সর্বশেষ সংবাদ-
পণ্যগ্রাফি নিয়ন্ত্রন আইনের মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে প্রেসক্লাব নেতৃবৃন্দের বিবৃতিসাতক্ষীরায় গৃহবধু গণধর্ষণের মামলার আসামী গ্রেপ্তারআশাশুনি বাজারের পাশে বসবাসকারীরা নদী ভাঙ্গনে উদ্বিগ্ন: ইউএনওর পরিদর্শণসাতক্ষীরায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় ৩৩ জনের জামিনসাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ছয় দিন, থানার সামনেই প্রকাশ্যে ঘুরছেন আসামিরাভারতীয় পর্ন ভিডিওতে সাংবাদিকের ছবি জুড়ে ব্লাকমেইল করে চাঁদা দাবিকালিগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে দূধর্ষ ডাকাতিজুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এতিমদের মাঝে খাবার বিতরণভোমরার ইউপি চেয়ারম্যানকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিলেন ইউনিয়নবাসীআশাশুনিতে শহীদের স্মরণে দুঃস্থদের মাঝে জামায়াতের খাবার বিতরণ

প্রথম বাংলাদেশি হিসেবে সাকিবের রেকর্ড

প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ২৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। বিপিএলের চলতি আসরে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ খেলে এ রেকর্ড গড়েছেন এই অল-রাউন্ডার। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক সব লিগ খেলার অভিজ্ঞতাও রয়েছে তার।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল, বিগ ব্যাশ টি-টোয়েন্টিসহ সব ধরনের টুর্নামেন্টে দেখা মিলেছে সাকিবের। টি-টোয়েন্টিতে ২৫০ ম্যাচ খেলে ২০.৭৯ গড়ে রান করেছেন ৩৯৩১; অর্ধশতক রয়েছে ১৪টি। ব্যাট হাতের পাশাপাশি বল হাতেও সফল এই অভিজ্ঞ অল-রাউন্ডার। ২৫০ ম্যাচে উইকেট সংখ্যা ২৮৯টি; সেরা বোলিং ফিগার ৬/৬।

চলতি বিপিএলে ১১ ম্যাচে ২৫ গড়ে ১৭৬ রান করেছেন। ১৯ উইকেট নিয়ে উইকেট শিকারের তালিকায় সবার উপরে রয়েছেন সাকিব। বাংলাদেশের হয়ে সাকিবের পরে সর্বোচ্চ টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। ১৫৬ ম্যাচে ২৩ গড়ে ২৬৭৪ রান করেছেন এই ব্যাটসম্যান; অর্ধশতক রয়েছে ১০টি।
১৫৬ ম্যাচে উইকেট সংখ্যা ৭৬টি।

মাহমুদউল্লাহ রিয়াদের পরেই রয়েছেন জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ১৫৩ ম্যাচে ৩০ গড়ে রান করেছেন ৩৫০৭; অর্ধশতক রয়েছে ২৯টি এবং সেঞ্চুরি রয়েছে ২টি। তামিমের পরেই চতুর্থ স্থানে রয়েছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ১৪০ ম্যাচে ২৫ গড়ে রান করেছেন ২৫৪৩; অর্ধশতক রয়েছে ১৩টি। ব্যাটিংয়ের পাশাপাশি স্ট্যাম্পের পেছনেও সফল মুশফিক। ১৪০ ম্যাচে ডিসমিসাল সংখ্যা ১১৩।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এশিয়ার সবচেয়ে আবেদনময়ী প্রিয়াঙ্কা!

বলিউডে প্রিয়াঙ্কা চোপড়া এখন নজরে না আসলেও তিনি যে বলিউড অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি আবেদনময়ী তার প্রমাণ আরও একবার করলেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সমীক্ষায় ফের একবার ৫০ জন এশিয়ার আবেদনময়ী নারীদের তালিকায় প্রথমদিকে নাম উঠে আসল প্রিয়াঙ্কা চোপড়ার নাম।

সেই সমীক্ষাতে দ্বিতীয় স্থানে আছেন ভারতের টেলিভিশন তারকা নিয়া শর্মা। তৃতীয় ও চতুর্থ নম্বরে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাট। পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান স্থান পেয়েছেন পাঁচে। তবে সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া একবার বা দুবার নয়, এ নিয়ে পাঁচবার এই খেতাব জিতলেন।

এই স্বীকৃতির খবর শুনে প্রিয়াঙ্কা চোপড়া টুইট করে বলেন, ‘আমার একার এই সফলতা নয়। আমি আমার মা-বাবাকে এর জন্য ধন্যবাদ জানাতে চাই। পাঁচবারের এই সাফল্যে আমি সত্যিই খুবই কৃতজ্ঞ বিচারকদের কাছে। আমায় যাঁরা অনলাইনে ভোট দিয়ে জয়ী করেছেন তাঁদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। ’‌

অবিশ্বাস্যভাবে প্রিয়াঙ্কার পরেই দ্বিতীয় নম্বরে রয়েছেন টেলিভিশন অভিনেত্রী নিয়া শর্মা।
২০১০ সালে নিয়াকে প্রথম ‘‌কালী’‌ সিরিয়ালে দেখা গিয়েছিল। গতবছর এই সমীক্ষায় দীপিকা প্রথম নম্বরে ছিলেন এবং প্রিয়াঙ্কা ছিলেন দ্বিতীয় নম্বরে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ট্রাম্পের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে যৌন অসদাচরণের মামলা

মার্কিন প্রেদিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ এনে সামার জেরভস নামের এক নারী মানহানি মামলা করেছেন। সামার জেরভস দ্য এপ্রেন্টিস নামক অনুষ্ঠানের একজন সাবেক প্রতিযোগী ছিলেন। অ্যাপ্রেন্টিস নামের জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি অনুষ্ঠানটিতে বিচারক ছিলেন ডোনাল্ড ট্রাম্প।

যৌন অসদাচরণের বিরুদ্ধে বর্তমান সোচ্চার পরিস্থিতির আলোকে একজন রাষ্ট্রীয় বিচারক মামলাটি পর্যবেক্ষণ করে দেখছেন। তবে অস্থিতিশীলতা এড়াতে মামলাটি খারিজ করে দেয়া যায় কিনা তা বিবেচনা করা হচ্ছে। এ খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিও।

সামার জেরভস অভিযোগ করেছেন যে, ২০০৭ সালে ট্রাম্প তার সঙ্গে যৌন অসদাচরণ করেন। তার মুখমন্ডলে বারবার চুমু দেন। শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেন। নিজের স্পর্শকাতর অঙ্গ চেপে ধরেন তার শরীরে।

তবে ট্রাম্প এই ধরনের সব অভিযোগকে মিথ্যা এবং ভিত্তিহীন বলে উল্লেখ করেন।
ট্রাম্পের করা এমন মন্তব্যের সূত্র ধরে জেরভিস এবং তার আইনজীবী দাবি করেছেন, এই মন্তব্যে তাদের সম্মানহানি হয়েছে। তারা ট্রাম্পকে ওই মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বলেছেন। এবং ক্ষতিপূরণ দাবি করেছেন।

এ মামলার ব্যাপারে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মার্ক কাসয়িচ বলেছেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের সুপ্রিমেসি ক্লজের ধারা অনুযায়ী, দায়িত্ব পালনরত একজন প্রেসিডেন্টের ওপর কোর্টের বিচারিক এখতিয়ার নেই। রাষ্ট্র আদালতে প্রেসিডেন্টকে হাজিরা দিতে বলাটা ‘অনুচিত সরাসরি নিয়ন্ত্রণ’ হিসেবে পরিগণিত হবে বলে মত দেন তিনি।

তবে এই যুক্তিকে প্রত্যাখ্যান করে জেরভসের আইনজীবী মেরিয়ান মেয়ার অয়াং বলেছেন, এমন কোনো আইনগত উদাহরণ নেই যে একজন ফেডারেল কর্মকর্তাকে রাষ্ট্রীয় আদালত সিদ্ধান্তের আওতায় আনতে পারবে না। তিনি ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে এমনটি বলেন। এ প্রসঙ্গে তিনি সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের যৌন অসদাচরণের বিরুদ্ধে কোর্টের ব্যবস্থাপত্রকে উদাহরণ হিসেবে টানেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দিনে নয়, রাতে প্রচার হবে সানি লিওনের সেই বিজ্ঞাপন

বলিউডে বর্তমানে সুপারস্টার ও সফলদের মধ্যে একজন দাবেক পর্ন তারকা সানি লিওন। বলিউডের ছবিতে কেন্দ্রীয় চরিত্রে কম দেখা গেলেও আইটেম গানে নিয়মিত দেখা যায় এই অভিনেত্রীকে।

অভিনয় আর আইটেম গানের পাশাপাশি বিজ্ঞাপনে সানি লিওনের উপস্থিতিও লক্ষ্যণীয়। সম্প্রতি সানি লিওনের কনডমের বিজ্ঞাপন নিয়ে বেশ বিতর্ক হয়েছে। সেই বিজ্ঞাপন সম্পর্কে আপত্তি জানিয়ে অভিযোগও দায়ের করা হয়।

অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার সেই বিজ্ঞাপন প্রচারে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এখন থেকে রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যে চলতে পারবে সানির সেই বিজ্ঞাপন।

কারণ হিসেবে উল্লেখ করা হয়, এই সময়ে বাচ্চারা সাধারণত ঘুমিয়ে পড়ে। যেহেতু এই বিজ্ঞাপনগুলো একেবারেই প্রাপ্তবয়স্কদের কথা ভেবে বানানো, তাই এই সময়টাতেই চলবে এই বিজ্ঞাপন।

প্রসঙ্গত, দিনের বেলা সানির কনডমের বিজ্ঞাপন টিভির পর্দায় চললে শিশুমনে প্রভাব পড়তে পারে, এই মর্মে অভিযোগ দেওয়া হয়েছিল।
তারই ভিত্তিতেই এই নির্দেশিকা দেওয়া হলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোনালদোর হাতেই ব্যালন ডি’অর

লিওনেল মেসিকে হারিয়ে পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় (বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিট) প্যারিসের আইফেল টাওয়ারে এক অনুষ্ঠানে ব্যালন ডি’অর জয়ী হিসেবে রোনালদোর নাম ঘোষণা করা হয়।

বিশ্বের ১৭৩ জন সাংবাদিকদের ভোটে এ পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদ তারকা। এর আগে ব্যালন ডি’অর পুরস্কারের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফ্রান্স ফুটবল। তালিকায় ছিলেন নেইমার, কাভানি, ডি ব্রুইনি, দিবালা, হ্যারি কেইনদের মতো তারকারা।

এ পুরস্কারের মধ্যদিয়ে লিওনেল মেসিকে ছুঁয়ে ফেললেন সিআরসেভেন। এতদিন পাঁচটি ব্যালন ডি’অর জিতে শীর্ষে ছিলেন বার্সা তারকা লিওনেল মেসি। ২০০৮ সাল থেকে গেল ৯ বছর ট্রফিটা ভাগাভাগি করে নিয়েছেন এ দুজন।

গেল মৌসুমটি দুর্দান্ত কেটেছে রোনালদোর। ক্লাবটির হয়ে লা লিগা ও মর্যাদার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া জাতীয় দল পর্তুগালকেও রাশিয়া বিশ্বকাপের টিকিট এনে দেয়ায় রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদার সঙ্গে বৈঠক করলেন চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত চীনা কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধিদল। চেয়ারপারনের গুলশানের কার্যালয়ে বৃহস্পতিবার রাতে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

কমিউনিস্ট পার্টির ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের (আইডিসিপিসি) সহকারী মন্ত্রী ওয়াং ইয়াহুন ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

সন্ধ্যা পৌনে ৭ টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাদের দেশে রোহিঙ্গা সংকট নিয়ে বলেছেন যে, চীন এখানে মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে যাতে মিয়ানমারের নাগরিকরা দ্রুত তাদের দেশে ফিরে যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘তারা বলেছেন যে, এ ব্যাপারে চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন, কথা বলেছেন। তারা চেষ্টা করছেন, কাজ করছেন যে দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক তৈরি করে মিয়ানমারে যাতে রোহিঙ্গারা ফিরে যেতে পারেন।’

তিনি আশা প্রকাশ করেছেন যে, ‘চীনের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটা আরো গভীর হবে এবং শুধু আঞ্চলিক ক্ষেত্রেই নয় গ্লোবাল ক্ষেত্রেও চীন তার ভূমিকা রাখতে সক্ষম হবে।’

বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির সদ্য সমাপ্ত ১৯তম কংগ্রেস ও ‘ওয়ার্ল্ড পলিটিক্যাল পার্টি ডায়ালগ’ এর বিষয়বস্তু ও সিদ্ধান্তসমূহ চেয়ারপারসনকে ব্রিফ করেছেন প্রতিনিধিরা।

বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে মেরে ফেলার হুমকিতে উড়োচিঠি পাঠিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলের নিজ কাযার্লয়ে এই চিঠি পাঠানো হয়।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নিজে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হত্যার হুমকি পেয়ে শাহবাগ থানায় জানানো হয়েছে।’ এর আগেও একাধিকবার এ ধরনের হুমকি পেয়েছিলেন বলে জানান তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ডাকে চিঠিটি এসেছে। একটি বিশাল প্রতিবেদন (লেখা) পাঠিয়েছে। এই প্রতিবেদনটি প্রধানমন্ত্রীকে দেখাতে বলা হয়েছে। এরপর শেষের দিকে আমাকে বলা হয়েছে- জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হও। তোমার সময় ঘনিয়ে এসেছে। আমি বিষয়টি শাহবাগ থানায় জানিয়েছি।’

শাহবাগ থানার ডিউটি অফিসার (এসআই) দেবরাজ চক্রবর্তী জানান, এখনো জিডি এন্ট্রি করা হয়নি। তবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের লোকজন থানায় রয়েছেন। এ বিষয়ে শাহবাগ থানায় আইনি প্রক্রিয়া গ্রহণ করা জন্য ব্যক্তিগত সহকারী কবির হোসেনকে পাঠানো হয়েছে বলেও জানা গেছে।

উল্লেখ্য, অ্যাটর্নি জেনারেলকে এ নিয়ে চারবার হত্যার হুমকি দেয়া হলো। এর আগে ২০১৩ সালের ২২ অক্টোবর তাকে এবং মেয়ে শিশির কণাকে হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছিল অজ্ঞাত দুর্বৃত্তরা। এরপর ২০১৫ সালের ৯ আগস্ট এবং ২০১৬ সালেল ৩০ মে তাকে হত্যার হুমকি দেয়া হয়। তবে কোনোবারই পুলিশ হুমকিদাতাদের চিহ্নিত করতে পারেনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দীপিকাকে টপকে গেলেন প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়াকে এশিয়ার ‘সবচেয়ে আবেদনময় নারী’-র আসন থেকে সরিয়ে দিয়েছিলেন তারই স্বদেশি ও সহকর্মী দীপিকা পাড়ুকোন। এটা গেল বছরের হিসেব। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই আসনে আবারও আসীন হলেন সাবেক বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা।

এশিয়ার ৫০ জন সেরা আবেদনময় নারীর তালিকা প্রকাশ করেছে লন্ডন-ভিত্তিক সাপ্তাহিক পত্রিকা ইস্টার্ন আই। সেই তালিকায় প্রথমেই রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার নাম। দ্বিতীয় হয়েছেন ভারতীয় টেলিভিশন তারকা নিয়া শর্মা। আর তৃতীয় অবস্থানে রয়েছেন গতবারের প্রথম দীপিকা পাড়ুকোন।

এ নিয়ে পঞ্চমবারের মতো সেরা আবেদনময়ী হয়ে রেকর্ড গড়লেন ‘বেওয়াচ’ খ্যাত প্রিয়াঙ্কা চোপড়া। এমন বিজয়ের খবরে প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘আসলে বিজয়ের এ কৃতিত্ব আমি নিতে চাই না। এর সমস্ত কৃতিত্ব আমার শারীরিক গঠন এবং আপনাদের দৃষ্টিভঙ্গির। আমি কৃতজ্ঞ, সম্মানিত। কেননা, ধারাবাহিক সাফল্য থেকে প্রেরণা পাওয়া যায়।’

প্রিয়াঙ্কার বিজয় সম্পর্কে ইস্টার্ন আইয়ের সম্পাদক আসজাদ নাজির বলেন, ‘প্রিয়াংকা চোপড়া একজন ভারতীয় হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে অবিশ্বাস্য রকমের সফলতা দেখাচ্ছেন। তিনি বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত রয়েছেন। নারীর ক্ষমতায়নের বিষয়ে তাকে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা যায়।’

ইউনিসেফের এই শুভেচ্ছাদূতকে সৌন্দর্য, বুদ্ধি, সাহসিকতা এবং কোমল হৃদয়ের প্রকৃষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করে নাজির বলেন, ‘তরুণ প্রজন্মের আকাশছোঁয়া স্বপ্ন রয়েছে আর প্রিয়াংকা চোপড়া সেই তরুণদের প্রতীক।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest