বেউলায় ৮ দলীয় ফুটবলের ফাইনালে কামালনগর ফুটবল একাদশ জয়ী

বুধহাটা(আশাশুনি)প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটায় ৮দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল টায় উপজেলার বেউলা সাইক্লোন শেল্টার মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বেউলা ও পাইথালী বন্ধু মহলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করেন আশাশুনি উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বন্ধু মহল আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন আশাশুনি উপজেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গি মুক্ত রাখতে বন্ধু মহলের মত সকল ইউনিয়নে এ ধরণের ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা উচিত। যাতে করে উঠতি বয়সের যুবকরা যুব সমাজ ধ্বংসকারী মাদকে ঝুঁকে না পড়ে। বন্ধু মহল আয়োজক কমিটির সভাপতি ও গ্রামীণ ব্যাংক কর্মকর্তা মোঃ জিয়াদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার আব্দুর বর, আশাশুনি রিপোটার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ সভাপতি আকাশ হোসেন, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ বাদশা, পুলিশিং কমিটির সভাপতি বিজন কুমার দে, গুনাকরকাটি গ্রামীণ ব্যাংক শাখা ব্যবস্থাপক শফিকুর ইসলাম, পলাশ কুমার দাস, মামুন গাজী সহ শত শত ফুটবল প্রিয় দর্শক মন্ডলী। উত্তেজনাপূর্ণ খেলায় পাইকগাছা ফুটবল একাদশ ও কামালনগর ফুটবল একাদশ জোর প্রতিদ্বন্দ্বিতা করেন। খেলায় পাইকগাছা ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে কামালনগর ফুটবল একাদশ জয়লাভ করে। খেলায় ম্যান অবদা ম্যাচ হিসেবে পুরস্কার গ্রহন করেন শেখ রাসেল ক্রীড়া চক্রের সদস্য সমীয় দে এবং সেরা গোলদাতার পুরস্কার গ্রহন করেন বাবুল আক্তার। খেলায় রেফারীর দায়িত্বে ছিলেন মোঃ আনিছুর রহমান, সহকারী ছিলেন মোঃ আকবর হোসেন ও অরুন কুমার সানা। অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন আশাশুনি উপজেলা পরিষদের সিএ মোঃ নাজমুল হুদা, বন্ধু মহলের সদস্য আজিজুল ইসলাম, বাবুল আক্তার ও পিন্টু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বড়দিন উপলক্ষে সাতক্ষীরা পৌরসভার খাদ্য বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : ২৫ ডিসেম্বর শুভ বড়দিন উপলক্ষে সাতক্ষীরা পৌরসভার পক্ষ থেকে খৃষ্টান সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের বসুন্ধরা ও বাশতলা এলাকার খৃষ্টান সম্প্রদায়ের ৩৫ টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। এসময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, সংরক্ষিত কাউন্সিলর অনিমা রানী মন্ডল, খৃষ্টান সম্প্রদায়ের নেতা পৌল সাহা, জন হালদার, বিপ্লব সাহা, আগস্টিং বিশ্বাস, সৌমেন চ্যাটার্জী প্রমুখ। খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে ফিতা কেটে বসুন্ধরা এলাকায় শান্তির রানী মা মারিয়ার গৃহ “শান্তির নীর” উপাসনালয়ের শুভ উদ্বোধন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালা ছাত্র শিবিরের সভাপতি ও সেক্রেটারি গ্রেফতার

তালা ডেস্ক : তালা থানার ওসি মো. হাসান হাফিজুর রহমান এর নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলা ছাত্র শিবির সভাপতি ও সেক্রেটারী সহ ৩জনকে আটক করেছে। শনিবার ভোরে উপজেলার হাজরাকাঠি গ্রাম থেকে তাদের আটক করা হয়।

তালা থানার ওসি মো. হাসান হাফিজুর রহমান জানান, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. আরিফুল হক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আতিকুল হক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী শনিবার ভোরে হাজরাকাঠি গ্রামে অভিযান চালানো হয়। অভিযানকালে হাজরাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে উপজেলা ছাত্র শিবির সভাপতি বালিয়াদহ গ্রামের মো. রফিক সরদারের পুত্র রিফাত রায়হান ওরফে রায়হান কবির (২৩) এবং উপজেলা ছাত্র শিবির সেক্রেটারী আগোলঝাড়া গ্রামের রহিম গোলদারের পুত্র মো. বিল্লাল হোসেন (২০) কে আটক করা হয়। একই সাথে জামায়াত নেতা সুজনশাহা গ্রামের মৃত. শওকাত আলীর পুত্র ও আব্দুল জলিল (৩৫) কে আটক করা হয়। এসময় ধৃতদের কাছ থেকে ৮টি জিহাদী বই, ১টি ককটেল বোমার অংশ বিশেষ, ৬টি জালের গেটে, ৮টি কাচের টুকরা, ৪টি স্কচটেপ, ১০টি লোহার পেরেক, ৪টি টিনের কৌটা ও ১২ টি বাইসাইকেলের বল সহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এঘটনায়, ধৃতদের বিরুদ্ধে তালা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা (মামলা নং : ১২, তাং : ২৩.১২.১৭ ইং) দায়ের হয়েছে। শনিবার ধৃত শিবির ও জামায়াত নেতাদের সাতক্ষীরা জেল হাযতে প্রেরন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিখোঁজের ৪ মাস পর গ্রেফতার কল্যাণ পার্টির মহাসচিব ৪ দিনের রিমান্ডে

প্রায় চার মাস নিখোঁজ থাকার পর গ্রেফতার হওয়া বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলা মামলায় শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আমিনুর রহমানকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার পরিদর্শক জিহাদ হোসেন ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ আবদুর রউফ জামিনের আবেদন করেন।

শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে আমিনুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় আদালত প্রাঙ্গনে উপস্থিত আমিনুর রহমানের বড় ভাই এম এম মিজানুর রহমান বলেন, তার ভাই এ বছরের ২৭ আগস্ট রাত ১০টার দিকে কল্যাণপার্টির পল্টন কার্যালয়ের সামনে থেকে নিখোঁজ হন।

এর তিনদিন পর আমিনুরের নিখোঁজ হওয়ার বিষয়ে ৩০ আগস্ট তেজগাঁও থানায় একটি জিডি করা হয় বলে জানান মিজানুর রহমান।

তিনি আরও জানান, আজ মিডিয়ার মাধ্যমে আমিনুরকে খুঁজে পাওয়ার সংবাদে আমরা খুঁশি হয়েছিলাম। কিন্তু তাকে ২০১৫ সালের বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেয়ায় আমরা হতভম্ব হয়েছি।

প্রসঙ্গত, শুক্রবার রাতে গুলশান থেকে আমিনুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ।

শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন ডিবি উত্তরের অতিরিক্ত উপ-কমিশনার শাহজাহান সাজু।

তিনি জানান, আমিনুর রহমানকে গুলশান থানায় ২০১৫ সালের ফেব্রুয়ারি দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলা নম্বর-২৫।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় অতি দারিদ্র কর্মসূচি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মুস্তফা লুৎফুল্লাহ

কলারোয়াপ্রতিনিধি: কলারোয়ায় অতি দারিদ্র কর্মসূচীর আওতায় ৪০ দিনের মাটি কাটার কাজ শুভ উদ্বোধনের মাধ্যমে শুরু হল সারা উপজেলায় এই প্রকল্পের কাজ। এই প্রকল্পের মাধ্যমে অতি দারিদ্র প্রান্তিক চাষিদের মাঝে উন্নয়নের চিত্র তুলে ধরতে আহবান করেন। শনিবার সকালে কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের শাহাপুর গ্রামে সরকারের এই প্রকল্প কাজের শুভ উদ্বোধন ঘোষনা করেন এড মুস্তফা লুৎফুল্লাহ এমপি। লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি। শাহাপুর ইউপি সদস্য কামরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথী বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মনিরা পারভীন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, আলতাফ হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মইফুল ইসলাম, আবু তাহের, শাফিজুল ইসলাম, শফিউদ্দৌলা শরিফ, মিজানুর রহমান, নূর হোসেন জুলু, আনিছুর রহমান, মহিলা ইউপি সদস্য ফেরদৌসি আরা, শাহিদা খাতুন, মনিরা খাতুন, আওয়ামীলী নেতা কাদের মল্লিক, শামসু খা, কবিরুল ইসলাম সহ ইউনিয়নের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : ‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’। শ্লোগান নিয়ে সাতক্ষীরায় এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ৯টায় আমতলা মোড়স্থ সূর্যের হাসি ক্লিনিকের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসাবের উদ্বোধন করেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তাওহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, এলজিইডি’র উপ-পরিচালক আব্দুল লতিফ খান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক রওশন আরা জামান, মেডিকেল অফিসার ডা: আরিফুজ্জামান, স্বাস্থ্য বিষয়ক তত্বাবধায়ক জগদিশ চন্দ্র। এছাড়া উপস্থিত ছিলেন সূর্যের হাসি ক্লিনিকের মেডিকেল অফিসার ডা: সাবেরা সুলতানা, ডা: নিশাত ফারজানা, ডা; মাসুদুর রশিদ, ম্যানেজার মো; মফিকুল ইসলাম প্রমুখ।
এসময় অতিথিবৃন্দ বলেন, এবার সাতক্ষীরা জেলায় ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৫ হাজার ৫৪৬ জন এবং ৬ থেকে ১১ মাস বয়সী ২৪ হাজার ৭৫২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সব মিলিয়ে এসব শিশুর সংখ্যা ২ লাখ ৩০ হাজার ২৯৮জন।
গত আগস্টে প্রথম রাউন্ডে জেলাব্যাপী ভিটামিন ‘এ’ ক্যপসুল খাওয়ানো হয়েছে শিশুদের। সকল মৃত্যুকে ২৪ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ কাজ। আরও বলা হয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ালে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ঘটে। ভিটামিন এর অভাব হলে মায়ের গর্ভে থাকা শিশুও পুষ্টিহীন হয়ে পড়ে। চোখের দৃষ্টি শক্তি স্বাভাবিক রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই ভিটামিন এ ক্যপসুল খাওয়ানো জরুরি বলে মন্তব্য করেন তারা। ভিটামিন ‘এ’ খাওয়ানোর ফলে এখন আর রাতকানা রোগী খুব একটা দেখা যায় না বলে এতে জানানো হয়।
সাতক্ষীরা জেলার সাতটি উপজেলা ও দুটি পৌরসভার ৭৮টি ইউনিয়নের ২৩৪ টি ওয়ার্ডে শিশুদের ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য ২০৩১ টি টিকাদানকেন্দ্রে সেবা দেওয়ার জন্য ৬২১ জন সরকারি ও ২১৮ জন বেসরকারি কর্মী ছাড়াও চার হাজার ৬২ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন।
আয়োজকরা সচেতনতা সৃষ্টির জন্য আরও বলেন ভিটামিন ‘এ’ এর প্রাণিজ উৎস মায়ের দুধ, শাল দুধ, ডিম, দুধ, কলিজা, মাছ ও মাংস। এ ছাড়া গাঢ় রংয়ের শাকসবজি, , মিষ্টি আলু, গাজর, মিষ্টি কুমড়া, লাল শাক, কচু শাক, পুঁই শাক, পালং শাক শালগম ইত্যাদি উদ্ভিদ উৎস। ভিটামিন ‘এ’ এর অন্যতম উৎস হলুদ ফলমুল। এর মধ্যে রয়েছে পাকা আম, পাকা পেঁপে, পাকা কাঁঠাল ইত্যাদি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় প্রাক্তন এমএলএ মমতাজ আহম্মেদের স্মরণসভা অনুষ্ঠিত

কলারোয়া প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠজন মমতাজ আহম্মেদ ছিলেন একজন দেশপ্রেমিক, ত্যাগী ও সদালাপী ব্যক্তি। তিনি শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে এলাকায় ব্যাপক প্রশাংসা অর্জন করেছেন। তার মৃত্যুতে সাতক্ষীরা তথা কলারোয়াবাসী হারিয়েছে এক মহান রাজনীতিবিদ সমাজ সংস্কারক শিক্ষানুরাগী ব্যক্তিকে। মহান স্বাধীনতা যুদ্ধের একজন দেশপ্রেমিক সংগঠককে। কথাগুলো বলেন জাতীয় সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবি। শনিবার দুপুরে কলারোয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর সহপাঠি ও ঘনিষ্ট সহচর সাবেক এমএলএ মমতাজ আহম্মেদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়ার এই কৃতি সন্তানের জন্মভিটা উপজেলার বোয়ালিয়া গ্রামে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। নিবেদিত এই আ.লীগ নেতার স্মরণসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মীর মোস্তাক আহম্মেদ রবিএমপি। এ সময় এমপি রবিকে ‘মমতাজ আহম্মেদ স্মৃতি পদক ২০১৭’ প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা এমএলএ মমতাজ আহম্মেদের বিভিন্ন স্মৃতিচারণ করেন। মরহুমের জ্যেষ্ঠ্যপুত্র বিশিষ্ট শিক্ষাবিদ এমএ ফারুকের সভাপতিত্বে স্মরণসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবু আহম্মেদ, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আমজাদ হোসেন, কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান, এ্যাড. আসাদুজ্জামান দিলু, কলারোয়া হোমিও প্যথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল বারিক, প্রভাষক আলতাফ হোসেন, প্রভাষক মনিরুজ্জামান মন্ময় মনির প্রমুখ। অনুষ্ঠানে বাংলা সাহিত্যে শেখ নজরুল, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটার মোস্তাফিজুর রহমান, বরেণ্য কবি নির্মলেন্দু গুণকে ‘মমতাজ আহম্মেদ স্মৃতিপদক ২০১৭ প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের উদ্যোগে সুধী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে কারিগরি শিক্ষার এনরোলমেন্ট বৃদ্ধি সম্প্রসারণ মান উন্নয়ন ও গণসচেতনতা সৃষ্টির লক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অডিটোরিয়ামে সুধী সামবেশে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অধ্যক্ষ মো. জিয়াউল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, কলেজ শিক্ষক সমিতির সভাপতি আরশাদ আলী, চিফ ইন্সেটেক্টর আরএসি ইঞ্জিনিয়ার মশিউর রহমান, অভিভাবক সদস্য শহীদুল ইসলাম প্রমুখ। সুধী সামবেশে সকল বিভাগের শিক্ষক, ছাত্র/ছাত্রী, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন টেকনিক্যাল স্কুল ও কলেজের বাংলা বিভাগের ইন্সটেক্টর শরিফুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest