সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় রাসায়নিক দ্রব্যে পাকানো ৬ হাজার কেজি গোবিন্দভোগ আম বিনষ্টশ্যামনগরে শরীরে পেট্টোল ঢেলে হত্যা চেষ্টার অভিযোগতীব্র তাবদাহে সাতক্ষীরায় সুপেয় খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম উদ্বোধনকালিগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির দুর্নীতি স্বেচ্ছাচারিতা ও গ্রাহক হয়রানির প্রতিবাদে বিক্ষোভঅপরিপক্ষ আম খাদ্য হিসাবে গ্রহণে সাতক্ষীরার ডিসি’র সতর্কতাআলীপুর ইউপিতে বিএনপির বহিস্কৃত নেতা রউফ বিজয়ীআশাশুনির মরিচ্চাপ সেতুর অধিকরনকৃত জমি জবরদখল: অবৈধ স্থাপনা নির্মানের হিড়িকসাতক্ষীরায় ঘরে-বাইরে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত: বিপাকে নি¤œ আয়ের মানুষকালিগঞ্জে রাসায়নিক দ্রব্যে পাকানো ৪শ’ কেজি আম জব্দব্যবসায়ীকে মারধরের ঘটনার ভিডিও করায় সাংবাদিকদের মারপিটের অভিযোগ ডা; ফয়সালের বিরুদ্ধে

দামেস্কে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ার রাজধানী দক্ষিণ দামেস্কের আল কিসওয়াহ নামক একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের হামলা চালায় ইসরায়েল। তবে ইসরায়েলের দুটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। হামলায় ওই ঘাঁটিতে ‘বস্তুগত ক্ষতি’হয়েছে বলা হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করেনি।

সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাননি।

এদিকে ইসরায়েলে দাবি ওই এলাকায় ইরান তাদের সামরিক ঘাঁটি গড়ে তুলছে যা কোনওভাবেই তারা বরদাশত করবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হারের স্বাদ পেল নেইমােরের পিএসজি

ব্রাজিলীয় তারকা নেইমারকে দলে ভেড়ানোর পর থেকেই দারুণ ছন্দে ছিল প্যারিস সেন্ট জামেই। পুরো মৌসুমে শনিবারের আগ পর্যন্ত নেইমার-কাভানিরা ছিল অপ্রতিরোধ্য। হারতেই যেন ভুলে বসেছিল উনাই এমেরির দল। কিন্তু সেই পিএসজিকে ঘরের মাঠে রুখে দিল স্ট্রাসবুর্গ।

দারুণ ছন্দে ছুটে চলা পিএসজি মৌসুমে প্রথম হারের স্বাদ পেয়েছে তাদের কাছে। শনিবার লিগ ওয়ানে স্ট্রাসবুর্গের কাছে ২-১ গোলে হেরেছে নেইমাররা।

কিলিয়ান এমবাপ্পে ছাড়া কেউই বল জালে জড়াতে পারেননি। অথচ পিএসজি জালে দুই বার গোল উৎসব করেছে স্ট্রাসবুর্গ।

এদিকে পয়েন্ট টেবিলে ১৬ ম্যাচে ১৩ জয় ও দুই ড্রয়ে পিএসজির পয়েন্ট ৪১। এক ম্যাচ কম খেলা অলিম্পিক মার্সেই ১০ পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে আবারও কেঁপে উঠল উত্তর কোরিয়া

কিমের পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার ফলে আবারও কেঁপে উঠল উত্তর কোরিয়া। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ২.৫। পরমাণু পরীক্ষার ফলেই এই ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার উচ্চপদস্থ কর্মকর্তারা।

শনিবার সকালে এই কম্পন অনুভূত হয়। খুব কম গভীরতায় এই কম্পনের উৎসস্থল চিহ্নিত করা হয়েছে। উত্তর কোরিয়ার উত্তর-পূর্ব এলাকার হ্যামগিয়ং এলাকায় নিউক্লিয়ার সাইট পুঙ্গেরিতে এই পরমাণু পরীক্ষাটি হয়েছিল।

এ ব্যাপারে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এই ভূমিকম্পটি খুবই সাধারণ৷ মিসাইল টেস্টের সময় এই ধরণের ভূমিকম্প খুব স্বাভাবিক। গত সেপ্টেম্বর মাস থেকে একের পর এক পারমাণবিক পরীক্ষা চলছে। এটি ষষ্ঠতম পারমানবিক পরীক্ষা।

এর আগে, গত বুধবার গভীর রাতে ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করল কিমের দেশ। মিসাইলটি পূর্বদিকে গিয়ে জাপান সাগরের কাছে গিয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্লেষকেরা।
পেন্টাগণের পক্ষ থেকে মুখপাত্র হিসেবে কর্ণেল রব ম্যানিং জানিয়েছেন, সমগ্র বিষয়ের দিকে নজর রাখা হয়েছে এবং কোনও তথ্য পাওয়া গেলে তা প্রকাশ্যে আনা হবে বলেও জানিয়েছিলেন তিনি।

গত সেপ্টেম্বর মাসে পরমাণু উৎক্ষেপণের ফলে উত্তর কোরিয়ার উত্তর হ্যামইয়ং প্রদেশে কিলিজুতে কম্পন অনুভূত হয়েছিল। ৩.৪ মাত্রা ভূমিকম্পে কেঁপে ওঠে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কম্বোডিয়া গেলেন প্রধানমন্ত্রী

তিনদিনের সরকারি সফরে কম্বোডিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি।

কম্বোডিয়ায় পৌঁছালে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের স্বাগত জানাবেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের নিযুক্ত মিনিস্টার ইন ওয়েটিং এবং থাইল্যন্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কম্বোডিয়ায় বর্তমানে অ্যাক্রেডিটেড সাদিয়া মুনা তাসনিম।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার সফরকালীন আবাসস্থল হোটেল সোফিটেলে নিয়ে যাওয়া হবে।

তিন দিনের সফর শেষে ৫ ডিসেম্বর বিকেলে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে গেলেন সাকিব

ঢাকা পর্বের দ্বিতীয় দফার খেলায় রাজশাহী কিংসের বিপক্ষে ৮ রান দিয়ে ৪ উইকেট নেন সাকিব আল হাসান। এদিন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক ১টি মেডেন ওভারও তুলে নেন। এর মাধ্যমে শহীদ আফ্রিদি, মোহাম্মদ আমীরদের পেছনে ফেলে টি-টোয়েন্টিতে দুটি মাইলফলক স্পর্শ করেছেন সাকিব।

এতদিন ২৮৩ উইকেট নিয়ে আফ্রিদির সাথে যৌথভাবে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় চতুর্থস্থানে অবস্থান ছিল সাকিবের। রাজশাহীর বিপক্ষে উইকেট নিয়ে তিনি চতুর্থস্থানটি নিজের করে নিয়েছেন। সব ধরনের টি-টোয়েন্টি প্রতিযোগিতা মিলিয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারির মালিক ডোয়াইন ব্রাভো (৩৯৩)। এরপরে অবস্থান শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গার। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন সুনিল নারাইন (৩০৫)।

সবচেয়ে বেশি মেডেন ওভার বল করার দৌড়েও এগিয়ে গেছেন সাকিব। রাজশাহীর বিপক্ষে ম্যাচের আগে টি-টোয়েন্টিতে সাকিবের মেডেন ওভারের সংখ্যা ছিল ১১। আফ্রিদি-আমিরদের নামের পাশে রয়েছে ১১টি করে মেডেন ওভার।
টি২০তে সবচেয়ে বেশি মেডেন ওভার নিয়েয়েছেন ওয়েস্ট ইন্ডিজের লেগ স্পিনার স্যামুয়েল বদ্রি (২০ বার)। ১৯টি করে মেডেন ওভার করার কৃতিত্ব রয়েছে সুনীল নারাইন ও ভারতের প্রভীন কুমারের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রামোসের লাল কার্ডের ‘লজ্জাজনক’ রেকর্ড

লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে রিয়াল মাদ্রিদকে মাঠ ছাড়তে হয়েছে ড্রয়ের হতাশা নিয়ে। গোলশূন্য ড্রয়ের রাতে রেকর্ড গড়েছেন রিয়ালের অধিনায়ক সার্জিও রামোস। তবে সেটি হলো লাল কার্ড দেখার লজ্জাজনক এক রেকর্ড।

ম্যাচের প্রথমার্ধেই একবার হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করা হয়েছিল রামোসকে। ম্যাচের ৮৪ মিনিটের মাথায় দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখেন রিয়াল অধিনায়ক। যার ফলে মাঠ ছেড়েছেন লাল কার্ড দেখে। লা লিগায় এ নিয়ে ১৯ বার লাল কার্ড দেখলেন রামোস। আর সব মিলিয়ে ক্যারিয়ারে তিনি লাল কার্ড দেখেছেন মোট ২৪ বার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিয়ে করলেন র‍্যাম্প মডেল ইমি

বিয়ে করেছেন জনপ্রিয় র‍্যাম্প মডেল শাবনাজ সাদিয়া ইমি। বর রিফাত আবদুল্লাহ আজমি। তিনিও মডেলিং পেশার সঙ্গে যুক্ত।

জানা গেছে, গত শুক্রবার রাতে পারিবারিকভাবে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। তাঁদের বিয়ের আকদ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বেইলি রোডের এক রেস্তোরাঁয়। বিয়ে অনুষ্ঠানে ইমির ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব, পরিবার ও আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন।

শাবনাজ সাদিয়া ইমি শুধু দেশে নয়, দেশের বাইরেও অসংখ্য র‍্যাম্প শোতে অংশগ্রহণ করে সুনাম অর্জন করেছেন। এ ছাড়া অসংখ্য নাটকেও অভিনয় করেছেন এই মডেল।

অন্যদিকে রিফাত আবদুল্লাহ আজমি ২০১৪ সালে চ্যানেল আই আয়োজিত ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান সুপার স্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেরা ১৫ জনের মধ্যে ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যশোরে গুলিতে এনজিও কর্মকর্তা নিহত

যশোর উপশহরে সন্ত্রাসীদের গুলিতে গোলাম কুদ্দুস ভিকু (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপশহরের সি-ব্লক এলাকায় নিজ বাড়ির কাছে সন্ত্রাসীরা তাকে গুলি করে। কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত ভিকু ‘প্রত্যাশা সমাজকল্যাণ সংস্থা’ নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) নির্বাহী পরিচালক ছিলেন। নিহত ভিকু উপশহর সি-ব্লকের ৫৬ নম্বর বাসার ইয়াসিন আলীর ছেলে।

নিহতের ভাই আবুল কালাম আজাদ ইকু বলেন, ‘ঘটনার সময় ভিকু বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একদল সন্ত্রাসী এসে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু পথেই তার মৃত্যু হয়।’

সি-ব্লকের বাসিন্দা ইউনুস আলী বলেন, ‘খুনিরা ভিকুকে গুলি করা ছাড়াও দু’টি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।’

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার হাবিবুর রহমান ভূঁইয়া বলেন, ‘ভিকুর মুখের বাম পাশে শটগানের গুলি লেগেছে। হাসপাতালের আনার আগেই তিনি মারা যান।’

পরিদর্শক আবুল বাশার বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি হাসপাতালে এসেছি। খুনিদের গ্রেফতারের জন্য এলাকায় এখনই ফোর্স পাঠানো হচ্ছে।’

ভিকুকে কী কারণে খুন করা হয়েছে, তাৎক্ষণিকভাবে এলাকাবাসী বা পুলিশ তা জানাতে পারেনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest