সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাসাতক্ষীরা কারা মহাপরিদর্শকের বিরুদ্ধে মানহানি মামলাসাতক্ষীরায় গ্রিলের তালা ভেঙে দুর্ধর্ষ চুরিসাতক্ষীরার লাবসা বাইপাস সড়কে মোটরযানের উপর মোবাইল কোর্টদেবহাটায় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে স্কুল শিক্ষক ও আয়া আটক কালিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক-৩সাংবাদিক কামরুজ্জামানের শ্যালকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসাতক্ষীরায় ভেজাল মাছের খাবার ও সার তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানাজলাবদ্ধতা নিরসনের দাবিতে শ্যামনগরে প্রশাসনকে স্মারকলিপিছাত্রশিবিরের সাদিক ভিপি-ফরহাদ জিএস-মহিউদ্দীন এজিএস নির্বাচিত

সাতক্ষীরায় গাড়ি পোড়ানোর ঘটনায় জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকসহ ১৬ জনের নামে মামলা, আটক ৫

আসাদুজ্জামান: সাতক্ষীরায় গাড়ি পুড়ানোর অভিযোগে জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশ ও সাধারণ সম্পাদক তারিকুল হাসানসহ ১৬ বিএনপি-জামায়াত নেতা-কর্মীর নামসহ অজ্ঞাত আরো ৪০/৫০ জনের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর থানার এসআই হাফিজুর রহমান(২) বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। পুলিশ এ মামলায় ইতিমধ্যে এজাহার নামীয় ৫ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের কাটিয়া এলাকার হামিদুল ইসলাম খান, কলারোয়া উপজেলার ওমর আলী, কালিগঞ্জ উপজেলার আব্দুল মোমিন, সদও উপজেলার কাশেমপুর গ্রামের গোলাম রসুল ও একই উপজেলার কুচপুকুর গ্রামের গোলাম রহমান।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এজাহার নামীয় বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় ঘোষণার পর বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের অদূরে বাঁকাল প্রেট্রোল পাম্পের ধারে সড়কের পশে রাখা একটি এসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কারাগারে শুধু বিটিভি দেখার সুযোগ পাবেন খালেদা জিয়া

ঢাকার নাজিম উদ্দীন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে শুধু বিটিভি দেখার সুযোগ পাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পড়ার জন্য তাকে তিনটি পত্রিকা দেয়া হবে।

সাধারণ বন্দী হিসেবে কারাগারে ঠাঁই হয়েছে খালেদা জিয়ার। কারা কর্তৃপক্ষ বলছে, ডিভিশনের কাগজ পাওয়ার পর এখান থেকে তাকে স্থানান্তর করা হবে।

বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের রায় ঘোষণার পর বৃহস্পতিবার বিকাল থেকেই নতুন ঠিকানায় দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাখা হয়েছে পুরনো কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের অফিস কক্ষে।

কারাসূত্র বলছে, নাজিম উদ্দীন রোডেই বেগম জিয়াকে রাখতে গত ১৫ দিন ধরেই প্রস্তুতি নিয়েছিল কারা কর্তৃপক্ষ। ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত হলেও পুরাতন কারাগারের অভ্যন্তরের লাল ও হলুদ রঙের তিনতলা বিশিষ্ট ‘ডে কেয়ার সেন্টার’-কেই বেছে নেয় কারা কর্তৃপক্ষ। দেওয়া হয় পুরনো রঙের ওপর নতুন রঙের আস্তরণ। জেল কোড অনুসারে ভিআইপি বন্দী রাখার জন্য ‘ডে কেয়ার’ সেন্টারের দ্বিতীয় তলার সিঁড়ির ডান পাশের দুটি কক্ষে লাগানো হয় নতুন টাইলস, সিলিং ফ্যান, হাইকমোড। গত দুই দিন আগে লাগানো হয় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ।

খালেদার চিকিৎসার জন্য সার্বক্ষণিক একজন চিকিৎসক থাকবেন। খালেদা জিয়ার খাবারও পরীক্ষা করবেন তিনি। তাকে একটি পুরনো ফ্রিজ দেওয়া হয়েছে ও পাশের রুমে গ্যাসের চুলায় রান্নার ব্যবস্থা করা হয়েছে।

গত কিছুদিন ধরে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয় পুরাতন কেন্দ্রীয় কারাগার এলাকায়। সাদা পোশাকে দায়িত্ব পালন করছিলেন বিভিন্ন সংস্থার সদস্যরা। গত বুধবার কারাগারের আশপাশে নতুন করে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার থেকেই ওই এলাকায় জনসাধারণের চলাচলেও কড়াকড়ি করা হচ্ছে। কারাগারের চারদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও অবস্থান জোরদার করা হয়েছে।

কারা সূত্র বলছে, নাজিম উদ্দীন রোডের পুরনো কারাগারে নেওয়ার পর প্রথমে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয় জেল সুপারের পুরনো অফিস কক্ষে। এ সময় খুব বিমর্ষ অবস্থায় ছিলেন তিনি। কারও সঙ্গে কোনো কথা বলেননি। আগে থেকেই ওই কক্ষকেই থাকার জায়গা হিসেবে প্রস্তুত করে কারা কর্তৃপক্ষ। সন্ধ্যা ৭টার দিকে কারা চিকিৎসক ডা. মাহমুদুল হাসান বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য পরীক্ষা করেন।

জেল কোড অনুযায়ী খালেদা জিয়াকে রাতের খাবার দেওয়া হয়েছে ভাত, মাছ, সবজি এবং ডাল। সকালে দেওয়া হবে রুটি সবজি। বেগম খালেদা জিয়ার কারা ব্যবস্থাপনার জন্য আগে থেকেই ডেপুটি জেলার শিরিন সুলতানার নেতৃত্বে ১০ সদস্যের একটি মহিলা কারারক্ষী দল এবং ডেপুটি জেলার আশরাফ উদ্দীনের নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট আরও একটি দল গঠন করে কারা কর্তৃপক্ষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশে শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘের

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশের ঘটনায় দেশে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক জানিয়েছেন, খালেদা জিয়ার মামলার রায়ের বিষয়টি জাতিসংঘ গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে আইনের যথাযথ প্রয়োগ হয়েছে কি না তা জাতিসংঘ খতিয়ে দেখছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সাজার বিষয়টি আগামী নির্বাচনে কতটা প্রভাব ফেলবে তা এত দ্রুত বলা সম্ভব নয়। কিন্তু আমরা বাংলাদেশে সমন্বিত এবং গণতান্ত্রিক উপায় অবলম্বনের প্রতি বরাবরই জোর দিয়ে যাব। আমরা সব পক্ষকেই শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছি।

জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় একটি মামলা করে দুদক। ওই মামলায় বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় এ রায় দেন।

ওই মামলায় তারেক রহমান এবং আরও চারজনকে দশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের আগে বেগম জিয়াকে বহনকারী গাড়ি আদালত চত্ত্বরে প্রবেশের আগে তার দলের সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের হটিয়ে পরিস্থিতি শান্ত করতে রাবার বুলেট এবং টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।

জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের সদস্য প্রেরণকারী দেশের মধ্যে বাংলাদেশ দ্বিতীয়। দীর্ঘদিন ধরেই শান্তিরক্ষী মিশনের বিভিন্ন অপারেশনে বাংলাদেশের সদস্যরা অসীম সাহসিকতার সঙ্গে কাজ করছেন। ১৯৮৮ সাল থেকে বিশ্ব শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছেন বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সদস্যরা। প্রায় ৩০ বছর ধরে বিশ্ব শান্তিরক্ষা মিশনে অসামান্য অবদান রেখেছেন বাংলাদেশের সদস্যরা। ২০১৭ সালে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে ৭ হাজার ২৪৬ সেনা ও পুলিশ সদস্য প্রেরণ করেছে বাংলাদেশ।

জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সাহসী নারী-পুরুষরা তাদের জীবন বাজি রেখে শান্তিরক্ষার জন্য কাজ করছেন। এসব সদস্যরা বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছেন। তাই রাজনৈতিক অস্থিতিশীলতা কমিয়ে দেশে শান্তি বজায় রাখতে সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদা জিয়ার মুক্তি চেয়ে বিএনপির বিক্ষোভ, আটক ৩

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের করেছে বিএনপি। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজের পর শুরু হওয়া এই মিছিলের অগ্রভাগে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় দলের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। মিছিলটি পল্টন মোড় হয়ে বিএনপির নয়াপল্টনের দলীয় কার্যালয়ের দিকে এগিয়ে যায়। তখন নয়াপল্টন থেকে একটি মিছিলও বের করা হয়।

বিএনপি নেতাকর্মীদের মিছিলের সামনে-পেছনে এবং মতিঝিল ও আশেপাশের এলাকায়  অতিরিক্ত পুলিশের উপস্থিতি দেখা গেছে। তবে বিক্ষোভকারীদের কোনও বাধা দেয়নি পুলিশ। তবে মিছিল ছত্রভঙ্গ হওয়ার পর আশেপাশের গলি থেকে ৩ জনকে আটক করা হয়েছে।

ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার (এসি) শিবলী নোমান জানান, বিএনপির মিছিলে কোনও বাধা দেওয়া হয়নি। তবে মিছিল শেষে আশেপাশের গলি থেকে তিনজনকে আটক করা হয়েছে। তারা নাশকতার চেষ্টা করছিলো কিনা তা পরে খোঁজ নিয়ে জানানো যাবে।

এর আগে, বায়তুল মোকাররম থেকে আসা বিএনপির মিছিলটি দৈনিক বাংলা মোড়ে এলে দলের মহাসচিব মির্জা ফখরুল গাড়িতে করে মিছিল ত্যাগ করেন। এরপরই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। তখন নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটিও আশেপাশের গলিতে ঢুকে পড়ে। নয়াপল্টনের দলীয় কার্যালয়ে তখন রুহুল কবীর রিজভী ছাড়া অন্য কোনও সিনিয়র নেতাকে দেখা যায়নি।

দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার সকাল থেকেই বিএনপি নেতাকর্মীদের মিছিলের খবর পাওয়া  গেছে। তবে কোথাও সহিংসতার কোনও ঘটনা ঘটেনি।  সব জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়ের রয়েছে।

উল্লেখ্য, দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের রায়ের প্রতিবাদে সারাদেশে আজ বিক্ষোভ করবে তার দল। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর জেলা ও উপজেলা পর্যায়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া শনিবার (১০ ফেব্রুয়ারি) সারাদেশে সমাবেশ করবে বিএনপি। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফের বন্ধ যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম

আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম আবারও বন্ধ হয়ে গেছে। চলতি বছরে দ্বিতীয়বারের মতো এই পরিস্থিতি তৈরি হলো। মার্কিন সিনেটে ব্যয়-সংক্রান্ত একটি বিল পাস করতে ব্যর্থ হওয়ায় ফের বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্র সরকারের কার্যক্রম। বৃহস্পতিবার রাত থেকেই এই অচলাবস্থা শুরু হয়। খবর বিবিসি।

বৃহস্পতিবার রাতভর ওই বিল নিয়ে সিনেট সদস্যদের মধ্যে বিতর্ক হয়েছে। কিন্তু বিলের পক্ষে প্রয়োজনী ভোট না পড়ায় নতুন করে অচলাবস্থা শুরু হয়। বৃহস্পতিবার মধ্যরাতে বেশিরভাগ ফেডারেল এজেন্সির অর্থায়ন কর্তৃপক্ষের মেয়াদ শেষ হয়ে যায়। মার্কিন কংগ্রেসও এ বিষয়ে কোনো ব্যবস্থা নিতে পারেনি।

মার্কিন সংসদ সদস্যদের প্রত্যাশা ছিল, স্থানীয় সময় মধ্যরাতের আগেই নতুন খরচের বিল পাস করতে পারবে তারা। কিন্তু এ বিষয়ে রিপাবলিকান সিনেটর র্যান্ড পল বিতর্কের আবেদন করার পর দ্রুত বিল পাসের সম্ভাবনা আটকে যায়।

এর আগে চলতি বছরের জানুয়ারিতেও টানা তিনদিনের অচলাবস্থার পর সরকারি কার্যক্রম শুরু হয়। সে সময় মার্কিন সিনেটে ব্যয়-সংক্রান্ত বিল নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছান। সরকারের কার্যক্রম পুনরায় সচল করতে ভোট দেয়ার বিষয়ে সম্মত হয় ডেমোক্রেটরা।

রিপাবলিকানদের সঙ্গে অভিবাসন নীতি নিয়ে আলোচনা অব্যাহত রাখার পরিপ্রেক্ষিতে ভোট দিতে রাজি হন তারা। পরবর্তী সময়ে ড্রিমার্স হিসেবে পরিচিত অনথিভুক্ত অভিবাসীদের সুরক্ষার বিষয়গুলো নিয়ে বিতর্কের আয়োজন করা হবে এমন প্রতিশ্রুতির ভিত্তিতেই ওই বিল অনুমোদনে সম্মতি জানান ডেমোক্রেটরা। ফলে সরকারি কার্যক্রম প্রাণ ফিরে পায়। ব্যয় সংক্রান্ত ওই বিলে স্বাক্ষর করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কিন্তু স্বল্পস্থায়ী ওই বিলের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এবং ট্রাম্প ও রিপাবলিকানদের সঙ্গে ডেমোক্রেট দলের মতানৈক্যের কারণে আবারও নতুন করে অচলাবস্থা শুরু হলো। এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে শুক্রবার স্বাভাবিক কাজকর্ম শুরুর আগেই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে। কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত পেতে হলে বাজেট বিলে অবশ্যই সিনেটে হাউস অব রিপ্রেজেনটেটিভের সদস্য এবং প্রেসিডেন্টের তরফ থেকে স্বাক্ষরিত হবে।

তবে এর ফলে এখন কংগ্রেসের কার্যক্রম কিভাবে চলবে বা শুক্রবার জনসেবামূলক কার্যক্রম প্রভাবিত হবে কিনা তাও পরিস্কার নয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গ্রেফতার হতে পারেন তারেক রহমান ! আনন্দবাজারের প্রতিবেদন

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা করা হয়েছে গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি)। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫ বছরের জেল হয়েছে। খালেদা পুত্র তারেক রহমানসহ বাকি ৫ আসামীর ১০ বছর করে সাজা হয়েছে। এই মামলার রায় ঘোষণার পূর্বে লন্ডনে বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি জমা দিতে গিয়ে হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা।

এ ঘটনার প্রেক্ষিতে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে হামলায় মদতের অভিযোগে গ্রেফতার হতে পারেন খালেদার ছেলে তারেক রহমান। বৃহস্পতিবার জেলে যাওয়ার আগে তাঁকে বিএনপি-র অস্থায়ী চেয়ারম্যান মনোনীত করে গিয়েছেন খালেদা জিয়া। নেত্রী জেলে যাওয়ার পরে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে প্রথম বিবৃতিটিও দিয়েছেন ইতিমধ্যেই অর্থ পাচারের অন্য একটি মামলায় ৭ বছরের কারাদণ্ড পাওয়া তারেক। এ দিনের মামলাতেও তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, খালেদার রায়ের বিরুদ্ধে বুধবার এক দল বিক্ষোভকারী লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে স্মারকলিপি জমা দিতে গিয়ে হামলা চালান। কিছু আসবাবপত্র ভাঙার পাশাপাশি শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি দেওয়াল থেকে নামিয়ে মাটিতে ফেলে মাড়ায় বিক্ষোভকারীরা। মুজিবের ছবিতে জুতো মারা হয়। দীর্ঘক্ষণ এই অরাজকতা চলার পরে পুলিশ এসে বিক্ষোভ ভেঙে দেয়। বিএনপি-র এক নেতা নাসির আহমেদ শাহিনকে গ্রেফতার করে স্কটল্যান্ড ইয়ার্ড। তিনিই পুলিশকে জানান, তারেকের নির্দেশেই তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন। ঘটনার পরে বাংলাদেশ হাই কমিশন তারেক রহমানকে প্রধান আসামি করে ৫০ জনের বিরুদ্ধে লন্ডন পুলিশের কাছে লিখিত অভিযোগ করে। বাংলাদেশের কূটনৈতিক সূত্রের দাবি, বিদেশি দূতাবাসে হামলার বিষয়টি বাড়তি গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। প্রধান আসামিকে গ্রেফতারের কথা পুলিশ বিবেচনা করছে।

বিএনপির একটি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, বৃহস্পতিবার আদালতে যাওয়ার আগেও খালেদা প্রায় ৪৫ মিনিট কথা বলেন তারেকের সঙ্গে। দল চালানোর বিষয়ে ছেলেকে পরামর্শ দিয়ে যান প্রাক্তন প্রধানমন্ত্রী। আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘‘দলকে ঐক্যবদ্ধ করে আগলে রেখো।’’ বিক্ষোভ আন্দোলন থেকে যাতে অশান্তি না-ছড়ায়, সে বিষয়ে সতর্ক করে দিয়ে যান অস্থায়ী চেয়ারম্যানকে। পূত্রবধু জেবায়দা ও ছোট্ট নাতনি জাইমার সঙ্গেও কথা বলেন খালেদা।

তবে এ রায়ের বিষয়ে সরকারের বক্তব্য উল্লেখ করে ওই গণমাধ্যমটি লেখেন, সরকার বার বার বলে এসেছে, এই মামলায় তাদের হাত নেই। তত্ত্বাবধায়ক সরকার এই মামলা করার পরে তা খারিজের দাবি জানিয়ে খালেদা বেশ কয়েক বার সুপ্রিম কোর্টে গিয়েছেন। কিন্তু সর্বোচ্চ আদালত তাঁকে নিরাশ করেছে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন— ‘‘এই রায়ে প্রমাণ হয়েছে অন্যায়কারী যত শক্তিশালীই হোন, তাঁকে শাস্তি পেতে হবে।’’ তবে প্রাক্তন প্রধানমন্ত্রীর জেলে যাওয়া দেশের ভাবমূর্তির পক্ষে ভাল নয় বলেও তিনি মনে করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজের ছবি না দেখতে পরিচালকের অনুরোধ !

পরিচালক নিজেই নিষেধ করছেন যেন তার ছবিটি না দেখা হয়!

জাকির হোসেন রাজু পরিচালনার ‘ভালো থেকো’ ছবির এমন ব্যতিক্রমী পোস্টারই কিন্তু কয়দিন ধরে দেখা যাচ্ছে। পোস্টারে লেখা রয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং রাজনৈতিক কর্মীরা ছবিটি দেখবেন না।
ছবিটি আজ দেশের প্রায় ৮০ হলে মুক্তি পাচ্ছে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ ও তানহা তাসনিয়া। বিশেষ চরিত্রে আছেন নায়ক ইমরোজ।
এদিকে বিষয়টি নিয়ে পরিচালক রাজুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অনেকে আমার কাছে ফোন দিয়ে বলেছেন, কেন আমি নেতিবাচক প্রচারণার আশ্রয় নিয়েছি? আমি বলব, এটা নেগেটিভ প্রচারণার জন্য নয়। কেন আমি এটি করেছি, তা ছবি মুক্তির পর বলতে চাই। আমার ধারণা, ছবিটি দেখলে দর্শকরা এমনিতেই বুঝতে পারবেন।’
আরিফিন শুভ বলেন, ‘এই ছবিতে খুব গুরুত্বপূর্ণ একটি মেসেজ আছে। আর দর্শকরা আবারও আমাকে রোমান্টিক ছবিতে দেখতে পাবেন।’
ছবিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, আমজাদ হোসেন, তানিন, রেবেকা, এম এ শহীদ ও একটি বিশেষ চরিত্রে আসিফ ইমরোজ। ছবিটির সংগীত পরিচালনা করেছেন শফিক তুহিন ও কলকাতার স্যাভি। প্রযোজনায় আছে দি অভি কথাচিত্র।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঘুরে দাঁড়াতে দ্বিতীয় দিন নেমেছে বাংলাদেশ

প্রথম দিন বোলারদের দারুণ গেছে। যাতে বাংলাদেশের দিনটা শেষ হয়েছে হতাশায়। ২২২ রানে শ্রীলঙ্কাকে গুটিয়ে দেওয়ার পর ব্যাট করতে নেমে মাত্র ৪৫ রানে ৪ উইকেট হারায় তারা। ওই ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে বাংলাদেশ।

৪ উইকেটে ৫৬ রানে দিন শুরু হলো স্বাগতিকদের। মেহেদী হাসান মিরাজ ৫ ও লিটন দাস ২৪ রানে অপরাজিত খেলছেন।

প্রথম দিনের শেষ সেশনের শুরুতেই শ্রীলঙ্কাকে অলআউট করে বাংলাদেশ। জবাবে প্রথম ইনিংসে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। প্রথম দুই ওভারে আউট হন তাদের দুই ব্যাটিং স্তম্ভ তামিম ইকবাল ও মুমিনুল হক।

ইনিংসের তৃতীয় বলে সুরাঙ্গা লাকমলকে ফিরতি ক্যাচ তুলে দেন তামিম। ৩ রানে বিদায় নেন তিনি। শুরুতেই উইকেট হারানোর ধাক্কা না সামলাতেই পরের ওভারে রানআউট হন মুমিনুল। চট্টগ্রামে দুই ইনিংসে সেঞ্চুরির রেকর্ড গড়া ব্যাটসম্যানের এমন বিদায় বাংলাদেশের জন্য বড় ধাক্কা। রানের খাতা খুলতে পারেননি এই বাঁহাতি ব্যাটসম্যান।

বাজেভাবে আউট হয়েছেন মুশফিকও। লাকমলের বল ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাকে বোকা বানিয়ে স্টাম্প ভাঙে বল। ২২টি বল খেলে মাত্র ১ রান করেন মুশফিক।

মাত্র ১২ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। মুখ থুবড়ে পড়া ব্যাটিং লাইনকে দাঁড় করাতে সফল হননি ইমরুল কায়েস ও লিটন দাস। ৩৩ রান করে এই জুটি। ১৯ রানে ইমরুলকে এলবিডাব্লিউ করেন দিলরুয়ান পেরেরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest