সর্বশেষ সংবাদ-
পণ্যগ্রাফি নিয়ন্ত্রন আইনের মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে প্রেসক্লাব নেতৃবৃন্দের বিবৃতিসাতক্ষীরায় গৃহবধু গণধর্ষণের মামলার আসামী গ্রেপ্তারআশাশুনি বাজারের পাশে বসবাসকারীরা নদী ভাঙ্গনে উদ্বিগ্ন: ইউএনওর পরিদর্শণসাতক্ষীরায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় ৩৩ জনের জামিনসাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ছয় দিন, থানার সামনেই প্রকাশ্যে ঘুরছেন আসামিরাভারতীয় পর্ন ভিডিওতে সাংবাদিকের ছবি জুড়ে ব্লাকমেইল করে চাঁদা দাবিকালিগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে দূধর্ষ ডাকাতিজুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এতিমদের মাঝে খাবার বিতরণভোমরার ইউপি চেয়ারম্যানকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিলেন ইউনিয়নবাসীআশাশুনিতে শহীদের স্মরণে দুঃস্থদের মাঝে জামায়াতের খাবার বিতরণ

কোহলির সঙ্গে বিয়ে, গুঞ্জন উসকে দিলেন আনুশকা

বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়ের গুঞ্জন থামছেই না। শোনা যাচ্ছে, আগামী ১২ ডিসেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন বিরাট-আনুশকা। ইতালির মিলানে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানবন্দরে দেখা গেছে আনুশকাকে। সঙ্গে বিরাট না থাকলেও পরিবারের সদস্যদের সঙ্গে মুম্বাই ছেড়েছেন তিনি। এরপরই গুঞ্জনের পালে নতুন করে হাওয়া লাগে। আনুশকার গুরু ও বিরাট কোহলির ছোটবেলার ক্রিকেট কোচকেও বিমানবন্দরে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বিরাট-আনুশকার বিয়েতে অংশ নিতেই যাচ্ছেন তারা।

শুধু তাই নয়, আনুশকার বাবা অজয় কুমার শর্মা নাকি নিজে মেয়ের বিয়ের নিমন্ত্রণ করছেন। ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশীরা তার ফোন কল পেয়েছেন। যেহেতু সবাই ইতালি যেতে পারবেন না, তাই তিনি সবাইকে বিষয়টি জানিয়ে রাখছেন এবং আশীর্বাদ চাইছেন।

বিয়ে দেশের বাইরে হলেও বিরাট-আনুশকা ২২ ডিসেম্বর মুম্বাইয়ের জে ডাব্লিউ ম্যারিয়ট হোটেলে বলিউড অভিনয়শিল্পী ও ক্রিকেটাদের নিয়ে বড় পার্টির আয়োজন করবেন বলে জানা গেছে। ‘গোপনীয় বিষয়’ বিষয় বলে এ নিয়ে কথা বলতে অস্বীকার করেছেন জে ডাব্লিউ ম্যারিয়ট কর্তৃপক্ষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফায়ার সার্ভিসসহ রাজধানীর কয়েক লাখ টেলিফোন নম্বর বিকল

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষসহ রাজধানীর বিভিন্ন স্থানের কয়েক লাখ টেলিফোন নম্বর বিকল হয়ে পড়েছে। সিটি করপোরেশনের সংস্কার কাজের মধ্যে বৃহস্পতিবার রাতে টেলিফোনের ওই ‘কোর কেবল’ কাটা পড়ে। ফলে শুক্রবার সকাল থেকেই এ অচল অবস্থার সৃষ্টি হয়।

ফলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে কেউ যোগাযোগ করতে পারছেন না। ফায়ার কন্ট্রোল রুমের থেকে জানানো হয়েছে যেকোনো জরুরি প্রয়োজনে ০১৭৩০৩৩৬৬৯৯, ০১৭১৩০৩৮১৮২ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করা যাবে।

বৃহস্পতিবার রাতে মগবাজার এলাকায় রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটিসিএলের ‘কোর কেবল’ কাটা পড়ে। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরীদের হাটে কনের খোঁজে ছেলেরা!

রূপচর্চা করে হাটে এসে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন সুন্দরীরা। কেউ আবার পোশাক-আশাকের সঙ্গে স্বর্ণালংকারগুলো আরেক বার ঠিক করে নিচ্ছেন। মনে হতে পারে হয়তো তারা কোনো সুন্দরী প্রতিযোগিতায় নেমেছে।

আদতে তা নয়। নতুন সঙ্গী (স্বামী) খোঁজার জন্য তাদের ওই ‘কনে বাজারে’ তুলেছেন তার মা-বাবারা। নির্দিষ্ট এই দিনগুলোতে সুন্দরী বউয়ের খোঁজে পাত্রসহ পাত্রপক্ষও হাজির হন এই হাটে।

ইউরোপের সমৃদ্ধিশালী দেশ বুলগেরিয়ায় স্টারা জোগরা শহরের একটি উন্মুক্ত মার্কেটের চিত্র এটি। রোমা সম্প্রদায়ের (স্থানীয় ভাষায় কালাইদেঝি) গরিব মা-বাবারা তাদের মেয়েদের হাটে তোলেন। এ জন্য মেয়ের বিয়ের সব খরচ বাবা-মাকে দিয়ে থাকে ওই সম্প্রদায়ের একটি ইউনিয়ন।

যুবকরা কনে পছন্দ করতে আসেন ওই হাটে। এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত থাকেন সেখানে। উপস্থিত মেয়েদের মধ্য থেকে কনে পছন্দ করেন ছেলেরা। পরে পরিবারের পছন্দ ও সম্মতির পরই তাদের বিয়ে হয়।

এক বছরে চারবার ‘কনে হাট’ বসানো হয়। কনজারভেটিভ সম্প্রদায়ের যুবক-যুবতীরা এই সুযোগে একে অন্যকে ধরে নাচেন, গান গায় ও নানা ফুর্তিতে মেতে ওঠেন। ছবিতে পোজ, এমনকি হালকা পানীয়ও পান করেন তারা।

তাম্রলিপির যুগ থেকে ঐতিহ্যগতভাবে এভাবেই ছেলেমেয়েদের বিয়ে দিয়ে আসছেন বুলগেরিয়ার প্রাচীন রোমা সম্প্রদায়ের পরিবাররা। তবে এক মেয়ের বিয়ের পেছনে আড়াই থেকে সাড়ে চার হাজার পাউন্ড খরচ করতে হয় সম্প্রদায়ের ইউনিয়নকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে’- সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল

গণভবনে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য বেআইনি ও শাস্তিযোগ্য। তার এই বক্তব্যের জন্য তাকে (প্রধানমন্ত্রী) ক্ষমা চাইতে হবে। তা নাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, অন্যায় ও অবৈধভাবে ক্ষমতা দখলকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবনে সাংবাদিক সম্মেলনে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে কল্পিত সম্পদের বিবরণ প্রকাশ করেন তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তার এ বক্তব্যের মূল উদ্দেশ্য হল এ দেশে বেগম খালেদা জিয়ার ভাবমূর্তি বিনষ্টকরা, জনগণের কাছে তাকে হেয় করা। কল্পিত এই বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রনদিত, ভিত্তিহীন ও বানোয়াট।

শুক্রবার (৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর কম্বোডীয়া সফর শেষে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) গণভবনে আয়োজিত সংবাদ সম্মমেলনের প্রতিক্রিয়া জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বিএনপির দুর্নীতি অর্জিত সম্পদ যা সৌদি আরবের শপিং মলে বিনিয়োগ করা হয়েছে। কাতারে ইকরা নামে একটি বহুতল ভবন তৈরি করা হয়েছে। বিএনপির এ ক্ষেত্রে মালিকানার অর্থ প্রায় ১২ বিলিয়ন যা (বাংলাদেশি টাকায় একলাখ কোটি টাকা) বাংলাদেশের অনেক গণমাধ্যমে এ তথ্য প্রকাশ পায়নি। তাই গণমাধ্যমকে তিনি শিষ্টাচার বর্হিভূত বলেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর এসব বক্তব্য বেআইনি ও শাস্তিযোগ্য নয়। শেখ হাসিনা বিএনপির বিরুদ্ধে দেয়া দুর্নীতির অভিযোগের সত্যতা তন্ন তন্ন করে আজ পর্যন্ত খুঁজে পায়নি। জোর করে গণমাধ্যমে প্রকাশ শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসা ও দেওলিয়াত্ব প্রমান করে। বানোয়াট এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। অবিলম্বে এ বক্তব্য প্রত্যাহার করে খালেদা জিয়া ও জাতীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। এবং ভবিষ্যতে এমন মিথ্যা মন্তব্য না করার জন্যেও আহ্বান জানাচ্ছি।

বিএনপির মহাসচিব বলেন, কাচের ঘরে বসে অন্যের ঘরে ঢিল ছুড়বেন না। আপনাদের লুটপাটের যে হিসাব তা জনগণ জানে। আপনার মুখে সুনীতি এবং সুশাসনের কথা বেমানান। বেগম খালেদা জিয়া ও তার সন্তানদের ভাবমূর্তি নষ্ট করা থেকে বিরত থাকুন। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।

প্রধানমন্ত্রী কানাডার গণমাধ্যমের যে তথ্য দিয়েছেন আমরা গুগলে সার্চ দিয়ে দেখেছি, সৌদিতে যোগাযোগ করেছি কিন্তু এ তথ্যের কোনো অস্তিত্ব পায়নি বলেও দাবি করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইটেম গানে কার কত পারিশ্রমিক?

কখনও ‘চিকনি চামেলি’ আবার কখনও ‘টিঙ্কু জিয়া’, বলিউডের মশলাদার গান কিংবা আইটেম গানে চাহিদা কিন্তু দর্শকদের বেশ তুঙ্গে। মালাইকা অারোরা খান কিংবা গওহর খানদের সঙ্গে এখন সিনেমার আইটেম গানে দেখা যাচ্ছে কারিনা কাপুর খান, ক্যাটরিনা কাইফদের মত প্রথম সারির অভিনেত্রীদের। কিন্তু, জানেন কি, এক একটি আইটেম গানের জন্য বলিউড অভিনেত্রীরা কত করে পারিশ্রমিক নেন?

এক একটি আইটেম গানের জন্য মালাইকা নাকি এক কোটি করে পারিশ্রমিক দাবি করেন। সে দাবাং-এর ‘মুন্নি বদনাম’ হোক কিংবা ‘আনারকলি ডিস্কো চলি’ হোক।

অভিনয়ের পাশাপাশি আইটেম গানের জন্য সোনাক্ষী সিনহার দাবি ৬ কোটি করে।

‘বেবি ডল’-খ্যাত সানি লিওন তাঁর আইটেম গানের জন্য ৩ কোটি করে পারিশ্রমিক দাবি করেন।

‘রামলীলা’-য় ‘গালিও কি রাসলীলা’-র জন্য প্রিয়াঙ্কা নাকি ৬ কোটি করে নিয়েছিলেন।

কারিনা কাপুর খান আইটেম গানের জন্য নেন ৫ কোটি করে। তাঁর ‘ফেভিকল’ এবং ‘মেরা নাম মেরি’ বলিউডের অন্যতম জনপ্রিয় আইটেম গান।

‘শিলা কি জওয়ানি’ এবং ‘চিকনি চামেলি’খ্যাত ক্যাটরিনা কাইফ এক একটি আইটেম গানের জন্য ৩.৫ কোটি করে পারিশ্রমিক দাবি করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রসুন সবজি না মশলা? জানতে ভারতের আদালতে মামলা

রসুন কি সবজি নাকি মশলা, তা নির্ধারণে এবার আদালতে মামলা হয়েছে। ভারতের রাজস্থান হাইকোর্টে এ অদ্ভুত মামলা দায়ের হয়েছে। বিষয়টি নিয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে আদালত। অথচ রাজস্থান সরকারেরই এক নির্দেশের ফলে রসুন নিয়ে এই বিভ্রান্তি।

২০১৬ সালে জারি করা এক নির্দেশে সে রাজ্যের সবজির পাইকারি বাজারগুলিতে রসুন বিক্রি করা নিষিদ্ধ হয়। পরিবর্তে দানাশস্যের বাজারে রসুন বিক্রি করতে হবে বলে জানিয়েছিল সরকার। দানাশস্যের বাজারে রসুন বিক্রি করলে দুই শতাংশ কমিশন পাওয়া যায়, অথচ যখন সবজি বাজারে যখন রসুন বিক্রি হত, তখন ছয় শতাংশ কমিশন পাওয়া যেত।

আয় কমে যাওয়ার ফলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে যোধপুর আলু-পেঁয়াজ ও রসুন বিক্রেতা সংগঠন। তাদের প্রশ্ন কেন দানাশস্যের বাজারে রসুন বিক্রি করা হবে?

সংগঠনটির প্রধান বংশীলাল সাঙ্খলা বলছেন, “গত ৪০ বছর ধরে সবজি বাজারেই রসুন বিক্রি করছি আমরা। কোনও সমস্যা হয় নি। শুধু সবজির পাইকারি বাজারের জায়গাটা এখন কম হচ্ছে।
সরকার তো সেটা ব্যবস্থা করতে পারত। তা না করে রসুন বিক্রিই বন্ধ করে দিল সবজি বাজার থেকে। ”

রাজ্য সরকার গতবছর থেকেই এই নতুন ব্যবস্থা চালু করেছে। মামলা হওয়ার পরে অবশ্য বার বার চেষ্টা করেও রাজস্থান সরকারের কোনও বক্তব্য জানা যায় নি এই বিষয়ে। তবে রসুন সবজি না মশলা – তা নিয়ে বিতর্ক রয়েই গেছে।

ভারতীয় কৃষি গবেষণা সংস্থার বিজ্ঞানী ড. প্রীতম কালিয়া বলেন, “রসুন মূলত সবজিই, কিন্তু এর ব্যবহার হয় মশলা হিসাবে। রসুনের চাষও হয় সবজি হিসাবেই। আনাজ বাজারে রসুন বিক্রি করার কথা কেন বলা হচ্ছে জানি না, কারণ রসুন কোনোভাবেই আনাজ বা দানাশস্যের মধ্যে পড়ে না। ”

পেঁয়াজ যেরকম মাটির নীচে হয়, সেই একই প্রজাতির সবজি রসুন আর টিউলিপ। পেঁয়াজ আর রসুনকে ভাই-বোনও বলা চলে – দুটো নাম অনেক ক্ষেত্রেই এক সঙ্গেই উচ্চারিত হয় রান্নাঘরে।

অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ভাইরাল আর অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ সমৃদ্ধ রসুনের উপকারিতা প্রাচীনকাল থেকেই স্বীকৃত। শুধু যে জ্বর-কাশি এসব থেকে রক্ষা করে রসুন, তা নয়। রসুনের মধ্যে যেসব রাসায়নিক আছে, সেগুলো প্রাকৃতিক ব্লাড-থীনার বা রক্ত পাতলা করার কাজ করে। যার ফলে ধমনীতে কোলেস্টেরল জমে গিয়ে ব্লকেজ হয়ে হৃদযন্ত্র অচল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় বলে চিকিৎসকরা মনে করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিদেশের প্রেক্ষাগৃহে ‘হালদা’

১ ডিসেম্বর ৮১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’। এবার বিদেশের মাটিতেও মুক্তি পাচ্ছে ছবিটি। কানাডা, আমেরিকা ও আরব আমিরাত এর ১৩ টি প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পাচ্ছে ছবিটি। এসব হলে প্রথম সপ্তাহে সর্বমোট ২৪৭ টি শো পেয়েছে সিনেমাটি।

ওমানের ৪ টি হলে আগামী ১৫ ডিসেম্বরেই মুক্তি পাবে। কানাডার ৪টি হলে মুক্তি পাবে ২০১৮ এর জানুয়ারী মাসের ১৯ তারিখ। ‘হালদা’র বিশ্ব পরিবেশনার দায়িত্বে রয়েছে আন্তর্জাতিক পরিবেশক সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রো ইনক।

ছবিতে নাদের চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। নুসরাত ইমরোজ তিশা হাসু, মোশাররফ করিম বদিউজ্জামান এবং ফজলুর রহমান বাবু মনু মিয়া অর্থাৎ হাসুর বাবার চরিত্রে অভিনয় করেছেন। আর নাদেরের প্রথম স্ত্রী জুঁই চরিত্রে আছেন রুনা খান। এ ছাড়াও বিশেষ চরিত্রে রূপদান করেছেন দিলারা জামান, শাহেদ আলী ও মোমেনা চৌধুরী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সমুদ্রে বিশাল জলস্তম্ভ! ভিডিও ভাইরাল

সমুদ্রে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। সুবিশাল সমুদ্র পাড়ে দাঁড়ালে মনে হয় আকাশ যেন নেমে এসে মিশে গেছে সমুদ্রের সাথে। তবে আবহাওয়াগত পরিবর্তনের কারণে, অনেক সময় ঝড় বা ঘুর্ণিঝড়ও সৃষ্টি হয়। ঘুর্ণিঝড়ের কারণে সমুদ্রে ওয়াটার স্পাউট বা জলস্তম্ভেরও দেখা মেলে। আর সে রকমই একটি ওয়াটার স্পাউটের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কারণ, এই জলস্তম্ভটি আকারে বিশাল।

উত্তর-পশ্চিম ইতালির সানরেমোতে ধরা পড়েছে বিশাল আকারের ওয়াটার স্পাউটটি। কোনও স্থানীয় বাসিন্দার তোলা এই ভিডিওতে দেখা যাচ্ছে, সমুদ্র থেকে একটা মোটা পাইপের মতো জলস্তম্ভ উঠে গেছে উপরের দিকে। যেন তা আকাশ ফুঁড়ে বেরিয়ে গেছে। এই ভিডিওই আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

তবে এই ঘুর্ণিঝড়ে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest