সর্বশেষ সংবাদ-
বর্ণিল সাজে সাতক্ষীরায় লেকভিউ রাগবি সেভেনস ট্রফি’র উদ্বোধনপিআর পদ্ধতির দাবিতে সাতক্ষীরায় সেমিনারশ্যামনগরে আজাবা শাকের মেলা ও রান্না প্রতিযোগিতাসংকটের মুহূর্তে জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠা কালবেলার সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবেসাতক্ষীরায় শ্রমিক নেতা মনিকে আটকের প্রতিবাদে মানববন্ধনপিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দাবিতে সাতক্ষীরায় জামায়াতের মানববন্ধনআমরা গদির দখলের রাজনীতি করি না-দুর্নীতির ধার ধারি না- মুহাদ্দিস আব্দুল খালেকদেবহাটায় তারুণ্য মেলা ও তারুন্য ভাবনা বিষয়ক কর্মশালাশ্যামনগরে জলবায়ু পরিবর্তন ও লোকায়ত অভিযোজন চর্চা বিষয়ক কর্মশালাসাতক্ষীরায় ১০৮টি হারানো মোবাইল ও নগদ টাকা উদ্ধার পূর্বক মালিকের কাছে হস্তান্তর 

আশাশুনিতে প্রশাসন ও পুলিশের মদদে প্রতিনিয়ত বসছে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর

ডেস্ক রিপোর্ট : আশাশুনিতে অনুমতি ছাড়াই প্রতিনিয়ত চলছে অশ্লীল নৃত্য ও রমরমা জুয়ার আসর। আর এতে করে উপজেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে উপজেলার সচেতন মহল। জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন বলছেন, এ ব্যপারে আমার থেকে কোন অনুমতি নেওয়া হয়নি। খোঁজ নিয়ে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
খাজরা, শ্রীউলা, আশাশুনি, বড়দল, কাদাকাটি এলাকায় একের পর এক যাত্রার বা অনুষ্ঠানের নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর পরিচালনা করে মুষ্টিমেয় কিছু ব্যক্তি এবং স্থানীয় গুটি কয়েক প্রভাবশালী নেতা। অভিযোগ উঠেছে, প্রতি রাতে মোটা অংকের লেনদেনের চুক্তিতে উপজেলা প্রশাসন প্রকাশ্যে নগ্ননৃত্য ও জুয়ার আসর চালতে সহযোগিতা করছে। আর এ নগ্ন নৃত্য ও রমরমা জুয়ার মিছিলে যোগ দিচ্ছে স্কুল-কলেজের ছাত্র, যুবকসহ বয়ঃবৃদ্ধরা। মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্তে সাক্ষী দেয়া ব্যক্তির নিরাপত্তা দিতে ব্যর্থ হলেও আশাশুনি উপজেলা পুলিশ নগ্ন নৃত্য ও জুয়ার আসরের নিরাপত্তা দানে করিৎকর্মা!
উপজেলার খাজরাবাজায় চর ভরাট আদর্শ গ্রাম বালির মাঠে চলছে চরম অশ্লীলন নৃত্য ও জুয়ার রমরমা আসর। মাঝে কিছু দিন বন্ধ থাকার পর আবারও অন্ধকারাচ্ছন্ন স্থানটিই ঝলমলে আলোতে আলোকিত করে আলোর মধ্যেই পকেট কেটে মানুষকে করছে নিঃশ্ব। আর এ নিঃশ্ব মানুষগুলোর পরিবারের সদস্যরা করছে হাহাকার। তাদের এ হাহাকারের ওজন প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার পকেটে যাওয়া অর্থের ওজনের চেয়ে কম বিধায় তাদের হাহাকার শুধু বাতাসে ভেসেই যাচ্ছে। গ্রামের সহজ-সরল খেটে খাওয়া মনুষগুলো লোভের বশবর্তী হয়ে রমরমা জুয়ায় নিজেকে মেলেধরে বাড়ি ফিরছে পকেট খালি করে। এভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে বোড মালিকরা। মেলা মাঠের এক কোনায় সারি সারি জুয়ার কোট। সাধারণ মানুষ ভিড় করছে এই কোট গুলোকে ঘিরে, পাশেই চলছে যাত্রার নামে নগ্ন নৃত্য। এখানে ভিড় করে আছে শিশু, কিশোর, যুবক এমনকি বৃদ্ধরাও।
সরেজমিন দেখা গেছে, যাত্রার নামে সেখানে চলছে নগ্ন নৃত্য। প্রথমে দিকে পোশাক পরে স্টেজে আসলেও স্টেজ ত্যাগ করার সময় পোশাক কুড়িয়ে নিয়ে আসে অন্য একজন আর নৃত প্রদর্শন করতে আসা কিশোরীটি গ্রিন রুমে ফিরে প্রায় পোশাক ছাড়াই। আর এ দেখে উল¬সিত হয়ে চিৎকার দিয়ে কিশোরীদের নগ্ন হতে উৎসাহ দেওয়া হচ্ছে। যে যত বেশি খোলা মেলা হচ্ছে দর্শকরা তার দিকেই ছুড়ে দিচ্ছেন তত বেশি টাকা। কেউ কেউ কিশোরীদের স্পর্শকাতর স্থানে হাত বুলিয়ে দিচ্ছেন টাকা। প্রশাসনের অসাধু কর্মকর্তাদের পকেট ভারী করার এই খেলায় ধ্বংস হচ্ছে উপজেলার কিশোর ও যুবকদের ভবিষ্যৎ। ঘরে ঘরে বাড়ছে অশান্তি।
একাধিক সূত্র থেকে জানা গেছে, প্রতিদিন প্রশাসন, কিছু সাংবাদিকসহ বিভিন্ন দফতরকে মোটা অংকের টাকা দিচ্ছে জুয়া কর্তৃপক্ষ। মেলা ও জুয়ার আসরের পরিচালকরা বলছেন, “পুলিশ, প্রশাসন ও সাংবাদিকদেরকে আমরা ম্যানেজ করে নিয়েছি। আমাদের বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না।” আশাশুনির খাজরায় জুয়া বোর্ডের মূল নায়ক শহিদুল ইসলামের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, “আমি গোড়া ম্যানেজ করে নিয়েছি। আমার নামে কোন নিউজ হবে না। আর ওসি সারকেও ম্যানেজ করে আমরা খেলা করছি।”
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুল ইসলাম শাহীন জানান, জুয়া ও অশ্লীল নৃত্যের ব্যপারে আমার কিছু জানা নেই। যদি এ ধরনের কর্মকা- হয়ে থাকে তাহলে আমরা মেলা বন্ধ করে দিব এবং যারা এই কর্মকা-ের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থ্যা নিব।”
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানা জানান, “এ বিষয়ে আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার বৈকারী সীমান্তে ৭টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

আসাদুজ্জামান : সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে সাত পিচ স্বর্ণের বারসহ মফিজুল ইসলাম নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক মফিজুল ইসলাম বৈকারী গ্রামের রমজান আলীর ছেলে। বুধবার সকালে সদর উপজেলার বৈকারী সীমান্তের বলদঘাটা এলাকা থেকে ১ কেজি ৩৭০ গ্রাম স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। যার মূল্য ৫২ লাখ ৮৬ হাজার ৯৪ টাকা
বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের আওতাধীন বৈকারী বিওপির কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার অহিদুল ইসলাম জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় একটি বড় স্বর্ণের চালান নিয়ে আসা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী সীমান্তের বলদঘাটা এলাকায় অভিযান চালিয়ে মফিজুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে সাত পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের কথা স্বীকার করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ড্র করেও শেষ ষোলোয় রিয়াল

তৃতীয় সারির দল ফুয়েনলাব্রাদার বিপক্ষে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে চতুর্থ রাউন্ডের ফিরতি পর্বের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
তবে দুই লেগ মিলিয়ে পাওয়া জয়ে কোপা দেল রের শেষ ষোলোয় উঠে গেছে জিনেদিন জিদানের দল।

দুর্বল ফুয়েনলাব্রাদার বিপক্ষে প্রথম পর্বে লড়াই করে জিতেছিল রিয়াল। এবার সেটাও পারলো না লা লিগা চ্যাম্পিয়নরা। দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে পঞ্চম রাউন্ডে উঠেছে রিয়াল। গত মাসে প্রতিপক্ষের মাঠে হওয়া প্রথম লেগে দ্বিতীয়ার্ধে দুই পেনাল্টি গোলে জিতেছিল রিয়াল।

মঙ্গলবার ঘরের মাঠে ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে রিয়াল। ২৫তম মিনিটে অনেক দূর থেকে জোরালো শটে বল জালে পাঠান লুইস মিয়া।

দ্বিতীয়ার্ধে গ্যারেথ বেলের দারুণ ক্রসেই হেড করে সমতা ফেরান বোরহা মায়োরাল। এরপর নিজের দ্বিতীয় গোলে দলকে এগিয়ে দেন তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড মায়োরাল।
৮৯তম মিনিটে রিয়াল সমর্থকদের স্তব্ধ করে দিয়ে ম্যাচে সমতা টানেন পোর্তিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গোটা যুক্তরাষ্ট্র হাতের নাগালে, দাবি কিমের

আন্তর্জাতিক চাপের মুখেও একের পর এক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। সর্বশেষ হাওয়াজং-১৫ নামে একটি অন্তর্মহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়, যা মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের যে কোনো অংশে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছে কিম জং উনের প্রশাসন।

সম্প্রতি পরীক্ষা চালানো এই ক্ষেপণাস্ত্রটি প্রায় ৯৪০ কিলোমিটার দূরে জাপান সাগরে গিয়ে আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি। ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ উচ্চতা ছিল ৪ হাাজর ৫০০ কিলোমিটার। উত্তর কোরিয়ার দাবি, আগের ক্ষেপণাস্ত্রের উন্নত রূপ এটি। ১৩ হাজার ০০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতেও।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কথাযুদ্ধের মধ্যেই এ নিয়ে চলতি বছর ২০টি ব্যলেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়া। বরাবরের মতো এবারও কড়া নিন্দা করেছে আন্তর্জাতিক মহল। নিন্দা করেছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এদিন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর প্রকাশ্যে আসতেই পর পর তিনটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে পাল্টা শক্তিপ্রদর্শন করে দক্ষিণ কোরিয়া।

এদিকে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরপরই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে জাপান।
উত্তর কোরিয়ার এই আচরণকে মেনে নেওয়া অসম্ভব বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যে কারণে গাজরের রস খাওয়া উচিত

গাজর শরীরের জন্য খুবই উপকারী। এটা রান্নার চেয়ে কাঁচা খাওয়াই উত্তম।
এজন্য কাঁচা গাজর দিয়ে সালাদ তৈরি করে খাওয়াটাই বেশি প্রচলিত। অনেকে আবার আস্ত গাজর দিব্যি খেয়ে ফেলেন। তবে গাজরের রসও কিন্তু ভীষণ উপকারী। তবে আগে জেনে নিন কেন খাবেন?

শীতকাল এসে গেছে। তাই কুয়াশা আর ঠাণ্ডায় এবার জ্বর-সর্দি কাশির আক্রমণে জর্জরিত হতে হবে অনেককে। কিন্তু একটা কাজ যদি করেন, তাহলে এই শীতেও শরীর থাকবে একেবারে চনমনে এবং রোগ মুক্ত! শুধু বাজার থেকে ব্যাগ ভর্তি করে নিয়ে আসতে হবে অনেক অনেক গাজর আর প্রতিদিন পান করতে হবে এক গ্লাস করে গাজরের রস। এমনটা করলে শরীর ভিতর থেকে এত শক্তিশালী হয়ে উঠবে যে ছোট-বড় কোনো রোগই ধারে কাছে ঘেঁষতে পারবে না। সেই সঙ্গে মিলবে আরও অনেক উপকারিতাও।

১. ক্যান্সার রোগকে দূরে রাখে : শরীর থেকে সব ধরনের টক্সিক উপাদান বের করে দেওয়ার মধ্য দিয়ে ক্যান্সার রোগকে দূরে রাখতে এই উপাদানটি বিশেষ ভূমিকা পালন করে।
সেই সঙ্গে শরীরের রোগ প্রতিরোধী ব্যবস্থাকে এতটাই শক্তিশালী করে তোলে যে ছোট-বড় কোনো রোগই ধারে কাছে ঘেঁষতে পারে না। সেই সঙ্গে সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কাও হ্রাস পায়।

প্রসঙ্গত, শীতকালে নানা কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব দুর্বল হয়ে যায়।

২. চোখকে সুরক্ষিত রাখে : দৃষ্টিশক্তির উন্নতি ঘটানোর পাশপাশি সার্বিকভাবে শরীরকে চাঙ্গা রাখতে গাজরের কোনো বিকল্প হয় না বললেই চলে। কারণ এই সবজিটির ভেতরে থাকা ভিটামিন এ এবং উপকারি বিটা ক্যারোটিন চোখের ক্ষমতা অনেক বাড়িয়ে দেয়। সেই সঙ্গে ছানি পড়ার মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমায়।

৩. হার্টকে সুরক্ষিত রাখে : ১০০ গ্রাম গাজরে থাকে দিনের চাহিদার প্রায় ৩৩ শতাংশ ভিটামিন এ, ৯ শতাংশ ভিটামিন সি এবং ৫ শতাংশ বি৬। সেই সঙ্গে প্রচুর মাত্রায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। এই সবকটি উপাদান হার্টের কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা পালন করে। ফলে স্বাভাবিকভাবেই হার্টের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারে শূন্যে এসে দাঁড়ায়।

৪. ত্বক ভালো রাখে : শীতকাল মানেই স্কিনের আদ্রতা হারিয়ে যাওয়া এবং সেই সঙ্গে নানাবিধ ত্বকের রোগের মাথা চাড়া দিয়ে ওঠা। এমন পরিস্থিতিতে ত্বককে বাঁচাতে পারে একমাত্র গাজর। কারণ এই সবজিটির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ভেতরে জমে থাকা টক্সিক উপাদানদের শরীর থেকে বের করে দেয়। সেই সঙ্গে কোলাজেনের উৎপাদন বাড়িয়ে দেয়। ফলে ত্বক উজ্জ্বল এবং প্রাণবন্ত হয়ে ওঠে। তবে এখানেই শেষ নয়, গাজরের অন্দরে থাকা একাধিক ভিটামিন এবং মিনারেল ড্রাই স্কিনের সমস্যা দূর করতে, কালো কালো ছোপ দাগ কমাতে এবং বলিরেখা ভ্যানিশ করতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে।

৫. ডায়াবেটিসকে প্রতিরোধ করে : গাজরে থাকা ভিটামিন এবং মিনারেল ইনসুলিনের কর্মক্ষমতা এতটা বাড়িয়ে দেয় যে ডায়াবেটিস রোগ ধারে কাছে ঘেঁষার সুযোগ টুকু পায় না।

৬. লিভারের কর্মক্ষমতা বাড়ায় : বেশ কিছু গবেষণায় দেখা গেছে লিভারের ভেতরে থাকা বর্জ্য পদার্থদের বের করে দিয়ে শরীরে অন্যতম গুরুত্বপূর্ণ এই অঙ্গটির কর্মক্ষমতা বাড়াতে গাজরের কোনো বিকল্প হয় না বললেই চলে।

৭. হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটে : বুড়ো বয়সে আর্থ্রাইটিসের মারে যদি শয্যাশায়ী হতে না চান, তাহলে এখন থেকেই গজরের রস খাওয়া শুরু করুন। দেখবেন উপকার মিলবে। কারণ এর মধ্যে থাকা ক্যালসিয়াম, হাড়ের শক্তি এতটা বাড়িয়ে দেয় যে বয়সের সঙ্গে সঙ্গে হাড় দুর্বল হয়ে পড়ার আশঙ্কা হ্রাস পায়। সেই সঙ্গে নানাবিধ হাড়ের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলায় টাইটানিকের রিমেকে দেব, গুজব বললেন রুক্মিণী

১৯৯৭ সালে গোটা বিশ্বে সাড়া ফেলে দেওয়া ‘টাইটানিক’ ছবির রিমেক হতে চলেছে এবার বাংলায়! পরিচালক রাজ চক্রবর্তীই নাকি পরিচালক জেমস ক্যামেরনের দেখানো পথে হাঁটতে চলেছেন। এমনকি নায়ক-নায়িকা হিসেবে জ্যাক ও রোজের চরিত্রে অভিনয় করবে দেব ও রুক্মিণী।
গতকাল পর্যন্ত এমনই খবর ঘুরপাক খেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন পোর্টালগুলোতে।

তবে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই গোটা ব্যাপারটাকেই গুজব বলে উড়িয়ে দিয়েছেন রুক্মিণী। টুইটারে তিনি বলেছেন , “আমি এবং দেব কেউই রাজ চক্রবর্তী পরিচালিত কোনো টাইটানিক-এ কাজ করছি না। যারা এটা ছড়িয়ে তারা অবশ্যই লোক হাসানোর জন্য করেছে। আমি সম্পূর্ণভাবে বিনোদিত হয়েছি। ”
প্রসঙ্গত, দেবের প্রেমিকা রুক্মিণী। আর যারা ওই ঘটনা রটিয়েছিল তারা অবশ্যই এই বিষয়টাও মাথায় রেখেছিল। এর ফলে খুব দ্রুত এই খবর ভাইরাল হয়ে পড়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় আওয়ামীলীগ নেতা অভির পিতার মৃত্যু

জাহাঙ্গীর আলম (লিটন) কলারোয়া : ৮ নং কেরালকাতা ইউনিয়নের আ ‘লীগনেতা ফারুক হোসেন অভির পিতা আব্দুল খালেক (৬৮) পরলোক গমণ করেছেন।
বুধবার সকালে বুকে ব্যাথা অনুভব করলে দ্রুত ভ্যানযোগে দক্ষিণ বহুড়া হতে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে এই সময় কর্তব্যরত ডাক্তার স্বজনদের জানান, রুগির অনেক আগে মৃত্যু হয়েছে বলে নিশ্চিৎ করেন। ।মরহুম আব্দুল খালেকের স্ত্রী, ৪ পুত্র এবং ১ কন্যা রয়েছে। মরুহুমের বড় ছেলে ফারুক হোসেন অভি মালেয়াশিয়া প্রবাসী। তিনি দেশে আসলেই মরুহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা যায়। মরুহুমের পরিবার সকলের নিকট তার রুহের মাগফিরাত কামনা করেন। তার অনেক গুণগ্রাহী আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষের অভিযোগ

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জের রতনপুরে সরকারি খালে বাঁধ দিয়ে দীর্ঘদিন মাছ চাষ করার করছে অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যান আশরাফুল হোসেন, আইয়ূব আলী শাহাজী ও তার সহযোগীদের বিরুদ্ধে।
সরেজমিন জানা গেছে, রতনপুর ইউনিয়নের মহিষকুড় গ্রামের জামায়াতের সক্রিয় কর্মী আফছার আলী শাহাজীর ছেলে মাদক ও চোরাচালানসহ একাধিক মামলার আসামি আইয়ূব আলী শাহাজী (৪৬)। চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকনের ঘনিষ্ঠ সহচর আইয়ূব আলী শাহাজীর নেতৃত্বে সরকারি খাল দখল করে মাছ চাষের পাশাপাশি চলছে নানা অপকর্ম। মহিষকুড় থেকে নূরনগরের মানিকখালী পর্যন্ত ১০ কিলোমিটার খালের মধ্যে (মহিষকুর থেকে গড়ইমহল) পযর্ন্ত ৩ কিলোমিটার খাল শাহাজীর নেতৃত্বে জবরদখল করে মাছ চাঁষ করছে ওই গ্রামের ইউসুফ শাহাজী ও ছবুর শেখ। খাল দখলের বিষয়ে আইয়ুব আলী এলাকায় প্রচার দিয়ে থাকেন তারা সরকারের থেকে বন্দবস্তো নিয়ে খাল মাটিতে ভরাট করে মাছ চাষের উপযোগী করে তুলেছে। এই খাল দখল করে নিয়েই ক্ষ্যান্ত নয় খালপাড়ে রমরমা মাদক ব্যবসার পাশাপাশি প্রায়ই সময় বসছে জুয়ার আসর। দখলবাজরা খাল দখল করে নিয়ে প্রকাশ্যে এসব অপকর্ম করলেও প্রশাসন অজ্ঞাত কারণে কোন ব্যবস্থা নিচ্ছে না বলে জানা যায়। এই বিষয়ে আইয়ুব আলী শাহাজীর মোবাইল নাম্বারে০১৭৩২-৮২৩৬৮৫ একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ না করাই যোগাযোগ সম্ভব হয়নি। খাল দখল করে মাছ চাষের বিষয় রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খোকনের নিকট জানতে চাইলে তিনি বলেন এ সকল বিষয়ে আমি অবগত নই। খাল জোর পূর্বক দখলের বিষয় সর্ম্পকে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর আহম্মেদ মাছুম বলেন কেউ আমাকে খাল দখলের বিষয়ে অবগত করেনি। তবে আমি আগামিকাল রতনপুর ইউনিয়ন সহকারী কর্মকর্তা সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এদিকে অবৈধভাবে খাল দখল কারীদের উচ্ছেদ করে খাল অবমুক্ত করার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest