সর্বশেষ সংবাদ-
ভারতীয় পর্ন ভিডিওতে সাংবাদিকের ছবি জুড়ে ব্লাকমেইল করে চাঁদা দাবিকালিগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে দূধর্ষ ডাকাতিজুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এতিমদের মাঝে খাবার বিতরণভোমরার ইউপি চেয়ারম্যানকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিলেন ইউনিয়নবাসীআশাশুনিতে শহীদের স্মরণে দুঃস্থদের মাঝে জামায়াতের খাবার বিতরণদেবহাটায় বিয়ের প্রলোভনে কলেজ শিক্ষার্থীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে থানায় মামলাস্বৈরাচার ঠেকিয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার এনসিপিরসাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের চাপায় ভ্যান চালকের মৃত্যুকোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়–সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদের

কলকাতা বই মেলার আকর্ষণ ‘বাংলাদেশ দিবস’

বছর ঘুরে আবার শুরু হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বই মেলা ‘আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলা’। বরাবরের মতো এ বছরও এই মেলায় থাকছে বাংলাদেশের নিজস্ব প্যাভিলিয়ন। এতে থাকছে বাংলাদেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৪২টি স্টল। শুধু তাই নয়, কলকাতা বই মেলার ৪২তম এই আসরের পঞ্চম দিনটি উদযাপিত হবে ‘বাংলাদেশ দিবস’ হিসেবে। ওই দিন বিকালে মেলা প্রঙ্গণে ‘বাংলাদেশের সাহিত্যে মুক্তিযুদ্ধ’ শীর্ষক একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে কলকাতা বই মেলার। এরই মধ্যে মেলার যাবতীয় প্রস্তুতি প্রায় শেষের পথে। মেলা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, এ বছর মেলায় বাংলাদেশের স্টলটি তৈরি করা হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী ‘আহসান মঞ্জিলে’র আদলে। এই প্যাভিলিয়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মোট ৪২টি স্টল থাকবে। সরকারি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে— বাংলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, জাতীয় গ্রন্থকেন্দ্র, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ শিশু একাডেমি, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর।
কলকাতা বইমেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন নিয়ে পশ্চিমবঙ্গের বইপ্রেমীদের আগ্রহ বরাবরই তুঙ্গে থাকে। তেমনি বাংলাদেশের ছোট-বড় প্রকাশকরাও স্টলের জন্য আবেদন করে থাকেন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।এ প্রসঙ্গে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান বলেন, ‘এ বছরও কলকাতা বইমেলায় অংশ নেওয়ার জন্য বাংলাদেশের প্রচুর প্রকাশক আবেদন করেছিলেন। কিন্তু প্যাভিলিয়নে স্থানাভাবের জন্য অনেক যাচাই-বাছাই করে ৩৪টি বেসরকারি প্রকাশনা সংস্থাকে স্টলের অনুমতি দেওয়া হয়েছে।’
৪২তম কলকাতা বইমেলার অন্যতম আকর্ষণ ‘বাংলাদেশ দিবস’ উদযাপন। মেলা কর্তৃপক্ষ আগামী ৩ ফেব্রুয়ারি ‘বাংলাদেশ দিবস’ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন ওই দিন বিকালে মেলা প্রাঙ্গণের স্টেট ব্যাংক অডিটোরিয়ামে ‘বাংলাদেশের সাহিত্যে মুক্তিযুদ্ধ’ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করেছে।
জানা গেছে, ‘বাংলাদেশ দিবসে’র অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক মুনতাসীর মামুন, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন প্রমুখ। এছাড়া, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ভারতের বিশিষ্ট কথাসাহিত্যিক সমরেশ মজুমদার প্রমুখও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এর পাশাপাশি বাংলাদেশের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে জানানো হয়েছে, অদিতি মহসিন, প্রিয়াংকা গোপ, শফি মণ্ডল এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন সম্পন্ন

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। উপজেলা পরিষদের ১নং সংরক্ষিত মহিলা সদস্য পদে হেনা গাজী নির্বাচিত হয়েছেন। উপজেলার বাকি ৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উপজেলা পরিষদ হল রুমে সোমবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ১ নং সংরক্ষিত মহিলা সদস্য পদে বিরতিহীনভাবে নির্বাচনে মোট ৩৩ জন মহিলা মেম্বর ভোটারের মধ্যে ৩২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৩২ ভোটের মধ্যে হেনা গাজী ’মোরগ’ প্রতিক নিয়ে ২৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাফিজা খাতুন ’হরিণ’ প্রতিক নিয়ে পেয়েছেন মাত্র ৩ ভোট। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকি বিল্লাহ। নির্ধারিত ৪টি আসনের মধ্যে শুধুমাত্র ১ নং আসনে কুল্যার ইউনিয়নের মহিলা মেম্বর হেনা গাজী ও বুধহাটা ইউনিয়নের ইউপি সদস্য রাফিজা খাতুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। উল্লেখ্য: উপজেলার ৪ টি সংরক্ষিত আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে ৩ নং আসনে বড়দলের মোছাঃ লাহুমা খাতুন ও ৪ নং আসনে আনুলিয়ার আকলিমা থাতুন জমা দেয়। এছাড়া ২ নং আসনে আশাশুনি সদরের শ্রীকলস গ্রামের বর্তমান মহিলা মেম্বর রোজিনা পারভীন ময়নার প্রতিদ্বন্দ্বী শোভনালী ইউনিয়নের নুরনাহার পারভীন মনোনয়ন জমা দিলে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেয়ায় পরবর্তীতে মনোনয়ন বাতিল বলে ঘোষণা করা হয়। ২ নং আসনে রোজিনা পারভীন ময়না, ৩ নং আসনে লাহুমা খাতুন ও ৪ নং আসনে আকলিমা খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় অনিক আজিজ স্মরণে দোয়া মাহফিল

তালা প্রতিনিধি: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ’র একমাত্র পুত্র অনিক আজিজ এর অকাল এবং অনাকাংখিত মৃত্যুতে তালায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তালা মহিলা ডিগ্রী কলেজের আয়োজনে সোমবার সকালে কলেজ কক্ষে উক্ত দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট কলেজ’র অধ্যক্ষ মো. আব্দুর রহমান এর সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। মরহুম অনিক আজিজ’র জীবনের উপর আলোচনা করেন, মরহুমের চাচা সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, চাচী সাংবাদিক আমিনা বিলকিস ময়না, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেস ক্লাব সভাপতি প্রণব ঘোষ বাবলু ও তালা মহিলা ডিগ্রী কলেজর প্রভাষক সুতপা রাহা টুম্পা। মহিলা কলেজের উপাধ্যক্ষ শেক শফিকুল ইসরাম’র পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, তালা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগ সভাপতি সরদার মশিয়ার রহমান, প্রভাষক কাজী মোজাম্মেল হক ও জেএসডি’র কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। সভা শেষে মরহুম অনিক আজিজ’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তাওহিদুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নুরনগরে এমপি জগলুল হায়দারের শীতবস্ত্র বিতরণ

নুরনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের রামজীবনপুর মাদ্রাসা সংলগ্ন মাঠে দুঃস্থ ও অসহায়দের মাঝে নিজ হাতে শীতবস্ত্র বিতরণ করলেন জগলুল হায়দার এমপি। হঠাৎ শীতবস্ত্র কম্বল সাথে নিয়ে হাজির জগলুল হায়দার এম পি এবং অসহায় মানুষের গায়ে শীতবস্ত্র কম্বল জড়িয়ে দিয়ে তাদের সার্বিক খোঁজখবর নিলেন তিনি। এক জন এম পি সাধারণ মানুষের মত দুঃখি মানুষের পাশে এসে তাদের দুঃখ দূর্দশার সাথী হলেন। এলাকার গরিব অসহায় মানুষ গুলো তাকে প্রসংশা ও দোয়া করেছেন প্রাণ ভরে। এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক মোশাররফ হোসেন, নুরনগর আ”লীগের সাধারণ সম্পাদক এস এম সোহেল রানা বাবু, ২নং ওয়ার্ড আ”লীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আঃ রশিদ গাজী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবু রামকৃষ্ণ মন্ডল, আশরাফ হোসেন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নুরনগরের মুদির দোকানগুলোতে মেয়াদ ছাড়া বস্তা বিস্কুটের ছড়াছড়ি

নুরনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার নুরনগর বাজারের মুদির দোকানসহ বিভিন্ন দোকান গুলোতে উৎপাদনের মেয়াদ ও উর্ত্তীণের মেয়াদ ছাড়াই বিভিন্ন বেকারির তৈরি বস্তা বিস্কুট বিক্রয় হচ্ছে। সরেজমিন ঘুরে দেখাযায়, প্রতিটি মুদির দোকানে ৪থেকে ৫ বস্তা খুলনার বিউটি বিস্কুট ফ্যাক্টরী, সাতক্ষীরাসহ বিভিন্ন বড় অক্ষরে বেকারীর নাম লেখা এবং বিএসটি আই লোগো সম্মিলিত বিস্কুটের বস্তা যার কোন উৎপাদনের মেয়াদ ও উর্ত্তীণের মেয়াদ নেই। এধরনের মেয়াদ বিহীন নিন্ম মানের বিভিন্ন বিস্কুট বিক্রয়ের জন্য রাখা আছে পলিথিনের বস্তায় বস্তা-বস্তা। এসকল নিন্ম মানের বিস্কুট ৬০ থেকে ৭০টাকা কেজি দরে বিক্রয় করছে দোকানিরা। দোকানদারদের সাথে কথা বললে তারা বলেন কম দামে এই বিষ্কুট বিক্রয় হয় বেশি। তাই আমরা কোম্পানীর কাছ থেকে পাইকারী বস্তায় বস্তায় কিনে রাখি। সাধারণ নিন্ম আয়ের মানুষ না জেনে এসব বিস্কুট কিনে বাড়ীতে নিয়ে গেলে শিশুরা এই নিন্ম মানের মেয়াদ বিহিন বিস্কুট খেয়ে বিভিন্ন পেটের রোগে আক্রান্ত হচ্ছে বলে জানা গেছে। নিরাপদ খাদ্য গ্রহণ সুস্বাস্থ্য নিশ্চিতকরনের অন্যতম প্রধান শর্ত। নিরাপদ খাদ্য নিশ্চিতকরনে কাজ করছে বি, এস টি আই এবং সাথে আছে ভোক্তা অধিকার আইনও। কিন্তু এর পরও চলছে সংশ্লিষ্ট প্রশাসনের চোঁখের সামনেই খাদ্য দ্রবের বিষয় লাগামহীন অনিয়ম। বিষয়টি দেখার যেন কেহ নেই। সবকিছুর পরেও যে বিষয় সবচেয়ে বেশি ভুমিকা রাখতে পারে তা হলো আমাদের সকলের সচেতনতা। আমরা কি কখনো নিজেকে প্রশ্ন করেছি? আমরা যা খাচ্ছি তা কতটা নিরাপদ? যা খাচ্ছি তা কি জেনে খাচ্ছি? যা খাচ্ছি তার সাথে জীবানু ফ্রি খাচ্ছি না তো?

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধুলিহর আবু বকর সিদ্দিক মাদরাসায় বিদায়ানুষ্ঠান

ধুলিহর প্রতিনিধি: সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে অবস্থিত হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) ইসলামিয়া ফাযিল মাদরাসায় গতকাল সকালে ২০১৮ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠান মৌলভী আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা, আ’লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, শেখ শহিদুল্লাহ বাহার প্রমুখ। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাষ্টার আরিফুল ইসলাম, মাসুদসহ সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮, জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পাওয়া এই প্রতিষ্ঠান থেকে ৪৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব আব্দুর রশিদ ও সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আলহাজ্ব আতাউর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যখন তখন মাইকিং বন্ধে সাতক্ষীরা পৌরসভার নির্দেশনা

নিজস্ব প্রতিবেক: ‘আনন্দ খবর, সুখবর’ হাঁস মুরগি, গরু, মহিষের মাংস নিয়ে বিভিন্ন যখন তখন মাইকিং। রাত নেই, দিন নেই এসব এধরনের শব্দের অতিষ্ঠ হয়ে উঠেছে সাতক্ষীরা পৌরবাসী। এধরনের নিয়ম বর্হিভূত মাইকিং বন্ধে নিষেধাজ্ঞা দিয়েছে সাতক্ষীরা পৌরসভা। গত ২৮ জানুয়ারি ১৮ তারিখে সাপৌ/সা:/শা:/২০১৮/৩৪(২) স্মারকে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী স্বাক্ষরিত এক পত্রে শহর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, শহর হাঁস মুরগি ব্যবসায়ী সমিতির সভাপতি সাধারণ সম্পাদককে মাইকযোগে মাংস বিক্রির প্রচারের পূর্বে প্রশাসনের অনুমতি গ্রহণের অনুরোধ করা হয়েছে।
এছাড়া সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা তথ্য অফিস ও সাতক্ষীরা সদর থানায় এর অনুলিপি প্রদান করা হয়েছে। যখন তখন এভাবে মাইকিং শব্দ যন্ত্র ব্যবহার ও শব্দ দূষণ আইনের পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। এদিকে সম্প্রতি যখন, তখন হাঁস মুরগি, গরু, মহিষের মাংস বিক্রির মাইকিং এর কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে সাতক্ষীরা পৌর এলাকার মানুষ। যা স্কুল, কলেজ পড়–য়া শিক্ষার্থীসহ অসুস্থ ব্যক্তিদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে উঠেছে। এঘটনায় এধরনের উদ্যোগ গ্রহণ করায় সাতক্ষীরা পৌরসভাকে অভিনন্দন জানিয়েছেন  নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঝাউডাঙ্গা টেস্টি বেকারীর পাউরুটিতে ইঁদুরের মাথা

প্রভাষক শওকত আলী, ঝাউডাঙ্গা : সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে টেস্টি বেকারীর পাউরুটির মধ্যে ইঁদুরের মাথা পাওয়া গিয়েছে। বিহারীনগর গ্রামের দিন মজুর মো. সাবের আলী জানান, ঝাউডাঙ্গা ইউনিয়নের বিহারীনগর মোড়ে অবস্থিত আব্দুল আলীমের চায়ের দোকান থেকে রবিবার রাতে একটি পাউরুটি কেনেন। পরদিন সকালে পাউরুটির কিছু অংশ খাওয়ার পর পাউরুটির মধ্যে একটি ইঁদুরের মাথা দেখতে পান। ইঁদুরের মাথা দেখতে পেয়ে তার গা গুলিয়ে বমি করতে থাকেন। এরপর তিনি পাউরুটি নিয়ে আব্দুল আলীমের চায়ের দোকানে ফেরত দিতে আসেন। ঘটনাস্থলে অনেকে উপস্থিত থাকায় সবাই বিষয়টিকে নিয়ে কথা বলতে থাকে এবং এক পর্যায়ে চায়ের দোকানের সামনে উৎসুক জনতার ভিড় জমে যায়। উৎসুক জনতা এ সময় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে, নামি দামি হোটেল সহ এসব বেকারীর গুণগত মান একেবারেই খারাপ হওয়ায় ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই

টেস্টি বেকারীর স্বত্বাধিকারী মো. জহুরুল হকের সাথে মোবাইল ফোনে যোগযোগ করা হলে তিনি ফোনে বলেন, “ঘটনাটি অনিচ্ছাকৃত ঘটেছে। বিভিন্ন জায়গার শ্রমিকদের নিয়ে বেকারীর কাজ করতে হয়। এধরণের কাজ পরবর্তীতে যাতে না হয় সেদিকে খেয়াল রাখবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest