সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান চেয়ারম্যান আলিমেরএসএসসি ২০০০ সালের ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরায় সিলভার জুবিলি “মেঘা মিটআপ-২০২৫” অনুষ্ঠিততালার সুভাষিনী গ্রামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি : নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটসাতক্ষীরা জেলা আইনজীবি সমিতির ১১ সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটি গঠনপাইকগাছা থেকে খুলনা যাওয়ার পথে নিখোঁজ মাদরাসা ছাত্রকলারোয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়াদেবহাটায় তীব্র শীতে ব্যাহত জীবন যাত্রাOntdek de wereld van Supergame: Alles wat u moet weten over online casino’s in Belgiëসাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে দুই দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধনদেবহাটার বিস্তীর্ণ মাঠে এখন সরিষা ফুলের হলুদের সমারোহ

কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৩

কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজা প্রাপ্ত এক আসামি ও দু’জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেবনাথ এর নির্দেশনায় কলারোয়া থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনাকালে ওই ব্যক্তিরা আটক হয়।
থানা সূত্র জানায়, থানা এলাকায় অভিযান পরিচালনাকালে এএসআই রসিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সিআর মামলা নং-১৫২/১৪(কলাঃ) এর এক বছরের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার পানিকাউরিয়া গ্রামের মৃত আবু সালেক মল্লিকের ছেলে মনিরুজ্জামান মল্লিককে বৃহস্পতিবার তার বাড়ি থেকে আটক করেন।

এদিকে, থানার এসআই রইচ উদ্দীন এর নেতৃত্বে এএসআই আহসান হাবিব সঙ্গীয় ফোর্সসহ কলারোয়ার ভাদিয়ালি গ্রামের মাওলানা শাহিনুর রহমান এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মাদক ব্যবসায়ী মোশারফ হোসেন (৩২) কে ২০ পুরিয়া গাঁজাসহ আটক করেন। আটক হওয়া ব্যক্তি ভাদিয়ালি গ্রামের মৃত আঃ সামাদ এর ছেলে। অপরদিকে, বুধবার রাত ৯টার দিকে থানার এসআই সোলায়মান আক্কাস এর নেতৃত্বে এএসআই আঃ হালিম সঙ্গীয় ফোর্সসহ কলারোয়া পৌরসভার তুলশীডাঙ্গা গ্রামের হযরত আলী গাজীর স্ত্রী মোছাঃ মালেকা বেগম (৪০) কে তার বাড়ির সমানে মাদক বিক্রয়কালে ১০ পুরিয়া গাঁজা সহ আটক করেন। আটককৃতদের শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেবনাথ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গুঞ্জন সত্যি হলো; হাথুরুসিংহে এখন শ্রীলঙ্কার কোচ

শেষ হলো সব জল্পনা কল্পনা, বাতাসে ভেসে বেড়ানো গুঞ্জনটাই হলো সত্যি। বাংলাদেশের কোচের পদ থেকে সরে দাঁড়ানো চন্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব নিলেন শ্রীলঙ্কার। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র খবর, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছেন হাথুরুসিংহে। ক্রিকইনফো

অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পদত্যাগপত্র দেন হাথুরুসিংহে। হঠাৎ তার দায়িত্ব ছাড়ার আনুষ্ঠানিক কারণ যদিও জানাতে পারেনি বিসিবি। তবে শ্রীলঙ্কার কাছ থেকে কোচের প্রস্তাব পাওয়ার যে গুঞ্জন শোনা গিয়েছিল, সেটাকেই বড় কারণ হিসেবে দেখা হচ্ছিল। শেষ পর্যন্ত নিজের দেশের ক্রিকেটকেই বেছে নিয়েছেন সাবেক এই ক্রিকেটাররা। ‘ক্রিকইনফো’র খবর অনুযায়ী ২০ ডিসেম্বর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শ্রীলঙ্কা অধ্যায় শুরু করবেন বাংলাদেশের সাবেক এই কোচ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঘা শুকানোর পর মুক্তামনির হাতে ব্যান্ডেজ করা হবে

ঘা না শুকানোর কারণে মুক্তামনির হাতে এখনও ব্যান্ডেজ করতে পারেননি চিকিৎসকরা। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি গত পরশু (বুধবার) তাকে দেখেছি। ওর হাতের ফোলাটা একইরকম আছে। ওর হাতে ঘা আছে। এই ঘাটা শুকালে তারপর ওর হাতে ব্যান্ডেজ করা হবে।’

মুক্তামনিকে বাড়িতে পাঠানো হবে উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক দিন ধরে হাসপাতালে থাকায় মুক্তামনি হাঁপিয়ে উঠেছে। ওকে আমরা রিলিজ দিতে চাইছি। কিছুদিন বাড়িতে গিয়ে থেকে আসুক।ওর ভালো লাগবে।’

মেয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান মুক্তামনির বাবা ইবরাহীম হোসেন। তিনি বলেন, ‘এখনও ডাক্তাররা ওর হাতে কোনও ব্যান্ডেজ করেননি। তবে তারা বলেছেন, প্রেসার ব্যান্ডেজ করে দেবেন। ডাক্তাররা আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে আমাদের রিলিজ দেবেন বলে জানিয়েছেন।’

গত ৫ নভেম্বর মুক্তামনির পায়ের চামড়া নিয়ে হাতে লাগানো হয়। এরপর কিছু দিন ভালো ছিল সে। মা আসমা খাতুন জানান, ধীরে ধীরে তার হাতটা ফুলে উঠেছে এবং অসহ্য ব্যথাও হচ্ছে।

এবছরের ১২ জুলাই ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি হয় রক্তনালীর টিউমারে আক্রান্ত মুক্তামনি। প্রথমে তার রোগটিকে বিরল রোগ হিসেবে উল্লেখ করা হয়। পরে বায়োপসি করে জানা যায়, তার রক্তনালীতে টিউমার হয়েছে।  এসময় তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের একটি হাসপাতালে যোগাযোগ করেন বার্ন ইউনিটের চিকিৎসকরা। তারা মুক্তামনির সব রিপোর্ট দেখে তার চিকিৎসা করতে অস্বীকৃতি জানান। পরে ঢামেকের চিকিৎসকরাই তার অপারেশনের সিদ্ধান্ত নেন। এদিকে, মুক্তামনির চিকিৎসার সব ধরনের খরচের দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুক্তামনির হাতে ১০ অক্টোবর প্রথম অস্ত্রোপচার হয়। তার হাতের ফোলা অংশ অস্ত্রোপচার করে ফেলে দেন চিকিৎসকরা। গত ৫ নভেম্বর তার দুই পায়ের চামড়া নিয়ে দু’দফায় তার হাতে লাগানো হয়।

ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের পরিচালক অধ্যাপক আবুল কালামের নেতৃত্বে বিশেষজ্ঞ একদল চিকিৎসক মুক্তামনির স্কিন গ্রাফটিং (চামড়া লাগানো) অপারেশনে অংশ নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গেইল ঝড়ে কোয়ালিফায়ার পর্বে রংপুর, খুলনার বিদায়

খুলনা ১৬৭ রান করার পর মনে হচ্ছিল ম্যাচটা জিততে রংপুরকে যথেষ্ট বেগ পেতে হবে। ২৫ রানের মধ্যে সোহাগ গাজী ও ব্রেন্ডন ম্যাককালামকে ফিরিয়ে দিয়ে ম্যাচটা অনেকটাই নিজেদের দিকে নিয়ে চলে যায় খুলনা। তবে তখনো যে গেইল ক্রিজে, তাই জয়ের আশাটা অত সহজে করেননি মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচে শেষে সেই গেইলই ভোগালেন খুলনাকে। ৮ উইকেটে ম্যাচটা জিতে কোয়ালিফায়ার পর্বে উঠে গেছে মাশরাফি বিন মুর্তজার রংপুর। ৫১ বলে ১৪ ছয়ে ১২৬ রান করে ম্যাচের নায়ক গেইল।

১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৫ রানেই দুই উইকেট হারিয়ে বসে রংপুর। সেখান থেকে দলকে একাই টেনে তোলেন গেইল। ২৩ বলে করেন হাফ সেঞ্চুরি। সেঞ্চুরি করতে খেলেন আরো ২২টি বল। শেষ ছয় বলে নেন ২৬ রান। সব মিলিয়ে মাত্র ৫১ বলে ১২৬ রান করে অপরাজিত থাকেন টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় তারকা।

আজ গেইলকে দারুণ সঙ্গ দিয়েছেন মোহাম্মদ মিঠুন। ৩৬ বলে ৩০ রানে অপরাজিত থাকেন মিঠুন। খুলনার হয়ে দুটি উইকেট নিয়েছেন জসুয়া আর্চার।

এর আগে কোয়ালিফায়ার পর্বে যেতে রংপুর রাইডার্সের সামনে ১৬৮ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা।

ব্যাটিংয়ে নেমে মাশরাফির বোলিংয়ের সামনে সুবিধা করে উঠতে পারছিলেন না নাজমুল হোসেন শান্ত ও মাইকেল কিলিঞ্জার। এক প্রান্তে চাপ ধরে রাখার সুবিধাটাও পান মাশরাফিরা। চতুর্থ ওভারে শান্তকে ফিরিয়ে দেন সোহাগ গাজী। এরপর দলীয় ৩৪ রানে আফিফ হোসেনকে ক্লিন বোল্ড করেন লাসিথ মালিঙ্গা।

উইকেটে এসেই ঝড় তোলেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দুটি ছয় ও দুটি চারে ৫ বলে ২০ রান করেন তিনি। তবে নিজের ষষ্ঠ বলে বাউন্ডারি সীমায় মাহমুদউল্লাহকে তালুবন্দি করেন সোহাগ গাজী। ওপেনার মাইকেল কিলিঞ্জার বেশ কিছু সময় ক্রিজে কাটালেও ২৬ বলে করেন মাত্র ২১ রান।

আরিফুল হক রানের চাকাটা সচল করার চেষ্টা করেও ব্যর্থ হন। ৩০ বলে ২৯ রান করেন আরিফুল। তবে টাইটানসদের হৃষ্টপুষ্ট সংগ্রহ এনে দেন কার্লোস ব্রেথওয়েট ও নিকোলাস পুরান। মাত্র ৯ বলে ২৫ রান করেন ব্রেথওয়েট আর ২২ বলে ২৮ রান করেন নিকোলাস।

রংপুরের হয়ে দুটি উইকেট নেন মালিঙ্গা। এ ছাড়া একটি করে উইকেট নেন সোহাগ গাজী, নাজমুল হোসেন অপু, রবি বোপারা ও রুবেল হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোহলির সঙ্গে বিয়ে, গুঞ্জন উসকে দিলেন আনুশকা

বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়ের গুঞ্জন থামছেই না। শোনা যাচ্ছে, আগামী ১২ ডিসেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন বিরাট-আনুশকা। ইতালির মিলানে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানবন্দরে দেখা গেছে আনুশকাকে। সঙ্গে বিরাট না থাকলেও পরিবারের সদস্যদের সঙ্গে মুম্বাই ছেড়েছেন তিনি। এরপরই গুঞ্জনের পালে নতুন করে হাওয়া লাগে। আনুশকার গুরু ও বিরাট কোহলির ছোটবেলার ক্রিকেট কোচকেও বিমানবন্দরে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বিরাট-আনুশকার বিয়েতে অংশ নিতেই যাচ্ছেন তারা।

শুধু তাই নয়, আনুশকার বাবা অজয় কুমার শর্মা নাকি নিজে মেয়ের বিয়ের নিমন্ত্রণ করছেন। ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশীরা তার ফোন কল পেয়েছেন। যেহেতু সবাই ইতালি যেতে পারবেন না, তাই তিনি সবাইকে বিষয়টি জানিয়ে রাখছেন এবং আশীর্বাদ চাইছেন।

বিয়ে দেশের বাইরে হলেও বিরাট-আনুশকা ২২ ডিসেম্বর মুম্বাইয়ের জে ডাব্লিউ ম্যারিয়ট হোটেলে বলিউড অভিনয়শিল্পী ও ক্রিকেটাদের নিয়ে বড় পার্টির আয়োজন করবেন বলে জানা গেছে। ‘গোপনীয় বিষয়’ বিষয় বলে এ নিয়ে কথা বলতে অস্বীকার করেছেন জে ডাব্লিউ ম্যারিয়ট কর্তৃপক্ষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফায়ার সার্ভিসসহ রাজধানীর কয়েক লাখ টেলিফোন নম্বর বিকল

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষসহ রাজধানীর বিভিন্ন স্থানের কয়েক লাখ টেলিফোন নম্বর বিকল হয়ে পড়েছে। সিটি করপোরেশনের সংস্কার কাজের মধ্যে বৃহস্পতিবার রাতে টেলিফোনের ওই ‘কোর কেবল’ কাটা পড়ে। ফলে শুক্রবার সকাল থেকেই এ অচল অবস্থার সৃষ্টি হয়।

ফলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে কেউ যোগাযোগ করতে পারছেন না। ফায়ার কন্ট্রোল রুমের থেকে জানানো হয়েছে যেকোনো জরুরি প্রয়োজনে ০১৭৩০৩৩৬৬৯৯, ০১৭১৩০৩৮১৮২ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করা যাবে।

বৃহস্পতিবার রাতে মগবাজার এলাকায় রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটিসিএলের ‘কোর কেবল’ কাটা পড়ে। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরীদের হাটে কনের খোঁজে ছেলেরা!

রূপচর্চা করে হাটে এসে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন সুন্দরীরা। কেউ আবার পোশাক-আশাকের সঙ্গে স্বর্ণালংকারগুলো আরেক বার ঠিক করে নিচ্ছেন। মনে হতে পারে হয়তো তারা কোনো সুন্দরী প্রতিযোগিতায় নেমেছে।

আদতে তা নয়। নতুন সঙ্গী (স্বামী) খোঁজার জন্য তাদের ওই ‘কনে বাজারে’ তুলেছেন তার মা-বাবারা। নির্দিষ্ট এই দিনগুলোতে সুন্দরী বউয়ের খোঁজে পাত্রসহ পাত্রপক্ষও হাজির হন এই হাটে।

ইউরোপের সমৃদ্ধিশালী দেশ বুলগেরিয়ায় স্টারা জোগরা শহরের একটি উন্মুক্ত মার্কেটের চিত্র এটি। রোমা সম্প্রদায়ের (স্থানীয় ভাষায় কালাইদেঝি) গরিব মা-বাবারা তাদের মেয়েদের হাটে তোলেন। এ জন্য মেয়ের বিয়ের সব খরচ বাবা-মাকে দিয়ে থাকে ওই সম্প্রদায়ের একটি ইউনিয়ন।

যুবকরা কনে পছন্দ করতে আসেন ওই হাটে। এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত থাকেন সেখানে। উপস্থিত মেয়েদের মধ্য থেকে কনে পছন্দ করেন ছেলেরা। পরে পরিবারের পছন্দ ও সম্মতির পরই তাদের বিয়ে হয়।

এক বছরে চারবার ‘কনে হাট’ বসানো হয়। কনজারভেটিভ সম্প্রদায়ের যুবক-যুবতীরা এই সুযোগে একে অন্যকে ধরে নাচেন, গান গায় ও নানা ফুর্তিতে মেতে ওঠেন। ছবিতে পোজ, এমনকি হালকা পানীয়ও পান করেন তারা।

তাম্রলিপির যুগ থেকে ঐতিহ্যগতভাবে এভাবেই ছেলেমেয়েদের বিয়ে দিয়ে আসছেন বুলগেরিয়ার প্রাচীন রোমা সম্প্রদায়ের পরিবাররা। তবে এক মেয়ের বিয়ের পেছনে আড়াই থেকে সাড়ে চার হাজার পাউন্ড খরচ করতে হয় সম্প্রদায়ের ইউনিয়নকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে’- সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল

গণভবনে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য বেআইনি ও শাস্তিযোগ্য। তার এই বক্তব্যের জন্য তাকে (প্রধানমন্ত্রী) ক্ষমা চাইতে হবে। তা নাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, অন্যায় ও অবৈধভাবে ক্ষমতা দখলকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবনে সাংবাদিক সম্মেলনে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে কল্পিত সম্পদের বিবরণ প্রকাশ করেন তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তার এ বক্তব্যের মূল উদ্দেশ্য হল এ দেশে বেগম খালেদা জিয়ার ভাবমূর্তি বিনষ্টকরা, জনগণের কাছে তাকে হেয় করা। কল্পিত এই বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রনদিত, ভিত্তিহীন ও বানোয়াট।

শুক্রবার (৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর কম্বোডীয়া সফর শেষে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) গণভবনে আয়োজিত সংবাদ সম্মমেলনের প্রতিক্রিয়া জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বিএনপির দুর্নীতি অর্জিত সম্পদ যা সৌদি আরবের শপিং মলে বিনিয়োগ করা হয়েছে। কাতারে ইকরা নামে একটি বহুতল ভবন তৈরি করা হয়েছে। বিএনপির এ ক্ষেত্রে মালিকানার অর্থ প্রায় ১২ বিলিয়ন যা (বাংলাদেশি টাকায় একলাখ কোটি টাকা) বাংলাদেশের অনেক গণমাধ্যমে এ তথ্য প্রকাশ পায়নি। তাই গণমাধ্যমকে তিনি শিষ্টাচার বর্হিভূত বলেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর এসব বক্তব্য বেআইনি ও শাস্তিযোগ্য নয়। শেখ হাসিনা বিএনপির বিরুদ্ধে দেয়া দুর্নীতির অভিযোগের সত্যতা তন্ন তন্ন করে আজ পর্যন্ত খুঁজে পায়নি। জোর করে গণমাধ্যমে প্রকাশ শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসা ও দেওলিয়াত্ব প্রমান করে। বানোয়াট এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। অবিলম্বে এ বক্তব্য প্রত্যাহার করে খালেদা জিয়া ও জাতীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। এবং ভবিষ্যতে এমন মিথ্যা মন্তব্য না করার জন্যেও আহ্বান জানাচ্ছি।

বিএনপির মহাসচিব বলেন, কাচের ঘরে বসে অন্যের ঘরে ঢিল ছুড়বেন না। আপনাদের লুটপাটের যে হিসাব তা জনগণ জানে। আপনার মুখে সুনীতি এবং সুশাসনের কথা বেমানান। বেগম খালেদা জিয়া ও তার সন্তানদের ভাবমূর্তি নষ্ট করা থেকে বিরত থাকুন। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।

প্রধানমন্ত্রী কানাডার গণমাধ্যমের যে তথ্য দিয়েছেন আমরা গুগলে সার্চ দিয়ে দেখেছি, সৌদিতে যোগাযোগ করেছি কিন্তু এ তথ্যের কোনো অস্তিত্ব পায়নি বলেও দাবি করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest