মঞ্চ মাতালেন পূর্ণিমা

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। অভিনয় জীবনের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেক সুপার হিট ছবি দর্শকদের উপহার দিলেও অনেক দিন ধরেই চলচ্চিত্র থেকে দূরে তিনি। তবে সরব আছেন বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনা আর মঞ্চে পারফর্মে।

গতকাল রাজধানীর আর্মি স্টেডিয়ামে বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোবাকো (ব্যাট) একটি কর্পোরেট ইভেন্ট এর আয়োজন করেছিল। আর সে অনুষ্ঠানেই নেচে গেয়ে মঞ্চ মাতান পূর্ণিমা। আর তেমন কিছু ছবিই তিন তার ফেসবুকের দেয়ালে শেয়ার করেছেন।

জানা গেছে, এটি ছিল ব্যাটের ইন্টারনাল কর্পোরেট অনুষ্ঠান। আর যেখানে দেশ সেরা অন্যান তারকাদের পাশাপাশি পারফর্ম করেন পূর্ণিমা।

উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়িকার চলচ্চিত্র জগতে পথচলা শুরু হয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার ছবির মাধ্যমে। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ২০১০ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
না খেয়ে থাকতে পারলেও যৌনতা ছাড়া থাকতে পারবেন না সামান্থা !

না খেয়ে থাকতে পারলেও যৌনতা ছাড়া থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন তামিল ও তেলেগু ছবির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

একটি ম্যাগাজিনের জন্য চলতি বছর ফটোশুট করেন তিনি। সেখানে এক সাক্ষাৎকারে যৌনতা বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন নায়িকা। সম্প্রতি সামান্থার সেই বিস্ফোরণ মন্তব্যটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

সাক্ষাৎকারে সামান্থাকে প্রশ্ন করা হয়, যৌনতা ও খাবার এর মধ্যে কোনটাকে বেছে নেবেন। কোনও চিন্তা না করে সামান্থার অকপট উত্তর, ‘অবশ্যই যৌনতা। না খেয়ে আমি থাকতে পারি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঘুষ খান, কিন্তু সহনীয় মাত্রায় খান- শিক্ষামন্ত্রী

ন্যাশনাল ডেস্ক: পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের (ডিআইএ) কর্মকর্তারা ঘুষ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে ভালো প্রতিবেদন জমা দেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি আরও বলেছেন, ‘আপনারা ঘুষ খান, কিন্তু সহনীয় মাত্রায় খান।’
রবিবার শিক্ষাভবনে পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের (ডিআইএ) সম্মেলনকক্ষে অধিদফতেরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ল্যাপটপ ও প্রশিক্ষণ সনদ বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
এক উদাহরণ দিতে গিয়ে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের (ডিআইএ) কর্মকর্তারা শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে যান। সেখানে গিয়ে ঘুষের বিনিময়ে তারা ওই প্রতিষ্ঠানকে নিয়ে ভালো প্রতিবেদন দেন। স্কুল পরিদর্শনে গেলে খাম রেডি করাই থাকে। তবে আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা ঘুষ খান, কিন্তু সহনীয় হয়ে খান। কেননা, আমার এটা বলার সাহসই নেই যে, ঘুষ খাবেন না। তা অর্থহীন হবে।’
প্রায় সবখানেই ঘুষ লেনদেন হচ্ছে দাবি করে মন্ত্রী বলেন, ‘খালি যে অফিসাররা চোর, তা না। মন্ত্রীরাও চোর। আমিও চোর। এ জগতে এমনই চলে আসছে। তবে এ অবস্থার পরিবর্তন করতে হবে।’ বর্তমান সরকারের আমলে দুর্নীতি কমেছে বলেও দাবি করেন তিনি।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের এমন বক্তব্যের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি রবিবার সন্ধ্যায় বলেন, ‘যারা ওইসব রিপোর্ট করেন, তারা কথাই বোঝেন না। আমি বলেছি, কর্মকর্তারা শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে একসময় মাত্রাতিরিক্ত ঘুষ খেতেন। স্কুলে গেলেই খাম ধরিয়ে দিতেন। তখন থেকে তাদেরকে হুঁশিয়ারি দিয়েছি, জিরো টলারেন্স নিয়েছি। আমরা তখন বলেছিলাম, ঘুষ খেলেও সহনশীল মাত্রায় নামিয়ে আনেন। কিন্তু এখন আমরা আরও কঠোর হয়েছি। তাদের ঘুষ খাওয়াসহ বিভিন্ন দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স দেখাচ্ছি। এই কথাটিই আমি উদাহরণ হিসেবে বলেছি। তারপর তাদের হাতে ল্যাপটপ তুলে দিলাম। এখন যদি এটা নিয়ে আবার রিপোর্ট করা হয়, তাহলে তো কথাই বলা যাবে না দেখছি।’
ডিআইএ’র পরিচালক অধ্যাপক আহমদ সাজ্জাদ রশিদ এ বিষয়ে বলেন, ‘মন্ত্রী আগের একটি বিষয়কে উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। তিনি তো মজা করে অনেক সময় অনেক কথাই বলেন। তিনি আসলে ঘুষ খাওয়ার কথা বলেননি। তিনি উদাহরণ দিয়েছেন মাত্র।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মির্জাপুর বাজারে অবৈধ ইঞ্জিন ভ্যান তৈরির কারখানা, প্রশাসন নিরব

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা থানার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মির্জাপুর বাজারের বিভিন্ন স্থানে অবৈধ ইঞ্জিন চালিত নছিমন, সমিরন, আছিরন, করিমন, পাগলাঘন্টা কারখানা গড়ে উঠেছে। ঘটে চলেছে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা। প্রশাসন জানলেও কোন অদৃশ্য কারনে এসকল অবৈধ কারখানার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না।
সরজমিনে গিয়ে দেখা যায়, পাটকেলঘাটার মির্জাপুর বাজারের দুই ধারে ছোটবড় ৭টি ওয়ার্কশপে শিশু শ্রমিক দ্বারা সরকারের কোন অনুমতি ছাড়াই দিনরাত অবৈধ ইঞ্জিন ভ্যান তৈরির কাজ চলছে। এর ফলে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে আইনের নিয়মনীতি উপেক্ষা করে হোল্ডিং ঝালাই এবং ব্যাপক শব্দ দুষনে পরিবেশ নষ্ট করছে। এ প্রতিবেদকের সাথে কারখানার এক শ্রমিক নাম না প্রকাশ করার স্বার্থে জানায়, আমরা সপ্তায় ১০/১৫টা এবং মাসে ১থেকে দেড়শ ইঞ্জিন ভ্যান বানিয়ে থাকি। এক একটা ইঞ্জিন ভ্যান বানাতে ৫ থেকে ৬ হাজার টাকা খরচ হয়। আমাদের মালিক নিয়মিত প্রশাসনকে ম্যানেজ করে করার ফলে আমরা ইঞ্জিন ভ্যান তৈরি করলেও আমাদের কোন সমস্যায় পড়তে হয় না। এদিকে পাটকেলঘাটা থানা পুলিশের নাকের ডগায় সরকারের অনুমতি ছাড়াই এ সব অবৈধ নছিমন, করিমন, পাগলা ঘন্টা, ইনজিন ভ্যান তৈরি হলেও প্রশাসনের কোন মাথা ব্যাথা নেই। অবৈধ ইঞ্জিন ভ্যানের চলাচলের কারণে ঘটে চলেছে প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনা। ইঞ্জিন ভ্যান চলাচলের কারণে বাস মালিক সমিতির নেতৃবৃন্দ বিভিন্ন সময় অবরোধ ধর্মঘট পালন করলে সাময়িক ভাবে ভ্রাম্যমান আদালত দিয়ে জরিমানা করা হয়। এছাড়া মির্জাপুর বাজারে বেশ কয়েকবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসকল অবৈধ কারখানাগুলোতে সীলগালা করে দিলেও গোপন পথ তৈরি করে ভিতরে অনাসয়ে তাদের অবৈধ কার্যক্রম চালিয়ে যায়। এসব মরণ যন্ত্র দানবের কারনে প্রতি মাসেই উপজেলার বিভিন্ন স্থানে প্রানহানির মত বড় দূর্ঘটনা ঘটে চলেছে। এসকল ইঞ্জিনভ্যান তৈরির কারখানায় অধিকাংশ নেই কোন পরিবেশ লাইসেন্স। এক কথায় সককারের সকল নিয়মনীতির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বীরদর্পে চালিয়ে যাচ্ছে এসকল ইঞ্জিন দানব তৈরির কারখানা। এলাকার সচেতন মহল অবৈধ ইঞ্জিন ভ্যানের শব্দ এবং পরিবেশ দুষনের হাত থেকে বাচার জন্য উর্দ্ধতন মহলের হস্তক্ষেপ কামনাসহ সাথে সাথে এসকল অবৈধ কারখানা আশুবন্ধের জন্য প্রশাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে জলবায়ু মেলা উদ্বোধন

শ্যামনগর ব্যুরো : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসাবে জনগণের সেবায় কাজ করে যাচ্ছি। সরকারের উন্নয়নের কর্মকান্ড তৃণমূল পর্যায়ে মানুষের দোরগোড়ায় পৌছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের মধ্যে সাতক্ষীরার শ্যামনগর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আইলার আঘাতে উপকূলীয় জনপথ লন্ডভন্ড হয়ে যায়। জানমালের ব্যপক ক্ষয়ক্ষতি হয়Ñ যা আজও পূরণ হয়নি। বিশ্বের উন্নত দেশগুলোর উচ্চাভিলাসী কর্মকান্ডের ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত। দেশের অপূরণীয় ক্ষতি পুষিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে চলেছেন। উপকূলীয় জনপদের উন্নয়নে ইতিমধ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাউবো বেড়িবাঁধ সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। জলবদ্ধ দূরীকরণে সরকারি খালগুলো উন্মুক্ত করা হবে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা, কর্মক্ষেত্র, কৃষি ও সুপেয় পানির উপরে ব্যপক প্রভাব পড়েছে। ২ লক্ষাধিক মানুষ কাজের জন্য এলাকা থেকে অন্যত্র পাড়ি জমিয়েছে। আসুন সবাই কাধে কাধ মিলেয়ে হিংসা বিদ্বেষ ভুলে এলাকার উন্নয়নে কাজ করি।
২৪ ডিসেম্বর হতে ২৬ ডিসেম্বর তিন দিনব্যাপী জলবায়ু মেলা রোববার সকাল ১০ টায় উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংশ্লিষ্ট আসনের জাতীয় সংসদ সদস্য জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এস এম জগলুল হায়দার। উপাধ্যক্ষ নাজিম উদ্দীন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তেব্যে সিএসআরএল এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জিয়াউল হক মুক্তা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট পরিস্থিতি এক্ষণে উদ্যোগ না নিলে এ অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। এসময় সকল সরকারি কর্মকর্তা, বে-সরকারি উন্নয়ন সংস্থা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণির পেশাজীবি মানুষ জলবায়ু মেলায় অংশগ্রহণ করেন।
সকাল ৯.৩০ টায় মেলা উপলক্ষ্যে এক শোভাযাত্রা উপজেলা চত্ত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। বিকাল ৩ টায় মেলায় জলবায়ু পরিবর্তনের উপরে চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন জলবায়ু পরিষদের সাধারণ সম্পাদক আশেক-ই-এলাহী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ৮০০ ইয়াবাসহ এক নারী ও নাশকতা মামলায় আটক ৬

দেবহাটা ব্যুরো: দেবহাটা থানা পুলিশের অভিযানে ৮০০ পিচ ইয়াবা সহ ১ মহিলা মাদক ব্যবসায়ী আটক হয়েছে। রবিবার দুপুর ১ টার দিকে দেবহাটা উপজেলার কুলিয়া এলাকা থেকে ঐ মাদক ব্যবসায়ীকে তার স্বামীর বাড়ি থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে দেবহাটা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার এসআই হাবিবুর রহমান, এএসআই মঞ্জুর-ই মতিন, এএসআই আমজাদ হোসেন ও এএসআই শামীম দক্ষিন কুলিয়া গ্রামের ঐ মহিলার স্বামীর বাড়ি থেকে তাকে আটক করেন। আটককৃত মহিলার নাম আনজুয়ারা বেগম (৫৫)। সে কুলিয়া গাঙআটিপাড়া গ্রামের মৃত খোদাবক্স মোড়লের মেয়ে ও দক্ষিন কুলিয়া গ্রামের মৃত আমিনউদ্দীন গাজীর স্ত্রী। তার বিরুদ্ধে দেবহাটা থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন ৮শত পিচ ইয়াবা আটক করার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতের বিরুদ্ধে দেবহাটা থানায় মামলা দায়ের করা হয়েছে। একই সাথে দেবহাটায় পুলিশের অভিযানে জামায়াত কর্মী ও নাশকতা মামলার ৬ জন আসামী আটক হয়েছে। আটককৃতরা হলো উপজেলার কোড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ইয়াছির আরাফাত ওরফে লিপু (২৭), উপজেলার খলিশাখালী গ্রামের করিম গাজীর ছেলে শাহ আলম (৪৩), একই উপজেলার কোড়া গ্রামের মৃত আব্দুল বারী বিশ^াসের ছেলে আমজাদ হোসেন বিশ^াস (৫০), একই উপজেলার কোড়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৩১), একই উপজেলার ঘলঘলিয়া রহিমপুর গ্রামের আব্দুল গফফারের ছেলে শাহিন (৩৭) ও একই উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মিলন (৩৪)। আটককৃতরা দেবহাটা থানার ইং ২২/১০/১৭ তারিখের এফআইআর নং- ১০/১৭, জিআর নং- ১২২/১৭ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন মামলার আসামী বলে পুলিশ জানিয়েছে। শনিবার রাতে দেবহাটা থানার এসআই ইয়ামিন আলী, এসআই উজ্জ্বল কুমার দত্ত, এসআই হাবিবুর রহমান, এসআই মাজরিহা হোসাইন, এসআই আলআমিন, এএসআই ইমায়দুল, এএসআই আমজাদ, এএসআই শামীম ও এএসআই মঞ্জুর-ই মতিন তাদেরকে আটক করেন। আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জের জেলা পরিষদের সেই পুকুরটি এমপি জগলুল হায়দারের পরিদর্শন

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাগদ্দাহ বিলে জেলা পরিষদের পুকুর লিজ ও পুকুরের পানি নষ্ট হওয়ায় রোববার দুপুরে পুকুরটি পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম, জগলুল হায়দার। সরেজমিন ও এলাকবাসী জানান, উপজেলার হাড়দ্দহা মৌজায় অবস্থিত জেলা পরিষদের মালিকানাধীন পুকুরটি চলতি বছরের ১১ জুলাই তারিখে সদরের বাজার গ্রামের সুধীর অধিকারির ছেলে সঞ্জয় অধিকারী জেলা পরিষদের চেয়ারম্যানকে ভুল বুঝিয়ে তার নামে পুকুরটির ইজারা গ্রহণ করে। সেই থেকে ঐপুকুরের পানিতে মাছ চাষের জন্য বিভিন্ন ধরণের কিটনাশক ব্যবহারের ফলে পুকুরের পানি খাওয়া ও ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। ইউনিয়নের হাড়দ্দাহ, চাকদাহা, চিংড়া, হোসেনপুর, হোগলদাড়া, পাঁচ বাড়িয়া ও বসন্তপুর সাত গ্রামের মানুষ ঐ পুকুরের পানি গৃহস্থলিসহ সকল প্রয়োজন মেটানোর পাশাপশি গরু, ছাগল, হাঁস, মুরগি পালনেও ব্যবহার করে থাকেন। “পানির আপর নাম জীবন” এ কথা ভুলে যেয়ে লিজ গ্রহিতা সঞ্জায় অধিকারী জনগুরুত্বপূর্ণ পুকুরের পানি ব্যক্তিস্বার্থে বিভিন্ন ধরণের কিটনাশক, সার ও অপদ্রব্য মিশায় এবং এলাকবাসি সেই পানি পান করে অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে এলাকাবাসি বিক্ষোভে ফেটে পড়ে। অসহায় সাত গ্রামবাসিদের সুপেয় পানির প্রয়োজনীয়তা অনুভব করে এগিয়ে আসেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও মথুরেশপুর ইউনিনের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাকিম। ২৩ ডিসেম্বর বিকেলে জেলা পরিষদের সরকারি ঐ পুকুর পাড়ে পন্টস্যান্ট ফিল্টার সংলগ্ম এলাকায় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিকসহ শতশত নারী পুরুষ মিলে কলস বালতি হাতে নিয়ে লিজ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে।
এদিকে দৈনিক আজকের সাতক্ষীরায় সংবাদ প্রকাশিত হলে রোববার সকালে ঘুম থেকে উঠেই পত্রিকা পড়ে কালিগঞ্জÑশ্যামনগর (অংশিক) আসনের এমপি এসএম জগলুল হায়দার ছুটে আসেন চিংড়া বিলের সেই জেলা পরিষদের পুকুর পাড়ে, যেখানে সাত গ্রামের মানুষ একটি পুকুরের পানি খেয়ে জীবন ধারণ করে। তার আসার খবর পেয়ে নারী পুরুষ ছুটে আসে এবং লিজ বাতিলসহ পানির সংকটের কথা বলেন। এসময় তিনি জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের সাথে মোবাইল ফোনের মাধ্যমে এলাকার স্কুল শিক্ষিকা সুমনা ঘোষের কথা বলার সুযোগ দেন। লিজ বাতিলসহ বিষয়টি দ্রুত সমাধন করবেন বলে আশস্ত করেন। একই সাথে এলাকায় বিদ্যুতায়ন করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
জনগুরুত্বপূর্ণ পুকুরটি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, ধলবাড়িয়া ইউনিয়ন আ‘লীগের সভাপতি সজল মুখার্জী, মথুরেশপুর আ‘লীগের সাবেক সভাপতি শেখ মোখলেছুর রহমান মুকুল, ইউপি সদস্য শেখ আলাউদ্দিন সোহেল, মরিুজ্জামান মনো, ওয়ার্ড আ‘লীগের সভাপতি মোহাব্বত আলী, ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক গুণধর প্রমুখ। হাড়দ্দাহ গ্রামের নূর মোহাম্মদ গাজী, সোনাতন মন্ডল, শ্যামাপদ মন্ডল, ভক্ত মন্ডল, পাগল মন্ডল, শ্যামলী মন্ডল, কল্পনা মন্ডল, বিমলা মন্ডল, অর্চনা মন্ডল, গীতা মন্ডল, ঠাকুরানী মন্ডল, নিরাঞ্জন মন্ডল, মিতা মন্ডলসহ একাধিক গ্রামবাসিদের একটাই দাবি দেশ স্বাধীনের পূর্ব থেকে ভারত সীমান্ত ঘেষা হাড়দ্দহা, চাকদহ, পাঁচবাড়িয়া, চিংড়া, হোসেনপুর, হোগলদাড়া ও বসন্তপুরের একমাত্র সুপেয় পানির অবলম্বন পুকুরটি ইজারা বাতিল করতে হবে। লবণাক্ততা এলাকার সুপেয় পানির পুকুরটি রক্ষায় প্রয়োজনে রাজপথে নামবেন, মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনসহ অনশন কর্মসূচি ঘোষণা করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেনাপোল ইমিগ্রেশনের প্রধান গেট সিলগালা

ইমিগ্রেশনে ঘুষ বাণিজ্য নিয়ে  কাস্টমস ও পুলিশের মধ্যে  হাতাহাতি ও ভবন ভাঙচুরের ঘটনার জেরে কাস্টমস-ইমিগ্রেশন ভবনের মূল প্রবেশ পথ সিলগালা করে দিয়েছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।

গত  চার দিন ধরে উভয় পক্ষ একে অপরকে অভিযুক্ত করে পাল্টাপাল্টি তৎপরতা চালিয়ে যাচ্ছে। কাস্টমস সদস্যরা পুলিশের বিচারের দাবিতে রাস্তায় নেমে পথসভা-মানব বন্ধন ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

এছাড়া বাণিজ্যিক কাজে বিড়ম্বনা ও যাত্রীদের কাছ থেকে ঘুষ বাণিজ্যের অভিযোগ এনে বন্দর রক্ষা কমিটি নামে একটি সংগঠনের নেতা-কর্মীরাও কাস্টমসের বিপক্ষে বিক্ষোভ মিছিল করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ইমিগ্রেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) সকালে চেকপোস্ট ইমিগ্রেশনে গিয়ে প্রবেশ দ্বারে তালা ঝুলিয়ে সিলগালা অবস্থায় দেখতে পাওয়া যায়।

এদিকে কাস্টমস আর ইমিগ্রেশন পুলিশের মধ্যে অভ্যন্তরীণ এই দ্বন্দ্বে ভোগান্তি বেড়েছে যাত্রীদের। বিশেষ করে কাস্টমস সদস্যদের কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচির কারণে তারা নিয়মিত অফিসে না  বসায় আরো বেড়ে চলেছে এ ভোগান্তি।

চেকপোস্ট ইমিগ্রেশনে  গিয়ে দেখা যায়, গত শনিবার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ভারতে ঢুকতে না পারা যাত্রীরা রোববার ফের  ভারতে যাওয়ার উদ্দেশ্যে লাইনে দাঁড়িয়ে আছেন।

ভারত ফেরত যাত্রী যশোরের ফজের আলী বলেন, কাস্টমস আর পুলিশের অভ্যন্তরীণ দ্বন্দ্বের মাশুল গুনতে হচ্ছে সাধারণ যাত্রীদের। আগে যেখানে আধা ঘণ্টায় দু’পারের সব কাজ শেষ হতো, এখন সেখানে কমপক্ষে ৫ থেকে ৬ ঘণ্টা সময় লেগে যাচ্ছে। পরিবার-পরিজন নিয়ে দুর্ভোগের অন্ত থাকছে না।

যাত্রীরা বলেন, ইদানিং চেকপোস্ট ইমিগ্রেশন-কাস্টমসে ঘুষ বাণিজ্যে  মারাত্মক হয়রানি বেড়েছে। সামান্য কেনাকাটা আর পাসপোর্টে সমস্যা দেখিয়ে কাস্টমস আর পুলিশ সদস্যরা প্রতিনিয়ত  টাকা আদায় করছে।

বেনাপোল বন্দর রক্ষা কমিটির সভাপতি ওহিদুজ্জামান ওহিদ বলেন, ঘুষ ছাড়া কাস্টমসে কোন কথা নেই। কোন নিয়ম নীতি না মেনে তারা জোরপূর্বক ঘুষ আদায় করে। ঘুষ বাণিজ্য বন্ধ না করলে আমরা আগামীতে আরো বড় কর্মসূচি দেবো।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফ জানান, গেট বন্ধ থাকায় বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে তাদের। বিশেষ করে যাত্রীসেবাসহ প্রয়োজনীয় কাজে গাড়ির ভিতরে নেওয়া যাচ্ছে না। ভবনটি যেহেতু উভয়ের ব্যবহারের জন্য, তাই নির্দিষ্ট কোন কারণ ছাড়া আলোচনা না করে গেটটি বন্ধ করা অযৌক্তিক। আর যাত্রী সেবা বাড়াতে বর্তমানে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত কার্যক্রম চালু  রয়েছে  বলে জানান তিনি।

কাস্টমস অফিসার্স ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম বাঙালি জানান, অভিযুক্ত  পুলিশ সদস্যদের বিচারের দাবিতে  তারা রোববার (২৪ ডিসেম্বর) সকালে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন। উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত তাদের একের পর এক কর্মসূচি  চলতে থাকবে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা কামরুজ্জামান বলেন, অনিয়ম বন্ধ আর শৃঙ্খলা ফেরাতে উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে ওই গেট  সিল করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত আপাতত বন্ধ থাকবে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজিত জানান, ইমিগ্রেশন এলাকায় যাতে আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তারা সতর্ক রয়েছেন।

বাংলাদেশি পাসপোর্ট যাত্রী শাখাওয়াত হোসেন গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় ভারত থেকে ফিরে ইমিগ্রেশন পার হওয়ার পথে কাস্টমসে আটকা পড়েন। কাস্টমস সদস্যরা কেনা-কাটার জন্য তার কাছে  ঘুষ দাবি করেন। শাখাওয়াত হোসেন পরে বিষয়টি ইমিগ্রেশন ওসিকে জানান। ওসি তখন কাস্টমস এর রাজস্ব কর্মকর্তাকে বিষয়টি জানালে ওই কর্মকর্তা শাখাওয়াতকে লাঞ্ছিত করেন ও ওসিকে অপমান করেন। ইমিগ্রেশনের অন্য পুলিশ সদস্যরা প্রতিবাদ করলে কাস্টমস ও পুলিশের মধ্যে হাতাহাতি, ভবন ভাঙচুরসহ অপ্রীতিকর ঘটনা ঘটে।

ওই ঘটনায় যাত্রী কাস্টমসের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ এনে বেনাপোল পোর্ট থানায় অভিযোগ দায়ের করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest