সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার চারটি আসনই ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে – হাবিবুল ইসলামসাতক্ষীরা সদরের দত্তবাগ টাইগার ক্লাবের নাইট ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনজাতীয় সংহতি দিবস,এই দিনে বিভাজন নয়, ঐক্যের আহবান -কাজী আলাউদ্দিনসাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে গণমিছিলতরুণদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো গ্রীন ইনোভেশন ফেয়ারExplorez les avis des utilisateurs sur gtbet et rejoignez la communautéΕξερευνήστε τις καλύτερες στρατηγικές καζίνο στο gtbet για μεγαλύτερα κέρδηCome registrarsi su Nixbet e iniziare a vincere in pochi passiদেবহাটায় কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে খেলাধুলার আয়োজনগণমানুষের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান নলতা হাসপাতাল হুমকির মুখে :রক্ষার দাবি

সাতক্ষীরায় রোটারী ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

জি.এম আবুল হোসাইন : রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে মাল্টিডিস্ট্রিক প্রজেক্টের আওতায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র ক্লাব প্রেসিডেন্ট এনছান বাহার বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান রোটা. পিপি আলহাজ্ব মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, রোটারী ক্লাব অব সাতক্ষীরা জন্মলগ্ন থেকে আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তারা নিজেদের অর্থায়নে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিয়ে বিভিন্ন সহায়তা দিচ্ছে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস, রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সেক্রেটারী এ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, রোটা. আখতারুজ্জামান কাজল প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, রোটা. পিপি প্রফেসর ভূধর সরকার, রোটা. পিপি ডা. সুশান্ত ঘোষ, রোটা. পিপি মাহমুদুল হক সাগর (পিএইচএফ), রোটা. পিপি সৈয়দ হাসান মাহমুদ, রোটা. পিপি আশরাফুল করিম ধনি, রোটা. মো. এমদাদ হোসেন, রোটা. মনিরুজ্জামান টিটু, রোটা. মীর মোশারফ হোসেন মন্টু, রোটা. মো. অলিউল্লাহ, রোটা. মাহফুজা রুবি, রোটা. ফারহা দিবা খান সাথী, রোটা. এ্যাড. সেলিনা আক্তার শেলী, রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরা’র প্রেসিডেন্ট জি.এম আবুল হোসাইন, সেক্রেটারী শেখ কাইয়ুম রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সাতক্ষীরা পৌরসভার ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ২শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, স্কুল ব্যাগ প্যাক প্রোগ্রামের চেয়ারম্যান রোটা. পিপি মাগফুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে কালিন্দীর চরে কুকুরে খাচ্ছিল কাশিমাড়ীর আবু বক্কারের মৃতদেহ

পলাশ দেবনাথ, নুরনগর থেকে: শ্যামনগর উপজেলার নুরনগরের দুরমুজখালী সীমান্ত নদী কালিন্দীর চর থেকে আবু বক্কার নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের কাঠালবাড়ীয়া গ্রামের মোঃ আব্দুল গনি তরফদারের ছেলে আবু বক্কার সিদ্দীক (১৯)। স্থানীয় সূত্রে জানা যায়, দুরমুজখালী গ্রামের নজরুল গাজীর ছেলে ফয়সাল (১২) প্রতিদিনের ন্যায় সীমান্ত নদী কালিন্দীর চরে কাকঁড়া ধরার জন্য ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ সে দূরে দেখতে পায় কয়েকটা কুকুর কিছু একটা খাচ্ছে। কাছে গিয়ে দেখতে পায় একটা মানুষের মৃতদেহ। ফয়সাল এলাকার কয়েক জন পথচারীকে জানায়। এর পর দ্রুত এলাকায় এখবর ছড়িয়ে পড়ে এবং শত শত লোক ঐ স্থানে হাজির হয়। সেখানে নিহতের বড় ভাই মোঃ মনিরুল ইসলাম ও হাজির ছিল। সে এই প্রতিবেদককে জানায়, আমার ছোট ভাই আবু বক্কার ৩/৪মাস আগে অবৈধভাবে ভারতে গিয়েছিল ইট ভাটায় কাজ করার জন্য। ভাটায় কাজ করা অবস্থায় আবু বক্কার অসুস্থ হয়ে পড়ে এবং বাড়ি ফেরার জন্য গত ৫ই ফেব্রুয়ারি সোমবার দুরমুজখালী সীমান্তের ওপারে চাড়ালখালী এলাকায় এসে বাংলাদেশে পাড়ি দেওয়ার আগে পর্যন্ত মোবাইল ফোনে কথা বলেছে। তিনি আরও বলেন, আমার ভাই বলেছিল, ভারত থেকে ধুড় পারাপারকারী শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের নেপাল এর মাধ্যমে ৬হাজার টাকা চুক্তিতে বাংলাদেশে পৌঁছে দেওয়ার কথা। আমি তার পর থেকে আর আমার ভাইয়ের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। এর পর থেকে আমিসহ আমার পরিবারের লোকজন ৫দিন যাবৎ দুরমুজখালী সীমান্ত এলাকাসহ বিভিন্ন জায়গায় আবু বক্কারকে খুঁজতে থাকি। শনিবার সকাল ১১টার দিকে জানতে পারি আমার ভাইয়ের মৃতদেহ দুরমুজখালী কালিন্দী নদীর চরে পড়ে আছে। এখবর শ্যামনগর থানা পুলিশকে অবহিত করলে শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেন এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ

মিরপুর টেস্টে জয়ের জন্য চতুর্থ ইনিংসে তিন শতাধিক রান তাড়া করতে নেমে মাত্র ২৯.৩ ওভার টিকতে পেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের ধারাবাহিকতা বজায় রেখে প্রায় আড়াই দিনেই টেস্ট হারল মাহমুদউল্লাহর দল। দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৩ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। ২১৫ রানের বিশাল জয়ে টেস্ট সিরিজ ১–০ ব্যবধানে জিতল শ্রীলঙ্কা।

শেরেবাংলা স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে এত রান (৩৩৯) তাড়া করে কোনো দলই জিততে পারেনি। এমন কঠিন লক্ষ্যের পিছু ছুটে বাংলাদেশ হাস্যকর ব্যাটিং করেছে। দলটির প্রথম ইনিংসে শেষ ৫ উইকেট পড়েছিল মাত্র ৩ রানে। দ্বিতীয় ইনিংসে অবশ্য তারা এর চেয়ে ভালো করেছে। ২৩ রানে পড়েছে শেষ ৬ উইকেট!

নিজেদের দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারেই তামিম ইকবালকে হারায় বাংলাদেশ। দিলরুয়ান পেরেরার প্রথম বলেই এলবিডব্লিউর শিকার হন তামিম (২)। রিভিউ নিলেও তা কাজে লাগেনি। অন্য প্রান্তে বেশ দ্রুতলয়ে খেললেও ইমরুল কায়েস বেশিক্ষণ টিকতে পারেননি। বলা ভালো, ইমরুল আরেকটু ধৈর্য ধরলেও পারতেন। ১১তম ওভারে রঙ্গনা হেরাথকে লং অফ দিয়ে ছক্কা মারার পরের বলেই ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। এরপরই শুরু হয় আসা–যাওয়ার মিছিল। মধ্যাহৃ বিরতিতে যাওয়ার আগে ১৪ ওভারে শুধু তামিম–ইমরুলকে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় সেশনে ১৫.৩ ওভারেই পড়েছে বাকি ৮ উইকেট!

দ্বিতীয় সেশনের শুরুতেই ফিরে যান মুমিনুল হক। এ সেশনে তৃতীয় ওভারে প্রথম বলেই হেরাথের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন মুমিনুল (৩৩)। এরপর মুশফিকের সঙ্গে জুটি বেঁধেছিলেন লিটন দাস। ২১তম ওভারে আকিলা ধনঞ্জয়ার লাফিয়ে ওঠা বল তাঁর ব্যাটের হাতলে লেগে জমা পড়ে ফিল্ডারের হাতে। অধিনায়ক মাহমুদউল্লাহর কাঁধে বিপর্যয় সামাল দেওয়ার দায়িত্ব ছিল। কিন্তু তাঁর ইনিংস টিকেছে মাত্র ৮ বল। ধনঞ্জয়ার বলে কিছুটা এগিয়ে এসে ড্রাইভ খেলতে গিয়ে বলের ফ্লাইট মিস করে স্লিপে ক্যাচ দেন মাহমুদউল্লাহ (৬)।

মাহমুদউল্লাহ ফিরে যাওয়ার পরের ওভারেই হেরাথকে উইকেট দেন মুশফিকুর রহিম। তাঁর ঘূর্ণিতে বোকা বনে স্টাম্পিংয়ের শিকার হন মুশফিক (২৫)। তিনি ফিরে যাওয়ার পরের ওভারেই জোড়া উইকেট তুলে নেন ধনঞ্জয়া। প্রথম বলে সাব্বিরকে তুলে নেওয়ার পর চতুর্থ বলে ফিরিয়েছেন আব্দুর রাজ্জাককে। বাংলাদেশের ইনিংসে লেজ মুড়িয়ে কাজটুকু সেরেছেন হেরাথ। শেষ উইকেট তাইজুলকে তুলে নিয়ে দারুণ এক কীর্তি গড়েছেন শ্রীলঙ্কার এ বাঁহাতি স্পিনার। টেস্টে বাঁহাতি বোলারদের মধ্যে ওয়াসিম আকরামকে টপকে হেরাথই এখন সর্বোচ্চ (৪১৫) উইকেটশিকারি। অভিষেক টেস্ট খেলতে নেমে কীর্তি গড়েছেন লঙ্কানদের আরেক স্পিনার আকিলা ধনঞ্জয়াও। শ্রীলঙ্কার হয়ে অভিষেক টেস্টে আকিলার বোলিং ফিগারই (৩৯ রানে ৮ উইকেট) সেরা।

আসলে দুই লঙ্কান স্পিনারকে দুহাত ভরে সাফল্য উপহার দিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানেরাই। তার একটা তুলনামুলক পরিসংখ্যান দেওয়া যায়। নিজেদের প্রথম ইনিংসে ১৭.৭ শতাংশ ‘ফলস শট’ খেলেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে যেহেতু লড়াইটা আরও কঠিন তাই ধৈর্য নিয়ে খেলার কথা ছিল ব্যাটসম্যানদের। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হলো, এই দ্বিতীয় ইনিংসেই ‘ফলস শট’–এর হার ২১.৪ শতাংশ! যে কারণে মুড়ি–মুড়কির মতো পড়েছে উইকেট আর তাতে ভুলে যাওয়ার মতো এক কীর্তিও গড়েছে বাংলাদেশ—শেরেবাংলা স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে এই ১২৩ রানই সর্বনিম্ন দলীয় স্কোর!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিলিস্তিনকে দ্রুত স্বাধীন রাষ্ট্রে দেখতে চায় ভারত

ঐতিহাসিক ফিলিস্তিন সফরে রয়েছেন ভারতের প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ফিলিস্তিনি কর্তৃপক্ষের তরফে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস উষ্ণ অভ্যর্থনা জানান মোদিকে৷

ফিলিস্তিনের চিরশত্রু দেশ ইসরায়েল৷ ইসরায়েলের ভারতের কূটনৈতিক সম্পর্ক সম্প্রতি অতি দৃঢ় হয়েছে৷ তবে জাতিসংঘের অধিবেশনে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে গিয়েই স্বাধীন ফিলিস্তিনের পক্ষে ভোট দেয় ভারত৷

শনিবার রামাল্লা শহর থেকে বিশেষ বার্তায় ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারত চায় দ্রুত স্বাধীন রাষ্ট্রে পরিণত হক ফিলিস্তিন৷ ফিলিস্তিনে ঝটিকা সফর শেষ করে সংযুক্ত আরব আমিরাতে যাবেন নরেন্দ্র মোদি৷ তার সফর ঘিরে এই আরব দেশটিতে ছড়িয়েছে উদ্দীপনা৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টাইগারদের টি-টোয়েন্টি স্কোয়াডে ব্যাপক পরিবর্তন

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি স্কোয়াডে ব্যাপক পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে নতুন মুখ পাঁচ জন। দলে ফিরেছেন তিন জন। সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন আট জন।

নতুন মুখগুলো হলো, অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান, আফিফ হাসান, পেস বোলিং অলরাউন্ডার আরিফুল হক, পেসার আবু জায়েদ ও উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান। সবাই পেয়েছেন বিপিএলে ভালো খেলার পুরস্কার।

চোটের জন্য টেস্ট সিরিজে খেলতে না পারা সাকিব আল হাসান টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন দলকে। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দলে ফিরেছেন পেসার আবু হায়দার।

দক্ষিণ আফ্রিকায় সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।

আগামী ১৫ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টি-২০ অনুষ্ঠিত হবে। ১৮ ফেব্রুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টি-২০ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, আবু হায়দার, আবু জায়েদ, আরিফুল হক, মেহেদি হাসান, জাকির হাসান, আফিফ হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার শ্যামনগরে যুবকের গলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ আবু বক্কর সিদ্দিক (১৯) নামে এক যুবকের অর্ধ গলিত ভাসমান মরদেহ উদ্ধার করেছে। শনিবার বেলা ৩টার দিকে সীমান্ত কালিন্দী নদী থেকে তার লাশ উদ্ধার করে। সে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের কাঁঠাল বাড়ীয়া গ্রামের আব্দুল গণি গাজীর ছেলে। পারিবারিক সূত্র মতে, সে মাস দুয়েক আগে ভারতে গিয়েছিল কাজের জন্য। সেখানে অসুস্থ’ অবস্থায় বাড়ীতে ফেরার পথে ভারতীয় বিএসএফ এর ধাওয়া খেয়ে কালিন্দী নদীতে পড়ে ডুবে মারা যায়। শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছে জানতে পেরে ঘটনাস্থল থেকে ওই যুবকের অর্ধ গলিত ভাসমান মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পারুলিয়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার দেবহাটায় সড়ক দুর্ঘটনায় নিত্য ঘোষ (৪২) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার পারুলিয়া গার্লস স্কুলের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত নিত্য ঘোষ একই উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত শিবপদ ঘোষের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ভ্যানে দুধ নিয়ে দেবহাটায় যাচ্ছিলেন নিত্য ঘোষ। পথিমথ্যে পারুলিয়া গার্লস স্কুলের সামনে পৌছালে বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল তার ভ্যানকে ধাক্কা দেয়। এতে রাস্তার ধারে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

দেবহাটা থানার উপ-পরিদর্শক (এস.আই) ইয়ামিন আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো নলতার ৫৪ তম ওরছ শরীফ

তারিকুল ইসলাম লাভলু : দেশ এবং জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধ কামনা করে আজ শেষ দিন ১০ ফেব্রুয়ারী শনিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৫৪ তম তিন দিনব্যাপী বার্ষিক ওরছ শরীফ।
শনিবার শেষ দিন বাদ ফজর থেকে শুরু হয়ে সকাল ৯ টায় আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়।
নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলালা মো. আবু সাঈদ প্রায় ঘন্টাব্যাপি আখেরী মোনাজাত পরিচালনা করেন।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় ৮,৯,১০ ফ্রেব্রুয়ারি ২০১৮ খ্রি. এবং ২৬,২৭,২৮ মাঘ ১৪২৪ বঙ্গাব্দ রোজ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার তিনদিন ব্যাপি পীর কেবলার ৫৪ তম বার্ষিক ওরছের আখেরী মোনাজাতে কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের নির্বাহী কমিটির কর্মকর্তাবৃন্দ, স্থানীয়সহ দেশ-বিদেশ থেকে আগত শাখা মিশন কর্মকর্তা, ভক্তবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবকবৃন্দ, সরকারী-বেসরকারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ লক্ষাধিক নারী-পুরুষ, শিশু এই আখেরী মোনাজাতে অংশ নেয়। এ সময় গোটা এলাকা আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। সর্বত্র বিরাজ করে ভাবগাম্ভীর্য পরিবেশ।
পবিত্র আখেরী মোনাজাতে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ মুহাম্মদ সেলিমউল্লাহ এর সভাপতিত্বে অংশ গ্রহন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক স্বাস্থ্যমস্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি, পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক জেলা প্রশাসক মনসুর আহমেন, সাবেক যুগ্ম-সচিব ডাঃ মোঃ খলিলুর রহমান, বাংলা একাডেমির সাবেক পরিচালক ড. গোলাম মাঈনউদ্দীন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দীন হাসান, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ ওয়াহেদুজ্জামান, ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট আলহাজ্জ কাজী রফিকুল আলম, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. আব্দুল মজিদ, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের যুগ্ম-সম্পাদক আলহাজ্জ মো. সাইদুর রহমান শিক্ষকসহ কেন্দ্রীয় ও দেশ-বিদেশ থেকে আগত আহ্ছানিয়া শাখা মিশনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, জেলা, উপজেলা, পুলিশ ও গোয়েন্দা সংস্থার উর্ধতন কর্মকর্তাবৃন্দ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবুন্দসহ বিভিন্ন শ্রেনীর পেশার লক্ষাধীক পীর কেবলার নারী-পুরুষ ও শিশু ভক্তবৃন্দ আখেরী মোনাজাতে অংশগ্রহণ করেন।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন কর্তৃপক্ষের কড়া নজরদারীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়ায় অত্যান্ত শান্তিপুর্ন ও ধর্মীয় ভাবগম্ভীর্য পরিবেশে তিন দিনব্যাপি ৫৪ তম বার্ষিক ওরছ শরীফের সফল পরিসমাপ্তি ঘটেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest