সর্বশেষ সংবাদ-
হাসানের পরিবারের দাপট অব্যাহত: পাটকেলঘাটায় মানববন্ধনে প্রকাশ্য হামলাচতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

অদ্ভুত এক ভাসমান বাজার!

কলকাতায় লেকের পানির উপর একটি ভাসমান বাজার চালু হয়েছে রাজ্য সরকারের সহায়তায়। নৌকার উপর নানান ধরিনের পন্য নিয়ে এখানে বসেন বিক্রেতারা। ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে এটি।

কলকাতায় একটি বিশাল লেকের উপর এটি দেশের প্রথম ভাসমান বাজার। এর বিশেষত্ব হল এক একটি নৌকায় দু’টি করে দোকান আছে এবং নৌকাগুলো স্থান পরিবর্তন করে না।

পশ্চিমবঙ্গ সরকার ব্যাংককের ভাসমান বাজার থেকে এই বাজার তৈরির চিন্তা করেছিলেন। এর ফলে ২০০’রও বেশি হকার যাঁদের উচ্ছেদ করা হয়েছিল, তাঁদের পুনর্বাসন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৯ কোটি ভারতীয় মুদ্রা।

এই ভাসমান বাজারে সব ধরনের জিনিস খুব সহজেই পাওয়া যায়৷ ফল-সবজি হোক বা মাছ-ডিম। দামও অন্যান্য বাজারের তুলনায় বেশ কম। কেএমডিএ এই বাজার বানানোর জন্য হুগলী জেলার বালাগড় থেকে দেড়শ’ নৌকা কিনেছে।

কলকাতা মহানগর বিকাশ কর্তৃপক্ষ, অর্থাৎ কেএমডিএ তত্ত্বাবধানে তৈরি বাজারটিতে ভিড় লেগেই থাকে। অনেকে আবার কেনাকাটার পাশাপাশি ঘুরে দেখতে আসেন বাজারটি। বাজারে একটি নৌকায় চায়ের দোকান আছে, তাই বেচা-কেনা করতে করতে মন চাইলে চা খেতে পারেন এই দোকানে।

এই বাজারে অন্য সব কিছুর পাশাপাশি বালিশ এবং তোশকও পাওয়া যায়। অর্থাৎ আপনার দরকারি সব জিনিসই এখানে পাবেন আপনি। কলকাতার এই বাজার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকে৷ এরপর বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে।

ভাসমান বাজারে একটি নৌকার উপর সেলুন রয়েছে, অর্থাৎ আপনি এখানে চুল দাড়ি কাটতে পারবেন। প্রতিটি নৌকায় নম্বর লেখা আছে। এই নম্বর দেখেই দোকানগুলি মনে রাখতে পারবেন আপনি। রাজ্য সরকার এ ধরনের আরও বাজার বানানোর পরিকল্পনা করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গরম চায়ের সাথে সিগারেট খাচ্ছেন, তাহলেই বিপদ!

এক গবেষণার জন্য ৩০ বছর থেকে ৭৯ বছর বয়সী সাড়ে চার লাখ ব্যক্তির ধূমপান, মদ্যপান এবং চা পান অভ্যাসের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হয়। গবেষণার শুরুতে তাদের কারোই ক্যান্সার ছিল না। পরবর্তী নয় বছর যাবত এই সাড়ে চার লাখ মানুষের তথ্য নেওয়া হয়। এ সময়ের মাঝে ১,৭৩১ জনের খাদ্যনালীর ক্যান্সার দেখা দেয়।

গবেষণালব্ধ তথ্য বলছে, যারা দিনে অন্তত এক গ্লাস অ্যালকোহলযুক্ত পানীয় পান করেন, পাশাপাশি দিনে অতিরিক্ত গরম চা পান করেন তাদের খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি বেশি। ধূমপায়ীদের ক্ষেত্রেও দেখা যায়, প্রতিদিন অতিরিক্ত গরম চা পান করলে তাদেরও এই ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে।

পিকিং ইউনিভার্সিটি হেলথ সায়েন্স সেন্টারের ড. জুন এলভি জানান, তামাক ও অ্যালকোহল দুটো থেকেই দূরে থাকাই হচ্ছে এই ক্যান্সার প্রতিরোধের সবচেয়ে ভালো উপায়। কিন্তু ধূমপান ও মদ্যপানের অভ্যাস না থাকলে শুধু চা পান করা নিয়ে চিন্তিত হবার কিছু নেই। তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক পোষ্ট

সমীক্ষা বলা হয়েছে, যে ব্যক্তিরা নিয়মিত ধূমপান ও মদ্যপান করেন, তাদের ক্ষেত্রে অতিরিক্ত গরম চা পান করাটা খাদ্যনালীর (ইসোফ্যাজিয়াল)ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়।

ফলাফলে দেখা যায়, যারা অতিরিক্ত উত্তপ্ত চা পান করেন, মদ্যপান করেন এবং ধূমপান করেন, এই তিনটি অভ্যাস যাদের নেই তাদের তুলনায় এসব মানুষের খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি থাকে পাঁচগুণ বেশি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঝাড়ু হাতে এফডিসিতে রিয়াজ, পপি, জায়েদ ও কেয়া

চলছে ঋতুরাজ বসন্ত। ফাগুন হাওয়ায় উন্মাতাল শহরের যান্ত্রিক মানুষেরাও। সবার মনেই যেন ভালোবাসার ছোঁয়া। অথচ সকাল থেকেই এফিডিসিতে ঝাড়ু হাতে দেখা গেল তারকাদের। এরমধ্যে আছেন চিত্রনায়ক রিয়াজ, চিত্রনায়িকা পপি, জায়েদ খান ও কেয়ার মতো তারকা অভিনেতারাও। কিন্তু কেন?

মূলত ভালোবাসা দিবসে পরিচ্ছন্নতার অঙ্গীকার নিয়ে এফডিসির ময়লা আবর্জনা পরিষ্কার অভিযানে নেমেছেন তারা। তারা সবাই ঝাড়ু হাতে চলচ্চিত্রের এই আঁতুড়ঘরের রাস্তা ও অলিগলিতে জমে থাকা ময়লা পরিষ্কার করছেন।

এ সময় রিয়াজ বলেন, আজকের এই পরিচ্ছন্ন অভিযানের প্রতিপাদ্য হচ্ছে ‘মন সুন্দর যার, সে রাখে দেশ পরিষ্কার’। আমরা সবাই আমাদের প্রাণের প্রিয় এই দেশকে একটু সচেতন হলেই সুন্দর করে পরিচ্ছন্ন রাখতে পারি।

জায়েদ খান বলেন, শিল্পীরা হচ্ছে একটি পরিবার আর এফডিসি হচ্ছে শিল্পীদের ঘর। তাই আমরা আমাদের ঘরকে পরিছন্ন করছি। আমরা বলতে চাই, সচেতন নাগরিক হিসেবে আপনারা চারপাশ পরিষ্কার রাখুন, তাহলেই দেশটা পরিচ্ছন্ন থাকবে।

এই চার চিত্রতারকাদদের সাথে আরো ছিলেন চিত্রনায়ক রুবেল, খল অভিনেতা মিশা সওদাগর, ডিপজল, শাহনূর, রোজিনা, নূতন। নতুন চিত্রশিল্পীদের মধ্যে ছিলেন বিপাশা কবির, জয় চৌধুরী, অধরা খান, নাদিম, শান প্রমুখ। অন্যদিকে পরিচালকদের মধ্যে এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন পরিচালক মুশফিকুর রহমান গুলজার, শাহ আলম কিরণ এবং গাজী মাহবুব প্রমুখ।

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে গেল বছর শুরু হয়েছিল ‘ডেটল-চ্যানেল আই পরিচ্ছন্ন বাংলাদেশ পাওয়ার্ড বাই হারিপক’ ক্যাম্পেইন ধারাবাহিক ভাবে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিচ্ছন্ন অভিযান করছে।

এরই অংশ হিসেবে ১৪ ফেব্রুয়ারি এফডিসিতে পরিচ্ছন্ন অভিযানের আয়োজন করা হয়। তারকা শিল্পী ছাড়াও আরো এই পরিচ্ছন্ন অভিযানে অংশ নিয়েছেন ঢাকা উ. মেয়র প্রার্থী আতিকুল ইসলাম, সিটি কর্পোরেশনের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর ডিজি কমোডোর আব্দুর রাজ্জাকসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সরকারি শিশু পরিবারে গুরুতর অনিয়মের অভিযোগে নির্যাতিত শিশুদের সংবাদ সম্মেলন, কাল মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় যৌন নিপীড়নের প্রতিবাদ করায় সরকারি শিশু পরিবার থেকে মিথ্যা অভিযোগ এনে ৪ শিশুকে বহিষ্কার করার অভিযোগ উঠেছে। এছাড়াও সরকারি এই প্রতিষ্ঠানটিতে এতিম বাচ্চাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে বলেও জানিয়েছে ওই ৪ বালক। আজ বুধবার সকালে সাতক্ষীরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এসব অভিযোগ সাংবাদিকদের সামনে তুলে ধরে। এঘটনায় নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার পক্ষ থেকে আগামিকাল সকাল ১১টায় সাতক্ষীরা নিউ মার্কেটস্থ শহিদ স ম আলাউদ্দীন চত্বরে এক মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

পাঠকের সুবিধার্থে সংবাদ সম্মেলনে পঠিত এসব এতিম শিশুদের লিখিত বক্তব্য নি¤েœ হুবহু উপস্থান করা হলোÑ
“আমাদের শুভেচ্ছা নিন। আমাদের আহবানে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আজকের এ সংবাদ সম্মেলনে হাজির হবার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সাতক্ষীরা শিশু পরিবার(বালক)-এ বছরের পর বছর ধরে চলা নির্মম নির্যাতনের প্রতিবাদকারী ৪ জন শিক্ষার্থীকে বহিস্কারের প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন।
সাংবাদিক ভাইয়েরা : আমরা নিম্নস্বাক্ষরকারী সাতক্ষীরা সরকারি শিশু পরিবার(বালক) এর শিক্ষার্থীবৃন্দ হইতেছি। আপনারা সকলেই অবগত আছেন গত ২০১৭ সালের জুলাই মাসের ৩০ তারিখে ঠিকমত খাদ্য, চিকিৎসা, পোশাক ও শিক্ষা উপকরণ না দেওয়া এবং ভয়ংকর যৌন নিপীড়নসহ বিভিন্ন অত্যাচারে অতিষ্ঠ হয়ে শিশু পরিবারের সকল শিশু মিলে ৪ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে একযোগে প্রতিবাদ করি। বিষয়টি আপনাদের লেখনীর মাধ্যমে সাধারণ মানুষের গোচরে আসে এবং কর্তৃপক্ষ বাধ্য হয় একটি তদন্ত কমিটি করতে।
পুরাতন সাতক্ষীরা এলাকায় ১৯৭২ সালে প্রতিষ্ঠিত সরকারি শিশু পরিবারে (এতিম খানা, বালক) ১০০ জন শিশুর আবাসন ব্যস্থা থাকলেও নির্যাতন বহিস্কারের কারণে এখন নিয়মিত বাস করে ৫০ জনেরও কম এতিম শিশু। আমাদের দেখভাল করার জন্য শিক্ষক কর্মচারীসহ ১৭টি পদের মধ্যে রয়েছেন ৯ জন।
যৌন নির্যাতন, মারপিট, পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখা, বিনোদন, আতœীয়ের দেখা সাক্ষাৎ করতে না দেওয়া, ঠিকমত খাদ্য ও চিকিৎসা না দেওয়াসহ বিভিন্ন বিষয়ে তাদের উপর নির্যাতন করা হয়। এসব বিষয় নিয়ে অভিযোগ করাই ইতোমধ্যে করিম, মুরশিদ, এখলাছুর ও সবুজের মেয়াদ থাকার পরও নির্যাতন করে বের করে দেয় এবং এ বিষয়ে কাউকে কিছু না বলার জন্য শাসানো হয়। এছাড়া আমাদের ওপর নেমে আসে আরও বেশি নির্যাতন।
এঘটনায় তৎকালীন সদর সহকারী কমিশনার(ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও দেবাশিষ চৌধুরী সকলকে শান্ত থাকতে বলেন এবং পরবর্তীতে বিষয়টি শুনে বুঝে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন প্রকাশের পরও অপরাধের বিপরীতে দোষীদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আামাদের উপর নির্যাতনকারী তৎকালীন ওই কর্মকর্তারা হলেন, অফিস সহকারী সাতক্ষীরার দেবনগর এলাকার খলিলুর রহমানের ছেলে তানভীর হোসেন, গোপালগঞ্জ জেলার বিমল বৈরাগী, বড় ভাই (পদের নাম) নওগা জেলার মোজাফফার হোসেনের ছেলে আব্দুল্লাহ আল মাহমুদ বিন হোসেন ও কৌশিক।
আপনারা জানলে অবাক হবেন, সরকারি শিশু পরিবারে শিক্ষার্থী পিছু সরকারি বরাদ্দ খাওয়া ও অন্যান্য উপকরণসহ মাসিক দুই হাজার ছয়শত টাকার উপরে। কিন্তু সরকার কর্তৃক দেওয়া সুযোগ সুবিধা থেকে এতিম শিশুদেরকে বছরের পর বছর ধরে বঞ্চিত করা হচ্ছে। আমরা অসুস্থ হলেও ঠিকমত চিকিৎসা করানো হয় না। সবচেয়ে বড় অভিযোগ হলো ওই কর্মকর্তারা আমাদের (এতিম শিশুদের) দিয়ে বিকৃত যৌনাচার করতেন। কথা না শুনলে ছোট ছোট বাচ্চাদের বেদম মারপিট করেন তারা। আমাদের টিভি রুম দখল করে সপরিবারে সেখানে বসবাস করতেন কর্মচারীরা। অথচ তাদের পরিবার নিয়ে থাকার কোন সুযোগ নেই। এবিষয়ে কারো কাছে নালিশ করলে আমাদের জন্য আরও কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়। তারপরও আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বার বার বিচার দিলেও কোন ফল পায়নি। আপনারা সাংবাদিকরা সকলেই সে সময় এসব অভিযোগের সত্যতা সরেজমিনে দেখছেন ও জেনেছেন।
এদিকে, কোন উপায় না পেয়ে সিনিয়র শিক্ষার্থীদের নেতৃত্বে আমরা সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ করতে বাধ্য হই। এঘটনায় বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ পরিবেশন হলে অপরাধীদের বাঁচাতে অন্যত্র বদলি করা হয় এবং সভাপতি ও জেলা প্রশাসক সরেজমিনে আসলে আমাদের সাথে কোন কথা না বলে শুধু কর্মকর্তাদের সাথে কথা বলে চলে যাচ্ছিলেন। আমরা কিছু বলতে চাইলে তিনি বরং আমাদেরকে ভর্ৎসনা করে বলেন, সাংবাদিকদের কাছে কেন আমরা অনিয়মের ব্যাপারে কথা বলেছি।
সাময়িকভাবে সপ্তাহ খানেক সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষ ও সাংবাদিকদের যাতায়াতের কারণে সরকারি শিশু পরিবারে খাবারের মান বাড়ে এবং কর্মকর্তা-কর্মচারীরা শোভন আচরণ করতে শুরু করেন। কিন্তু কিছুদিন পরই পূর্বের মত আমাদের উপর নির্যাতন চলতে থাকে। যাদেরকে সরকার বেতন দিচ্ছেন আমাদের সেবা করার জন্য শিশু পরিবারের সেই কর্মচারীরা আমাদেরকে দিয়ে ব্যক্তিগত ফাই ফরমায়েশ খটিয়ে নেন। আমাদের চিকিৎসার ব্যবস্থা শুধু কাগজে-কলমে আর হিসাবের খাতায়। বাস্তবতা হচ্ছে অসুখ-বিসুখ হলে মানসম্পন্ন কোন চিকিৎসার ব্যবস্থা না করে আমাদেরকে অনেক সময় দরিদ্র মায়ের কাছে বা পরিবারের কাছে পাঠিয়ে দেয়া হয়। খাবারের যে তালিকা করা আছে তা মানা হয় না। শিক্ষা উপকরণ খুবই অপ্রতুল। অথচ এসব কিছুর জন্য সরকারি বরাদ্দ আছে যা প্রতিমাসে লুটপাট হচ্ছে।
এক পর্যায়ে আবারো আগের মত নির্যাতন নিপীড়ন চালাতে থাকলে আমাদের কেউ কেউ প্রতিবাদ করার সাথে সাথেই উপ-তত্ত্বাবোধায়ক জামাল উদ্দিন পুলিশ ডেকে এনে আমাদেরকে গ্রেফতার করানোর ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখেন।
সাংবাদিক বন্ধুগণ, বর্তমান সরকার অত্যন্ত শিশুবান্ধব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিশুদের মায়ের মত ভালোবাসেন। অথচ সাতক্ষীরা সরকারি শিশু পরিবারের শিশুদের উপর নির্মম নির্যাতনের প্রতিবাদ করায় আমাদেরকে বহিস্কার করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় সাতক্ষীরা শিশু পরিবারের উপ-তত্ত্বাবোধায়ক জামাল উদ্দিন স্বাক্ষরিত বহিস্কারাদেশ পত্র আমাদের বাড়িতে পাঠানো হয়। এরপরও শিশু পরিবারের শিশুদেরকে দিয়ে কর্মচারীরা মটরবাইক পরিস্কার, কাপড় চোপড় পরিস্কার করানোসহ ভারী কাজ কর্ম করাচ্ছেন কিন্তু তাদের কোন শাস্তি হচ্ছে না। উক্ত নির্যাতন ও যৌন নিপীড়নের ঘটনার ৮ মাস অতিবাহিত হওয়ার পর ওই দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা না নিয়ে আমাদেরকে শাসানো হচেছ, তোমরা এঘটনায় বাইরে প্রকাশ করলে তোমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এরপরপরই আমাদের বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কি কারণে আমাদেরকে বহিস্কার করা হলো সে ব্যাপারে সমাজসেবা কর্মকর্তাসহ গভনিং বর্ডির কেউ আমাদের সাথে কথা বলেননি। এরপরপরই বর্তমানে যে সকল শিশুরা আছে তাদের উপরে ব্যাপকভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। আমাদের বহিস্কারের ব্যাপারে বাহিরের কারো কাছে কোন প্রকার তথ্য প্রকাশ না করতে বিভিন্ন ভয়ভীতি দেখানো হয়।
আমরা উক্ত ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আইনগত ব্যবস্থাসহ আমাদের বিরুদ্ধে অবৈধ বহিস্কারাদেশ প্রত্যাহার, আমরা যাতে নির্বিঘেœ থাকতে পারি তার ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সমাজকল্যাণমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। সর্বপরি আশা করি সাংবাদিক ভাইয়েরা আপনাদের বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে স্ব স্ব গণমাধ্যমে উক্ত সংবাদটি প্রকাশ করে যাহাতে আইনগত ও আদালতের সহযোগিতা পেতে পারি তার বিহীত ব্যবস্থা করবেন। একই সাথে আমাদের ছোট ভাইয়েরা যারা এই শিশু পরিবারে আছে তারা আপনাদের সন্তান তুল্য। যে অবর্ণনীয় নির্যাতনের শিকার তারা হচ্ছে এবং যে অব্যবস্থাপনার মধ্য দিয়ে মানসিক যন্ত্রণা নিয়ে আপনাদের সন্তানদের বেড়ে উঠতে হচ্ছে, আপনাদের শক্তিশালী লেখনীই পারে তার পরিবশে উন্নত করতে। পরিশেষে আপনাদের সু-স্বাস্থ্য ও চিরকল্যাণ কামনা করছি।”
সংবাদ সম্মেলনে উপস্থি ৪ শিশু হলো- আব্দুল করিম, পিতা- মৃত নুর আলী সরদার, সাং- ধুলিহর, থানা ও জেলা-সাতক্ষীরা, এখলাছুর রহমান পিং- মৃত. শওকত আলী
সাং- যুগিপোতা, থানা ও জেলা সাতক্ষীরা, মুরশিদ গাজী পিং- মৃত. নেছার আলী গাজী
সাং গোবিন্দপুর(কাদাকাটি), থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা এবং শেখ সবুজ হোসেন পিং- মৃত. আলী আহমেদ, সাং- বড় কাশিপুর (পাটকেলঘাটা), থানা- পাটকেল ঘাটা, জেলা-সাতক্ষীরা।
এদিকে, আজকের সংবাদ সম্মেলনে এতিম শিশুদের সাথে একত্মাতা ঘোষণা করে নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু, সদস্য সচিব আলীনুর খান বাবুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জে এস ডি’র সাধারণ সম্পাদক সুধাংশু শেখর সরকার, সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, সাংবাদি এম. কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার আবিদুর রহমান, আ . লীগ নেদতা হাসান হাদী, আমির হোসেন খান চৌধুরী প্রমুখ।
নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরা এতিম খানার দুর্নীতি অনিয়ম নির্যাতন ও যৌন নিপীড়নের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ৪জনকে বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আগামিকাল বৃহস্পতিবার সাতক্ষীরা নিউমার্কেটস্থ শহীদ স ম আলাউদ্দিন চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। উক্ত মানববন্ধনে দলমত নির্বিশেষে সবাইকে উপস্থিত থাকার জন্য নাগরিক আন্দোলন মঞ্চের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৬ ঘণ্টার অনশন ৩ ঘন্টায় শেষ করল বিএনপি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সকাল ১০টায় শুরু হওয়া ৬ ঘণ্টার অনশন কর্মসূচি পুলিশের অনুরোধে ৩ ঘন্টায় শেষ করলেন বিএনপি নেতাকর্মীরা।

আজ বুধবার বেলা ১টার দিকে অনশন কর্মসূচি শেষ করে বিএনপি। যদি বিএনপি নেতারা বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল। সকাল ১০টা থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঘোষিত তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করে আসছিল। জনদুর্ভোগের কারণে অনশন কর্মসূচি শেষ করতে বিএনপিকে অনুরোধ করা হয়েছে বলে সাংবাদিকদের জানান রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার।

বুধবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা বন্ধ করে এ কর্মসূচি পালনকালে সব ধরণের যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে করে বিপাকে পড়ে এ এলাকা দিয়ে চলাচলকারীরা। এ অবস্থায় পুলিশের অনুরোধে দুপুর ১টায় অনশন কর্মসূচি সমাপ্ত করে দলটি। তবে বেলা ১১টা থেকে অনশনস্থল ঘিরে বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন ছিল। জলকামানের গাড়িও প্রস্তুত রাখা ছিল। অনশন কর্মসূচিতে যোগ দিতে বুধবার সকাল ৮টা থেকে প্রেস ক্লাবের সামনে খণ্ড খণ্ড ভাবে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করার কথা ছিল তাদের। অনশনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা অংশগ্রহণ করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, পুলিশের অনুরোধে দুপুর ১টার মধ্যে আমরা আমাদের কর্মসূচি শেষ করতে বাধ্য হচ্ছি। খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপিকে দুর্বল করে তারা নির্বাচন করতে চায়। খালেদা জিয়া এবং বিএনপিকে ছাড়া নির্বাচন করতে দেয়া হবে না। খালেদা জিয়ার মুক্তির দাবিতে এর আগে গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে দলটি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গেলো বৃহস্পতিবার বকশীবাজারের বিশেষ আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এরপর থেকেই বিএনপি নেত্রীকে পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথম তিনদিন কারাগারের সিনিয়র জেল সুপারের পরিত্যক্ত কক্ষে সাধারণ কয়েদি হিসেবে রাখা হয়। পরে শনিবার রাতে তাকে মহিলা ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইনজুরিতে তামিম, মাঠে নামা নিয়ে শঙ্কা

ত্রিদেশীয় ওয়ানডে ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে পুরোপুরি ব্যর্থ স্বাগতিক বাংলাদেশ। সামনে এখন টি-টোয়েন্টি মিশন। ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছে টাইগাররা। তবে এরই মধ্যে বাংলাদেশ শিবিরে হানা দিয়েছে ইনজুরি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ইনজুরির পর এবার একই কারণে শঙ্কা দেখা দিয়েছে ওপেনার তামিম ইবালের খেলা নিয়েও।

শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

এ ব্যাপারে বিসিবি সূত্রে জানা গেছে, দলের অনুশীলনের সময় চোট পান তামিম। তা থেকে সেরে উঠতে একটু সময় লাগবে। তাই প্রথম ম্যাচে তার মাঠে নামা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এদিকে, টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে সোমবার অনুশীলন শুরু করেছে টাইগাররা। অনুশীলনে যোগ দিয়েছেন নতুন ডাক পাওয়া পাঁচ ক্রিকেটার- মেহেদি হাসান, আফিফ হোসেন, আরিফুল হক, আবু জায়েদ রাহী ও জাকির হাসান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভালোবাসা দিবসে সাতক্ষীরায় আমরা সাতাশ সংগঠনের ব্লাড ডোনেশন ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক:
ভালোবাসা হোক রক্তের বন্ধনে…এই শ্লোগানে ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের মাধ্যমে সাতক্ষীরা ভালোবাসা দিবস উদযাপিত হয়েছে। গতকাল বুধবার ‘আমরা সাতাশ, সাতক্ষীরা’র আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজ শহিদ মিনার চত্বরে “ব্লাড ডোনেশন ক্যাম্প” এর মাধ্যমে বিশ্ব ভালোবাসা দিবস পালিত হয়েছে। বসন্তের আগমনী শুভেচ্ছার মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়। তরুণ প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে “আমরা সাতাশ সাতক্ষীরা” এর অঙ্গ-সংগঠন “সাতক্ষীরা ব্লাড মিডিয়া”র আত্মপ্রকাশ উপলক্ষে বুধবার সাতক্ষীরা সরকারি কলেজ শহিদ মিনার চত্বরে এই ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হয়। রক্ত দাতাগণকে নিয়মিত রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে অনুষ্ঠানে ডোনার কার্ড ও হেল্থ কার্ড প্রদান করা হয়। মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে প্রায় ৫০জনের অধিক তরুন-তরুনী রক্ত প্রদান করেন এবং প্রায় ৩শতাধিক ব্যক্তি রক্তের গ্রুপিং করেন।
অনুষ্ঠানে আমরা সাতাশ-এর সভাপতি শেখ ফারুকুজ্জামান ডেভিড এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে “সাতক্ষীরা ব্লাড মিডিয়া”র যাত্রা শুরু করেন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমার। প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
কর্মসূচির সদস্য সচিব শেখ আমিনুর রহমান কাজলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আবুল কালাম বাবলা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আমরা সাতাশ সাতক্ষীরার সাধারণ সম্পাদক কবির উদ্দিন ও কর্মসূচির আহবায়ক আলহাজ্ব মুহাম্মাদ আব্দুল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “আমরা সাতাশ”-এর, এস.এম. মুজতাহিদ-উর-রউফ, মোঃ তরিকুল ইসলাম খোকন, মোঃ আহসানুল কাদির স্বপন, মোঃ লুৎফর রহমান সৈকত, সৈয়দ রফিকুল আলম বাবু, মোঃ কামরুজ্জামান, এড. শামিমুর রেজা শামিম, মাসুদার রহমান বাবু, তরিকুল ইসলাম খোকন। সমগ্র অনুষ্ঠানে সহযোগিতায় ছিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর, ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতাল ও সাতক্ষীরা শিল্পী ঐক্যজোট ব্লাড ব্যাংক, পলিটেকনিক্যাল কলেজ শাখা, অলসুপার স্টার রক্তদানকারী সংস্থা সাতক্ষীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিউইয়র্কের হোটেলে হঠাৎ সালমান-সোনাক্ষী!

ইউটিউব দুনিয়ায় আবার সাড়া ফেলে দিলেন সালমান খান। ফিরলেন ‘চুলবুল পান্ডে’ সঙ্গে তার ‘রাজ্জো’ সোনাক্ষী সিংহ। ব্যাপার কী?

‘ওয়েলকাম টু নিউইয়র্ক’ ছবির জন্য একটা গান শুট করলেন সালমান আর সোনাক্ষী। পুরো গানটাই শুট হল নিউইয়র্কে। ভ্যালেন্টাইন ডে-র প্রাক্কালে সাজিদ ওয়াজিদের সুরে সালমান আর সোনাক্ষীর ‘নয়না ফিসল গয়ি’ আজকের প্রজন্মকে আচ্ছন্ন করে রাখছে সুরে সুরে।

নস্টালজিক সোনাক্ষীও। তিনি বলেছেন, ‘দাবাং আর দাবাং টু’-এর পর সালমানের সঙ্গে এরকম রোম্যান্টিক দৃশ্য শুট করে খুব নস্টালজিক লাগছিল। এত সুন্দর গানটা এই ছবির একটা বড় আকর্ষণ হবে।

পরিচালক চাকরি টোলেটি সালমান-সোনাক্ষীর কেমিস্ট্রি নিয়ে উচ্ছ্বসিত, এই জুটি পরদায় আগুন জ্বালিয়ে দিতে জানে। দু’জনের আন্ডারস্ট্যান্ডিং এতটাই ভালো যে গানটা জাস্ট এক ঘন্টার মধ্যে শুট হয়ে গেল’ যোগ করলেন পরিচালক।

‘ওয়েলকাম টু নিউ ইয়র্ক’ নিয়ে জল্পনা তুঙ্গে। এই প্রথম ছবিতে দ্বৈত ভূমিকায় কর্ণ জোহর। দুজন অল্পবয়সী ছেলে-মেয়ের জীবনে কিম্ভূতকিমাকার মজার ঘটনা নিয়ে এই ছবি। আগামী ২৩ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest