সর্বশেষ সংবাদ-

আশাশুনিতে বিশ্ব টয়লেট দিবস পালিত

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে বিশ্ব টয়লেট দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন ইউনিয়নে র‌্যালি, রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার শ্রীউলা ইউনিয়নে দিবসটি উদযাপন উপলক্ষে মাড়িয়ালা প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজার চত্বরে শেষ হয়। চ্যারিটি ওয়াটার’র অর্থায়নে, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগীতায় ও সুশীলন’র ওয়াশ প্রকল্পের বাস্তবায়নে স্কুলের হল রুমে ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে স্বাস্থ্য সন্মত পরিবেশ রক্ষায় স্বাস্থ্য সন্মত পায়খানা ব্যবহারের গুরুত্ব বিষয়ে ‘বর্জ্য পানির ব্যবস্থাপনা’ এ প্রতিপাদ্য বিষকে সামনে রেখে রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে স্কুলের প্রধান শিক্ষক তপন কুমার মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আবুহেনা সাকিল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য ইয়াছিন আলী, শিক্ষক শামিমুজ্জামান পলাশ, তৈবুর রহমান, লুৎফর রহমান,রাবেয়া খাতুন, সুশীলনের এফএফ আব্দুর রহিম ও লিটন হোসেন। অপরদিকে, উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালিতে চেউটিয়া এজেএস দাখিল মাদ্রাসা, গদাইপুর, কাপসন্ডা, খালিয়া, পশ্চিম খালিয়া ও ফটিকখালি প্রাথমিক বিদ্যালয় এবং ত্রয়োদশ পল্লী বালিকা বিদ্যালয় ও বাইনতলা আরসি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কমিউনিটির জনগনের অংশ গ্রহনে অনুরুপভাবে পৃথক পৃথকভাবে দিবসটি পালন করা হয়। বাইনতলায় প্রধান শিক্ষক খগেন্দ্রনাথ মনন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা। ফটিকখালিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঠাকুর দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খাজরা ইউপি সদস্য রামপদ সানা উপস্থিত ছিলেন। আশাশুনি সদর ইউনিয়নের খাসেরাবাদে কমলাপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কমিউনিটির জনগনের অংশ গ্রহনে ডাঃ হরিপদ মন্ডলের সভাপতিত্বে অনুরুপভাবে দিবসটি পালনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক সাধন সরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর হানাদার মুক্ত দিবস র‌্যালি ও আলোচনা সভা

শ্যামনগর প্রতিনিধি : ১৯৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধে ১৯শে নভেম্বর সর্ব প্রথম শ্যামনগর থানা হানাদার মুক্ত হয়। সে জন্য উক্ত দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে মুক্তিযোদ্ধা কমান্ড ও সন্তান কমান্ড শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে দিন ব্যাপি বর্ণাঢ্য র‌্যালি ও নব নির্বাচিত মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পরিচিতি, আলোচনা সভা ও জারি গানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু দেবী রঞ্জন মন্ডল, প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য প্রদান করেন জনাব এস,এম জগলুল হায়দার এমপি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন এমপি ও মুক্তিযুদ্ধের সংগঠক জনাব এ কে ফজলুল হক। প্রধান আলোচক ছিলেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মোশাররফ হোসেন (মশু)। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন, শ্যামনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস,এম জহুরুল হায়দার (বাবু), দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, শ্যামনগর উপজেলা ডেপুটি কমান্ডার গাজী আবুল হোসেন, মাস্টার নজরুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মজিদ, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মোঃ আবু রায়হান তিতু, যুগ্ন আহবায়ক লায়লা পারভীন সেঁজুতি, শ্যামনগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি রফিকুল ইসলাম (বাবলু), সাধারন সম্পাদক মনিরুজ্জামান ডলার, এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড ও সকল ইউনিয়নের সর্বস্তরের মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ ও সুশিল সমাজের নেতৃবৃন্দ। ১৯৭১ এর ভয়াবহ কালো চিত্রের কথা তুলে ধরেন বক্তাগন তাদের বক্তব্যে আরো বলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের মুক্তিযোদ্ধাদের বড় একটা অবদান রাখতে হবে এবং দেশের উন্নয়নরে ধারা অব্যহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। আলোচনা শেষে জারী গান পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্যামনগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ সাঈদুজ্জামান সাঈদ ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নাটোরে মা ও নিজ সন্তানকে কুপিয়ে হত্যা

নাটোরে মা ও নিজ শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করেছে আলম নামের এক ব্যক্তি। এ ঘটনায় আহত হয়েছে আলমের বাবা। তাঁকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক করা হয়েছে আলমকে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পারিবারিক বিরোধের জের ধরে নাটোর সদর উপজেলার দস্তনাবাদাদ গ্রামের ফলচাষি আলম আজ রোববার রাত পৌনে ৮টার দিকে তাঁর বাবা শাহাদৎ হোসেন, মা বিলকিস বেগম ও নিজ সন্তান আলিফকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে মা বিলকিস বেগম ও সন্তান আলিফ ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত বাবা শাহাদৎকে এলাকাবাসী উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। পরে এলাকাবাসী ধাওয়া করে আলমকে আটক করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মুক্তিপণের দাবিতে জেলে অপহরণ

নিজস্ব প্রতিনিধি : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে এক জেলেকে অপহরণ করেছে বনদস্যু জোনাব বাহিনীর সদস্যরা। শনিবার গভীর রাতে সুন্দরবনে কচুখালি খাল এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। অপহৃত জেলের নাম মোঃ করিম গাজী। তিনি শ্যামনগর উপজেলার কৈখালি গ্রামের জিরাদ্দীন গাজীর ছেলে।
ফিরে আসা জেলে রাকিবুল জানান, শনিবার সারা দিন কাঁকড়া আহরণ শেষে রাতে ঘুমান্ত অবস্থায় তাদের নৌকা থেকে বনদস্যু জোনাব বাহিনীর সদস্যরা এক লাখ টাকা মুক্তিপনের দাবীতে করিম গাজীকে অপহরণ করে নিয়ে যায়।
শ্যামনগর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, এ বিষয় আমরা কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন-সংরক্ষক শোয়েব খান জানান, এ ব্যাপারে আমাদের কিছু জানা নাই। জানতে পারলে ব্যবস্থা নেয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তাহমিদের মানসিক শক্তির কাছে হার মেনেছে শারীরিক প্রতিবন্ধকতা

নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ন্যায় সাতক্ষীরায় রবিবার থেকে শুরু হয়েছে প্রাথমিক সমাপনী পরীক্ষা। জেলার সাতটি উপজেলায় এবার ৩৩ হাজার ৬৬০ জন শিক্ষার্থী প্রাথমিক সমাপনী ও চার হাজার ২৪৩ জন শিক্ষার্থী এবতেদায়ী পরীক্ষা দিচ্ছে বলে জানা গেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে। তবে, এবার এই সমাপনী পরীক্ষায় শিশু তাহমিদের মানসিক শক্তির কাছে হার মেনেছে তার শারীরিক প্রতিবন্ধকতা। দৈহিক প্রতিকূলতার মধ্যেও এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে তাহমিদ জুহায়ের। রোববার প্রথম দিনের পরীক্ষায় তাহমিদ হাসি মুখে অংশ গ্রহন করে। পরীক্ষা কেন্দ্রে ‘বিশেষ চাহিদা সম্পন্ন’ শিশু তাহমিদ অতিরিক্ত ২০ মিনিট সময় পেয়ে তার সব প্রশ্নের উত্তর দিয়েছে।
জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী শিশু তাহমিদ। তার বাবা বিজিবির সাতক্ষীরাস্থ ৩৮ ব্যটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আরমান হোসেন জানান, সে সব কথা বলতে ও বুঝতে পারে। সব সময় হাসিখুশী শিশুটি লেখাপড়ায়ও বেশ আগ্রহী। সে ভালো লিখতে এমন কি নির্ভূল ইংরাজী ও বাংলা বলতে পারে। তবে সব বিষয়ে তাকে তাগিদ দিতে হয়। তাহমিদ সাতক্ষীরার বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিদুল আলম জানান, সাতক্ষীরার তালতলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শারীরিক প্রতিবন্ধী তাহমিদ। তিনি আরো জানান, জেলার সাতটি উপজেলায় এবার ৩৩ হাজার ৬৬০ জন শিক্ষার্থী প্রাথমিক সমাপনী ও চার হাজার ২৪৩ জন শিক্ষার্থী এবতেদায়ী পরীক্ষা দিচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের ৪৯০!

আন্তর্জাতিক ওয়ানডেতে দলীয় সর্বোচ্চ কত? ৪৪৪ রান। ইংল্যান্ডের করা এই রেকর্ডই যেখানে এখনও টপকাতে পারেনি কোনো দল, সেখানে দক্ষিণ আফ্রিকান এক ব্যাটসম্যান একাই করলেন ৪৯০ রান!

অবিশ্বাস্য ঠেকলেও ৫০ ওভারের ম্যাচে এমনই এক রেকর্ড গড়েছেন শেন ডেডসোয়েল নামের এক ব্যাটসম্যান। তবে সেটা আন্তর্জাতিক ক্রিকেটে নয়, ক্লাব ক্রিকেটে।

শনিবারের দিনটি আবার ছিল ডেডসোয়েলের ২০তম জন্মদিন। এমন উপলক্ষ্যকে স্মরণীয় করে রাখার জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারতো!

অবিশ্বাস্য ৪৯০ রানের ইনিংসটি খেলতে ১৫১টি বল খরচ করেছেন ডেডসোয়েল। ২৭ চারের সঙ্গে হাঁকিয়েছেন ৫৭টি ছক্কা! সবার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, তার দল কত রান করেছে! স্বভাবতই সংগ্রহটা হয়েছে নিজের চোখকে অবিশ্বাস করার মত। ডেডসোয়েলের দল তুলে ৩ উইকেটে ৬৭৭ রান।

ওহ, এমন ব্যাটিংয়ের পর কিন্তু বোলিংও করেছেন ডেডসোয়েল। বল হাতে ৩২ রানের বিনিময়ে নিয়েছেন ২ উইকেট। জন্মদিনের উৎসব বলে কথা!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজ দলের প্রধানের পদ থেকে বহিষ্কার মুগাবে

জিম্বাবুয়ের ক্ষমতাসীন রাজনৈতিক দল জানু-পিএফের প্রধানের পদ থেকে প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে বহিষ্কার করা হয়েছে। রোববার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তারা বলছেন, দুই সপ্তাহ আগে প্রেসিডেন্ট মুগাবে ভাইস প্রেসিডেন্ট এমারসন ন্যানগ্যাগবাকে বরখাস্ত করেছিলেন। বরখাস্তকৃত এই ভাইস প্রেসিডেন্টকে দলটির প্রধান হিসাবে নিয়োগ দিয়েছে জানু-পিএফ।

ভাইস প্রেসিডেন্ট এমারসন ন্যানগ্যাগবাকে ক্ষমতাচ্যুতির পর দেশটির রাজনীতিতে নজিরবিহীন হস্তক্ষেপ করে ৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট মুগাবেকে গৃহবন্দী করে জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। দেশটির রাজনীতিকরা বলছেন, স্ত্রী গ্রেস মুগাবেকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত করার পথ পাকা করতেই ভাইস প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করেন মুগাবে।

রোববার জানু-পিএফের কেন্দ্রীয় কমিটির বৈঠকে মুগাবের পাশাপাশি ফার্স্ট লেডি গ্রেস মুগাবেকেও বহিষ্কার করা হয়েছে। রোববার দেশটির সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে মুগাবের। বিবিসি বলছে, প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবন থেকে মোটরগাড়ির শোভাযাত্রা বেরিয়ে যেতে দেখা গেছে।

এর আগে শনিবার জিম্বাবুয়ের রাজধানী হারারেতে হাজার হাজার মানুষ মুগাবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এসময় অনেকেই সেনাবাহিনীর সদস্যদের জড়িয়ে ধরে উল্লাস প্রকাশ করেন। মুগাবের হাত থেকে দেশটির নিয়ন্ত্রণ নেয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান তারা।

মুগাবে এখনো জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রয়েছেন; যদিও গত কয়েকদিনে তার নিজ দলের ভেতরেই প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের চাপ জোরালো হয়েছে।

দেশটির স্বাধীনতা যুদ্ধের প্রভাবশালী গেরিলা নেতা ক্রিস মুতসভ্যাঙ্গবা রয়টার্সকে বলেছেন, প্রেসিডেন্টের পদ থেকে মুগাবেকে সরিয়ে দিতে দলের ভেতরেও প্রক্রিয়া শুরু হয়েছে। জানু-পিএফের রোববারের বৈঠকের একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন বিবিসির প্রতিনিধি অ্যান্ড্রু হার্ডিং। এতে দেখা যাচ্ছে, মুগাবেকে দলীয় প্রধানের পদ থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্তের পর রাস্তায় উল্লাস প্রকাশ করছেন স্থানীয়রা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমিরাতের ব্যবসায়ীর কাছে ‘কুমারীত্ব’ বিক্রি

১৯ বছর বয়সী মার্কিন মডেল গিসেলে অনলাইনে সংযুক্ত আরব আমিরাতের এক ব্যবসায়ীর কাছে ‘কুমারীত্ব’ বিক্রির দাবি করেছেন। এর মূল্য ২০ লাখ পাউন্ড। বলেছেন, এমনি এমনি তিনি এমনটা করেননি। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ মোটানোর জন্য তিনি এ পথ বেছে নিয়েছেন।

গিসেলে বলেন, ‘আমি স্বপ্নেও ভাবিনি এত মূল্য পাব। আমার স্বপ্ন সত্যি হলো।’ অনলাইনে কুমারীত্ব বিক্রি নারীর একান্ত নিজের ব্যাপার। এটা নিয়ে মানুষ কেন হইচই করে বা কেন এর বিরোধিতা করে, তা বোধগম্য নয় বলেও মন্তব্য তাঁর।

ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, সিনড্রেলা এসকর্টস নামের জার্মানিভিত্তিক একটি ওয়েবসাইট এই বাণিজ্যের মধ্যস্থতা করে। ওয়েবসাইটটি গত বছর রোমানিয়ার ১৮ বছর বয়সী মডেল আলেকজেন্ড্রা কেফরেনের ‘কুমারীত্ব’ বিক্রির ঘটনার মধ্য দিয়ে আলোচনায় আসে। ওই মডেল হংকংয়ের এক ব্যবসায়ীর কাছে ‘কুমারীত্ব’ বিক্রি করেছিলেন।

ওয়েবসাইটটির মালিক জার্মানির ডর্টমুন্ডের ২৭ বছরের যুবক জ্যঁ জ্যাকবিলস্কি। ফোর্বসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই বেচাকেনায় যে লাভ হয়, তার ২০ শতাংশ তাঁর প্রতিষ্ঠান পায়। একই সঙ্গে তিনি জানান, যে মেয়ে মানসিকভাবে যথেষ্ট পরিপূর্ণ নন, কিংবা মানসিকভাবে সুস্থ নন, তাঁকে এই সুযোগ দেন না।

সিনড্রেলা এসকর্টসের একজন মুখপাত্র বলেন, ‘এই ওয়েবসাইটের মাধ্যমে অস্ট্রেলিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকাসহ সারা বিশ্বের মেয়েরা কুমারীত্ব বিক্রির আগ্রহ প্রকাশ করেন। তবে বেশির ভাগই এর মূল্য চাইতে পারেন না। গিসেলের ঘটনা দেখাল, কত চড়া মূল্যে মেয়েরা কুমারীত্ব বিক্রি করতে পারেন। আর এর জন্য কী বিপুল পরিমাণ অর্থ ব্যবসায়ীরা ব্যয় করে থাকেন। সূত্র : প্রথমআলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest