সর্বশেষ সংবাদ-
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুর রহমানের পিতার মৃত্যুখুলনার নাছিরপুর খাল উন্মুক্ত হলো: ২০ গ্রামের মানুষের উচ্ছ্বাস উল্লাসশ্যামনগরে পরিবারের ৬জনকে অচেতন করে মালামাল লুটআলিপুর ইউনিয়নের সাবেক আমিরের স্ত্রীর মৃত্যুতে সদর উপজেলা জামায়াতের শোকসাতক্ষীরা আয়েনউদ্দিন মহিলা মাদ্রাসার সভাপতি হলেন শহর জামাতের আমীর জাহিদুল ইসলামমেহেরপুরের গাংনীতে সড়কে ‘বোমা’ ফাটিয়ে ডাকাতিআশাশুনিতে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানাসাতক্ষীরা জেলা আঞ্চলিক পরিবহন কমিটির সভাসাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর নারকীয় হামলা:প্রতিবাদে মানববন্ধন:১ সন্ত্রাসী গ্রেপ্তারItaly was one of the pioneers in introducing online casinos to its residents when it opened the first online casino platform in 2017.

বল্লী মুজিবুর রহমান হাইস্কুলের সুবর্ণজয়ন্তীর প্রস্তুতি সভা ও নিবন্ধন শুরু

প্রেস বিজ্ঞপ্তি : বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার বয়স ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা ও প্রাক্তন ছাত্র- ছাত্রীদের আনুষ্ঠানিক নিবন্ধন কার্যক্রম ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা নুর হোসেন সজল ও ১২ নং বল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকাবৃন্দ, প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ ও এলাকার সুধীজন। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ আব্দুর রহিম অনুষ্ঠান উদযাপনের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের ১ম ব্যাচের প্রাক্তন ছাত্র ও বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাধ্যমে নিবন্ধান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেন। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রধান সম্বনয়কারী আব্দুর রহিম, মঈনদ্দীন, শিক্ষক অরুপ, শফিক, আব্দুল কাদের, আব্দুল আলিম, মনিরুল ইসলাম, কামরুজ্জামান, সিরাজুল ইসলাম, উত্তম কুমার গাইন, আনোয়ার হোসেন, রবিউল ইসলাম, মুস্তাফিজুর রহমানসহ প্রাক্তণ ছাত্র-ছাত্রীবৃন্দ নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন। উল্লেখ্য, আগামী ২৩ ডিসেম্বর ২০১৭ শনিবার বিদ্যালয়টির ৫০ বছর পুর্তিতে সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মরনিকা প্রকাশের সিদ্ধান্ত গৃহিত হয়। অত্র বিদ্যালয়ের প্রাক্তন সকল ব্যাচের ছাত্র-ছাত্রীদের যথাসময়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন ও সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্পে নিহত দেড় শতাধিক

ইরাকের রাজধানী বাগদাদে ৭ দশমিক ৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্প দেশটির উত্তরাঞ্চলের বড় অংশ ধসে গেছে। এছাড়া এ ভূমিকম্প ইরান সীমান্তজুড়ে ৮টি গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সময় রবিবার রাত ৯টার দিকে এ ভূমিকম্প আঘাত হানে।

পশ্চিমা গণমাধ্যম বিবিসি-এর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, এ ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় দেড় শতাধিক মানুষ। এছাড়া আহত হয়েছেন অন্তত ১ হাজার জন। ইতোমধ্যে আহতদের জরুরি চিকিৎসা সেবা দেওয়া শুরু হয়েছে বলেও জানা গেছে।

এর আগে ২০০৩ সালে ৬ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিলো ইরানে। সেসময় ২৬ হাজার মানুষ নিহত হয়েছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে দীর্ঘদিনের হারানো মাকে খুঁজে পেলেন সন্তানেরা

আশাশুনি ব্যুরো : আশাশুনি রিপোটার্স ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক সুব্রত কুমার দাশের সহায়তায় দীর্ঘদিন হারানো মাকে খুঁজে পেলেন সন্তানেরা। গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের নারিকেলবাড়ি গ্রামের মৃত প্রমানন্দ বৈদ্যের স্ত্রী, গোলাপী বৈদ্য(৮০) মানসিক প্রতিবন্ধী। গত৫ ই ফেব্রুয়ারি পাশের গ্রামে মেয়ের বাড়ীতে বেড়াতে যাওয়ার জন্য বাহির হন আর বাড়িতে ফেরেননি। গোলাপীর পরিবার দীর্ঘদিন অনেক খোঁজাখুজি করে তাদের মাকে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। হারিয়ে যাওয়া মাকে কাদাকাটিতে দেখে সাতক্ষীরা জেলার তালা উপজেলার রাজাপুর ইউ,বি,আর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক( বিজ্ঞান) পত্রদূত সাংবাদিক সুব্রত দাশের প্রচেষ্টায় তার ছেলে সুশান্ত বৈদ্য ও প্রশান্ত বৈদ্যে জননীকে ফিওে পেয়েছেন । সাংবাদিক সুব্রত দাশ বলেন, গত শনিবার সাতক্ষীরা থেকে ফিরে যখন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাদাকাটি বাজারে পৌঁছে তখন একটি দোকানের সামনে বসে থাকতে দেখে এগিয়ে যায় তার পাশে।জানার চেষ্টা করি ঐ বৃদ্ধার নাম পরিচয়।তিনি প্রথমে কিছু না বলে শুধু কাঁদতে থাকেন এবং বলতে লাগেন আমি বাড়ি যাব।বৃদ্ধার কান্নায় ব্যাথিত হয়ে অনেক চেষ্টায় ঐ বৃদ্ধার কিছু পরিচয় জোগাড় করতে সক্ষম হই। তিনি আরও বলেন, ঐ বৃদ্ধার কথামত গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার অফিসার ইনচার্জকে মোবাইলে বিষয়টি অবহিত করলে তিনি গুরুত্বের সাথে বিষয়টি আমলে নিয়ে তদন্ত করে রাতেই তার পরিচয় নিশ্চিত করেন। রবিবার সকালে বৃদ্ধার দুই পুত্র কাদাকাটি বাজারে শত শত লোকের মাঝে হাজির হয়ে দীর্ঘদিন পর মাকে খুঁজে পেয়ে আবেগপ্লুত হয়ে যান। বৃদ্ধার পুত্রদ্বয়ের মাতৃভক্তি দেখে শত শত জনতা তাদের সাধুবাদ জানান। পরে তারা তাদের মাকে বাড়িতে নিয়ে যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভয়াবহ পরমাণু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র!

ভয়াবহ পরমাণু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো- এমন চাঞ্চল্যকর অভিযোগ করলেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। রাশিয়ার স্থানীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সের্গেই শোইগু বলেন, ন্যাটো পারমাণবিক যুদ্ধ শুরু করতে চায়।
এই লক্ষ্যেই ওই জোট রাশিয়া-বেলারুশের মধ্যে অনুষ্ঠিত সামরিক মহড়ার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দরের কাছাকাছি বেলারুশের একটি অঞ্চলের নিকটে গত সেপ্টেম্বর মাসে ‘জাপাদ-২০১৭’ নামের যৌথ মহড়া চালিয়েছিল মস্কো ও মিনস্ক। ন্যাটো জোটের পক্ষ থেকে ওই মহড়ার ব্যাপারে নেতিবাচক প্রতিক্রিয়া জানানো হয়। এই ব্যাপারে রুশ প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, রাশিয়ার সীমান্তে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট ক্রমবর্ধমান যে সামরিক তৎপরতা চালাচ্ছে। তাকে ধামাচাপা দেওয়ার জন্যই জাপাদ-২০১৭’র বিরুদ্ধে অযথা হৈ চৈ শুরু করেছে কিছু আর্ন্তজাতিক সংবাদমাধ্যম। শোইগু বলেন, ঠিক এমন সময় রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া বিরোধী প্রচারণা চালানো হচ্ছে যখন এই দুই দেশের সীমান্তে সামরিক শক্তি বৃদ্ধি করেছে ন্যাটো। এমনকি তারা ভয়াভহ পরমাণু অস্ত্রও মোতায়েন করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘৭ মার্চ জাতির মূল চালিকাশক্তি’- সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭ মার্চ হলো জাতির মূল চালিকাশক্তি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণে গেরিলা যুদ্ধের দিক নির্দেশনাসহ অর্থনৈতিক মুক্তির আহ্বান জানিয়েছিলেন, যে ভাষণ আজ বিশ্ব স্বীকৃত।

রোববার (১২ নভেম্বর) জাতীয় সংসদে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে তিনি একথা বলেন।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ নিয়ে গতকাল অধিবেশনে সতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী আলোচনা করতে গেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এই বিষয়ে সময় নিয়ে প্রস্তাব আকাড়ে আলোচনা হবে। এ সময় চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ৭ মার্চের ভাষণ নিয়ে আলোচনার সিদ্ধান্ত হয়েছে। আপনি (স্পিকার) দিন ধার্য করে দিলে প্রস্তাব উত্থাপন করে এ বিষয়ে আলোচনা হবে।

বৈঠকে প্রধানমন্ত্রী আরো বলেন, সম্প্রতি রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার নব দ্বার উন্মোচন করেছে, যা বিশ্বব্যাপী সমাদৃত। এছাড়া সফলভাবে ৬৩তম সিপিএ সম্মেলন সম্মন্ন করায় তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং স্পিকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি এসব বিষয়ে এ অধিবেশনে আলোচনার পরামর্শ দেন।

উল্লেখ্য সম্প্রতি ইউনেস্কোর একটি উপদেষ্টা কমিটি ১৯৭১ সালের ৭ই মার্চে দেয়া শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণটিকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইউনেস্কো জানিয়েছে, তাদেও মেমোরি অব দ্য ওয়ার্ল্ড (এমওডব্লিউ) কর্মসূচির উপদেষ্টা কমিটি ৭ মার্চের ভাষণসহ মোট ৭৮টি দলিলকে ‘মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ যুক্ত করার সুপারিশ করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তরুণীকে ধর্ষণের পর হত্যা, ছাত্রলীগের ৪ নেতাসহ গ্রেপ্তার ৫

এক তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে বরগুনার পাথরঘাটা উপজেলায় কলেজ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো পাথরঘাটা কলেজ ছাত্রলীগের সভাপতি রুহি আনাল দানিয়াল (২২), সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছোট্ট (২১), সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম রায়হান (১৯), উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক মো. মাহমুদ (১৮) ও কলেজের নৈশ প্রহরী মো. জাহাঙ্গীর হোসেন (৪৪)।

বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক জানান, চলতি বছরের ১০ আগস্ট দুপুরে পাথরঘাটা কলেজের পশ্চিম পাশের পুকুর থেকে অজ্ঞাতনামা এক তরুণীর গলিত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে দীর্ঘ সময় ধরে লেগে থাকে বরগুনা থানার পুলিশ। পরে তথ্য পেয়ে গত শুক্রবার গভীর রাতে পাথরঘাটা কলেজের নৈশ প্রহরী জাহাঙ্গীর হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। জাহাঙ্গীরের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী গতকাল শনিবার রাতে ছাত্রলীগ নেতা মাহমুদ ও রায়হানকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সর্বশেষ আজ রোববার বিকেলে পাথরঘাটার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মাহমুদ ও রায়হান। ওই স্বীকারোক্তি অনুযায়ী কলেজ ছাত্রলীগের সভাপতি রুহি আনাল দানিয়েল ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছোট্টকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার বিজয় বসাক আরো জানান, এখন পর্যন্ত নিহত তরুণীর পূর্ণ পরিচয় পাওয়া যায়নি। গ্রেপ্তার হওয়া দানিয়েল ও সাদ্দামকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। তাদের জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে তরুণীর পরিচয় পাওয়া যাবে বলে মনে করেন পুলিশ সুপার।

মাহমুদ ও রায়হান এ হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ডের পর লাশ পুকুরে লুকানোর সঙ্গে সম্পৃক্ত ছিল বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছে বলে জানিয়েছেন বিজয় বসাক। সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনার আদ্যপান্ত সব কিছু এখনো প্রকাশ করতে অস্বীকৃতি জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুমিল্লার কাছে রাজশাহীর বিশাল হার

রাজশাহী কিংসকে ৯ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জস বাটলারের ৫০ ও ইমরুল কায়েসের ৪৪ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ৫ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় কুমিল্লা।

এদিকে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়ে এবার নাজুক পরিস্তিতিতে পড়েছে রাজশাহী কিংসের। রোববার (১২ নভেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে রাজশাহীর বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক মোহাম্মদ নবী। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই কুমিল্লার বোলারদের বোলিং তোপে একের পর এক উইকেট হারাতে হয়েছে রাজশাহীকে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৫ রানেই শেষ হয় রাজশাহীর ইনিংস। যার ফলে কুমিল্লার সামনে ১১৬ রানের সহজ লক্ষ্য।

সংক্ষিপ্ত স্কোরঃ
রাজশাহীঃ ১১৫/৭ (২০ ওভার)
টার্গেটঃ ১১৬ রান
কুমিল্লাঃ ১২০/১ (১৫.১ ওভার)
৯ উইকেটে কুমিল্লার জয়।

রাজশাহী কিংস একাদশঃ লেন্ডল সিমন্স, মুনিমুল হক, রনি তালুকদার, মুশফিকুর রহিম (অধিনায়ক, উইকেটরক্ষক), জেমস ফ্রাঙ্কলিন, ম্যালকম ওয়ালার, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা, মোহাম্মদ সামি, কেজরিক উইলিয়ামস, নিহাদুজ্জামান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশঃ লিটন দাস (উইকেটরক্ষক), ইমরুল কায়েস, মারলন স্যামুয়েলস, জস বাটলার, অলক কাপালি, মোহাম্মদ নবী (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ সাইফউদ্দিন, রশীদ খান, আরাফাত সানি, আল-আমিন হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে পুলিশি ‘যাদু’: ৫০ হাজার টাকায় ‘হরিণের মাংস’ হয়ে গেল ‘গরুর মাংস’

আসাদুজ্জামান : পুলিশের হাতে পড়ে ‘হরিণের মাংস’ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে মুহূর্তেই হয়ে গেলো ‘গরুর মাংস’। আর সেই সাথে মুক্তিও পেয়ে গেলো মাংস পাচারকারী যুবক প্রসেনজিত রপ্তান।
শনিবার রাতে এ ঘটনা ঘটে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর কামাল মাস্টারের মোড়ে।
পুলিশ অবশ্য বলছে হরিণের মাংস পাচারকারী হিসাবে প্রসেনজিতকে আটক করা হয়েছিল। পরে ধারণা হয়েছে সেটি ছিল গরুর মাংস। তাই তাকে প্রাথমিকভাবে ছেড়ে দেওয়া হয়েছে। আটক ওই মাংস পাঠানো হয়েছে ঢাকার মহাখালিতে পরিক্ষা নিরীক্ষার জন্য। পরিক্ষায় যদি প্রমাণ হয় সেটি হরিণের মাংস তাহলে মামলা হবে। গ্রেফতার করা হবে প্রসেনজিতকে।
জানা গেছে, শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি গ্রামের রথীন্দ্রনাথের ছেলে ভাড়ায় মোটর সাইকেল চালক প্রসেনজিত রপ্তান রাতে প্রায় ২০ কেজি কাঁচা মাংস একটি বস্তায় করে নিয়ে আসছিলেন শ্যামনগরের দিকে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মাংসসহ তাকে আটক করে। পরে তাকে নিয়ে যাওয়া হয় থানায়। এ সময় পুলিশের সাথে ইউপি সদস্য জলিল কাগুজির মাধ্যমে ৫০ হাজার টাকা ঘুষ দেওয়ার গোপন চুক্তি হয়। সে অনুযায়ী পুলিশ ঘোষণা দেয় যে এটা হরিণের নয়, গরুর মাংস। পরে লোক দেখানোর জন্য পরিক্ষার নামে এ মাংস নিয়ে যাওয়া হয় শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রিয়াংকা কুন্ডুর কাছে। এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি জানান, আমি বলেছি টেস্টিং মেশিনে পরীক্ষা না করে কোনো মন্তব্য করা যাবে না। আজ রোববার বিকাল নাগাদও আমার কাছে ওই মাংসের নমুনা পাঠায়নি পুলিশ।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলি জানান, পরীক্ষার জন্য কাঁচা মাংস কুল বক্সে নিয়ম অনুযায়ী প্রাণিসম্পদ বিভাগের মাধ্যমে ঢাকায় পাঠানো হবে। রেজাল্ট এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, প্রসেনজিতকে মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাসেমের জিম্মায় দেওয়া হয়েছে। পঞ্চাশ হাজার টাকা ঘুষ লেনদেনের বিষয়টি অস্বীকার করেন তিনি।
হরিনের মাংস পাচার ও থানা থেকে ছাড়িয়ে আনার বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য জলিল কাগুজি জানান, ছেলেটি পাগলা মতো। আমি চেয়ারম্যানের কথা মতো থানায় তাকে ছাড়াতে গিয়েছিলাম। পুলিশের সাথে টাকা লেনদেন আমার মাধ্যমে হয়নি।
জেলেখালি গ্রামের লোকজন জানান, প্রসেনজিত রপ্তান দীর্ঘদিন যাবত গোপনে ও প্রকাশ্যে হরিণের মাংস বেচাকেনা করে। প্রয়োজনে তার কাছে অর্ডার দিলে সে বাড়িতেই হরিণের মাংস পৌঁছে দেয়। এ জন্য তার নেতৃত্বে একটি গ্যাং রয়েছে। গ্যাংয়ের অপর সদস্যরা শনিবার রাতে পুলিশের সহায়তায় পালিয়ে গেছে।
তবে, প্রসেনজিতের বাবা রথীন্দ্রনাথ জানান, খোকাকে পুলিশ ছেড়ে দিয়েছে। ঘটনা কী তা আমি জানিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest