সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাস বর্জনসাতক্ষীরায় আদালতের নির্দেশ উপেক্ষা করে ভাইয়ের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগবাংলাদেশে চাঁদাবাজদের কোনো জায়গা হবে না: নাহিদ ইসলামসাতক্ষীরায় স্মার্ট মেডিকেল সেন্টারে ‘জুলাই বিপ্লব ফ্রি মেডিকেল ক্যাম্প’কলারোয়ায় এক ইজিবাইক চালকের লাশ উদ্ধারসাতক্ষীরায় দায়িত্বরত অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যুজিপিএ-৫ প্রাপ্তদের সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সংবর্ধনাসাতক্ষীরায় আসছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা : চলছে প্রস্তুতির শেষ মুহূর্তের কাজসাতক্ষীরায় নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস মৎস্য ঘেরে : আহত ১৪তালায় জুলাই আহত ও নিহতদের স্মরণে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট

সিনহার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

প্রধান বিচারপতির এস কে সিনহার পদত্যাগ পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে সিনহার পদত্যাগপত্র বঙ্গভবনে পৌঁছালে তা গ্রহণ করা হয় বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।

এর আগে শুক্রবার স্থানীয় সময় সকাল ১০ টায় সিঙ্গাপুর থেকে কানাডার উদ্দেশে রওনা হওয়ার পূর্বে তিনি পদত্যাগ করেন বলে তার পারিবারিক সূত্রে জানা গিয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে সরকারি সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

অসুস্থতার কারণ দেখিয়ে ১০ নভেম্বর পর্যন্ত ছুটি নিয়ে গত ১৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধান বিচারপতি এস কে সিনহা। ঢাকা ত্যাগের পূর্বে এক খোলা চিঠিতে বিচারপতি সিনহা দাবী করেন তিনি অসুস্থ নন। ছুটি শেষে তিনি দেশে ফিরে আসবেন বলেও চিঠিতে উল্লেখ করেন।

বেশ কিছুদিন সস্ত্রীক অস্ট্রেলিয়ায় তার বড় কন্যার বাসায় অবস্থানের পর গত সোমবার চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সিঙ্গাপুরের ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউট হাসপাতালে তিনি চারদিন চিকিৎসা নেন। চিকিৎসা শেষে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু এক অজানা কারণে তিনি দেশে না ফিরে কানাডায় উদ্দেশে সিঙ্গাপুর ত্যাগ করেন। কানাডায় যাওয়ার পূর্বে তিনি পদত্যাগপত্রে সই করেন বলে পারিবারিক সূত্র জানায়।

উচ্চ আদালতের বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল ঘোষণা করে গত জুলাই মাসে রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বাতিলের পূর্ণাঙ্গ রায়ে রাষ্ট্র, সমাজ, রাজনীতি, নির্বাচন কমিশন, সংসদ ও বিচারব্যবস্থা নিয়ে নানা পর্যবেক্ষণ দেন প্রধান বিচারপতি এস কে সিনহা। রায়ের ওই পর্যবেক্ষণ নিয়ে প্রধান বিচারপতির সমালোচনায় সরব হন সরকার দলীয় মন্ত্রী-নেতারা। এমনকি এসব পর্যবেক্ষণ স্বতঃপ্রণোদিত হয়ে প্রত্যাহারের জন্য প্রধান বিচারপতির প্রতি দাবি জানানো হয়। রায় নিয়ে এই টানাপড়েনের মধ্যেই ১৩ অক্টোবর এক মাসের ছুটিতে যান তিনি। ছুটিতে থাকা অবস্থায় বিদেশে বসে তিনি পদত্যাগ করলেন।

তার অনুপস্থিতিতে গত এক মাস ধরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যৈষ্ঠ বিচারক বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফের বাবা হচ্ছেন ৬২ বছর বয়সী ‘মিস্টার বিন’

ব্রিটিশ কমেডিয়ান অভিনেতা মি. বিন নতুন করে বাবা হতে যাচ্ছেন। ব্রিটিশ এই তারকা অভিনেতা ‘মিস্টার বিন’ ৬২ বছর বয়সে বাবা হতে চলেছেন।

মিস্টার বিন নামে পরিচিত হলেও, তার প্রকৃত নাম রোয়ান অ্যাটকিনসন।

মিস্টার বিনের প্রেমিকা ২৯ বছর বয়সী অভিনেত্রী লুইস ফোর্ড তাকে সন্তানের বাবা ডাক শোনাতে যাচ্ছেন। সবকিছু ঠিক ঠাক থাকলে কয়েক সপ্তাহের মধ্যেই সন্তানের মুখ দেখতে পাবেন মিস্টার বিন ও লুইস ফোর্ড যুগল।

মিস্টার বিনের প্রথম স্ত্রী বিবিসির মেকআপ আর্টিস্ট সুনেত্রা শাস্ত্রীর (৫৫) সঙ্গে বিচ্ছেদ হয় ২০১৪ সালে। তাদের বেন (২৩) ও লিলি (২১) নামে দুটি সন্তান রয়েছে। কয়েক বছর আগে মেয়ে লিলি বাবার সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছেন।

রবিবার (১২ নভেম্বর) গর্ভবতী লুইস ফোর্ডের ছবি প্রথম সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এরপর এই জনপ্রিয় কমেডিয়ান অভিনেতার বাবা হওয়ার খবর সামনে চলে আসে।

‘দ্য কোয়ার্টারমেইনস টার্মস’ নাটকে অভিনয়ের সময় মিস্টার বিন ও লুইস ফোর্ডের প্রথম পরিচয়। বিচ্ছেদের পরে মি. বিন পুরোপুরি লুইস ফোর্ডের প্রেমে পড়েন। তারপর থেকেই দু’জনে উত্তর লন্ডনে ৪৬ লাখ পাউন্ড ব্যয়ে নির্মিত কটেজে একসঙ্গে থাকছেন।

এখন পর্যন্ত বিয়ে না হলেও তাদের ভালোবাসায় এতটুকু কমতি নেই। সূত্র: ডেইলি মেইল

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমিই শাকিবের প্রিয়তমা : বুবলী

কেমন আছেন?

বেশ ভালো আছি। কিছুটা ব্যস্তও বটে।

কী নিয়ে এত ব্যস্ততা?

বর্তমানে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ নিয়ে ব্যস্ত রয়েছি। এ ছাড়া বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের প্রাথমিক কথা-বার্তাও চলছে।

শোনা যাচ্ছে, শাকিব খানের প্রিয়তমা ছবিতে আপনি অভিনয় করছেন…

হ্যাঁ, কথাটা সত্য। আসলে এই ছবির প্রস্তাব পেয়েছিলাম ছয় মাস আগে। হিমেল আশরাফ তখন ছবির কাহিনী শুনিয়ে ছিলেন। পাশাপাশি ইচ্ছা পোষণ করেছিলেন শাকিব খান ও আমাকে নিয়ে এটি নির্মাণের। এর মধ্যে শাকিব খানও বেশ ব্যস্ত হয়ে পড়েন। তাই চিত্রনাট্য হাতে পাননি তিনি। সম্প্রতি ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ শুটিংয়ের ফাঁকে শাকিব খান গল্পটি শোনেন।

তারও মনে ধরে এটি। একটা পর্যায়ে ছবিটি প্রযোজনার সিদ্ধান্ত নেন। সত্যি বলতে কি ছবিটির কাহিনীতে ভিন্নতা রয়েছে।

ছবি তৈরির আগে বেশির ভাগ সময় কাহিনীর ভিন্নতা কথাটা শোনা যায়…

আপনার কথাটা ফেলে দিতে পারব না। কিছুটা হলেও সত্য। তবে ‘প্রিয়তমা’ ছবিটির কাহিনী সত্যি একটু ভিন্ন। বাকিটা না হয় পর্দা উঠলেই  বোঝা যাবে। এ ছাড়া শাকিব খানের মতো সুপারস্টারের সঙ্গে কাজ করা যে কোনো নায়িকার জন্য বড় পাওয়া বলে মনে করি।   সেখানে তার নিজের প্রোডাকশন হাউস থেকে কাজের সুযোগ পাওয়া আরও সৌভাগ্যের। এটি আমার জন্য অন্যতম মাইলফলক হবে।

তার মানে শাকিব খানের প্রিয়তমা আপনি?

হা. হা.. হা… সিনেমাটিক ওয়েতে বললে তাতো বলতেই হয়। ছবিতে শাকিব খানের ‘প্রিয়তমা’ আমি।

আর হার্টর্িবট প্রোডাকশনের ছবিটা…

আশিক ভাইয়ের কাজ এক কথায় দুর্দান্ত। ইতিমধ্যে বেশ কয়েকটি ভালো কাজ করেছেন তিনি। তা ছাড়া তাপসী ম্যাডাম একজন সিনেমাপ্রেমী মানুষ। তাই এই প্রোডাকশনের কাজ করা মানে আরও ভালো কিছু শেখা। এই ছবিতেও শাকিবের বিপরীতে দর্শকরা পাবেন আমাকে। তবে শিগগিরই তাদের (দর্শকদের) জন্য চমক রয়েছে সামনে।

চমক, একটু পরিষ্কার করে বলবেন কি?

শিগগিরই নতুন নায়কের বিপরীতে দেখা যাবে আমাকে। এ ছাড়া একটি ধারণা পরিষ্কার করতে চাই। আমার এবং শাকিবের যে ছবিগুলো নির্মিত হচ্ছে বা সামনে হবে সেগুলো তো আর এক সঙ্গে মুক্তি পাচ্ছে না। আরও ২ থেকে ৩ বছর লেগে যাবে এগুলো ফাঁকে ফাঁকে পর্দায় উঠতে। আমাদের ছবি মুক্তি পেয়েছে মাত্র ৪টি। আসলে অন্য নায়কের সঙ্গে এখনো ছবি মুক্তি না পাওয়ায় মনে হচ্ছে আমরা যেন জুটি বেঁধে কত ছবি করে ফেলেছি।

এই স্বল্প ক্যারিয়ারে প্রত্যাশা ও প্রাপ্তি…

কোনো অনুষ্ঠানে দর্শকরা যখন আমাকে চেনে, সেলফি তুলতে চায় তখন বিষয়টা সত্যি আনন্দের। চেষ্টা করছি অভিনয়ের সেরাটা নিংড়ে ঢেলে দিতে। এ ছাড়া পরিচালক হিসেবে নবীন এবং প্রবীণের সঙ্গে কাজের সুযোগ হচ্ছে আমার। তরুণরা নিত্যনতুন আইডিয়া ছবিতে আনছেন। যা সিনেমার জন্য পজেটিভ। আর  প্রবীণদের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। দুই প্রজন্মের পরিচালকদের সঙ্গে কাজ করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুরুষের সাজে সানি লিওন

শরীর জুড়ে কালো পোশাক। জামার উপরে জ্যাকেট।
রাগী দৃষ্টিভঙ্গিতে সামনের দিকে তাকিয়ে আছেন। মুখের কাছেই একটা মাইক্রোফোন রাখা। দেখার পর যে কেউই মনে করবে এটা কোনো একজন পুরুষ মানুষের ছবি। কিন্তু আসলে তা নয়। ছবিটি মূলত সানি লিওনের; তিনি তার এই পুরুষ বেশের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেছেন।

ইন্টারনেট দুনিয়াতে সানির যত সব হট লুকের ছবি ঘোরাফেরা করে বেড়ায়। তবে এবারই প্রথম সে পুরুষ লোকের কোনো ছবি শেয়ার করলেন।

কিন্তু হঠাৎ করেই এই নায়িকা কেনো পুরুষ সাজতে গেলেন তা নিয়ে তার ভক্তরা ইনস্টাগ্রামে হামাগুড়ি দিয়ে নেমেছেন। তবে সানি সেখানে কোন উত্তরই দেয়নি।
তার ছেলে সাজার ভিডিওটি পোস্ট করার পর ক্যাপশনে লিখেছেন যে, পুরুষ হওয়া খুব সহজ কাজ নয়।

সানি তেরা ইন্তেজার ছবিতে আরবাজ খানের সাথে অভিনয় করেছেন। সেখানে সানিই ছবির নায়িকা। সম্প্রতি কয়েকদিন পূর্বেই সেই ছবির আইটেম গানটি উন্মুক্ত হয়। গানটিতে সানি লিওনকে দেখা গেছে আইটেম ডান্সারের চরিত্রে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সদর উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : সোমবার সকাল ১১টায় বাংলাদেশ কৃষকলীগ সদর উপজেলা শাখার বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষকলীগের আহবায়ক স.ম তাহমিনুর রহমান টুটুল। প্রধান অতিথি ছিলেন, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু। বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনঞ্জুর হোসেন, সহ-সভাপতি স.ম আতিয়ার রহমান, দপ্তর সম্পাদক আতিয়ার রহমান, পৌর কৃষকলীগের আহবায়ক শামছুজ্জামান জুয়েল প্রমুখ। এছাড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আগত সভাপতি- সম্পাদক, আহবায়ক-যুগ্ম আহবায়কবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা কৃষকলীগ নেতা শাহ আলম শাহীন। উক্ত বর্ধিত সভায় সদর উপজেলার ১৪টি ইউনিয়নের সাংগঠনিক আলোচনা এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের পতাকাতলে একতা বদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সরকারি চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধসহ ৭ দফা দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় সরকারি ডাক্তারদের প্রাইভেট চেম্বার বন্ধসহ সাত দফা দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় সাতক্ষীরায় দেশপ্রেমিক পরিষদ ও মানবতার তরুণ সংস্থার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা দেশ প্রেমিক পরিষদ ও মানবতার তরুণ সংস্থার প্রতিষ্ঠাতা আলাউদ্দিন, মানবতার তরুণ সংস্থার সহ-সভাপতি রাসেল মোল্লাহ, সহ-সভাপতি নাজমুল সাকিব, সাধারণ সম্পাদক হাসেম চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসকদের অবহেলার কারনে রোগীরা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, যে কারনে ভুল চিকিৎসায় অনেক রুগীর মৃত্যুও হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। নার্সদের দিয়ে হাসপাতাল পরিচালনা করা, বিশেষজ্ঞ ডাক্তারদের সাইনবোর্ড লাগিয়ে রোগীদের সাথে প্রতারোনা করা হচ্ছে। অবিলম্বে সরকারের এ সকল বিষয়ে গুরুত্ব দেয়ার আহবান জানান বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর উদ্বোধন ও অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের অবিভাবক সমাবেশ ও কোমলমতি শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়েছে। সকালে সাতক্ষীরা পৌরসভার ব্যবস্থাপনায় ৬০ জন কোমলমতি প্রতিবন্ধী শিক্ষার্থীকে এ কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।
এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগার, শিক্ষক প্রতিনিধি হাবিবুল্লাহ হাবিব, সহকারি শিক্ষক আসাদুজ্জামান আসাদ, সাইফুর রহমান, ফাহমিদা খাতুন, রাজমিতা মন্ডল, সুমি ও কামরুজ্জামানসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী এবং অবিভাবকবৃন্দ। স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পর অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, আটক ১

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগরে নওয়াবেঁকীতে জয়শ্রীর মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতে একই এলাকার দশম শ্রেণির এক ছাত্রীকে আরিফুল (২২) নামের এক লম্পট তার ইচ্ছার বিরুদ্ধে ঝাপটে ধরে ধর্ষনের চেষ্টা করে। এ ঘটনায় ছাত্রীর আত্মীয়রা প্রতিবাদ করলে তাদেরকেও মারপিট করে আহত করে। ছাত্রীর পিতা শাহাদাৎ হোসেন বাদী হয়ে ৭ জনকে আসামী করে শ্যামনগর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। থানা পুলিশ ১ নং আসামীকে গ্রেপ্তার করেছে। এজাহার সূত্রে প্রকাশ, শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী ছফুরুন্নেছা বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী (প্রয়াত সাংবাদিক) লুৎফার রহামনের নাতনী। স্কুল ছাত্রী ¯ু‹লে যাওয়া আসার পথে লম্পট আরিফুল ও তার সঙ্গীরা প্রায় সময় তাকে উত্যক্ত করত। সোমবার স্কুলের কোচিং থেকে বাড়ি ফেরার পথে জনৈক মজিবর রহমানের বাড়ির সামেনে পৌঁছালে পূর্বে থেকে ওতপেতে থাকা লম্পট আরিফুল ও তার সঙ্গীদের নিয়ে ছাত্রীর গতিরোধ করে। এক পর্যায়ে তার পরিহিত ওড়না কেড়ে নেয় এবং তাকে ঝাপটে ধরে টানা হেঁচড়া করে ধর্ষনের উদ্দেশ্যে পার্শ্ববর্তী সবজি খেতে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। ছাত্রীর আত্মচিৎকারে তার নানী সহ অন্যান্য মহিলারা ছুটে এসে প্রতিবাদ করলে লম্পট ও তার আত্মীয় স্বজন সহ সঙ্গীরা তাদেরকে মারপিট করে। আহত স্কুল ছাত্রী বর্তমানে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ছাত্রীর পিতা শাহাদাৎ হোসেন বাদী হয়ে ৭ জনকে আসামী করে শ্যামনগর থানায় এজাহার দায়ের করেছেন। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী বলেন, এ ধরনের ঘটনা আমি কখনও প্রশ্রয় দেব না। আমি যতদিন শ্যামনগর থানায় দায়িত্ব পালন করব ততদিন যেন জয়শ্রীর মতো আর কোন ছাত্রীর মর্মান্তিক মৃত্যু না ঘটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest