সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়তিতাস বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভাঝিনাইদহের জয়দিয়া বাওড়ের অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধনশীতের ছুটিতে ঘুরে আসুন দেবহাটার রূপসী ম্যানগ্রোভপ্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা -অগ্নি সংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনবিইউপিএফের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নিলেন জালালপুর ইউপি চেয়ারম্যান

‘বাংলাদেশকে নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দিব না’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা সৃষ্টি করে তাদের মায়া থাকে, যারা উড়ে এসেজুড়ে বসে তাদের থাকে না। বাংলাদেশকে নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দিব না, খেলতে পারবে না।’

আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনাসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ ওই সভার আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, ‘কোন মুখে তারা জনগণের কাছে ভোট চাইবে? তারা গণহত্যা করেছে, লুটপাট করেছে, জ্বালাও পোড়াও করেছে, মায়ের সামনে সন্তানকে হত্যা করেছে, স্ত্রীর সামনে স্বামীকে। দেশের বাইরে মানি লন্ডারিংয়ের খবরও পাওয়া গেছে তাদের বিরুদ্ধে, এখন তাদের শপিং মলের খবরও পাওয়া যাচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘পঁচাত্তরের পরে যারা মুক্তিযোদ্ধা তাঁরা পথে বসল আর যারা যুদ্ধাপরাধী তাদের ক্ষমতায় বসানো হলো। সেই সময়ে রাষ্ট্রদূত হলো কারা, যারা বঙ্গবন্ধুর খুনি।

দেশের বাইরে তাহলে দেশের ভাবমূর্তি কোথায় থাকল? এসব ঘটনা স্বাধীন দেশে বিশ্বাসীরা কীভাবে মেনে নিতে পারে? স্বাধীনতার কথাও বলবেন আবার যুদ্ধাপরাধীর মদদদাতাদের নিয়ে দল গঠন করবে সেটা কীভাবে হতে পারে? আমরা এ দেশকে এগিয়ে নিতে যাই আর তারা পেছনে টানে।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘তারা আবার স্বপ্ন দেখে ক্ষমতায় যাওয়ার, নির্বাচনে যাওয়ার। দেশের মানুষ যদি উন্নতি চান তাহলে তাদের ভোট দিতে পারে না।’

এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানা সময়ের কথা টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘৬৬ সালে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর একটার পর একটা মামলা।
সোহরাওয়ার্দীতেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু। এখানে দাঁড়িয়েই ১০ জানুয়ারি তিনি ঘোষণা দিয়েছিলেন কীভাবে বাংলাদেশ গড়ে তোলা হবে। ১০ জানুয়ারির আগে নানাভাবে তিনি প্রাণে বেঁচে যান। যুদ্ধকালীন ও যুদ্ধপরবর্তী সময়ে দেখেছি বঙ্গবন্ধুকে সবভাবে সাহায্য করতেন আমার মা। মা বাইরে যেতেন না। কিন্তু বাবার কাজে সবসময় তাঁকে পাশে দেখেছি। তিন বছর মাত্র সময় পেয়েছিলেন তিনি। সেই সময়ে চেয়েছিলেন দেশকে গড়ে তুলতে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেপালকে ৬-০তে বিধ্বস্ত করে শুরু বাংলাদেশের মেয়েদের

সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৬-০ গোলে বিধ্বস্ত করেছে নেপালকে।

বাংলাদেশের বিশাল জয়ে বড় অবদান তহুরা খাতুনের। তিনি ৩২, ৬৯ ও ৭২ মিনিটে গোল করে টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক করেছেন। অনচিং মগিনি দুটি গোল করেন ১৩তম মিনিট ও প্রথমার্ধের বাড়িয়ে দেয়া সময়ে। অন্য গোলটি করেছেন মনিকা চাকমা ১১ মিনিটে।

দিনের প্রথম ম্যাচে ভারত ৩-০ গোলে হারিয়েছে ভুটানকে। মঙ্গলবার বাংলাদেশ খেলবে ভুটানের বিরুদ্ধে। একই দিন নেপালের প্রতিপক্ষ ভারত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তানে চার্চে আত্মঘাতী হামলায় নিহত ৮

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় একটি চার্চে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ২০ জন আহত হয়েছে।

আজ রবিবার বেথেল মেমোরিয়াল মেথোডিস্ট চার্চে ওই হামলার ঘটনা ঘটে। আক্রান্ত চার্চে উদ্ধার অভিযান চলছে। এদিকে ওই আত্মঘাতী হামলার পর নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে জঙ্গিদের গোলাগুলির খবর পাওয়া গেছে।

এ বিষয়ে বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির সরফরাজ বুগতি বলেছেন, প্রাথমিকভাবে আমরা জেনেছি দুইজন আত্মঘাতী হামলাকারী চার্চে প্রবেশ করে। এদের মধ্যে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। অন্য আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

বুগতি আরও বলেছেন, নিরাপত্তাবাহিনী ও উদ্ধারকর্মীরা আহতদের চিকিৎসা দেয়ার ওপর জোর দিচ্ছে।
বুগতি আরো বলেন, ওই হামলাকারীদের কাছে অস্ত্রশস্ত্র ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছ।

বুগতি আরও বলেছেন, নিরাপত্তাবাহিনী ও উদ্ধারকর্মীরা আহতদের চিকিৎসা দেয়ার ওপর জোর দিচ্ছে।
বুগতি আরো বলেন, ওই হামলাকারীদের কাছে অস্ত্রশস্ত্র ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাল উদ্বোধন; সাতক্ষীরায় বাংলাদেশ যুব গেমস্-২০১৮ উপলক্ষে র‌্যালি

মাহফিজুল ইসলাম আককাজ : ‘ জয় হোক জয় হোক সবখানে চাই খুশির পরিবেশ, বিশ^ জয়ের স্বপ্ন দেখা আমার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ যুব গেমস্-২০১৮ উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিটি প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.এক.এম আনিছুর রহমান, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল- আসাদ, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহ আলম শানু, নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি, কামরুজ্জামান কাজী, হাফিজুর রহমান খান বিটু, জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলীসহ ক্রীড়াপ্রেমীরা। উল্লেখ্য যে, ১৮ ডিসেম্বর সোমবার থেকে ১৮ মার্চ ২০১৮ পর্যন্ত চলবে। আজ সোমবার সকাল-০৯টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ যুব গেমস্-২০১৮ এর উদ্বোধন করবেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বাংলাদেশ যুব গেমস্-২০১৮ এর উদ্বোধনী দিনে ১৮ ও ১৯ ডিসেম্বর সাতক্ষীরা স্টেডিয়ামে ভলিবল খেলা। ২০ ডিসেম্বর -২০১৭ কাবাডি, ২১ ডিসেম্বর এ্যাথলেটিকস্, ২২ ডিসেম্বর দাবা ও টেবিল টেনিস, ২৩ ডিসেম্বর কুস্তি ও ২৪ ডিসেম্বর তায়কোয়ানডো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপ-বৃত্তির চেক বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় সমাজসেবা অধিদফতর কর্তৃক প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপ-বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। রবিবার সকালে সদর সুলতানপুরস্থ প্রতিবন্ধী স্কুলে শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধী কোমলমতি শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপ-বৃত্তির চেক তুলে দেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ। প্রতিবন্ধীদের প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে পরিনত করতে হবে। বাংলার প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের সুবর্ণ নাগরিক এর পরিচয়পত্র দিয়েছেন। দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই জননেত্রী শেখ হাসিনা সরকারের লক্ষ্য। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাথে নিয়ে এগিয়ে নিতে হবে। সমাজে বৈষম্যমূলক আচরণের শিকার এ জনগোষ্ঠীর পারিবারিক, আর্থসামাজিক কোন শিক্ষা ব্যবস্থা, বাসস্থান, স্বাস্থ্যগত উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ সর্বপরি তাদেরকে সমাজের মুল ¯্রােতধারায় এনে দেশের সার্বিক উন্নয়নে তাদেরকে সম্পৃক্ত করণের লক্ষ্যে সরকার এ কর্মসূচি গ্রহণ করেছে।’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. জালাল উদ্দিন, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ভারতের কলকাতা থেকে আগত প্রধান শিক্ষক দেবাশীষ বিশ^াস, সাতক্ষীরা নবারুণ বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আমিনুর রহমান উল্লাস, সৈয়দ নাজমুল হক বকুল প্রমুখ। স্কুলের ২২জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপ-বৃত্তির চেক বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রশ্ন ফাঁসে সরকারি কর্মকর্তারা জড়িত : দুদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সরকারি কর্মকর্তারা জড়িত।

আজ রোববার সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে এমন কথা জানান দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে শিক্ষকরাও জড়িত।

যেকোনো পাবলিক পরীক্ষা এলেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। আর এর সঙ্গে কিছু অসাধু চক্র জড়িত থাকে। এমনকি এর সঙ্গে সরকারি পর্যায়ের লোকজনও বাদ যান না। প্রশ্নপত্র ফাঁসসহ শিক্ষাক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে দুদক একটি বিশেষ টিম গঠন করেছে। তারা এসব বিষয়ে অনুসন্ধান করে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে বেশ কিছু সুপারিশ দিয়েছে।

সুপারিশে বলা হয়েছে, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে শিক্ষা বোর্ড, বিজি প্রেস, ট্রেজারি, পরীক্ষা কেন্দ্রসহ আরো কিছু অসাধু চক্র জড়িত।

নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসে সরকারি লোকজন জড়িত আছে। আমরা কিছু শনাক্তও করেছি। আমাদের শক্ত অস্ত্র আছে। সেটা দিয়ে তাদের বের করে ধরপাকড় করা। কিন্তু আমরা তো সেই কাজে আসিনি। আমরা চাই, এ দেশের বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্ম তারা যাতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। পাশাপাশি মানসম্মত শিক্ষা সেটা যেন হয়।’

এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, মন্ত্রণালয় যে পুরোপুরি দুর্নীতিমুক্ত, তা বলা যাবে না। তবে দুর্নীতিমুক্ত করতে চেষ্টা চলছে। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে কোচিং বাণিজ্য একটি অন্যতম উৎস বলেও মনে করেন তিনি।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমরা বলছি না, শতভাগ আমরা দুর্নীতিমুক্ত। ক্লাসে না পড়িয়ে বাধ্য করে বাড়িতে গিয়ে পড়তে। এর ব্যাখার দরকার নাই। যত ভালো শিক্ষক, তত কম পড়ায়।’

বৈঠকে প্রশ্নপত্র তৈরি এবং বিতরণ-সংশ্লিষ্ট কাজে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন লোকদের নিয়োগ দেওয়ার তাগিদ দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাকিব-বুবলীর নতুন ছবি সুপার হিরো, শুটিং অস্ট্রেলিয়ায়

বাংলাদেশের নামি প্রযোজনা প্রতিষ্ঠান ‘হার্টবিট কথাচিত্র’ একসঙ্গে কয়েকটি ছবি নির্মাণ করতে যাচ্ছে। এরমধ্যে একটি ছবিতে থাকছেন শাকিব খান ও শবনম বুবলী। এই জুটির নতুন ছবির নাম ‘সুপার হিরো’। হার্টবিট কথাচিত্রের দায়িত্বশীল একটি সূত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, ‘সুপার হিরো’ ছবিতে এরই মধ্যে অফিসিয়ালি চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব-বুবলী।

‘সুপার হিরো’ ছবির বেশিরভাগ শুটিং হবে ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়ায়। নির্মাণ করবেন ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘মুসাফির’ ছবির নির্মাতা আশিকুর রহমান। নির্মাতা এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। শনিবার রাতে আশিকুর রহমান সেখান থেকে জাগো নিউজকে বলেন, ‘অল্প কিছুদিনের মধ্যে শুটিং শুরু করবো। প্রাথমিকভাবে ছবির নামকরণ করা হয়েছে ‘সুপার হিরো’, হয়তো নাম পরিবর্তন হতে পারে।’

হার্টবিট কথাচিত্র সূত্রে জানা গেছে, আগামী ২৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ায় যাবেন শাকিব-বুবলী। সেখানে শুরু হবে শুটিং, দেশটির বিভিন্ন লোকেশনে ছবির শুটিং করা হবে। এরই মধ্যে শুটিংয়ের জন্য তোড়জোড় চলছে নির্মাতা, কলাকুশলীদের মধ্যে। জানা যায়, শাকিব খান এখন ‘নোলক’ ছবির শুটিং করছেন হায়দ্রাবাদে। শুটিং সেরে দেশে ফিরবেন ২২ ডিসেম্বর। এরপর উড়াল দেবেন অস্ট্রেলিয়া। এ ব্যাপার বুবলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি; শুধু বলেছেন, ‘সময় হলে সবকিছু জানাবো।’

খোঁজ নিয়ে জানা গেছে, ‘সুপার হিরো’ ছবির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। ছবিটি নির্মিত হবে অ্যাকশন থ্রিলারধর্মী গল্পে। ছবিতে আরো অভিনয় করবেন তারিক আনাম খান, শম্পা রেজা, ‘ঢাকা অ্যাটাক’খ্যাত অভিনেতা তাসকিন রহমান, টাইগার রবি প্রমুখ।

প্রসঙ্গত, শাকিব-বুবলী জুটির বসগিরি, শুটার, অহংকার ও রংবাজ ছবিগুলো মুক্তি পেয়েছে। এছাড়া ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটি নির্মাণাধীন। আগামী বছর নায়ক শাকিব খান প্রযোজিত ‘প্রিয়তমা’ এবং শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘কিছু কিছু মানুষের জীবনে’, ‘কথা দিয়ে কেউ কথা রাখে না’ নামের তিনটি ছবিতে অভিনয় করবেন শাকিব-বুবলী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্যবসা নষ্ট হবে বলে ভালো শিক্ষকরা ক্লাসে কম পড়ায় : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমানে শিক্ষা ব্যবস্থার মূল সমস্যা হচ্ছে ক্লাসে না পড়িয়ে শিক্ষকরা বাড়িতে বা কোচিং সেন্টারে পড়াচ্ছেন। যত ভালো শিক্ষক ক্লাসে তত ভালো কম পড়ায়। কারণ ক্লাসে ভালো পড়ালে তার ব্যবসা নষ্ট হয়ে যাবে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কোচিং সেন্টারগুলো শিক্ষকদের লোভ দেখায় যে, কোনোভাবে প্রশ্নফাঁস করে তাদের শিক্ষার্থীদের ভালো ফল করাতে পাড়লে কোচিং ব্যবসা ভালো হবে। টাকা আয়ের পরিমাণটাও বাড়বে। এসব লোভের কারণে শিক্ষকরাই কোচিংয়ের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস করে।

তিনি আরও বলেন, আমরা শিক্ষা আইনটি চূড়ান্ত করেছি। আইনটি হলে কোচিং সেন্টারগুলো বন্ধ করতে পারব। কারণ কোনো আইন না থাকায় কোচিং সেন্টারের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করা যায় না। তারা আদালতে গিয়ে ছাড় পেয়ে যায়।

বৈঠকে দুদক কমিশনার ড. নাসির উদ্দিন, মহাপরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত) মো. আসাদুজ্জামানসহ শিক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest