কলারোয়ায় ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ায় চতুর্থ শেণির স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার ভোরে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার কুশডাঙ্গা ইউনিয়নের একটি গ্রামের নির্জন মাঠে এ ঘটনাটি ঘটে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আজিজুল সরদার (৬০)। সে কুশডাঙ্গা গ্রামের মৃত জিয়া উদ্দিন সরদারের ছেলে।
ভিকটিমের মা জনান, মঙ্গলবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী গাজীর মাঠে শিশুটি সরিষার ফুল তুলতে যায়। এসময় আজিজুল সরদার তাকে কৌশলে আলু ক্ষেতে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। শিশুটির আত্মচিৎকারে মাঠে কর্মরত পারিকুপি গ্রামের আনছার আলী, আনেছা খাতুন, ফরিদা খাতুন ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে তাকে (শিশুটির মাকে) জানায়। এ ঘটনা শুনে মেয়েকে সাথে নিয়ে মঙ্গলবার রাতেই কলরোয়া থানায় নিয়ে আসা হয় এবং আজিজুল সরদারকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-০২।
উপজেলার খোরদো পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই হাসানুজ্জামান জানান, মামলা রেকর্ড হওয়ার পর অভিযান চালিয়ে বুধবার ভোরে আসামিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, নির্যাতনের শিকার শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুমূর্ষু রতন চেয়ারম্যানকে রক্ত দিলেন সাতক্ষীরা ডিবি’র ওসি হাসমী

নিজস্ব প্রতিবেদক : “সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই” মণিষীর এই বিখ্যাত উক্ত প্রমাণ করে মানুষের পাশে মানুষ। জীবনের পাশে জীবন। আমরা একে অপরের উপর সহযোগিতা ছাড়া চলতে পারি না। মানুষের রক্তের কোন ধর্ম নেই, জাত নেই, নেই রং।” বলছিলেন সাতক্ষীরা গোয়েন্দা ডিবি পুলিশ(ডিবি)’র অফিসার ইনচার্জ ইন্সপেক্টর আলী আহমেদ হাশমি। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন দেবহাটা উপজেলার সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন। তড়িঘড়ি করে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসা হলো। কিন্তু তাকে বাঁচাতে হলে প্রয়োজন প্রচুর রক্তের। রক্তের জন্য পুরো হাসপাতালে হাহাকার পড়ে গেল। কোথাও পাওয়া যাচ্ছিল না ‘ও’ পজেটিভ রক্ত। এখবর পুলিশ প্রশাসনে পৌছানোর পর বসে থাকতে পারেননি ইন্সপেক্টর আলী আহমেদ হাশমী। সাথে সাথে পুলিশ সুপারের অনুমতি নিয়ে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে রক্ত দিলেন তিনি। এসময় সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহদেসহ ডিবি পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একজন পুলিশ অফিসারের এমন মানবতাবাদী দৃষ্টান্তের প্রশংসা করেছেন সবাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গুলিবিদ্ধ ইউপি চেয়ারম্যানকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকায় হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: দূর্বৃত্তের ছোড়া গুলিতে গুরতর আহত সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে ঢাকা স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী, ডা: আ.ফ.ম রুহুল হক এমপি রতনের উন্নত চিকিৎসার তাকে নেওয়ার জন্য হেলিকপ্টার পাঠান। এরপর সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্স যোগে তাকে ষ্টেডিয়ামে আনার পর বেলা ১২টা ৫০ মিনিটে সেখান থেকে হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
এর আগে আওয়ামী লীগ নেতা সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে সখিপুর বাজার থেকে মটর সাইকলে বাড়ি ফেরার পথে সখিপুর স্কুল মোড়ে পৌছালে দূর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পর পর তিন রাউন্ড গুলি বর্ষন করে। এসময় তার বুকে এক রাউন্ড গুলি লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। ওই রাতেই গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন সাতক্ষীরার দেবহাটা উপজেলার তিলকুড়া গ্রামের শেখ আমজাদ হোসেন আমুর পুত্র।
এ ঘটনার পরপরই তাকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে ছুটে জান পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনছুর আহমেদ, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামসহ অসংখ্য আওয়মীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাকিব রায়হান জানান ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতনকে গতকাল রাত সাড়ে নয়টার দিকে জরুরী ভিত্তিতে অপারেশন করা হয়। তিনি এখন শঙ্কা মুক্ত। তার উন্নত চিকিৎসার জন্য দুপুরে বাই ইয়ার এ্যম্বুলেন্সে করে ঢাকা স্কায়ার হাসপাতালে রিফার্ড করা হয়েছে।
উল্লেখ্য ঃ ২০১৩ সালে সাতক্ষীরায় জামায়াত-শিবিরের সহিংসতা চলাকালিন সময় প্রকাশ্যে দিনের বেলায় দেবহাটা উপজেলার সখিপুরে তাকে জামায়াত শিবিরের ক্যাডাররা হামলা চালিয়ে মৃত্যু ভেবে ফেলে রেখে যায়। দীর্ঘ ২ বছর চিকিৎসাধীন থাকার পর শেখ ফারুক হোসেন রতন সুস্থ্য হয়ে উঠেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেনন-মঞ্জু-তারানার দপ্তর বদল, আইসিটিতে জব্বার

অন লাইন ডেস্ক : সরকারের শেষ সময়ে এসে মন্ত্রিপরিষদে নতুন করে চারজনের অন্তর্ভুক্তির পর নয় মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর নতুন করে বণ্টন ও পুনর্বণ্টন করা হয়েছে।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সচিব মো. শফিউল আলম।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর রুলস অব বিজনেস ১৯৯৬-এর রুল ৩(ঘ)-এর প্রদত্ত ক্ষমতাবলে এই মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করেন।
সিদ্ধান্ত অনুযায়ী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে সরিয়ে রাশেদ খান মেননকে দেওয়া হয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব।
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী ও প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন মারা যাওয়ার পর খাদ্য মন্ত্রণালয় থেকে এনে প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তিনিই সবকিছু সমালাতেন। এখন সেই মন্ত্রণালয়ে নতুন পূর্ণ মন্ত্রী আসায় নুরুজ্জামান প্রতিমন্ত্রীর দায়িত্ব সমালাবেন।
নতুন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব।
মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর মধ্যে মন্ত্রণালয় অদলবদল হয়েছে। অর্থাৎ আনিসুল ইসলাম মাহমুদকে দেওয়া হয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব। আর পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আনোয়ার হোসেন মঞ্জু।
নবনিযুক্ত মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার শপথ নেওয়া মোস্তাফা জব্বারকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এই মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে সরিয়ে প্রতিমন্ত্রী তারানা হালিমকে দেওয়া হয়েছে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব।
এ ছাড়া নবনিযুক্ত প্রতিমন্ত্রী কেরামত আলী শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের দায়িত্ব পেয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার ফিলিস্তিনে অনুদান বন্ধের হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক: জেরুজালেম ইস্যু নিয়ে এবার ফিলিস্তিনকে দেওয়া অনুদান বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় ট্রাম্প অভিযোগ করেন, এসব অনুদানের বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ‘কোনো ধরনের কদর বা সম্মান’ পাচ্ছে না। এ ছাড়া ফিলিস্তিন কর্তৃপক্ষ ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনায়ও আগ্রহী নয় বলে উল্লেখ করেন ট্রাম্প।যদিও ফিলিস্তিন কর্তৃপক্ষ বলছে, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণার পর মার্কিন যুক্তরাষ্ট্রের আর মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়ার কোনো বৈধতা নেই। এর মাত্র একদিন আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে দেওয়া সাহায্য বন্ধের হুমকি দিয়ে বলেন, এর বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছ থেকে ‘শঠতা আর প্রতারণা’ ছাড়া কিছুই পাচ্ছে না।

মঙ্গলবার সন্ধ্যায় ডোনাল্ড ট্রাম্প টুইটে লেখেন, ‘বিনা কারণে বিলিয়ন ডলার খরচ শুধু আমরা পাকিস্তানেই করছি না।’‘উদাহরণস্বরূপ ফিলিস্তিন, যেখানে আমরা প্রতিবছর একশ মিলিয়ন ডলার অনুদান দিচ্ছি। কিন্তু বিনিময়ে কোনো কদর বা সম্মান পাচ্ছি না। এমনকি তাঁরা ইসরায়েলের সঙ্গে দীর্ঘস্থায়ী শান্তিচুক্তি আলোচনাতেও রাজি না।’‘ফিলিস্তিন শান্তি আলোচনার একটি কঠিন পর্যায় হচ্ছে জেরুজালেম। আলোচনার টেবিলে ইসরায়েল হয়তো এর জন্য আরো অনেক কিছুই দেবে।’‘কিন্তু ফিলিস্তিন শান্তিচুক্তি নিয়ে দীর্ঘস্থায়ী আলোচনার ব্যাপারে মোটেই আগ্রহী নয়। তাহলে কেন আমরা ভব্ষ্যিতেও এ ধরনের অনুদান দিয়ে যেতে থাকব’, যোগ করেন ট্রাম্প। গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ট্রাম্প। ট্রাম্পের এ সিদ্ধান্ত ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান দ্বন্দ্বকে আরো সংকটময় করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। হুমকি-ধমকি সত্ত্বেও জাতিসংঘে এ-সংক্রান্ত ১২৮টি দেশ ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিয়েছে।

জেরুজালেম পবিত্র ভূমি হিসেবে ইসরায়েল ও ফিলিস্তিন উভয় দেশেই গুরুত্বপূর্ণ। এর দখল ও নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের দ্বন্দ্ব বহু পুরোনো। ইসরায়েল সব সময়ই জেরুজালেমকে নিজেদের রাজধানী হিসেবে দাবি করে আসছে। পাশাপাশি পূর্ব জেরুজালেম ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে বলে দেশটির নেতারা বলে আসছেন। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। পরে ১৯৮০ সালে তারা অঞ্চলটি অধিগ্রহণ করে নেয় এবং ইসরায়েলের অংশ হিসেবে ঘোষণা করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজকের সাতক্ষীরার সম্পাদক এর অসুস্থ্য মামীর শয্যা পাশে ডা: এস জেড আতিক

নিজস্ব প্রতিবেদক: দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক ও প্রকাশক মহসীন হোসেন বাবলুর অসুস্থ্য মামীকে দেখতে গেলেন সাতক্ষীরার মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা: এস জেড আতিক। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা সদর হাসপাতালের ১নং কেবিনে অসুস্থ্য আম্বিয়া খাতুনকে দেখতে যান তিনি। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ফিংড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, যুদ্ধকালিন কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল খায়ের, দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক ও প্রকাশক মহসীন হোসেন বাবলু, সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা: আসাদুজ্জামান প্রমুখ। উল্লেখ্য দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক ও প্রকাশক মহসীন হোসেন বাবলুর মামী আম্বিয়া খাতুন স্টোক জনিত কারণে গত কয়েক দিন ধরে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থ্য মামীর আশু সুস্থ্যতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন আজকের সাতক্ষীরার সম্পাদক ও প্রকাশক মহসীন হোসেন বাবলু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস

ডেস্ক রিপোর্ট:দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাবনা, চুয়াডাঙ্গা, নওগাঁ, দিনাজপুর সৈয়দপুর অঞ্চলসমূহের ওপর দিয়ে এই শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অন্যান্য স্থানে বিস্তার লাভ করতে পারে। আবহাওয়া অফিস বুধবার সকালে জানিয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী ৭২ ঘণ্টায় দেশের কোথাও কোথাও শৈত্যপ্রবাহ পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই কথা বলা হয়। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৪ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪২ মিনিটে।

পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতা পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাকিব-অপুর সালিশ ১৫ জানুয়ারি

বিনোদন ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রায় মাসখানেক আগে ঘোষণা দিয়েছিল, দেশের শোবিজ অঙ্গনের এই সময়ের সবচেয়ে আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের সংসার টেকাতে সালিশি বৈঠক বসাবে তারা। ডিএনসিসির সেই ঘোষণা মোতাবেক অবশেষে শুনানিতে হাজির হওয়ার জন্য শাকিব-অপুর কাছে নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশ মোতাবেক আগামী ১৫ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৩-এর অফিসে দুই তারকা দম্পতিকে নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানির দিনে যথারীতি তাদের বক্তব্য নেয়া হবে বলে ডিএনসিসি কর্মকর্তারা জানিয়েছেন। তারা যদি আবার স্বামী-স্ত্রী হিসেবে থাকতে রাজি হন তাহলে সংসার করবেন।

প্রথম শুনানিতে কাজ না হলে তাদেরকে আরও দুইবার নোটিশ দিয়ে শুনানি করা হবে। এর মধ্যে তারা নিজেরা মিলমিশ করতে চাইলে ধর্মীয় রীতি মেনে তা করতে পারবেন। আর তা না করলে তিন বার শুনানির পর নিয়মানুযায়ী তালাক কার্যকর হয়ে যাবে বলেও ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে মাসখানেক আগে একজন নগর কর্মকর্তা জানিয়েছিলেন, অপু বিশ্বাসকে যেহেতু তার নিকেতনের বাসার ঠিকানায় তালাকের নোটিশ দেয়া হয়েছে, তাই ওই এলাকায় ডিএনসিসির যিনি জোনাল কর্মকর্তা রয়েছেন তিনিই সালিশি বৈঠকের প্রধান হবেন। জোনাল কর্মকর্তা চাইলে এক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিকেও বৈঠকে যুক্ত করতে পারবেন।

এছাড়া ডিএনসিসি মেয়রের সহকারী সৈয়দ আবু সালেহ বলেছিলেন, ‘শাকিব -অপুর ঘরে একটি ফুঁটফুঁটে সন্তান রয়েছে। তাছাড়া মানবিক কারণে দেশের জনপ্রিয় এই দুই তারকার সংসার রক্ষার চেষ্টা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আশা করছি- কামিয়াবি হবো।’

উল্লেখ্য, অপু বিশ্বাসকে তালাক দিতে পারেন স্বামী শাকিব খান- এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে গত ২০ অক্টোবর থেকে। ছেলে জয়কে কাজের মেয়ে শেলীর কাছে তালাবদ্ধ অবস্থায় রেখে অপু কলকাতা চিকিৎসা করাতে গেলে ক্ষুব্ধ হন স্বামী শাকিব খান। সেসময় তিনি অপুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান। পরে আরও কয়েকটি অভিযোগ এনে গত ২২ নভেম্বর আইনজীবীর মাধ্যমে অপুকে তিনি তালাকের নোটিশ পাঠান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest