সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে শহীদের স্মরণে দুঃস্থদের মাঝে জামায়াতের খাবার বিতরণদেবহাটায় বিয়ের প্রলোভনে কলেজ শিক্ষার্থীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে থানায় মামলাস্বৈরাচার ঠেকিয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার এনসিপিরসাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের চাপায় ভ্যান চালকের মৃত্যুকোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়–সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদেররাষ্ট্রপতির ক্ষমার আগে ভুক্তভোগী ও পরিবারের মতামত নেওয়ার প্রস্তাবতালায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিতভোমরায় জামায়াতের হুইল চেয়ার বিতরণসাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ইটাগাছা এলাকা পরির্দশনে সদর ইউএনও

প্রথম দিন শেষে বাংলাদেশ ৩৭৪/৪; মমিনুল ১৭৫*

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে অনেক প্রাপ্তির মধ্যেও হতাশ করেছেন লিটন দাস। শেষ বিকেলটা তাই কিছুটা হঠাৎ আসা ঝড়ের মতোই হয়ে থাকল। সুরঙ্গা লাকমলে আগের বলে সেঞ্চুরি থেকে মাত্র ৮ রানে দূরে থেকে ফিরেন মুশফিকুর রহিম। তারপর নাইটওয়াচম্যান না হলেও অনেকট আস্থার প্রতীক হিসেবেই লিটন দাসকে উইকেটে পাঠানো হয়। কিন্তু শূন্য রানে লিটন যেভাবে আউট হলেন সেটাকে ক্রিকেট প্রেমীরা বোলিং প্র্যাকটিসের সঙ্গে তুলনা করতে পারেন। লাকমলের সোজা ব্যাটে আসা বলটা মোকাবেলা না করেই ছেড়ে দিলেন লিটন দাস। ফলাফল যা হওয়ার তা। বলতে পারেন নিজের কপালে নিজেই কুড়াল মারার মতো। তবে সেই ঝড় সামাল দিয়ে আজ আর কোনও অঘটন ঘটতে দেননি মাহমুদউল্লাহ রিয়াদ ও মুমিনুল হক।

দিন শেষে প্রথম ইনিংসে ৯০ ওভারে ৪ উইকেটে ৩৭৪ রান সংগ্রহ করে মাঠ ছেড়েছে বাংলাদেশ। ২০৩ বলে ১টি ছয় ও ১৬টি চারের মারে মুমিনুল হক অপরাজিত ১৭৫ রানে। আর মাহমুদউল্লাহ ২০ বলে দুটি চারের মারে ৯ রান করে অপরাজিত আছেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবাল ও ইমরুল কায়েস ভাল সূচনা এনে দেন। উদ্বোধনী জুটি থেকে আসে ৭২ রান। ৫২ রানে তামিম ইকবাল ফিরে গেলে হাল ধরেন মুমিনুল ও ইমরুল। এ জুটি থেকে আসে ৪৮ রান। ব্যক্তিগত ৪০ রানে ফিরেন ইমরুল। এরপর মুশফিক ও মুমিনুল ২৩৬ রানের জুটি গড়েন। আর তাদের ব্যাটে ভর করে দিন শেষে ৩৭৪ রান সংগ্রহ করেছেন স্বাগতিকরা। লঙ্কানদের হয়ে লাকমাল ২টি সাদকান ও পেরেরা ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংস; ৩৭৪/৪ (৯০ ওভার)- মুমিনুল (১৭৫), মুশফিক (৯২), তামিম (৫২), ইমরুল (৪০), মাহমুদউল্লাহ (৯) ও লিটন দাস (০)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোহলিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে স্মিথের পাশে মুমিনুল

চট্টগ্রাম টেস্টে নামার আগেও হয়তো মুমিনুল ভাবেননি এই রেকর্ডের কথা। বাংলাদেশের লিটল মাস্টার খ্যাত ব্যাটসম্যান এবার ছাড়িয়ে গেলেন বর্তমান ক্রিকেটের দুই বড় তারকা বিরাট কোহলি ও স্টিভেন স্মিথকে।

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে দ্রুত ২ হাজার রান সংগ্রহ করেছেন মুমিনুল হক। আজ মাইলফলক থেকে ১৬০ রান দূরে ছিলেন মুমিনুল হক। এ রানটা যে অনেক বড় জানা ছিল। কিন্তু সেটাকেই বাস্তবে রূপ দিলেন কক্সবাজারের ছেলে মুমিনুল। ৮১তম ওভারের হেরাথের বলটা ডাউন দ্য উইকেটে এসে লং অফ দিয়ে শূন্যে ভাসিয়ে পাঠিয়ে দিলেন দড়ির ওপাশে। ব্যস, বাংলাদেশের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেস্টে দুই হাজার রান হয়ে গেল মুমিনুলের।

এ মাইলফলক ছুঁতে ৪৭ ইনিংস দরকার হয়েছে। ক্যারিয়ারের প্রথম ২ হাজার রান পেতে স্টিভ স্মিথেরও ৪৭ ইনিংস দরকার হয়েছিল। সেই স্মিথ এখন টেস্টের এক নম্বর ব্যাটসম্যান। আর সব সংস্করণ মিলিয়ে বর্তমানের সেরা ব্যাটসম্যান কোহলির দুই হাজার রান করতে দরকার হয়েছিল ৫৩ ইনিংস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় রাজস্ব ফাঁকির অভিযোগে দলিল লেখক মনি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক : জমির শ্রেণি পরিবর্তন করে রাজস্ব ফাঁকির ঘটনায় দলিল লেখক মনিরুজ্জামান মনিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার মুন্সি রুহুল ইসলাম ২৮ জানুয়ারি’১৮ তারিখে ১৭৮ নং স্মারকের একপত্রে এ নির্দেশ দেন। এছাড়াও কেন তার লাইসেন্স বাতিল করা হবে না এর সন্তোষজনক কৈফিয়ত যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পত্র প্রাপ্তির ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পত্রসূত্রে জানাগেছে, সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখ মোঃ মনিরুজ্জামান মনি(সনদ নং ৯/২০০৬) ১২৯/১৫, ৯১৩৩/১৫, ৯৪০৬/১৫ এবং ৮৬৪২/১৫ নম্বর দলিল গুলোর শ্রেণি পরিবর্তন(ডাঙ্গা শ্রেণির পরিবর্তে বিলান, বাস্তর পরিবর্তে ডাঙ্গা লিখে) সর্ব মোট ৪ লক্ষ ২৯ হাজার ৯১৬ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে নিজের পকেটস্থ করেছেন। তদন্তে প্রমাণিত হয়েছে। যা রেজিস্ট্রেশন আইন ১৯০৮ ধারা ৮০ জি অদীন প্রনীত দলিল লেখক(সনদ) বিধিমালার বিধি ১২ অনুসারে তাকে সাময়িক বরখাস্ত এবং শোকজ করা হয়।

এঘটনায় সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার মুন্সি রুহুল ইসলামের সাথে তার ব্যবহৃত ০১৮২৭ ১০০০৭১ নাম্বারে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ না করায় তা সম্ভব হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারি চাকরিতে কোটা বাতিলে রিট

সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সকল প্রকার কোটা পদ্ধতি বাতিল এবং তা পুনঃনির্ধারণ চেয়ে একটি রিট আবেদন করা হয়েছে। বুধবার তিনজনের পক্ষে আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।

রিট আবেদনের বিষয়টি আইনজীবী নিজেই নিশ্চিত করে জানান, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনি, প্রতিবন্ধী, নারী, জেলা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল প্রকার কোটা পদ্ধতি বাতিল এবং তা পুনঃনির্ধারণ চেয়ে হাইকোটে এ রিট আবেদন করা হয়েছে।

রিটে কেবিনেট সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, সচিবালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ে সচিব, জনপ্রসাশন মন্ত্রণালয়ের সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব, পাবলিক সার্ভিস কমিশনের সচিবকে বিবাদি করা হছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আদালতে হট্টগোল, এজলাস ছেড়ে খাস কামরায় বিচারক

আদালতে যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে আনা নিয়ে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়েছে। উত্তপ্ত বাক্যবিনিময় থামাতে না পেরে একপর্যায়ে এজলাস ছেড়ে যান বিচারক। আজ বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-৫-এ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় এ পরিস্থিতির সৃষ্টি হয়। ওই সময় মামলার আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে উপস্থিত ছিলেন।

আজ ছিল এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিন। বেলা সাড়ে ১১টার দিকে আদালতে পৌঁছান খালেদা জিয়া। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এ মামলায় গতকাল মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপন করেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। শুনানি শেষ করার পর গতকাল এ মামলার আরেক আসামি খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর এপিএস জিয়াউল ইসলাম মুন্নার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন তাঁর আইনজীবী আমিনুল ইসলাম। আজও তিনি শুনানি করছেন। শুনানির একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীর সিলেট সফরের প্রসঙ্গে টেনে আনেন। তিনি প্রশ্ন তোলেন, সিলেটে জনসভায় ভাষণ দেওয়া প্রধানমন্ত্রীর কাজ কি না।

শুনানির শুরুতে গতকাল দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজলের বক্তব্যের সূত্র ধরে আইনজীবী আমিনুল ইসলাম বলতে থাকেন, ‘দুদক বলছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে কোনো কাজ হয়নি। অথচ কাকরাইলে ৪২ কাঠা জমি ট্রাস্টের নামে কেনা হয়েছে। এটা কি খালেদা জিয়ার নামে করা হয়েছে? না, এটা ট্রাস্টের সম্পত্তি। ২০০৫ সালের ১৯ জানুয়ারি এই জমি কেনা হয়। ২০০৫ সালের পর বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বে একটি সহিংস আন্দোলন হয়। এরপর ক্ষমতা গ্রহণ করে তত্ত্বাবধায়ক সরকার। দুদকের আইনজীবী বলছেন, ২০০৫ সালের পর এই ট্রাস্টে কোনো লেনদেন হয়নি। এমন সহিংস আন্দোলনের পর লেনদেনের সুযোগ দিলেন কোথায়? ট্রাস্টের নামে জমি আছে, ভবন আছে, আর কী করতে হবে? দুদকের আইনজীবী হাস্যকর খোঁড়া যুক্তি দেখিয়েছেন।’

গতকাল যুক্তিতর্কের শুনানির সময় দুদকের আইনজীবী বলেছিলেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের ব্যাংক হিসাবে খালেদা জিয়া তাঁর প্রধানমন্ত্রীর পদ গোপন করেছিলেন। আবার ট্রাস্টের ঠিকানা তিনি দিয়েছেন মইনুল হোসেন রোডের। দুদকের আইনজীবীর এই বক্তব্যের সূত্র ধরে আমিনুল ইসলাম পাল্টা যুক্তি দিয়ে বলেন, ‘খালেদা জিয়া ট্রাস্টের হিসাবে কেন প্রধানমন্ত্রীর পদ লিখবেন? প্রত্যেক মানুষের দাপ্তরিক ও ব্যক্তিগত কাজ আছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সিলেটে গিয়ে যে ভাষণ দিয়ে এসেছেন, সেটা কি প্রধানমন্ত্রীর কাজ? তিনি তো তা-ই করে এসেছেন।’

আইনজীবী আমিনুল ইসলামের এই মন্তব্যের পরপরই দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল দাঁড়িয়ে বলতে থাকেন, ‘উনি (আমিনুল ইসলাম) তো সক্রেটিসের মতো কথা বলছেন। উনি তো আইনস্টাইন হয়ে গেছেন। এর নাম কি যুক্তিতর্ক? কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ আদালতে টেনে আনছেন?’

দুজনের বাগ্‌বিতণ্ডার এই পর্যায়ে দুই পক্ষের কয়েকজন আইনজীবীও এতে যোগ দেন।

এই সময় আদালতের বিচারক আখতারুজ্জামান আমিনুল ইসলামের উদ্দেশে বলতে থাকেন, ‘আপনি মামলার প্রাসঙ্গিক বিষয় নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করুন।’ তারপরও দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা চলতে থাকলে বিচারক দুপুর ১২টার দিকে এজলাস ত্যাগ করেন। তবে সাত মিনিট পর তিনি আবার এজলাসে ফিরে আসেন।

এর আগে গত ২৫ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক শেষ হয়। ওই মামলার রায় ঘোষণার তারিখ আগামী ৮ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। দুটি মামলাই করেছে দুদক।

৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়াসহ চারজন। আর ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়া, তাঁর বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জন। তারেক রহমানের বিরুদ্ধে এর মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে ভোটার সংখ্যা ১০ কোটি ৪১ লাখ

বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন। বুধবার (৩১ জানুয়ারি) নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ জানান, এবার ভোটার বেড়েছে ৯০ হাজার ৪৯৮ জন। আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে তিনি এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ২৫ লাখ ১৩ হাজার ১০৫ জন, যা মোট ভোটারের ৫০.৪২ শতাংশ। আর নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৭৬ জন, যা মোট ভোটারের ৪৯.৫৮ শতাংশ। এর আগে ২ জানুয়ারি প্রকাশিত খসড়া তালিকায় ভোটার সংখ্যা ছিল ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩ জন। খসড়া তালিকা প্রকাশ করার পর ভোটার বেড়েছে ৯০ হাজার ৪৯৮ জন। এর মধ্যে পুরুষ ৪৯ হাজার ২৪০ জন এবং নারী ৪১ হাজার ২৫৮ জন। এবার মোট ভোটার বেড়েছে ২৭ লাখ ১ হাজার ৭৮০ জন।

সংবাদ সম্মেলনে ভোটারদের সংখ্যা এবং ভোটার হওয়ার সময়সীমা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সারাবছরই ভোটার হওয়া যায়। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার আগ পর্যন্ত যারা ভোটার হবেন, তারা সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন বা নির্বাচনেও অংশ নিতে পারবেন। এমনকি তফসিল ঘোষণার পরও নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে ভোটার হওয়ার সুযোগ রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওয়ানডে স্টাইলে মুমিনুলের দুর্দান্ত সেঞ্চুরি;

ওয়ানডে স্ট্যাইলে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন মুমিনুল হক। ৯৬ বলে ১৩ চারে সাহায্যে এই সেঞ্চুরির দেখা পান তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ২ উইকেটে ২৪৯ রান করেছে। ব্যাট করছেন দু্ইঅপরাজিত ব্যাটসম্যান মুমিনুল ১০৭ রানে এবং মুশফিকুর ররহিম ৪৬ রানে।

বিস্তারিত আসছে…

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় সেচ্ছাসেবকদল নেতা মাস্টার মনিরুজ্জামান গ্রেফতার

জাহাঙ্গীর আলম লিটন, কলারোয়া : কলারোয়ায় থানা পুলিশের অভিযানে নাশকতা মামলায় আসামী উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মাস্টার মনিরুজ্জামান (৪০) কে আটক করেছে থানা পুলিশ। সে সরকারি জিকে এমকে পাইলট হাইস্কুলের শিক্ষক ও গদখালী গ্রামের বাসিন্দা। মঙ্গলবার রাতে তাকে পৌরসদরের বাড়ি থেকে আটক করেন।
গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই পিন্টু লাল দাস জানতে পারেন যে নাশকতা মামলার আসামী মাস্টার মনিরুজ্জামান বাড়িতে অবস্থান করছে। পরে তার নেতৃত্বে থানার অন্য সদস্যদের নিয়ে ওই বাড়ি ঘেরাও করে মাস্টার মনিরুজ্জামানকে আটক করে থানায় নিয়ে আসেন। একাধিক নাশকতা মামলা থাকায় পুলিশ মাস্টার মনিরুজ্জামানকে আটক করেন বলে থানা সূত্রে সাংবাদিকদের নিশ্চিত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest