সর্বশেষ সংবাদ-
ঝিনাইদহের জয়দিয়া বাওড়ের অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধনশীতের ছুটিতে ঘুরে আসুন দেবহাটার রূপসী ম্যানগ্রোভপ্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা -অগ্নি সংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনবিইউপিএফের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নিলেন জালালপুর ইউপি চেয়ারম্যানল স্টুডেন্টস ফোরামের নির্বাচন সম্পন্নসাতক্ষীরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৯০ দশক ছাত্রদলের দোয়াশ্যামনগরে ঘের ব্যবসায়ীকে কুপি×য়ে হত্যা : আ×টক ৯সাতক্ষীরায় প্লাস্টিক “অদল-বদল” ক্যাম্পেইনহাদির মৃত্যুতে সাতক্ষীরায় গায়েবানা জানাজাসাতক্ষীরার সাবেক পিপি লতিফের ৪ দিন : ছেলে রাসেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

সাতক্ষীরায় নাগরিক আন্দোলন মঞ্চের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: মঙ্গলবার বিকাল ৪ টায় শিল্পকলা একাডেমি চত্বরে সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের এক মতবিনিময় সভা সংগঠনের আহবায়ক এডঃ ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে সদস্য সচিব আলীনুর খান বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল হামিদ, মোঃ আনিসুর রহিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, অধ্যক্ষ সুভাষ সরকার, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, এটিএন বাংলার সাংবাদিক এম কামরুজ্জামান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা কমিটির সদস্য স্বপন কুমার শীল, জেলা জাসদের (আম্বিয়া) সাধারণ সম্পাদক ইদ্রীস আলী, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক ওবায়েদুস সুলতান বাবলু, সদর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক হাসান হাদী, জেলা জাসদের শিল্প ও শ্রম বিষয়ক সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, এনজিও কর্মী অপারেশ পাল, রওনক বাশার, ইকবাল লোদী প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় সবজি চাষে স্বাবলম্বী প্রতিবন্ধী আলাউদ্দীন ও তার স্ত্রী

নিজস্ব প্রতিনিধি: শারীরিক প্রতিবন্ধি কিংবা পঙ্গুত্বকে চ্যালেঞ্জ দিয়ে জীবন সংগ্রামে সাফল্য অর্জন করে চলেছেন আলাউদ্দীন নামের এক ব্যক্তি। পাশাপাশি মহিলারাও যে পুরুষের চেয়ে কোন দিক থেকে কম নয় তারই প্রমানের স্বাক্ষর রেখেছেন ওই প্রতিবন্ধী মানুষটির স্ত্রীও। স্বামী-স্ত্রী দু’জনে মিলে নিয়মিত বেগুনসহ বিভিন্ন সবজি চাষাবাদ করে দরিদ্রতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাবলম্বি হচ্ছেন তারা। উপজেলার পূর্ব সোনাবাড়িয়া গ্রামের মৃত আফিল উদ্দীনের পুত্র জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধি আলাউদ্দীন (৩৫) ও তাঁর স্ত্রী পাপিয়া খাতুন (৩০) এমনই অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়- পূর্ব সোনাবাড়িয়ার ফসলি মাঠে স্বামী-স্ত্রী দু’জনে মিলে তাদের ১১কাঠার জমির বেগুন ক্ষেতে পরিচর্যা করছেন। নিজেরা সবজি চাষের পাশাপাশি সোনাবাড়িয়া বাজারে ছোট একটি কাচামালের অর্থাৎ তরিতরকারির দোকানও দিয়েছেন আলাউদ্দীন। ‘স্বাভাবিক শরীর’ পক্ষে না থাকলেও নিজের ইচ্ছাশক্তির জোরে সেটিকে তুচ্ছ করে জীবন সংগ্রামে সাবলম্বি হওয়ার প্রত্যয়ে অটুট আছেন তাঁরা।
তারা জানান- বছর দশেক আগে তাদের বিয়ে হয়। ৫বছরের একটি কন্যা সন্তান আছে তাদের। প্রতিবছর নিজেদের অল্প জমিতে নিজেরাই বেগুনসহ বিভিন্ন সবজি ফসল চাষাবাদ করে পাইকরি ও খুচরা বিক্রয় করেন।
আলাউদ্দীন জানান- ‘বেগুন চাষে এখন পর্যন্ত আনুমানিক হাজার দুয়েক টাকা খরচ হয়েছে আর ফলনকৃত বেগুন বিক্রয় করেছেন প্রায় ৫হাজার টাকা। এখনো গাছে বেগুন আছে, সেগুলো বিক্রয় হবে। এছাড়া আরেকটি ১০কাঠার জমিতে পটল ও পিয়াজ চাষ করছেন। প্রতি বছর খরচ খরচা বাদ দিয়ে সঞ্চয়ও করতে পারছেন।’
তিনি আরো জানান- ‘সরকার প্রদত্ত প্রতিবন্ধি ভাতা থেকে তিন মাস অন্তর ১হাজার ৮’শ টাকা পান। সবমিলিয়ে দরিদ্রতাকে বিদায় জানাতে কঠোর পরিশ্রম করছেন স্বামী-স্ত্রী দু’জনে। জন্মগতভাবে বাম পা খারাপ থাকলেও কোন জনমজুরি না নিয়ে স্ত্রী ও নিজে-ই সবজি আবাদ করে থাকেন।’
সমাজের ও এলাকার অনন্য দৃষ্টান্ত শারীরিক প্রতিবন্ধি আলাউদ্দীন ও তাঁর স্ত্রী পাপিয়াকে স্যালুট সংবাদকর্মীদের পক্ষ থেকে। কারণ তাদের দেখে কেউ না কেউ যদি উদ্বুদ্ধ হন তবেই আমাদের লেখনির স্বার্থকতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বর্ষীয়ান আ ‘লীগ নেতা ডা. মিজানের দাফন সম্পন্ন

মাস্টর মফিজুর রহমান : সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ ডা. মিজানুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার সকালে সদর হাসপাতালে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
তার আকষ্মিক মৃত্যুতে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে সদরের বল্লী ইউনিয়নে মরহুমের গ্রামের বাড়িতেযোন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এসময়ে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরষিদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান প্রমুখ।
এদিকে জেলা আওয়ামীলীগ নেতার মৃত্যুতে সাতক্ষীরার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। বাদ আসর মরহুমের নামাজে জানাযা শেষে তার পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এমপি রবিকে সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের শুভেচ্ছা

সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি এমপি ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় তার নিজস্ব বাসভবনে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি মীর মোস্তফা আলী, সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক সেলিম হোসেন, নির্বাহী সদস্য মেহেদী আলী সুজয়, আব্দুর রহিম, মাহাফিজুল ইসলাম আক্কাজ, রাহাত রাজা, শহিদুজ্জামান শিমুল, শেখ কামরুল ইসলাম, সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটা ব্যাডমিন্টন টুর্র্নামেন্টে খুলনা চ্যাম্পিয়ন

পাটকেলঘাটা প্রতিনিধি : মাদককে না বলুন খেলাধুলাকে হ্যা বলুন, যে মুখে মা ডাকি সে মুখে মাদক খেতে পারি না এই শ্লোগানকে সামনে রেখে পাটকেলঘাটা বন্ধু সংঘ আয়োজিত আট দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট জমজমাট অনুষ্ঠিত শেষ হয়েছে। সোমবার রাতে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত খেলোয়াড়রা তাদের ক্রীড়াশৈলী প্রদর্শন করে। খেলায় খুলনা চ্যাম্পিয়ন ও ইসলামী সোস্যাল ব্যাংক পাটকেলঘাটা রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। রাত ৮টায় খেলার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ তালা শাখার সভাপতি শেখ নুরুল ইসলাম। খেলা পূর্বক আলোচনা সভায় সাংবাদিক সৈয়দ মাসুদ রানার সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড.এম মতিউর রহমান, প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা শ্রমিকলীগ সভাপতি সাইফুর করিম সাবু, বিশেষ অতিথি ছিলেন, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন, বাংলাদেশ টেলিভিশন এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও খশিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান পিন্টু, লোকনাথ নাসিং হোমের প্রতিষ্ঠাতা পরিচালক পুলক কুমার পাল, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আব্দুর রব পলাশ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, রীনা টেলিকমের মালিক রুপায়ন হাজরা, জাতীয় শ্রমিকলীগ পাটকেলঘাটা শাখার সভাপতি শহিদুল বিশ্বাস, সাধারন সম্পাদক বাবলু রহমানসহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সুধীজন। খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের টিম ম্যানেজারের হাতে পুরষ্কার তুলে দেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পাটকেলঘাটা বন্ধু সংঘের ক্রীড়া সম্পাদক শিক্ষক অলিউল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় পানিতে ডুবে মৃত্যু

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় পানিতে ডুবে শিশুর করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে। সূত্রে জানা যায়, পাটকেলঘাটা থানার যুগীপুকুরিয়া গ্রামের টুকুল সরদারের ৩ বছরের পুত্র আফরাজ বাড়ীর আঙ্গিনায় খেলা করছিলো। এসময় পরিবারের সকলের নজর এড়িয়ে সে পার্শ্ববর্তি পুকুরে পড়ে যায়। অনেক খোজাখুজির পর মৃত অবস্থায় এলাকাবাসী উক্ত পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। বিকাল ৫টায় শিশু পুত্র আফরাজ এর দাফন সম্পন্ন হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান

ভ্রাম্যমাণ প্রতিনিধি কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন মসজিদ,মন্দির,মুক্তিযোদ্ধা সংসদ ও মাঠ সংস্কারের জন্য অনুদান প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান এ অনুদান প্রদান করেন। জানা গেছে উপজেলার শহীদ সামাদ স্মৃতি ফুটবল মাঠ সংস্কারের জন্য ৫০ হাজার ,বসন্তপুর ঢালিপাড়া মসজিদের উন্নয়নের জন্য ২৫ হাজার, ঘোজাডাঙ্গা কামাল স্মৃতি সংসদের উন্নয়নের জন্য ২৫ হাজার ,পীর গাজন আজিজিয়া ফোরকানিয়া মাদ্রাসায় ২০ হাজার,উজায়মারি জামে মসজিদে ২০ হাজার,খুবদীপুর সরদার পাড়া জামে মসজিদে ২০ হাজার,দত্ত নগর জামে মসজিদে ২০ হাজার,কৃষ্ণনগর ইউনিয়ন মুকিযোদ্ধা সংসসদকে ২৫ হাজার,ডেমরাইল হরি মন্দিরে ২০ হাজার,উকসা মন্দিরে ২০ হাজার,চাঁদখালী রাধা মন্দিরে ২০ হাজার টাকাসহ মোট ২ লক্ষ ৬৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজালাল, আওয়ামী লীগ নেতা কাজী নবীদুল ইসলাম স¦পন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গৌতম লস্কার,উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ,কলেজ ছাত্রলীগের নেতা শেখ মহিবুল্লাহ মানিক,উপজেলা শ্রমিক লীগের যুগ্ন সম্পাদক আশরাফুল ইসলাম কদম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার ছকিনা ব্রিকস সংক্রান্ত উচ্চ আদালতে দায়ের করা রিটের নিষেধাজ্ঞার আদেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া এলাকায় ছকিনা ব্রিকস এর মালিক মোশারফ হোসেন মুসা কর্তৃক উচ্চ আদালতে পরিবেশ অধিদপ্তরের বিরুদ্ধে দায়ের করা নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি গত ৫ ফেব্রুয়ারী এক আদেশে আগামী ১২ এপ্রিল রিটের পরবর্তী শুনানির দিন পর্যন্ত এই স্থগিদ আদেশ দেন।
খোঁজ নিয়ে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের নীতিমালা লংঘন করে ও প্রশাসনের পূর্বানুমতি ছাড়াই সাতক্ষীরার দেবহাটার দক্ষিন কুলিয়া গ্রামে বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের সন্নিকটে চার ফসলি জমিতে ছকিনা ব্রিকস নামের একটি ইট ভাটা নির্মাণ কাজ শুরু করেন আশাশুনি উপজেলার মধ্যম একসরা গ্রামের দ্বীন আলী গাজির ছেলে শহরের ইটাগাছা কামার পাড়া (বউ বাজার) এলাকার মোশারফ হোসেন মুসা। সাতক্ষীরা জেলা প্রশাসন মুসার ইট ভাটার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষুব্ধ গ্রামবাসীর পক্ষে দক্ষিন কুলিয়া গ্রামের মৃত হেবাজউদ্দিন গাজীর ছেলে মোঃ আজহারুল ইসলাম খুলনা পরিবেশ অধিদপ্তরে একটি লিখিত অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে ভাটা মালিক মোশারফ হোসেন মুসাকে গত বছরের ১৪ সেপ্টেম্বর খুলনা পরিবেশ অধিদপ্তরে হাজির হওয়ার জন্য নোটিশ প্রদান করা হয়। কিন্তু তিনি হাজির না হয়ে ভাটার কাজ চালিয়ে যেতে থাকলে ২০ সেপ্টেম্বর পুনরায় ভাটার যাবতীয় কাজ বন্ধ রাখার নির্দেশসহ তার বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৩ অনুসারে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে আবারও নোটিশ জারি করা হয়।
এদিকে ছকিনা ব্রিকস নামের ইট ভাটা নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য গত বছরের ২১ সেপ্টেম্বর হাই কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম ভাটা মালিক মুসাকে উকিল নোটিশ প্রদান করেন। এসময় মুসা উচ্চ আদালতে ১৬৪২৬ নং একটি রিট পিটিশন দায়ের করলে ২০১৭ সালের ১৬ নভেম্বর উচ্চ আদালত ভাটার কাজে ব্যাঘাত সৃষ্টি না করতে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় জেলা প্রশসাকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। বিষয়টি জানার পর জনস্বার্থে শফিকুল ইসলাম চলতি বছরের জানুয়ারী মাসে উচ্চ আদালতে ৩৯১/১৮ নং সিভিল পিটিশন দায়ের করলে আদালত পরিবেশ অধিদপ্তরকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার আদেশ দেন।
পরবর্তীতে নিষেধাজ্ঞার বিষয়টি অবগত হয়ে উচ্চ আদালতের আপিল বিভাগে নিষেধাজ্ঞার আদেশ চ্যালেঞ্জ করা হয়। শুনানী শেষে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি গত ৫ ফেব্রুয়ারী এক আদেশে আগামী ১২ এপ্রিল পরবর্তী শুনানির দিন পর্যন্ত ১৬৪২৬/১৭ নং রিট পিটিশনের আদেশের উপর স্থগিদ আদেশ দেন। এই আদেশের ফলে পরিবেশ অধিদপ্তর এখন মুসার ভাটার বিরুদ্ধে যে কোন ধরনের আইনগত ব্যবস্থা নিতে পারবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest