সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসাতক্ষীরায় বিএনপি নেতা চিশতি’র মনোনয়নের দাবিতে সড়ক অবরোধগ্রীন কোয়ালিশন সাতক্ষীরা জেলা ইউনিটের কমিটি গঠনগণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভসাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে এক নারীর গহনা ও মোবাইল ছিনতাইসাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিসড়ক দুর্ঘটনায় আহত জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারিসাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন : জামায়াত সমর্থিত ৫টি পদে বিজয়সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতির অভিযোগে চাকুরিচ্যুত দুই শিক্ষক ভ্রাতা চাকুরি ফিরে পেতে মরিয়া

কালিগঞ্জে দ্বিতীয় শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১

নলতা প্রতিনিধি : দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঘুষুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক শ্রমিক নেতাকে গ্রেফতার করেছে। কালিগঞ্জ উপজেলার ঘুষুড়ি গ্রামের এক ভাটা শ্রমিক জানান, স্বামী তাকে ছেড়ে চলে যাওয়ার পর মেয়েকে নিয়ে সরকারি খাস জায়গায় বসবাস করেন তিনি। সংসার চালানোর জন্য তিনি বাবার সঙ্গে পার্শ্ববর্তী একটি ইটভাটায় কাজ করে থাকেন। তার বাড়ির পাশেই রয়েছে ঘুষুড়ি ইঞ্জিনভ্যান শ্রমিক অফিস। ওই সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন একই গ্রামের মাজেদ গাজী ওরফে ধোনা গাজীর ছেলে তোরাব আলী গাজী।
তিনি আরো জানান, ভাটায় থাকার কারণে বাড়িতে একা থাকা তার ২য় শ্রেনির পড়–য়া মেয়েকে শ্রমিক অফিসে টেলিভিশন দেখানোর নাম করে ডেকে নিয়ে যায় তোরাব আলী। টিভি ছেড়ে দেওয়ার পর দরজা লাগিয়ে দিয়ে মেয়েকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করলে ন্থানীয় লোকজন তোরাব আলীকে ধরে ফেলে। খবর পেয়ে তিনি রক্তাক্ত মেয়েকে নিয়ে কালিগঞ্জ স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করেন। খবর পেয়ে কালিগঞ্জ থানার উপপরিদর্শক ইস্রাফিল হোসেন রাতেই তোরাব আলীকে আটক করেন। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবীর দত্ত জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগে স্কুল ছাত্রীর নানা বাদি হয়ে তোরাব আলীর নাম উলে¬খ করে শুক্রবার রাতেই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৯(৪) ধারায় একটি মামলা দায়ের করেছেন। তোরাব আলীকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও ২২ ধারায় জবানবন্দির জন্য শনিবার দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালে ও আদালতে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় রায়হান স্মৃতি ক্রিকেট লীগে তিবরপাড়া একাদশ জয়ী

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার পারুলিয়ায় শহীদ আবু রায়হান স্মৃতি ক্রিকেটলীগের ফাইনাল খেলায় তিবরপাড়া একাদশ জয়লাভ করেছে। পারুলিয়া যুবসমাজের আয়োজনে দক্ষিণ পারুলিয়া স্পোটিং ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় এবং জেলা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সহযোগিতায় ৩য় বার্ষিক ক্রিকেট লীগ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় তিবরপাড়া ক্রিকেট একাদশ ৮উইকেটে ১৪৪রান করে অপরদিকে মোল্যাপাড়া একাদশ ১৫ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৭৬ রান পরাজিত হয়। খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারুলিয়া স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য আল-ফেরদাউস আলফা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি যুবলীগ নেতা শেখ তাজুল ইসলাম, ক্লাবের ক্রিড়া সম্পাদক অসীম ঘোষ, বিশিষ্ট সমাজসেবক আবু হাসান। খেলায় ধারা ভাষ্য প্রদান করেন সিরাজুল ইসলাম ও পরিচালনা করেন পারুলিয়া যুব সমাজের আহবায়ক আফসার হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মায়ের বাড়ি মন্দিরে চলছে স্বরস্বতী পূজার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক: শীতের শুভ্রতায় সনাতন ধর্মাবলম্বীদের স্বরস্বতী পূজা উৎসবকে সামনে রেখে চলছে উৎসবের সাজসজ্জা। স্বরস্বতি পূঁজার প্রতিমা তৈরিতে এখন মহাব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা। হিন্দু ধর্মালম্বীদের অন্যতম এউৎসব সদর উপজেলার মায়ের বাড়ি মন্দিরে আগামী সোমবারে অনুষ্ঠিত হবে। উপজেলার বিভিন্ন মন্দিরে এখন চলছে দেবী প্রতিমার ওপর কাঁদামাটির প্রলেপের কাজ শেষ হওয়ায় প্রতিমার ওপর রং তুলির আঁচড়। সেদিন দেবী সেজে উঠবেন অপরূপা সাজে। শঙ্খ, উলুধ্বনি আর মঙ্গল সংগীতে বিদ্যার দেবীকে বরণ করে নেবেন সনাতন ধর্মাম্বলী ভক্তরা। পার্থিব শান্তি, কল্যাণ, সমৃদ্ধি ও বিদ্যা লাভের জন্য হিন্দু সম্প্রদায় যুগ যুগ ধরে স্বরস্বতি দেবীর আরাধনা করে আসছেন। জেলা মন্দির সমিতির যুব কমিটির আয়োজনে উৎসবকে ঘিরে চলছে ব্যাপক আয়োজন। জেলা মন্দির সমিতির সভাপতি বাবু বিশ্বনাথ ঘোষ বলেন, এবারের স্বরস্বতি পুজা যুব কমিটির সার্বিক তত্বাবধানে দৃষ্টিনন্দন ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে বলে আশা করছি। জেলা মন্দির সমিতির সাধারন সম্পাদক রঘুজিৎ গুহ বলেন, আগামী সোমবারে স্বরস্বতী পূজা আনুষ্ঠানিক ভাবে শুরু হবে। যুব কমিটির দক্ষ নেতৃত্বে স্বরস্বতি উৎসব সুন্দর ও আকর্ষণীয় হবে। জেলা মন্দির সমিতির যুব কমিটির সভাপতি শংকর কুমার ঘোষ বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। জাতি ধর্ম নির্বিশেষে সকলেই ধনী-গরিবের ভেদাভেদ ভুলে এই আনন্দ আয়োজনে সামিল হবে। স্বরস্বতী পূজা উপলক্ষে সাতক্ষীরার মায়ের বাড়ি পূজা মন্ডপে প্রতিমা ও সাজ সজ্জার কাজ পূরোদমে এগিয়ে চলেছে। প্রতিমা তৈরির কারিগররা দিনরাত কাজ করছে। যুব কমিটির নেতৃত্বে রয়েছেন, সভাপতি শংকর কুমার ঘোষ, সহ-সভাপতি সুমন সাহা, সাধারণ সম্পাদক সুমন অধিকারী, অর্থ সম্পাদক তন্ময় সাহা, প্রচার সম্পাদক অলোক দাশ, মিলন বিশ্বাস, রনজিৎ ঘোষ, মিঠুন ব্যানার্জি প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা ইমাম সমিতির কুইজ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখা ও দারুল আরকাম ট্রাভেলস এর যৌথ উদ্যোগে শনিবার এক ইসলামীক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শহরের তুফান কনভেনশন সেন্টারে জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুর রশিদ এর সভাপতিত্বে এ কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ আবুল কালাম বাবলা। বিশেষ অতিথি ছিলেন, খুলনা সিটি কলেজের অধ্যাপক মাওলানা সাইদ আহমদ, মুফতি আখতারুজ্জামান, আলহাজ্ব আব্দুর রব ওয়ার্ছি প্রমুখ। সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৬০ জন প্রতিযোগি এ কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। ক,খ ও গ গ্রুপ মিলে প্রত্যেকটি গ্রুপে প্রথম দ্বিতীয় ও তৃতীয় করে মোট ৯ জনকে পুরস্কৃত করা হয় এবং একটি করে মেধা সনদ দেওয়া হয়। প্রতি গ্রুপের প্রথম স্থান অধিকারীকে নগদ ৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৩ হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকারীকে ২ হাজার টাকা করে প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতি আগামি বছর উপজেলা ওয়ারি শ্রেণি ভিত্তিক ইসলাম ও নৈতিক শিক্ষার উপর প্রাথমিক বাছাই করে জেলা পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতার ব্যবস্থা করবেন বলে ঘোষনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শীতার্থদের এমপি রবির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা পৌরসভার অসহায় ও শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে
শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা’র ব্যবস্থাপনায় জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় শীতার্থ মানুষের শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদস্য ডা. মুনছুর আহমেদ, জেলা মহিলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, জাফর, যুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, মনোয়ারা খাতুন প্রমুখ। এসময় সাতক্ষীরা পৌর এলাকার ৩শ’ ৪৫টি অসহায় শীতার্থ পরিবার ও দলিত সদস্যদের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় এনসিটিবি’র অনুমোদনহীন বই বাজারজাত চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় শিক্ষক নেতৃবৃন্দের বিরুদ্ধে বছরের শুরুতেই আবারও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি’র) অনুমোদনহীন বই মোটা অংকের টাকার বিনিময়ে বাজারজাত করতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে অনুমোদনহীন এসমস্ত বই বাজারে সয়লাব হয়ে গেছে বলে জানা গেছে।
সমিতির একাধিক নেতৃবৃন্দ নাম প্রকাশ না করার শর্তে জানান, ২০১৮ সালে সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলার শিক্ষক সমিতি সকল মাধ্যমিক স্কুলে এনসিটিবি’র অনুমোদনহীন পাঞ্জেরী পাবলিকেশনের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ৮টি ইংরেজি ও বাংলা গ্রামার বই পড়ানোর জন্য নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। স্কুলগুলো যেহেতু শিক্ষক সমিতি নিয়ন্ত্রণ করে সেকারণে বইগুলোর গুণগত কোন মান না থাকলেও তারা শিক্ষার্থীদের পড়াতে বাধ্য করা হচ্ছে।
আর এনসিটিবি’র অনুমোদনহীন ঢাকার পাঞ্জেরী পাবলিকেশনের নামের এই বই কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন সাতক্ষীরার পপুলার লাইব্রেরির মালিক ও কেন্দ্রীয় পুস্তক প্রকাশক সমিতির পরিচালক শফিউল্লাহ ভুইয়া সাগর। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক নেতারা জানান, শিক্ষক সমিতির নির্ধারিত বই যদি স্কুলে পড়ানোর না হয় তাহলে ওই স্কুলকে মোটা অংকের টাকা জরিমানা দিতে হবে শিক্ষক সমিতিকে।
সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিএম শামসুল হক জানান, সদর উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে এধরনের কোন বই ধরানো হয়নি।
আশাশুনি উপজেলা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জানান, আমি সমিতির সাথে আর থাকবো না। সমিতিতে থাকলে আমার কাজের ব্যাঘাত ঘটে। আমি দ্রুত পদত্যাগ পত্র পাঠাবো। আপনি সমিতিরি সভাপতি (নীল কন্ঠ সোম) এর কাছ থেকে বিস্তারিত জানেন।
আশাশুনি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নীলকণ্ঠ সোম জানান, আমাদের শিক্ষক সমিতির পক্ষ থেকে সরকার কর্তৃক নিষিদ্ধ নোট-গাইড ও এনসিটিবির অনুমোদনবিহীন ইংরেজি ও বাংলা ব্যাকরণ বই পাঠ্য তালিকায় অর্ন্তভূক্তি করার জন্য কোন প্রকার নির্দেশনা দেয়া হয়নি। কিছু পুস্তক ব্যবসায়ী বিভিন্ন স্কুলে স্কুলে যেয়ে তাদের বই পাঠ্য তালিকায় অন্তর্ভূক্তি করার চেষ্টা করছেন।
াতক্ষীরার পপুলার লাইব্রেরির মালিক ও কেন্দ্রীয় পুস্তক প্রকাশক সমিতির পরিচালক শফিউল্লাহ ভুইয়া সাগর জানান, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। একটি স্বার্থন্বেষী মহল আমার নামে অপপ্রচার চালাচ্ছে।

জেলা পুস্তক প্রকাশক সমিতির সাবেক সভাপতি শেখ শরিফুল ইসলাম জানান, কিছু দুর্নীতিগ্রস্ত লোকের জন্য আমাদের পুস্তক প্রকাশক সমিতির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তিনি যারাই এ সমস্ত অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সায়েদুর রহমান জানান, এক মাস আগে সকল উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দকে ডেকে মৌখিকভাবে সরকার কর্তৃক নিষিদ্ধ নোট গাইড ও এনসিটিবির অনুমোদনবিহীন ইংরেজি ও বাংলা ব্যাকারণ বই পাঠ্য তালিকায় অর্ন্তর্ভূক্তি না করার জন্য বলা হয়। এরপরও কেউ যদি সরকার কর্তৃক নিষিদ্ধ বই পাঠ্য তালিকায় অর্ন্তর্ভূক্ত করে তবে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় এনসিটিবি’র অনুমোদনহীন বই বাজারজাত চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় শিক্ষক নেতৃবৃন্দের বিরুদ্ধে বছরের শুরুতেই আবারও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি’র) অনুমোদনহীন বই মোটা অংকের টাকার বিনিময়ে বাজারজাত করতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে অনুমোদনহীন এসমস্ত বই বাজারে সয়লাব হয়ে গেছে বলে জানা গেছে।
সমিতির একাধিক নেতৃবৃন্দ নাম প্রকাশ না করার শর্তে জানান, ২০১৮ সালে সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলার শিক্ষক সমিতি সকল মাধ্যমিক স্কুলে এনসিটিবি’র অনুমোদনহীন পাঞ্জেরী পাবলিকেশনের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ৮টি ইংরেজি ও বাংলা গ্রামার বই পড়ানোর জন্য নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। স্কুলগুলো যেহেতু শিক্ষক সমিতি নিয়ন্ত্রণ করে সেকারণে বইগুলোর গুণগত কোন মান না থাকলেও তারা শিক্ষার্থীদের পড়াতে বাধ্য করা হচ্ছে।
আর এনসিটিবি’র অনুমোদনহীন ঢাকার পাঞ্জেরী পাবলিকেশনের নামের এই বই কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন সাতক্ষীরার পপুলার লাইব্রেরির মালিক ও কেন্দ্রীয় পুস্তক প্রকাশক সমিতির পরিচালক শফিউল্লাহ ভুইয়া সাগর। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক নেতারা জানান, শিক্ষক সমিতির নির্ধারিত বই যদি স্কুলে পড়ানোর না হয় তাহলে ওই স্কুলকে মোটা অংকের টাকা জরিমানা দিতে হবে শিক্ষক সমিতিকে।
সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিএম শামসুল হক জানান, সদর উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে এধরনের কোন বই ধরানো হয়নি।
আশাশুনি উপজেলা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জানান, আমি সমিতির সাথে আর থাকবো না। সমিতিতে থাকলে আমার কাজের ব্যাঘাত ঘটে। আমি দ্রুত পদত্যাগ পত্র পাঠাবো। আপনি সমিতিরি সভাপতি (নীল কন্ঠ সোম) এর কাছ থেকে বিস্তারিত জানেন।
আশাশুনি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নীলকণ্ঠ সোম জানান, আমাদের শিক্ষক সমিতির পক্ষ থেকে সরকার কর্তৃক নিষিদ্ধ নোট-গাইড ও এনসিটিবির অনুমোদনবিহীন ইংরেজি ও বাংলা ব্যাকরণ বই পাঠ্য তালিকায় অর্ন্তভূক্তি করার জন্য কোন প্রকার নির্দেশনা দেয়া হয়নি। কিছু পুস্তক ব্যবসায়ী বিভিন্ন স্কুলে স্কুলে যেয়ে তাদের বই পাঠ্য তালিকায় অন্তর্ভূক্তি করার চেষ্টা করছেন।
াতক্ষীরার পপুলার লাইব্রেরির মালিক ও কেন্দ্রীয় পুস্তক প্রকাশক সমিতির পরিচালক শফিউল্লাহ ভুইয়া সাগর জানান, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। একটি স্বার্থন্বেষী মহল আমার নামে অপপ্রচার চালাচ্ছে।
জেলা পুস্তক প্রকাশক সমিতির সাবেক সভাপতি শেখ শরিফুল ইসলাম জানান, কিছু দুর্নীতিগ্রস্ত লোকের জন্য আমাদের পুস্তক প্রকাশক সমিতির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তিনি যারাই এ সমস্ত অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সায়েদুর রহমান জানান, এক মাস আগে সকল উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দকে ডেকে মৌখিকভাবে সরকার কর্তৃক নিষিদ্ধ নোট গাইড ও এনসিটিবির অনুমোদনবিহীন ইংরেজি ও বাংলা ব্যাকারণ বই পাঠ্য তালিকায় অর্ন্তর্ভূক্তি না করার জন্য বলা হয়। এরপরও কেউ যদি সরকার কর্তৃক নিষিদ্ধ বই পাঠ্য তালিকায় অর্ন্তর্ভূক্ত করে তবে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরা সীমান্তে ফেন্সিডিল ও মদসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ভোমরা বিজিবি’র সদস্যদের অভিযানে লক্ষীদাড়ী এলাকা থেকে ফেন্সিডিল, মদসহ কামাল নামে এক চোরাচালানীকে আটক করা হয়েছে। শনিবার বিকেলে গোগন সংবাদের ভিত্তিতে টহল কমান্ডার নায়েক সাজু আহমেদের নেতৃত্বে বিজিবি’র সদস্যরা ৪০ বোতল ফেন্সিডিল, ১ বোতল মদসহ কামালকে লক্ষ্মীদাড়ি জিরো পয়েন্টে এলাকা থেকে আটক করা হয়। কামাল আশাশুনি উপজেলার আনুলিয়া এলাকার সামছুর রহমানের ছেলে এবং লহ্মীদাড়ী এলাকার বাবুর বাড়ির ভাড়াটিয়া। ভোমরা বিজিবি কমান্ডার জানান বিকেলে অনুমান ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বেতল, ফেন্সিডিল ১ বোতল মদসহ কামালকে আটক করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest