ইরাকে আইএসের দখলমুক্ত এলাকায় গণকবর

ইরাকের হাউইজা শহরের কাছে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে, যেখান থেকে কমপক্ষে ৪০০ লাশ উদ্ধার করা হয়েছে।

দেশটির কিরকুক প্রদেশের গভর্নর রাকান সাইদের বরাত দিয়ে বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

গত মাসেও শহরটি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দখলে ছিল। সেই শহরের একেবারে কাছে একটি বিমানঘাঁটিতে লাশগুলো পাওয়া গেছে।

ওই লাশগুলোর কয়েকটির পরনে বেসামরিক লোকজনের পোশাক ছিল। আর কিছু ব্যক্তির শরীরে বিশেষ ধরনের পোশাক ছিল, যেগুলো মৃত্যুদণ্ড কার্যকরের আগে বিভিন্নজনকে পরাত আইএস জঙ্গিরা।

রাকান সাইদের ভাষ্য, ওই ঘাঁটিটিকে ‘মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্র বানানো হয়েছিল’।

সেনা কর্মকর্তা জেনারেল আল-লুয়াইবি বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে সেনারা গণকবরের সন্ধান পান।

ইরাকে একসময় আইএসের দখলে থাকা বিভিন্ন এলাকায় বহু গণকবরের সন্ধান পেয়েছেন দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত বছর বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) গণকবরের একটি জরিপ প্রকাশ করে।

ওই জরিপে দেখা যায়, ৭২টি এলাকায় থাকা এসব গণকবরে পাঁচ হাজার ২০০ থেকে ১৫ হাজারের মতো লাশ থাকতে পারে।

ওই জরিপ প্রকাশের সময় থেকেই একের পর এক শহর আইএসের দখলমুক্ত করে সেনারা।

রাজধানী বাগদাদ থেকে ২৪০ কিলোমিটার দূরে অবস্থিত হাউইজা। ২০১৩ সাল থেকে আইএসের নিয়ন্ত্রণে ছিল শহরটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কিডনির পাথর প্রতিরোধ করে লেবুর রস!

লেবু। লেবু হল সাইট্রাস লিমন (Citrus limon) সাধারণ নাম।
লেবুর অনেক গুণ। লেবুর শরবত একটি আদর্শ স্বাস্থ্যসম্মত পানীয়। মাত্র একটি মাঝারি আকৃতির লেবু থেকে চল্লিশ মিলিগ্রাম ভিটামিন সি বা এসকরবিক এসিড পাওয়া যা একজন মানুষের দৈনিক চাহিদা পূরণের জন্য যথেষ্ট। ভিটামিন ‘সি’ দেহের রোগ প্রতিরোধকারী কোষগুলোর কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। তাই বিশ্বজুড়ে লেবু খুবই জনপ্রিয় এবং প্রতিটি দেশের রান্নাঘরে এটি একটি অপরিহার্য খাবার। তাছাড়া এটি উদ্ভিজ্জ যৌগ, খনিজ এবং দেহের জন্য প্রয়োজনীয় তেলে সমৃদ্ধ। চলুন এবার জেনে নিই লেবুর রসের চিত্তাকর্ষক সব উপকারিতা-

১. কিডনির পাথর:
লেবুতে উপস্থিত লবণ বা সাইট্রিক অ্যাসিড কিডনিতে ‘ক্যালসিয়াম অক্সালেট’ নামক পাথর গঠনে বাধা দেয়। সবচেয়ে সাধারণ কিডনি পাথরগুলোর মধ্যে এটি একটি।

২. লিভার পরিষ্কার রাখে:

লেবুতে বিদ্যমান সাইট্রিক অ্যাসিড কোলন, পিত্তথলি ও লিভার থেকে বর্জ্য পদার্থ বের করতে সাহায্য করে।

৩. শক্তি বৃদ্ধি:
লেবুর রস পরিপাক নালীতে প্রবেশ করে শরীরে শক্তি বৃদ্ধি করে। এটি মানসিক চাপ কমাতে ও মেজাজ ফুরফুরা করতেও সহায়ক ভূমিকা পালন করে।

৪.হজমে সাহায্য করে:
লেবুর রস হজমে ব্যাপক সাহায্য করে। সেইসঙ্গে পরিপাক নালী থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়। এটি কোষ্ঠকাঠিন্যও দূর করে।

৫. ত্বক পরিষ্কার করে:

লেবুতে উপস্থিত ভিটামিন ‘সি’ ত্বকের কোষের ক্ষয় প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে। শুধু তাই নয়, এই উপাদান শরীরে কোলাজেন তৈরি করে। যা মুখের অবাঞ্ছিত দাগ দূর করে ঔজ্জ্বলতা ফিরিয়ে আনে।

৬. ওজন হ্রাস:
লেবুতে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ রয়েছে। যা ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ করে। এক গবেষণায় দেখা গেছে, যারা খালি পেটে লেবুর রস খান, তাদের ওজন দ্রুত হ্রাস পায়। সুতরাং ওজন বৃদ্ধি নিয়ে চিন্তা না করে প্রতিদিন সকালে লেবুর রস খান।

৭. মূত্রনালীর সংক্রমণ দূর:
যদি মূত্রনালীতে সংক্রমণ ঘটে। তাহলে প্রচুর পরিমাণে লেবুর রস পান করুন। এটি আরোগ্য লাভে সাহায্য করবে।

৮. চোখের স্বাস্থ্য:
লেবুর রস চোখের স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে এবং চোখের সমস্যার বিরুদ্ধে লড়াই করে।

৯. ক্যান্সার প্রতিরোধে:
লেবু অনেক ধরনের ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয়। বিশেষ করে স্তন ক্যান্সার প্রতিরোধে এর জুড়ি মেলা ভার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘অপহৃত’ হলেন অভিনেত্রী প্রভা

আসাদুজ্জামান সোহাগের রচনায় চয়নিকা চৌধুরীর ‘হীরার আংটি’ নামক একটি খণ্ড নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, অভিনেতা শিপন মিত্র ও সজল।

নাটকের গল্পে দেখা যাবে, পারিবারিকভাবে বিয়ে ঠিক হওয়ার পর প্রভা অপহৃত হন।
অবশেষে প্রভাকে পাওয়া গেলেও পলাতক রয়ে যান প্রভার হবু স্বামী শিপন মিত্র।

নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, রাসেল ও রুপা দুজন দুজনকে ভালোবাসে। পারিবারিকভাবে তাদের বিয়ে ঠিক হয়। এরপর রুপা অপহৃত হয়। পরে রুপাকে পাওয়া যায় কিন্তু পলাতক থাকে রাসেল। সে সময়ে রুপার জীবনে উপস্থিত হয় রাসেলের বন্ধু পাভেল। তারপর কী ঘটে সেটি জানার জন্য নাটকটি দেখতে হবে।

নাটকটি প্রসঙ্গে প্রভা বলেন, নাটকের গল্পটি অনেক চমৎকার। গল্পের মধ্যে একটা রহস্য লুকায়িত আছে।
এই নাটকে আমার বিপরীতে সজল ও শিপন মিত্রকে দেখা যাবে। নাটকটি নিয়ে আমি আশাবাদী।

শিপন মিত্র বলেন, চয়নিকা চৌধুরী ও প্রভার সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। নাটকের গল্পটি রহস্যময়। আমার চরিত্রটিও বেশ মজার। আমার এবং প্রভার রসায়ন দর্শকদের ভালো লাগবে আশা করছি।

প্রসঙ্গত, এর আগে নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘ও আমার ভালোবাসার দেশ’ শীর্ষক একটি নাটকে প্রভা ও শিপন মিত্র জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন।

আসছে ১৬ই ডিসেম্বর নাটকটি কোনো একটি চ্যানেলে প্রচার হবে বলে জানা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রক্তচাপ নিয়ন্ত্রণ-ক্যানসার প্রতিরোধ করে পানিফল

সাতক্ষীরার বাজার এখন ছেয়ে আছে পানিফলে। স্বল্পমূল্যে বিভিন্ন জায়গায় এটি এখন প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে।
আপেল, কমলালেবুর মতো আদরের না হতে পারে, কিন্তু তাই বলে পানিফল মোটেই হেলাফেলার নয়। পেটের রোগ থেকে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ। সবক্ষেত্রে দারুণ কাজ দেয় এই ফল। এমনকি এতে রয়েছে ক্যানসার প্রতিরোধক গুণও।

১০০ গ্রাম পানিফলে ৪৮.২ গ্রাম পানি থাকে। প্রোটিন থাকে ৩.৪ গ্রাম। কার্বোহাইড্রেডের পরিমাণ ৩২.১ গ্রাম। আর ফ্যাট থাকে মাত্র ০.২ গ্রাম। রয়েছে ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন, সোডিয়াম, পটাশিয়াম।
শরীর ঠাণ্ডা করতে পানিফলের জুড়ি নেই। শরীর থেকে টক্সিন দূর করতে দারুণ কাজ দেয় এই পানিফল।

অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর পানিফল। অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ভাইরাল গুণ রয়েছে এই ফলের। এমনকি অ্যান্টিক্যানসার হিসেবেও কাজ করে পানিফল। বমিভাব, হজমের সমস্যা দূর করতে পানিফলের জুড়ি নেই। অনিদ্রা, দুর্বলতা দূর করতে কাজে দেয় এই ফল। পানিফল ঠাণ্ডালাগা, সর্দিতেও স্বস্তি দিতে পারে। ব্রঙ্কাইটিস, অ্যানিমিয়া কমাতে পারে এই ফল।

পটাশিয়াম থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণে ভাল কাজ করে পানিফল। ত্বক উজ্জ্বল আর সতেজ রাখতেও পানিফল অনবদ্য। পটাশিয়াম, জিঙ্ক, ভিটামিন B, ভিটামিন E ভরপুর পানিফল চুল ভালো রাখে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবারও শাকিবের নায়িকা ববি

শাকিব খান ও ববিকে আবারও একসঙ্গে পর্দায় দেখতে পাবেন দর্শক। শিগগির ‘নোলক’ নামের একটি ছবিতে তাঁরা জুটি বেঁধে অভিনয় করবেন।

রাশেদ রাহা পরিচালিত ছবিটির শুটিং চলতি মাসের শেষে শুরু হওয়ার কথা রয়েছে। বর্তমানে শাকিব খান থাইল্যান্ডে ‘মাস্ক’ ছবির শুটিং করছেন।

‘নোলক’ ছবি প্রসঙ্গে শাকিব বলেন, ‘আগামী ২১ তারিখ আমার দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরেই ছবির মহরত করব। তবে ছবিটির শুটিং হবে দেশের বাইরে।’

ববি জানান , তিনি সবসময় বেছে কাজ করতে পছন্দ করেন। তিনি বলেন,‘এর আগে আমি ও শাকিব খান জুটি বেঁধে দুটি ছবিতে অভিনয় করেছি। দর্শক দুটি ছবিই অনেক পছন্দ করেছেন। আশা করছি, এই ছবিটিও দর্শক পছন্দ করবেন। ’

ছবির গল্প জানতে চাইলে ববি বলেন, ‘রোমান্টিক একটি গল্প। বর্তমান সময়ের কথা চিন্তা করে ছবিটি নির্মাণ করা হবে। যে কারণে ছবির বাজেটও অনেক বেশি। এর চেয়ে বেশি কিছু বলা যাবে না। চলতি মাসে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।’

ববি বর্তমানে ভারতের হায়দারাবাদে ‘বেপরোয়া’ ছবি শুটিং করছেন। ছবিতে তাঁর সাথে জুটি বেঁধে অভিনয় করছেন নায়ক রোশান। ছবিটি পরিচালনা করছেন রাজা চন্দ। প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।

এর আগে শাকিব খান ও ববি ‘হিরো দ্য সুপারস্টার ও ‘রাজত্ব’ শিরোনামে দুটি ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় তাঁতীলীগের ব্যানারে জবরদখলকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা তাঁতীলীগের সাইনবোর্ড ঝুলিয়ে প্রাণসায়র খালের দখল করা চরের উপর অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা সদর সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিনের নেতৃত্বে এসব অপসারণ করা হয়।
সাতক্ষীরা শহরের রাধানগরের কয়েকজন বাসিন্দা জানান, সাবেক পৌর মেয়র এমএ জলিলের বাড়ির সামনে খালের পূর্ব পাশের চর দখল করে শুক্রবার সকালে বাংলাদেশ তাঁতী লীগের সাতক্ষীরা জেলা শাখার সাইনবোর্ড টাঙিয়ে দেয়। পরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দেওয়ার জন্য সংগঠনটির সভাপতি মীর আজাহার আলী শাহীন, সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান এর নেতৃত্বে ৩০/৩৫জন ২০০ হাত লম্বা ও ২৫ হাত চওড়া চর দখল করে বাঁশ দিয়ে চাল নির্মাণ করে। ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে চালের নীচে কয়েকটি কাঠের চৌকি বসানো হয়। জবরদখলে বাধা দেওয়ার পৌর সহকারি তহশীলদার কান্তিলাল সরকার ও ওই অফিসের কর্মী সুরেন রায় ও আব্দুল গফুরকে লাঞ্ছিত করে। এ নিয়ে প্রশাসনের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
যদিও তাঁতীলীগের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে স্টল দেওয়ার নাম করে টাকা নেওয়া ও তিনজন সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে লাঞ্ছিত করার অভিযোগটি অস্বীকার করেন।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন জানান, প্রাণসায়র খালের দু’ধার জবরদখলমুক্ত করে সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য শনিবার দুপুরে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বাকি কাজ শেষ করতে এলাকার সকলকে আন্তরিক হতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর শিক্ষক সমিতির সম্পাদকের বিরুদ্ধে অভিযোগের তদন্ত সম্পন্ন

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হেলালের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও স্বাক্ষর জালিয়াতিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে। সংশিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে সাতক্ষীরার আশাশুনি উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুনীর আহমেদ, কালিগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার সোহারাব হোসেন তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। উপজেলার ৯৭নং কাচিহারানিয়া মেহেরুন্নেছা জয়নাল আবেদীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান বাদী হয়ে গণশিক্ষা মন্ত্রনালয়ে স্বাক্ষর জালিয়াতি অর্থ আত্মসাৎসহ সীমাহীন দুর্নীতির অভিযোগ করেন। তবে কেঁচো খুড়তে গিয়ে সাপ মিলেছে, শিক্ষক সিরাজুল ইসলাম হেলালের বিরুদ্ধে সভাপতির সাক্ষর জালিয়াতির অভিযোগ তদন্ত কালে আরও ৫ সদস্যের সাক্ষর জালিয়াতির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে একাধিক সদস্য জানান। অভিযোগের প্রেক্ষিতে আশাশুনি উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুনীর আহমেদ তদন্তে আসেন। এসময় কালিগঞ্জ উপজেলার শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যববৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তদন্তকালে বাদী, বিবাদী ও গন্যমান্য ব্যক্তিবর্গের লিখিত জবানবন্দী, মৌখিক জবানবন্দী গ্রহন ও সরেজমিন তদন্ত করা হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান জানান, দূর্নীতি গ্রস্থ, মান নিয়ন্ত্রন যাচাই কমিটির স¦াক্ষর জাল, রেজুলেশন বইয়ের স¦াক্ষর জাল, ম্যানেজিং কমিটির সভাপতি সহ অধিকাংশ সদস্যের সাক্ষর জাল, খরচের ভাউচারে জাল স¦াক্ষর, অর্থ আত্মসাৎ,স্বাক্ষর জালিয়াতিসহ সীমাহীন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। অভিযোগ সুত্রে প্রকাশ ৭৪ নং গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম হেলাল সর্বশেষ চার বছর ৯৭নং মেহেরুন্নেছা জয়নাল আবেদীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এসময় তিনি উক্ত প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমানের স্বাক্ষর জাল করে ইচ্ছামত রেজুলেশন তৈরী করেছেন। এছাড়া বরাদ্দকৃত টাকা উত্তোলনের পর মালামাল ক্রয় না করে সভাপতির স্বাক্ষর জাল করে ভুয়া ভাউচার দাখিল করেছে।আরও অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকালে তিনটি অর্থ বছরে একলাখ দশ হাজার টাকা আত্মসাৎ এর অভিযোগ রয়েছে বলে অভিযোগ করেছেন। তদন্তশেষে তদন্ত কর্মকর্তা জানান, তদন্তকালে যা কিছু পাওয়া গিয়েছে, তা যথাযথ কর্তৃপক্ষকে লিখিত প্রতিবেদনের মাধ্যমে অবিহত করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ভাঙন কবলিত বেড়িবাঁধ পরিদর্শন করলেন এমপি রুহুল হক

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের ভাঙ্গন কবলিত বিছট বেড়ী বাঁধ পরিদর্শন করেছেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। শুক্রবার বিকাল ৩টায় ভাঙ্গন কবলিত বাঁধ পরিদর্শন কালে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন তিনি ।
এমপি রুহুল হক বাঁধটি পরিদর্শন করে বাঁধের চরম ভয়াবহতা দেখে বিস্মীত হয়ে পড়েন। এলাকার মানুষের মধ্যে ভীতিকর পরিস্থিতি ও তাদের করুন আকুতিভরা কথা শুনে তিনি মর্মাহত হন। জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আমি স্বচক্ষে না দেখলে এলাকার মানুষের দুর্দশা ও বাঁধের ভয়াবহতা সম্পর্কে অজানাই থেকে যেত। নদীর ¯্রােতের মুখে বাঁধটি প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ¯্রােতের গতি পরিবর্তনসহ স্থায়ী বাঁধ রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন। এসময় আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, জেলা পরিষদের সদস্য আব্দুল হাকিম, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, উপজেলা শ্রমিকলগ সভাপতি ঢালী সামছুল আলম, ছাত্রলীগ সভাপতি হুমায়ন কবির সুমন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাহেব আলি, তাঁতীলীগ সভাপতি সেলিম রেজা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest