সর্বশেষ সংবাদ-
ব্যবসায়ীকে মারধরের ঘটনার ভিডিও করায় সাংবাদিকদের মারপিটের অভিযোগ ডা; ফয়সালের বিরুদ্ধেতাপদাহে রিকশাচালক-পথচারী‌দের‌ মাঝে ড্রিম সাতক্ষীরার পা‌নি ও স্যালাইন বিতরণআন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিস চত্বরে মরা শিশু গাছে ঝুঁকি বাড়ছেকলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন লাল্টুর গণ সমাবেশএডভোকেসি নেটওয়ার্ক এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের ত্রৈমাসিক সমন্বয় সভাশ্যামনগরের কৈখালী পোলের খাল খনন কর্মসূচির উদ্বোধনশ্যামনগরে সালাতুল ইস্তেকার নামাজ আদায়তীব্র তাপদাহে পুড়ছে উপকুলীয় জেলা সাতক্ষীরা, তাপমাত্রা আজ সর্বোচ্চ ৩৯.৩ ডিগ্রিদেবহাটায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময়

ডাবের ভেতরের স্বচ্ছ ও সুপেয় পানি নিয়ে আমাদের কৌতুহলের শেষে নেই। ক্লান্তি ও অবসাদ দূর করতে, পানিশূন্যতা প্রতিরোধে এবং শক্তির উৎস হিসেবে কচি ডাবের পানি ভীষণ জনপ্রিয়। আসুন জেনে নেই ডাবের কিছু উপকারিতা সম্পর্কে-

১। রক্তচাপ নিয়ন্ত্রণঃ
ডাবের পানিতে থাকা ভিটামিন সি, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। পটাশিয়াম শরীরে লবণের ভারসাম্য ঠিক রাখার মধ্যে দিয়ে ব্লাড প্রেসারকে স্বাভাবিক রাখে।

২। ওজন হ্রাস করেঃ
ডাবের পানিতে উপস্থিত বেশ কিছু উপকারি এনজাইম হজম ক্ষমতা বাড়ানোর পাশাপাশি মেটাবলিজমের উন্নতিতেও সাহায্য করে থাকে। ফলে খাবার খাওয়া মাত্র তা এত ভাল ভাবে হজম হয়ে যায় যে বদ হজম হওয়া খাবার মেদ হিসেবে জমার সুযোগ পায় না। ফলে ওজন কমতে শুরু করে।

৩। দাঁত ভাল রাখেঃ
ডাবের পানিতে খনিজ লবণ, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও ফসফরাসের উপস্থিতিও উচ্চমাত্রায়। এসব খনিজ লবণ দাঁতের ঔজ্জ্বল্য বাড়ায়। দাঁতের মাড়িকে করে মজবুত। অনেকের দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে।

৪। ত্বক সুন্দর করেঃ
ক্রিম, শ্যাম্পু, কন্ডিশনার, লোশন ইত্যাদি তৈরিতে নারকেলের পানির ব্যবহার থেকেই বোঝা যায় ত্বক সুন্দর করতে বা রাখতে এটা কতখানি কার্যকরী। ব্রণ, মেছতা বা ত্বকের অন্য কোনো দাগ দূর করে মুখ উজ্জ্বল করতে এটি সাহায্য করে।

৫। মাথা যন্ত্রণা দূর করেঃ
ডিহাইড্রেশনের কারণে মাথা যন্ত্রণা বা মাইগ্রেনর অ্যাটাক হওয়ার মত ঘটনা ঘটলে যতদ্রুত সম্ভব এক গ্লাস ডাবের পানি খেয়ে নিলে নিমেষেই কষ্ট কমে যাবে। ডাবে থাকা ম্যাগনেসিয়াম এই ধরণের শারীরিক সমস্যার উপশমে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

৩০ জন জীবন্ত মানুষকে খুন করে কেটে খেয়েছে তারা। খাওয়ার আগে মৃতদেহের সঙ্গে সেলফি-ও তোলে এরা। এই পরিবারের সবাই মানুষ খায়। এই নরখাদক পরিবারটির বক্তব্য শুনলে শরীর শীতল হয়ে যায়।

রাশিয়ার ওই পরিবারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৮টি দেহাংশ। ঘটনার আকস্মিকতায় বাকরূদ্ধ পুলিশও। ক্যালিবাল দম্পতিকে জেরায় উঠে আসছে চমকে দেওয়া তথ্য।

দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদারের বাসিন্দা ৩৫ বছরের দিমিত্রি বাকসিভ এই কীর্তি শুরু করেছে ১৯৯৯ সাল থেকে। তারা পুলিশি জেরায় স্বীকার করেছে, সম্প্রতি তারা এক ব্যক্তিকে মেরে খেয়েছে। নাতালিয়া নামে ৪২ বছর বয়সি এক নার্স খাওয়ার চেষ্টা করেছিল।

যদিও আরেকটি সূত্র বলছে, নাতালিয়া দিমিত্রির স্ত্রী। তাদের ঘরে তল্লাশি চালিয়ে পাওয়া গিয়েছে কীভাবে মানুষ খেতে হয়, তার ভিডিও।

দিমিত্রি পুলিশকে জেরায় বলেছে, সে ও তার স্ত্রী এখনও পর্যন্ত ৩০ জনকে খেয়েছে। যদিও নাতালিয়ার মস্তিষ্ক পরীক্ষা করে কিছু অস্বাভাবিক পাননি চিকিত্‍‌সকরা। দিমিত্রি ও তার স্ত্রী মানুষ মেরে মাংস কেটে ফ্রিজে রেখে দিত। ফ্রিজ খুলে পাওয়া গিয়েছে বরফ জমাট ৭টি দেহাংশ। এছাড়া কিছু জারে পাওয়া গিয়েছে মাংসের টুকরো। ১৯টি মানব-চামড়া পাওয়া গিয়েছে।

সম্প্রতি ক্রাসনোদার শহরে একটি মোবাইল ফোন উদ্ধার হয়। সেই ফোনে একটি সেলফি-তে দেখা যায়, একটি মৃতদেহের সঙ্গে দিমিত্রির সেলফি। তারপরেই তদন্তে নামে পুলিশ। আরেকটি ছবিতে দেখা যায়, কাস্তে ও হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে দিমিত্রি। তার সামনে পড়ে রয়েছে এক মহিলার মুন্ডু। সামনে আসে হাড়হিম করা ঘটনা। প্রথমে উদ্ধার হয় একটি মহিলার দেহাংশ। জানা গিয়েছে, দিমিত্রি মিলিটারি অ্যাকাডেমিতে চাকরি করে।

দিমিত্রির অফিসের কয়েকজন কর্মী জানিয়েছে, যখনই তারা দিমিত্রির বাড়িতে ঢুকতে চাইতেন, তখনই নাতালিয়া চিত্‍‌কার, অশান্তি করে তাদের বাধা দিত। এই ঘটনাটিতে তোলপাড় তামাম রাশিয়া। রাশিয়ার অপরাধের ইতিহাসে এটা নজিরবিহীন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

লা লিগায় বেশ দুর্দশাই চলছে রিয়াল মাদ্রিদের। শিরোপা ধরে রাখার মিশন নিয়ে নতুন মৌসুম শুরুর পর প্রথম ছয়টি ম্যাচে রিয়াল জয় পেয়েছে মাত্র তিনটিতে। দুটিতে ড্র আর একটি ম্যাচে হারের স্বাদ নিয়ে এখন পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে আছে গতবারের শিরোপাজয়ীরা। তবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগে দারুণ নৈপুণ্য দেখিয়েই চলেছে জিনেদিন জিদানের শিষ্যরা। গ্রুপ পর্বে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে নকআউট পর্বের পথে অনেকখানি এগিয়ে গেছে রিয়াল। জোড়া গোল করে আরো একবার রিয়ালের জয়ের নায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।

মঙ্গলবার বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে রোনালদো খেলেছেন চ্যাম্পিয়নস লিগে নিজের ১৫০তম ম্যাচ। মাইলফলকগড়া এই ম্যাচটি তিনি স্মরণীয়ও করে রেখেছেন জোড়া গোল করে। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ পেয়েছে ৩-১ গোলের সহজ জয়। বরুশিয়ার বিপক্ষে এই জয়ের পর দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রিয়ালই আছে ‘এইচ’ গ্রুপের শীর্ষস্থানে। দ্বিতীয় স্থানে থাকা টটেনহামের সংগ্রহও ৬ পয়েন্ট। প্রথম দুটি ম্যাচের দুটিতেই হারের স্বাদ পেয়েছে গ্রুপের বাকি দুটি দল বরুশিয়া ও অ্যাপোয়েল।

বরুশিয়ার বিপক্ষে ১৮ মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদের পক্ষে প্রথম গোলটি অবশ্য করেছিলেন গ্যারেথ বেল। রিয়ালের প্রথমার্ধও শেষ হয়েছিল ১-০ ব্যবধানে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৯ মিনিটে রোনালদো আরেকবার বল জড়িয়েছিলেন বরুশিয়ার জালে। ৫৪ মিনিটে একটি গোল শোধ করেছিলেন বরুশিয়ার স্ট্রাইকার পিয়েরে এমরিকে আবামেয়াং। তবে ৭৯ মিনিটে আবারও ব্যবধান বাড়িয়ে দেন রোনালদো। করেন রিয়ালের পক্ষে তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি।

চ্যাম্পিয়নস লিগের এই ভালো নৈপুণ্যের ধারাবাহিকতা লা লিগায়ও অব্যাহত থাকুক, এমনটাই চাইবেন রিয়াল মাদ্রিদের সমর্থকরা। আগামী রোববার লা লিগার ম্যাচে রিয়ালকে খেলতে হবে এসপানিওলের বিপক্ষে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিখোঁজ জামালপুর জেলার সরিষাবাড়ি পৌরসভার আওয়ামী লীগের মেয়র রুকুনুজ্জামানকে হাত-পা বাধা অবস্থায় শ্রীমঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) তাকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলাবাহিনী।

এর আগে গত সোমবার এ ব্যাপারে মেয়রের পরিবারের তরফ থেকে ঢাকার উত্তরা পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সোমবার সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম রোডের বাসা থেকে বের হন মেয়র (৪২)। দুপুর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে সোমবার রাত নয়টার দিকে মেয়রের বড় ভাই সাইফুল ইসলাম টুকন উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নম্বর -১৬১১, তারিখ ২৫-০৯-২০১৭ইং। জিডিটি তদন্ত করছেন উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক।

উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান বলেন, প্রাথমিক তদন্তে মেয়রের দুই স্ত্রী রয়েছে বলে জানা গেছে। প্রথম স্ত্রী সরিষাবাড়িতে বসবাস করেন। আর দ্বিতীয় স্ত্রী উত্তরায় বসবাস করেন। দ্বিতীয় স্ত্রীর উত্তরার বাসা থেকেই বেরিয়েই মেয়র নিখোঁজ হন। দুই স্ত্রী থাকায় পারিবারিক অশান্তির সূত্রধরে নিখোঁজের ঘটনাটি ঘটতে পারে। ঘনাটি রহস্যজনক।

তবে বুধবার (২৭ সেপ্টেম্বর) তাকে শ্রীমঙ্গল থেকে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করেছে আইনশৃঙ্খলাবাহিনী। তিনি কিভাবে সেখানে গেলেন সে ব্যাপারে এখনও কিছু জানা যায় নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে চালের ভর্তুকি প্রকল্পের ব্যবস্থাপনায় দায়িত্বে অবহেলার দায়ে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। স্থানীয় সময় বুধবার ইংলাকের অনুপস্থিতিতে এই দণ্ডাদেশ দেওয়া হয়। এর আগে এই মামলার শুনানিতে অংশ নিতে ২৫ আগস্ট আদালতে হাজিরার দিন নির্ধারিত ছিল ইংলাকের। সেদিন আদালত প্রাঙ্গণে হাজির হয়েছিল তার শত শত সমর্থক। কিন্তু সেদিন তিনি শেষ পর্যন্ত আদালতে হাজির হননি।

পরে জানা যায়, তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে ইংলাকের ভাই ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার একটি বাড়ি আছে। থাইল্যান্ড থেকে পালিয়ে সেখানে গেছেন ইংলাক।

২০১১ সালের সাধারণ নির্বাচনে ক্ষমতায় আসেন ইংলাক সিনাওয়াত্রা। তিনি চালে ভর্তুকির যে প্রকল্পটি নিয়েছিলেন, তাতে সমর্থন ছিল বিপুলসংখ্যক কৃষকের। তবে সেনাশাসিত সরকারের দাবি, এই প্রকল্পে অন্তত ৮ বিলিয়ন ডলার দুর্নীতি হয়েছে। ২০১৪ সালে থাইল্যান্ডে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ইংলাক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শরীরে সফল অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। ২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৮টায় অস্ত্রপচার হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল কারিম।

এক সংবাদ বিজ্ঞতিতে তিনি জানান,প্রধানমন্ত্রী হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং গলব্লাডারে (পিত্তথলী) অস্ত্রপ্রচারের সিদ্ধান্ত নেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা এবং ছেলে সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন। অপারেশেনের একদিন পর প্রধানমন্ত্রী ‘প্যালেস অব রেসিডেন্ট’ এ ফিরে আসেন।

চিকিৎসকের পরার্মশ অনুযায়ী তিনি বিশ্রামে আছেন। প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আগামী ৫ অক্টোবর তিনি দেশে ফিরবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জামালপুরের সরিষাবাড়ি পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রুকনের কোনও সন্ধান এখনও পাওয়া যায়নি। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। এ বিষয়ে সোমবার রাতে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করার পর ২৪ ঘণ্টা পার হলেও তার কোনও সন্ধান দিতে পারেনি পুলিশ। এ ঘটনার তদন্তের দায়িত্বে থাকা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, নিখোঁজ মেয়রে সন্ধানে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মেয়র রুকন নিখোঁজ হওয়ার পর সোমবার রাত ৯টার দিকে তার বড় ভাই সাইফুল ইসলাম টুকন উত্তরা পশ্চিম থানায় জিডি করেন। এরপর পুলিশ তদন্ত শুরু করলেও মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত তার কোনও হদিস পায়নি। নিখোঁজের কারণও জানতে পারেনি তারা।

পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক বলেন, ‘জামালপুরের সরিষাবাড়ির পৌরমেয়র রুকুনুজ্জামানের মোবাইল ফোনের কললিস্টও খতিয়ে দেখছি। তবে এখন পর্যন্ত তার নিখোঁজের কোনও কারণ বা সূত্র পাওয়া যায়নি। তাকে খুঁজে বের করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।’

এদিকে, আমাদের জামালপুর প্রতিনিধি জানিয়েছেন, মেয়র রুকনের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় পৌরসভার কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতারা। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) পৌর ভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তারা মেয়রের সন্ধান না পেলে আন্দোলনে যাওয়ারও ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে প্যানেল মেয়র মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গণি মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মেয়রের ভাই সাইফুল ইসলাম টুকন সাংবাদিকদের জানান, সরিষাবাড়ীতে রাজনীতি, পৌর নির্বাচন ও নির্বাচনপরবর্তী বিভিন্ন ঘটনার কারণে তার ভাইয়ের অনেক শত্রু থাকতে পারে। তবে নিখোঁজের কারণ সম্পর্কে তিনিও কিছু ধারণা করতে পারছেন না। তিনি ভাইকে সুস্থ অবস্থায় ফেরত পাওয়ার দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাইকারির পর এবার গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৯৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

মঙ্গলবার সকালে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত গণশুনানিতে এই প্রস্তাব দেওয়া হয়। অবশ্য এর বিরোধিতা করে বিদ্যুৎ খাত সংস্কারের প্রক্রিয়ারই পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

গত ২০ মার্চ গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসিতে জমা দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সেটার ওপরই আজ গণশুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে আবাসিকের বিভিন্ন ধাপ ও শিল্প, কৃষিসহ সব খাতের জন্য আলাদা আলাদা দাম বৃদ্ধির প্রস্তাব করা হয় পিডিবির পক্ষ থেকে। গড় করলে ইউনিটপ্রতি যা দাঁড়ায় ৯৮ পয়সা।

এর আগে সোমবার পাইকারি পর্যায়ে গড়ে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৭২ পয়সা বাড়ানোর প্রস্তাব করে পিডিবি।

পিডিবির মহাব্যবস্থাপক কাউসার আমের আলী বলেন, ‘১৭৬ থেকে ২০০ ইউনিট পর্যন্ত যে গ্রাহক শ্রেণি আছে তার ৩২ পারসেন্ট আমাদের গ্রাহক শ্রেণি এই সুবিধা ভোগ করে। এবং তাদের রেট আমরা ৫ টাকা ১৪ পয়সা থেকে ৫ টাকা ৬৯ পয়সা বৃদ্ধি করেছি।’

এই দাম বৃদ্ধির প্রস্তাবে সায় আছে বলে জানালেন বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটির সদস্য কামরুজ্জামান।

তবে বর্তমানে দাম বৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করে সরকারের নেওয়া বিদ্যুৎ খাত সংস্কার প্রক্রিয়ারই সমালোচনা করা হয় কনজ্যুমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।

ক্যাবের জ্বালানি উপদেষ্টা ড. শামসুল আলম বলেন, ‘চলমান জ্বালানি বিদ্যুৎ উন্নয়ন সংস্কার ভোক্তা স্বার্থের পরিপন্থী। আমরা ভুক্তভোগী। এই কথাটি বলার জন্য কারোর সম্মতি বা কারোর অনুমতি নেওয়ার অপেক্ষা রাখে না।’

ক্যাবের হিসাবে যেসব কারণ দেখিয়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, গরমিল রয়েছে তাতেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest