সর্বশেষ সংবাদ-
ব্যবসায়ীকে মারধরের ঘটনার ভিডিও করায় সাংবাদিকদের মারপিটের অভিযোগ ডা; ফয়সালের বিরুদ্ধেতাপদাহে রিকশাচালক-পথচারী‌দের‌ মাঝে ড্রিম সাতক্ষীরার পা‌নি ও স্যালাইন বিতরণআন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিস চত্বরে মরা শিশু গাছে ঝুঁকি বাড়ছেকলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন লাল্টুর গণ সমাবেশএডভোকেসি নেটওয়ার্ক এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের ত্রৈমাসিক সমন্বয় সভাশ্যামনগরের কৈখালী পোলের খাল খনন কর্মসূচির উদ্বোধনশ্যামনগরে সালাতুল ইস্তেকার নামাজ আদায়তীব্র তাপদাহে পুড়ছে উপকুলীয় জেলা সাতক্ষীরা, তাপমাত্রা আজ সর্বোচ্চ ৩৯.৩ ডিগ্রিদেবহাটায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময়

এমপি রবির আহ্ছানিয়া মিশন মাল্টি কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ পরিদর্শন

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মাল্টি কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ পরিদর্শণ করলেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। শনিবার দুপুরে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনে সরেজমিনে গিয়ে ভবনের নির্মাণ কাজ ঘুরে ঘুরে দেখেন এবং নির্মাণ কাজ দ্রুত গতিতে সুন্দরভাবে হওয়ায় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন পরিচালনা পরিষদের কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং নির্মাণ কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন পরিচালনা পরিষদের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, আহছানিয়া মিশন আদর্শ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ সিদ্দীকী, আহছানিয়া মিশন পরিচালনা পরিষদের নির্বাহী সদস্য আবু কাজী, জাহান প্রিন্টিং প্রেসের পরিচালক মো. আবু সোয়েব এবেল ও আহছানিয়া মিশন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ৪

দেবহাটা ব্যুরো : দেবহাটা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার হয়েছে। শুক্রবার রাতে দেবহাটার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। থানার সেকেন্ড অফিসার ইয়ামিন আলী অভিযান চালিয়ে জি আর ৮০/১৭এর আসামি দক্ষিণ পারুলিয়া গ্রামের আনারুল ইসলামের পুত্র মোখলেছুর রহমানকে আটক করে। এসআই হাবিবুর রহমান অভিযান চালিয়ে জিআর ৪১/১৭ এর আসামি বিল শিমুলিয়া গ্রামের তমেজ আলীর পুত্র আজগর আলী সরদারকে আটক করে। এসআই আব্দুস সামাদ আরেক অভিযানে শাখরা এলাকা থেকে জিআর ১৫৫/১৩ এর আসামি মুছা গাজীর পুত্র আহছান উল্লাহকে আটক করেছে। একই সাথে এএসআই আল-আমিন, মাসুদ, আবুল কালাম, আব্দুল গনি মিয়া কোমরপুর গ্রামের শাহাজান আলীর পুত্র সালাউদ্দীনকে ১১২পিচ ইয়াবাসহ আটক করে। ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে দেবহাটা থানায় মাদক দ্রব্য আইনে ৩/১১/২০১৭ তারিখে ৪নং মামলা দায়ের হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ৪ দিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ : “ জনকল্যাণে রাজস্ব, উন্নয়নের অক্সিজেন রাজস্ব’ সুখী স্বদেশ গড়তে ভাই আয়করের বিকল্প নাই, সমৃদ্ধির সোনালী দিন আনতে হলে আয়কর দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৪দিন ব্যাপি আয়কর মেলা ২০১৭ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জনসাধারণের মধ্যে আয়কর বার্তা পৌছে দেওয়া, কর বান্ধব পরিবেশ সৃষ্টি করা, সর্বোপরি করদাতার সংখ্যা বৃদ্ধি ও প্রদান কার্যক্রম সহজ করার লক্ষ্যে কর অঞ্চল খুলনা, সাতক্ষীরা সার্কেল-১৩ এর উদ্যোগে কর অঞ্চল খুলনা’র যুগ্ম-কর কমিশনার মো. মঞ্জুর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথি’র বক্তব্যে সাংসদ বলেন, ‘আয়কর হচ্ছে দেশের উন্নয়নের সোপান। আয়কর প্রদান করলে সামাজিক ও ব্যক্তিগত মর্যাদা বৃদ্ধি পায়। যোগ্য ব্যক্তিদের সঠিক সময়ে কর প্রদান করতে হবে। নিয়মিত কর প্রদান করে দেশের উন্নয়নে শরীক হতে আহবান জানান। দেশের উন্নয়ন হয় জনগণের আয়কর ও ট্র্যাক্সের আদায়কৃত অর্থ থেকে। তাই আয়কর সকলের যথাসময়ে সঠিকভাবে প্রদান করা উচিত। বর্তমান সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে তা বিগত কোন সরকারের আমলে হয় নাই। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। দেশের উন্নয়নের স্বার্থে সকলকে কর প্রদানে উৎসাহিত করতে হবে এবং জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।’ আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বেলুন ও ফেস্টুন উড়িয়ে ৪দিন ব্যাপি এ মেলার উদ্বোধন করেন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আব্দুল মান্নান, আয়কর আইনজীবী সমিতি’র সভাপতি এড. মো. সামছুল হক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সার্কেল-১৩ সাতক্ষীরা সহকারী কর কমিশনার সামছুজ্জামান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, এড. অনিত মুখার্জীসহ জেলার অসংখ্য করদাতাগণ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক মো. রেজাউল করিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ৪৬তম জাতীয় সমবায় দিবসে র‌্যালি ও আলোচনা সভা

কলারোয়া ডেস্ক : ‘উৎপাদনমুখি সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় এ উপলক্ষ্যে উপজেলা সমবায় অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি, জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি কলারোয়া পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে জাতীয় পাতাকা উত্তোলন শেষে ওই মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্রনাথ বিশ্বাস। এর আগে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা নওশেল আলী। এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিআরডিপি’র চেয়ারম্যান আব্দুল গফুর, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, কামারালী সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আবু বকর ছিদ্দিক, সরসকাটি পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এম এ কালাম, সহ-সভাপতি অধ্যাপক কে এম আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক এম এ মাসুদ রানা, দপ্তর সম্পাদক সুজাউল হক, সাংবাদিক সরদার জিল্লুর রহমান, রাজিবুল ইসলাম, রুহুল আমিনসহ উপজেলার বিভিন্ন সমিতি থেকে আসা কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মটর সাইকেল দুর্ঘটনায় বুধহাটা বাজারের ধান ব্যবসয়ীর স্ত্রী নিহত

মোস্তাফিজুর রহমান : আশাশুনি টু সাতক্ষীরা সড়কের কোমরপুর ডাক্তার বাড়ির মোড়ে মটর সাইকেল দুর্ঘটনায় ১জন নিহত ও ২ জন আহত হয়েছে। নিহত  নাজমা খাতুন (৪০) কুল্যা ইউনিয়নের কুল্যা গ্রামের ধান ব্যবসায়ী আবুল কাশেমের মোড়লের স্ত্রী। (শনিবার) সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আশাশুনি উপজেলার কুল্যা গ্রামের ধান ব্যবসায়ী আবুল কাশেম মোড়লের পুত্র জোবায়ের গতকাল সকাল ৯.৩০ টার দিকে বাড়ী থেকে মটর সাইকেলে তার মা ও বোনকে নিয়ে সাতক্ষীরায় ডাক্তারের কাছে যাচ্ছিলেন। ঘটনাস্থান কোমর পুর ডাক্তার বাড়ির মোড়ে পৌছালে একটি যাত্রীবাহী বাসকে ওভার টেক করার সময় চাকা স্লিপ করলে তারা রাস্তার উপর ছিটকে পড়ে যায়। এসময় আশাশুনির  দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সাইটে ধাক্কা পেয়ে জোবায়েরের মা নাজমা খাতুন ঘটনাস্থানেই মারা যায়। চালক জোবয়ের(১৫) ও তার বোন সামিয়া আক্তার (৪) আহত হয়েছে। ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভালুকাচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মা নিহত, ছেলে আহত

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা-আশাশুনি মহাসড়কের ভালুকাচাঁদপুর নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাজমা খাতুন নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ওই গৃহবধূর ছেলে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার ভালুকাচাঁদপুর মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নাজমা খাতুন ভাঁলুকাচাঁদপুর গ্রামের আবুল কাসেমের স্ত্রী।

স্থানীয়রা জানান, বাড়ি থেকে ছেলের মটরসাইকেলের পিছনে বসে নাজমা খাতুন সাতক্ষীর শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে ভালুকাচাঁদপুর মোড়ে পৌছালে পিছন দিক থেকে একটি ট্রাক তাদেরকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলে নাজমা খাতুন মারা যান। এতে তার ছেলে মারাত্মক আহত হয়। আহত ছেলেকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ঘাতক ট্রাকসহ চালক পালিয়ে যাওয়ায় তাদেও আটক করা সম্ভব হয়নি বলে ওসি আারো জানান।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গাদের ধান কেটে নিচ্ছে মিয়ানমার সেনাবাহিনী

রাখাইনে রোহিঙ্গাদের চাষাবাদ করে আসা ক্ষেতের ধান কাটা শুরু করেছে মিয়ানমার সরকার। বিভিন্ন এলাকা থেকে আনা শ্রমিকদের পাশাপাশি দেশটির সেনাবাহিনীও ধান কাটছে ক্ষেত থেকে।

টেকনাফ ও উখিয়ায় পালিয়ে আসা রোহিঙ্গারা এই তথ্য জানিয়েছেন। এমনকি মিয়ানমারও ঘোষণা দিয়ে রোহিঙ্গাদের ধান কাটার বিষয়টি স্বীকার করেছে।

গত শনিবার (২৮ অক্টোবর) থেকে রাখাইনের প্রত্যন্ত অঞ্চলের আবাদি জমি থেকে ধান কাটা শুরু করেছে মিয়ানমার সরকার। এজন্য সেনাবাহিনী দেশটির বিভিন্ন অঞ্চল থেকে রাখাইনে শ্রমিক নিয়ে এসেছে।

গত আগস্টের শেষের দিকে শুরু হওয়া সহিংসতায় রাখাইন রাজ্য থেকে প্রায় ছয় লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। ওই রাজ্যের ৯০ শতাংশেরও বেশি মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। সহিংসতা শুরুর আগে রোহিঙ্গারা আবাদি জমিতে ধান চাষ করেছিল। সেই ধান এখন পেকেছে। আর তা কেটে নিচ্ছে মিয়ানমার সরকার।

শনিবার রাখাইনের মংডু এলাকা থেকে ধানকাটা শুরু হয়। মংডুর মরিকং এলাকার রোহিঙ্গা চেয়ারম্যান জাফর আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

জাফর আলম বর্তমানে উখিয়ার থ্যাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে তার পরিবার নিয়ে রয়েছেন। তিনি খবর পেয়েছেন মিয়ানমার সেনাবাহিনী ও মগরা মিলে পাকা ধান কেটে নিয়ে যাচ্ছে।

তিনি জানান, রাখাইনের মংডুতে ৭১ হাজার একর জমির ধান কাটতে শুরু করেছে মিয়ানমান।

একইভাবে তমব্রু, বুচিদং, রাছিদংসহ অন্যান্য এলাকার ধানও কাটার ইঙ্গিত দিয়েছে মিয়ানমার। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের এক প্রতিবেদনে মংডু কৃষি বিভাগের প্রধান কর্মকর্তা থেইন ওয়েই’র উদ্বৃতি দিয়ে ধান কাটার বিষয়টি জানানো হয়েছে। তবে সরকার এই ধান কী করবে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

ধান কাটার খবর পেয়ে টেকনাফ ও উখিয়ার ক্যাম্পে থাকা রোহিঙ্গারা হতাশা ব্যক্ত করেছেন।

চেয়ারম্যান জাফর আলম জানান, রোহিঙ্গাদের আয়ের উৎস চাষাবাদ। সবাই ক্ষেত খামারে কাজ করে। গবাদি পশু পালন করে। সেনাবাহিনী ঘরবাড়ি, সহায় সম্পত্তি,মানুষ,গবাদি পশু পুড়িয়ে দিয়েছে। রোহিঙ্গাদের দেশ ছাড়া করেছে। এখন আবার ধান কেটে নিয়ে যাচ্ছে। এসব তাদের পূর্ব পরিকল্পিত।

রোহিঙ্গা নিধনের অভিযোগে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ তোয়াক্কা করছে না দেশটি। এখনও রাখাইন রাজ্য থেকে প্রতিদিন হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে আসছে। টেকনাফ ও উখিয়ার বিভিন্ন পাহাড়ে আশ্রয় হচ্ছে এসব নিঃস্ব রোহিঙ্গাদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার পুতিনের বিপক্ষে লড়াইয়ের ঘোষণা রুশ পর্নোস্টারের

রাশিয়ার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে প্রার্থী হওয়ার কথা ঘোষণা দিয়েছেন এলিনা বেরকোভা নামে দেশটির সাবেক এক পর্নোস্টার, যিনি এর আগে সোচির মেয়র পদে প্রার্থী হয়েছিলেন। উত্তর-পশ্চিম রাশিয়া মুরমানস্কের বাসিন্দা এলিনা ২ সন্তানের জননী।
সম্প্রতি ইন্সটাগ্রামে ভিডিও পোস্ট করে নিজের এই আগামী পরিকল্পনার কথা জানান তিনি।

৩২ বছরের এলিনার আগেও তিনজন নারী রুশ প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। এলিনা জানিয়েছেন, এখন প্রেসিডেন্ট নির্বাচনে অনেক নারীই অংশ নেন। তাদের অনুপ্রেরণায় তিনি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

হার্ভে ওয়েইনস্টেইনের (হলিউডে যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত) লোকেদের কীর্তি নিয়ে বীতশ্রদ্ধ এলিনা যৌন নিগ্রহের জন্য মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তির ব্যবস্থা করতে চান। তিনি বলেছেন, পুরুষদের বিবাহবিচ্ছেদ তিনি প্রায় অসম্ভব করে তুলবেন এবং স্কুলে যৌনশিক্ষা চালু করবেন। শুধু তাই নয়, ৪০ সেন্টিমিটারের বেশি লম্বা স্কার্ট পরাটা অপরাধ বলে গণ্য করা হবে বলেও তিনি জানিয়েছেন।

এর আগে, ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন রাশিয়ার মডেল, অভিনেত্রী ও টিভি উপস্থাপক কেসেনিয়া। তিনি রুশ প্লেবয় সাময়িকীর প্রচ্ছদকন্যা ও একাধারে সাংবাদিকও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest