সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়তিতাস বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভাঝিনাইদহের জয়দিয়া বাওড়ের অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধনশীতের ছুটিতে ঘুরে আসুন দেবহাটার রূপসী ম্যানগ্রোভপ্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা -অগ্নি সংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনবিইউপিএফের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নিলেন জালালপুর ইউপি চেয়ারম্যানল স্টুডেন্টস ফোরামের নির্বাচন সম্পন্ন

চীনে তেলবাহী ট্যাংকার-জাহাজ সংঘর্ষ, ২ বাংলাদেশিসহ নিখোঁজ ৩২

বিদেশ ডেস্ক: চীনে একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে অন্য একটি কার্গো জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাতের এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন ৩২ জন। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৩০ জন ইরানি এবং দুইজন বাংলাদেশি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে নিউ ইয়র্ক ডেইলি নিউজ।
চীনের পরিবহন মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার পূর্ব চীনের উপকূলে এ দুর্ঘটনা ঘটে।
কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লাগা ট্যাঙ্কারটিতে এক লাখ ৩৬ হাজার টন তেল ছিল। সংঘর্ষের পর এটিতে আগুন ধরে যায়।
ট্যাঙ্কারটির ৩২ ক্রু’র মধ্যে দুই বাংলাদেশিও রয়েছেন। তারা সবাই নিখোঁজ রয়েছেন। তবে জাহাজটির ক্রুদের উদ্ধার করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে প্রথম দুই ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঘোষিত এই দলে দীর্ঘদিন পর ফিরলেন এনামুল হক বিজয়। বাদ পড়লেন সৌম্য সরকার ও তাসকিন আহমেদ।
২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ইনজুরিতে ছিটকে যান এনামুল। এরপর আর জাতীয় দলে ফেরা হয়নি তার। তাই ত্রিদেশীয় সিরিজে এনামুলের সামনে ওয়ানডেতে ফেরার হাতছানি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
কয়েক বছর ধরেই নিজের ফেরার লড়াইটা বেশ শক্ত হাতে করছেন এনামুল। ইনজুরি থেকে ফিরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করে চলেছেন। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও ১৬ ম্যাচে ৫৯৬ রান করে সেরা ছয়ে ছিলেন। এছাড়া বিপিএলের পঞ্চম আসরে খুব একটা সুযোগ পাননি বিদেশিদের কারণে। বেশ কয়েকটি ম্যাচেই নিচের দিকে ব্যাটিং করতে হয়েছিল। তারপরও চিটাগং ভাইকিংসের দেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি রান ছিল তার। ৯ ম্যাচে ২৯.৪২ গড়ে দুই হাফসেঞ্চুরিতে করেন ২০৬।
বিপিএল শেষে আবারও আলোচনায় ছিলেন এনামুল। ঢাকা বিভাগের বিপক্ষে ক্রিকেট লিগে এক মৌসুমে পঞ্চম ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরির কৃতিত্ব গড়েছেন এই ওপেনার। ৬ ম্যাচে দুই সেঞ্চুরি ও এক হাফসেঞ্চুরিতে এনামুলের রান ছিল ৬১৯। আগের মৌসুমেও দুই সেঞ্চুরিতে করেছিলেন ৪৬৬ রান।
এনামুলের মতো বিপিএলে ভালো খেলার ফল হিসেবে স্কোয়াডে রয়েছেন মোহাম্মদ মিঠুন। দক্ষিণ আফ্রিকা সিরিজে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি। কিন্তু বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ১১৭.৫০ স্ট্রাইক রেটে ৩২৯ রান করে নির্বাচকদের নজরে ছিলেন মিঠুন।
এদিকে এবারই প্রথম পারফরম্যান্স খরার কারণে বাদ পড়লেন তাসকিন। ২০১৪ সালে ভারতের বিপক্ষে অভিষেক হয় তাসকিনের। এরপর শুধু চোটের কারণে তিনটি ম্যাচে খেলতে পারেননি।
অন্য দিকে সৌম্যও এবারই প্রথম বাদ পড়েছেন। চন্ডিকা হাথুরুসিংহের প্রিয় শিষ্য হিসেবে পরিচিত এই ব্যাটসম্যান ২০১৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেন। কোচের বিদায়ের পর এই প্রথম স্কোয়াডের বাইরে যাচ্ছেন তিনি!
প্রায় আট বছর ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে বাংলাদেশ। সবশেষটি হয়েছিল ২০১০ সালে। এক সঙ্গে মিরপুরের মাঠে খেলবে তিন দেশ- বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা।
১৫ জানুয়ারি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন, সাব্বির রহমান, ইমরুল কায়েস, আবুল হাসান রাজু ও সানজামুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশিষ্ট চিত্রশিল্পী এম.এ জলিল’র চিত্র কর্ম নিয়ে জেলা শিল্পকলা একাডেমিতে চিত্রশালা উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরার বিশিষ্ট চিত্রশিল্পী এম.এ জলিল’র চিত্র কর্ম নিয়ে জেলা শিল্পকলা একাডেমিতে চিত্রশালা (আট গ্যালারি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গত-০২ জানুয়ারি সন্ধ্যায় জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়া-০১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা শিল্পকলা একাডেমিতে প্রতি শনিবার হতে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত্র ৮টা পর্যন্ত সর্বস্তরের মানুষের প্রদর্শনের জন্য উম্মুক্ত রাখা হয়েছে। আট গ্যালারিতে মহান ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধের অত্যন্ত গূরুত্বপূর্ণ পটভূমি তুলে ধরা হয়েছে। বিশিষ্ট চিত্রশিল্পী এম.এ জলিল’র চিত্র কর্ম মহান ভাষা আন্দোলন ও মহান স্বাধীনতার ইতিহাস মনে করিয়ে দেবে। জেলা শিল্পকলা একাডেমিতে প্রতি শনিবার হতে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত্র ৮টা পর্যন্ত সর্বস্তরের মানুষ ভিড় করছেন শিল্পীর এসব চিত্র কর্ম দেখতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরীক্ষায় খারাপ ফল করায় স্কুল ছাত্র বাড়ি থেকে উধাও

সাতক্ষীরার তালা সদরের শিবপুর গ্রামের রফিকুল সরদারের ছেলে লতিফুর রহমান (১৪) গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছে। আতœীয়স্বজনসহ পরিচিত জনদের বাড়ি অনুসন্ধান করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
লতিফুর রহমানের বাবা রফিকুল সরদার বলেন, পরীক্ষার রেজাল্ট একটু খারাপ হওয়ার কারণে কয়েকদিন আগে একটু বকাবকি করেছিলাম। তারপর সবকিছুই স্বাভাবিক ছিলো। হঠাৎ শুক্রবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি। আতœীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও কোন সন্ধান মেলেনি। লতিফুর রহমান তালা মডেল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আাইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেউ যদি তার সন্ধান পান তবে বাবা রফিকুল সরদার (০১৯৩৭৮৭৪৩৬৩) এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার বাবা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয় করণসহ ১১ দফা দাবি আদায়ের আন্দোলন সফল করতে সাতক্ষীরা জেলা শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির প্রস্তুতি সভা শনিবার বেলা ১১টায় বাকশিস জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাকশিসের কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ সহ ১১দফা দাবি বাস্তবায়নের গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ আজিজুল ইসলাম, অধ্যক্ষ লুৎফুন আরা জামান, অধ্যক্ষ জাফরুল আলম বাবু, অধ্যক্ষ শহিদুল ইসলাম, অধ্যক্ষ বিধুশ্রবা মন্ডল তপন, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, অধ্যক্ষ খান আশরাফ আলী, অধ্যক্ষ মুজিবুর রহমান, অধ্যক্ষ ড. শিহাব হোসেন, উপাধ্যক্ষ মঈনুল হাসান, অধ্যাপক পবিত্র মোহন দাস, লুৎফর রহমান, মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান, ইদ্রিস আলী, আরশাদ আলী, রফিকুল ইসলাম, নুর মোহাম্মদ পাড়, নাজমুল হক, হাবিবুর রহমান, তপন কুমার শীল, ৩য় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের পক্ষে আব্দুল ওহাব আজাদ ও কায়কোবাদ প্রমুখ। এছাড়া সভায় দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে আগামী ৯ জানুয়ারী সকাল ১১টায় সকল উপজেলা সদরে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান। ১৪ জানুয়ারী সকাল ১১টায় মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং ২২ জানুয়ারি থেকে স্কুল, কলেজ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অবিরাম ধর্মঘট পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর ব্যুরো : শ্যামনগরে অসহায়, দুঃস্থ-দরিদ্র ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন আবু জাফর সরদার ফাউন্ডেশন। শনিবার বেলা ১১ ঘটিকায় ফাউন্ডেশনের আঞ্চলিক কার্যালয়ে উপস্থিত থেকে ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ করেন আবু জাফর সরদার ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখার সাবেক সভাপতি মাসুদা খানম মেধা। এসময় তিনি শ্যামনগর উপজেলার অবহেলিত সকল এলাকার শতাধিক নারী-পুরুষ ও বয়োবৃদ্ধদের মাঝে শীতবস্ত্র দিয়ে তাদেরকে আবৃত করেন। আবু জাফর সরদার ফাউন্ডেশনের সভাপতি ঠিকাদার এস.এম আবুল বাসারের সভাপতিত্বে উক্ত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দপুর আবু হানিফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ গাজী মোঃ শফিকুল ইসলাম, হিসাব বিজ্ঞানের প্রভাষক এস.এম হামিদুল ইসলাম, ০৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য গাজী আকতার ফারুক, কাশিমাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহসিন হোসেন, ০৭ নং জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, সহকারী শিক্ষক আব্দুল্লাহ সিদ্দিক প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কৈখালী প্রতিনিধি: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী দিঘির পার সংলগ্ন আকবারের পুত্র আব্দুল্লার গরুর খামার হতে ভারতীয় ০৮ টি গরু আটক করেছে কৈখালী বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ভোর ৬ টায় বিজিবির গোয়েন্দা সূত্রে জানতে পারে যে, কালিঞ্চী দিঘির পাড়ে অবৈধ ভাবে গরু আছে। তাৎক্ষনিক কৈখালী জিবিবির নায়েক সুবেদার মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবির গোয়েন্দা খোরশেদ আলম সুমন ও আব্দুর রউফসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে আব্দুল্লার গরুর খামারে ভারতীয় ০৮ টি অবৈধ গরু জব্দ করে। এ সময় আব্দুল্লার পক্ষ থেকে গরুগুলো সরকারি রাজস্ব দিয়ে আনা হয়েছে বলে কাগজ পত্র প্রদান করা হয়। বিজিবি কাগজ পত্র দেখে কাগজগুলো অবৈধ্য বলে কাগজ পত্রসহ জব্দকৃত গরুগুলো কৈখালী বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। এ বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে কৈখালী বিজিবির নায়েক সুবেদার মোঃ নজরুল ইসলাম বলেন, জব্দকৃত অবৈধ গরুগুলো কাস্টমসে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে মাওলানা মমতাজ উদ্দীন আর নেই

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বাজার মসজিদের পেশ ইমাম ও নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মাওলানা মমতাজ উদ্দীন সড়ক দুর্ঘটনায় গত ৫ জানুয়ারি’১৮ তারিখ শুক্রবার সন্ধ্যা ৮ টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহে—- রাজিউন। সন্ধ্যা ছয়টার দিকে নওয়াবেঁকী বাসস্টান্ড টু বিড়ালাক্ষী আশ্রয় প প্রল্পের রাস্তায় পিছন দিক থেকে আসা দ্রুতগামী (অজ্ঞাত) মোটর সাইকেলের ধাক্কায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং মাথায় মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হন। পরবর্তীতে আবস্থা গুরুতর হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মমতাজ উদ্দীন ছিলেন সকলের অত্যান্ত প্রিয়ভাজন ব্যাক্তিত্ব। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা , অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজার নামাজ শনিবার যোহর নামাজবাদ নওয়াবেঁকী মাধমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস,এম, আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা জাতিয় পার্টির সাধারণ সম্পাদক এম.কামরুজ্জামান, আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, ১০ নং আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাবঃ আবু সালেহ বাবু, নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস,এম, লুৎফর রহমান, বিড়ালাহ্মী মহিলা দাখিল মাদ্রাসা সুপার মোঃ একরামুল কবির, মাওলানা আব্দুল মান্নান এবং নওয়াবেঁকী বাজার জামে মসজিদের সভাপতি আলহাজ্ব লোকমান আহম্মেদ। মরহুমের জানাজার নামাজ ঈমামতি করেন মাওলানা মোঃ আবুবকর সিদ্দিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest