সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদরুজ্জামান বদু নির্বাচনী গণসংযোগসাতক্ষীরায় রাসায়নিক মিশ্রিত ৯ মেট্রিক টন গোবিন্দভোগ আম বিনষ্টসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভাসাতক্ষীরায় কায়পুত্র সম্প্রদায়ের ভ‚মি সংক্রান্ত বিষয়ে এ্যাডভোকেসি সভাবিএনপির কানাডা পশ্চিম শাখা শাখার সাধারণ সম্পাদক হলেন সাতক্ষীরার মুজিবর রহমানশ্যামনগর উপজেলায় নাগরিক প্লাটফর্মের সাথে যুব ফোরামের তথ্য বিনিময়সাতক্ষীরায় মরিচ্চাপ ফিস এন্ড ফিড এর উদ্বোধনশ্যামনগর উপজেলায় যুব ফোরামের ত্রৈমাসিক সভাদেবহাটায় আমাদের টিমের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১০

চীনে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচ জন। দেশটির উত্তরাঞ্চলীয় এলাকার তিয়ানজিনে শুক্রবার সকালের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস সূত্রে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার ভোর রাত ৪টার দিকে তিয়ানজিনের হেক্সি জেলার একটি বহুতল ভবনের ৩৮ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে দুই ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে যে, বাসার ভিতরের সাজসজ্জার সরঞ্জাম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে। এ ঘটনায় তদন্ত কমিটি কাজ করে যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বসুন্দরীর বলেও ছক্কা পেটালেন বিরাট

‘আপনাকে দেখে যারা অনুপ্রাণিত হয় তাদের আপনি কী দিতে চান?’ ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে প্রশ্ন করেছিলেন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার। এক বাক্যের প্রশ্নের উত্তরে অনেক উত্তর দিয়েছেন বিরাট। স্বভাবতই তাতে মুগ্ধ ভারতের নতুন মিস ওয়ার্ল্ড।

সম্প্রতি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিরাটের হাত থেকে সংবর্ধনা নেন মানুষী। সেখানেই প্রশ্নটি করেন। বিরাট উত্তরে বলেন, মানুষ যদি বুঝতে পারে তুমি ভান করছ তা হলে তারা আর তোমার কাছে আসবে না। আমি কখনওই কারও মতো হতে চাইনি, সব সময়ই নিজের মতো হতে চেয়েছি। আমাকে নিয়ে মানুষের বিভিন্ন অভিযোগ ছিল, সমস্যা ছিল। কিন্তু আমার ছিল না। যখন মনে করেছি বদলানো প্রয়োজন, আমি তখনই বদলেছি।

বিরাট আরও বলেন, মাঠে নেমে কোনও প্রত্যাশা থাকে না, শুধু নিজের কাজটাই করি।
আমার কাছে জীবনের আনন্দ মানে, বলকে ভাল করে দেখে ব্যাটের মাঝ বরাবর সেটাকে মারো। সব সময় মাঠে গিয়ে রান করা বা উইকেট নেওয়ার ক্ষমতা থাকে না। আমরা শুধু কঠোর পরিশ্রম করতে পারি এবং নিজেদের প্রতি সৎ হতে পারি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেসির ভাইকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ

ফের পুলিশের ফাঁদে মেসি পরিবার! আর্জেন্টাইন তারকার ভাই মাথিয়াস মেসিকে খুঁজছে পুলিশ। লিওনেল মেসির ভাইয়ের রক্তাক্ত বোট থেকে পিস্তল উদ্ধার হওয়ার পর তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।

যদিও লিওনেলের ভাই মাথিয়াসের দাবি, তার মোটর বোট দুর্ঘটনায় পড়েছিল। ৩৫ বছরের মাথিয়াস এক সিকিউরিটি গার্ডকে জানিয়েছে, যখন তার বোট একটি ফিশিং ক্লাবে পৌঁছায় তখন স্যান্ডব্যাংকের সঙ্গে ঘর্ষণে তার মুখে কিছুটা অংশ কেটে যায়। কিন্তু পুলিশ মেসির ভাইয়ের রক্তাক্ত বোট থেকে একটি পিস্তলও পেয়েছে। যাতে সন্দেহ আরও দানা বেধেছে। গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াছে মাথিয়াস। তবে তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

দেশটির রাষ্ট্রপক্ষের আইনজীবী জোস লুইস কাটেরিনা মাথিয়াসের গ্রেফতারের আবেদন জানিয়েছেন। তিন মাস আগেও মাথিয়াসের বিরুদ্ধে মৃত্যুর অভিনয় করার অভিযোগ উঠেছিল। তারপর সে জানিয়েছিল, দুর্ঘটনার পর সে নিজেই গাড়ি চালিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিল।
এই প্রথম নয়, আগেও বহুবার আর্জেন্টাইন ফুটবল আইকনের ভাইয়ের বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগ উঠেছে। গত বছর তার গাড়ি থেকেও পিস্তল উদ্ধার হয়। অতীতে মাদক সেবনের জন্য মাথিয়াসের ৪৭০ ইউরো জরিমানাও হয়। ২০০৮-এ কোমড়ে বেল্টের সঙ্গে পিস্তল রাখায় জন্য গ্রেফতার হয়েছিল মেসির ‘কুখ্যাত’ ভাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এফবিআইকে মিথ্যা তথ্য দেয়ার কথা স্বীকার ট্রাম্পের সাবেক উপদেষ্টার

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই-কে মিথ্যা তথ্য দেয়ার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন। রাশিয়ার সাথে যোগাযোগ নিয়ে স্পেশাল কাউন্সিলর রবার্ট মুলারের তদন্তে তিনি একথা স্বীকার করেন। যা তদন্তের একটি বড় অগ্রগতি বলেই মনে করা হচ্ছে। খবর বিবিসির।

বার্তা সংস্থা এএফপি-র বরাত দিয়ে বলা হচ্ছে যে, ওয়াশিংটন ডিসির ফেডারেল কোর্ট এদিন ফ্লিন দোষ স্বীকার করতে চান কি না জানতে চান। আদালতের প্রশ্নের সঙ্গে সম্মত হয়ে এফবিআই-এর কাছে মিথ্যা, কাল্পনিক ও প্রতারণামূলক বিবৃতি দেবার কথা স্বীকার করেন। যদিও আদালত থেকে বেরিয়ে যাবার সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অবশ্য কিছুই বলেননি তিনি।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্ত করছেন স্পেশাল কাউন্সিলর রবার্ট মুলার। ফ্লিনের এই স্বীকারোক্তি সেই তদন্তে বড় অগ্রগতি হিসেবেই বিবেচনা করা হচ্ছে। মুলারের তদন্তে তিনি সহায়তা করছেন বলে জানানো হয়েছে।

মার্কিন গণমাধ্যমগেলো বলছে যে, রাশিনদের সাথে যোগাযোগ করতে ফ্লিনকে যারা নির্দেশ দিয়েছিল তাদের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়ের জামাতা জেরাড কুশনারও আছেন- এমন সাক্ষ্য দিতেও প্রস্তুত আছেন মাইকেল ফ্লিন।

সিনেট ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ ডেমোক্রেট মার্ক ওয়ার্নার সাংবাদিকদের বলেছেন যে, সত্য উদঘাটনে প্রয়োজনে মিস্টার কুশনারকে আবারো জেরা করা হবে।

যদিও হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হচ্ছে যে, এসব বিষয়ে মাইকেল ফ্লিন কেবল একাই জড়িত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যে কারণে শীতে প্রতিদিন ফুলকপি খাবেন

বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় শীতকালীন সবজি ফুলকপি। পৃথিবীর অন্যান্য দেশে এটি প্রধান সবজিগুলোর মধ্যে অন্যতম। মোগল আমলে ভারতবর্ষে ফুলকপির চাষাবাদ প্রথম শুরু হয় বলে জানা যায়। বাংলাদেশের সর্বত্র ফুলকপির চাষ হয়। ফুলকপি উৎকৃষ্ট এবং উপাদেয়, সবার কাছে সমাদৃত।

পুষ্টিমানের বিবেচনায় প্রতি ১০০ গ্রাম ভক্ষণযোগ্য অংশে শ্বেতসার রয়েছে ৮ গ্রাম, আমিষ রয়েছে ২.৩ গ্রাম, নায়াসিন রয়েছে ১.৬ মিলিগ্রাম, ভিটামিন ‘সি’ রয়েছে ৫০ মিলিগ্রাম। তাছাড়া আরও অন্যান্য খাদ্য উপাদান রয়েছে।

ফুলকপি নাম শুনতেই মাথায় নানা রকমের রেসিপি ঘুরপাক খায়। ফুলকপির দম, ফুলকপির রোস্ট, চিলি ফুলকপি, ফুলকপির পাকোড়ার কথা মনে পড়তেই মুহূর্তের মধ্যে যেন জিভে পানি এসে যায়। তাই সারা শীতে জমিয়ে খেতে পারেন।

১. ফুলকপির মধ্যে প্রচুর ফাইবার রয়েছে।
রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং হৃদযন্ত্র সুস্থ রাখে।

২. প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিড্যান্ট থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

৩. ক্যালসিয়াম থাকায় হাড় ও দাঁতের গঠন মজবুত করে ফুলকপি।

৪. ফুলকপিতে ম্যাগনেশিয়াম, ফসফরাস, জিঙ্ক রয়েছে। যা শরীরের ক্ষয় রুখতে সাহায্য করে।

৫. গর্ভবতী নারীরা ফুলকপি খেতে পারেন। প্রচুর পরিমাণ ভিটামিন ‘এ’ এবং ‘বি’ থাকায়, ফুলকপি ভ্রূণ গঠনে সাহায্য করে।

৬. ওজন কমাতে চাইলেও ফুলকপি খেতে পারেন। ১০০ গ্রাম ফুলকপিতে মাত্র ২৫ ক্যালরি রয়েছে।

৭. ফুলকপিতে ভিটামিন ‘সি’ ও ম্যাঙ্গানিজ রয়েছে। ত্বকের বলিরেখা রুখতে এর জুড়ি নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শোয়েব মালিককে সঙ্গ দিতে ঢাকায় সানিয়া মির্জা

বিশ্বের অন্যতম তারকা খেলোয়াড় জুটি পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক ও ভারতীয় সেনসেশন সানিয়া মির্জা। যদিও খেলার সুবাদে দু’জনকে বছরের বেশির ভাগ সময়ই আলাদা থাকতে হয়। কিন্তু সময় পেলে আবার একজনের টানে অন্যজনকে ভিন দেশে ছুটে যেতে দেখা যায়। এরই ধারাবাহিকতায় এবার স্বামীর পাশে থাকতে শুক্রবার ঢাকা এসেছেন সানিয়া মির্জা।

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন শোয়েব মালিক। তাই আজ রংপুর রাইডার্সের বিপক্ষে কুমিল্লার ম্যাচে সানিয়াকে গ্যালারিতে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কুমিল্লার মূল চমক সানিয়া মির্জা নন, আজ আরও বড় একটি চমক উপহার দিতে প্রস্তুত কোচ মোহাম্মদ সালাউদ্দিন। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে তিনি একাদশে রাখতে পারেন আফগানিস্তানের ১৬ বছর বয়সী স্পিনার মুজিব জাদরানকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দর্শক সাড়া পাচ্ছে ‘হালদা’

নদী ও নারীর গল্প ‘হালদা’। শুক্রবার (০১ ডিসেম্বর) দেশব্যাপী ছবিটি মুক্তি পেয়েছে। তৌকীর আহমেদ পরিচালিত ছবিটি প্রথম দিনেই দর্শক সাড়া পেয়েছে।

রাজধানীর বলাকা সিনেমা হলের ম্যানেজার আক্তার জানান, প্রথম দিনে আমাদের হলে ‘হালদা’ বেশ ভালো চলেছে। সাধারণত বিষয়ভিত্তিক ছবির দর্শক কম থাকে। কিন্তু সেদিক থেকে ‘হালদা’ ভালো দর্শক টানছে। ছবিটাও ভালো। আশা করছি সামনের দিনে টিকিট বিক্রির সংখ্যা বাড়বে।

এদিন ৮১টি সিনেমা হলে ‘হালদা’ মুক্তি পেয়েছে। দেশের সব নামিদামি হলগুলো রয়েছে ছবিটির দখলে। তালিকায় রয়েছে মতিঝিলের ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হল। হলটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বাংলানিউজকে বলেন, ‘আমাদের হলে ছবিটি মোটামুটি চলছে। তবে এ ধরনের ছবির ক্ষেত্রে প্রথম দিনের টিকিট বিক্রির উপর বাস্তব চিত্র পাওয়া যায় না। ছবির আবেদন থাকলে দু’দিনের টিকিট বিক্রি বাড়বে’।

এদিকে ছবিটির পরিবেশনা প্রতিষ্ঠান দি অভি কথাচিত্রের কর্ণধার বলেন, ‘সারাদেশের বিভিন্ন হল থেকে ভালো সাড়া পাচ্ছি। যেসব হলে কম টিকিট বিক্রির আশঙ্কা করেছিলাম, সেসব হলেও ‘হালদা’ প্রথমদিন ভালো ব্যবসা করেছে। ছবিটি হলে দর্শক আনতে সক্ষম হচ্ছে, এটাই আমাদের সার্থকতা’।

দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীকে ঘিরে ছবিটি নির্মিত হয়েছে। এই নদী ও নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় ও নদী তীরবর্তী মানুষের জীবনের প্রবাহ ও জটিলতা তুলে ধরা হয়েছে ছবির গল্পে।

অভিনয় করেছেন-জাহিদ হাসান, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা ও ফজলুর রহমান বাবু। আছেন-দিলারা জামান, শাহেদ আলী ও রুনা খান। সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। ৩০ ডিসেম্বর সিনেপ্লেক্সে ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রিমিয়ারে সবার প্রশংসা কুড়ায় ‘হালদা’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা মাঝে বিরাজে ঈশ্বর: পোপ ফ্রান্সিস

সেই সঙ্গে তিনি আহ্বান জানিয়েছে, শরণার্থী, নিপীড়িত সংখ্যালু, দরিদ্র আর বিপদগ্রস্ত মানুষকে বিশ্ব যেন ভুলে না যায়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার ঢাকার সেন্ট মেরিস ক্যাথেড্রালে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তিনটি পরিবারের ১৬ জন সদস্যের সঙ্গে কথা বলে, তাদের দুর্দশার কথা নিজের কানে শুনে আবেগময় এক সন্ধ্যা কাটে পোপের।

পোপ বলেন, “আজ ঈশ্বরের যে উপস্থিতি, তা বিরাজমান রোহিঙ্গা রূপেও।”

রোমান ক্যাথলিকদের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিস এশিয়া সফরে এসেছেন এমন এক সময়ে, যখন মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর ব্যাপক দমন-পীড়নের মুখে সোয়া ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

সেনাবাহিনী কীভাবে নির্বিচারে মানুষ মারছে, ধর্ষণ, লুটপাট করছে, সেই বিবরণ পাওয়া যাচ্ছে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কথায়। ওই অভিযানকে জাতিসংঘ বর্ণনা করেছে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে।

বিভিন্ন সময়ে শরণার্থীদের অধিকারের প্রশ্নে এবং তাদের দুর্দশা লাঘবে সরব হওয়া পোপ ফ্রান্সিস মিয়ানমার সফরে রোহিঙ্গাদের বিষয়েও তার দৃঢ় অবস্থান তুলে ধরবেন বলে অধিকার সংগঠনগুলোর প্রত্যাশা ছিল।

মিয়ানমারে দেওয়া ভাষণে পোপ সম্প্রীতির ডাক দিয়ে প্রতিটি জাতিগোষ্ঠীকে সম্মান দেখানোর আহ্বান জানালেও ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ না করায় বিষয়টি সংবাদের শিরোনাম হয়।

বৃহস্পতিবার মিয়ানমার থেকে বাংলাদেশে পৌঁছে বঙ্গভবনে মন্ত্রিপরিষদের সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কূটনীতিকদের সঙ্গে এক অনুষ্ঠানে শরণার্থী সঙ্কট নিয়ে কথা বলেন পোপ।

মিয়ানমার থেকে আসা শরণার্থীদের আশ্রয় দেওয়ায় তিনি বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন এবং এ সঙ্কট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। কিন্তু এ বক্তৃতাতেও তিনি রোহিঙ্গা শব্দটি এড়িয়ে যান।

বাংলাদেশ সফরে পোপ যে রোহিঙ্গাদেরও সাক্ষাৎ দেবেন, তা আগেই জানানো হয়েছিল। সে অনুযায়ী কক্সবাজারের কুতুপালং ও বালুখালী ক্যাম্প থেকে রোহিঙ্গাদের তিনটি পরিবারকে নিয়ে আসা হয়েছিল ঢাকায়। শুক্রবার বিকালে কাকরাইলের অনুষ্ঠানে তাদের সঙ্গে দেখা হয় পোপের।

রয়টার্স লিখেছে, সর্বধর্মীয় সম্প্রীতি সভার শেষভাগে ওই তিন রোহিঙ্গা পরিবারের ১২ পুরুষ আর চার নারী সদস্য যখন দোভাষীর মাধ্যমে তাদের নিদারুণ অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন, পোপের মুখে তখন খেলা করছিল বিষাদের ছায়া।

পোপ তাদের বলেন, “যারা তোমাদের ওপর পীড়ন চালিয়েছে, যারা তোমাদের আঘাত করেছে, তাদের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। তোমাদের মহৎ হৃদয়ের কাছে আমার আবেদন, আমাদের ক্ষমা কর।”

বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় আশি হাজার ভক্তের অংশগ্রহণে এক প্রার্থনাসভায় পৌরহিত্য করেন পোপ। সেখানে তিনি যিশুর বাণীর আলোকে সবাইকে শান্তি ও সম্প্রতির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় ভ্যাটিকান দূতাবাসে গিয়ে পোপের সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় প্রায় ২০ মিনিট একান্তে কথা হয় তাদের মধ্যে।

এরপর বিকালে কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রালে যান পোপ ফ্রান্সিস। তিনি ক্যাথিড্রাল পরিদর্শন করেন এবং পরে বাংলাদেশের বিশপদের সঙ্গে বিশেষ সভা করেন।

পরে বিকাল ৫টার পর রিকশায় চড়িয়ে তাকে নিয়ে যাওয়া হয় আর্চবিশপ হাউজের মাঠে বিশাল তাবুর নিচে আয়োজিত ‘সম্প্রীতি ও শান্তি’ শীর্ষক আন্তঃধর্মীয় ও আত্মমাণ্ডলিক সমাবেশ।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, শোলাকিয়ার ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ, আইনজীবী ড. কামাল হোসেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়েল উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান, কলামনিস্ট আবুল মকসুদসহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিরা।

রাজধানীর তেজগাঁও রেলওয়ে জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক এবং হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের মিলিয়ে এ অনুষ্ঠানে উপস্থিত ছিল পাঁচ হাজারের বেশি মানুষ।

পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফর উপলক্ষে গঠিত মিডিয়া কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রীতি ও শান্তি সমাবেশে স্বাগত বক্তব্য দেন ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও। পোপের বক্তৃতার আগে ছিল বিভিন্ন নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা।

পোপ ফ্রান্সিস তার বক্তৃতায় বলেন, ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের একটি মৌলিক নীতি, এই প্রতিশ্রুতি অতিসূক্ষ্ম, তবুও শক্তভাবে তা তাদের প্রত্যাখান করে- যারা বিভেদ সৃষ্টিতে ইন্ধন যোগায় এবং ধর্মের নামে সন্ত্রাস সৃষ্টি করে।

“প্রতিবেশীর মঙ্গল করার ধর্মীয় চেতনা উৎসারিত হয় আমাদের উন্মুক্ত হৃদয় হতে যা প্রবাহিত হয়ে বাইরের দিকে বিশাল নদীর মতো, সিক্ত করে শুষ্ক ভূমি, নির্বাপিত করে ঘৃণার নিষ্ফলা পতিত ভূমি,  ধ্বংস  করে দুর্নীতি, মুক্ত করে দরিদ্রতা থেকে। সহিংসতা আমাদের মানব জীবনের কতই ক্ষতি করে, পরিবারকে ভেঙে দেয় এবং সৃষ্টিকে করে বিকৃত, বিবর্ণ।

বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় সেই মুক্ত হৃদয়ের পথ বেছে নিয়েছে মন্তব্য করে পোপ বলেন, বিশ্বে এখন সেই মুক্ত হৃদয়ের স্পন্দন শক্তিশালীভাবে দরকার।

“রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতি মোকাবিলা করার জন্য, ধ্বংসাত্মক ধর্মীয়ও মতবাদ প্রত্যাখান করার জন্য, দরিদ্রদের প্রয়োজনের দিকে চোখ বন্ধ করে না রাখতে, শরণার্থীদের আশ্রয় দিতে, সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করতে এবং যারা সমাজে অত্যন্ত দুর্বল ও ভঙ্গুর তাদের যত্ন নিতে আমাদের সেই হৃদয় স্পন্দন প্রয়োজন।”

সফরের শেষ দিন শনিবার সকালে তেজগাঁওয়ে মাদার টেরিজা হাউজ পরিদর্শনে যাবেন পোপ। এরপর তেজগাঁও হলি রোজারিও চার্চে খ্রিস্টান যাজক, ধর্মগুরু ও ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে চার্চের কবরস্থান পরিদর্শন করবেন। দুপুরের পর ঢাকায় নটরডেম কলেজে তরুণদের সঙ্গে মতবিনিময়ও করবেন।

সফরের ইতি টেনে বিকাল ৫টায় শাহজালাল বিমানবন্দর ছাড়বেন ক্যাথলিক ধর্মগুরু। তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest