সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে শহীদের স্মরণে দুঃস্থদের মাঝে জামায়াতের খাবার বিতরণদেবহাটায় বিয়ের প্রলোভনে কলেজ শিক্ষার্থীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে থানায় মামলাস্বৈরাচার ঠেকিয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার এনসিপিরসাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের চাপায় ভ্যান চালকের মৃত্যুকোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়–সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদেররাষ্ট্রপতির ক্ষমার আগে ভুক্তভোগী ও পরিবারের মতামত নেওয়ার প্রস্তাবতালায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিতভোমরায় জামায়াতের হুইল চেয়ার বিতরণসাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ইটাগাছা এলাকা পরির্দশনে সদর ইউএনও

সাতক্ষীরায় রিকনডিশন গাড়ীর শোরুম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় এই প্রথম রিকনডিশন গাড়ীর শোরুম উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা সংলগ্ন “আনিশা এন্টারপ্রাইজ” নামে রিকনডিশন ট্রাক, বাস, পিকআপ, মাইক্রো, প্রাইভেটকার ক্রয় বিক্রয়ের শোরুম উদ্বোধন করা হয়। সোমবার বিকাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত শোরুমের উদ্বোধন করেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু। এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরার সভাপতি ফারুকুল ইসলাম, নিটল টাটার সিনিয়র এক্সিকিউটিভ ইমামুল হক ও এক্সিকিউটিভ রাকিব উদ্দিন, রানার মটরসর এর শাখা ব্যবস্থাপক রিপন ও সিনিয়র এক্সিকিউটিভ মনির হোসেন,সাতক্ষীরা স্যাটেলাইটের পিয়ার হোসেন, উক্ত প্রতিষ্ঠানের পরিচালক তানভীর মুরাদ মুন্না প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, মোঃ সিরাজুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বামীর সেক্স স্ক্যান্ডাল নিয়ে ক্ষিপ্ত মেলানিয়া

সম্প্রতি মার্কিন গণমাধ্যমে খবর বেরোয় যে স্টর্মি ড্যানিয়েলস নামে এক পর্নো তারকার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোপন প্রেম চলছে। জোর গুঞ্জন শুরু হয় যে, এই প্রেমের জেরে ট্রাম্পের ঘর ছেড়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া।

খবরে দাবি করা হয়, গৃহদাহ শুরু হয়ে গেছে ট্রাম্পের সংসারে। যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে তাদের সংসার। তাই স্বামীর সঙ্গে দূরত্ব বজায় রাখছেন মেলানিয়া।

এসব গুজব ও খবর নিয়ে মুখ খুললেন মেলানিয়া। এ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। দ্য ইনডিপেনডেন্ট মেলানিয়ার মুখপাত্র স্টেফানি গ্রিশামের বরাতে জানায়, ‘পর্নো তারকার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ‘লাম্পট্যপূর্ণ ও সোজা ভাষায় মিথ্যা খবর’।

এসব মুখরোচক খবর ছড়ানোর জন্য গণমাধ্যমের সমালোচনা করে স্টেফানি আরও বলেন, ‘তিনি (মেলানিয়া) তার পরিবার ও ফার্স্ট লেডি হিসেবে ভূমিকা পালনে সচেতন রয়েছেন। বিভিন্ন ভুয়া খবরে যেসব গল্প ছড়ানো হচ্ছে, তার কিছুই সত্য নয়।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গ্রামীণফোনকে কর ফাঁকির ৭ কোটি টাকা দিতেই হবে

বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোনকে মূল্য সংযোজন কর বা ভ্যাট ফাঁকির সাত কোটি ২৫ লাখ টাকা দিতেই হবে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে স্থান ও স্থাপনা ভাড়ায় প্রযোজ্য এ পরিমাণ অর্থ ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছিল। যা এখন প্রমাণিত। ফলে এই অর্থ চেয়ে সোমবার চূড়ান্ত নোটিশ জারি করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) মূল্য সংযোজন কর শাখা থেকে পাওনা আদায়ে গ্রামীণফোনকে এ চিঠি দেয়া হয়।

এনবিআর সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৭ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মাত্র ছয় মাসে প্রতিষ্ঠানটি এ বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকি দিয়েছে। এ বিষয়টি এনবিআরের তদন্তে ধরা পড়ে। এ বিষয়ে শুনানি ও চিঠি চালাচালিও হয় প্রতিষ্ঠান দুটির মধ্যে। অবশেষে এনবিআরের তদন্ত সঠিক প্রমাণিত হওয়ায় চূড়ান্ত নোটিশ জারি করা হলো। আগামী ১৫ দিনের মধ্যে এই টাকা পরিশোধ করতেও বলা হয়েছে। এর আগেও নানাভাবে প্রতিষ্ঠানটি বিপুল রাজস্ব ফাঁকি দিয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মোবাইল অপারেটরগুলো নানাভাবে কর তথা মুসক ফাঁকি দিয়ে আসছে। আমরা তাদেরকে ধরার চেষ্টা করছি। এরই অংশ হিসেবে গ্রামীণফোনের এই ভ্যাট ফাঁকির বিষয়টি ধরা পড়ে। বড় প্রতিষ্ঠান হওয়ায় কর ফাঁকির হারও অন্যদের তুলনায় বেশি। তবে এই অভিযোগ এখন প্রমাণিত। তাই প্রতিষ্ঠানটির কাছে চূড়ান্ত নোটিশ (ডিও) দেয়া হয়েছে। এই টাকা পরিশোধে তারা ১৫ দিন সময় পাবেন।

সূত্র জানায়, এনবিআর ২০১০ সালের এসআরও (এসআরও নং-২০০-আইন/২০১০/৫৪৯-মূসক) অনুযায়ী স্থান ও স্থাপনার ওপর মূসক আরোপ ও একটি ব্যাখ্যা দেয়। এতে বলা হয়, স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণকারীর ওপর ৯ শতাংশ হারে মূসক প্রযোজ্য। তবে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত অনধিক ১৫০ বর্গফুট আয়তনের কোনো স্থাপনা এর অন্তর্ভুক্ত নয়।

কমিশনার মতিউর রহমান স্বাক্ষরিত গ্রামীণফোনকে দেয়া চিঠিতে বলা হয়, গত ৩ জুলাই গ্রামীণফোনকে জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাণিজ্যিকভাবে ব্যবহৃত স্থান ও স্থাপনা ভাড়া ব্যয়ের হিসাব চেয়েছিল এলটিইউ। প্রতিষ্ঠানটি ১১ জুলাই স্থান ও স্থাপনা ভাড়ার হিসাব দেয়। সে হিসাব বিশ্লেষণ করে ৬ মাসে ৭ কোটি ২৫ লাখ ৭৩ হাজার ৫৩০ টাকা ৪০ পয়সার ভ্যাট ফাঁকি উৎঘাটন করা হয়। প্রতিষ্ঠানটি এ ভ্যাট পরিশোধ করেনি। মূসক আইন, ১৯৯১ এর ৩৭ ধারার উপধারা (৩) অনুযায়ী অপরিশোধিত মূসকে সুদের হার ২ শতাংশ। ডিমান্ড নোট জারির পর থেকে এ সুদ প্রযোজ্য হবে। ডিমান্ড নোট জারির ১৫ দিনের মধ্যে ফাঁকিকৃত মূসক রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে চিঠি দেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৬ দিন পর সচল বেনাপোল-পেট্রাপোল বন্দর

টানা ছয়দিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দরের সঙ্গে পেট্রাপোল বন্দরের পুনরায় আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে।
মঙ্গলবার দুই পক্ষের মধ্যে সমঝোতামূলক সিদ্ধান্তের পর ব্যবসায়ীরা কর্মবিরতি তুলে নেওয়ায় সকাল থেকে স্বাভাবিক নিয়মে এপথে বাণিজ্য শুরু হয়।
এরআগে গত বুধবার ভারতীয় কাস্টমসের নতুন নিয়মে কারপাস প্রথাসহ হয়রানির প্রতিবাদে কর্মবিরতি ডেকে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দিয়েছিলো ব্যবসায়ীরা।

টানা ছয়দিন পর বাণিজ্য শুরু হওয়ায় কর্মব্যবস্থা ফিরে এসেছে দুই পারের বন্দরে। শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন পণ্য খালাসের ক্ষেত্রে। টানা বন্ধের ফলে একদিকে যেমন সরকার বঞ্চিত হচ্ছিলো রাজস্ব আদায় থেকে, তেমনি প্রায় ১০ কোটি টাকা লোকশানের মুখে পড়তে হয়েছে ব্যবসায়ীদের। পণ্য খালাস বন্ধ থাকায় বন্দর শ্রমিকেরাও পড়ে বেকায়দায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তানকে বিধ্বস্ত করে ফাইনালে ভারত

পাকিস্তানকে বিধ্বস্ত করে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে উঠল ভারত। মঙ্গলবার রাত ৩টা ৩০ মিনিটে ক্রাইস্টচার্চের হেগলি ওভালে মুখোমুখি হয় এশিয়ার এই দুই ক্রিকেট পরাশক্তি। সেমি-ফাইনালে টসে জিতে পাকিস্তানকে ফিল্ডিংয়ে পাঠায় ভারত।

প্রথমে ব্যাট করে শুভমন গিলের অপরাজিত ১০২ রানে ভর করে ২৭২ রান তোলে ইন্ডিয়া। জবাবে বাংলার ঈশান পোড়েলের দুর্দন্ত বোলিংয়ে ৬৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ফলে ২০৩ রানের জয় পায় টিম ইন্ডিয়া।

আইপিএলে অবিক্রিত ঈশানের ঝুলিতে চার উইকেট। (৬-১৭-৪) স্পিনার সিভা সিং ও রিয়ান প্রয়াগ দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট অনুকূল ও অভিষেকের।

ম্যাচের সেরা হয়েছেন শুভমন। ৯৪ বলে সাতটি বাউন্ডারির সাহায্যে ইনিংস সাজান শুভমন।

ফাইনালে (৩ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়বে ভারতীয় দল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কিডনি রোগ ও ক্যান্সার প্রতিরোধ করবে কলা

পুষ্টিকর খাবার হিসেবে কলা অতি পরিচিত ফল। কলা খাওয়ার অনেক উপকারও রয়েছে, যা অনেকেরই জানা নেই। বেশি করে পাকা কলা খাওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। এ লেখায় তুলে ধরা হলো তেমন কিছু উপকারিতার কথা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ব্রাইট সাইড।

১. কিডনি রোগ প্রতিরোধ
কিডনিতে পাথর তৈরি হওয়া প্রতিরোধ করে কলার পটাসিয়াম। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কলার বিভিন্ন উপাদান কিডনির রোগ প্রতিরোধে কার্যকর।

২. ক্যান্সার প্রতিরোধ
কলা ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে। বিশেষজ্ঞরা বলছেন, কলাতে রয়েছে একটি বিশেষ প্রোটিন, যা ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে। আর তাই ক্যান্সার প্রতিরোধে বেশি করে কলা খেতে বলছেন বিশেষজ্ঞরা।

৩. খিঁচুনি প্রতিরোধে
মিনারেলের অভাবে অনেকেরই দেহের বিভিন্ন অংশে খিঁচুনি হয়ে থাকে। এ খিঁচুনি প্রতিরোধে প্রচুর মিনারেল সমৃদ্ধ কলা খাওয়া যেতে পারে। কলার পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম এক্ষেত্রে খুবই কার্যকর।

৪. বলিষ্ঠ হৃৎপিণ্ড
কলা হৃদরোগ থেকে রক্ষা পেতে সহায়তা করে। এজন্য নিয়মিত কলা খাওয়া প্রয়োজন। এছাড়া কলা উচ্চ রক্তচাপ প্রতিরোধেও কার্যকর।

৫. রক্তনালী পরিষ্কার
রক্তনালীতে প্রতিবন্ধকতা তৈরি হয় কোলস্টেরলের কারণে। কলাতে রয়েছে ফাইটোস্টেরোলস। এটি কোলস্টেরলের মাত্রা সীমিত রাখে এবং রক্তনালী পরিষ্কার রেখে সুস্থভাবে বাঁচতে সহায়তা করবে।

৬. স্বাস্থ্যকর পাকস্থলী
পাকস্থলীর সুস্থতার জন্য কলা খুবই কার্যকর খাবার। তাই গ্যাস্টিক আলসারের রোগীদের কলা খাওয়া উচিত। বিশেষজ্ঞরা বলছেন, এটি পাকস্থলীর দেয়াল বৃদ্ধি করে।

৭. উদ্যম যোগায় ও ভালো মুড
কলাতে রয়েছে প্রচুর পুষ্টি উপাদান। আর এটি উদ্যম যোগাতে সহায়তা করে। কলার সাধারণ কার্বহাইড্রেট সহজে হজম হয় এবং দ্রুত শরীরে উদ্যম আনে।
কলাতে রয়েছে ডোপামাইন। একে ‘সুখী হরমোন’ বলা হয়। এছাড়া রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, যা নার্ভাস সিস্টেমকে ইতিবাচক হতে সহায়তা করে।

৮. ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও ওজন নিয়ন্ত্রণ

ডায়াবেটিস নিয়ন্ত্রণে কলা খুবই সহায়তা করে। এতে রয়েছে কয়েক ধরনের ‘রেজিস্ট্যান্ট স্টার্চ’ যা টাইপ-২ ডায়াবেটিসের উন্নতিতে সহায়তা করে। সবুজ বা কাঁচা কলাতে বেশিমাত্রায় রয়েছে এ উপাদানটি। দেহের ওজন নিয়ন্ত্রণ করে স্লিম ফিগার তৈরি করতে সহায়তা করে কলা। মূলত কয়েক ধরনের ফ্যাট দেহে সংরক্ষণ করতে বাধা দেয় কলা। ফলে দেহ থেকে ফ্যাট কমে যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মার্কিন যুদ্ধবিমানকে তাড়া করল রাশিয়া

ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্ক। আর তারই জের ধরে আবারও মাঝ আকাশে কাছাকাছি চলে এলো এই দুই দেশের যুদ্ধবিমান। সোমবার কৃষ্ণ সাগরের উপর এই ঘটনা ঘটে।

এ ব্যাপারে মার্কিন নেভি জানিয়েছে, তাদের যুদ্ধবিমান তাড়া করেছে রুশ ফাইটার জেট। ২ ঘণ্টা ধরে এক বিমান অপরটিকে তাড়া করেছে বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় নিরাপত্তাহীন বলে উল্লেখ করেছে মার্কিন নেভি।

জানা গেছে, ইন্টারন্যাশনাল এয়ারস্পেসে এক অভিযানে অংশ নিয়েছিল মার্কিন ইপি-৩ এরিজ স্পাই প্লেন। তাকে তাড়া করে রাশিয়ার সু-২৭ যুদ্ধবিমান। ২ ঘণ্টা ৪০ মিনিট ধরে সেটি মার্কিন বিমানটিকে তাড়া করে বলে এক বিবৃতিতে জানিয়েছে পেন্টাগন। মাত্র পাঁচ ফুট বা দেড়মিটারের দূরত্ব ছিল দুটি বিমানের মধ্যে। একেবারে ইপি-৩ বিমানের পথেই চলে আসে রাশিয়ান বিমানটি।

উল্লেখ্য, সাম্প্রতিককালে এই ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে কৃষ্ণ সাগরের উপরে। এর আগে গত বছরের শেষের দিকে সিরিয়ার আকাশে দুটি রুশ যুদ্ধবিমানকে রুখে দেয় মার্কিন জেট। বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচাতেই কোনোক্রমে ওই এলাকা থেকে সরানো হয় রাশিয়ার দুটি যুদ্ধবিমানকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি: তালায় মাদক বিরোধী ৮দলীয় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খলিশখালী পল্লী মঙ্গল ক্লাবকে ট্রাইব্রেকারের মাধ্যমে ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত করে হাজরাকাঠি আদর্শ যুব সংঘ চ্যম্পিয়ন হয়েছে। পিকেএসএফ এবং সাস’র উদ্যোগে, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি প্রকল্প’র আওতায় শনিবার বিকালে তালার চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আক্রমন-পাল্টা আক্রমন’র মধ্য দিয়ে অনুষ্ঠিত খেলায় উভয় দল ১-১ গোল করলে ট্রাইব্রেকারের মাধ্যমে খেলাটি নিস্পত্তি হয়। ট্রাইব্রেকারে খলিশখালী পল্লী মঙ্গল ক্লাবকে ৪-৩ গোল ব্যবধানে হাজরাকাঠি আদর্শ যুব সংঘ পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলাটি পরিচালনা করেন, রেফারী বিনয় সরকার। তার সহকারী ছিলেন, নাজমুল বারী ও বিল্লাল হোসেন। খেলা শেষে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সাস’র নির্বাহী পরিচালক শেখ ইমান আলী’ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলেদেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. আব্দুর রহমান, পিকেএসএফ এর প্রতিনিধি সুমন চৌধুরী ও উন্নয়ন প্রচেষ্টা পরিচালক শেখ ইয়াকুব আলী। সাস কর্মকর্তা মো. শাহ আলম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গনেশ দেবনাথ, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিশখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাফ্ফর রহমান, সরুলীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, তালা প্রেস ক্লাব সভাপতি প্রণব ঘোষ বাবলু, আওয়ামীলীগ নেতা পি.এম. গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগ সভাপতি সরদার মশিয়ার রহমান, সাস’র সহকারী পরিচালক এ.কে.এম গোলাম ফারুক, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সাস কর্মকর্তা রুহুল আমীন, আব্দুস সালাম, গাজী শামীম হোসেন মিঠু, তালা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক বি.এম. জুলফিকার রায়হান, ইউপি সদস্য তবিবুর রহমান ও স্বেচ্ছাসেবক রাজিবুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি- পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলাটি সহ¯্রাধিক ক্রীড়া প্রেমি দর্শক উপভোগ করেন। উল্লেখ্য, মাদক মুক্ত সমাজ গঠনের জন্য সাস ও পিকেএসএফ তালা উপজেলার ৮টি ক্লাব এর সমন্বয়ে আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest