সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে স্থানীয় পর্যায়ে কর্মশালা  সাতক্ষীরা জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্নকলারোয়ায় মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হল না কিশোর নয়নেরসাতক্ষীরায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনবৃত্তি উৎসবের নামে সাতক্ষীরায় চলছে কোচিং সেন্টারের রমরমা বাণিজ্য: প্রশাসনের হস্তক্ষেপ কামনাসাতক্ষীরায়পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ৩ লাখ ৯৮ হাজার টাকার চেক হস্তান্তরসাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে হেলমেট বিতরণসাতক্ষীরার প্রাণসায়ের খাল রক্ষায় যুব সমাজের দাবি আশাশুনি উপজেলা যুব দলের যুগ্ম আহবায়কের পিতার দাফন দুই মেয়ের পর আবারো মেয়ের জন্ম :  ৫দিনের কন্যাশিশুকে খালের পানিতে ফেলে হত্যা- মা আটক

নিউজিল্যান্ডে গিয়ে ধরাশায়ী পাকিস্তান। ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ (৫-০) করল কিউয়িরা। শুক্রবার বেসিন রিজার্ভে সিরিজের শেষ ম্যাচেও পাকিস্তানকে ১৫ রানে হারালো নিউজিল্যান্ড।

প্রথমে ব্যাট হাতে কামাল দেখান মার্টিন গাপটিল। তার সেঞ্চুরিতে সাত উইকেটে ২৭১ রান তোলে ‘ব্ল্যাক ক্যাপস’। পরে বল হাতে দাপট ম্যাট হেনরির। পাকিস্তানের ব্যাটিংয়ের টপ-অর্ডারকে একাই নাড়িয়ে দেন ডানহাতি কিউয়ি পেসার। শেষ পর্যন্ত ৫৩ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট। হেনরির দাপটে এক ওভার বাকি থাকতেই ২৫৬ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।

এ নিয়ে তৃতীয়বারের মতো পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হল পাকিস্তান। ১৯৮৮ সালে ওয়েস্ট ইন্ডিজের পর ২০১০ অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। আর নিউজিল্যান্ড এই নিয়ে দ্বিতীয়বার ৫-০ ওয়ান ডে সিরিজ জিতল। এর আগে ২০০০ সালে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল কিউয়িবাহিনী।

পাকিস্তানকে ৫-০ হারিয়ে তিন ফর্ম্যাট মিলিয়ে টানা এক ডজন ম্যাচে জয় পেল নিউজিল্যান্ড। শুধু তাই নয়, গত বছর মার্চের পর থেকে ঘরের মাঠে অপরাজিত ‘ব্ল্যাক ক্যাপস’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

হলো না। ঘুরে দাঁড়ানো তো দূরে থাক, সামান্যতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারলো না শ্রীলঙ্কা। দাপুটে ক্রিকেটে অসহায় আত্মসমর্পণ করিয়ে চন্ডিকা হাথুরুসিংহের লঙ্কা অধ্যায় আরও কঠিন করে তুললো বাংলাদেশ। টাইগারদের সামনে মাত্র ১৫৭ রানে অলআউট হয়ে লঙ্কানরা ম্যাচটি হেরেছে ১৬৩ রানে। যাতে বাংলাদেশ পেয়েছে ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানের জয়।

ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন বাংলাদেশের তিন ব্যাটসম্যান- তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তাদের হাফসেঞ্চুরির ওপর ভর দিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ স্কোরে জমা করে ৩২০ রান। কঠিন সেই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকা হাথুরুসিংহের দল ৩২.২ ওভারে গুটিয়ে যায় ১৫৭ রানে।

অসাধারণ থ্রোতে দিনেশ চান্ডিমালকে আউটের পর এলেন বোলিংয়ে, সেখানে সাকিব আল হাসান আরও দুর্দান্ত। জোড়া আঘাতে এই স্পিনার ফেরালেন অসেলা গুনারত্নে ও ভনিন্দু হাসারঙ্গাকে। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন সাকিব। ২৬তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে দুই উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে আরও চেপে ধরেন বাংলাদেশি অলরাউন্ডার। গুনারত্নেকে আউট করে সাকিব পান ম্যাচের প্রথম উইকেট। ১৬ রান করা গুনারত্নেকে ক্যাচ বানান তিনি মোহাম্মদ সাইফউদ্দিনের হাতে। এখানেই থামলেন না তিনি, পরের বলেই আবার উইকেট। সাকিবের ঘূর্ণি বলটা বুঝতে পারেননি নতুন ব্যাটসম্যান হাসারঙ্গা। বল তার ব্যাটের উপরের দিতে লেগে ভাসতে থাকে বাতাসে, সহজ ক্যাচটা গ্ল্যাভসবন্দী করতে কোনও অসুবিধাই হয়নি মুশফিকুর রহিমের।

বোলিংয়ে আসার ঠিক আগেই দুর্দান্ত এক থ্রোতে সাকিব রান আউট করেন চান্ডিমালকে। টপ অর্ডারের ব্যর্থতার দিনে বেশ ভালোই খেলছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া এই ব্যাটসম্যান। কিন্তু দুর্ভাগ্যজনক রান আউটে ফিরতে হয় তাকে ২৮ রান করে।

চাপে পড়া দলকে আরও চাপে ফেলে গেলেন নিরোশান ডিকবেলা। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ছিলেন না এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের চোটে একাদশে সুযোগ হয়ে যায় তার। যদিও সুযোগটা মোটেও কাজে লাগাতে পারেননি তিনি। ১৬ রান করে বোল্ড হয়ে ফিরে গেছেন মোস্তাফিজের বলে।

তার আগে জ্বলে উঠেছিলেন মাশরাফি। বোলিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে নিজের দ্বিতীয় উইকেট পেয়ে যান কুশল মেন্ডিসকে আউট করে। শুরু থেকেই ভুগতে থাকা লঙ্কান ব্যাটসম্যান আউট হয়েছেন ১৯ রান করে। তার ৩৪ বলের ইনিংসটি থামে মাশরাফির বলে রুবেল হোসেনের তালুবন্দী হয়ে।

তিন হাফসেঞ্চুরিতে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরে জমা করেছে ৩২০ রান। সেই লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই শ্রীলঙ্কা হারায় ‍কুশল পেরেরার উইকেটটি। স্পিন আক্রমণ দিয়ে বোলিং ইনিংস শুরু করা টাইগাররা তৃতীয় ওভারেই পায় সাফল্য। নাসির হোসেন নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই বোল্ড করে সাজঘরে ফেরান লঙ্কান ওপেনারকে। আউট হওয়ার আগে কুশল পেরেরা করেছেন মাত্র ১ রান।

জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে অসাধারণ এক ইনিংস খেলেছিলেন কুশল পেরেরা। আফ্রিকার দেশটির বিপক্ষে ১২ রানে হারার ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল দলীয় সর্বোচ্চ ৮০ রানের ইনিংস। বাংলাদেশের বিপক্ষেও তার কাছ থেকে ভালো একটি ইনিংসের প্রত্যাশা ছিল লঙ্কানদের। কিন্তু হলো না, শুরুতেই আউট হয়ে চাপ বাড়িয়ে যান দলের।

শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছিল শ্রীলঙ্কা। অন্তত উপুল থারাঙ্গা বেশ ভালোভাবেই গুছিয়ে নিয়েছিলেন নিজেকে। যদিও উইকেটে বেশি সময় তাকে থাকতে দিলেন না মাশরাফি। বাংলাদেশ অধিনায়কের শিকার হয়ে ফিরে গেছেন লঙ্কান ওপেনার। জিম্বাবুয়ের বিপক্ষে আগের ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি থারাঙ্গা। ১১ রানে আউট হওয়া এই ওপেনারের বাংলাদেশের বিপক্ষে দায়িত্ব ছিল আরও বেশি। শুরুতে উইকেট হারানোর পর প্রাথমিক চাপটা ভালোভাবেই সামলে উঠেছিলেন তিনি। যদিও ইনিংস লম্বা করতে পারেননি। মাশরাফির বলে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়ার আগে করেন ২৫ রান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বি এম আলাউদ্দীন: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা দূর্গা মন্দির কমিটির আয়োজনে দূর্গা মন্দির উন্নয়ন কল্পে ০৮ দলীয় নক-আউট ব্যাট মিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত্র ৯টায় গোয়ালডাঙ্গা দূর্গা মন্দির মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ান দলের হাতে পুরস্কার তুলে দেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিদুল ইসলাম শাহীন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস,আই আঃ রাজ্জাক, এ,এস,আই অাসলাম হোসেন, মিতালী যুব সংঘের সভাপতি মোঃ আছাদুল ইসলাম ফকির, মানিকখালি ব্রীজ কন্টাকটর মিলন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক শিবপদ সরকার, সাংবাদিক বি এম আলাউদ্দীন, আল আমিন যুব সংঘের সভাপতি মোঃ শরিফুল ইসলাম, জা,গো তরুন ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ও সাংবাদিক শাহিনুর ইসলাম, বড়দল ইউনিয়ন চেয়ারম্যান প্রতিনিধি মফিজুল ইসলাম, বড়দল ইউনিয়ন দফাদার মোক্তাজুল ইসলাম, আজারুল ইসলাম (আজগার), ডাঃ সাইফুল ইসলাম, শিক্ষক মোঃ আবুল খায়ের, শংকর মজুমদার, এস এম শরিফুল ইসলাম (ফুল) প্রমুখ। খেলায় ফাইনালে সাতক্ষীরা পৌরসভা-১ ও দরগাপুর দল একে অপারের প্রতিদন্দিতা করে। ২-০ তে  ম্যাচ জিতে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন দরগাপুর দল। চাম্পিয়ান দলকে ২১ ইঞ্চি টিভি ও রানার্স আপ দলকে ১৪ ইঞ্চি টিভি পুরস্কার দেওয়া হয়।সেরা খেলোয়ার নির্বাচিত হন তুষার। রিফারির দায়িত্ব পালন করেন মনিরুজ্জামান টিটু ও হরিদাশ ব্যাণার্জী। ধারাভাষ্যয় ছিলেন শিক্ষক শিবভোলা সরকার।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কেলি ব্রুকই পৃথিবীতে আদর্শ দৈহিক গড়নের মালিক

সুন্দরী প্রতিযোগিতায় নারীদেহের আদর্শ গড়ন, দৈহিক সৌন্দর্যের ভিত্তিতে আলাদা নম্বর বরাদ্দ রয়েছে। কেবল সার্বিক অর্থেই নয়, দেহে প্রত্যেক অঙ্গের আদর্শ গড়ন নিয়েও হয়েছে গবেষণা। সেই গবেষণায় চিহ্নিত হয়েছেন একজন নারী, যার দেহকে আদর্শ নিখুঁত গড়নের বলা হচ্ছে।

যিনি সর্বোত্তম দেহের তকমা পেয়েছেন তার নাম কেলি ব্রুক। রটেস্টারে ১৯৭৯ সালে ২৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। বিজ্ঞান বলছে, তার চুল, নখ, হাত-পা থেকে শুরু করে সবকিছুই একেবারে আদর্শ মাপের। তিনি ব্রিটিশ মডেল, অভিনেত্রী এবং টেলিভিশন ব্যক্তিত্ব। তার মডেলিং ক্যারিয়ার শুরু হয়েছে মাত্র ১৬ বছর বয়সে। এক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়া পরই মডেলিং শুরু করেন। তার মা ওই প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন। এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি।

এর আগেও তার দৈহিক গড়ন ডেইলি স্টার ট্যাবলয়েড এর এডিটরিয়াল টিমের দৃষ্টি কাড়ে। একবার গ্রাজিয়া ম্যাগাজিন আদর্শ নারীদেহ খুঁজে নিয়ে বাছাই করে ৫ হাজার নারী। সেখানে সেরার খেতাব পান কেলি।
এ গবেষণা করেছে ইউনিভার্সিটি অব টেক্সাসের একদল বিশেষজ্ঞ। নারীর আদর্শ গড়নের মাপে কেলির দেহ পুরোপুরি খাপ খায়। গবেষকদের মতে, একমাত্র কেলি ব্রুকই এই পৃথিবীতে আদর্শ দৈহিক গড়নের মালিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশের ছুঁড়ে দেয়া ৩২১ রানের বড় লক্ষ্য তাড়া করছে শ্রীলঙ্কা। শুরু থেকেই তাদের চেপে ধরেছেন বাংলাদেশের বোলাররা। দলের ২ রান উঠতেই একটি উইকেট হারায় লঙ্কানরা।

তবে পরে কিছুটা থিতু হয়েছিল উপুল থারাঙ্গা আর কুশল মেন্ডিসের জুটিটি। থারাঙ্গাকে মাহমুদউল্লাহর ক্যাচ বানিয়ে ৪১ রানের এই জুটিটি ভেঙেছেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১.৩ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৫৪ রান।

লঙ্কান দলের বাঁহাতি দুই ওপেনার উপুল থারাঙ্গা আর কুশল পেরেরাকে ভড়কে দিতে নাসির হোসেনকে দিয়ে বোলিং আক্রমণ শুরু করেন মাশরাফি বিন মর্তুজা। বুদ্ধিটা কাজে দিয়েছে বেশ।

নাসিরের প্রথম ওভারে মাত্র ২ রান নিতে পেরেছে শ্রীলঙ্কা। মাশরাফি তো পরের ওভারে রানই দেননি। এর মধ্যে তার একটি এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দিয়েছিলেন আম্পায়ার। রিভিউ নিয়ে অল্পের জন্য বেঁচে যান উপুল থারাঙ্গা।

পরের ওভারের প্রথম বলেই আঘাত হানেন নাসির। ডাউন দ্য উইকেটে খেলতে এসে তার নিচু হয়ে যাওয়া বল মিস করে বোল্ড হন ১ রান করা কুশল পেরেরা। এরপর মিড অফে মাশরাফিকে তুলে মারতে গিয়ে আউট হয়েছেন থারাঙ্গা। লঙ্কান এই ওপেনার করেন ২৫ রান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে তিন লাখ টাকা মুক্তিপনের দাবিতে ৪ জেলেকে অপহরণ করেছে নবাগত বনদস্যু ডন বাহিনী। শুক্রবার ভোরে সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার পাকড়াতলা খাল থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার পার্শ্বেখালী গ্রামের আবু বাক্কার গাজীর ছেলে শাহিন গাজী (৩০), একই এলাকার সোবহান শেখের ছেলে আলিম শেখ (৪৫), কৈখালী গ্রামের মৃত আজম গাজীর ছেলে রমজান আলী (৪০) ও কওছার আলী (৫০)।

ফিরে আসা জেলে পার্শ্বেখালী গ্রামের মৃত জহির গাজীর ছেলে মহিদুল ইসলাম জানান, তিনিসহ ৫/৬ জন জেলে এক সপ্তাহ আগে কৈখালী ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাশ নিয়ে সুন্দরবনে গিয়েছিলেন মাছ শিকার করতে। শুক্রবার ভোরে তারা সুন্দবনের পাকড়াতলা খালে মাছ শিকার করার সময় তিন লাখ টাকা মুক্তিপণের দাবিতে উক্ত চার জেলেকে অপহরন করে নবাগত বনদস্যু ডন বাহিনী।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক শোয়েব খান জানান, এ ব্যাপারে আমাদের কাছে এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক: অতিরিক্ত পুলিশ সুপার (সাতক্ষীরা সদর সার্কেল) মেরিনা আক্তার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মেদকে সাথে নিয়ে বিশেষ অভিযান চালিয়ে ৩ পিছ অবিষ্ফোরিত ককটেল, বিপুল পরিমান জালেরকাঠি, জিহাদি বইসহ কট্টরপন্থি ৬ জামায়াত নেতাকর্মীকে আটক করেছে। শুক্রবার ভোর ৫টার দিকে সাতক্ষীরা সদরের ঘদাঘাটা বারাকাতিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকা হতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সদরের শিয়াল ডাঙ্গা গ্রামের নজরুল মোল্লার ছেলে হাফেজ মোঃ আব্দুল হাকিম মিন্টু(৩১), বাশঘাটা গ্রামের রেজাউল ইসলামের ছেলে আফজাল হোসেন(১৯), দক্ষিণ গদাঘাটা গ্রামের ইয়াকুব আলীর ছেলে ইউনুস হোসেন ছোটন(২১), টেংরা গ্রামের ইয়ার আলীর ছেলে সাদ্দাম হোসেন(১৮), দেবহাটার ধোপাখালী গ্রামের মৃত ইমান আলী গাজীর ছেলে হাফেজ মোঃ আব্দুল হান্নান(২৬) ও কলারোয়ার নিলকণ্ঠপুর গ্রামের শওকাত আলীর ছেলে হামিদুর রহমান(২২)।
অতিরিক্ত পুলিশ সুপার( সাতক্ষীরা সদর সার্কেল) মেরিনা আক্তার বলেন, নাশকতা সৃষ্টির লক্ষে জামায়াত শিবিরের নেতাকর্মীরা ঘদাঘাটা বারাকাতিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঝেরপাড়া শাহী মসজিদে সরকার বিরোধী গোপন বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ৩/৪টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে। পালানোর সময় জামায়াত ও শিবিরের ৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে এবং ঘটনা স্থল হতে ৩টি অবিষ্ফোরিত ককটেল, বিপুল পরিমান জালের কাঠি ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইমরান হোসেন (কাদাকাটি): আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া গ্রামে গলায় রশি দিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। গতকাল (বৃহস্পতি বার) দুপুরে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
মৃত জব্বার মোড়লের পুত্র মোঃ রশিদ মোড়ল (৬৮) গতকাল সকাল ১০ টার দিকে বাড়ি থেকে এসে তার নিজের চাউল ব্যাবসা দোকানের ভিতরে দরজার হাক লাগিয়ে নিজে দোকানের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্নহত্যা করেন। দুপুরে বাড়ি ফিরতে দেরি হলে তার স্ত্রী মন্জুয়ারা বেগম দোকানে এসে দেখে দরজা বন্ধ করা। দরজা ভেঙ্গে দোকানে প্রবেস করে স্থানিও লোকজন ডেকে মন্জুয়ারা শ্বামির লাস উদ্ধার করেন। সরজমিনে দেখা গেছে দীর্ঘদিন শে পেটে ব্যাথায় ভুগছিলেন। এ ঘটনার পর কাদাকাটি ইউনিয়ন চেয়ারম্যান দ্বীপংকর সরকার (দ্বীপ) আশাশুনি থানায় খবর দেন। আশাশুনি থানার SI প্রদ্বীপ কুমার সানা ঘটনাস্থলে যেয়ে, কাদাকাটি ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও স্থানিও লোকজোনের কাছে তদন্তকরে লাশ দাফন কাফনের অনুমতি দেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest