সর্বশেষ সংবাদ-
জলবায়ু পরিবর্তনে মানবাধিকার নিশ্চিতকরণে শ্যামনগরে এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভালাপা প্রকল্পের জেলা পর্যায়ে স্টেকহোল্ডার পরামর্শ সভাসাতক্ষীরায় যৌথবাহিনির অভিযানে অস্ত্র-মাদকসহ তিনজন আটকসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাসাতক্ষীরা কারা মহাপরিদর্শকের বিরুদ্ধে মানহানি মামলাসাতক্ষীরায় গ্রিলের তালা ভেঙে দুর্ধর্ষ চুরিসাতক্ষীরার লাবসা বাইপাস সড়কে মোটরযানের উপর মোবাইল কোর্টদেবহাটায় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে স্কুল শিক্ষক ও আয়া আটক কালিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক-৩সাংবাদিক কামরুজ্জামানের শ্যালকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

মুক্তিযোদ্ধারা উপহার দিয়েছে স্বাধীন দেশ, টিকিয়ে রাখবে নতুন প্রজন্ম-জেলা প্রশাসক

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, স্ত্রী ও সন্তানদের মধ্যে হাট বাজারের ইজারালদ্ধ আয়ের ৪./. অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হাসানুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। স্বাধীন দেশের মাটি মুক্তিযোদ্ধাদের অবদান। মুক্তিযোদ্ধারা ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে এদেশ উপহার দিয়েছেন। এদশে টিকিয়ে রাখা নতুন প্রজন্মকে দায়িত্ব নিতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোশারফ হোসেন মশু, ডেপুটি কমান্ডার আবুবক্কর সিদ্দীক, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেজুতি। সদর উপজেলার ১শ’ ৯৮ জন বীর মুক্তিযোদ্ধা, স্ত্রী ও সন্তানদের মধ্যে হাট বাজারের ইজারালদ্ধ আয়ের ৪./. ২ লক্ষ ১৪ হাজার টাকা অনুদান দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামাল আর নেই

প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামাল আর নেই। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, বিকেল সোয়া ৪টার দিকে হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে মারা যান আহমেদ কামাল। রাজধানীর বাসাবোয় নিজ বাড়িতে ছিলেন তিনি। অসুস্থ হয়ে পড়ায় আজই হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহমেদ কামালকে।

আহমেদ কামাল পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে ২০০৬ সালে অবসরে যান। তিনি বাসাবোর একটি বাসায় একা বসবাস করতেন।

আহমেদ কামাল ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ ভাই। তাঁরা ছিলেন পাঁচ ভাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দীপিকার জায়গা নিলেন সানি লিওন

একেই বলে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। ১ ডিসেম্বর ছিল ‘পদ্মাবতী’ ছবিটির মুক্তির নির্ধারিত দিন। কিন্তু করনি সেনা ও রাজপুতদের তীব্র প্রতিক্রিয়ার মুখে দীপিকা পাডুকোন অভিনীত ‘পদ্মাবতী’ ছবিটির মুক্তি স্থগিত করে এর প্রযোজনা সংস্থা ভায়াকম ১৮। ‘পদ্মাবতী’র মতো বিশাল বাজেটের ছবির সঙ্গে সংঘর্ষ এড়াতে সেদিন অন্য কোনো ছবি মুক্তির ঝুঁকি নেননি পরিচালক। কিন্তু ‘পদ্মাবতী’র মুক্তি স্থগিত হওয়ায় দিনটি এখন একেবারেই ফাঁকা।

অন্যদিকে সানি লিওন অভিনীত ‘তেরা ইন্তেজার’ ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল ডিসেম্বরের ৮ তারিখে। কিন্তু ১ ডিসেম্বর ফাঁকা পেয়ে ছবিটির মুক্তির দিন এগিয়ে এনেছেন ‘তেরা ইন্তেজার’-এর প্রযোজক রিতেশ সিধওয়ানি। হিন্দুস্তান টাইমসের খবরে প্রকাশ, ‘তেরা ইন্তেজার’ ছবিটির মুক্তি ১ ডিসেম্বর হওয়ায় ডিসেম্বরের ৮ তারিখ এগিয়ে নিয়ে আসা হয়েছে ‘ফুকরে রিটার্নস’ ছবিটির মুক্তির তারিখ।

‘তেরা ইন্তেজার’ ছবিটির মুক্তি এগিয়ে আনা প্রসঙ্গে রিতেশ সিধওয়ানি বলেন, ‘ডিসেম্বর ৮-কে মাথায় রেখেই ছবিটির কাজ এগিয়ে চলছিল। এমনকি ছবিটির টিজারও বলছে, ৮ তারিখে মুক্তির কথা। কিন্তু আমরা মুক্তির তারিখ এগিয়ে নিয়ে এসেছি, কারণ পদ্মাবতী ছবিটির মুক্তি পরিবর্তিত হয়েছে এবং আমাদের দুই সপ্তাহের একটা বিরতি খুব প্রয়োজন ছিল। এখন ডিসেম্বর ১ তারিখে কোনো ছবি মুক্তি পাবে না। তাই আমরা আমাদের মূল পরিকল্পনা থেকে সরে এসেছি।’

এ বছর ডিসেম্বরের ২২ তারিখে মুক্তির অপেক্ষায় রয়েছে সালমান খানের টাইগার জিন্দা হ্যায়। তাই অন্যান্য পরিচালক-প্রযোজকরা এই তারিখের ধারেকাছেও থাকতে নারাজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গাদের ফেরাতে অবশেষে বাংলাদেশ-মিয়ানমারের চুক্তি

নির্যাতনের মুখে রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে অবশেষে একটি চুক্তিতে সই করেছে বাংলাদেশ ও মিয়ানমার।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুরে বহুল প্রতীক্ষিত এ চুক্তি সই হলেও এতে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার সময়সীমা উল্লেখ করা হয়নি। তবে আশা করা হচ্ছে আগামী দুই মাসের মধ্যেই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পন্ন হবে। সংবাদ সংস্থা ইউএনবির খবরে এ তথ্য জানানো হয়েছে।

এরআগে মিয়ানমার সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির সঙ্গে বৈঠকে বসেন। মিয়ানমারের রাজধানী নেইপিদোতে অং সান সু চির কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিবেশী দুই দেশের প্রতিনিধির মধ্যে ৪৫ মিনিটের এ বৈঠকের পরপরই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে এ চুক্তি সই হয়। নিজ নিজ দেশের পক্ষে এ চুক্তিতে সই করেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও সু চির কার্যালয়ের মন্ত্রী কিয়াও টিন্ট সুয়ে।

চলতি বছরের আগস্টের শেষে রাখাইনের বিভিন্ন পুলিশ চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার জের ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে রোহিঙ্গা নারীদের ধর্ষণ, শিশু হত্যা, রোহিঙ্গা বসতিতে অগ্নিসংযোগসহ গণহত্যার অভিযোগ ওঠে।

হত্যা-নির্যাতন থেকে বাঁচতে ২৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা। বিষয়টি নিয়ে বাংলাদেশের উদ্যোগের ফলে আন্তর্জাতিক ব্যাপক চাপের মুখে পড়ে মিয়ানমার সরকার ও দেশটির নেত্রী অং সান সু চি। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে নানাভাবে কালক্ষেপণের চেষ্টা করলেও শেষ পর্যন্ত সম্মত হয় মিয়ানমার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঝড় তুললেন সালমান-ক্যাটরিনা! (ভিডিও)

আগামী ২২ ডিসেম্বর মুক্তি কথা রয়েছে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির। আর এই ছবিটির মধ্য দিয়ে আবারও সালমান খান-ক্যাটরিনা কাইফের রসায়ন দেখার সুযোগ পাবেন তাদের ভক্তরা।
তবে সাবেক এই প্রেমিক-প্রেমিকা যে দর্শকদের হতাশ করবেন না, তার প্রমাণ পাওয়া গিয়েছিল ট্রেলারেই। এবার সেই সম্ভাবনা আরও বাড়িয়ে দিল ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মুক্তিপ্রাপ্ত প্রথম গান ‘সোয়াগ সে করেঙ্গে সবকা সোয়াগত। ‘

গানটি মুক্তি পাওয়ার পরই ভক্তরা হুমড়ি খেয়ে পড়েছেন। মুক্তির ৪৮ ঘণ্টার মধ্যে ইউটিউবে দেড় কোটিরও বেশিবার দেখা হয়েছে গানটি। শুধু তাই নয়, গত ২৪ ঘণ্টায় নতুন রেকর্ড গড়েছে ‘সোয়াগ সে করেঙ্গে সবকা সোয়াগত। ‘
যশরাজ ফিল্মস এর দাবি, গত ২৪ ঘণ্টায় নাকি বিশ্বের সবচেয়ে বেশিবার দেখা হয়েছে টাইগার জিন্দা হ্যায়-র ওই গানটি। বিশাল-শেখরের মিউজিকে ওই গানে কণ্ঠ দিয়েছেন বিশাল দাদলানি এবং নেহা ভাসিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেইমারের পর মেসির বার্সা ছাড়ার গুঞ্জন!

ব্রাজিলীয় ফরোয়ার্ড নেইমার ইতোমধ্যে বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন। এবার বার্সার প্রাণ ভোমরা লিওনেল মেসিও বার্সা ছাড়তে যাচ্ছেন এমন গুঞ্জন উঠেছে।
আর গুঞ্জনের কারণটাও যথার্থ। কেননা ঘড়ির কাঁটা থেমে নেই। হাতে সময় আছে এক মাসের একটু বেশি। কিন্তু এখনো লিওনেল মেসির চুক্তি নবায়ন নিয়ে কোনও পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না।

প্রশ্ন উঠেছে ডিসেম্বরের মধ্যে চুক্তি নবায়ন হবে তো? না হলেই জানুয়ারিতে কী অন্য ক্লাবে দলবদলের ব্যাপারে দরকষাকষি করতে যাচ্ছেন মেসি।

তবে মেসির সতীর্থ মিডফিল্ডার আইভান রাকিটিচ কিন্তু ন্যু ক্যাম্পে মেসির থাকা নিয়ে খুবই আত্মবিশ্বাসী। তিনি অবশ্য এ ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দিতে পারছেন না।

উল্লেখ্য, গত জুলাইয়ে মেসির সঙ্গে তিন বছরের (২০২১ সাল পর্যন্ত) চুক্তি নবায়নের ঘোষণা দেয় বার্সেলোনা। তখন দাবি করা হয়, চুক্তি নবায়ন নিয়ে সম্মত হয়েছেন মেসির এজেন্ট ও তার বাবা হোর্হে।
যদিও ৩০ বছর বয়সী ফুটবলার, তার বাবা কিংবা খেলোয়াড়ের আইনজীবীদের পক্ষ থেকে কেউই এ চুক্তি ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

মেসির এজেন্ট ও আইনজীবীদের নীরবতায় ন্যু ক্যাম্পে তৈরি হয়েছে উদ্বেগ আর উত্কণ্ঠা। গুঞ্জন আরো উসকে দিয়েছেন ব্রাজিলিয়ান গ্রেট রোনালদিনহো। গোল ডটকমকে তিনি বলেছেন, ‘সে যদি হৃদয় থেকেই অন্য কোনো ক্লাবে যেতে চায়— যদিও আমি বার্সেলোনার দূত— আমি তাকে সমর্থনই করব। ’

বার্সেলোনার খ্যাতিমান গীতিকার হোয়ান ম্যানুয়েল সেরাত বলেছেন, মেসির বিষয়টি নিয়ে তিনি রীতিমতো ‘উদ্বিগ্ন’ ও ‘দ্বিধান্বিত’।

বার্সার ভাইস প্রেসিডেন্ট জর্দি মেস্ত্রে বলেছিলেন, নেইমারের থাকা নিয়ে তিনি ‘২০০%’ নিশ্চিত। সে কথা মনে করিয়ে দিয়ে সেরাত যে খোঁচা মেরেছেন, তাতে সমর্থকরা নড়েচড়ে বসতে পারেন: ‘নেইমারের ব্যাপারটিও নিশ্চিত ছিল। মনে আছে?’

সেরাতের এ কথার পরই বার্সেলোনা প্রেসিডেন্ট মারিয়া হোসেপ বার্তোমেউ বলেছেন, সঠিক সময়েই চুক্তি নবায়নের কাগজে সই করবেন মেসি।

মেসির আত্মজীবনীকার ও বার্সেলোনায় কাজ করা ক্রীড়া সাংবাদিক রামিরো মার্টিন বলেন, ‘আমার কাছে সবকিছু যেন ঠিক মনে হচ্ছে না। বলা হচ্ছে, চুক্তির বিষয়টি প্রায় পাকা। কিন্তু একটি ফটোর অনুপস্থিতি দেখছি, যা প্রতীকী কিন্তু খুবই তাত্পর্যপূর্ণ। এটাই বলছে, সে থাকছে না। ’

বার্সেলোনার সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ভিক্টর ফন্ট বলেন, ‘যারা ভেতরের খবর রাখেন, তারা জানেন যে, প্রেসিডেন্ট ও বোর্ডের সঙ্গে বেশ কয়েকটি কারণেই ভালো সম্পর্ক নেই মেসির। ’ মেসির অসন্তোষের আরেকটি কারণ মামলা। তিনি যখন স্পেনে কর ফাঁকি মামলায় পড়েন, তখন ক্লাবের পক্ষ থেকে নেয়া পদক্ষেপে খুশি হতে পারেননি। ওই সময় মেসি বার্সা ছেড়ে যাওয়ার হুমকিও দেন।

মেসির বার্সা সতীর্থ রাকিটিচ অবশ্য চুক্তি নবায়ন নিয়ে আশাবাদী। ক্রোয়াট এ তারকাকে মেসির চুক্তি নবায়নের জটিলতা নিয়ে প্রশ্ন করা হলে বলেন, ‘লিও (মেসি) সবসময়েই মতোই আছে। আমরা তার বিষয়টি নিয়ে আলোচনা করি না। প্রত্যেকেরই নিজস্ব চিন্তাভাবনা ও গোপনীয়তা থাকে, আপনার উচিত তাকে সম্মান দেখানো। তার নাম বার্সার ইতিহাসেরই অংশ। এটা প্রতীকের মতো। বার্সাকে বিখ্যাত করার পেছনে তার অনেক অবদান। আমি অবশ্যই তার থাকার ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দিতে পারি না। এটা খুবই স্বাভাবিক যে, সমর্থকরা তার সই করার অপেক্ষায় রয়েছেন। এটা চাই আমিও, কেননা তার সঙ্গে খেলে যেতে চাই। আমার ধারণা, মেসি নিজেও এমনটি ভাবেন এবং আমরা একত্রে বহুদূর যাব। ’

উল্লেখ্য, মেসি ২০০৪ সাল থেকে খেলছেন বার্সার সিনিয়র দলে। লা লিগায় ৩৯৪ এবং সব মিলিয়ে ৬০০ ম্যাচ খেলেছেন। সুদীর্ঘ ক্যারিয়ারে করেছেন ৫২৩ গোল। অ্যাসিস্ট করেছেন ২৩৪ গোলে। বার্সার হয়ে জিতেছেন ৪২৫ ম্যাচ। ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা এ খেলোয়াড়ের হ্যাটট্রিক ৩৯টি! বার্সার হয়ে দলগতভাবে জিতেছেন ৩০টি ট্রফি। এছাড়া ব্যক্তিগত পর্যায়ে পাঁচটি ব্যালন ডি’অর ও চারটি গোল্ডেন বুট জিতেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় তারেক রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা

আসাদুজ্জামান : বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের কাটিয়াস্থ নিরিবিল কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএপি’র সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।
প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সহায়ক সরকারের দাবী জানিয়ে বলেন, দেশে বর্তমানে বিচার বিভাগের স্বাধীনতা নেই, বিচার নেই। একটি ভোটার বিহীন, প্রার্থী বিহীন নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান অবৈধ সরকার দেশ শাসন করছে। দেশের এই গণতন্ত্রহীন অবস্থায় দীর্ঘ নয় বছর বিএনপিকে কাজ করতে হচ্ছে। তিনি আগামী নির্বাচনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়ে বলেন, সরকার আবারও একটি সাজানো, পাতানো এক দিনের নির্বাচনের ষড়যন্ত্র করছে। কিন্তু বিএনপিকে বাদ দিয়ে বাংলাদেশে আর কোন নির্বাচন হবেনা। তিনি অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্র মূলক মামলার প্রত্যাহারের জোর দাবী জানান।

আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি চেয়ারম্যান আব্দুল আলিম, কামরুল ইসলাম ফারুক, রফিকুল আলম বাবু, মহিউদ্দীন সিদ্দিকী, জেলা বিএনপির সহ-সম্পাদক চেয়ারম্যান রফিকুল ইসলাম, আবুল হাসান হাদী, আইনাল ইসলাম নান্টা, মাসুম বিল্লাহ শাহিন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, জেলা স্বেচ্ছা সেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক এড. কামরুজ্জামান ভুট্টো, জিয়াপরিষদ আহবায়ক অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, ছাত্রদল সভাপতি হাফিজুর রহমান মুকুল, জেলা আইজীবি ফোরামের পক্ষে এড. এবিএম সেলিম প্রমুখ। আলোচনা সভা শেষে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিনিধি : তালায় সড়ক দুর্ঘটনায় ফজিলা খাতুন (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে সাতক্ষীরার খুলনা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ফজিলা খাতুন তালা মহল্লাপাড়া গ্রামের মীর আব্দুল গফ্ফারের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফজিলা খাতুন কেশবপুরে মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে তালা মহাসড়কে উঠে রাস্তা পার হচ্ছিল। এ সময় খুলনা গামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest