নিজস্ব প্রতিবেদক : সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর সহ ৩জনকে আটক করেছে সদর থানা পুলিশ। বুধবার সকালে ঝাউডাঙ্গা বাজার থেকে মাদক সম্রাট শহিদুল ইসলাম (৪০) কে গোপন সংবাদের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিটের দায়িত্বপ্রাপ্ত এস.আই আব্দুর রহমান তাকে আটক করে। সে ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের জাহার বক্সের ছেলে। উল্লেখ্য মাদক সম্রাট শহিদুল ৪টি মামলা সহ ৩বছরের সাজাপ্রাপ্ত আসামী।
অপরদিকে ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর সহ আরো ২জনকে আটক করেছে পুলিশ। এস.আই আব্দুর রহমানের নেতৃত্বে এ.এস.আই সিদ্দিকুর রহমান সহ সঙ্গীয় ফোর্স তাদেরকে মঙ্গলবার দুপুরে আটক করে। আটককৃত হলেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর ও ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার প্রভাষক মো. ইকবাল হোসেন (৪৬) সদর উপজেলার খানপুর গ্রামের জবেদ আলীর ছেলে মনিরুজ্জামান (৪৩)। পুলিশ সুত্রে জানা যায়, প্রভাষক মো. ইকবাল হোসেন জামায়াত শিবিরের হামলায় নিহত ছাত্রলীগ নেতা মামুন হত্যা মামলাসহ ৬টি নাশকতা মামলার আসামি। অপরদিকে খানপুর গ্রামের মনিরুজ্জামান মামুন হত্যা মামলাসহ ১৭টি মামলার আসামি।
এছাড়া তাদের নেতৃত্বে এলাকায় সরকার বিরোধী আন্দোলন, গাছকাটা, রাস্তা কাটা, বাড়িঘর ও গাড়িতে অগ্নি সংযোগসহ নানা কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কাস্পিয়ানকে সাগর বলা হলেও এটি আসলে সাগর নয়, বিশ্বের সর্ববৃহৎ হ্রদ। পরিসংখ্যানে দেখা গেছে বিশ্বের শতকরা ৯৩ ভাগ ক্যাভিয়ার রয়েছে এই কাস্পিয়ান হ্রদে। বলা হয়ে থাকে উপযুক্ত পরিবেশের কারণে বিশ্বের শতকরা নব্বুই ভাগ ক্যাভিয়ার এই কাস্পিয়ানেই শিকার করা হয়। ইরান, রাশিয়া,আজারবাইজান প্রজাতন্ত্র,তুর্কমেনিস্তান এবং কাজাখস্তানের মাঝখানে এই কাস্পিয়ান হ্রদ অবস্থিত। ক্যাভিয়ার মাছ মানে যেসব মাছ থেকে ক্যাভিয়ার পাওয়া যায় সারাবিশ্বের এরকম মাছগুলোকে কমপক্ষে বিশ ভাগে ভাগ করা হয়েছে। এরমধ্যে ৫ প্রকারের মাছ খুবই গুরুত্বপূর্ণ। যেমন হস্তি মাছ ইংরেজিতে বলা হয় গ্রেট হোয়াইল স্ট্রার্জেন বেলুগা, ইরানি আঁশবিহীন ক্যাভিয়ার বা পার্সিয়ান স্ট্রার্জেন, রাশিয়ান স্ট্রার্জেন, স্পাইনি বা শিপ স্ট্রার্জেন এবং ওজুন বরুন বা স্টিলেইট স্ট্রার্জেন। এই সব প্রজাতির মাছই কাস্পিয়ান হ্রদে রয়েছে।
