সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা-২ আসনে এবি পার্টির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জি এম শাকিলবর্ণিল সাজে সাতক্ষীরায় লেকভিউ রাগবি সেভেনস ট্রফি’র উদ্বোধনপিআর পদ্ধতির দাবিতে সাতক্ষীরায় সেমিনারশ্যামনগরে আজাবা শাকের মেলা ও রান্না প্রতিযোগিতাসংকটের মুহূর্তে জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠা কালবেলার সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবেসাতক্ষীরায় শ্রমিক নেতা মনিকে আটকের প্রতিবাদে মানববন্ধনপিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দাবিতে সাতক্ষীরায় জামায়াতের মানববন্ধনআমরা গদির দখলের রাজনীতি করি না-দুর্নীতির ধার ধারি না- মুহাদ্দিস আব্দুল খালেকদেবহাটায় তারুণ্য মেলা ও তারুন্য ভাবনা বিষয়ক কর্মশালাশ্যামনগরে জলবায়ু পরিবর্তন ও লোকায়ত অভিযোজন চর্চা বিষয়ক কর্মশালা

কালিগঞ্জে সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষের অভিযোগ

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জের রতনপুরে সরকারি খালে বাঁধ দিয়ে দীর্ঘদিন মাছ চাষ করার করছে অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যান আশরাফুল হোসেন, আইয়ূব আলী শাহাজী ও তার সহযোগীদের বিরুদ্ধে।
সরেজমিন জানা গেছে, রতনপুর ইউনিয়নের মহিষকুড় গ্রামের জামায়াতের সক্রিয় কর্মী আফছার আলী শাহাজীর ছেলে মাদক ও চোরাচালানসহ একাধিক মামলার আসামি আইয়ূব আলী শাহাজী (৪৬)। চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকনের ঘনিষ্ঠ সহচর আইয়ূব আলী শাহাজীর নেতৃত্বে সরকারি খাল দখল করে মাছ চাষের পাশাপাশি চলছে নানা অপকর্ম। মহিষকুড় থেকে নূরনগরের মানিকখালী পর্যন্ত ১০ কিলোমিটার খালের মধ্যে (মহিষকুর থেকে গড়ইমহল) পযর্ন্ত ৩ কিলোমিটার খাল শাহাজীর নেতৃত্বে জবরদখল করে মাছ চাঁষ করছে ওই গ্রামের ইউসুফ শাহাজী ও ছবুর শেখ। খাল দখলের বিষয়ে আইয়ুব আলী এলাকায় প্রচার দিয়ে থাকেন তারা সরকারের থেকে বন্দবস্তো নিয়ে খাল মাটিতে ভরাট করে মাছ চাষের উপযোগী করে তুলেছে। এই খাল দখল করে নিয়েই ক্ষ্যান্ত নয় খালপাড়ে রমরমা মাদক ব্যবসার পাশাপাশি প্রায়ই সময় বসছে জুয়ার আসর। দখলবাজরা খাল দখল করে নিয়ে প্রকাশ্যে এসব অপকর্ম করলেও প্রশাসন অজ্ঞাত কারণে কোন ব্যবস্থা নিচ্ছে না বলে জানা যায়। এই বিষয়ে আইয়ুব আলী শাহাজীর মোবাইল নাম্বারে০১৭৩২-৮২৩৬৮৫ একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ না করাই যোগাযোগ সম্ভব হয়নি। খাল দখল করে মাছ চাষের বিষয় রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খোকনের নিকট জানতে চাইলে তিনি বলেন এ সকল বিষয়ে আমি অবগত নই। খাল জোর পূর্বক দখলের বিষয় সর্ম্পকে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর আহম্মেদ মাছুম বলেন কেউ আমাকে খাল দখলের বিষয়ে অবগত করেনি। তবে আমি আগামিকাল রতনপুর ইউনিয়ন সহকারী কর্মকর্তা সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এদিকে অবৈধভাবে খাল দখল কারীদের উচ্ছেদ করে খাল অবমুক্ত করার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে চোরাই পথে আসছে ভারতীয় বাগদার ডিম; ক্ষতিগ্রস্ত ঘের ব্যবসায়ীরা

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগরে অসাধু সিন্ডিকেট চোরাই পথে ভারত থেকে বাগদার ডিম এনে পোনা উৎপাদন করে মনোপলি ব্যবসা করে থাকে। এর ফলে বাঁধাগ্রস্ত হয় সরকারি সিদ্ধান্ত, ক্ষতিগ্রস্ত হয়ে থাকে ঘের ব্যবসায়ীরা।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, সরকার প্রতিবছর ২০ জুন থেকে পরবর্তী ৬৫ দিন সাগর থেকে মাদার চিংড়ি আহরণ নিষিদ্ধ ঘোষণা করে যা ২০ জুলাই পর্যন্ত বহাল থাকে। সাগরে মাদার চিংড়ি আহরণ বন্ধ থাকায় দেশের সব বাগদা চিংড়ি হ্যাচারিতে পোনা উৎপাদনের কাজ ২০ জুন থেকে সম্পূর্ণভাবে বন্ধ থাকে। বাগদা চিংড়ি চাষিদের থেকে জানাজায়, চোরাই পথে আসা ভারতীয় ডিমে উৎপাদিত পোনা খুবই দুর্বল ও নিম্নমানের। এমনকি কোন পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই এসব পোনা ঘেরে ছাড়লে ভাইরাস ও অন্যান্য জীবাণু ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। চিংড়ি চাষিরা এ পোনার বাজারজাত বন্ধে পদক্ষেপ নিয়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন এবং চিংড়ি শিল্পকে কালো হাত থেকে রক্ষার দাবি জানিয়েছেন।শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকার কয়েকজন ঘের ব্যবসায়ীর সাথে কথা বলে জানাযায়, অতি নিম্নমানের ডিমে ফুটানো মাছের রেনু ঘেরে দেওয়ার কারনে তারা পথের ফকির বুনে গেছে। এ পোনা ঘেরে ছাড়ার ৪০/৪৫ দিন পর থেকে মড়ক শুরু হয়। বাগদা চাষিদের এ পোনা ছাড়ার জন্য উদবুদ্ধ করে বিভিন্ন হ্যাচারির পক্ষ থেকে জানায়, এই এলাকার নদির পানিতে পোনা প্রসেসিং করায় ভাল বাগদা উদপাদন হবে বলে আমাদের ধোকা দিচ্ছে। সাতক্ষীরা অঞ্চলের একটি অসাধু সিন্ডিকেট চোরাই পথে ভারতের মাদ্রাজ ও কলকাতা থেকে সাতক্ষীরার ভোমরাসহ বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে বাগদার ডিম/নপলি দেশে আনা হয়। পরবর্তীতে অসাধু সিন্ডিকেট এ ডিম দিয়ে পোনা উৎপাদন করে অতিরিক্ত মূল্যে চাষীদের কাছে বিক্রি করে থাকে। বিকল্প কোন ব্যবস্থা না থাকায় খামারি/চাষীরা বাধ্য হয়ে এসব পোনা কিনে প্রতারিত হয়ে থাকে।
অনুসন্ধানে জানা গেছে, শ্যামনগরের উপজেলার রেডিয়েন্ট হ্যাচারী, খুলনা হ্যাচারী, নিউ যমুনা হ্যাচারী, খাজা ওয়ার্ছী হ্যাচারী, আরব হ্যাচারীর মালিকরা অধিক মুনাফা অর্জন ও নিজেদের প্রতিষ্ঠিত করতে সাধারণ মানুষ ও সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অল্প দিনে কোটি কোটি টাকা কামিয়ে চিংড়ি শিল্পকে হুমকির মধ্যে ফেলে দিচ্ছে। স্থানীয় সুশীল সমাজের মানুষেরা আগামী মৌসুমে যাতে করে এভাবে আবারো চিংড়ি শিল্প হুমকির মুখে না পড়ে এ জন্য জেলা প্রশাসন, বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এক ছবিতে ২১ চুম্বন, লেডি সিরিয়াল কিসার পেল বলিউড!

‘ইন্ডিয়ান বাবু’ ছবি দিয়ে বলিউডে অভিনয় শুরু করেন পাঞ্জাবি অভিনেত্রী গুরলিন চোপড়া। এবার মুক্তি পাচ্ছে তাঁর পরবর্তী ছবি ‘গেম ওভার’।
এই ছবিতে গুরলিন চোপড়াকে খোলামেলা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। জানা গেছে, ছবিতে ২১ টি চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন তিনি। আর তার জন মোট ১১৫টি রিটেক নিতে হয়েছে তাঁকে। অর্থাৎ, ছবি জুড়ে যে গুরলিন উষ্ণতা ছড়াবেন, সেটা স্পষ্ট। আর এই ছবি তার জন্য কার্যত গেম চেঞ্জার হতে পারে বলেই মনে করছেন অভিনেত্রী।

এর আগেও একাধিক আকর্ষণীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে ‘গেম ওভার’ ছবিতে একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে তাঁকে। একটি ছবিতে এতগুলি চুম্বনদৃশ্যে অভিনয় আগে কখনও করেননি কোনো বলি অভিনেত্রী। সুতরাং তাঁকে লেডি ইমরান হাসমি বলাই যায়।
কার্যত লেডি সিরিয়াল কিসারের খেতাব পাচ্ছেন তিনি।

ছবিটি পরিচালনা করছেন পরেশ বিনোদ্রয় সাভানি। একজন সাহসী, বুদ্ধিমতী নারীর চরিত্রে অভিনয় করেছেন গুরলিন। ছবিটিতে দেখানো হয়েছে, কখনও কখনও সৌন্দর্য কিংবা বুদ্ধি দিয়েও জীবনযুদ্ধে জয়ী হওয়া যায় না। আগামী ৮ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। গুরলিন ছাড়াও এই ছবিতে রয়েছেন রাজেশ শর্মা, যশপাল শর্মা ও রাকেশ বেদী। দেখুন ছবিটির ট্রেইলার-

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছোলার চমকপ্রদ গুণাগুণ

ছোলায় বিভিন্ন প্রকার ভিটামিন, খনিজ লবণ, ম্যাগনেশিয়াম ও ফসফরাস রয়েছে। এছাড়াও রয়েছে আরও অনেক উপকার।
উচ্চমাত্রার প্রোটিনসমৃদ্ধ খাবার ছোলা। কাঁচা, সেদ্ধ বা তরকারি রান্না করেও খাওয়া যায়। কাঁচা ছোলা ভিজিয়ে, খোসা ছাড়িয়ে, কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে একই সঙ্গে আমিষ ও অ্যান্টিবায়োটিক যাবে। আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায়। আর অ্যান্টিবায়োটিক যেকোনো অসুখের বিরুদ্ধে যুদ্ধ করে। ছোলার কিছু চমকপ্রদ গুণাগুণ হল-

রক্তচাপ নিয়ন্ত্রণে : আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখানো হয় যে, যে সকল অল্পবয়সী নারীরা বেশি পরিমাণে ফলিক এসিডযুক্ত খাবার খান তাদের হাইপারটেনশন এর প্রবণতা কমে যায়। যেহেতু ছোলায় বেশ ভাল পরিমাণ ফলিক এসিড থাকে সেহেতু ছোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। এছাড়া ছোলা বয়সসন্ধি পরবর্তীকালে মেয়েদের হার্ট ভাল রাখতেও সাহায্য করে।

হৃদরোগের ঝুঁকি কমাতে : অস্ট্রেলিয়ান গবেষকরা দেখিয়েছেন যে খাবারে ছোলা যুক্ত করলে টোটাল কোলেস্টেরল এবং খারাপ কোলেস্টেরল এর পরিমাণ কমে যায়।
ছোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের খাদ্য আঁশ আছে যা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয়। আঁশ, পটাসিয়াম, ভিটামিন ‘সি’ এবং ভিটামিন বি-৬ হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায়। এর ডাল আঁশসমৃদ্ধ যা রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে। এক সমীক্ষায় দেখা গেছে, যারা প্রতিদিন ৪০৬৯ মিলিগ্রাম ছোলা খায়, হৃদরোগ থেকে তাদের মৃত্যুর ঝুঁকি ৪৯% কমে যায়।

ডাল হিসেবে : ছোলা পুষ্টিকর একটি ডাল। এটি মলিবেডনাম এবং ম্যাঙ্গানিজ এর চমৎকার উৎস। ছোলাতে প্রচুর পরিমাণে ফলেট এবং খাদ্য আঁশ আছে সেই সাথে আছে আমিষ, ট্রিপট্যোফান, কপার, ফসফরাস এবং আয়রণ।

ক্যান্সার রোধে : কোরিয়ান গবেষকরা তাদের গবেষণায় প্রমাণ করেছেন যে বেশি পরিমাণ ফলিক এসিড খাবারের সাথে গ্রহণের মাধ্যমে নারীরা কোলন ক্যান্সার এবং রেক্টাল ক্যান্সার এর ঝুঁকি থেকে নিজিদেরকে মুক্ত রাখতে পারেন। এছাড়া ফলিক এসিড রক্তের অ্যালার্জির পরিমাণ কমিয়ে এ্যজমার প্রকোপও কমিয়ে দেয়। আর তাই নিয়মিত ছোলা খান এবং সুস্থ থাকুন।

কোষ্ঠকাঠিন্য দূর করে : ছোলায় খাদ্য-আঁশও আছে বেশ। এ আঁশ কোষ্ঠকাঠিন্য সারায়। খাবারের আঁশ হজম হয় না। এভাবেই খাদ্যনালী অতিক্রম করতে থাকে। তাই পায়খানার পরিমাণ বাড়ে এবং পায়খানা নরম থাকে।

ডায়াবেটিসে উপকারী : ১০০ গ্রাম ছোলায় আছে: প্রায় ১৭ গ্রাম আমিষ বা প্রোটিন, ৬৪ গ্রাম শর্করা বা কার্বোহাইড্রেট এবং ৫ গ্রাম ফ্যাট বা তেল। ছোলার শর্করা বা কার্বোহাইডেটের গ্লাইসেমিক ইনডেক্স কম। তাই ডায়াবেটিক রোগীদের জন্য ছোলার শর্করা ভাল। প্রতি ১০০ গ্রাম ছোলায় ক্যালসিয়াম আছে প্রায় ২০০ মিলিগ্রাম, লৌহ ১০ মিলিগ্রাম, ও ভিটামিন এ ১৯০ মাইক্রোগ্রাম। এছাড়া আছে ভিটামিন বি-১, বি-২, ফসফরাস ও ম্যাগনেসিয়াম। এর সবই শরীরের উপকারে আসে।

যৌনশক্তি বৃদ্ধিতে : যৌনশক্তি বৃদ্ধিতে এর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। শ্বাসনালিতে জমে থাকা পুরনো কাশি বা কফ ভালো হওয়ার জন্য কাজ করে শুকনা ছোলা ভাজা। ছোলা বা বুটের শাকও শরীরের জন্য ভীষণ উপকারী। প্রচুর পরিমাণে ডায়াটারি ফাইবার বা আঁশ রয়েছে এই ছোলায় ও ছোলার শাকে। ডায়াটারি ফাইবার খাবারে অবস্থিত পাতলা আঁশ, যা কোষ্ঠকাঠিন্য দূর করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘লাইফ সাপোর্টে’ মেয়র আনিসুল হক

লন্ডনে লাইফ সাপোর্টে আছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র, ব্যবসায়ী ও টিভিব্যক্তিত্ব আনিসুল হক। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।

মেয়র আনিসুল হকের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান জানিয়েছেন, আজ মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় আনিসুল হকের শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় তাঁকে ‘লাইফ সাপোর্টে’ নেওয়া হয়।

গত ৩১ অক্টোবর ফিজিওথেরাপির জন্য লন্ডনের অন্য একটি হাসপাতালে নেওয়া হয়। এর বেশি কিছু জানাতে রাজি হননি মিজানুর রহমান।

আনিসুল হক স্নায়ুরোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য গত ১৩ আগস্ট লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হন তিনি। জুলাইয়ের শেষ সপ্তাহে ব্যক্তিগত কারণে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন মেয়র।

আনিসুল হক একজন উদ্যোক্তা। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি ছিলেন। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় একাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেন।

২০১১ সালের ১ ডিসেম্বর গঠিত হয় ঢাকা উত্তর সিটি করপোরেশন। ২০১৫ সালের ২৮ এপ্রিল ওই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে মেয়র পদে নির্বাচন করেন আনিসুল হক। বিপুল জনসমর্থন নিয়ে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নেন। তিনিই ওই সিটি করপোরেশনের প্রথম মেয়র।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিয়ানমারে পোপ, মুখে নেই ‘রোহিঙ্গা’

মিয়ানমার সফর শুরু করেছেন খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সফরের আগেই মিয়ানমার সরকার পোপকে জানিয়ে দেয়, সফরে ‘রোহিঙ্গা’ শব্দ ব্যবহার করা যাবে না। এখন পর্যন্ত সেটাই মেনে চললেন। দেশটির রাজধানী নেপিদোতে দেওয়া ভাষণে একবারও ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার করেননি তিনি।

নেপিদোতে দেওয়া ভাষণে পোপ বলেছেন, ‘ধর্মীয় ভিন্নতাকে বিভেদ ও অবিশ্বাসের উৎস করা উচিত নয়।’ তিনি জানান, প্রয়োজন একতা, ক্ষমাশীলতা, সহনশীলতা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দ্বন্দ্ব, বিরোধ এসব শব্দ ব্যবহার করেছেন পোপ। তবে নিজের বক্তব্যে একবারও ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার করেননি তিনি।

আজ মঙ্গলবার মিয়ানমারের নেপিদোতে বক্তব্যে দেন পোপ। চারদিনের সফরে গতকাল সোমবার মিয়ানমারে পৌঁছান।

পোপ ফ্রান্সিস বলেন, ‘মিয়ানমারে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিরোধ চলছে।’

তিনি আরো বলেন, ‘মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ও ন্যায়বিচারের প্রতি প্রতিজ্ঞ মনোভাবের মাধ্যমে শান্তিপ্রতিষ্ঠা ও জাতীয় একতা প্রতিষ্ঠা করা যায়।’

সফরের আগেই মিয়ানমার সরকার পোপকে অনুরোধ জানায় ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার না করার।

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে গত ২৫ আগস্টের পর রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে। জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমারে চলছে ‘জাতিগত নিধন’।

কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা দেশে প্রবেশ করে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের দপ্তর জানিয়েছে এখন পর্যন্ত ৬ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিবন্ধন করছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। ওই সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ান জানিয়েছেন, ২৫ আগস্টের পর আট লাখের মতো রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

মিয়ানমার সফর শেষে বাংলাদেশে আসবেন পোপ ফ্রান্সিস। আগামী ৩০ নভেম্বর তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসবেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টেন্ডারবাজি, চাঁদাবাজি ছাত্রলীগের কাজ না -জেলা ছাত্রলীগের সম্মেলনে আব্দুর রহমান এমপি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। ঐতিহ্যবাহী এ সংগঠনটির ঐতিহ্য বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। পড়ালেখা বাদ দিয়ে শুধু রাজনীতি করলে হবে না। বঙ্গবন্ধু বলেছিলেন আগে পড়াশুনা তারপর রাজনীতি। ছাত্রলীগের প্রতিটি কর্মীদের সহনশীল আচরণ করতে হবে। টেন্ডারবাজি, চাঁদাবাজি ছাত্রলীগের কাজ না।
মঙ্গলবার বিকাল তিনটায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুর রহমান এমপি এসব কথা বলেন। এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহামান সোহাগ সম্মেলনের শুভ উদ্বোধন করেন।
সম্মেলনে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি তানভির হুসাইন সুজনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক এমপি, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জগলুল হায়দার, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনছুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সধারণ সম্পাদক এহসান হাবীব অয়ন প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, আমি বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ছাত্রলীগের একজন কর্মী হিসেবে গর্বিত। ২০১৩ সালে এই সাতক্ষীরায় সিটি কলেজ শাখার সভাপতি এবিএম মামুনসহ আওয়ামী লীগ ও যুবলীগের ১৭ জন নেতাকর্মীকে হত্যা করেছিল জামায়াত শিবির। পরবর্তীতে ছাত্রলীগের বলিষ্ঠ নেতৃত্বে সাতক্ষীরা এখন জামায়াত শিবির মুক্ত জেলা হিসেবে পরিচিতি লাভ করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় চারটি আসনে আওয়ামী লীগের জয়ের মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করে ছাত্রলীগকে প্রমান করবে তারা রাস্তায় ছিল আছে এবং থাকবে। তিনি আরও বলেন, আজকে এই সম্মেলনের মাধ্যমে যারা কমিটিতে আসবে তারা জামায়াত শিবির মুক্ত সাতক্ষীরা জেলা উপহার দেবে। আগামী নির্বাচনে ছাত্রলীগ অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্র্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে বেলনু উড়িয়ে এ ফুটবল টুর্র্নামেন্টের উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।
সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দিনের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা পুলিশ সুপার মো: আলতাফ হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ইলিয়াস হোসেন, সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সিরাজুল ইসলাম খান প্রমুখ।
উদ্বোধনী খেলায় স্বাগতিক সাতক্ষীরা পৌরসভা দল বনাম শ্যামনগর উপজেলা দল অংশ নেয়। খেলার প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। খেলার দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মাথায় সাতক্ষীরা পৌরসভা দলের ১১ নং জার্সিধারী খেলোয়ার ইব্রাহিম ১টি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। এর পর দ্বিতীয়ার্ধের ঠিক ২৫ মিনিটের মাথায় শ্যামনগর উপজেলা দলের ৫ নং জার্সিধারী খেলোয়ার বিপ্রজিৎ ১টি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনতে সক্ষম হয়।
পরবর্তীতে কোন দলই আর গোল করতে পারেনি। লীগ পদ্ধতির এই খেলায় ১-১ গোলে ড্র হলে উভয় দল ১ পয়েন্ট করে পায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest