সর্বশেষ সংবাদ-
ব্যবসায়ীকে মারধরের ঘটনার ভিডিও করায় সাংবাদিকদের মারপিটের অভিযোগ ডা; ফয়সালের বিরুদ্ধেতাপদাহে রিকশাচালক-পথচারী‌দের‌ মাঝে ড্রিম সাতক্ষীরার পা‌নি ও স্যালাইন বিতরণআন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিস চত্বরে মরা শিশু গাছে ঝুঁকি বাড়ছেকলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন লাল্টুর গণ সমাবেশএডভোকেসি নেটওয়ার্ক এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের ত্রৈমাসিক সমন্বয় সভাশ্যামনগরের কৈখালী পোলের খাল খনন কর্মসূচির উদ্বোধনশ্যামনগরে সালাতুল ইস্তেকার নামাজ আদায়তীব্র তাপদাহে পুড়ছে উপকুলীয় জেলা সাতক্ষীরা, তাপমাত্রা আজ সর্বোচ্চ ৩৯.৩ ডিগ্রিদেবহাটায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময়

সুমনা ফাউন্ডেশন ও রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরার বৃক্ষরোপণ ও চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক : সুমনা ফাউন্ডেশন ও রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরার আয়োজনে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ে এ বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাকাল মাধ্যমিক প্রধান শিক্ষক মাখন লাল বিশ্বাস, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আরিফুর রহমান, মোঃ আব্দুস সালাম, শেখ মমতাজ উদ্দিন, সুমনা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস এম মাকছুদ খান, রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরা সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, শেখ তৌহিদুজ্জামান চপল, কাজী আব্দুল মতিন, মোঃ সোহরাব হোসেন, মোঃ তানভীর মুরাদ মুন্না প্রমুখ। এসময় অতিথিবৃন্দ বলেন, মানুষের অস্তিত রক্ষায় গাছের ভূমিকা অতুলনীয়। গাছ না থাকলে আমাদের অস্তিত্ব বিলিন হয়ে যাবে। যে কারণে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। এসময় তারা স্কুল চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আসন্ন দুর্গা পূজা উপলক্ষ্যে সাতক্ষীরা পুলিশের মত বিনিময় সভা

প্রেস বিজ্ঞপ্তি : সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সাতক্ষীরা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে শনিবার বিকালে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন পিপিএম।

এসময় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ও সার্কেল (সাতক্ষীরা সদর) মেরিনা আক্তার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ আতিকুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মির্জা সালাহউদ্দিন, জেলা বিশেষ শাখার ডিআইও-১ মোঃ মিজানুর রহমান, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ আলী আহমেদ হাশমী, সকল থানার অফিসার ইনচার্জগণসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটির নেতৃবৃন্দ এবং সকল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সেক্রেটারিসহ তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার উপস্থিত ছিলেন। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ পূজা উদযাপন শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে তাদের মতামত দেন।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যুগ যুগ ধরে চলে আসা এই সম্প্রীতি আমরা যে কোন মূল্যে ধরে রাখব। কোন দুষ্কৃতিকারী বা স্বার্থান্বেষী মহলের যে কোন ধরনের অপচেষ্টা আমরা কঠোর হস্তে দমনে অঙ্গীকারাবদ্ধ। প্রতিটি পূজা মন্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভক্ত ও দর্শনার্থীদের আগমনের ক্ষেত্রে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা রাখতে হবে। এছাড়া তিনি বিজয়া দশমীর দিন অর্থ্যাৎ ৩০সেপ্টেম্বর সরকার কর্তৃক নির্ধারিত সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জনের জন্য আহ্বান জানান। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন না দিলে পূজা উদযাপন কমিটি নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিমার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে আহ্বান জানান। দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রতিমা প্রস্তুত হতে বিসর্জন পর্যন্ত পূজা মন্ডপসমূহের আইন শৃংখলা রক্ষার্থে এবং স্বার্থান্বেষী মহলের দ্বারা যাতে কোন প্রকার গোলযোগ বা বিঘ্নের সৃষ্টি না হয় কিংবা কোন পূজা মন্ডপ ও প্রতিমার কোন প্রকার ক্ষতিসাধন না হয় সেলক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সকল পুলিশ সদস্যকে তাদের উপর অর্পিত দায়িত্ব আন্তরিকতা, নিষ্ঠা ও সর্তকতার সাথে পালনের নির্দেশ দেন।

পরিশেষে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে আসন্ন শারদীয় দূর্গাপুজা প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবার আশাবাদ ব্যক্ত করে পুলিশ সুপার উক্ত মত বিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শনিবার সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আরাফাত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধকালীন কমান্ডার আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাতক্ষীরা জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সাতক্ষীরা’র সম্পাদক বরুণ ব্যানার্জী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সনৎ কুমার গাইন, সাধারণ সম্পাদক ডা. মিলন কুমার ঘোষ, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ মন্ডল, মৌতলা ইউনিয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, মৌতলা ইউপি’র সংরক্ষিত ওয়ার্ডের সদস্য মাহফুজা আক্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি গৌতম কুমার লস্কার প্রমুখ। আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, জাতীয় শ্রমিকলীগ কালিগঞ্জ শাখার আহবায়ক শেখ শাহাজালাল, যুগ্ম আহবায়ক আব্দুস সবুর, জেলা অনলাইন প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুস শাহাদাত জাকির, কালিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রেদওয়ান ফেরদৌস রনি, উপজেলা তরুণলীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক অসীত সেন প্রমুখ। এসময় দৈনিক দৃষ্টিপাতের কালিগঞ্জ ব্যুরো প্রধান শেখ আবু হাবিব, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী, মৌতলা ইউপি’র সদস্য নজরুল ইসলাম, ফেরদৌস মোড়ল, মীর্জা সাদেক হোসেন, সদস্য রাজিয়া সুলতানা, হামিদা খাতুন, মথুরেশপুর ইউপি’র সদস্য শওকাত হোসেন, কালিগঞ্জ তরুণ সংঘের সভাপতি ও যুবলীগ নেতা শেখ ফারুক হোসেন, সাংবাদিক শেখ আমজাদ হোসেন, অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি জিএম মামুন, যুগ্ম সম্পাদক মীর মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দীন খান, দপ্তর সম্পাদক মীর নাজমুজ্জামান সোহাগ, প্রচার সম্পাদক সেলিম হোসেন, কার্যনির্বাহী সদস্য হাফেজ রুহুল কুদ্দুসসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের নব-নির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের নব নির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ সেলিনা আফরোজ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন.এম জিয়াউল আলম, অতিরিক্ত সচিব সুলতান আহমদ, নবাগত খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবদুল লতিফ খান, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম পত্মী সৈয়েদা শামীমা সুলতানা আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের একাডেমিক ইনচার্জ মো. রবিউল ইসলাম প্রমুখ। উল্লেখ্য যে, ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর ৫০ শতক জমির উপর নির্মিত সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের যাত্রা শুরু হয়। বিদ্যালয়ের ভবন নির্মাণ ও অবকাঠামো ব্যয় ৯০ লক্ষ টাকা। এ বিদ্যালয়ে বর্তমানে ১২০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। কর্মরত শিক্ষক রয়েছে ৯ জন। এসময় সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমাদের বিবেক জাগ্রত না হলে শুদ্ধাচার কখনও হবেনা-সাতক্ষীরায় মন্ত্রী পরিষদ সচিব

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় জাতীয় শুদ্ধাচার ও সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘কয়েকটি নতুন প্লান নির্মাণ হলে দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান হবে। সমাজ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দুর করতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।’ শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানদের প্রতিদিন শিক্ষার্থীদের শুদ্ধাচার নিয়ে আলোচনা করতে হবে এবং বিভিন্ন দপ্তরে শুদ্ধাচারের জন্য মনিটরিং বাড়াতে হবে। আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। বিবেক জাগ্রত না হলে শুদ্ধাচার কখনও হবেনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) এন. এম জিয়াউল আলম, অতিরিক্ত সচিব সুলতান আহমদ, নবাগত খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, সাতক্ষীরা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল হান্নান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তাওহীদুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ^াস সুদেব কুমার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আবদুল লতিফ খান, সাতক্ষীরা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, তালা উপজেলা নির্বাহী অফিসার ফরিদ হোসেন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনুদ্দীন হাসান, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আব্দুল মান্নান, জেলা সমাজসেবা অফিসের উপ পরিচালক দেবাষিস সরদার, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হোসেন, পিটিআই সুপারিটেনডেন্ট মহাদেব ব্যাণার্জী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউদ্দিন আহমেদ, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস, সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক একেএম আবু সাঈদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অপূর্ব কুমার ভৌমিক, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সামিমা ইসমত আরা, সাতক্ষীরা টিএন্ডটি’র কর্মকর্তা প্রকৌশলী শোকর আনা রানা, ব্র্যাক প্রতিনিধি রেজাউল করিম খানসহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সাদিয়া আরেফিন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিজে পার্টিতে নাচ করবেন মিম!

‘আমি নেতা হবো’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন মিম। উত্তম আকাশ পরিচালিত ছবিটিতে গল্পের প্রয়োজনে মিমকে একটি আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে। এমনটিই জানিয়েছেন পরিচালক উত্তম আকাশ।

উত্তম আকাশ বলেন, ‘আগামীকাল রোববার এফডিসিতে ৪ নম্বর শুটিং ফ্লোরে একটি ডিজে পার্টির সেট নির্মাণ করা হয়েছে। সেখানে মিমের আইটেম গানের শুটিং হবে। ডিজে পার্টিতে নাচ করবেন মিম।’

ছবির গল্প প্রসঙ্গে উত্তম আকাশ বলেন, ‘পরিবারে অভাব ঘোচাতেই মিম ডিজে পার্টিতে নাচ করে। শাকিব খানের সাথে পার্টিতে মিমের দেখা হয়। আশপাশের সবাই মিমকে খারাপ মেয়ে মনে করে। একসময় শাকিব জানতে পারে মিম খারাপ মেয়ে নয়, সে অনেক ভালো একজন ডান্সার।’

ছবির ভালো দিকের কথা ব্যাখ্যা করে উত্তম আকাশ আরো বলেন, ‘আমি ছবিটিতে সমাজের কিছু বিষয় তুলে ধরতে চাই। ছবিতে কিছু সামাজিক বার্তা আছে। ডিজে পার্টিতে যাঁরা নাচ করেন, আমাদের সমাজের মানুষ তাঁদের খারাপ মনে করে। আসলে তা নয়, অনেকেই আছেন যাঁরা নিজের প্রয়োজনে বা ভালোবাসা থেকে নাচ করেন। এই বিষযটাও গল্পে উঠে আসবে।’

শাকিব খান এখন কলকাতায় আছেন। আগামীকাল ঢাকায় ফিরবেন তিনি। পরশু মিমের সঙ্গে শুটিংয়ে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। আগামীকাল মিম একাই শুটিংয়ে অংশ দেবেন।

আট বছর আগে ‘আমার প্রাণের প্রিয়া’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন শাকিব ও মিম। দীর্ঘদিন পর আবার জুটি বেঁধে অভিনয় করছেন তাঁরা। তাঁদের জুটি সম্পর্কে উত্তম আকাশ বলেন, ‘ছবিটিতে দর্শক একটি পরিপূর্ণ জুটি পাবেন। তাঁরা অনেক ভালো অভিনয় করেছেন। সুন্দর গল্প পর্দায় ফুটিয়ে তোলার জন্য ভালো শিল্পী ছাড়া সম্ভব নয়। আমি মনে করি, দর্শক ভালো একটি ছবি উপহার পাবে।’

ছবিটিতে শাকিব ও মিম ছাড়াও গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করছেন ওমর সানি ও মৌসুমী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাপড় থেকে ঘামের দাগ দূর করুন সহজে

খুব শখের সাদা শার্টটি আজ পরতে গিয়ে আলমারী থেকে বের করে মনটাই খারাপ হয়ে গেছে আপনার। আর তার কারণ হলো কাপড়ে বসে গেছে ঘামের দাগ। প্রচন্ড গরমে অতিরিক্ত ঘামলে যে কারও পোশাকেই ঘামের দাগ পড়তে পারে।

হালকা রঙ এর পোশাকে হলদেটে দাগ এবং গাঢ় রঙ এর পোশাকে পড়ে সাদাটে ছোপ ছোপ দাগ। কাপড় থেকে ঘামের দাগ দূর করার বেশ সহজ কিছু পদ্ধতি রয়েছে। জেনে নিন পদ্ধতিগুলো।

বেকিং সোডা
বেকিং সোডা ব্যবহার করে কাপড় থেকে বেশ সহজেই ঘামের দাগ দূর করা সম্ভব। ১ কাপ পানিতে ৪ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে মিশ্রন তৈরি করুন। কাপড়ের ঘামের দাগের অংশে এই মিশ্রণটি ভালো করে লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। এবার একটি পুরোনো নরম টুথব্রাশ দিয়ে ঘামের দাগের অংশটি ঘষে নিন। এরপর ১ ঘণ্টা এই মিশ্রণে কাপড়টি রেখে মিশ্রণটি রেখে দিন। এরপর ডিটারজেন্ট দিয়ে কাপড় ধুয়ে কড়া রোদে শুকিয়ে ফেলুন।

ভিনেগার
ঘরের রান্নার উপাদান ভিনেগার দিয়ে ঘামের দাগ দূর করা যায়। সম পরিমাণ পানি ও ভিনেগার মিশিয়ে মিশ্রন তৈরি করুন। একটি স্প্রে বোতলে মিশ্রণটি ভরে কাপড়ের যেসব স্থানে ঘামের দাগ আছে সেসব স্থানে স্প্রে করে দিন। স্প্রে বোতল না থাকলে হাত দিয়েই ছিটিয়ে দিন। আধা ঘণ্টা রেখে দিন। এরপর ডিটারজেন্ট দিয়ে কাপড় ভালো করে ধুয়ে কড়া রোদে শুকিয়ে নিন।

লেবুর রস
কাপড় থেকে ঘামের দাগ দূর করতে লেবুর রসও দারুণ কার্যকরী। একটি মাঝারী লেবুর রসের সঙ্গে এক কাপ পানি মিশিয়ে নিন। মিশ্রণটি ঘামের দাগের ওপর স্প্রে করে ২০ মিনিট রেখে দিন। এরপর ঘামের দাগের জায়গাটি ভালো করে ঘষে ডিটারজেন্ট দিয়ে কাপড়টি ধুয়ে ফেলুন।

টাইমস অব ইন্ডিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে চীনে আইজিপি

ইন্টারপোলের ৮৬তম বার্ষিক সাধারণ সম্মেলনে যোগ দিতে চীন পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক(আইজিপি) একেএম শহীদুল হক। এর আগে শুক্রবার রাতে তিনি চীনের উদ্দেশে ঢাকা ছাড়েন।

ইন্টারপোলের সদস্য দেশের প্রতিনিধিরা অপরাধ দমনে নিজেদের মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে আগামী ২৬ সেপ্টেম্বর চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হবে। বেইজিংয়ের চায়না ন্যাশনাল কনভেনশন সেন্টারে সম্মেলনের উদ্বোধন হবে ২৬ সেপ্টেম্বর সকালে। শেষ হবে ২৯ সেপ্টেম্বর।

আইজিপি সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা হলেন, ডিআইজি (অপারেশনস্) ও এনসিবি ঢাকার প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান, এআইজি (এনসিবি) মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, এআইজি (ইন্টেলিজেন্স এন্ড স্পেশাল এ্যাফেয়ার্স) মোঃ মনিরুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার আক্তার হোসেন।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সহেলী ফেরদৌস বলেন, বাংলাদেশের পুলিশ প্রধান সম্মেলনে ‘কাউন্টার টেররিজম : বাংলাদেশ প্রেক্ষিত’ বিষয়ে বক্তব্য রাখবেন। আইজিপি বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আন্তর্জাতিক ও আঞ্চলিক সন্ত্রাসবাদ, সন্ত্রাসের বিস্তার এবং বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও সন্ত্রাস দমনে ভূমিকা ইত্যাদি বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরবেন। তিনি সাম্প্রতিক সময়ে জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের কৃতিত্বপূর্ণ অবদান সম্পর্কেও বক্তব্য রাখবেন।

তিনি আরও জানান, সম্মেলনে ইন্টারপোলের সদস্য দেশের পুলিশ প্রধান এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। তারা অপরাধ, সংঘবদ্ধ অপরাধ এবং সাইবার অপরাধ প্রতিরোধে করণীয় নির্ধারণ এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন। এছাড়া সন্ত্রাসী কার্যকলাপ রোধ এবং সমসাময়িক চ্যালেঞ্জ ইত্যাদি বিষয়ও আলোচনায় স্থান পাবে।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest