সর্বশেষ সংবাদ-
ব্যবসায়ীকে মারধরের ঘটনার ভিডিও করায় সাংবাদিকদের মারপিটের অভিযোগ ডা; ফয়সালের বিরুদ্ধেতাপদাহে রিকশাচালক-পথচারী‌দের‌ মাঝে ড্রিম সাতক্ষীরার পা‌নি ও স্যালাইন বিতরণআন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিস চত্বরে মরা শিশু গাছে ঝুঁকি বাড়ছেকলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন লাল্টুর গণ সমাবেশএডভোকেসি নেটওয়ার্ক এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের ত্রৈমাসিক সমন্বয় সভাশ্যামনগরের কৈখালী পোলের খাল খনন কর্মসূচির উদ্বোধনশ্যামনগরে সালাতুল ইস্তেকার নামাজ আদায়তীব্র তাপদাহে পুড়ছে উপকুলীয় জেলা সাতক্ষীরা, তাপমাত্রা আজ সর্বোচ্চ ৩৯.৩ ডিগ্রিদেবহাটায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময়

দক্ষিণ আফ্রিকায় প্রস্তুতিটা সেরে নিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে বাংলাদেশের তিনদিনের প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে। বেনোনির উইলোমুর পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে ব্যাটে-বলে খুব ভালো করেছে সেটা বলা যাবে না। নিজেদের ঝালিয়ে নেওয়ার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩০৬ রান করে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ।
তবে হতাশার কথা প্রথম ইনিংসের শুরুতে পেশিতে চোট পান তামিম ইকবাল। দ্বিতীয় ইনিংসে কাঁধে ব্যথা পান আরেক ওপেনার সৌম্য সরকার।
প্রথম ইনিংসে মুমিনুল হক (৬৮), মুশফিকুর রহিম (৬৩) ও সাব্বির রহমান (৫৮) দারুণ তিনটি ইনিংস খেলেছিলেন। সৌম্য ও ইমরুলও খুব একটা খারাপ করেননি।
তবে দ্বিতীয় ইনিংসে সাব্বির ও ইমরুল কায়েস ছাড়া সবাই হতাশ করেন। সাব্বির সর্বোচ্চ ৬৭ রানের একটি ইনিংস খেলেন। ইমরুল ৫১ রান করে সাজঘরে ফিরে যান। আর মুমিনুল ৩৩ রান করেন। তাই বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে করে নয় উইকেট হারিয়ে ২৩৫ রান।
তবে বল হাতে কেউই খুব একটা ভালো কিছু করতে পারেননি। পেসার শফিউল ইসলাম দুই উইকেট পেলেও মুস্তাফিজ, শুভাশীষ, মিরাজ ও তাইজুল পান একটি করে উইকেট।
প্রস্তুতিটা শেষ হয়েছে, প্রথম টেস্ট খেলতে আজ রোববারই পচেফ্স্ট্রুমের উদ্দেশে রওনা দেওয়ার কথা বাংলাদেশ দলের। ২৮ সেপ্টেম্বর থেকে সিরিজের প্রথম টেস্ট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মরিচের গুঁড়া, স্টান গ্রেনেড ছুড়ে রোহিঙ্গা ঠেকাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত রোহিঙ্গা মুসলিমরা যাতে ভারতে প্রবেশ করতে না পারে সেজন্য দেশটির সীমান্ত বাহিনী তাদের ওপর মরিচের গুঁড়া ও স্টান গ্রেনেড ব্যবহার করছে।
ভারতে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা রয়েছে। তার মধ্যে ১৬ হাজার নিবন্ধিত শরণার্থী। তাঁরা দিল্লি, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, কাশ্মীরসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে। সম্প্রতি সরকার তাদেরকে ফের মিয়ানমারে পাঠানোর জন্য তালিকা তৈরির নির্দেশ দিয়েছে রাজ্য সরকারগুলোকে।
এর মধ্যে যাতে জোর করে দেশ থেকে বের করে না দেওয়া হয়, সেই আর্জি জানিয়ে ভারতের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন দুই মুসলিম নাগরিক। পাশাপাশি ভারত সরকার আদালতকে চিঠি দিয়ে জানিয়েছে, এসব রোহিঙ্গা দেশের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ, তাই তাদের দেশে রাখা ঠিক হবে না।
এর মধ্যে বাংলাদেশ সংলগ্ন পূর্বাঞ্চলের সীমান্তে সীমান্ত রক্ষী বাহিনী রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর ব্যবস্থা নিয়েছে। ভারতের সঙ্গে মিয়ানমারের এক হাজার ৬০০ কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে।
শুক্রবার ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) নয়াদিল্লির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ‘আমরা রোহিঙ্গাদের গুরুতর জখম কিংবা গ্রেপ্তার করতে চাই না। কিন্তু ভারতের মাটিতে আমরা তাদের দেখতেও চাই না।’
‘১০০ জনেরও বেশি রোহিঙ্গা যখন ভারতে প্রবেশের চেষ্টা করছিল, তখন আমরা তাদের লক্ষ্য করে মরিচের গুঁড়া ও স্টান গ্রেনেড নিক্ষেপ করেছি’, যোগ করেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।
বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের সীমান্তের একটি বড় অংশের দায়িত্বে থাকা বিএসএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আর পি এস যশওয়াল জানিয়েছেন, তাঁর বাহিনীর সদস্যদের মরিচের গুঁড়া ও স্টান গ্রেনেড ব্যবহার করতে বলা হয়েছে।
মরিচের গুঁড়া সাধারণত চোখে অসম্ভব জ্বালা ধরায় এবং স্টান গ্রেনেড বিকট শব্দ ও ঝলকানি দিয়ে বিস্ফোরিত হয়। এতে কখনো কখনো মানুষ ভয়ে অজ্ঞান হয়ে যেতে পারে।
ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রতি নরেন্দ্র মোদির বিজেপি সরকার খুবই বিরাগ। গত বৃহস্পতিবারও দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং রোহিঙ্গাদের ‘অবৈধ অভিবাসী’ বলে উল্লেখ করেছেন। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সুপ্রিম কোর্টকে বলা হয়েছে, পাকিস্তানের জঙ্গিগোষ্ঠীগুলো এসব রোহিঙ্গাদের প্রভাবিত করার চেষ্টা করছে।
রোহিঙ্গা নাগরিকদের ওপর নজদারি বাড়াতে এর আগে দেশটির মুসলিম ধর্মীয় নেতাদের সহযোগিতা চেয়েছিল ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা।
কিছুদিন আগে নিরাপত্তা বাহিনী সদস্যরা আল-কায়েদার সদস্য সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, ওই যুবক মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য রোহিঙ্গাদের দলে ভেড়ানোর চেষ্টা করছিলেন। বিভিন্ন অপরাধে বর্তমানে ভারতের কারাগারে ২৭০ জন রোহিঙ্গা আটক রয়েছেন।
নয়াদিল্লি পুলিশের কর্মকর্তা প্রমোদ সিং খোসাল রয়টার্সকে বলেন, ‘আমাদের কাছে রিপোর্ট আছে যে, আল-কায়েদা ভারত ও বাংলাদেশকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে মিয়ানমারের বিরুদ্ধে লড়াই শুরু করতে চাচ্ছে।’
‘আর এ কারণেই এটা পরিষ্কার যে, রোহিঙ্গারা ভারতের জন্য হুমকিস্বরূপ’ যোগ করেন দিল্লি পুলিশের ওই কর্মকর্তা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাটি খুঁড়ে, চুলা থেকে মিলল ১২ লক্ষাধিক টাকা; তাপ-বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা প্রহরী গ্রেপ্তার

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপ-বিদ্যুৎকেন্দ্রের ৭ নম্বর ইউনিটে একটি প্রকল্পের ৫৩ লাখ টাকা লুটের অভিযোগে এক নিরাপত্তা প্রহরীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে গ্রেপ্তারের পর ওই প্রহরীর গ্রামের বাড়ি থেকে লুটের ১২ লাখ ৬৭ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া নিরাপত্তা প্রহরীর নাম আল আমিন (২৫)। তাঁর গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাটি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘোড়াশাল তাপ-বিদ্যুৎকেন্দ্রের ৭ নম্বর ইউনিটে চীনের অর্থায়নে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। গত বৃহস্পতিবার রাতে ওই প্রকল্পের লকার ভেঙে ৫৩ লাখ টাকা লুট করা হয়। এ ঘটনায় পরদিন প্রকল্প ব্যবস্থাপক মার্টিন টাকা লুটের ঘটনায় প্রকল্পের নিরাপত্তা প্রহরী আল আমিনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

ওসি আরো জানান, শুক্রবার রাতে আল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি টাকা লুটের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এবং কিছু টাকা তাঁর গ্রামের বাড়িতে রয়েছে বলে জানান। রাতেই কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাটি গ্রামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় আল আমিনের বাসার ওয়ারড্রপ ও মাটির চুলা থেকে এবং মাটি খুঁড়ে ১২ লাখ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

আবুল কালাম আজাদ জানান, আল আমিন জানিয়েছেন, টাকা লুটের ঘটনায় ওই প্রকল্পের গাড়িচালক আলমও জড়িত। বাকি টাকা আলমের কাছে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার পর থেকে চালক আলম পলাতক। তাঁকে ধরতে পুলিশের অভিযান চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা শিবিরে জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের আশ্রয় শিবিরগুলো পরিদর্শন করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপো গ্র্যান্ডি। শনিবার তিনি এসব শিবির পরিদর্শন করেন।

গত ২৫ আগস্টের পর নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করে রোহিঙ্গারা। কুতুপালংয়ের পাশাপাশি বালুখালী ও থাইংখালীতেও আশ্রয় শিবির স্থাপন করা হয়।

কুতুপালংয়ে ফিলিপো গ্র্যান্ডি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি উখিয়ার বালুখালী ও থাইংখালী রোহিঙ্গা শিবিরও ঘুরে ঘুরে দেখেন।

গ্র্যান্ডি তিনদিনের সফরে বাংলাদেশে এসেছেন। তিনি কাল রোববারও কক্সবাজারে অবস্থান করবেন বলে জানা যায়। আগামী সোমবার ঢাকায় উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গুড়পুকুর মেলায় নারী পকেটমার আটক

নিজস্ব প্রতিবেদক : শনিবার বিকাল ৪ টায় সাতক্ষীরায় ঐতিহ্যবাহী গুড় পুকুর মেলা থেকে এক নারী পকেটমার আটক করা হয়েছে ।মেলায় ঘুরতে আশা এক মহিলার ব্যাগ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার সময় স্থানীয় দোকানদারা তাকে দেখতে পেয়ে হাতেনাতে আটক করে। আটক নারী পকেটমারের নাম মোছা. হালিমা খাতুন (২৬)। তিনি শ্যামনগর উপজেলার ইসমাইলপুর গ্রামের মো. বেল্লাল হোসেনের স্ত্রী। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব জানান, স্থানীয় দোকানদারদের সহযোগিতায় খবর পেয়ে নারী পকেটমারকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ৫০০ টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর থানার এস আই হাফিজ, এএসআই তৌফিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঝাউডাঙ্গা কলেজে শান্তি দিবস উপলক্ষে আলোচনা ও র‌্যালি

ঝাউডাঙ্গা প্রতিনিধি : সদর উপজেলার ঝাউডাঙ্গা কলেজে পিস কনসোর্টিয়ামের বাস্তবায়নে ও অগ্রগতি সংস্থার সহযোগিতায় আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকালে অধ্যক্ষ মো. খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, জেসমিন নাহার, নাসিমা খাতুন, গোপাল চন্দ্র সরদার, পরিমল কুমার ঘোষ, প্রভাষক মো. অহিদুল ইসলাম, আখতারুজ্জামান, মনিরুজ্জামান, রিনা সালমা, ননী গোপাল মন্ডল, পরমেশ চন্দ্র ঘরামি প্রমুখ। আলোচনায় অধ্যক্ষ মো. খলিলুর রহমান মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের প্রতি দুঃখ প্রকাশ করেন এবং বিশ্বের মুসলমানদের এক হওয়ার কথা বলেন। আলোচনা শেষে কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অধিকার করে শিক্ষার্থী মোছা. তানিয়া সুলতানা, ২য় স্থান অধিকার করে সুপ্রিয়া শর্মা, ৩য় স্থান অধিকার করে ফাতেমা তুজ জোহরা। কলেজের সকল ছাত্র-ছাত্রীদের রালির মাধ্যমে উক্ত অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান পরিচালনা করেন, প্রভাষক মো. আনোয়ারুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভূমিহীন নেতা এড. আব্দুর রহিমের মৃত্যুবার্ষীকি পালিত

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ভূমিহীন আন্দোলনের নেতা এড. আব্দুর রহিমের ৫ম মৃত্যুবার্ষীকি উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে উক্ত স্মরণ সভার আয়োজন করে জেলা নাগরিক কমিটি। সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক সাংবাদিক আনিসুর রহিমের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন, জেলা জাতীয়পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জেলা জেএসডির সংগঠক সুধাংশ কুমার মন্ডল, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর আব্দুল হামিদ, জেলা জাতীয়পার্টির সহ-সভাপতি নুরুল ইসলাম, জেলা বাসদের সমন্বয়ক এড. আজাদ হোসেন বেলাল, জেলা জাসদের সাধারন সম্পাদক সুধাংশ শেখর সরকার, জেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক ম-লীর সদস্য এড. ফাহিমুল হক কিসলু, কৃষিজোটের সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহি, জেলা গণফোরামের সাধারণ সম্পাদক আলিনুর খান বাবুল, জেলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, মরহুম এড.আব্দুর রহিমের ছেলে জাতীয়পার্টির নেতা আবু জাহিদ তপন প্রমুখ।
বক্তারা গণমানুষের নেতা ও ভাষা সৈনিক মরহুম এড. আব্দুর রহিমের স্মৃতি বিজড়িত বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সাতক্ষীরার রাস্তাঘাট, জলাবদ্ধতা নিরসন ও স্বাস্থ্য খাতের উন্নয়নসহ গণমানুষের কল্যানে আব্দুর রহিম জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন। জেলায় পুলিশ কর্তৃক সাধারণ মানুষকে অত্যাচার নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে কথা বলার কোন লোক নেই। অথচ প্রয়াত আব্দুর রহিম বেঁচে থাকলে পুলিশ এত নিষ্ঠুর হতে পারতো না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘটায় সুন্দরবন পাবলিক বিশ্ববিদ্যালয় শীর্ষক আলোচনা ও মতবিনিময়

নাজমুল হক : পাটকেলঘাটায় সাতক্ষীরা সুন্দরবন পাবলিক বিশ্ববিদ্যালয় শীর্ষক আলোচন ও মতবিনিময় সভা গত কাল পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। সুন্দরবন বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির পাটকেলঘাটা থানার আহবায়ক ও সাতক্ষীরা জজকোর্টের এ.পি.পি এ্যাডভোকেট আব্দুস সামাদের সভাপতিত্বে এবং পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার আব্দুল হাইয়ের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ল-কলেজের অধ্যক্ষ এ্যাডঃ এস এম হায়দার, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্চলিক সংবাদ পত্র পরিষদের সভাপতি ও দৈনিক অনিবার্ণের সম্পাদক অধ্যক্ষ আলী আহম্মেদ, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ এম শাহ আলম, বিশেষ অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ আব্দুল মজিদ, সাতক্ষীরা জজকোর্টের পি.পি এ্যাডঃ ওসমান গনি, দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক মহাসিন হোসেন বাবলু, সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পি.পি এ্যাডঃ আজহারুল ইসলাম, সুন্দরবন বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির কলারোয়া উপজেলার আহবায়ক প্রফেসর এস এম ফারুক, তালা উপজেলা শাখার আহবায়ক এ্যাডঃ আ.ক.ম রেজাওয়ান উল্লাহ, সাতক্ষীরা জেলা ন্যাপ এর সভাপতি হায়দার আলী শাস্ত। মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ শহিদুল ইসলাম, অধ্যাপক মোঃ নাজমুল হক, অধ্যাপক মোঃ ইদ্রিস আলী, লোকনাথ নার্সিং হোমের পরিচালক পুলক কুমার পাল, প্রধান শিক্ষক বাবলুর রহমান, প্রধান শিক্ষক সুকৃতি কুমার রায়, পাটকেলঘাটা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ, বঙ্গবন্ধু আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লায়লা পারভিন সেজুতি, সাংবাদিক উজ্জল হোসেন, এ্যাড. এবিএম সেলিম, আব্দুর রব পলাশ, পাটকেলঘাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ। এ সময় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বলেন, প্রত্যেকটি জেলাতে একটি করে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য যে ঘোষনা দিয়েছেন, সেই প্রেক্ষাপটে সাতক্ষীরাতে সুন্দরবন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা এখন সময়ের দাবী হয়ে দাড়িয়েছে। সাতক্ষীরার অর্থনৈতিক, রাজনৈতিক, ভৌগলিক সকল দিক থেকে এ বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য অনুকুল পরিবেশ। তাই অতি দ্রুত এর যৌক্তিক দাবী বাস্তবায়নের জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest