স্বেচ্ছাসেবী সংগঠন ভিবিডি সাতক্ষীরার নেতৃত্বে ইব্রাহিম খলিল

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)-এর সাতক্ষীরা জেলা বোর্ড নির্বাচন ২০২৪-এর ফলাফল প্রকাশিত হয়েছে। এই নির্বাচনে বুধবার ১৫ জানুয়ারি জেলার নতুন নেতৃত্বে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের সাতক্ষীরা প্রতিনিধি মো. ইব্রাহিম খলিল।

এর আগে ২৬ ডিসেম্বর সারাদেশে একযোগে অনলাইনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা কমিটির ২৯ জন সদস্য সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৭ পদের বিপরীতে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নবনির্বাচিত বোর্ডে সাধারণ সম্পাদক অর্পণ বসু, সহ-সভাপতি শরিফুল ইসলাম, হিউম্যান রিসোর্স অফিসার মো. ফাতিন, ট্রেজারার নাঈমুর রহমান চৌধুরী, প্রজেক্ট অফিসার হৃদয় মন্ডল এবং পাবলিক রিলেশন অফিসার সুমা খাতুন নির্বাচিত হয়েছেন।

সারাদেশে এসডিজির লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করে যাওয়া সংগঠন ভিবিডি প্রতিবছর নির্বাচনের মাধ্যমে তাদের নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব অর্পণ করে।

সাতক্ষীরার যেকোনো ধরনের সমস্যা সমাধানে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে নবনির্বাচিত সভাপতি ইব্রাহিম খলিল এসডিজির লক্ষ্যমাত্রা পূরণ, ভলান্টিয়ারদের দক্ষতা বৃদ্ধি এবং যেকোনো মানবিক কাজ করতে সকল ভলান্টিয়ার, স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

প্রসঙ্গত, এশিয়ার নোবেল খ্যাত র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার জয়ী জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ ধ্রুব ২০১১ সালে ভলান্টিয়ার ফর বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম হিসেবে ভলান্টিয়ার ফর বাংলাদেশ সারাদেশের তরুণদের নিয়ে এসডিজি বাস্তবায়ন এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে ৬৪ জেলার ৫০ হাজারের বেশি ভলান্টিয়ার সংগঠনটির সঙ্গে জড়িত আছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রীউলায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭ টায় শ্রীউলা ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে নাকতাড়া কালিবাড়ি বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি ইয়াছির আরাফাত পলাশ। ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক মুয়াব্বাজ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ও অন্নান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সহ সমন্বয়ক আব্দুল আলিম,

ফরিদুজ্জামান ফরিদ,উপজেলা বিএনপির (এক অংশের) আহবায়ক আসিফুর রহমান তুহিন, যুগ্ন আহবায়ক খায়রুল আহসান,এ্যাডঃ গোলাম গনি দুদু, সদস্য সচিব জাকির হোসেন বাবু, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আবু রায়হান, ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিকুজ্জামান ছোট্টু , যুগ্ম আহবায়ক আলামিন ইসলাম,আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের আহবায়ক শরিফুল আহসান টোকন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুল্লাহ হাবিল,সদস্য সচিব আশিকুর রহমান আশিক, দরগাহপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব তারিকুল বাশার, ফিরোজ আহম্মেদ জর্জ, প্রমুখ। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আঞ্জুমান মফিদুল ইসলাম এর উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আঞ্জুমান মফিদুল ইসলাম সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকালে আঞ্জুমান মুফিদুল ইসলাম জেলা কার্যলয়ে ১০০ জন অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

আঞ্জুমান মফিদুল ইসলাম সাতক্ষীরা জেলা শাখার কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ দ্বীন আলী’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, বিশিষ্ট সমাজসেবক ডা.আবুল কালাম বাবলা,
আঞ্জুমান মফিদুল ইসলাম সাতক্ষীরা জেলা শাখার সদস্য প্রফেসর মোঃ লিয়াকত পারভেজ,সদস্য শেখ শফিক উদ-দৌলা সাগর,সদস্য মোঃ দাউদ হোসেন সরদার,মোঃ নওশের আলী,মোঃ আব্দুর রশিদ,জিয়াউদ্দিন আহমেদ, এম,এম মজনু,মোঃ আব্দুল খালেক,মোঃ গোলাম আজম,মোঃ আশরাফুল করিম সহ আরো অনেকে।

উল্লেখ্য যে, আঞ্জুমান মফিদুল ইসলাম সংগঠন বেওয়ারিশ লাশ দাফন কার্যক্রমের পাশাপাশি নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি ও স্বনির্ভর করতে সেলাই কার্যক্রম চালু রেখেছে। প্রশিক্ষণ শেষে তাদের সনদ ও বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হচ্ছে। প্রতিবছরের মতো এবছরও সাতক্ষীরায় ১০০ জন অসহায় শীতার্ত প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করছি। আঞ্জুমান মফিদুল ইসলাম ঐতিহ্যের সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে। মানবতার কল্যাণে জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতসহ ৪ টি আদালত বর্জনের সিদ্ধান্ত আইনজীবী সমিতির

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, সার্টিফিকেট আদালত,রাজস্ব আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি।

বুধবার বিকালে জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে আয়োজিত জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. শেখ ইমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এড. নূরুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তুজাম, সাতক্ষীরা ল কলেজে অধ্যক্ষ ড. রবিউল ইসলাম খান, সিনিয়র আইনজীবী এড. সুনীল কুমার ঘোষ, এড. আসাদুজ্জামান বাবু, এড. ইউনুস আলী, এড. আব্দুল মুজিদ, এড. মোস্তফা নূরুল আলম, এড. প্রণব কুমার সরকার, এড. শেখ আজাদ হোসেন বেলাল, এড. সাহেদুজ্জামান সাহেদ, এড. সাঈদুজ্জামান জিকোসহ আইনজীবীবৃৃন্দ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এড. আবু বক্কর সিদ্দিক।

বক্তারা বলেন, আইনজীবী সমিতি চলে নীল কাগজের টাকায়। দীর্ঘদিন ধরে মামলার আরজিসহ বিভিন্ন আবেদন ওই নীল কাগজে জমা দেওয়া। এতদিন কোন সমস্যা না হলেও আকস্মিকভাবে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নীল কাগজের ব্যবহার বন্ধ করে ডেমিতে দায়ের করতে বলেছেন। যেটা জেলা আইনজীবী সমিতিকে দমিয়ে রাখার চক্রান্ত। যতদিন ওই সিদ্ধান্ত থেকে জেলা প্রশাসক সরে না আসবেন বৃহস্পতিবার থেকে ততদিন পর্যন্ত সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কোন আইনজীবী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, সার্টিফিকেট আদালত,রাজস্ব আদালতে কোন মামলা লড়বে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ: স্বামী আটক

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি গ্রামে যৌতুকের দাবিতে নববিবাহিত স্ত্রী খাদিজা খাতুনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরূদ্ধে। এঘটনায় স্থানীয়রা স্বামী আমিরুল ইসলামকে আটকে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে।

খাদিজা খাতুন (১৯) সাতক্ষীরার নারায়নজোল গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে। আর আমিরুল ইসলাম (২৮) একই উপজেলার মাধবকাটি গ্রামের এলাহী বক্সের ছেলে।

নিহতের আত্মীয়ের বরাত দিয়ে ওসি সামিনুল ইসলাম ইসলাম জানান,‘‘ তিন মাস আগে সদর উপজেলার মাধবকাটি গ্রামের এলাহী বক্সের ছেলে আমিরুল ইসলামের সাথে নারায়ণজোল গ্রামের সিদ্দিক মালির মেয়ে খাদিজা খাতুনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে আমিরুল ইসলাম শ্বশুরের কাছ থেকে যৌতুকের দুই লাখ টাকা এনে দেওয়ায় জন্য চাঁপ দিতে থাকে। এঘটনার জেরে মঙ্গলবার ভোরে আমিরুল পিটিয়ে ও শ্বাসরোধ করে স্ত্রী খাদিজা খাতুনকে হত্যা করে।

ওসি আরও জানান,খবর পেয়ে পুলিশ খাদিজা খাতুনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের স্বামী আমিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় বিএনপি নেতার অসহায়দেরকে নগদ অর্থ সহায়তা

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় সখিপুর মোড়ে বিএনপি নেতা পঙ্গু ও দুঃস্থ মানুষেরকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।

মানবতার সেবায় তিনি সবসময় সাধারন মানুষের পাশে থাকেন, সেই ধারাবাহিকতায় ১৩ জানুয়ারি সোমবার বিকাল ৫ টায় বিএনপি নেতা ইউনুস আলীর নিজস্ব উদ্যোগে পঙ্গু, অসহায় ও দুঃস্থ ৪৬ জন মানুষের মাঝে নগদ ৫০০ টাকা করে সহযোগিতা প্রদান করেছেন।

সখিপুর মোড়ে সাবেক ইউপি সদস্য ও সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবাদুল ইসলামের অফিসে অনুষ্ঠিত উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়তে ইসলামীর নেতা ও সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈনউদ্দীন ময়না।

বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য ও সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম, জামায়াতে ইসলামের ওয়ার্ড সভাপতি আলহাজ্ব শেখ মোয়াজ্জেম হোসেন, ইউপি সদস্য রবিউল ইসলাম, বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুর রহমান, রুহুল আমিন, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, আবুল কাসেম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞানমেলা ও কুইজ প্রতিযোগিতার সমাপনী

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।

এসময় উপস্থিত ছিলেন,সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন,সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র রায় চৌধুরী,সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার দুলাল চন্দ্র রায়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নিশি গ্রেফতার

কে এম রেজাউল করিম দেবহাটা : সাতক্ষীরার দেবহাটা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নিশি গ্রেফতার হয়েছে। সোমবার ১৩ জানুয়ারী দিবাগত রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি (ওসি) সহ ডিবি পুলিশের একটি দল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশিকে গ্রেফতার করেন।

নিশি গত ৫ আগষ্টের পর থেকে পলাতক ছিলেন। ইতিমধ্যে নিশির নামে ঢাকাসহ বিভিন্ন এলাকায় একাধিক মামলা আছে। ওসি জানান, দেবহাটা থানার পাশে সরকারী উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী রাশিদুল ইসলামের বাসায় নিশি ও তার স্বামী অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিশিকে গ্রেফতার করা হয়।

ওসি আরো জানান, নিশিকে গ্রেফতার করে ডিবি পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest