
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালার জাতপুর বাজার সংলগ্ন আলাদীপুর গ্রামে দ্রুতগতীর মটরসাইকেলের ধাক্কায় শাহানারা বেগম (৪০) নামের এক গৃহবধু নিহত হয়েছে। শাহানারা আলাদিপুর গ্রামের হেকমত শেখের মেয়ে ও একই উপজেলার দাশকাটি গ্রামের আজিজুর রহমানের স্ত্রী। দূর্ঘটনায় মটরসাইকেল চালক বিন্দু রায় গুরুতর আহত হয়েছে। বিন্দু চুকনগর বাজারের মনি জুয়েলারীর কর্মচারী এবং কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের অরুন রায়ের পুত্র। স্থানীয়রা জানান, বুধবার দুপুর ২টার সময় চুকনগর থেকে জাতপুর বাজারগামী বিন্দু রায়ের দ্রুতগতীর মটরসাইকেলটি শাহানারা বেগমকে ধাক্কা দেয়। জাতপুর পুলিশ ক্যাম্পের এস.আই মোমিন উদ্দীন জানান, দূর্ঘটনার শিকার শাহানারা বেগমকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেবার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। এছাড়া বিন্দুকে উদ্ধার করে কেশবপুর এলাকায় চিকিৎসার জন্য নেওয়া হয়। এরিপোর্ট লেখাকালে (বুধবার রাত সাড়ে ৭টা) কেশবপুরের একটি বেসরকারি ক্লিনিকে বিন্দুর চিকিৎসা চলছিল।



ডেস্ক রিপোর্ট: পরীক্ষা চলছে, আগামীকালও আছে। যে পথ ধরে খাদিজা বেগমের পরীক্ষা দিতে যাওয়ার কথা ছিল, সে পথের ওপর এখন তাঁরই রক্তের ছোপ। সংকটাপন্ন অবস্থায় খাদিজা এখন শুয়ে আছেন হাসপাতালের বিছানায়।
সার্ক নয়, এবার পাকিস্তানকে বাদ দিয়ে বিমসটেকসহ অন্যান্য উপ-আঞ্চলিক জোট গড়ে তোলার দিকে জোর দিচ্ছে ভারত। মিয়ানমার ও বাংলাদেশকে নিয়ে ত্রি-দেশীয় অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার চিন্তাও আছে ভারতের। এক্ষেত্রে বাংলাদেশকে পাশে চায় ভারত।
বাংলাদেশ ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তার ছেলে সোহেল মর্তুজার জন্মদিন আজ।
ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর নামক স্থানে ট্রাক খাদে পড়ে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অনন্ত ৬ জন। নিহতরা হলেন পাবনা জেলার বেড়া উপজেলার বেড়া শম্ভুপুর গ্রামের বোকাই মিঞার ছেলে সোহেল মিঞা (৩৫), গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কমলপুর গ্রামের আসাদুর রহমানের ছেলে সুজন (৩৮), বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার হাশিমপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে আফছার (৬০) ও অজ্ঞাতনামা একজন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উপপরিচালক তামজিদ সারওয়ারকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।