য রাষ্ট্রপতি পদে মো. আবদুল হামিদকেই মনোনয়ন দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

গত ২৫ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য করে তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী আগ্রহী প্রার্থীরা আগামী ৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ৭ ফেব্রুয়ারি যাচাই বাছাইয়ের পর ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদা বলেছিলেন, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ আগামী ২৩ এপ্রিল শেষ হবে। সংবিধান অনুযায়ী ২৪ জানুয়ারি থেকে ৩০ দিনের মধ্যে অবশ্যই রাষ্ট্রের সর্বোচ্চ এই পদে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

গতকাল রাতেই আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকেই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দলের প্রার্থী মনোনীত করা হয়। বৈঠকের পর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বিষয়টি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভাতের অভাবে কাঁদতে হচ্ছে সাতক্ষীরার বরেণ্য অভিনেত্রী রাণী সরকারকে

নিজস্ব প্রতিবেদক: রাণী সরকার, সাতক্ষীরার এক কৃুত সন্তান, চলচ্চিত্রে কাজ শুরু করেন ১৯৫৮ সাল থেকে। এরই মধ্যে তিনি এক হাজারের ও বেশি ছবিতে কাজ করেছেন। কিন্তু বর্তমানে কোনো কাজের ডাক পাচ্ছেন না তিনি। বলতে গেলে অর্থকষ্ট ও অর্ধাহারেই দিন কাটছে তাঁর।
রাণী সরকার বলেন, ‘এভাবে ভাতের অভাবে কাঁদতে হবে ভাবিনি। দিনটা শুরু হয় ভাতের অভাব দিয়ে। চাল থাকে তো নুন থাকে না অবস্থা। এভাবে জীবনটা শেষ হয়ে যাচ্ছে। বাকি দিনগুলো কীভাবে কাটবে বুঝতে পারছি না। কারো বাসায় গেলে চা বিস্কুট খাওয়ায়, কিন্তু ভাত দেয় না কেউ। আমি চলচ্চিত্রে কাজ করেছি, সবাই আমাকে চেনে, যে কারণে ভিক্ষা করার কথা চিন্তাও করতে পারি না।’
সংসারে কে কে আছেন, কীভাবে চলে সংসার জানতে চাইলে রাণী সরকার বলেন, ‘আমরা তিন ভাইবোন ছিলাম, বড় ভাই মারা গেছেন। ছোট ভাই পঙ্গু, এখনো প্রতি সপ্তাহে চিকিৎসা করাতে হয়। তার বউ-বাচ্চাসহ মোট ছয়জনের সংসার। ছোট ভাই কোনো কাজ করতে পারে না। আমার সংসার চলে প্রধানমন্ত্রীর টাকায়। তিনি আমাকে ২০ লাখ টাকার একটা চেক দিয়েছিলেন, সেখানে থেকে প্রতি মাসে ২০ হাজার টাকা পাই। আমরা যে বাড়িতে থাকি, ছোট দুই রুমের একটা বাসা, তাও সব মিলিয়ে ১৩-১৪ হাজার টাকা চলে যায়। বাকি ছয়-সাত হাজার টাকা দিয়ে কোনো ভাবে চাল ডাল কিনি, কিন্তু তা দিয়ে চলা সম্ভব নয়, যে কারণে আমার সংসার আর চলে না।’
কাজ করতে চান জানিয়ে রাণী সরকার বলেন, ‘আমি কারো কাছে ভিক্ষা চাইছি না, আমি কাজ করে ভাত খেতে চাই। আমাকে আপনারা কাজ দেন, কাজের বিনিময়ে যত ইচ্ছে টাকা দেন। আপনাদের শুটিংয়ে গেলে অন্তত সেই সময়টা ভালো খেতে পারব, কিছু টাকা পেলে বাড়িতেও দুদিন খাবার হবে।’
চার দশকের মতো কাজ করলেও কেন কোনো সঞ্চয় করেননি জানতে চাইলে রাণী সরকার বলেন, ‘আমরা কি আর টাকার জন্য কাজ করেছি? নেশা থেকেই কাজ করতাম। যেদিন শুটিং থাকত না, সেদিনও এফডিসিতে গিয়ে আড্ডা দিয়ে আসতাম। তা ছাড়া একজন সহশিল্পী কত টাকা পায়? টাকা তো পায় হিরো হিরোইনরা। তাঁরা দুই লাখ টাকা পেলে আমরা পেতাম দুই হাজার, ছবির পরিচালকও ঠিক মতো টাকা পায় না। শুধু আমাদের সময়ই না, এখন যারা সহশিল্পী হিসেবে কাজ করছে তাদের কতজন স্বচ্ছল? এটা আসলে বলে লাভ নেই। টাকা যা পেয়েছি, তখন পোলাও কোরমা খেয়েছি, কিন্তু জমানোর মতো টাকা কখনোই পাইনি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় এসএসসি’র ১ম দিনে ৪ শিক্ষক বহিষ্কার, অনুপস্থিত ১৩২ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার তালায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্রে কর্তব্যে অবহেলার অভিযোগে চার শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তালা তালা উপজেলার বি দে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনাটি ঘটে।
বহিষ্কৃত শিক্ষকরা হলেন, খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুমারেশ চন্দ্র সাধু, শতদল মাধ্যমিক বিদ্যালয়ের জেসমিন খাতুন, সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রণব কুমার ঘোষ এবং রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুব্রত কুমার রায়।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফরিদ হোসেন জানান, প্রথম দিনের পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে অসাদুপায় অবলম্বনে সহায়তা করার অভিযোগে চার শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। এদিকে, জেলার ৪১ টি পরিক্ষা কেন্দ্রে ২৬ হাজার ৩১৩ পরিক্ষার্থীর মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ছিল ১৩২ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালা মাগুরায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র সম্মেলন অনুষ্ঠিত

দেবাশীষ মূখার্জ্জী: মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড তালা উপজেলার মাগুরা ইউনিয়ন শাখার সম্মেলন বৃহস্পতিবার সকাল ১০টায় মাগুরা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সাবেক চেয়ারম্যান ও মাগুরা ইউনিয়ন কমান্ডার বীর মুক্তি যোদ্ধা শেখ শামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সাতক্ষীরা জেলার সদস্য সচিব ও দৈনিক পত্রদূতের সম্পাদক(ভারপ্রাপ্ত) লায়লা পারভীন সেজুঁতি। প্রধান বক্তা ছিলেন তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক শেখ জাহিদুর রহমান লিটু, আমন্ত্রিত অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মফিজউদ্দীন, আলাউদ্দীন জোয়ার্দ্দার বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্যে ঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবার আহ্বান ও আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
অন্যান্যের মধ্যে স্থানীয় চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বাবু গনেশ দেবনাথ, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুল হান্নান, আজকের সাতক্ষীরা স্থানীয় প্রতিনিধি ও ইউনিয়ন যুবলীগের সভাপতি বিশ্বাস আতাউর রহমান, ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আলমগীর হোসেন (সদস্যসচিব উপজেলা সন্তান কমান্ড)
সন্মেলনে মাস্টার নিহার রঞ্জন সরকারকে সভাপতি ও একরামূল বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ০৬সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালা মাগুরায় এক কিশোরীর আত্মহত্যা

দেবাশীষ মূখার্জ্জী: মাগুরা ইউনিয়নের মাগুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আকবর আলি শেখের মেয়ে নিপা (১৪)তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

আকবর আলির চার মেয়ের ছোট মেয়ে নিপা। পুত্র সন্তান না থাকায় সে ছিল সকলের নয়নের মনি। বুধবার সন্ধ্যা ৭টার দিকে সে মায়ের কাছে খেতে চাইলে মা চন্দ্রগ্রহণের কারণে দেরি করতে বললে সে নিজের ঘরে ঘুমাতে যায়। গ্রহণ শেষে মা তার ঘরে ডাকতে গিয়ে দরজা বন্ধ দেখে। তাকে ডাকতে ডাকতে এক পর্যায়ে চিৎকার দিতে থাকলে পার্শ্ববর্তী রাস্তার চলমান পথচারীরা গিয়ে দরজা ভেঙে তাকে ঘরের আড়ায় গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখে।পরে তাকে নামানো হলে মৃত দেখা যায়। বৃহস্পতিবার সকালে পারিবারিক কবরস্থান মাগুরাডাঙ্গায় জানাযা শেষে তাকে দাফন করা হয়।

জানাযার সময় দৈনিক পত্রদূত সম্পাদক(ভারপ্রাপ্ত) লায়লা পারভীন সেঁজুতি ও আজকের সাতক্ষীরা স্থানীয় প্রতিনিধি এবং স্থানীয় ওয়ার্ড মেম্বর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, শেখ ময়নূল ইসলাম উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩ মিনিটের গানে শাকিব-মিমের ৩১ বার ‘চুম্মা’ (ভিডিও)

নতুন বছরেই নতুন চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন ঢালিউড সুপার স্টার শাকিব খান ও বিদ্যা সিনহা মিম জুটির নতুন ছবি ‘আমি নেতা হবো’। এরই মধ্যে সিনেমাটির ‘লাল লিপস্টিক’ শিরোনামের একটি গান গত ১১ জানুয়ারি প্রকাশ পায়।

এবার প্রকাশ হলো শাকিব-মিমের ‘চুম্মা’ শিরোনামের নতুন একটি গান। গত ২৮ জানুয়ারি এসকে মুভিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই গানটি প্রকাশের পর আলোচনা তৈরি হয়।

গানের প্রথম অন্তরার কথাগুলো এমন- ‘হটি-নটি তোর ওই ফিগারে কারেন্ট যেন আছে। ছুঁয়ে দিলে ঝাটকা লাগে রে, আয় না আরো কাছে। তোর ঠোঁটে দু’ঠোঁট রাখলে এই প্রাণটা যেন বাঁচে। তোর রিস্কি রিস্কি চাহনিতে হুইস্কির ফ্লেভার আছে। উম্মা, এই দিলাম চুম্মা…।’

বেশ আবেদনময়ী রূপে গানটিতে দেখা যায় শাকিব খান ও বিদ্যা সিনহা মিমকে। ‘চুম্মা’ গানের অন্যতম আকর্ষণ গানটিতে শাকিব-মিমের চুম্বনের রোমান্টিক এক্সপ্রেশন ও গানের কথা ‘চুম্মা’ শব্দের অতিমাত্রায় প্রয়োগ।

৩ মিনিট ১৫ সেকেন্ড ব্যাপ্তির গানটির দৃশ্যে ৩১ বার উম্মা-চুম্মা শব্দটি ব্যবহার করা হয়। সঙ্গে শাকিব-মিমের চুম্বনের রোমান্টিক এক্সপ্রেশন আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

শাকিব- মিম অভিনীত ‘আমি নেতা হব’ সিনেমাটি আগামী ১৬ ফেব্রুয়ারি পাবার কথা রয়েছে। সিনেমা মুক্তির আগে আলোচনা তৈরি করেছে ‘চুম্মা’ গানটি। এই গানে কণ্ঠ দিয়েছেন শ্রী প্রীতম, জেমি ইয়াসমিন।

শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমায় শাকিব খান-বিদ্যা সিনহা মিম ছাড়াও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, কমল পাটকেরসহ অনেকে।

‘আমি নেতা হবো’ ছবিটির মাধ্যমে দীর্ঘ আট বছর পর ফের জুটি হিসেবে ফিরছেন শাকিব ও মিম। শাকিব অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাজনীতি’ ও ‘নবাব’। এ বছর মুক্তি পেয়েছে মিম অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ ও ‘ইয়েতির অভিযান’। এছাড়াও তার ‘পাষাণ’ নামের একটি সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধনাঞ্জয়ার সেঞ্চুরিতে বিকেলটা শ্রীলঙ্কার

যে ঘূর্ণিবল শ্রীলঙ্কার ইনিংসের শুরুতেই ভয় ধরিয়ে দিয়েছিল, সময়ের সাথে সাথে তা যেন ধার হারাতে থাকে। এতে বিরাট অবদান আছে ফিল্ডারদের। ক্যাচ ছাড়ার মহান দায়িত্বটি তারাই পালন করেছেন। প্রথম ইনিংসে খেলতে নেমে অর্ধেক দিনের মধ্যেই সেঞ্চুরি হাঁকিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। এটি তার ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। এছাড়া তিন অংকের খুব কাছাকাছি আছেন ওপেনার কুশল মেন্ডিস। দিনশেষে সফরকারীদের সংগ্রহ ১ উইকেটে ১৮৭ রান।বাংলাদেশের প্রথম ইনিংসে গড়া রান পাহাড়ের জবাবে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে ব্যর্থ মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে স্কোরবোর্ডে রান যোগ হওয়ার আগেই ক্যাচ দেন দিমুল করুনারত্নে (০)। কিন্তু এরপর বিশাল জুটি গড়েন কুশল মেন্ডিস আর ধনঞ্জয়া ডি সিলভা। এতে অবশ্য মেহেদী মিরাজ আর ইমরুল কায়েসের ‘অবদান’ আছে। দুজনেই মেন্ডিসের ক্যাচ ছেড়েছেন। যার খেসারত দিতে হয়েছে খুব বেশি মূল্যে।অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট জুটিতে লঙ্কান দুই ওপেনার তুলে ফেলেছেন ১৮৭ রান! দিনশেষে ধনঞ্জয়া ডি সিলভা অপরাজিত আছেন ১০৪ রানে। আর দুইবার জীবন পাওয়া ওপেনার কুশল মেন্ডিস অপরাজিত ৮৩ রানে। বাংলাদেশের চেয়ে ৩২৬ রানে পিছিয়ে আছে সফরকারীরা। শুক্রবার তৃতীয় দিন সকালে স্পিনারদের জ্বলে উঠতেই হবে।এর আগে চট্টগ্রাম টেস্টে ৫১৩ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংসে অল-আউট হয় বাংলাদেশ। ৪ উইকেটে ৩৭৪ রান নিয়ে আজ বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই সেঞ্চুরিয়ান মুমিনুল হকের উইকেট হারায় বাংলাদেশ। অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথের বলে মেন্ডিসের তালুবন্দি হন ২১৪ বলে ১৬ চার ১ ছক্কায় ১৭৬ রানের অসাধারণ ইনিংস খেলা মুমিনুল। মুমিনুলের পর হেরাথের বলে মিড অনের ওপর দিয়ে অহেতুক তুলে মারতে গিয়ে সান্দাকানের তালুবন্দি হলেন অসুস্থতা কাটিয়ে দলে ফেরা অল-রাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত (৮)।দলীয় স্কোর ৪০০ ছাড়ানোর পরপরই ভালো খেলতে থাকা আরেক অল-রাউন্ডার মেহেদী হাসান মিরাজ (২০) অহেতুক তিন রান নিতে গিয়ে রান-আউট হয়ে যান। এরপর জুটি গড়ে দলকে এগিয়ে নিতে থাকেন অধিনায়ক মাহমুদ উল্লাহ এবং সানজামুল ইসলাম।দুজনে মিলে অষ্টম উইকেটে ৫৮ রানের চমৎকার জুটি উপহার দেন। ২৪ রান করা সানজামুল সান্দাকানের শিকার হলে ভাঙে ৫৮ রানের অষ্টম উইকেট জুটি।নাইটওয়াচম্যান খ্যাত তাইজুল ইসলাম এসে ১ রান করেই হেরাথের তৃতীয় শিকার হলে নবম উইকেটের পতন ঘটে বাংলাদেশের। তবে মুস্তাফিজের সঙ্গে শেষ উইকেট জুটিতে দলের স্কোর ৫০০ পার করে দেন অধিনায়ক মাহমুদ উল্লাহ (৮৩*)। লাকমালের বলে মুস্তাফিজ (৮) ৫১৩ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ৩টি করে উইকেট নেন সুরঙ্গা লাকমাল এবং রঙ্গনা হেরাথ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর সরদার পাড়া এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর সরদার পাড়া এলাকায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে সুলতানপুর সরদার পাড়া এলাকায় মেইন রাস্তা থেকে কাঁচা বাজার বাবু মেম্বরের বাড়ি পর্যন্ত ৩শ ৫০ ফুট রাস্তা নির্মাণ করা হচ্ছে। সিসি ঢালাই রাস্তাটি নির্মাণ করা হলে ঐ এলাকার কয়েক হাজার মানুষের যাতায়াত ব্যবস্থা নিশ্চিত হবে। এসময় প্রধান অতিথি পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি এলাকার কাউন্সিলর ও এলাকাবাসীকে সাথে নিয়ে ফিতা নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার, এসও সাগর দেবনাথ, শিক্ষক শাহাজান আলী, কাজী মাগফুর হাসান, শেখ শাহাজান কবির সাজু, কাজী হাবিবুর রহমান বিটু, সিদ্দিকুর রহমান, বিমান ও আলমগীর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest