সর্বশেষ সংবাদ-
ব্যবসায়ীকে মারধরের ঘটনার ভিডিও করায় সাংবাদিকদের মারপিটের অভিযোগ ডা; ফয়সালের বিরুদ্ধেতাপদাহে রিকশাচালক-পথচারী‌দের‌ মাঝে ড্রিম সাতক্ষীরার পা‌নি ও স্যালাইন বিতরণআন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিস চত্বরে মরা শিশু গাছে ঝুঁকি বাড়ছেকলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন লাল্টুর গণ সমাবেশএডভোকেসি নেটওয়ার্ক এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের ত্রৈমাসিক সমন্বয় সভাশ্যামনগরের কৈখালী পোলের খাল খনন কর্মসূচির উদ্বোধনশ্যামনগরে সালাতুল ইস্তেকার নামাজ আদায়তীব্র তাপদাহে পুড়ছে উপকুলীয় জেলা সাতক্ষীরা, তাপমাত্রা আজ সর্বোচ্চ ৩৯.৩ ডিগ্রিদেবহাটায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময়

দেবহাটায় ৭ম শ্রেণির ছাত্রীকে টানা ৫ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : অপহরণ করে বিয়ের নামে ভূয়া কাগজে স্বাক্ষর করিয়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে(১৪) টানা ৫ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই স্কুলছাত্রী নিজেই বাদি হয়ে ৩ জনকে আসামি করে ২ নভেম্বর সাতক্ষীরা নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
মামলার আসামিরা হলেন, দেবহাটা থানার গোবরাখালি গ্রামের সামাদ মোল্লার ছেলে মোস্তাকিম হোসেন (২১), মোস্তাকিমের চাচা বেলায়েত মোল্লাা ও চাচাতো ভাই আব্দুর রাজ্জাক।
স্কুলছাত্রী বলেন, ‘গত ২৬ অক্টোবর বিদ্যালয়ে যাওয়ার সময় মুখে রুমাল দিয়ে মুস্তাকিম ও তার সহযোগীরা আমাকে অজ্ঞান করে একটি মাইক্রোবাস যোগে তুলে নিয়ে যাওয়া হয়। প্রথমে আমাকে নেওয়া হয় যশোর। সেখানে যেয়ে আমাকে এক হুজুরের কাছে নিয়ে লাল রং এর একটি কাগজে স্বাক্ষর করিয়ে নেয় এবং বলে আমাদের বিয়ে হয়ে গেছে। এরপর আমি কান্নাকাটি শুরু করলে সে আমাকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে ঢাকায় নিয়ে যায়। সেখানে নিয়ে যেয়ে আমাকে একটি হোটেলে রাখে। আমার উপর চালানো হয় অমানুষিক নির্যাতন।
ছাত্রীর নানা আলাউদ্দীন গাইন বলেন, ‘মেয়েটি ছোটবেলা থেকে আমার কাছে মানুষ। আমাদের কাছে থেকে সে লেখাপড়া করে। ঘটনার দিন আমরা তাকে অনেক খোজাখুজি করেছি। শেষবেশ না পেয়ে আমরা দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরি করি। গত ৩১ নভেম্বর আমার নাতনিকে গোবরা খালী গ্রামের দবির সানার ছেলে শফিকুলের বাড়িতে রাখে। পরবর্তীতে শফিকুল আসামীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে আমাদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে বিষয়টি মীমাংসা করে নিতে বলে। গত ২ নভেম্বর বৃহস্পতিবার আমার নাতনিকে আমাদের হাতে তুলে দেয়।’
তিনি আরো বলেন, ‘ছোট মেয়ে। সে কিছুই বোঝে না। তাকে ৫ দিন ধরে পালাক্রমে ধর্ষণ করেছে। আমার ভাগ্নে বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরবর্তীতে সকল ভীতি উপেক্ষা করে সাতক্ষীরা আদালতে নারী শিশু নির্যাতন দমন আইনে ৩ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। এ দিকে মামলা করায় অস্ত্রসহ একাধিক মামলার আসামি শফিকুল ও তার সহযোগীরা আমাদেরকে মামলা তুলে নিতে উপর্যুপুরী হুমকি ধামকি দিচ্ছে।’
তবে শফিকুল ইসলাম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কারো কাছ থেকে কোন টাকা পয়সা নেয়নি এবং কোন প্রকার হুমকি ধামকি দিচ্ছি না।’
এ ব্যাপারে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন বলেন, ‘একটি মেয়েকে তুলে নিয়ে গেছে এমন অভিযোগে একটি সাধারণ ডায়েরি হয়েছিলো। পরবর্তীতে মেয়ের বয়স কম থাকায় তাকে তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে আমার কাছে কেউ কোন লিখিত অভিযোগ দেয় নি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফের কাঁদলেন অপু বিশ্বাস

ঢাকাই ছবির এই সময়ের ‘সুপারস্টার’ শাকিব খানের সঙ্গে তার বিয়ে ও ভালোবাসার সব কষ্ট একাকী বয়ে বেড়াচ্ছেন স্ত্রী অপু বিশ্বাস। জনপ্রিয় এই নায়িকা এটাও অনুভব করেন, শাকিবও ভালো নেই। কষ্টটা বরং শাকিবেরই বেশি। অপু তো দিন শেষে তবু কাছে পাচ্ছেন ছেলে জয়কে, শাকিব তো তাও পাচ্ছেন না; একাকিত্বই তার সঙ্গী এখন। আর এটা ভেবেও কষ্ট হয় অপুর। একই সঙ্গে নিয়তিকে মেনে নিয়ে শাকিব-পত্নী সবকিছু ছেড়ে দিয়েছেন আল্লাহর ওপর।

গতকাল শুক্রবার সন্ধ্যায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের বিনোদন বিষয়ক আলোচনা অনুষ্ঠান কিউট সাময়িকীতে এসব বলতে বলতে অঝোরে কাঁদলেন বাংলা চলচ্চিত্রের এই সময়ের সবচেয়ে আলোচিত নায়িকা অপু বিশ্বাস।

শুক্রবার সন্ধ্যার ওই লাইভ অনুষ্ঠানের উপস্থাপক আবদুর রহমান তার কাছে জানতে চান, ‘এখন তোমার স্বামী শাকিব খান যে দূরত্বের মধ্যে আছে, ভবিষ্যতে যদি এই দূরত্ব আরও বাড়তে থাকে তখন তুমি কী করবে?’

উত্তরে অপু বলেন, ‘আমি ধরে নেব ভুলটা আমারই ছিল। হয়তো লাইভে আসার কারণে সে আমার প্রতি ক্ষিপ্ত। আমি বাচ্চা পেটে নিয়ে অনেক সাফার করেছি। তখন আমি সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। আমি ভাগ্য, সময়, বিবেচনা- সবকিছুই মেনে নিয়েছি। বেশি কিছু ভাবি না। যেটা হচ্ছে, আল্লাহ তাআলা চাচ্ছেন তাই হচ্ছে। যেটা হবার নয়, আল্লাহ না চাইলে কখনোই হবে না।’

নিয়তিকে মেনে নেয়ার কথা বলতে গিয়ে নিজের একটি ঘটনা তুলে ধরেন অপু। ‘লাইভে আসার আগে আমি বাসায় দুধে সেমাই বসিয়েছিলাম। পাতিলটা নামানোর সময় হাত থেকে পড়ে গেল। কোনোভাবেই আর সেটাকে উঠিয়ে খাওয়া সম্ভব না। ওইটা আমার রিজিকে ছিল না। যতটুকু রিজিকে ছিল ততক্ষণ আমি রান্না করেছি। ফিল করেছি, ঠান্ডা হলে খাব। কিন্তু যখন পড়ে গেছে তখন ফিলটাও নষ্ট হয়ে গেছে। ওটা আর খেতে পারলাম না। আমাকে আবার তৈরি করে খেতে হবে।

‘আমি জয়কে পেটে নিয়ে নিজে নিজে সাফার করেছি। ভেঙে পড়িনি। কারণ আমি তখনই নিজেকে মেন্টালি সেটআপ করে নিয়েছি। শুধু ভেবেছি, সন্তানটা তো নিষ্পাপ। আর আমি যাকে ভালোবাসি, এটা সেই ভালোবাসার একটা প্রতীক। এটাই আমার কাছে অনেক কিছু।’

গত কয়েক মাস তোমরা আলাদা থাকো। দীর্ঘ একটা বছর। তো যখন একেবারে নিরালায় থাকো, একাকী থাকো, তখন মন কী বলে?

উপস্থাপকের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেঁদে ফেলেন অপু। বলেন, ‘একা একা অনেক কান্না করি। নিজেকে হালকা করার চেষ্টা করি। আর আমার কষ্টটা আমি কারো সাথে শেয়ার করতে চাই না। এই কষ্টের ভাগিদার আমি নিজেই। কারণ পরিবার থেকে আমাকে আগেই না করে দিয়েছিল। তারা বলেছিল, সময় থাকতে সবকিছু নিজের মতো করে নাও। আমি সেটা করিনি। তার জন্য কান্নাটা আমার একান্ত।’

চোখের পানি মুছতে মুছতে অপু বলেন, ‘যে কষ্ট আমি পাচ্ছি সেটা আমার একার মধ্যেই রাখি। আমি চাই না আমার বয়স্ক মা এবং আমার পরিবারের যারা আমাকে অনেক ভালোবেসে বড় করেছে তারা জীবনে আর কোনো কষ্ট পাক। কষ্ট একজন পাওয়া ভালো। সবাইকে কষ্ট দেয়াটা আমার কাছে ভালো লাগে না। আমি সবকিছু উপরওয়ালার ওপরে ছেড়ে দিয়েছি। উপরওয়ালাকে আমি বিশ্বাস করি।’

কিছুটা ভালো সময় কাটে, জয় যখন কাছে থাকে। কিন্তু দিনশেষে রাতে, মধ্যরাতে কেমন লাগে?

দীর্ঘশ্বাস ছেড়ে অপু বলেন, ‘ভালো আছি। প্লিজ আমাকে আর হার্ট কইরেন না। আমি অনেক ভালো আছি। বিয়ের পর থেকে দর্শকরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, উৎসাহ দিয়েছে। এখনো দিচ্ছে। দোকান, এয়ারপোর্ট, যেখানেই যাই না কেন ভক্তরা দেখলে আমাকে স্যালুট জানায়। এত ভালোবাসার মধ্যে একটি ভালোবাসা তো তুচ্ছ। আর ওই একটি ভালোবাসা তো আমি সবকিছু ফুলফিল করি আমার সন্তান জয়ের মধ্য দিয়ে। সো, আমার কাছে ওটা বড় কোনো কষ্টের ব্যাপার না।’

উপস্থাপককে উদ্দেশ্য করে অপু বলেন, ‘ভালোবাসা কি শুধু আমি খুইয়েছি? আপনি তাকেও (শাকিব) প্রশ্ন করে দেখেন। তার জীবনে বড় একটা একাকিত্ব। আমার কাছে আমার ছেলে জয় আছে। তার কাছে কিছুই নাই। আমি কাজ শেষে, বেলাশেষে রাতে জয়কে বুকের মধ্যে জড়িয়ে নিচ্ছি। কিন্তু শাকিব? সে তো টোটালি একা। ওর কাছে না আছে জয়, না তার স্ত্রী তাকে দেখাশোনা করছে। আমার খারাপ লাগে কি জানেন, শাকিব ভীষণ একা, আমি কিন্তু একা না। আমি যখন ঘরে ঢুকি ছেলেটা তখন দৌড়ে আমার বুকের মধ্যে আসে। পৃথিবীর সমস্ত প্রেম-ভালোবাসা তখন আমার কাছে তুচ্ছ মনে হয়। সেটা হতে পারে স্বামী, হতে পারে মা-বাবাও। কারণ সন্তানটা তো আমার। শাকিব তো সেটাও মিস করছে। সো, একা সে, আমি না।’

২০০৮ সালে গোপনে বিয়ে করার পর প্রায় নয় বছর তা গোপনে করে রেখেছিলেন শাকিব-অপু। এরই মধ্যে তাদের কোল জুড়ে আসে ছেলে আব্রাম জয়। কিন্তু তখনো বিয়ের কথা লুকিয়ে রাখেন এই তারকা দম্পতি। ছেলের জন্ম দিতে ২০১৬ সালের শুরুর দিকে হঠাৎ উধাও হয়ে যান অপু। ভারতের কলকাতার একটি হাসপাতালে গত বছরের ২৭ সেপ্টেম্বর পৃথিবীর আলো দেখে আব্রাম জয়।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল ছেলেকে নিয়ে প্রথমবারের মতো টিভি চ্যানেলে হাজির হয়ে বিয়ে ও ছেলের কথা ঘোষণার দেয়ার সময়ও কেঁদেছিলেন অপু। এর সাত মাসের মাথায় আবার ছেলে জয় ও শাকিবের কথা বলতে গিয়ে অঝরে কাঁদলেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ আজ থেকে পরমাণু বিদ্যুৎ যুগে প্রবেশ করেছে- রুহুল হক এমপি

তোষিকে কাইফু : বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পাবনা জেলার ঈশ্বরদীতে নির্মণাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ইউনিট-১ এর মূল পর্বের কাজ শুরু করার জন্য প্রকল্পের মালিক প্রতিষ্ঠান ৪ নভেম্বর শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে কতিপয় শর্ত সাপেক্ষে ডিজাইন এন্ড কনস্ট্রাকশন লাইসেন্স প্রদান করে। এই লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে লাইসেন্সধারী শর্ত পূরণ সাপেক্ষে মূল নির্মান কাজ শুরু করার অনুমতি পেল।
উল্লেখ্য, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এই অনুমতি প্রদানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আই.এ.ই.এ) এর সকল প্রযোজ্য সেফটি মানদ- ও গাইডলাইন এবং বাংলাদেশের বিদ্যমান আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করে। এছাড়াও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির সেফটি যথাযথভাবে নিশ্চিত করার লক্ষ্যে এই বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন রাশিয়ান ফেডারেশন, ভারত ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাসহ স্থানীয় ও নিজস্ব জনবলের মাধ্যমে সকল রেগুলেটরী ডকুমেন্টের কারিগরি মূল্যায়ন ও পর্যালোচনা করে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তপক্ষ নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ইউনিট-১ এর জন্য ডিজাইন এন্ড কনস্ট্রাকশন লাইসেন্স প্রদান করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াসেফ ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রাণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক এমপি। এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, রাশিয়ান ফেডারেশন রেগুলেটরী বডি রোসটেকনাযর এর ডেপুটি চেয়ারম্যান আলেক্সি ফেরাপনটভ, রোসাটম এর ডেপুটি ডিরেক্টর জেনারেল নিকোলাই স্পাস্কি, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ড. মোঃ শৌকত আকবর, নিউক্লিয়ার সেপটি এন্ড সিকিউরিটি বিভাগের পরিচালক ড. সত্যজিৎ ঘোস।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ পরমানু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রফেসর ড. নঈম চৌধুরী। অনুষ্ঠান শেষে ডিজাইন এন্ড কনস্ট্রাকশন লাইসেন্সটি বাংলাদেশ পরমানু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রফেসর ড. নঈম চৌধুরী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. দিলীপ কুমার সাহার নিকট হস্তান্তর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াসেফ ওসমান বলেন- বঙ্গবন্ধু কন্যার একটি বিশাল বড় সিদ্ধান্ত ছিল রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প নির্মান করা। সেই সিদ্ধান্ত আজ বাস্তবায়িত হয়েছে। এই কৃতিত্ব বাঙ্গালি জাতির, এই কতিত্ব জননেত্রী শেখ হানিার। তিনি আরও বলেন, ডা. রুহুল হক এমপি এই প্রকল্পের নেতা। তিনি বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। প্রকল্পের শুরু থেকে অধ্যবদি তিনি নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছেন এই প্রকল্পে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. রুহুল হক এমপি বলেন- বাংলাদেশ আজ থেকে পরমাণু বিদ্যুৎ যুগে প্রবেশ করেছে। স্বাধীনতার পরে এত বড় উন্নয়নের কাজ আর হয়নি। আগামীকাল থেকে এর মূল কাজ শুরু হবে। আর এটি সম্ভব হয়েছে শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যার বলিষ্ঠ নেতৃত্ব। তিনি আরও বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার জন্য আই.এ.ই.এ এর গাইড লাইন অক্ষরে অক্ষরে পালন করছে এবং প্রতিটি স্তওে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করবে বাংলাদেশ।বিশ্বের দরবারে প্রমান করছি যে পরমাণু বিদ্যুৎ তৈরি করতে বাঙ্গালিরা পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সমাজতন্ত্র শুধু সংবিধানে লিখে রাখলে চলবে না – রাশেদ খান মেনন

নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট বাম রাজনীতিক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সমাজতন্ত্র কেবল সংবিধানে লিখে রাখার বিষয় নয়। সমাজতন্ত্র মানুষের মুক্তির পথ দেখায়। বাংলাদেশে সমাজতন্ত্রের চিন্তা এমনি এমনি আসেনি। এসেছে ত্রিশ লক্ষ শহীদের রক্ত প্রাণ ও আত্মত্যাগের মধ্য দিয়ে। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাওয়া সংবিধান থেকে এসেছে বাংলাদেশের সমাজতন্ত্র। সমাজতন্ত্র বাদ দিয়ে গণতন্ত্র হয় না। আমরা যে উন্নয়নের কথা বলি সেটি কেবল ইট কাঠ অবকাঠামো উন্নয়নের ব্যাপার নয়। উন্নয়ন জনজীবনের সমস্যা মোকাবেলা করে মানুষের আর্থিক সামাজিক উন্নয়নের ব্যাপার। বলার অপেক্ষা রাখেনা দেশ এগিয়ে চলেছে। কিন্তু দেশকে এগিয়ে নিতে মানুষের কথা প্রাণ থেকে শুনতে হবে। সত্যিকার অর্থে জনগনের জীবন মানের উন্নয়ন ঘটাতে হবে।
রাশেদ খান মেনন বলেন, রুশ বিপ্লব’র অনুপ্রেরণা বাংলাদেশের সব মানুষের। বাংলাদেশের বামপন্থীরা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ সব রকম গণতান্ত্রিক আন্দোলনে বামপন্থীরাই ছিল অনুঘটকের ভূমিকায়। রুশ বিপ্লবের অনুপ্রেরণায় বাংলাদেশকে সমাজতন্ত্রের পথেই এগিয়ে যেতে হবে। সমাজতন্ত্র বিকল্প বাংলাদেশে কখনই গণতন্ত্র’র পূর্ণ বিকাশ হবে না।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন আরও বলেন, হঠাৎ করে ক্রমাগতভাবে বেড়ে চলেছে মরিচ পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য। খতিয়ে দেখতে হবে কারা এই সংকটের সাথে জড়িয়ে আছে। যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদি ব্যবস্থা না নেয়া যায় তাহলে বিএনপি জামাত জোট এটাকে সুযোগ করে দেশে বিশৃংখলা সৃষ্টি করবে। ভুলে গেলে চলবে না মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার হিসেবে আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে সুশাসন নিশ্চিত করা- উন্নয়ন অব্যাহত রাখা। ক্ষেতমজুরের রেশনিং, যুবসমাজের কাজ, ছাত্রদের বিজ্ঞানভিত্তিক গণমুখী শিক্ষার দাবি পূরণের প্রতিশ্রুতি থেকে আমরা সরে আসিনি। একে একে একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, আধুনিক বাংলাদেশ বিনির্মানের যে স্বপ্ন তা’র জন্য সংসদে ও রাজপথে ওয়ার্কার্স পার্টি যে লড়াই জারি রয়েছে তা অব্যাহত থাকবে। সমাজতন্ত্র ও গণতন্ত্র অভিমুখি লড়াইয়ে বাংলাদেশে ওয়ার্কার্স পার্টি’র নেতাকর্মীদের আত্মত্যাগ অনুস্মরণযোগ্য। ওয়ার্কার্স পার্টি তার লক্ষ্য থেকে কোনদিন বিচ্যুত হয়নি। আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নের জন্য পার্টির নেতাকর্মীরা জনগণকে সংগঠিত করে প্রতিদিন প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাবে।
শনিবার দুপুর দুইটায় সাতক্ষীরার শিল্পকলা একাডেমী মিলনায়তনে রুশ বিপ্লবের শতবর্ষের সমাবেশ ও আলোচনাসভায় প্রধান অতিথি’র বক্তব্যে রাশেদ খান মেনন এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির জেলা কমিটি’র সভাপতি মুস্তফা লুৎফুল্লাহ এমপি। অনুষ্ঠানের শুরুতে গণসঙ্গীত পরিবেশন হয়।
আলোচনা করেন শিক্ষাবিদ সুশান্ত দাস, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মীর মোস্তাক আহমেদ রবি এমপি, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা দিপংকর সাহা দিপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, জাসদ (ইনু)’র জেলা কমিটির সভাপতি কাজী রিয়াজ, বাসদ নেতা আজাদ হোসেন বেলাল, জাসদ (আম্বিয়া)’র জেলা কমিটির সভাপতি সরদার কাজেম আলী, সিপিবি’র জেলা কমিটির সভাপতি আবুল হোসেন, ওয়ার্কার্স পার্টির নেতা সাবীর হোসেন, ফাহিমুল হক কিসলু, ময়নুল হক প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতা প্রাইমারি স্কুলে বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী নাটিকা প্রদর্শন

তরিকুল ইসলাম লাভলু : বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী সচেতনতা বৃদ্ধিতে ৪ নভেম্বর শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গনে ইন্টার এ্যাক্টিভ পপুলার থিয়েটর (আইপিটি) নাটিকা প্রদর্শিত করা হয়েছে।
কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে সাতক্ষীরা দীপালোক একাডেমীর পরিবেশনায় বাল্যবিবাহ ও যৌতুক প্রথা বন্ধের উপর ইন্টারএ্যাক্টিভ পপুলার থিয়েটার (আইপিটি) নাটিকা প্রদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- প্রথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক দেবেশ চন্দ্র সরকার, কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাকিম, কালিগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শেখ মিরাজুল আশরেকীন, ৭১ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও দীপালক একাডেমীর পরিচালক বরুণ ব্যানার্জী, নলতা সরকারি প্রাথমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, সাংবাদিক তরিকুল ইসলাম লাভলু, উচ্চমান সহকারী কাম-হিসাব রক্ষক মোঃ মাহবুব আলমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিবাক ও শিক্ষার্থীবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় জাতীয় সমবায় দিবস পালিত

দেবহাটা ব্যুরো : “উৎপাদনমূখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” এই শ্লোগানকে সমানে রেখে দেবহাটায় জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের ও সমবায় অধিদপ্তরের আয়োজনে শনিবার সকাল ১০টায় উপজেলা চত্তর হতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভায় সমাবেত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, দেবিশহর এ.এফ.সি এস লিঃ এর সভাপতি মনোরঞ্জন মুখার্জী মনিবাবু ও বিআরডিবির চেয়ারম্যান ও ইউপি সদস্য আবুল কাসেম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা জহুরুল ইসলাম। এসময় বিভিন্ন সমবায় সমিতির প্রধানরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ক্ষুদ্র সমবায় সমিতির মাছে ক্রেস্ট প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় জাতীয় সমবায় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : তালায় ৪৬তম জাতীয় সমবায় দিবস-১৭ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য সমবায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪নভেম্বর) সকালে তালা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপ-শহর প্রদক্ষিণ শেষে তালা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে সমবায় দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার শেখ মোছাদ্দেক হোসেন ।
উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা অজয় কুমার ঘোষের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তালা থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও তালা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সরদার মশিয়ার রহমান, কপোতাক্ষ মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি ও ইউ পি সদস্য মো. শামছুল হক, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মুকুন্দ কুমার রায়, তালা উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা তাওহীদুর রহমান, ইউপি সদস্য প্রকাশ দালাল প্রমুখ।
আলোচনা শেষে সমবায় সমিতির উন্নয়নকল্পে বিশেষ অবদান রাখায় বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “উৎপাদনমূখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি”।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গাদের কারণে পাহাড় ও বন ক্ষতিগ্রস্ত হচ্ছে- সাতক্ষীরায় পর্যটন মন্ত্রী মেনন

আসাদুজ্জামান : বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, মিয়ানমারে জাতিগত নির্যাতন ও গণহত্যার শিকার রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়েছে বাংলাদেশ।
তাদেরকে আশ্রয় না দিলে তা হতো অমানবিক উল্লেখ করে তিনি বলেন, তবে তাদের আশ্রয় দেওয়ায় স্থানীয়ভাবে কিছু অভিঘাত আসবে। এরই মধ্যে উখিয়া ও টেকনাফ এলাকার জনসংখ্যা অপেক্ষা রোহিঙ্গাদের সংখ্যা বেশি হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের পর্যটন খাতে কিছু সমস্যা দেখা দিয়েছে। পাহাড় ও বন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে প্রাকৃতিক সৌন্দর্যও নষ্ট হচ্ছে। সেন্ট মার্টিনে ১ অক্টোবর থেকে পর্যটন মওসুম শুরু হবার কথা থাকলেও তা হয়নি। তিনি বলেন চর জেগে যাওয়ায় নাফ নদী দিয়ে চলাচল করতে হবে। আর তা হবে অনেকটাই ঝুঁকিপূর্ণ। তবে রোহিঙ্গাদের কারণে পর্যটন শিল্পে এখন পর্যন্ত কোনো বিঘœ দেখা দেয়নি বলে উল্লেখ করেন তিনি।
মন্ত্রি শনিবার সাতক্ষীরা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, বিএনপি যে সহায়ক সরকারের কথা বলছে তার কোনো অস্তিত্ব নেই সংবিধানে। সংবিধান অনুযায়ীই একাদশ সংসদ নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন বর্তমানে যে সরকার রয়েছে সেই সরকারই সহায়ক সরকার হিসাবে কাজ করবে। রাশেদ খান মেনন আরও বলেন ২০১১ সালের আদম শুমারি অনুযায়ী ২০১৪ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নতুন করে আর আদম শুমারি হয়নি। এ অবস্থায় নতুন করে সীমানা নির্ধারনের চেষ্টা করা হলে নানা জটিলতার সৃষ্টি হবে জানিয়ে তিনি বলেন এতে নির্বাচনও খানিকটা বাধাগ্রস্ত হবে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তার মামলার রায় তড়িঘড়ি করে দেওয়ার যে অভিযোগ তুলেছেন তা খ-ন করে রাশেদ খান মেনন বলেন, তিনি ৫৪ বার তার মামলা স্থগিত করার সুযোগ পেয়েছেন। এমনকি আট মাস মামলা আটকে রেখেছেন। প্রতিটি মামলার ধার্য দিনের মধ্যে সাতদিন সময়ও পাচ্ছেন তিনি। সুতরাং তড়িঘড়ি করে তার মামলার রায় ঘোষণার যে অভিযোগ তিনি তুলেছেন তা যথার্থ নয়।
এরপর ওয়ার্কার্স পার্টি প্রধান রাশেদ খান মেনন বিকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অক্টোবর বিপ্লবের শত বার্ষিক উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।
সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, অধ্যাপক ড. সুশান্ত দাস, মহিবুল্লাহ মোড়ল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest