ইরানে মদের আসর থেকে ২৩ জন গ্রেপ্তার

ইরানে তেহরানের দুটি পার্টিতে মদ্যপান ও নাচ-গানের আসর থেকে ২৩ জনকে গ্রেপ্তার করেছে সেদেশের ধর্মীয় পুলিশ।

উইন্টার সলস্টিস, অর্থাৎ শীতকালের সবচেয়ে ছোট দিনটিতে এই পার্টির আয়োজন করা হয়।
ইরানে এই উৎসব ‘ইয়াল্ডা’ নামে পরিচিত।

তেহরানের ‘নৈতিক পুলিশ বাহিনীর’ প্রধান কর্ণেল জুলফিকার বার্ফার জানান, এই পার্টিতে যাওয়া লোকজন মদ খেয়ে ফুর্তি করছিল।

ইরানে মদ পানের জন্য শাস্তি হিসেবে ৮০ ঘা পর্যন্ত দোররা মারার বিধান রয়েছে। তবে ইদানিং দোররা মারার পরিবর্তে জরিমানাই বেশি করা হয়।

ইরানে নৈতিক পুলিশের ফার্সি নাম হচ্ছে এরশাদ, অর্থাৎ পথনির্দেশ। নারীরা পর্দা মেনে চলছে কিনা সেটা দেখাও এই পুলিশের কাজ।

যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে রয়েছে দুইজন সংগীত শিল্পীও। সেখান থেকে কিছু মদের বোতল ও মাদকও আটক করা হয়েছে।

কর্ণেল বার্ফার জানান, এই পার্টির অনেক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিলিপাইনে ঝড়, বন্যা ও ভূমিধসে নিহত ১৮০

ফিলিপাইনে ক্রান্তীয় ঝড় ‘তেমবিনে’ ১৮০ হন নিহত হয়েছেন। ঝড়ের আঘাতে দক্ষিণ ফিলিপাইনে এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন। ফলে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দ্বিতীয় বৃহত্তম অঞ্চল মিন্দানাও দ্বীপে গতকাল গতকাল তেমবিন আছড়ে পড়ে। ঝড়ের সঙ্গে ভারি বৃষ্টিপাতের ফলে অনেক স্থানেই ভূমি ধসের ঘটনা ঘটেছে।

বিশেষত তুলনামূলকভাবে উঁচু এলাকাগুলি থেকে বন্যার জল গিয়ে জমছে নিচু এলাকাগুলিতে। এসব এলাকাতেই ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।

আবহাওয়া কার্যালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া মিন্দানাও দ্বীপে আঘাত আনে। দ্বীপের টিউবোড এবং পিয়াগাপো শহর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কয়েকদিন আগেই ‘কাই-তাক’ নামে একটি ঝড় ফিলিপাইনে আঘাত এনেছিল। তাতে প্রায় ৩৩ জনের প্রাণহানীর ঘটনা ঘটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নতুন বছর উপলক্ষ্যে ববি-রণবীরের পার্টি সং (ভিডিও)

আলোচিত সিনেমা ‘বিজলী’র গান ‘পার্টি পার্টি পার্টির’ প্রোমো ছাড়া হয়েছে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে। আজ পুরো গানটি প্রকাশ করা হবে।

‘বিজলী’ প্রযোজনা করছে ছবির নায়িকা ইয়ামিন হক ববির ববস্টার ফিল্মস। ছবিতে তার নায়ক হিসেবে আছেন কলকাতার মডেল-অভিনেতা রণবীর। বলা হচ্ছে বাংলাদেশের প্রথম সুপার হিরো সিনেমা ‘বিজলি’। পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী।

বিগ বাজেটের সিনেমা ‘বিজলি’র শুটিং হয়েছে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও আইসল্যান্ডে। এর ভিএফএক্স হয়েছে হলিউডে। ‘বিজলি’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ববি। যার শরীরে বৈদ্যুৎতিক ক্ষমতা চলে আসে। এই ক্ষমতা সে ব্যবহার করে দুষ্টের বিরুদ্ধে।

Party Party Party Full Video Song | Bobby | Raanveer | Akassh | Nandini | Iftakar Chowdhury

Presenting “Party Party Party" dancing track promo from upcoming first ever super power based film of Dhallywood name "BIZLI" Directed By Iftakar Chowdhury.Song: Party Party PartyMovie: BizliArtists: Bobby, RaanveerDirector: Iftakar ChowdhuryProduced by: Eamin Haque BobbyComposed by: AkasshSinger: Akassh, NandiniLyrics: Priyo ChattopadhyayDop: Shailesh AwasthiDance: Adil ShaikhEditor: Nitin FCPDistribute By : Jaaz Multimedia

Posted by Jaaz Multimedia on Saturday, 23 December 2017

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশের মোবাইল কোম্পানিগুলোর বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগের পাহাড়

অনলাইন ডেস্ক: মোবাইল ফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শত শত অভিযোগ করছেন গ্রাহকরা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগের পাহাড় জমেছে। ভোক্তাদের অভিযোগ নির্দিষ্ট প্যাকেজ কিনে প্রতারিত হয়েছেন তারা। সবচেয়ে বেশি অভিযোগ ইন্টারনেট সেবার বিভিন্ন অফার নিয়ে। বেসরকারি মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণ, রবি, বাংলালিংক, এয়ারটেল ছাড়াও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটকের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। গ্রাহকদের অভিযোগ নির্দিষ্ট প্যাকেজ কিনলেও বাড়তি অর্থ কেটে নেওয়া হচ্ছে। টাকা দিয়েও সেবা পাননি অনেকেই। ফলে অফারের নামে প্রতারণা করছেন মোবাইল অপারেটররা।

অধিদপ্তর সূত্রে জানা যায়, গত জুন থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ৫৯১টি লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রাহকরা। এরমধ্যে গ্রামীণ ফোনের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে ১৬৬টি, রবি অজিয়াটার বিরুদ্ধে ১৫১টি, বাংলালিংক এর বিরুদ্ধে ১১৫টি, এয়ারটেলের বিরুদ্ধে ১২৮টি এবং টেলিটকের বিরুদ্ধে জমা পরেছে ৩১টি অভিযোগ।

একজন অভিযোগকারী জানিয়েছেন, ২৮ দিন মেয়াদে ৯৮ টাকায় ১.৫ জিবি ইন্টারনেট ডাটা অফার দেখে তিনি সেবাটি ক্রয় করেন। কিন্তু প্রকৃতপক্ষে তিনি মাত্র এক জিবি ডাটা পেয়েছেন। এরপর তাকে বাড়তি অর্থ গুণতে হয়েছে। অপর একজন অভিযোগ করেছেন, ২৮ টাকায় ৫০ এমবি ইন্টারনেট ডাটায় অফার দেওয়া হয়েছে যে একটি লিংকে গেলে সারা দিন বাংলা নাটক দেখা যাবে। কিন্তু তিনি ওই লিংকে গিয়ে কোনো নাটক দেখতে পাননি। প্রতিদিন ২ টাকার বিনিময়ে হেলথ টিপস পাওয়া যাবে এমন অফার গ্রহণ করেন অপর একজন গ্রাহক। সার্ভিসটি বন্ধ করতে গেলে নির্ধারিত শর্টকোট দিলেও তা বন্ধ হয়নি এবং চালু থাকার কারণে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরকম শত শত অভিযোগ জমা পড়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম লস্কর বলেন, একটি মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান উচ্চ আদালতে রিট করার কারণে গত মে মাসের পর থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি করতে পারেনি। ভোক্তারা এখনও লিখিত অভিযোগ জানাচ্ছেন। তবে মোবাইল সেবা ছাড়া অন্যান্য ভোক্তা পর্যায়ে বিভিন্ন অভিযোগের বিষয়ে অধিদপ্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিভিন্ন মোবাইল কোম্পানির বিরুদ্ধে নানা অভিযোগের বিপরীতে প্রায় ১০ লাখ টাকা জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যার ২৫ ভাগ অর্থ সংশ্লিষ্ট অভিযোগকারী পেয়েছেন। মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি অজিয়াটা লিমিটেড গত মে মাসে এ ধরনের জরিমানার বিষয়টিকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট দায়ের করে, যেটি শুনানির অপেক্ষায় রয়েছে। ওই রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মোবাইল কোম্পানির বিরুদ্ধে নতুন কোন অভিযোগের বিষয়ে পদক্ষেপ নিতে পারছে না। ফলে শত শত গ্রাহক অভিযোগ জানালেও তার সুরাহা হচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে রবি আজিয়াটা লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ের কারো মন্তব্য পাওয়া যায়নি।

ভোক্তাদের সার্বিক বিষয়ে মন্তব্য জানতে চাইলে কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর প্রেসিডেন্ট ও দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, এ ধরনের বিষয়গুলো দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। কেননা, মোবাইল সেবার সাথে সাধারণ ভোক্তারা জড়িত। অনেক সময় নানা প্যাকেজ দিয়েও তারা প্রকৃত সেবা দেয় না। ফলে লাখ লাখ গ্রাহক ক্ষতিগ্রস্ত হন। ভোক্তারা অধিদপ্তরে এর সামান্যই অভিযোগ জানিয়ে থাকেন। কেউ মূল্য পরিশোধের পর সেবা না পেলে তার প্রতিকার হওয়া প্রয়োজন। এমন উদ্যোগ নেওয়া প্রয়োজন যাতে ভবিষ্যতে আর নুতন করে কেউ ক্ষতিগ্রস্ত হতে না পারেন। তিনি আরো বলেন, সাধারণ গ্রাহক সংশ্লিষ্ট হওয়ার কারণে উচ্চ আদালতে রিটের বিষয়টি দ্রুত সমাধান হওয়া প্রয়োজন।

সূত্র: ইত্তেফাক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজ এলাকায় তোপের মুখে অনেক এমপি

কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, কেউ নামমাত্র প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন। বিগত জাতীয় নির্বাচনে এমন সহজ জয়ের পর ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্যদের অনেকে নির্বাচনী এলাকায় যাতায়াত এবং নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন।
কেউ কেউ এলাকার নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়েছেন—এমন অভিযোগও আছে। এভাবে গত চার বছরে অনেক এমপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে দূরত্ব এমন স্থানে এসেছে, যা ঘোচানো সম্ভব নয়। নির্বাচন যত এগিয়ে আসছে অভিযুক্ত সংসদ সদস্যরা এলাকামুখী হতে গিয়ে স্থানীয়ভাবে বিরোধিতার মুখে পড়ছেন।

অনুসন্ধানে দেখা গেছে, অনেক এলাকায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা চার বছরের অবহেলা আর উপেক্ষার জবাব দিচ্ছে প্রতিবাদে সোচ্চার হয়ে। কোথাও এমপিদের এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে বা বিকল্প প্রার্থিতার কথা বলা হচ্ছে, কোথাও আবার সংবাদ সম্মেলন করে গণমাধ্যমের কাছে অভিযোগ তোলা হচ্ছে। কোনো কোনো এলাকা থেকে কেন্দ্রীয় নেতাদের কাছেও অভিযোগ পাঠানো হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় খোঁজ নিয়ে এমন চিত্র পাওয়া গেছে।

 

কেন্দ্রীয় নেতাদের বক্তব্য : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহম্মদ ফারুক খান বলেন, ‘বেশ কিছু আসনে সংসদ সদস্যদের বিরুদ্ধে নেতাকর্মীদের অভিযোগ আমাদের নজরে এসেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বিষয়গুলো সমাধানের চেষ্টা করছেন। ’ তিনি এও বলেন, ‘আওয়ামী লীগ একটি বড় দল, এখানে প্রতিযোগিতা আছে, থাকবে। ’ আগামী নির্বাচনে প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘দলের মনোনয়ন বোর্ডের কাছে বিভিন্ন তথ্য আছে। আমরা সব আসনে জরিপও চালাচ্ছি। সব বিবেচনায় নিয়েই মনোনয়ন বোর্ড প্রার্থী মনোনয়ন দেবে। ’

খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘গণতন্ত্রের মৌলিক চেতনা অনুযায়ী শত ফুল ফুটতে দেওয়া উচিত। সেখান থেকে আওয়ামী লীগ সভাপতি সঠিক ফুলটিকে মনোনয়ন দিয়ে জনগণের মুখোমুখি করবেন। ’ তিনি বলেন, ‘একজন সংসদ সদস্য তাঁর এলাকার তালুকদার বা জমিদার নন। এটি কোনো স্থায়ী পদও নয়। একজন নির্বাচিত সংসদ সদস্য যদি পরেরবার আরো অধিক ভোটে জয়লাভ করতে না পারেন, তবে সেটি হবে তাঁর ব্যর্থতা, জনগণের নয়। ’

সূত্র: কালের কণ্ঠ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাতৃভূমি সাতক্ষীরায় প্রাণ খুলে গাইলেন দেশবরেণ্য শিল্পী সাবিনা ইয়াসমিন

নিজস্ব প্রতিবেদক : “আমার মাতৃভূমি সাতক্ষীরা। নিজের পিতা-মাতার ভিটেতে আসতে পেরে আমি আনন্দিত। সাতক্ষীরায় এসে এত ভালো লাগবে জানলে আমি আরও আগে আসতাম। আমি আবারও খুব শীঘ্রই সাতক্ষীরায় আসব। নাড়ির টান কি ভোলা যায়। সাতক্ষীরার মেয়ে হিসেবে আমি গর্বিত।”- বাংলাদেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সংগীত শিল্পী সাতক্ষীরা গৌরবময় সন্তান সাবিনা ইয়াসমিন এভাবেই তার অভিব্যক্তি প্রকাশ করলেন বল্লী হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে গান গাইতে এসে।
উল্লেখ্য, সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের লুৎফর রহমানের মেয়ে সাবিনা ইয়াসমিন শনিবার সন্ধ্যায় বল্লী হাইস্কুল প্রাঙ্গণে হাজার হাজার মুগ্ধ শ্রোতার সামনে নিজের গাওয়া ১৬ হাজার গানের মধ্যে থেকে একের পর গান পরিবেশন করেন তার গাওয়া কালজয়ী গান- ‘সবকটা জানালা খুলে দাও না’, ‘অশ্রু দিয়ে লেখা এ গান’, ‘এ মন তোমাকে দিলাম’, আমি রজনীগন্ধ্যা ফুলের মত গন্ধ বিলিয়ে যাব’, শুধু গান গেয়ে পরিচয়’, ইশারায় শিস দিয়ে আমাকে ডেকো না’, ‘তুমি কেনো কোমরের বিছা হইলা না’ প্রভৃতি।
সাতক্ষীরার ঐতিহ্যবাহী বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উৎসব-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদরের বল্লী ইউনিয়নের অবস্থিত স্কুলটি প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে প্রাক্তন কৃতি ছাত্র-ছাত্রীদের উৎসাহ, সহযোগিতায় ও বিদ্যালয়ের প্রচেষ্টায় বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য সুবর্ণ জয়ন্তীতে সাবেক ও নতুন-পুরাতন ছাত্র-ছাত্রীদের মিলন মেলায় পরিণত হয়। মেহগনি ও কৃষ্ণচূড়ার মনোরম পরিবেশে ঘেরা এতিহ্যবাহী বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এস. এম জগলুল হায়দার, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আব্দুল আলিম, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল লতিফ খান, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পুর্তি সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয়। মুল অনুষ্ঠান শুরুর পূর্বে সকালে পুরাতন ও নতুন ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সমন্বয়ে এলাকায় আনন্দ র‌্যালি বের করা হয়। এরপর নির্দিষ্ট সময়ে সম্মানিত অতিথিবৃন্দের আগমনে পবিত্র মহাধর্মগ্রন্থ কোরআন তেলাওয়াত গীতা থেকে পাঠের পর অতিথিরকে ফুল দিয়ে বরণের মাধ্যমে মুল অনুষ্ঠান শুরু হয়।
প্রথমে বিদ্যালয়টির সাফল্য ও অতিথিদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুবর্ণ জয়ন্তী উদ্যাপন কমিটির আহবায়ক মো. আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি তাঁর বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেন, ‘দেশ ও জাতি গড়তে শিক্ষার বিকল্প নেই। এই বিদ্যালয়ে শিক্ষা অর্জন করে অনেকেই দেশের ভালো ভালো অবস্থানে আছেন। পাশিপাশি তারা দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। আগামীতেও সেই ধারা অব্যাহত রেখে দেশকে এগিয়ে নিতে বিদ্যালয়টি ভূমিকা পালন করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।’

প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ, বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার ডা. শীতল প্রসাদ রায়ের পুত্র রমা প্রসাদ রায়, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর প্রধান সমন্বয়কারী আব্দুর রহিম, প্রাক্তন ছাত্র ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা পরিষদের সদস্য সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান, আওয়ামীলীগ নেতা মো. শাহিদুল ইসলামসহ প্রশাসনিক কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, নতুন ও প্রাক্তন কৃতি ছাত্র-ছাত্রীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা আবতাবুজ্জামান লাল্টু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কনডম ব্যবসায় রাখি, প্রথম খদ্দের বিরাট-আনুশকা!
 আবারও খবরের উঠে এল রাখি সাওয়ান্তের নাম। বিতর্কে থাকা তার স্বভাব। বিতর্কের মাধ্যমে কী ভাবে খবরে থাকতে, সেই ব্যাপারে বিপুল জ্ঞান রাখির। এবারে নিজের কনডমের ব্র্যান্ড লঞ্চ করলেন তিনি। ব্র্যান্ডটির নাম ‘বি-বয়’ কনডম।

এখানেই শেষ নয়। কনডমের ব্র্যান্ড লঞ্চ করার সঙ্গে সঙ্গে এক বিস্ফোরক মন্তব্য করেছেন রাখি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, রাখি চান নবদম্পতি বিরাট কোহলি এবং আনুশকা শর্মাই প্রথম তার লঞ্চ করা কন্ডোম ব্যবহার করুক।

রাখির কথায়, ‘বিরাট কোহলি আর আনুশকা শর্মা সব থেকে সুন্দর যুগল। তারা সদ্য বৈবাহিক জীবনে পা রেখেছেন। আমি চাই, তারা প্রথম এই কনডম ব্যবহার করুন এবং তার ফিডব্যাক জানান। আমি মনে করি, আমার ব্র্যান্ডের কনডম বিশেষ মানের। এই প্রথম এতগুলো ফ্লেভার নিয়ে কোনও কনডম ব্র্যান্ড বাজারে এল।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুই সিরিজের জন্য টাইগার স্কোয়াডে বিজয়-আরিফুল

নতুন বছরের শুরুতেই ঘরের মাঠে জমে উঠবে ক্রিকেট লড়াই। পরপর দুটি সিরিজ খেলবে বাংলাদেশ।

এর একটি জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এই দুই সিরিজ উপলক্ষে আজ শনিবার ৩২ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অনেকটা অনুমিতভাবেই এই স্কোয়াডে জায়গা পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান এনামুল হক বিজয় এবং আরিফুল হক। এই দুটি নাম সদ্য সমাপ্ত বিপিএলের পঞ্চম আসরে বহুবার উচ্চারিত হয়েছে। এই দুজনই অসাধারণ পারফর্ম করেছেন বিপিএলে। এছাড়া নাসির হোসেন, মোহাম্মদ মিথুন, সাইফ উদ্দিনরাও আছেন প্রাথমিক স্কোয়াডে।

১৫ জানুয়ারি থেকে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে। এই সিরিজ শেষে ৩১ জানুয়ারি থেকেই মাঠে গড়াবে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

এরপর ১৫ ফেব্রুয়ারি থেকে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। শনিবার ঘোষিত স্কোয়াডের সদস্যদের ক্যাম্প আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক, সাদমান ইসলাম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, আবু হায়দার, আবু জায়েদ, শুভাশীষ রায়, রুবেল হোসেন, আবুল হাসান, কামরুল ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম, সানজামুল ইসলাম, আরিফুল হক, মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest