সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে গণমিছিলতরুণদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো গ্রীন ইনোভেশন ফেয়ারদেবহাটায় কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে খেলাধুলার আয়োজনগণমানুষের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান নলতা হাসপাতাল হুমকির মুখে :রক্ষার দাবিইসকন নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় আহলে হাদীছ আন্দোলনেi বিক্ষোভপরীক্ষামূলক যুদ্ধবিমান (মডেল) তৈরিতে অবদানের জন্য বোরহান উদ্দীন- কে ছাত্রশিবিরের সম্মাননাপুনরায় সচল বৈছাআ, অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের ঘোষণা দিলেন সাতক্ষীরার আহ্বায়কজাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাসাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভাসীমান্ত প্রেস কাবের সভাপতি ইমন – সম্পাদক লিংকন,

নতুন রসায়নে প্রসেনজিৎ-ঋতুপর্ণার চমক !

বছর দুই আগে শিবপ্রসাদ ও নন্দিতা রুপোলি পর্দায় ফিরিয়ে এনেছিলেন বাংলার সোনালি জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। তবে এই জুটিকে প্রাক্তন হতে দেননি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ‘দৃষ্টিকোণে’-এর ফ্রেমে ধরা পড়েছে আবার সেই রসায়নের। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির পোস্টার। যেখানে ‘জাতিস্মর-এর পর আবার লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে দেখা গেছে বুম্বা দা-কে।

এই ছবিতে প্রসেনজিতের চোখে রয়েছে চমক। সেটা নতুন করে আর বলে দেওয়ার দরকার নেই। সূত্রের খবর, ছবির শ্যুটিংয়ের সময় বিশেষ ধরনের এই লেন্স পরে থাকতে থাকতে, অনেক সময় মাথা নাকি ঘুরে যেত নায়কের। গল্পে প্রসেনজিৎকে দেখা যাবে ডি. মিত্র নামে একজন বিখ্যাত আইনজীবীর ভূমিকায়। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন চূর্ণী। ঋতুপর্ণার চরিত্রের নাম মিসেস সেন। তিনি একটি মামলা নিয়ে আসবেন প্রসেনজিতের কাছে। কিন্তু তারপর কি হবে? সেটা জানতে আপনাকে অপেক্ষা করতে হবে পয়লা বৈশাখ পর্যন্ত।

তবে বাংলা ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায় নিজেই এক ঘরানা। তাঁর ছবি মানেই দর্শকের ভাবনার ভাঁড়ারে নতুন রসদ। এবার কৌশিকের ছবিতে প্রসেনজিৎ ও ঋতুপর্না। দর্শকের জন্য যে তা নয়া প্রাপ্তি তা বলার অপেক্ষা রাখে না। আপাতত তার অপেক্ষাতেই শুরু প্রহর গোনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল ঘোষণা

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি লঙ্কানরা জিতে নিয়েছে ছয় উইকেটে। আগামী ১৮ ফেব্রুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। ম্যাচ শেষে দেয়া সাক্ষাৎকারে টাইগার দলপতি মাহমদুউল্লাহ রিয়াদ সিলেটে ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেন।

তবে দ্বিতীয় ম্যাচের আগে দলে কোন পরিবর্তন আনেনি বিসিবি। দ্বিতীয় ম্যাচের জন্য ঘোষিত দলে প্রথম ম্যাচে ডাক পাওয়া সবাই আছেন। ইনজুরি থেকেই পুরোপুরি সুস্থ না হওয়ায় এ ম্যাচের একাদশে রাখা হয়নি সাকিবকে।

মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আমি মনে করি আমরা ১০-১৫ রান কম করেছিলাম। আমাদের স্কোর ২০০ রানের উপরে হওয়া উচিৎ ছিল। মুশি তিন নম্বর পজিশনে ব্যাট করেছে। সৌম্য ও জাকির ভালো শুরু করেছিল। শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের প্রতি কৃতজ্ঞতা। আমরা তাদের উপর চাপ সৃষ্টি করতে পারিনি। ব্যাটিং লাইন আপে আমাদের গভীরতা ছিল। বোলিংয়ে আমরা ভালো করতে পারিনি। আশা করি, সিলেটে আমরা উপরে থেকেই মৌসুম শেষ করব।’

আগামী ১৮ ফেব্রুয়ারি সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ রাহী, আফিফ হসেন, জাকির হোসেন, আরিফুল হক, মেহেদী হাসান, আবু হায়দার রনি, নাজমুল অপু, মোহাম্মদ মিঠুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘গাপটিল সাইক্লোনের’ পরও নিউজিল্যন্ডের হার!

নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আজ সাইক্লোন বয়ে গেল! আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার মার্টিন গাপটিল আর কলিন মুনরোর তাণ্ডবে ২৪৩ রানের পাহাড় গড়ল নিউজিল্যান্ড। সেঞ্চুরি হাঁকালেন গাপটিল। তারপরেও ডেভিড ওয়ার্নার-আর্চি শর্টের দুর্দান্ত ওপেনিং জুটিতে ৫ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া!

ট্রান্স-তাসমান সিরিজের আজকের ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। ব্যাটিং তাণ্ডব চলিয়ে ১০.৪ ওভারে ১৩২ রানের উদ্বোধনী জুটি গড়েন গাপটিল আর মুনরো। ৫৪ বলে ৬ চার ৯ ছক্কায় ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন গাপটিল। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। মুনরো ছিলেন আরও ভয়ংকর। সেঞ্চুরি না পেলেও খেলেন ৩৩ বলে ৬ চার ৬ ছক্কায় ৭৬ রানের ইনিংস। এছাড়া আর কেউ বড় রান করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে কিউইদের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ২৪৩ রান।

জবাবে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়াকে উড়ন্ত সূচনা এনে দেন ডেভিড ওয়ার্নার এবং আর্চি শর্ট। অজিদের ইনিংসে কোনো সেঞ্চুরি না থাকলেও দুই ওপেনারই হাফ সেঞ্চুরি হাঁকান। ওয়ার্নার ২৪ বলে ৪ বাউন্ডাই আর ৫ ওভার বাউন্ডারিতে ৫৯ আর ৪৪ বলে ৮ চার ৩ ছক্কায় ৭৬ রানের ইনিংস খেলেন শর্ট। ৮.৩ ওভারে ১২১ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গার পর গ্লেন ম্যাক্সওয়েল (১৪ বলে ৩১) আর অ্যারন ফিঞ্চের (১৪ বলে ৩৬*) ব্যাটে ৭ বল বাকী থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় পুলিশের অভিযানে নাশকতা মামলার ৩ আসামি আটক

কে. এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটায় থানা পুলিশের অভিযানে নাশকতা মামলায় ৩ জন আটক হয়েছে। শুক্রবার সকালে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন, ওসি (তদন্ত) শরিফুল ইসলাম, এসআই ইয়ামিন আলী সঙ্গীয় এএসআই আবুল কালাম, এএসআই মঞ্জুর-ই মতিন, এএসআই আব্দুল গনি বৃহষ্পতিবার রাতে উপজেলার ধোপাডাঙ্গা গ্রামের মৃত আব্দুর রহিম সরদারের ছেলে আব্দুস সামাদ সরদার (৪৮), উত্তর সখিপুর গ্রামের আব্দুল আজিজ মোল্লার ছেলে শাহিন আলম (৩২) ও দক্ষিণ পারুলিয়া গ্রামের জামশেদ মোল্লার ছেলে আবু জাফর মোল্লাকে আটক করেন। তাদেরকে দেবহাটা থানার মামলা নং- ৩(১)১৮ তে গ্রেফতার পূর্বক আদালতে প্রেরন করা হয়েছে বলে পুলিশ জানায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়

বহু মানুষই অক্সফোর্ড বা কেমব্রিজকে বিশ্বের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় বলে মনে করেন। যদিও এটি ভুল ধারণা।

বর্তমান বিশ্বে সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় হিসেবে জানা যায় মরক্কোর ফেস নামক স্থানে ৮৫৯ সালে প্রতিষ্ঠিত আল-কারাউইন বিশ্ববিদ্যালয়ের নাম। প্রায় ১৩০০ বছর আগে এক মুসলমান নারী এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, যার নাম ফাতিমা আল-ফিহরি।

আল-কারাউইনকে বিশ্বের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও এজন্য বিশ্ববিদ্যালয়টির নাম রয়েছে। অতীতে আরো প্রাচীন বিশ্ববিদ্যালয় ছিল। তবে সেগুলো এখন আর চালু নেই। তবে আল-কারাউইন বিশ্ববিদ্যালয়টি এখনো চালু রয়েছে। সে হিসেবে এটি বিশ্বের সবচেয়ে প্রাচীন ও চালু বিশ্ববিদ্যালয়।

মধ্যপ্রাচ্যে আল-কারাউইন বিশ্ববিদ্যালয়টি ছিল মুসলিম বিশ্বে নেতৃত্বদানকারী অন্যতম একটি আধ্যাত্মিক ও শিক্ষাবিষয়ক কেন্দ্র। এটি মূলত ইসলাম শিক্ষাবিষয়ক বিশ্ববিদ্যালয়। তবে এ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন বেশ কয়েকজন ইহুদি দার্শনিকও।
বিশ্ববিদ্যালয়টি ইসলামিক বিশ্ব এবং ইউরোপের মধ্যে সাংস্কৃতিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মানচিত্রকার মোহাম্মদ আল ইদ্রিসী, যাঁর মানচিত্র রেনেসাঁর সময় ইউরোপিয়ানদের গবেষণা করতে সাহায্য করেছিল; তিনি এখানে পড়ালেখা করেছিলেন। এই বিশ্ববিদ্যালয়ে বিপুলসংখ্যক পণ্ডিত ও বুদ্ধিজীবী পড়ালেখা করেছিলেন, যাঁরা মুসলিম ও ইহুদি বিশ্বকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গৃহকর্মী থেকে মাইক্রোসফটের অ্যাম্বাসেডর ফাতেমা

অভাব অনটনের সংসার ছিল ফাতেমার। মাত্র ৯ বছর বয়সে তাই তাকে পাঠিয়ে দেয়া হয় মধ্যবিত্ত একটি পরিবারের গৃহকর্মী হিসেবে কাজ করতে। সেখানে সামান্য বেতনে কাজ করতে হতো তাকে।

প্রায় দু’বছর পর কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার এই কিশোরীর বয়স যখন ১১ বছর হলো তখন হঠাৎ একদিন তারা বাবা-মা তাকে বাড়িতে ডেকে পাঠাল।

আর তাকে ডেকে পাঠানো হয়েছিল অন্য কারণে নয়, আসলে তার বিয়ে দেয়ার জন্য। ১১ বছর বয়সী ফাতেমার বিয়ে ঠিক হয়েছিল ২৫বছর বসয়ী এক যুবকের সঙ্গে।

সম্প্রতি মাইক্রোসফট তাদের ওয়েবসাইটে ফাতেমাকে নিয়ে একটি লেখা প্রকাশ করেছে। ফাতেমা মাইক্রোসফটকে বলেছে, আমার সব আনন্দ মাটি হয়ে গেল যখন আমি বুঝলাম আমাকে আসলে বিয়ের জন্য ডেকে পাঠানো হয়েছে।

বিয়ের সব আয়োজন চূড়ান্ত। তবে ঠিক আগ মুহূর্তে সেখানে গিয়ে হাজির হয় স্থানীয় একটি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। বাল্য বিয়ের ছোবল থেকে তারা ফাতেমাকে রক্ষা করে।

বাল্য বিয়ের হাত থেকে যে সংস্থাটি ফাতেমাকে বাঁচিয়েছিল সেটির নাম হলো- আশার আলো পাঠশালা। বিয়ে বন্ধ হওয়ার পর ফাতেমার শিক্ষার দায়িত্বও নেয় তারা। তবে তারপরও ফাতেমার বাড়ি থেকে বিয়ের জন্য চাপ ছিল। ফাতেমাও ছিল দৃঢ় প্রতিজ্ঞ- বিয়ে সে করবে না।

এরপর ফাতেমা চতুর্থ শ্রেণিতে ভর্তি হয়। পিএসসি ও জেএসসিতে জিপিএ-৫ পায় সে। এখনও সে পড়াশোনা চালিয়ে যাচ্ছে এবং দারিদ্র্য ও বাল্য বিয়ের কবল থেকে তার মতো অন্য মেয়েদের বাঁচাতে কাজ করছে সে।

ফাতেমার এই পথে তার জন্য সবচেয়ে কার্যকরী অস্ত্র ছিল তার কম্পিটার শিক্ষা। যার শুরুতে ছিল ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট।

এখন অন্য যেসব কিশোরী বাল্যবিয়ের ঝুঁকিতে আছে ফাতেমা তাদের ডিজিটাল দক্ষতার উপর প্রশিক্ষণ দেয়। মাইক্রোসফট তাকে নিজেদের প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও বানিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাহজালালের চোখ উৎপাটন : পিবিআইয়ের প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি

খুলনায় শাহজালাল নামে এক যুবকের দুই চোখ উৎপাটনের মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি পিটিশন দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার খুলনার মুখ্য মহানগর হাকিম আমলি আদালতে বাদীর পক্ষে এ পিটিশন দাখিল করা হয়।

নারাজি পিটিশনে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন মনগড়া, পক্ষপাতমূলক, কথিত এবং সর্বোপরি ঘটনাকে আড়াল করে আসামি পুলিশ কর্মকর্তাদের রক্ষার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে পক্ষপাতিত্বমূলক প্রতিবেদন বর্জন করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ চাওয়া হয়েছে। আদালতের বিচারক মো. শাহীদুল ইসলাম শুনানি শেষে আগামী ২৫ ফেব্রুয়ারি আদেশের দিন ঠিক করেছেন।

আদালতে দেয়া নারাজি পিটিশনে আরও উল্লেখ করা হয়, ঘটনা প্রমাণের জন্য যথেষ্ট সাক্ষ্য, প্রমাণ, তথ্য-উপাত্ত এবং আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্বেও পিবিআই পরিদর্শক মো. বাবলুর রহমান খান সম্পূর্ণ মনগড়া ও পক্ষপাতমূলক কল্পকাহিনী বর্ণনার মাধ্যমে আদালতে মিথ্যা প্রতিবেদন দাখিল করেছেন। যে কারণে বাদী অপূরণীয় ক্ষতিগ্রস্ত ও ক্ষুব্ধ হয়ে নারাজি দাখিল করেছেন।

এছাড়া পিটিশনে ১৫টি পয়েন্ট উল্লেখ করে ঘটনার স্বপক্ষে এবং আসামিদের বিপক্ষে যুক্তি উপস্থাপন করা হয়েছে। একইসঙ্গে তদন্তকারী কর্মকর্তার পক্ষপাতিত্ব প্রতিবেদন বর্জনপূর্বক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ চাওয়া হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম জানান, তারা পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি পিটিশন দিয়েছেন। শুনানি শেষে আদালত আগামী ২৫ ফেব্রুয়ারি আদেশের দিন ঠিক করেছেন।

এর আগে আদালতে দেয়া তদন্ত প্রতিবেদনে পিবিআই পরিদর্শক মো. বাবলুর রহমান খান উল্লেখ করেন, তদন্তকালে জানা যায়- ভিকটিম শাহজালাল ওরফে শাহ জামাল ওরফে শাহ গত ১৮ জুলাই রাত আনুমানিক সাড়ে ১১টার সময় খালিশপুর থানাধীন গোয়ালখালি বাসস্ট্যান্ডে ছিনতাইকালে হাতেনাতে ধৃত হয়ে বিক্ষুব্ধ জনগণ কর্তৃক মারপিটের শিকার হন। এতে তার দুই চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে স্থায়ীভাবে চোখ দুটি নষ্ট হয়ে যায়। যা পেনাল কোডের ১৪৩/৩২৩/৩২৬ ধারার অপরাধ। তদন্তকালে এ নৃশংস ঘটনায় কে বা কারা জড়িত তা শনাক্ত করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, এর আগে আদালতে দেয়া শাহজালালের মায়ের এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ১৮ জুলাই শাহ জালাল নগরীর নয়াবাটি রেললাইন বস্তি কলোনীর শ্বশুরবাড়ি থেকে রাত ৮টায় শিশু কন্যার দুধ কেনার জন্য বাসার পার্শ্ববর্তী দোকানে যান। এ সময় খালিশপুর থানার ওসি নাসিম খানের নির্দেশে তাকে থানায় ডেকে নেয়া হয়। পরিবারের সদস্যরা থানায় গেলে ওসি তাকে ছাড়ানোর জন্য দেড় লাখ টাকা দাবি করেন। দাবিকৃত টাকা দিতে ব্যর্থ হওয়ায় রাত সাড়ে ১১টার দিকে পুলিশ কর্মকর্তারা শাহজালালকে পুলিশের গাড়িতে করে বাইরে নিয়ে যায়। পরদিন ১৯ জুলাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তাকে দুই চোখ উপড়ানো অবস্থায় দেখতে পান।

এ সময় শাহজালাল জানান, পুলিশ কর্মকর্তারা হত্যার উদ্দেশ্যে তাকে গাড়িতে করে গোয়ালখালি হয়ে বিশ্ব রোডের (খুলনা বাইপাস সড়ক) নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে তার হাত-পা চেপে ধরে এবং মুখের মধ্যে গামছা ঢুকিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে দুটি চোখ উপড়ে ফেলে।

এ ঘটনায় শাহজালালের মা রেনু বেগম বাদী হয়ে গত বছরের ৭ সেপ্টেম্বর খুলনার মুখ্য মহানগর হাকিমের আমলি আদালতে মামলা দায়ের করেন। মামলায় দাবিকৃত টাকা না পেয়ে পুলিশ কর্মকর্তারা যোগসাজসে তার ছেলে মো. শাহ জালালের দুটি চোখ উৎপাটন করেছে বলে অভিযোগ করা হয়। মামলায় খালিশপুর থানার ১১ পুলিশ ও আনসার কর্মকর্তাসহ ১৩ জনকে আসামি করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিকেলে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা-ভারত

ক্রিকেট

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড
সরাসরি, বেলা ১২টা
স্টার স্পোর্টস সিলেক্ট ১

দক্ষিণ আফ্রিকা-ভারত
ষষ্ঠ ওয়ানডে
সরাসরি, বিকাল ৫টা
সনি টেন ১

ফুটবল

লা লিগা
জিরোনা-লেগানেস
সরাসরি, রাত ২টা
সনি টেন ২
এফএ কাপ
চেলসি-হালসিটি
সরাসরি, রাত ২টা
সনি ইএসপিএন
ইন্ডিয়ান সুপার লিগ
ব্যাঙ্গালুরম্ন-পুনে সিটি
সরাসরি, রাত ৮.৩০ মি.
স্টার স্পোর্টস ২

বাস্কেটবল

মিনেসোটা-লস অ্যাঞ্জেলেস
সরাসরি, সকাল ৮টা
সনি সিক্স

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest