সর্বশেষ সংবাদ-
ব্যবসায়ীকে মারধরের ঘটনার ভিডিও করায় সাংবাদিকদের মারপিটের অভিযোগ ডা; ফয়সালের বিরুদ্ধেতাপদাহে রিকশাচালক-পথচারী‌দের‌ মাঝে ড্রিম সাতক্ষীরার পা‌নি ও স্যালাইন বিতরণআন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিস চত্বরে মরা শিশু গাছে ঝুঁকি বাড়ছেকলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন লাল্টুর গণ সমাবেশএডভোকেসি নেটওয়ার্ক এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের ত্রৈমাসিক সমন্বয় সভাশ্যামনগরের কৈখালী পোলের খাল খনন কর্মসূচির উদ্বোধনশ্যামনগরে সালাতুল ইস্তেকার নামাজ আদায়তীব্র তাপদাহে পুড়ছে উপকুলীয় জেলা সাতক্ষীরা, তাপমাত্রা আজ সর্বোচ্চ ৩৯.৩ ডিগ্রিদেবহাটায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময়

রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ ও পুনর্বাসনে সেনাবাহিনীর কাজ শুরু

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ ও পুনর্বাসনে কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে তারা কাজ শুরু করে।

মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের মানবিক সহায়তায় কক্সবাজার জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী রোহিঙ্গা ক্যাম্পে সার্বক্ষনিক কাজ করবে তারা। এছাড়া স্যানিটেশন ব্যবস্থা থেকে শুরু করে শেড নির্মাণ ও ত্রাণ বিতরণে অংশগ্রহণ করবে সেনাবাহিনী।

কক্সবাজার জেলা প্রশাসক জানিয়েছেন, রোহিঙ্গাদের ঢল নামার পর থেকেই প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। তারা নানা কারণে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। যেসব ক্যাম্পে যোগাযোগ ব্যবস্থা দুর্বল সেসব ক্যাম্পে যাতায়াতের জন্য সেনাবাহিনী রাস্তা নির্মাণ ও সংস্কার কাজ করবে। তিনি সব ধরনের ত্রাণ জেলা প্রশাসনের মাধ্যমে প্রদানের জন্য আবারও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা পুলিশের অভিযানে ২৯ জন আটক

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা পুলিশের অভিযানে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত বিভিন্ন মামলার ২৯জন আসামীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৯জন, কলারোয়া উপজেলায় ৪জন, তালা উপজেলা ৩জন, কালিগঞ্জ উপজেলায় ২জন, শ্যামনগরে ২জন, আশাশুনিতে ৪জন, দেবহাটায় ২জন ও পাটকেলঘাটায় ১জন। এছাড়া ডিবি পুলিশের ১জন কে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে ১২০ পিচ ইয়াবা, ১ গ্রাম হিরোইন, টি.ডি ইনজেকশন৪ এ্যামপুল ও ৭০ গ্রাম গাজা উদ্ধার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আটককৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় গলায় দড়ি দিয়ে গৃহবধুর আত্মহত্যা

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় গলায় রশি দিয়ে গৃহবধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। জানা যায় শুক্রবার সকাল ৭টায় থানার সরুলিয়া গ্রামে শিমুলের স্ত্রী ফাহিমা বেগম (২৫) অভিমানে ঘরের আড়ায় গলায় দড়ি দিয়ে আতœহত্যা করে। বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পথিমধ্যে তার মৃত্যু হয়। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোল্যা জাকির হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটা বড়বিলা খালে মাছের পোনা অবমুক্ত

পাটকেলঘাটা প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় পাটকেলঘাটার বড়বিলা খালে মাছের পোনা অবমুক্ত করন কর্মসুচির উদ্বোধন করেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এ উপলক্ষে আলোচনা সভা সংস্থার পরিচালক শেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, উন্নয়ন প্রচেষ্টার মৎস্য কর্মকর্তা হুমায়ুন কবির, পিকেএস এফ এর সমন্ময়কারী আব্দুল হাকিম, সমন্ময়কারী আবুল বাশার। এ সময় উপস্থিত ছিলেন এস এম মুজিবুর রহমান, সমন্ময়কারী গোলাম আযম, এরিয়া ব্যবস্থাপক আবুল কাশেম, হুমায়ুন কবীর(পিসি), কৃষি সংগঠক নয়ন হোসেন, পাটকেলঘাটা শাখা ব্যবস্থাপক সিদ্দিকুর রহমানসহ সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বড়বিলা খালে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাদাকাটিতে চারদলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চাঁদপুর জয়ী

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার কাদাকাটি যুব মজলিস ফুটবল মাঠে শুক্রবার বিকাল ৫টায় চারদলীয় নকআউট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কাদাকাটি যুব মজলিস এর আয়োজনে হাজার হাজার ফুটবল প্রেমিক দর্শক দৃষ্টিনন্দন উত্তেজনাপূর্ণ খেলাটি উপভোগ করেন। খেলায় সদর উপজেলার ভালুকা চাঁদপুর যুব সংঘ ও আশাশুনি উপজেলার শ্রীউলা ইয়াং স্টার মুসলিম ক্লাব জোর প্রতিদ্বন্দ্বিতা করেন। উত্তেজনাপূর্ণ খেলায় ২-০ গোলের ব্যবধানে শ্রীউলা ইয়াং স্টার মুসলিম ক্লাবকে পরাজিত করে ভালুকা চাঁদপুর যুব সংঘ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলাশেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কাদাকাটি যুব মজলিস সভাপতি মহাসিন আলী বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেবাশীষ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা সমাজ সেবা অফিসার মিজানুর রহমান, আশাশুনি উপজেলা আ’লীগ সাংগাঠনিক সম্পাদক বিমালকৃষ্ণ গাইন, ওয়ার্ড আ’লীগ সভাপতি আলহাজ্ব ডাঃ গ্ওাছুল হক, অবঃপ্রাপ্ত শিক্ষক রজব আলী, ইউপি সদস্য রফিকুল ইসলাম পান্না, আবু হাসান বাবু,অমৃত কুমার সানা, হরে কৃষ্ণ মন্ডল, চিংড়ী ব্যবসায়ী সাইদুর রেজা, সাবেক ইউপি সদস্য আলহাজ¦ নূরুল ইসলাম মালী, সমাজ সেবক আবুল কালম প্রমুখ। খেলা পরিচালনা করেন মোঃ আবুল বাশার। সহকারি পরিচালনায় ছিলেন আনিছুর রহমান ও বরুন সানা। খেলাটির সার্বিক তত্বাবধায়নে ছিলেন কাদাকাটি যুব মজলিসের সকল সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেয়র আনিসুলের অবস্থার উন্নতি; কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে নেয়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক : লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) থাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে নেয়া হয়েছে। তিনি এখন নিজে থেকেই শ্বাস নিতে পারছেন।
মেয়র আনিসুল হকের ঘনিষ্টজন বলে পরিচিত আব্দুন নূর তুষার জানান, কিছুদিন ধরে মেয়র নিজে থেকেই শ্বাস নিচ্ছেন। তবে তাকে এখনও নিবিড় পর্যবেক্ষণে রাখা রয়েছে।
তিনি আরও জানান, মেয়রকে ঘুম পাড়িয়ে রাখা হলেও ঘুমে ওষুধের মাত্রা কমিয়েছেন চিকিৎসকরা। নিজ থেকে স্বাভাবিকভাবে ঘুম থেকে পুরোপুরি জেগে ওঠার পর তার শরীরে রোগটি কতখানি প্রভাব ফেলেছে, সে ব্যাপারে জানতে পারবেন চিকিৎসক। সেভাবে তাকে পরবর্তী চিকিৎসা দেওয়া হবে।
গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবার লন্ডন যান আনিসুল হক। সেখানে চিকিৎসা চলার মধ্যেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে লন্ডনের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। মেয়রের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান জানান, মেয়রের এই অসুস্থতার বিষয়টি বাংলাদেশে ধরা না পড়লেও তিনি প্রায় দুই মাস যাবত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঝাউডাঙ্গায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : মুক্তিযোদ্ধরা এ দেশের শ্রেষ্ঠ সন্তান। বিগত জামায়াত বিএনপি জোট সরকারের আমলে এই শ্রেষ্ঠ সন্তানদের মূল্যায়ন করেনি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয়বার ক্ষমতায় এসে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করায় দেশ আজ এগিয়ে যাচ্ছে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে আজ মুক্তিযোদ্ধা সন্তানদেরও সরকার মূল্যায়ন করছে। জঙ্গি ও সন্ত্রাসমুক্ত উন্নত এক সোনার বাংলা গড়তে মুক্তিযোদ্ধা সন্তানদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। গড়ে তুলতে হবে আগামীর এক সুন্দর বাংলাদেশ। এজন্য মানবতা বিরোধী জঙ্গি ও সন্ত্রাসীদের সামাজিকভাবে বয়কট করে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
শুক্রবার বিকাল ৪টায় সদর উপজেলা ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসানুল ইসলাম। আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি, সদর উপজেলা মুক্তযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদর উপজেলা শাখার সদস্য সচিব জোছনা আরা, রিয়াজুল ইসলাম, নাসির উদ্দিন, মো. মামুন, সেহেলী ফেরদৌস, আনোয়ার হোসেন ও সেলিমুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়নের মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, ডা. আবুল হোসেন, ফজর আলী, রফিকুল ইসলাম, অতুল সরকার, আব্দুল মোমেন। আলোচনা সভা শেষে সভার ৭ সদস্য বিশিষ্ট ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কমিটি গঠন করা হয়। এতে আব্দুল খালেক সভাপতি, হুমায়ন কবির লিটু সাধারণ সম্পাদক নিবার্চিত হয়। এছাড়া সহ-সভাপতি পদে সরোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ পদে আবুল কালাম আজাদ ও কার্যকারী সদস্য হিসেবে অজিত কুমার মন্ডল ও আব্দুর রাজ্জাক নির্বাচিত হন। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কমিটি গঠনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মতিয়ার রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় নারীসহ আ ‘লীগ নেতা গ্রামবাসীর হাতে আটক

 

নিজন্ব প্রতিবেদক : অসামাজিক কার্যকালাপের অভিযোগে সাতক্ষীরার তালায় গ্রামবাসির হাতে আটক হয়েছে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি। সংবাদ পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

শুক্রবার (২২সেপ্টেম্বার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তালা উপজেলার জালালপুর ইউনিয়ের কৃষ্ণকাটী গ্রামে এঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তির নাম মো: সাইফুল গাজী (৪২)। তিনি কৃষ্ণকাটী গ্রামের মকবুল গাজীর ছেলে ও জালালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

গ্রামবাসীর ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে কৃষ্ণকাটী গ্রামের আব্দুল মালেকের স্ত্রীর সাথে মকবুল গাজীর ছেলের সাইফুল গাজীর অবৈধপ্রেমের সম্পর্ক চলছিল।

অবৈধ সম্পর্কের জেরধরে শুক্রবার সন্ধ্যায় সাইফুল গাজী মালেকের বাড়িতে অসামাজিক কাজে লিপ্ত থাকায় স্থানিয় গ্রামবাসির হাতে ধরা পড়ে। পরে এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে তাদের দুইজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনা সত্যতা স্বীকার করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest