সর্বশেষ সংবাদ-
বর্ণিল সাজে সাতক্ষীরায় লেকভিউ রাগবি সেভেনস ট্রফি’র উদ্বোধনপিআর পদ্ধতির দাবিতে সাতক্ষীরায় সেমিনারশ্যামনগরে আজাবা শাকের মেলা ও রান্না প্রতিযোগিতাসংকটের মুহূর্তে জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠা কালবেলার সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবেসাতক্ষীরায় শ্রমিক নেতা মনিকে আটকের প্রতিবাদে মানববন্ধনপিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দাবিতে সাতক্ষীরায় জামায়াতের মানববন্ধনআমরা গদির দখলের রাজনীতি করি না-দুর্নীতির ধার ধারি না- মুহাদ্দিস আব্দুল খালেকদেবহাটায় তারুণ্য মেলা ও তারুন্য ভাবনা বিষয়ক কর্মশালাশ্যামনগরে জলবায়ু পরিবর্তন ও লোকায়ত অভিযোজন চর্চা বিষয়ক কর্মশালাসাতক্ষীরায় ১০৮টি হারানো মোবাইল ও নগদ টাকা উদ্ধার পূর্বক মালিকের কাছে হস্তান্তর 

কুশখালী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের বেহাল দশা

জি.এম আবুল হোসাইন : সদর উপজেলার কুশখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের বেহাল দশায় চিকিৎসা সেবা প্রদান দুর্বিসহ হয়ে উঠেছে। মূল্যবান ঔষুধপত্রসহ সরঞ্জামাদি ঝুঁকির মধ্যে রেখে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিচালনা কষ্টসাধ্য হয়ে পড়েছে।

স্বাস্থ্য কেন্দ্রটি ১৯৮৪ সালে নির্মানের পর থেকে সংস্কারের অভাবে ব্যবহার অনুপযোগি হয়ে পড়েছে। নিম্নমানের উপকরণ দিয়ে ভবনটি তৈরির কারণে ৬টি কক্ষের প্রতিটি দেয়ালে ফাঁটল ধরেছে। এছাড়া দেয়াল ও ছাদের প্লাষ্টারসহ বড় বড় অংশ খসে ভেঙ্গে পড়ছে। ঔষধপত্রসহ অন্যান্য জিনিসপত্র রেখে জীবনের ঝুঁকি নিয়ে এটি প্রতিনিয়ত পরিচালনা করা হচ্ছে। বিদ্যুৎ সংযোগের জন্য ওয়ারিং করা তার ও বোর্ড ঝূঁলে পড়েছে। যে কোন সময় মারাত্মক দূর্ঘটনার আশংকা দেখা দিয়েছে। ফলে গরিব রোগিরা এখানে এসে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা নিতে বাধ্য হচ্ছে। ৬টি কক্ষ বিশিষ্ট একতলা ভবনটি পুনঃ নির্মানের ব্যবস্থা করা জরুরী হয়ে পড়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সদিচ্ছার প্রতিফলন স্বাস্থ্য সেবা মানুষের দোঁড় গোঁড়ায় পৌঁছে দিতে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের নির্ভরযোগ্য স্বাস্থসেবা প্রতিষ্ঠান হিসেবে এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

কুশখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. সাহেব আলী বলেন, এই কেন্দ্রে প্রতিদিন শত শত রোগির চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। এখানে সকল প্রকার ঔষধ রোগিদের বিনামূল্যে সরবরাহ করা হয়ে থাকে। ডায়বেটিস পরীক্ষা, ওয়েট মেশিন, প্রেসার মাপা যন্ত্র, শিশু ও গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে। বিশেষ করে গভর্বতী মাকে এখান থেকে নিয়মিত প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গভর্বতী মাকে নিয়মিত ভাবে দুরবর্তী গ্রাম থেকে শহরে অথবা সদর হাসপাতালে এনে চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হয় না।

ইউনিয়র পরিবার পরিকল্পনা পরিদর্শক  মো. অছিকুর রহমান দুঃখ প্রকাশ করে বলেন, এ স্বাস্থ্য কেন্দ্রের অবকাঠামো একেবারই ব্যবহার অনুপযোগী। যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। সব সময় আতংকের মধ্যে থেকে স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা দিতে হয়।
এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যেও সব সময় বিল্ডিংয়ের ছাদ ধসে পড়ার আতংক বিরাজ করে। এখানে রোগীরা শরীরের বিভিন্ন সমস্যা নিয়ে পরামর্শ করার জন্য আসে। কিন্তু এ কেন্দ্রে এসেই শুরু হয় আতংক। ভয়াবহ ভগ্নদশা রোগীদের স্বাস্থ্যসেবার প্রধান অন্তরায়। গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষেরা যখন সরকারের ডাকে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আসে তখনই এধরনের অজানা আতংক সত্যিকার অর্থে খুবই দুঃখজনক।

সরকার প্রতি বছর বাজেট কর্মসূচি ঘোষণা করলেই দেখা যায় প্রায় ক্ষেত্রে স্বাস্থ্য সেবা খাতে সর্বোচ্চ বরাদ্দ প্রদান করেন। অথচ দীর্ঘকাল ধরে কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অবকাঠামোর কোন পরিবর্তন হয়নি। গ্রামের মানুষ এখন কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রমুখি।

এবিষয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নকিবুল হাসান বলেন, অবকাঠামোর পরিবর্তন আনার লক্ষে স্বাথ্য দপ্তরে ইতিমধ্যে একটি তালিকা প্রেরন করা হয়েছে। আশা করছি কুশখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি অনতিবিলম্বে সংস্কার সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এথেকে গ্রামের সাধারণ মানুষেরা ব্যাপকভাবে স্বাস্থ্যসেবা নিচ্ছেন সে লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সচেতন এলাকাবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সালমানের চলচ্চিত্রে অভিষেক হচ্ছে মিস ওয়ার্ল্ড মানুষীর

সম্প্রতি মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছেন ভারতের মানুষী ছিল্লার। ইতোমধ্যেই চলচ্চিত্রের অফার আসা শুরু করেছে তার কাছে।
সে বিষয় এখনও বিশেষ কিছু জানাননি তিনি। তবে এর মধ্যেই তার জন্য সুখবর। শোনা যাচ্ছে, মানুষীকে নিজের ছবিতে ব্রেক দিতে চান সালমান।

ভারতের একোতি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সালমান নাকি মানুষীকে এসকেফ প্রডাকশনে তাঁর আগামী ছবিতে মুখ্য ভূমিকায় নিতে প্রস্তুত। তাদের দাবি, সালমানের ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যমে এই খবর জানা গেছে। সেই কাজের প্রক্রিয়াও নাকি শুরু হয়ে গেছে। এখন শুধু ঘোষণার অপেক্ষা।

এর আগে ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, ডেইজি শাহ, জেরিন খানের মতো অভিনেত্রীদের অভিষেক করিয়েছেন সালমান। সেই তালিকায় এখন মানুষীর নাম আসছে।
অবশ্য এক সাক্ষাৎকারে মানুষী জানিয়েছিলেন, তিনি আমির খানের সঙ্গে ছবি করতে চান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ার ভাদিয়ালী সীমান্তে ফেনসিডিল উদ্ধার

জাহাঙ্গীর আলম(লিটন), কলারোয়া : কলারোয়া সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে মাদরা বিওপির সুবেদার কবির জানায়, বিওপির ল্যান্স নায়েক দুলালের নেতৃত্বে উত্তর ভাদিয়ালীর কালিবাড়ী নামক স্থান থেকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়। সীমান্তে চোরাচালান, মাদক, জঙ্গি, মানব পাচার নির্মূলে কঠোর ভুমিকা পালনের সময় টহলরত বিজিবি সদস্যরা এ ফেনসিডিল উদ্ধার করে। এসময় কোন চোরাচালানী আটক হয়নি। ।ফেনসিডিল উদ্ধারের পর ঘটনা স্থলে সিজার লিস্ট প্রস্তুত করা হয় বলে বিওপি সূত্রে জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৫৭ ধারা থাকছে না

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের বিতর্কিত ৫৭ ধারা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ধারার পরিবর্তে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

আজ বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এ বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘আইসিটি অ্যাক্টের ৫৭ ধারা নিয়ে সাংবাদিকসহ অনেকেরই উদ্বেগ রয়েছে। এ ধারাটি এখন আর সেভাবে থাকছে না। এ ধারাটি ডিজিটাল সিকিউরিটি আইনের সঙ্গে সমন্বয় করা হবে। যাতে বাকস্বাধীনতা খর্ব না হয়।’

৫৭ ধারা বাতিলের বিষয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘৫৭ ধারাসহ আইসিটি অ্যাক্টের কয়েকটি ধারা বিলুপ্ত করা হচ্ছে। আজকের বৈঠকে এ বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আইসিটি অ্যাক্টের ৫৭ ধারা বাতিল হওয়ার পর ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

বহুল আলোচিত ৫৭ ধারার অপপ্রয়োগের বিরুদ্ধে সাংবাদিকদের একাধিক সংগঠনসহ বিভিন্ন সংগঠন ও সংস্থার প্রতিবাদের মুখে সরকার এ ধারাটি বিলুপ্ত করার উদ্যোগ নেয়। তবে ডিজিটাল সিকিউরিটি আইনের ১৯ ও ২০ ধারার মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়।

এরই মধ্যে ডিজিটাল সিকিউরিটি আইনের খসড়া মন্ত্রিসভা অনুমোদন করার পর অধিকতর যাচাই বাছাই করার জন্য মন্ত্রিসভা একটি কমিটি গঠন করে দেয়। এ কমিটি আজ সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দীর্ঘ বৈঠক করে ৫৭ ধারা না রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আইনমন্ত্রী আনিসুল হক, ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাছ খাওয়ায় ৮ গাধার ৪ দিনের জেল!

দল বেঁধে কারাগারের ভেতর দিয়ে বেরিয়ে আসছে আটটি গাধা! কারাগারের গেটে দাঁড়িয়ে থাকা কারারক্ষী তাদের বাইরে বেরনোর পথ দেখিয়ে দিচ্ছেন।

ভাবছেন, এতগুলো গাধা কারাগারের ভেতরে ঢুকল কী ভাবে? ওরা ঢোকেনি। ওদের সাজা দেওয়ার জন্য জেলে ঢোকানো হয়েছিল। বিশ্বাস হচ্ছে না!

এমনটাই ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের জলায়ূঁতে। এতক্ষণে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে কেন জেল হয়েছিল গাধার? কারণ জেলের সামনে লাগানো দামি গাছ খেয়ে ফেলাই তাদের অপরাধ। আর সেই ‘অপরাধে’ চার দিন জেল হেফাজতে থাকতে হল ওই আটটি গাধাকে।

পুলিশ জানিয়েছে, জলায়ূঁ জেলায় উরাই কারাগারের সামনে দামি গাছ লাগানো হয়েছিল। ওই গাধাগুলির মালিককে সতর্ক করা সত্ত্বেও তিনি তাদের সেখানেই ছেড়ে দেন। ফলে গাছ খেয়ে ফেলে তারা। গাধাদের আটক করে পুলিশ। মালিকের অনুরোধেও তাদের ছাড়া হয়নি। পরে স্থানীয় এক বিজেপি নেতার মধ্যস্থতায় তারা ছাড়া পায়। সূত্র: আনন্দবাজার

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাতের পার্টি মাতানো ঢাকার ডিজে তরুণীদের জীবন যেমন!

বিশ্বের অনেক দেশেরই আমোদপ্রিয় মানুষের কাছে বেশ পরিচিত ডি-জে বা ডিস্ক জকি। বাংলাদেশে একটা সময় পুরুষদের মধ্যে কাজটি সীমাবদ্ধ থাকলেও কয়েক বছর ধরে এর প্রতি আগ্রহ তৈরি হয়েছে মেয়েদেরও।

বিভিন্ন পার্টিতে গানের মিক্সিং করে তার তালে তালে অতিথিদের মাতানোর কাজটি করেন একজন ডিজে। নারীদের অনেকেই পেশাদার ডিজে হিসেবে কাজ করছেন। কেমন এই ডিজে দুনিয়া?

লাউড স্পিকারে গান বাজছে। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটি ব্যাচের পুনর্মিলীন অনুষ্ঠান। মিউজিকের তালে তালে নাচছে শিক্ষার্থীরা। ক্ষণে ক্ষণে পাল্টে যাচ্ছে মিউজিক আর গান। মঞ্চে নিপুন মুন্সিয়ানায় কাজটি করছেন একজন ডিস্ক জকি। যিনি ডিজে নামেই পরিচিত বেশি।

বাংলাদেশে মেয়েদের মধ্যে প্রথম ডিজে হিসেবে মনে করা হয় যাকে, সেই ডিজে সনিকাকে দেখে আগ্রহী হয়ে ২০০৭ সাল থেকে কাজ শুরু করেন সুলতানা রাজিয়া সুমি। শহরাঞ্চলে এখনকার তরুণ-তরুণীদের কাছে ডিজে পার্টি বা ডিজে শো খুব পরিচিত।

নিউইয়ার পার্টি, থার্টি ফার্স্ট নাইট, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে বার্ষিক অনুষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের রি-ইউনিয়ন থেকে শুরু করে জন্মদিন বিয়ে সবকিছুতেই ডিজে মানে বিশেষ আনন্দ।

মেয়েদের জন্য এখনও ঝুঁকিপূর্ণ পেশা : ডিজে দুনিয়ায় ‘ডিজে সনিকা’ হিসেবে পরিচিত হলেও পুরো নাম মারজিয়া কবীর। সনিকা শুধু দেশেই নন, ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়ার বিভিন্ন শোতে নিয়মিত ডিজে হিসেবে কাজ করেন।

ডিজেদের ডাক পড়ে বড় বড় রাষ্ট্রীয় অনুষ্ঠানেও। আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১১ ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠান কিংবা হাতিরঝিলে ডান্স অব ফাউন্টেন এর উদ্বোধনে মিউজিক করার তেমনই অভিজ্ঞতার কথা জানান ডিজে সনিকা। কিন্তু ‘মেয়েদের জন্য এখনো এটি ঝুঁকিপূর্ণ পেশা’ বলে মনে করেন তিনি।

সনিকা বলেন, আমি একেবারে মিডিয়া থেকে আলাদা ছিলাম। কিন্তু ডিজে রাহাত তার ডিজে স্কুলে বাংলাদেশে প্রথম কোনও ডিজে শিখতে আগ্রহী প্রথম ব্যাচকে বিনামূ্ল্যে শেখাবে। তখন প্রথম আমি জানলাম মেয়ে ডিজে নাই দেশে। আমার তখন মনে হলো এটা করতে হবে”।

তবে সনিকা বলেন, “মূলত লোকজন সন্ধ্যার দিকেই ডিজে করতে পছন্দ করে। খুব কম দিনে হয়। জন্মদিন বা পিকনিক এগুলো দিনে হয়। বাকিটা কিন্তু রাতেই হয়। একটা মেয়ের জন্য রাতে বের হয়ে কাজ করা অনেক বেশ ঝুঁকিপূর্ণ। সেক্ষেত্রে আমাকে তো সেরকম সিকিউরিটি নিয়ে যেতে হবে। যাতে নিরাপদে গিয়ে নিরাপদে ফিরতে পারি। দুজন মানুষেকে সাথে রাখতে হয়।”

আগে ডিস্কের মাধ্যমে গানের ব্যবহার করা হলেও, বর্তমান পেনড্রাইভ এর যুগে কাজটি সেভাবে আর করতে হয়না। পুরুষদের মধ্যে ডিজে হিসেবে অনেকেই কাজ করছেন বেশ আগে থেকেই এবং তাদের মধ্যে অনেকেই পরবর্তীতে সঙ্গীত পরিচালনা, বিজ্ঞাপনের কাজ ইত্যাদিতেও যুক্ত হয়েছেন।

প্রথমদিকে যারা বাংলাদেশে ডিজে সংষ্কৃতি চালু করেন তাদের মধ্যে ডিজে প্রিন্স, ডিজে রাহাত, ডিজে লিটন, ডিজে মিরাজসহ অনেকে এই নামগুলো উঠে আসে। তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে আরো অনেক তরুণ-তরুণীই কাজ করছেন। ডিজে মিরাজ ১০ বছর ধরে বিভিণ্ন অনুষ্ঠানে পারফর্ম করছেন। তিনি নিজেই প্রশিক্ষণও দিচ্ছেন উঠতি অনেক ডিজেকে।

পেশা হিসেবে কতটা গ্রহণ করার মত? ডিজে মিরাজ বলেন, ‘যেহেতু এখন কর্পোরেট ইভেন্ট বা ওয়েডিং ইভেন্ট বর্তমানে অনেক বিস্তার লাভ করেছে। অনেকব বেশি হয় সেক্ষেত্রে আমি বলবো এখন যদি কেউ এটাকে পেশা হিসেবে নিতে চায় ডিজে পেশা অন্য অনেক পেশার চেয়ে তুলনামূলক অনেক ভালো”

রাত গভীর হলেই মূলত শুরু হয় তাদের কাজ। দিনের বেলাতেও অবশ্য ডাক পড়ে বিভিন্ন আয়োজনে। বাংলাদেশে ডিজে হিসেবে এখন রাতভর কাজ করছে মেয়েরাও। কিন্তু রাতের কাজ হওয়াতে সামাজিক ভাবে বিষয়টি কিভাবে দেখা হয়?

সুমি বলেন, ” ডিজেটা শুধু না মিডিয়া বলতেই সাধারণ মানুষ অন্য একটা দেখে। আর আমরা যেহেতু রাতের বেলা কাজটা করি। রাতের বেলাই কাজ শেষে করে ফিরি। সেক্ষেত্রে অনেকে কটূক্তি করে। কিন্তু তারপরও ওই চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। নাহলে তো আমাদের স্বপ্নটা পূরণ করতে পারবো না”।।

প্রশিক্ষণ নিচ্ছে অনেকেই: ডিজে বা ডিস্ক জকি হওয়ার জন্য এখন প্রশিক্ষণ নিচ্ছেন অনেক তরুণ-তরুণী। প্রতিষ্ঠিত ডিজেরাই খুলেছেন প্রশিক্ষণ কেন্দ্র। রোজগারের সুযোগও রয়েছে প্রচুর।

একটা সময় ঢাকা- চট্টগ্রামের মত বড় শহরে এধরনের আয়োজন করা হলেও এখন ডাক পড়ছে মফস্বলের অন্যান্য এলাকাতেও। ডিজে সনিকা বা সুমির মত ডিজে মারিয়া, ডিজে ফারজানা, ডিজে পরী এবং আরো অনেক মেয়েই মঞ্চ মাতাচ্ছেন।

তবে ডিজেদের সাজ-পোশাক নিয়ে অনেকসময় অনাকাঙ্খিত মন্তব্য এড়াতে সতর্ক থাকতে হয়। সুমি বলেন, বিয়ে ববাড়িতে বা জন্মদিনে যে পোশাক পড়ে যাওয়া যায় সে পোশাক কর্পোরেট কোনও অনুষ্ঠানে পড়া যায় না। ফলে বাড়তি সতর্কতা রাখতেই হয়, জানান সুমি।

ডিজেদের মধ্যে কেউ কেউ অ্যালবামে মিউজিক করছেন, কেউ কেউ চলচ্চিত্রে সুর দিচ্ছেন। সুযোগ আছে অর্থ ও পরিচিতি দুটোই পাওয়ার।

আবার কেউ কেউ বিজ্ঞাপন বা মিউজিক ভিডিওতে মডিলং করছেন বা অংশ নিচ্ছেন নাটক অথবা নাচের প্রোগ্রামে। তাই আগ্রহী হচ্ছেন অনেক তরুণ। তবে এখনও এ পেশার প্রতি সামাজিক মনোভাব যথেষ্ট ইতিবাচক হয়ে উঠতে আরও সময় লাগবে বলে মনে করেন ডিজেরা। -সূত্র: বিবিসি বাংলা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে গ্রাম আদালত সম্পর্কে কর্মশালা অনুষ্ঠিত

বুধবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে গ্রাম আদালত বিষয়ে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের সহযোগীতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে ।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম মহসিন উল মুলক। সভার স্বাগত বক্তব্যে গ্রাম আদালত সম্পর্কে বিস্তার আলোচনা করেন সভার শ্যামনগর উপজেলা ননির্বাহী অফিসার ও সভার সভাপতি মোঃ কামরুজ্জামান । কর্মশালায় গ্রাম আদালতের চলমান কার্যক্রম এবং আউটচির পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন ওয়েভ ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী ফরিদা ইয়াসমিন।এ ছাড়া মুক্ত আলোচনা , ভিডিও চিত্র প্রদর্শনী, গ্রুপ ওয়ার্ক অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নূর জাহান পারভিন ঝর্ণা, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও প.প ককর্মকর্তা মোঃ আব্দুল গফুর, শ্যামনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবুল হোসেন মিয়া, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মান্নান আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহিদ সুমন। এ ছাড়া উপজেলায় কর্মরত বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী মোঃ আব্দুল করিম

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব

টেস্টে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। দ্বিতীয় স্থানে আছেন ভারতের রবিন্দ্র জাদেজা।
সেরা পাঁচে আরও আছেন রবিচন্দ্রন অশ্বিন, বেন স্টোকস ও মঈন আলি।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথও নিজ শীর্ষস্থান ধরে রেখেছেন। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতের চেতেশ্বর পূজারা। সেরা পাঁচে আরও আছেন জো রুট, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি।

বোলিংয়ে শীর্ষস্থানে রয়েছেন ইংলিশ খেলোয়াড় জেমস অ্যান্ডারসন। তার পয়েন্ট ৮৯১। ৮৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতের স্পিনার রবিন্দ্র জাদেজা। সেরা পাঁচে আরও আছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা, রবিচন্দ্রন অশ্বিনও রঙ্গনা হেরাথ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest