সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে গোয়াল ঘেসিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার২৭ জানুয়ারি সাতক্ষীরায় আসছেন জামায়াতের আমীরসেতু-রাস্তাঘাট-শিক্ষা উন্নয়নের ঘোষণা ধানের শীষে ভোট চাইলেন – হাবিবুল ইসলামইসলামী শ্রম নীতি প্রতিষ্ঠা হলে শ্রমিকরা তাদের অধিকার ফিরে পাবে: মুহা: আব্দুল খালেককলারোয়ায় বাড়ি ঘর ভাংচুর ও চার লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের অভিযোগসাতক্ষীরায় সাংবাদিকের উপর নকল সার সিন্ডিকেট হোতার হামলার প্রতিবাদ নতুন বাংলাদেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই- আব্দুর রউফসাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে টানানো ব্যানারেও গণভোট সফল করার আহ্বানকলারোয়ায় মিনি স্টেডিয়াম ও বাইপাস সড়ক নির্মাণের প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবেরসাতক্ষীরার ৩২৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাংস বিক্রি নিষিদ্ধ করায় বয়স্ক গরু নিয়ে বিপাকে ভারত

ভারতে মোদি সরকারের ক্ষমতায় গরুর মাংস বিক্রি ও জবাই নিষিদ্ধ করায় বয়স্ক ও দুধ দেয়ার ক্ষমতা শেষ হয়ে যাওয়া গরু নিয়ে বিপাকে পড়েছেন ভারতের খামারিরা। এতে করে কৃষক ও গরুর খামারিরা তাদের পশু বিক্রি করতে না পেরে আর্থিক লোকসানে পড়ছেন। বয়স্ক গরু বিক্রি না করতে পেরে তারা নতুন গাভিও কিনতে পারছেন না। দেশটিতে রক্ষণশীল মনোভাবের কারণে খামারিরা এ সমস্যায় পড়েছেন।

ভারতসহ উপমহাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা গরুকে দেবতা মনে করে। তাদের বিশ্বাস গরু হত্যা মহাপাপ। ২০১৪ সালে বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর গরু হত্যা বন্ধ নিয়ে কাজ করা কট্টরবাদী সংগঠনগুলো অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। এর প্রভাব পড়েছে দেশটির গরুর খামারি, মাংস ও চামড়া ব্যবসায়ীদের ওপর।
ভারতের মোট ২৯টি রাজ্যের মধ্যে ২২টিতেই গবাদি পশুর মাংস বিক্রি নিষিদ্ধ। আইনে থাকলেও নিষেধাজ্ঞা এতোকাল কার্যকর ছিল না, তবে ২০১৪ সালে হিন্দু মৌলবাদী দল বিজেপি আবার ক্ষমতায় আসার পর থেকে পরিস্থিতি বদলাতে থাকে। কিছু কিছু রাজ্যে নিষেধাজ্ঞা কড়াকড়িভাবে কার্যকর করা শুরু হলে বিশৃঙ্খলা দেখা দেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেসি-সুয়ারেজ ও বিতর্ক সঙ্গী করে জয় বার্সার

ঘরের মাঠে বার্সেলোনাকে শক্ত পরীক্ষায় ফেলেছিল আলাভেস। ৭১ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ম্যাচে শেষ পর্যন্ত অবশ্য মেসির দর্শনীয় ফ্রি-কিকে জয় তুলে নিয়েছে স্বাগতিকরাই।

রোববার রাতে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথম লেগে আলাভেসের মাঠ থেকে ২-০ গোলে জিতে এসেছিল ভালভার্দের দল। এই জয়ে ২১ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করল কাতালানরা।

ন্যু ক্যাম্পে মান বাঁচানো শেষ আধাঘণ্টায় লিওনেল মেসির সঙ্গে গোল করেছেন ফর্মে থাকা লুইস সুয়ারেজ। আর প্রথম আধাঘণ্টায় বার্সাকে চাপে ফেলে দেয়া অতিথিদের গোলটি জন গিডেত্তির।

এদিন শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে আলাভেস। স্বাগতিক গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনের চেষ্টার মুখে ১৬ মিনিটে পাল্টা-আক্রমণে গড়া প্রচেষ্টাটি ভেস্তে যায় অতিথিদের।

তবে শুরুতে এগিয়ে যায় অতিথিরাই। ম্যাচের ২৩ মিনিটে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন গিডেত্তি। গোমেজের লম্বা পাসে বল পেয়ে গোল করেন এই সুইডিশ। তিন মিনিট পর রুবেনের চেষ্টায় দেয়াল হয়ে দাঁড়ান সেই টের স্টেগেন।

বার্সাও সুযোগ তৈরি করছিল। ৩০ মিনিটে মেসির বানিয়ে দেয়া বল কাজে লাগাতে পারেননি সুবিধাজনক স্থানে থাকা আন্দ্রেস ইনিয়েস্তা।

বার্সার জার্সিতে প্রথমবারের মত শুরুর একাদশে নামা ফিলিপে কৌতিনিহো ৩৩ মিনিটে মেসির বানিয়ে দেয়া বল কাজে লাগাতে পারেননি। পরে মেসির দর্শনীয় ফ্রি-কিক ঠেকিয়ে এগিয়ে থেকেই বিরতিতে যাওয়া নিশ্চিত করেন আলাভেস গোলরক্ষক ফার্নান্দো।

মধ্যবিরতির পরও প্রতিপক্ষের জালমুখ খুলতে পারছিল না বার্সা। ৬০ মিনিটে আলবার ক্রস বক্সের সামান্য বাইরে পেয়েও লক্ষ্যে রাখতে পারেননি মেসি। ৬৮ মিনিটে মেসির ক্রসে বল পেয়ে গোলরক্ষকে আটকা পড়েন সুয়ারেজ। ৭০ মিনিটে আবারও দেয়াল ফার্নান্দো, এবার আটকে যান পাউলিনহো।

বার্সার কাঙ্ক্ষিত গোলটি আসে ৭২ মিনিটে। জটলার মধ্য থেকে কোনাকুনি ভলিতে জাল খুঁজে নেন সুয়ারেজ। জানুয়ারিতে বার্সার জার্সিতে সেরা খেলোয়াড়ের ট্রফি নিয়ে নেমেছিলেন। চলতি লিগে নিজের ১৬তম গোলটি করে আরেকবার ত্রাতা হলেন উরুগুয়ে তারকা।

তবে গোলটির কারিগর হিসেবে ইনিয়েস্তার কৃতিত্বও থাকল বেশি করেই। মাঝমাঠ থেকে বল নিয়ে বাঁ-প্রান্ত দিয়ে বুলেট গতিতে দৌড়ে কয়েকজনকে কাটিয়ে লাইন ছুঁইছুঁই মুহূর্তে যেভাবে বলটি বানিয়ে দিয়েছেন তিনি, সেটি গোলে রূপান্তরিত না হলে অন্যায্যই হত! মৌসুমে এ ম্যাচে এসেই প্রথমবার টানা ৯০ মিনিট মাঠে থাকার সুযোগ পেয়েছেন বার্সার বহু যুদ্ধের সেনানী।

মেসি এদিন ন্যু ক্যাম্পে নিজের ২০০তম লা লিগা ম্যাচে খেলতে নেমেছিলেন। এই সংখ্যক ম্যাচে ২১২তম গোলটি করে উপলক্ষ স্মরণীয় করে রাখার পাশাপাশি দলকে পূর্ণ পয়েন্ট এনে দিতে সাহায্য করেছেন। ম্যাচের ৮৪ মিনিটে তার দুর্দান্ত ফ্রি-কিকে আসে গোলটি। ২২ গজ দূর থেকে নেয়া কিকটি চলতি লিগে আর্জেন্টাইন অধিনায়কের ২০ গোলে রূপান্তরিত হয়।

যদিও আলকাসেরকে ফাউলের জন্য দেয়া ফ্রি-কিকের রিপ্লেতে দেখা গেছে ফাউলের মুহূর্তে আলকাসের অফসাইডেই ছিলেন। সেটি অবশ্য রেফারির দায়, মেসির বাঁকানো কিকটির কৃতিত্ব তাতে কমছে না মোটেই। বিতর্ক থাকবে আরও একটি সিদ্ধান্ত নিয়ে। ৮৭ মিনিটে বার্সার ধারের খেলোয়াড় মুনির এল হাদ্দাদির শট স্বাগতিক বক্সে স্যামুয়েল উমতিতির হাতে লাগলেও রেফারির চোখ এগিয়ে যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে অনুপ্রবেশ মামলার রায় ফেব্রুয়ারিতে

ভারতের শিলংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে দায়ের হওয়া ‘ফরেন অ্যাক্ট’ মামলার রায় ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। গতকাল রাতে বাংলাদেশ প্রতিদিনকে শিলং থেকে টেলিফোনে এ তথ্য জানিয়েছেন তিনি। সালাহউদ্দিন বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার মামলার রায় নিয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে। যা মোটেও ঠিক নয়। আমার বিরুদ্ধে অনুপ্রবেশ মামলার রায় হচ্ছে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। আশা করছি, আমি ন্যায়বিচার পাব। দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।’

গতকাল ফেসবুকে পাওয়া গেছে, ‘ভারতের শিলং প্রদেশের কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। দেশে আসতে আর কোনো আইনি বাধা নেই তার।’ এ তথ্যের বাস্তবতা নেই বলে জানান সালাহউদ্দিন আহমেদ।

তিনি ভারতের শিলং শহরের ক্যান্টনমেন্টের পাশে একটি ছোট্ট ডুপ্লেক্স কটেজ ভাড়া নিয়ে থাকছেন। সেখানেই তার সময় কাটে। ডাক্তারের নির্দেশনা মতো খাওয়া-দাওয়া করছেন। কিছুদিন পর পর বাংলাদেশ থেকে সহধর্মিণী হাসিনা আহমেদ সন্তানদের নিয়ে স্বামীকে দেখতে যান। সর্বশেষ গত ঈদুল আজহার আগে শিলং গিয়েছিলেন হাসিনা আহমেদ।

কীভাবে সময় কাটে জানতে চাইলে সালাহউদ্দিনের সহধর্মিণী হাসিনা আহমেদ বলেন, ইবাদত-বন্দেগি, নামাজ, কোরআন তেলাওয়াত আর অনলাইনে দেশের খবরাখবর দেখে তার সময় কাটে। এর বাইরে তিনি প্রচুর বই পড়েন। সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন দ্রুত তাকে মুক্তি দেন। প্রসঙ্গত, বিএনপির সরকারবিরোধী অবরোধ কর্মসূচি চলাকালে ‘অজ্ঞাত স্থান’ থেকে দলের পক্ষে বিবৃতি দিতেন দলের তখনকার যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন। বেশ কিছুদিন দলের মুখপাত্র হিসেবে এমন দায়িত্ব পালন করার মধ্যেই ২০১৫ সালের ১০ মার্চ রাতে হঠাৎ নিখোঁজ হন সাবেক এই প্রতিমন্ত্রী। নানাভাবে বিএনপি ও তার পরিবারের সদস্যরা চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনী তার সন্ধান দিতে পারেনি। নিখোঁজের দুই মাস পর ১২ মে ভারতের শিলংয়ে সালাহউদ্দিনের সন্ধান পাওয়া যায়। এরপর থেকে সেখানেই আছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাকিব-মিমের চুম্মা নিয়ে হৈ চৈ

হৈ চৈ ফেলে দিয়েছে শাকিব খান ও বিদ্যা সিনহা মিমের চুম্মা। রোববার সন্ধ্যায় এসকে মুভিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘আমি নেতা হব’ সিনেমার ‘চুম্মা’ শিরোনামের গানের ভিডিও।  সোশাল মিডিয়ায় প্রকাশের পর পর বেশ প্রশংসা কুড়িয়েছে গানটি।  অনেকে নিজেদের ফেসবুকে গানটির লিংক শেয়ার করছেন।

চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম অভিনীত আমি নেতা হব ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৬ ফেব্রুয়ারি। মুক্তি আগেই প্রকাশিত  ‘চুম্মা’ নামের এই গানে শাকিব ও বিদ্যা সিনহা মিমকে পার্টি গানের স্টাইলে দেখা যাচ্ছে।

গানে কণ্ঠ দিয়েছেন শ্রী প্রীতম, জেমি ইয়াসমিন। এছাড়াও র‍্যাপে কণ্ঠ দিয়েছেন বনি। গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ ও কোরিওগ্রাফি করেছেন তানজিল আলম।

এর আগে এই ছবির ‘লাল লিপস্টিক’ শিরোনামের আইটেম গানটি প্রকাশ পায়। শাকিব খানের উপস্থিতি ও মিমের আবেদনময়ী পরিবেশনায় ওই গানটিও পায় বেশ জনপ্রিয়তা।

গুণী নির্মাতা উত্তম আকাশ পরিচালিত আমি নেতা হব সিনেমাটিয় শাকিবের নায়িকা মিম। সুপারহিট ‘আমার প্রাণের প্রিয়া’ ছবির নয় বছর পর ফের মুক্তি পেতে যাচ্ছে শাকিব-মিম জুটি নতুন ছবি। অন্যান্য চরিত্রে আরও রয়েছেন ওমর সানি, মৌসুমী, সাদেক বাচ্চু, ডিজে সোহেল।

গেল ডিসেম্বর মাসের ২১ তারিখ আমি নেতা হব ছবিটি সেন্সরবোর্ডে জমা পড়ে। ওই মাসের শেষেই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত আমি নেতা হব ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র লাভ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাসপাতালের এমআরআই মেশিনে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

ভারতের মুম্বাইয়ের একটি সরকারি হাসপাতালে শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। এক আত্মীয়ের এমআরআই করার প্রস্তুতি চলছিল। এমন সময় অক্সিজেন সিলিন্ডার নিয়ে সেই ঘরে ঢুকেছিলেন ৩২ বছরের যুবক রাজেশ মারু। ঘরে ঢোকা মাত্রই তাকে টেনে নেয় এমআরআই মেশিন। দু’মিনিটের মধ্যেই মেশিনে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে রাজেশের। এমআরআই মেশিনে রাজেশকে টেনে নেয়ার সঙ্গে সঙ্গে তার চিৎকারে ছুটে আসেন হাসপাতালের কর্মী ও নিরাপত্তারক্ষীরা। মেশিন বন্ধ করে তাকে রক্তাক্ত অবস্থায় বের করা হয়।কিন্তু ততক্ষণে মৃত্যু হয় তার।

দেশটির পুলিশ জানিয়েছে, এক আত্মীয়কে এমআরআই করাতে নিয়ে গিয়েছিলেন রাজেশ। তার পরিবারের দাবি, শ্বাসকষ্ট হওয়ায় ওই আত্মীয়ের জন্য অক্সিজেন সিলিন্ডার আনতে বলা হয়। হাসপাতালের এক ওয়ার্ডবয় ওই সিলিন্ডার আনতে বলে। সিলিন্ডার নিয়ে এমআরআই রুমে ঢুকতে যান রাজেশ। তখনই ঘটে দুর্ঘটনা। শুধু অক্সিজেন সিলিন্ডার নয়, এমআরআই রুমে যেকোন ধাতববস্তু নিয়ে ঢোকার ক্ষেত্রেই নিষেধাজ্ঞা রয়েছে। এমআরআই মেশিনে শক্তিশালী চুম্বক থাকার কারণেই এই নির্দেশ। তারপরও কীভাবে রাজেশকে ওই ঘরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাওয়ার কথা বলা হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি, হাসপাতালের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। এমআরআই রুমের বাইরে কোন নিরাপত্তারক্ষী বা হাসপাতালের কর্মী ছিলেন না। আর সে জন্য সিলিন্ডার নিয়ে ঘরে ঢোকার সময় রাজেশকে কেউ আটকায়নি।

এই ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ডেপুটি স্থানীয় পুলিশ কমিশনার (জোন ৩) বিরেন্দ্র মিশ্র জানিয়েছেন, পুলিশ তদন্ত শুরু করেছে। গাফিলতি প্রমাণিত হলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এক ডাক্তার ও এক ওয়ার্ডবয়কে বরখাস্ত করা হয়েছে। আনন্দবাজার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় তিনি বলেন, ‘সুস্থ্য দেহ সুস্থ্য মন না থাকলে লেখা পড়ায় মন বসেনা। তাই লেখা-পড়ার পাশা পাশি খেলা ধূলার বিকল্প নেই। খেলা ধূলা দেহ ও মনকে সতেজ রাখে। লেখা-পড়ার পাশা পাশি খেলার প্রতি সমান মনোযোগি হতে হবে। শিক্ষকদের পাশা পাশি অভিভাবকদের সন্তানদের প্রতি আরো বেশি নজর দিতে হবে। তাহলে ভাল ফলাফল করা সহজ হবে। লেখা পড়ার মান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। খুব শীঘ্রই এই বিদ্যালয়ে ১০তলা বিশিষ্ট অত্যাধুনিক ভবন নির্মাণ হতে যাচ্ছে। তখন আর ক্লাস রুম সংকট থাকবেনা।’ এসময় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সামিমা ইসমত আরা, উম্মে হাবিবা, সহকারি শিক্ষক সোহেলী সুলতানা, মো. আনিছুর রহমান, রিণা রাণী নন্দী, মো. আবু সাঈদ, মো. আবুল খায়ের, মোস্তফা মনিরুজ্জামান, খোরশেদ আলম, মো. হাবিবুল্লাহ, আসাদুজ্জামান ও মো. মমতাজ হোসেন প্রমুখ। এসময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে ভাব-বাংলাদেশের শিক্ষা উপকরণ উপহার

শ্যামনরগর ব্যুরো : ভলান্টিয়ার্স এসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব-বাংলাদেশ) এর ভাব মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন প্রকল্পের আয়োজনে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১২ টায় শ্যামনগর উপজেলার কাঁঠালবাড়ীয়া এ,জি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন কাঁঠাল বাড়ীয়া এ,জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার দেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাব-বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এম এ আলিম খান, সুজনের সাধারণ সম্পাদক ঈশ্বরীপুর এ সোহবান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন উদ্দীন। বক্তব্য রাখেন জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, হেঞ্চী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুল আলম, চিংড়ীখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস। এসময় ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কাঁঠাল বাড়ীয়া এ,জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক ও সাংবাদিক রনজিৎ কুমার বর্মন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে বিশেষভাবে সক্ষম শিশুদের সহায়ক উপকরণ বিতরণ

শ্যামনগর ব্যুরো: শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় উপজেলার ৬টি বিদ্যালয়ের বিশেষ ভাবে সক্ষম শিশুদের মাঝে গতকাল আনুষ্ঠানিক ভাবে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। শ্যামনগর উপজেলা চত্বরে হুইল চেয়ার বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এস এম মহসীন উল মূলক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তপন কুমার দেবনাথ, সংশ্লিষ্ট শিক্ষক বৃন্দ, বিশেষ ভাবে সক্ষম শিশু ও অভিভাবক বৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্যামনগর শিশু শিক্ষা নিকেতন এর প্রধান শিক্ষক পরিমল কর্মকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest