সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার চারটি আসনই ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে – হাবিবুল ইসলামসাতক্ষীরা সদরের দত্তবাগ টাইগার ক্লাবের নাইট ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনজাতীয় সংহতি দিবস,এই দিনে বিভাজন নয়, ঐক্যের আহবান -কাজী আলাউদ্দিনসাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে গণমিছিলতরুণদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো গ্রীন ইনোভেশন ফেয়ারExplorez les avis des utilisateurs sur gtbet et rejoignez la communautéΕξερευνήστε τις καλύτερες στρατηγικές καζίνο στο gtbet για μεγαλύτερα κέρδηCome registrarsi su Nixbet e iniziare a vincere in pochi passiদেবহাটায় কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে খেলাধুলার আয়োজনগণমানুষের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান নলতা হাসপাতাল হুমকির মুখে :রক্ষার দাবি

কঠিন চ্যালেঞ্জে বিএনপি

অনলাইন ডেস্ক: সাজা পেয়ে প্রথমবারের মতো কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মোটা দাগে এরই মধ্যে চার চ্যালেঞ্জে পড়েছে দলটি। প্রথমত. বেগম জিয়াকে মুক্ত করাই এ মুহূর্তে বিএনপির প্রধান চ্যালেঞ্জ। দ্বিতীয়ত. দলের নেতারা মনে করেন বেগম জিয়ার কারাবাস দীর্ঘায়িত হলে দলের ঐক্যও ধরে রাখা কঠিন হয়ে পড়বে। নিজেদের মধ্যে বাড়তে পারে সন্দেহ-অবিশ্বাস। এ সুযোগ কাজে লাগিয়ে নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে সরকার। তাই বিএনপি-প্রধান কারাগারে যাওয়ার পর আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথের শান্তিপূর্ণ কর্মসূচিও চলবে। তৃতীয়ত. আন্দোলন আর আইনি লড়াইয়ের মধ্যে আন্তর্জাতিক চাপ বাড়াতেও দৌড়ঝাঁপ বিএনপির। এরই মধ্যে বেড়েছে কূটনৈতিক তৎপরতাও। তবে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে কতটুকু আস্থায় আনতে পেরেছে তা স্পষ্ট নয়। চতুর্থত. বেগম জিয়ার কারাগারে যাওয়ার পর থেকেই বিএনপির নির্বাচন প্রস্তুতিতে ভাটা পড়েছে। যদিও তারা বলছে, তারা সবসময়ই নির্বাচনের জন্য প্রস্তুত। বলছে, সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হলে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই বিএনপির বিজয় হবে। এদিকে দণ্ডপ্রাপ্ত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জিয়া পরিবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ অনেকটা অনিশ্চিত বলে মনে করেন কেউ কেউ। পাশাপাশি বিএনপির বিভিন্ন স্তরের নেতাও বিভিন্ন মামলায় আসামি। জিয়া পরিবার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে। এ অবস্থায় মাঠপর্যায়ের নেতা-কর্মীরাও এখন বেগম জিয়ার মুক্তি আন্দোলনে ব্যস্ত। ফলে নির্বাচন প্রস্তুতিতে পিছিয়ে বিএনপি। জানা যায়, দেশি-বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে বিএনপি নেতারা বোঝানোর চেষ্টা করছেন, বেগম জিয়াকে অন্যায়ভাবে সরকার কারাগারে নিয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রীকে নির্বাচনে অযোগ্য করাই সরকারের টার্গেট। তবে তারা কূটনীতিকদের কতটুকু আস্থায় নিয়ে আসতে পেরেছেন তা স্পষ্ট নয়। দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন, তারা বোঝাতে সক্ষম হয়েছেন। কূটনীতিকরাও সরকারকে নানাভাবে চাপ দিচ্ছেন বলে জানান বিএনপির কূটনীতিসংশ্লিষ্ট নেতারা।
বিএনপি সমর্থিত এক বুদ্ধিজীবী বলেন, বেগম জিয়ার কারামুক্তি দীর্ঘায়িত হলে বিএনপির চিত্র পাল্টে যেতে পারে। দলে ভাঙন সৃষ্টির পাশাপাশি বিভেদও বাড়তে পারে। তাই কারান্তরিন হওয়ার আগে বেগম জিয়া দলীয় ঐক্য ধরে রাখার নির্দেশ দিয়ে গেছেন। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও একই বার্তা দিয়েছেন। তিনি নিয়মিত সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলছেন। দলের ঐক্য ধরে রাখার পাশাপাশি কর্মসূচি নিয়েও কথা বলছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন জেলে। সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও সাজাপ্রাপ্ত হয়ে দেশের বাইরে অবস্থান করছেন। তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমানও লন্ডনে অবস্থান করছেন। এ অবস্থায় জিয়া পরিবারের রাজনীতি কোন পথে— এমন প্রশ্নে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি জিয়াউর রহমান মারা যাওয়ার পর এবং এরশাদের সময়ও সংকটে পড়েছিল। ওয়ান-ইলেভেনের সময়ও একটা বড় সংকট তাদের গেছে। কিন্তু এবার পরিস্থিতি জটিল। দল তো আছে, তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দলের মধ্যে সংহতিটা থাকবে কিনা। কারণ এই দলের অনেক নেতা অতীতে দল ছেড়ে চলে গিয়েছিলেন আবার এসেছেন, আবার চলেও যেতে পারেন। সরকার থেকে নানান টোপ তাদের দেওয়া হতে পারে। সুতরাং এই সময়টা বিএনপির জন্য খুবই নাজুক।’

বিএনপির শীর্ষ নেতারা বলছেন, এ মুহূর্তে বিএনপির প্রথম ও প্রধান কাজ বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা। এজন্য আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথের শান্তিপূর্ণ কর্মসূচি থাকবে। কারাবাস দীর্ঘায়িত হলে সে ক্ষেত্রে কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে। তবে বেগম জিয়ার নির্দেশনা অনুযায়ী আপাতত নরম কর্মসূচিতেই থাকবে বিএনপি। এই সময়ে জামিন আবেদন করা হবে। এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘চেয়ারপারসনের মুক্তির বাইরে আমরা আপাতত কিছু ভাবছি না। তাকে মুক্ত করতে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথেও শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে মাঠে আছি। এটাই আপাতত ভাবনা আমাদের।’

দলের নেতারা বলছেন, ক্ষমতাসীনরা চেষ্টা করছে, আগামী নির্বাচন পর্যন্ত বেগম জিয়াকে কারাগারে রেখে তাকে নির্বাচনের বাইরে রাখার। ৬৩২ পৃষ্ঠার এ বিশাল রায়ের সার্টিফায়েড কপি পেতে বেশ কিছু দিন লেগে যেতে পারে। এ ছাড়া আরও পাঁচ মামলায় জারি থাকা গ্রেফতারি পরোয়ানাও বেগম জিয়ার মুক্তিতে বাধা হয়ে দাঁড়াতে পারে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘গত বৃহস্পতিবার আমরা মামলার রায়ের কপি চেয়েছি। সেদিন আমরা সত্যায়িত কপিটি পাইনি। এখনো আমরা তা পাইনি বলে শুনেছি। এভাবে সরকার ইচ্ছাকৃতভাবে রায়ের কপি দেওয়া নিয়ে গড়িমসি করছে।’ একই কথা বলেন স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস।

জানা গেছে, খালেদা জিয়ার কারাগারে যাওয়ার আগে সম্ভাব্য প্রার্থীরা যেমন এলাকামুখী হয়ে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছিলেন, তারা সবাই এখন দলীয় কর্মসূচি পালনে ব্যস্ত। অনেকেই মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তা ছাড়া বিএনপি-প্রধানের মুক্তির বাইরে তারা কিছুই ভাবছেন না।

বিএনপি সূত্র জানায়, দলের চলমান কূটনৈতিক তৎপরতা পর্যায়ে গতকালও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। এর আগে কয়েক দফায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রভাবশালী সব দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বাধীন দলের শীর্ষস্থানীয় একটি প্রতিনিধি দল। বিএনপির রংপুর বিভাগের একজন কেন্দ্রীয় নেতা বলেন, ‘আমাদের কাছে খালেদা জিয়া মায়ের মতো। তাকে মুক্ত না করা পর্যন্ত বিএনপি ঘরে ফিরে যাবে না।’ বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী জানান, ‘সারা দেশে স্থানীয় সুবিধা অনুযায়ী জেলা নেতৃবৃন্দ এখন বিএনপি চেয়ারপারসনের মুক্তির কর্মসূচি নিয়ে ব্যস্ত। নেত্রীকে মুক্ত না করা পর্যন্ত আমরা কেউ বাড়ি ফিরব না।’

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের লক্ষ্য হচ্ছে আমাদের অপ্রস্তুত রেখে নির্বাচন করা। জনগণের কাছে যেতে না দেওয়া। আমরা নির্বাচনে যেতে চাই। এর আগে চেয়ারপারসনসহ কারাগারে থাকা সব নেতা-কর্মীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। চেয়ারপারসন ছাড়া বিএনপি নেতা-কর্মীরা নির্বাচনে যাবেন না— এটাই পরিষ্কার কথা।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান ৩য় বর্ষের শ্রেণির কার্যক্রম শুরু

সাতহ্মীরা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেশন ২০১৫-১৬ অনার্স ৩য় বর্ষের ১ম দিনের ১ম ক্লাস জাঁকজমক ভাবে কেক কেটে উৎযাপন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিভাগীয় প্রধান আবুল কালাম আজাদ। তার হাত দিয়ে কেক কেটে অনার্স ৩য় বর্ষের ক্লাসের শূভসূচনা হয়। এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান ডির্পাটমেন্টের অন্যান্য স্যার মহোদয়। ৩য় বর্ষের শিহ্মার্থী আরিফ এবং রিমার নেতৃত্বে এই অনুষ্ঠানটা খুব সুন্দর ভাবেই অনুষ্ঠিত হয়। তারা চায় পরবর্তীতে যেন এই রকম অনুষ্ঠান কলেজে হয় এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সুনাম অব্যাহত থাকে। আরিফ এবং রিমা অনুষ্ঠানটা আরও সুন্দর ভাবে করার আপ্রান চেষ্টা করেছে।তারা কৃতঙ্গ বিভাগীয় স্যারদের প্রতি এমন সুন্দর একটা অনুষ্ঠানে তাদের পাশে থাকার জন্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ফানি খান’ সিনেমায় ঐশ্বরিয়ার ফার্স্ট লুক প্রকাশ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায়ের ‘ফানি খান’ ছবির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে।

ক্রিআর্জ এন্টারটেইনমেন্টের এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তাঁর সাথে আরো আছেন অনিল কাপুর ও রাজকুমার রাও।

জানা গেছে, ২০০১ সালের সেরা বিদেশি ভাষার ছবি নমিনেশন পাওয়া ডাচ ছবি ‘এভরিবডিস ফেমাস’-এর ছায়া অবলম্বনে নির্মিত হচ্ছে এই ছবিটি।

মঙ্গলবার ক্রিআর্জ এন্টারটেইনমেন্ট তাদের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে ঐশ্বরিয়ার ছবিটি প্রকাশ করে। ছবিতে ঐশ্বরিয়াকে অন্যরকম ‘লুকে’ দেখা গেছে।

সূত্র জানাচ্ছে, ছবিতে ঐশ্বরিয়া একজন গায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। আর ছবিতে তাঁকে পোশাকে সাজিয়েছেন আর কেউ নন, মণীষ মালহোত্রা। ছবিতে ঐশ্বরিয়ার বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও। যিনি ঐশ্বরিয়ার চেয়ে ১০ বছর বড়।

ছবিটি টি-সিরিজ ও ক্রিআর্জ এন্টারটেইনমেন্ট যৌথভাবে প্রযোজনা করছে। শিডিউল অনুযায়ী আগামী ১৩ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একই ছেলেকে ভালোবেসে দুইবোনের আত্মহত্যা

রংপুরে একই ছেলেকে ভালোবেসে দুই বোন কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। বুধবার ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার সকালে বিষপান করলে স্বজনরা তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন নগরীর মডার্ন মোড় ৩১নং ওয়ার্ডের পূর্ব শেখপুরা এলাকায়।

মঞ্জুর হোসেন লিটনের মেয়ে লুৎফর নাহার লতা (১৪) ও আলমগীর হোসেনের মেয়ে সাদিয়া জান্নাত অর্নী (১৪)। তারা দুজন খালাতো বোন। লতা নগরীর নাজিরদিঘি উচ্চ বিদ্যালয় ও সাদিয়া জান্নাত অর্নী দর্শনা স্কুলের নবম শ্রেণির ছাত্রী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আনসার আলীর ছেলে ও রংপুর মডেল কলেজের অনার্সের শিক্ষার্থী মেরাজুল ইসলামের সঙ্গে লতা ও অর্নী দু’জনেরই দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে বিষয়টি জানাজানি হলে মেয়েপক্ষ গত সোমবার মেরাজুলকে মারধর করে।

এ অবস্থায় মঙ্গলবার লতা ও অর্নী একই এলাকায় তাদের নানাবাড়ি বেড়াতে যায়। দু’জনেই প্রেমিক মেরাজুলের উদ্দেশ্যে দুটি প্রেমপত্র লিখে সবার অগোচরে বাড়িতে থাকা কীটনাশক পান করে। পরে পরিবারের লোকজন জানতে পেরে তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে সাদিয়া জান্নাত অর্নী ও সকালে লুৎফর নাহার লতা মারা যায়।

৩১নং ওয়ার্ডের কাউন্সিলর শামসুল ইসলাম এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, আমি বিষয়টি শুনেছি। তাদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘বর্তমান শিক্ষা ব্যবস্থা ২০ বছর পিছিয়ে গেছে’

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা আগের তুলনায় ২০ বছর পিছিয়ে গেছে। আমাদের ভাবতে হবে- আমাদের বাচ্চারা কোথায় যাচ্ছে, কি শিখছে? এর দায় সকলকেই নিতে হবে।

বুধবার ( ১৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের দায় শুধু শিক্ষা মন্ত্রণালয়ের নয়, এর জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। আমরা অভিভাবকরা, জনপ্রতিনিধিরা সবাই সজাগ হতে হবে।

এসময় উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ জাফর ইকবাল, চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে ব্রহ্মরাজপুর আ’লীগ সভাপতির শুভেচ্ছা বিনিময়

ধুলিহর প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলীপ কুমার মল্লিক সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় মাদার তেরেসা স্বর্ণপদকে ভূষিত হওয়ায় বুধবার সকালে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামকে তার বাসভবনে হাজির হয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় নজরুল ইসলাম তাকে অভিনন্দন জানিয়ে বুকে জড়িয়ে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’ লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও ফিংড়ী ইউপি’র সাবেক চেয়ারম্যান আবুল খায়ের সরদার, সমাজেসেবক ছরোয়ার হোসেন, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেম্বার অজিয়ার রহমান, ব্রহ্মরাজপুর ৬নং ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও মেম্বার রেজাউল করিম মিঠু, ৫নং ওয়ার্ডের মেম্বার মোস্তাফিজুর রহমান ময়না, নিমাই বিশ্বাস প্রমূখ। অভিনন্দন জানানোর সময় নজরুল ইসলাম তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সমাজে ভাল কাজ করলে একদিন না একদিন তার মূল্যায়ন হয় এটি তারই প্রমান। দলীয়ভাবে নিলীপ বাবু নিবেদিত প্রান। শুধু সাংগঠনিক দক্ষতা নয় তার মধ্যে রয়েছে সততা, নিষ্ঠা ও দায়িত্ববান মানুষের প্রতিচ্ছবি। এই পদকটি তাকে আরও অনুপ্রানিত করবে। এবং যার ফল ভোগ করবে এলাকার মানুষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঐতিহ্যবাহী গুনাকরকাটি দরবার শরীফে ওরশ বৃহস্পতিবার

মইনুল ইসলাম: আশাশুনির ঐতিহ্যবাহী গুনাকরকাটি খানকায়ে খায়েরিয়া আজিজীয়া দরবার শরীফে বাৎসরিক ওরশ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওরশের সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। হওযরত গাওছুল আযম দেহলবী (রহঃ) ও গওছুল আযম খুলনবী (রহঃ) এর ওরশের প্রধান মেহমান নূরে চশমে হযরতে ইমামে রব্বানী, গুলেবাগে মুজাদ্দেদী আলহাজ্ব হযরত শাহ্ আবু নসর আনাছ ফারুকী (রহঃ) বুধবার দুপুরের দিকে দিল্লী থেকে এসে পৌছেছেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থান এবং বিভিন্ন দেশের মুরিদান ও আশেকান ভক্তবৃন্দ ইতোমধ্যে ওরশ ময়দানে এসে পৌছেছেন। বৃহস্পতিবার আম বয়ানের মধ্যদিয়ে শুরু হবে ওরশের আনুষ্ঠানিকতা। ওরশ শরীফ মূলত একদিনের হলেও কার্যক্রম চলে তিনদিন। এছাড়া ওরশ কেন্দ্রিক যে মেলা বসে তা চলে প্রায় মাসব্যাপী। এদিকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং আয়োজক কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাধবকাটিতে বসন্ত উৎসব অনুষ্ঠিত

মাষ্টার মো. মফিজুর রহমান : বিশ্ব শান্তি কামনায় সার্বজনীন শ্রী শ্রী দোগাছিয়া মহাশ্মশান কালীপূজা ও বসন্ত উৎসব ২০১৮ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে দোগাছিয়া মহাশ্মশান ও কালী মন্দির কমিটি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি বাবু রবীন্দ্রনাথ স্বর।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন একটি অসম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা বাস্তবে রুপ দিয়েছেন। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খিষ্টান, সকলে একই সবস্থানে থেকে নিজ নিজ ধর্ম শান্তি পূর্নভাবে পালন করে আসছে। তিনি বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনারা বিভিন্ন কারণে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে ভারতে শরনার্থী হয়েছেন। আপনারা প্রিয় মাতৃভূমি ছেড়ে ভারতে যাবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছে, পাশে থাকবে। বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলেই শান্তি পূর্ণভাবে বিভিন্ন ধর্মালম্বী মানুষেরা ধর্মীয় অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে পালন করতে পারছে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এস.এম  শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, আগরদাঁড়ি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক তাপস কুমার আচার্য, ওয়ার্ড আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান সানা, ঝাউডাঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সুধাংশু শেখর সরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest