সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’সাতক্ষীরায় রাইচ মিলের কালো ধোঁয়া ও বর্জ্যে অতীষ্ট এলাকাবাসী: ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

কলারোয়ায় জামায়াত-শিবির কর্মী ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৯

কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের নির্দেশনায় কলারোয়া থানা পুলিশ পৃথক পৃথক চালিয়ে ৬ জন জামায়াত শিবির কর্মী গ্রেফতার ও ২শ’বোতল ফেনসিডিলসহ ১জন চোরাচালান, ২৯ পুরিয়া গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গত ১৪ ডিসেম্বর ২৩.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া উপজেলার জলালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড ভবনের পাশে থানা এলাকার বিএনপি/জামায়াত শিবির নামীয় সন্ত্রাসীরা গোপন বৈঠক করাকালে ৬ জন জামায়াত শিবির কর্মীকে গ্রেফতার হয়। একই সময় থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অফিযান পরিচালনাকালে কলারোয়া উপজেলার দমদম নতুন বাজারস্থ মেসার্স জিয়া এন্টারপ্রাইজের সামনে পাকা রাস্তার উপর হতে গোপন সংবাদের ভিত্তিতে ২৯পুরিয়া গাঁজা মাদকদ্রব্যসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অপর দিকে বিশেষ অভিযানে ১৫ ডিসেম্বর সকালে কলারোয়া উপজেলার সিংগা ঈদগহ তিন রাস্তার মোড় পাঁকা রাস্তার উপর হইতে ২শ’বোতল ভারতীয় তৈরি ফেনসিডিল ও একটি বাই সাইকেলসহ ১জন চোরাচালানীকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় কলারোয়া থানায় পৃথকভাবে মামলা দায়ের হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কা‌লিগ‌ঞ্জে পু‌লি‌শের অভিযা‌নে নাশকতা মামলার ৯ আসামী গ্রেফতার

ভ্রাম্যমান প্র‌তি‌নি‌ধি,কা‌লিগঞ্জঃ কা‌লিগ‌ঞ্জে পু‌লি‌শের অভিযা‌নে নাশকতা মামলার ৯ জন আসামীকে গ্রেফতার ক‌রে‌ছে ।

থানা সু‌ত্র জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজীব হো‌সে‌নের নেতৃ‌ত্বে পু‌লিশ বৃহস্প‌তিবার দিবাগত রাত ২ টার দি‌কে সম্প্র‌তি উপ‌জেলার কৃষ্ণনগর ইউনিয়‌নে ও নলতা ইউনিয়‌নে নাশকতা কারী‌দের আটক করার জন্য অভিযান প‌রিচালনা ক‌রে  ৯ জন নাশকতা মামলার আসামী‌কে আটক ক‌রে‌ছে। আটককৃত ব্যা‌ক্তিরা হ‌লো উপ‌জেলা নলতা ইউনিয়‌নের ইন্দ্রনগর গ্রা‌মের মৃত উজির আলীর ছে‌লে আবু বক্কার (৭৮), শেখ মা‌জেদ আলীর ছে‌লে  আব্দুর সবুর (৪০), একই ইউনিয়‌নের কাজলা গ্রা‌মের মৃত হা‌রেজ সরদারের ছে‌লে আব্দুল গফ্ফার (৬০),মৃত সাকায়াত উল্লাহ সরদা‌রের ছে‌লে আব্দুস সোবহান (৫০), সেহারা গ্রা‌মের মৃত ও‌ছির আলী গাজীর ছে‌লে র‌ফিকুল ইসলাম (৩৫), মাঘুরালি গ্রা‌মের মৃত হো‌সেন আলীর ছে‌লে হায়াত আলী (৬০),আব্দুল জব্বার গাজীর ছে‌লে ইউনুস আলী (৫৫),মৃত কামাল উদ্দী‌ন সরদা‌রের ছে‌লে রমজান আলী (৫০), সুরত আলী মী‌রের ছে‌লে মোহারম হো‌সেন (৫১) কে আটক ক‌রে পু‌লিশ। ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে কা‌লিগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুবীর দত্ত জানান নাশকতা মামলার ৯ জন আসামী‌কে গ্রেফতার ক‌রে শুক্রুবার তা‌দের‌কে সাতক্ষীরা জেল হাজ‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফ্রান্সে ট্রেনের ধাক্কায় দুই টুকরো বাস, নিহত ৪ শিক্ষার্থী

ফ্রান্সে আন্তঃনগর ট্রেনের সঙ্গে বাসের ধাক্কায় চার শিক্ষার্থী নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনায় আরও ২৪ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে মিলাসের লস পালাউসের কাছে লেভেল ক্রসিংয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ট্রেনের সঙ্গে ধাক্কার পর বাসটি দুই টুকরো হয়ে যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। হতাহত শিক্ষার্থীদের সবার বয়স ১৩ থেকে ১৭ এর মধ্যে।

বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপে। ঠিক কী কারণে বাসের সঙ্গে ট্রেনের ধাক্কা লেগেছিল তা এখনো জানাতে পারেনি কর্তৃপক্ষ। সূত্র : এক্সপ্রেস ডট ইউকে ও এবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একদিনে ২৯ জঙ্গিকে ফাঁসি দিল ইরাক

ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদার ২৯ জঙ্গিকে একসঙ্গে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরাক।

দেশটির রাষ্ট্রীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ত্রাসী ও জঙ্গিবাদী কার্যকলাপের দায়ে বৃহস্পতিবার ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া প্রদেশে এ ফাঁসি কার্যকর করা হয়েছে। ফাঁসি কার্যকরের সময় ইরাকের বিচারমন্ত্রী হায়দার আল জামেলি উপস্থিত ছিলেন।

সম্প্রতি ইরাকে জঙ্গিদের পরাজিত করার পর ফাঁসির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এর আগে ২৫ সেপ্টেম্বর একদিনেই ৪২ জনের ফাঁসি কার্যকর করা হয়েছিল।

কারাগার সূত্র জানায়, যাদের ফাঁসি কার্যকর করা হয়েছে তারা সবাই ইরাকি নাগরিক। তবে ইরাকের পাশাপাশি একজনের সুইডেনেরও নাগরিকত্ব রয়ে

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌরমণ্ডলের প্রতিরূপ খুঁজে পেল নাসা

ব্রহ্মাণ্ডে একচেটিয়া রাজত্ব নেই আমাদের এই সৌরজগতের। কেননা ঠিক একই ধরণের সৌরমণ্ডল রয়েছে বলে বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে নাসা। এদিন রাতে নাসার সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, আমাদের সৌরমণ্ডলের মতোই আরও একটি সৌরমণ্ডল রয়েছে এই ব্রহ্মাণ্ডে। সেখানেও রয়েছে আটটি গ্রহ।

চাঞ্চল্যকর বিষয় হচ্ছে ওই সৌরমণ্ডলের গঠন পৃথিবীর মতোই। বুধ থেকে নেপচুন মিলিয়ে যেভাবে গ্রহগুলো সাজানো রয়েছে ঠিক তেমনই গঠনতন্ত্র নয়া আবিষ্কৃত সৌরমণ্ডলের। যেহেতু এই সৌরমণ্ডলের চেহারা অবিকল পৃথিবীর মতোই, সেহেতু সেখানকার আটটি গ্রহ সাজানো হয়েছে আমাদের সৌরমণ্ডলের মতোই, তাই সেই মুলুকে প্রাণের হদিশ পাওয়ার সম্ভাবনা প্রবল।

ভিনগ্রহে প্রাণের সন্ধান পেতে ২০০৯ সালে প্রথম মহাকাশে কেপলার স্পেস টেলিস্কোপ পাঠিয়েছিল নাসা। সেই টেলিস্কোপ চার বছরে পৃথিবীর অনুরূপ বসবাসের অনুকূল প্রায় আড়াই হাজার ভিনগ্রহের সন্ধান পায়। তার আগেও প্রচুর ভিনগ্রহ আবিষ্কার হয়েছে।
সব মিলিয়ে নাসার নজরে থাকা ভিন গ্রহের সংখ্যা প্রায় হাজার চারেক। কিন্তু, এত দিন কোনো ভিনগ্রহের নক্ষত্রমণ্ডলেই আমাদের সৌরমণ্ডলের মতো আটটি গ্রহের সন্ধান মেলেনি। এই আবিষ্কারটি সম্ভব হয়েছে গুগলের মেশিন লার্নিং পদ্ধতির সাহায্যে। যার নেতৃত্বে রয়েছেন গুগলের সিনিয়র সফটওয়ার ইঞ্জিনিয়র ক্রিস্টোফার শ্যালু, টেক্সাস বিশ্ববিদ্যালয়ের সাগান পোস্ট ডক্টরাল ফেলো অ্যান্ড্রু ভ্যানডারবার্গ।

নাসার অ্যাস্ট্রোফিজিক্স ডিভিশনের জ্যোতির্বিজ্ঞানী পল হার্ৎজ বলেছেন, ‘‘আমাদের সৌরমণ্ডলের মতো চেহারার মতোই এই সৌরমণ্ডলে সাতটি গ্রহের সন্ধান আগেই মিলেছিল। এবার পাওয়া গেল অষ্টম গ্রহের সন্ধান। যার নাম ‘কেপলার-৯০-আই’। ”

একইসঙ্গে তিনি আরও বলেন, “অষ্টম এই গ্রহটিকে দেখতে পুরোপুরি পৃথিবীর মতো। একইসঙ্গে পাথুরেও। ১৪.৪ দিনে ওই গ্রহটি তার নক্ষত্রকে প্রদক্ষিণ করে। তবে সেটি তার নক্ষত্রের (কেপলার-৯০) বেশি কাছে আছে বলে বেশি তাপে পুড়ে যাচ্ছে। ” ওই গ্রাহের তাপমাত্রা কমপক্ষে ৮০০ ডিগ্রি সেলসিয়াস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজধানীর রাস্তায়, লাগেজের ভেতর লাশ!

রাজধানী ঢাকার রাস্তায় একটি লাগেজের মধ্যে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। রাজধানীর দারুস সালাম থানার দক্ষিণ কল্যাণপুরে রাস্তায় হাত-পা ও মস্তকবিহীন ওই লাশটি উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে গণমাধ্যমকে জানান দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান।

ওসি আরো জানান, সকালে দক্ষিণ কল্যাণপুরের রাস্তায় একটি লাগেজ পড়ে থাকতে দেখা যায়। পরে লাগেজটি খুলে এর ভেতরে এক ব্যক্তির হাত-পা ও মস্তকবিহীন লাশ পাওয়া যায়। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর হবে।‘মরদেহটি দেখে ধারণা করা হচ্ছে, তীব্র ক্ষোভে খুনিরা এভাবে ওই ব্যক্তিকে হত্যা করেছে’

ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা লেডিস ক্লাবের ছাদ ধ্বসে ৪ শ্রমিক আহত

আসাদুজ্জামান : সাতক্ষীরা লেডিস ক্লাবের পরিত্যক্ত ভবন ভাঙতে যেয়ে ছাদ ধ্বসে চার শ্রমিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০ টার দিকে শহরের জেলখানা গেট সংলগ্ন লেডিস ক্লাবে এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে দুই জনের মধ্যে অবস্থা আশংকাজনক।
আহতরা হলেন, সাতক্ষীরা পৌরসভার বাকাল দৌলতপুরের শহীদুল ইসলামের ছেলে আক্তার হোসেন, সাতক্ষীরা নিউমার্কেট এলাকার আব্দুর রশিদের ছেলে ইসমাইল হোসেন, কামালনগর গ্রামের রমজান কারিগরের ছেলে ফারুক হোসেন ও ইটাগাছার ইনতাজ আলীর ছেলে ইমরান হোসেন।
গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ইমদাম হোসেন জানান, সাতক্ষীরা লেডিস ক্লাবের পরিত্যক্ত ভবন ভাঙার টেন্ডার পায় ঠিকাদার নারায়ন শিকদার। তিনি শ্রমিক নিয়ে আজ শুক্রবার সকাল থেকে ওই ভবন ভাঙা শুরু করেন। এক পর্যায়ে ভবনের দেওয়াল ভাঙা শুরু করলে হঠাৎ ছাদ ধ্বসে পড়ে চার শ্রমিক আহত হন।
তাদের সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই জনের মধ্যে অবস্থা আশংকাজনক। এদেও মধ্যে আক্তার হোসেনের কোমর ও পা ভেঙে গেছে। এছাড়া ইসমাইলের মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা জামাতের শীর্ষ নেতা নাশকতার আসামি মাওলানা বারী আটক

আসাদুজ্জামান : সাতক্ষীরা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা আব্দুল বারীসহ ২৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া গ্রাম থেকে মাওলানা আব্দুল বারীকে এবং অন্যান্য নেতা-কর্মীকে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাওলানা আব্দুল বারী ওয়ারিয়া গ্রামের মৃত হোসেন আলি সরদারের ছেলে।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest