সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদরুজ্জামান বদু নির্বাচনী গণসংযোগসাতক্ষীরায় রাসায়নিক মিশ্রিত ৯ মেট্রিক টন গোবিন্দভোগ আম বিনষ্টসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভাসাতক্ষীরায় কায়পুত্র সম্প্রদায়ের ভ‚মি সংক্রান্ত বিষয়ে এ্যাডভোকেসি সভাবিএনপির কানাডা পশ্চিম শাখা শাখার সাধারণ সম্পাদক হলেন সাতক্ষীরার মুজিবর রহমানশ্যামনগর উপজেলায় নাগরিক প্লাটফর্মের সাথে যুব ফোরামের তথ্য বিনিময়সাতক্ষীরায় মরিচ্চাপ ফিস এন্ড ফিড এর উদ্বোধনশ্যামনগর উপজেলায় যুব ফোরামের ত্রৈমাসিক সভাদেবহাটায় আমাদের টিমের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

কম্বোডিয়া গেলেন প্রধানমন্ত্রী

তিনদিনের সরকারি সফরে কম্বোডিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি।

কম্বোডিয়ায় পৌঁছালে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের স্বাগত জানাবেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের নিযুক্ত মিনিস্টার ইন ওয়েটিং এবং থাইল্যন্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কম্বোডিয়ায় বর্তমানে অ্যাক্রেডিটেড সাদিয়া মুনা তাসনিম।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার সফরকালীন আবাসস্থল হোটেল সোফিটেলে নিয়ে যাওয়া হবে।

তিন দিনের সফর শেষে ৫ ডিসেম্বর বিকেলে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে গেলেন সাকিব

ঢাকা পর্বের দ্বিতীয় দফার খেলায় রাজশাহী কিংসের বিপক্ষে ৮ রান দিয়ে ৪ উইকেট নেন সাকিব আল হাসান। এদিন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক ১টি মেডেন ওভারও তুলে নেন। এর মাধ্যমে শহীদ আফ্রিদি, মোহাম্মদ আমীরদের পেছনে ফেলে টি-টোয়েন্টিতে দুটি মাইলফলক স্পর্শ করেছেন সাকিব।

এতদিন ২৮৩ উইকেট নিয়ে আফ্রিদির সাথে যৌথভাবে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় চতুর্থস্থানে অবস্থান ছিল সাকিবের। রাজশাহীর বিপক্ষে উইকেট নিয়ে তিনি চতুর্থস্থানটি নিজের করে নিয়েছেন। সব ধরনের টি-টোয়েন্টি প্রতিযোগিতা মিলিয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারির মালিক ডোয়াইন ব্রাভো (৩৯৩)। এরপরে অবস্থান শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গার। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন সুনিল নারাইন (৩০৫)।

সবচেয়ে বেশি মেডেন ওভার বল করার দৌড়েও এগিয়ে গেছেন সাকিব। রাজশাহীর বিপক্ষে ম্যাচের আগে টি-টোয়েন্টিতে সাকিবের মেডেন ওভারের সংখ্যা ছিল ১১। আফ্রিদি-আমিরদের নামের পাশে রয়েছে ১১টি করে মেডেন ওভার।
টি২০তে সবচেয়ে বেশি মেডেন ওভার নিয়েয়েছেন ওয়েস্ট ইন্ডিজের লেগ স্পিনার স্যামুয়েল বদ্রি (২০ বার)। ১৯টি করে মেডেন ওভার করার কৃতিত্ব রয়েছে সুনীল নারাইন ও ভারতের প্রভীন কুমারের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রামোসের লাল কার্ডের ‘লজ্জাজনক’ রেকর্ড

লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে রিয়াল মাদ্রিদকে মাঠ ছাড়তে হয়েছে ড্রয়ের হতাশা নিয়ে। গোলশূন্য ড্রয়ের রাতে রেকর্ড গড়েছেন রিয়ালের অধিনায়ক সার্জিও রামোস। তবে সেটি হলো লাল কার্ড দেখার লজ্জাজনক এক রেকর্ড।

ম্যাচের প্রথমার্ধেই একবার হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করা হয়েছিল রামোসকে। ম্যাচের ৮৪ মিনিটের মাথায় দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখেন রিয়াল অধিনায়ক। যার ফলে মাঠ ছেড়েছেন লাল কার্ড দেখে। লা লিগায় এ নিয়ে ১৯ বার লাল কার্ড দেখলেন রামোস। আর সব মিলিয়ে ক্যারিয়ারে তিনি লাল কার্ড দেখেছেন মোট ২৪ বার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিয়ে করলেন র‍্যাম্প মডেল ইমি

বিয়ে করেছেন জনপ্রিয় র‍্যাম্প মডেল শাবনাজ সাদিয়া ইমি। বর রিফাত আবদুল্লাহ আজমি। তিনিও মডেলিং পেশার সঙ্গে যুক্ত।

জানা গেছে, গত শুক্রবার রাতে পারিবারিকভাবে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। তাঁদের বিয়ের আকদ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বেইলি রোডের এক রেস্তোরাঁয়। বিয়ে অনুষ্ঠানে ইমির ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব, পরিবার ও আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন।

শাবনাজ সাদিয়া ইমি শুধু দেশে নয়, দেশের বাইরেও অসংখ্য র‍্যাম্প শোতে অংশগ্রহণ করে সুনাম অর্জন করেছেন। এ ছাড়া অসংখ্য নাটকেও অভিনয় করেছেন এই মডেল।

অন্যদিকে রিফাত আবদুল্লাহ আজমি ২০১৪ সালে চ্যানেল আই আয়োজিত ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান সুপার স্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেরা ১৫ জনের মধ্যে ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যশোরে গুলিতে এনজিও কর্মকর্তা নিহত

যশোর উপশহরে সন্ত্রাসীদের গুলিতে গোলাম কুদ্দুস ভিকু (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপশহরের সি-ব্লক এলাকায় নিজ বাড়ির কাছে সন্ত্রাসীরা তাকে গুলি করে। কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত ভিকু ‘প্রত্যাশা সমাজকল্যাণ সংস্থা’ নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) নির্বাহী পরিচালক ছিলেন। নিহত ভিকু উপশহর সি-ব্লকের ৫৬ নম্বর বাসার ইয়াসিন আলীর ছেলে।

নিহতের ভাই আবুল কালাম আজাদ ইকু বলেন, ‘ঘটনার সময় ভিকু বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একদল সন্ত্রাসী এসে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু পথেই তার মৃত্যু হয়।’

সি-ব্লকের বাসিন্দা ইউনুস আলী বলেন, ‘খুনিরা ভিকুকে গুলি করা ছাড়াও দু’টি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।’

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার হাবিবুর রহমান ভূঁইয়া বলেন, ‘ভিকুর মুখের বাম পাশে শটগানের গুলি লেগেছে। হাসপাতালের আনার আগেই তিনি মারা যান।’

পরিদর্শক আবুল বাশার বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি হাসপাতালে এসেছি। খুনিদের গ্রেফতারের জন্য এলাকায় এখনই ফোর্স পাঠানো হচ্ছে।’

ভিকুকে কী কারণে খুন করা হয়েছে, তাৎক্ষণিকভাবে এলাকাবাসী বা পুলিশ তা জানাতে পারেনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকা পেঁপের গুণাগুণ

পেঁপে এমন একটি সবজি বা ফল যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কাঁচা অবস্থায় পেঁপে সবজি আর পাকা অবস্থায় ফল। পাকা পেঁপেতে রয়েছে প্রচুর ভিটামিন এ ও সি। পাকা পেঁপেতে থাকা এসব ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ছোঁয়াচে রোগের বিরুদ্ধে যুদ্ধ করে, দাঁত, চুল ও ত্বকের জন্য সুফল বয়ে আনে।

বুড়িয়ে যাওয়াকে দূরে ঠেলে দেয়ার মতো উপাদান রয়েছে পেঁপেতে। তাই ত্বকের ওপরেও কাজ করে এই ফল। এতে কোনো খারাপ কোলেস্টেরল ও চর্বি বা ফ্যাট নেই। অতিরিক্ত মোটা মানুষ নিশ্চিন্তে পেঁপে খেতে পারেন। তবে ডায়াবেটিসের রোগীদের জন্য মিষ্টি পেঁপে না খাওয়ায় ভালো।

গবেষণায় আরও দেখা গেছে, গরু, খাসি বা মুরগির মাংসের সঙ্গে কাঁচা পেঁপে বা রান্না করা পেঁপে খেলে শরীরের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়, মাংসের আমিষ ভালোভাবে রক্তের সঙ্গে মেশে এবং মাংসের চর্বির ক্ষতিকর দিকটা কমে আসে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশাল জয়ে শেষ চারে সাকিবের ঢাকা

বিশাল ব্যবধানে রাজশাহী কিংসকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিল ঢাকা ডায়নামাইটস। এক ম্যাচ হাতে রেখে তৃতীয় দল হিসেবে বিপিএলের শেষ চার নিশ্চিত করেছে সাকিবরা।

টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান করে ঢাকা। জবাবে পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে ৯ বল বাকি থাকতে ১০৬-এ থামে মুশফিকের রাজশাহী।

দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকার দুই ওপেনার জো ডেনলি ও সুনীল নারিন ব্যাট করতে নামে। এ দুজনের ব্যাটে দারুণ শুরু করে ঢাকা। তবে ব্যক্তিগত ৬৯ রানে মিরাজের বলে ক্লিন বোল্ড হয়ে সাঝঘরে ফেরেন নারিন। এরপর রানের খাতা না খুলেই স্যামিত পাটেলের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন ডেলপোর্ট। এরপর ৫৩ রান করা ডেনলিকে সাঝঘরে ফেরান কাজী অনিক।

৭ বলে ৩ চারে ১৪ রান করা আফ্রিদিকে ফেরান মোহাম্মদ সামি। তবে রাজশাহীর বোলারদের উপর তাণ্ডব চালানো পোলার্ড ফেরেন ৩৩ রানে।
১৪ বলে ১ চার ও ৪ ছয় হাঁকানো এই ব্যাটসম্যান ঢাকার রানের চাকা বদলে দিয়েছেন। তবে ব্যক্তিগত ১৩ রানে সাকিব অপরাজিত ছিলেন। এর ফলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান করে ঢাকা।

জয়ের জন্য রাজশাহীর ২০৬ রান লক্ষে ব্যাট করতে নামে রাজশাহী। কিন্তু সাকিব মোসাদ্দেকের বোলিং তোপে মাত্র ১০৬ রানেই গুটিতে যায় রাজশাহী। আর এতেই ৯৯ রানের বিশাল জয় পায় ঢাকা। এই জয়ের মধ্য দিয়েই প্লে-অফ নিশ্চিত করল ঢাকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেষ পর্যন্ত ওবায়দুল কাদের সাতক্ষীরায় আসছেন ; ১২ ডিসেম্বর জনসভা

ডেস্ক রিপোর্ট : শেষ পর্যন্ত সাতক্ষীরা সফরে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গত ২৪ নভেম্বর তার সাতক্ষীরা সফর করার কথা থাকলেও ২৫ নভেম্বর দেশব্যাপী বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি উদযাপনে বিশেষ কর্মসূচিকে সামনে রেখে এ সফর স্থগিত হয়ে যায়। পরবর্তীতে সাতক্ষীরার আ’ লীগ নেতাদের ঢাকায় ডাকেন তিনি। কিন্তু ২ ডিসেম্বরের সে বৈঠকও ঢাকার মেয়র আনিসুল হকের আকস্মিক মৃত্যুতে বাতিল করা হয়। পরে আজ শনিবার কেন্দ্রের পক্ষ থেকে আগামী ১২ ডিসেম্বর ওবায়দুল কাদের সাতক্ষীরায় আসবেন বলে নিশ্চিত করা হয়েছে।

সাতক্ষীরা সফরকালে ১২ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় তিনি জেলা আ ‘লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। একই দিন সন্ধ্যার পর সাতক্ষীরা সার্কিট হাউজে সাতক্ষীরা জেলা আ ‘লীগ, বিভিন্ন উপজেলা আ’ লীগ ও সাতক্ষীরা পৌর আ ‘লীগ নেতাদের সাথে তিনি দলীয় বৈঠকে মিলিত হবেন বলেও জানা গেছে। দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেয়ার পর এটিই হবে সাতক্ষীরায় তার প্রথম সফর।
শনিবার বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় একটি সূত্র ডেইলি সাতক্ষীরাকে এই তথ্য নিশ্চিত করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest