সর্বশেষ সংবাদ-
জলবায়ু পরিবর্তনে মানবাধিকার নিশ্চিতকরণে শ্যামনগরে এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভালাপা প্রকল্পের জেলা পর্যায়ে স্টেকহোল্ডার পরামর্শ সভাসাতক্ষীরায় যৌথবাহিনির অভিযানে অস্ত্র-মাদকসহ তিনজন আটকসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাসাতক্ষীরা কারা মহাপরিদর্শকের বিরুদ্ধে মানহানি মামলাসাতক্ষীরায় গ্রিলের তালা ভেঙে দুর্ধর্ষ চুরিসাতক্ষীরার লাবসা বাইপাস সড়কে মোটরযানের উপর মোবাইল কোর্টদেবহাটায় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে স্কুল শিক্ষক ও আয়া আটক কালিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক-৩সাংবাদিক কামরুজ্জামানের শ্যালকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

কলারোয়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

কলারোয়া ডেস্ক : কলারোয়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। ‘সবার জন্য সবসময়’ -স্লোগানে বুধবার বেলা ১২টার দিকে প্রাইমারি স্কুল গেটের পাশে মালেকা টাওয়ারে ব্যাংকটির শাখার পথচলা শুরু হয়। এ উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ১৮বছর বয়সী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৬৬তম এ শাখার উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো.আলী। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়- ‘ব্যাংকটির এই শাখার একজন গ্রাহক দেশের এখন পর্যন্ত ১৬৬টি শাখারও গ্রাহক। গ্রাহক তার চেক বইয়ের মাধ্যমে দেশের যেকোন শাখা থেকে টাকা উত্তোলন করতে পারবেন আবার টাকা জমা দিতেও পারবেন। অত্যাধুনিক প্রযুক্তি ও সফটওয়ারের মাধ্যমে অনলাইন ব্যাংকিং সেবা নিশ্চিতকরণে এগিয়ে চলেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- ‘গ্রাহকদের সেবা নিশ্চিতকরণে ব্যাংকটি দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। বর্তমানের বিশ্বায়নের যুগে তাৎক্ষনিক সেবা প্রদানে অন্যান্য ব্যাংকের চেয়ে এগিয়ে থাকবে বলে বিশ্বাস
করি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ এমএ ফারুক, জেলা পরিষদের সদস্য শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আবুল বাশার, ব্যাংকটির জেএসডি প্রধান নজরুল ইসলাম ও ব্যবস্থাপক মনিরুল ইসলাম ।
এসময় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঝিনাইদহ শাখার ব্যবস্থাপক আব্দুর রউফ, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ অহিদুল আলম মন্টু, ইউনুস আলী, বাজার কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা ফারুকুজ্জামান, মাওলানা আব্দুল বারি, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, কলারোয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, যুগ্ম- সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, রিপোটার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশসহ শিক্ষানুরাগী, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও সুধিজনেরা উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলোয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা শেখ কামরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলনা আঞ্চলিক প্রধান আব্দুর রশীদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা ন্যাপ নেতা চিরকুমার কাজী সাঈদ আর নেই

আসাদুজ্জামান : সাতক্ষীরা জেলা ন্যাপের সাধারণ সম্পাদক বর্ষীয়ান রাজনীতিবিদ সবার প্রিয় কাজী সাইদুর রহমান ওরফে কাজী সাঈদ আর নেই। বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে তিনি খুলনার একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। (ইন্নালিল্লাহি………………রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। সবার প্রিয় এই মানুষটি সারাটা জীবন সাতক্ষীরার বিভিন্ন সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে গেছেন। যেখানেই অনিয়ম. যেখানেই দুর্নীতি সেখানেই কাজী সাঈদ ঝাপিয়ে পড়েছেন। মিছিল, মিটিং, প্রতিবাদ সমাবেশ করতে কখনই পিছপা হননি তিনি। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামে তার বাড়ি হলেও তিনি সাতক্ষীরা জেলা শহরে থাকতেন। তিনি চিরকুমার ছিলেন। এদিকে, ন্যাপ নেতা কাজী সাইদুর রহমানের মৃত্যুতে সাতক্ষীরা বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য ঃ তিনি গত কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনার গাজী মেডিকেলে ভর্তি করা হয়। বেশ কিছুদিন যাবত তিনি কিডনিরোগে ভুগছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুগাবের পতন: নেপথ্যে এই নারী!

দীর্ঘ ৩৭ বছর ক্ষমতায় থাকার পর প্রবল জনরোষ, বিক্ষোভ আর চাপের মুখে পদত্যাগ করেছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। কিন্তু দেশটির রাজনীতিবিদসহ সাধারণ জনগণের ক্ষোভের কেন্দ্রবিন্দু রবার্ট মুগাবে নন, বরং তার দ্বিতীয় স্ত্রী গ্রেস মুগাবে।

মুগাবের উত্তরাধিকারী ভাবা হতো ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়াকে। কিন্তু গত দু’সপ্তাহ আগে নানগাগওয়াকে বরখাস্ত করেন মুগাবে। এরপরই জানু-পিএফ পার্টি দুই ভাগে ভাগ হয়ে যায়।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, হঠাৎ করে মুগাবের উত্তরাধিকারী হিসেবে নাম উঠে আসে গ্রেস মুগাবের। নিজের অনুপস্থিতে স্ত্রীকে ক্ষমতায় বসানোর জন্যই এমারসন নানগাগওয়াকে বরখাস্ত করেন মুগাবে। এরপর দলে ভাঙন, সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ, জনবিক্ষোভ আর প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত ৩৭ বছরের শাসনের ইতি টানের রবার্ট মুগাবে। তাই যারা মুগাবেকে ক্ষমতা থেকে বিতাড়নে সোচ্চার হয়েছেন তাদের অনেকেরও সমালোচনার পাত্র আসলে তিনি নন, তার স্ত্রী গ্রেস মুগাবে ও তাকে ঘিরে থাকা নেতারা।

কিন্তু কে এই গ্রেস মুগাবে? কি করে তিনি জিম্বাবুয়ের ক্ষমতার লড়াইয়ের অন্যতম চরিত্রে পরিণত হলেন?

বিবিসির খবর, গ্রেস মুগাবে প্রেসিডেন্ট মুগাবের চেয়ে বয়সে ৪১ বছরের ছোট। তাদের সঙ্গে প্রেম বিনিময় শুরু হয় তখন গ্রেস মূলত স্টেট হাউজের একজন টাইপিস্ট।

সে সময় মুগাবের স্ত্রী জীবিত থাকলেও তিনি অসুস্থ ছিলেন। এরপর ১৯৯২ সালে প্রথম স্ত্রী স্যালি মারা যাওয়ার পর ১৯৯৬ সালে ঝাঁকঝমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে গ্রেসকে বিয়ে করেন মুগাবে।

বিলাসবহুল জীবনযাপনের জন্য সমালোচিত গ্রেস মুগাবে ২০১৪ সালে ক্ষমতাসীন জানু পি-এফ পার্টির মহিলা শাখার প্রধান হন। ডিসেম্বরে তাকে ভাইস প্রেসিডেন্ট করার কথা শোনা যাচ্ছিলো। তবে সেটা শেষ পর্যন্ত হয়নি। ২০১৭ সালে একজন মডেলকে নিগ্রহ করার ঘটনায় অভিযুক্ত হন তিনি। বিলাসবহুল শপিংয়ের জন্য ব্যাপকভাবে সমালোচিত গ্রেস। জিম্বাবুয়ের ধনাঢ্য এলাকাগুলোতে তার ব্যাপক সম্পদ রয়েছে বলে ধারণা করা হয়।-বিবিসিবাংলা।

এদিকে, রবার্ট মুগাবের মতো গ্রেস মুগাবের ওপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে রবার্ট মুগাবের পদত্যাগের ঘোষণার পর গ্রেস মুগাবের ভবিষ্যৎ কি হয় সেদিকেও দৃষ্টি রয়েছে অনেকের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এখন পর্যন্ত বিপিএলের র্শীষে যারা!

গত ৪ নভেম্বর মাঠে গড়ায় বিপিএল। এরপর গত ৮ নভেম্বর বিপিএলের সিলেট পর্ব শেষ হয় এবং গত ১১ নভেম্বর রংপুর রাইডার্স ও রাজশাহী কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় ঢাকা পর্ব।

এরপর গত ২১ নভেম্বর ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্সের হাই-ভোল্টেজ ম্যাচের মধ্য দিয়ে শেষ হয় ঢাকা পর্বের প্রথম পর্ব।

এখন পর্যন্ত বিপিএলের ২১টি ম্যাচ মাঠে গড়িয়েছে তাদের মধ্যে র্শীষে আছেন যারা।

► সেরা পাঁচ ব্যাসম্যান

বিপিএলের পঞ্চম আসরে এখন পর্যন্ত সেরা পাঁচ ব্যাসম্যানের মধ্যে বাংলাদেশি রয়েছে ২ জন।

♦ কেভিন লুইস ঢাকা ডায়নামাইটসের হয়ে ৭ ম্যাচ খেলে ২৩৯ রান করে সর্বোচ্চ ৬৬ রান।

♦ রবি বোপারা রংপুর রাইডার্সের হয়ে ৬ ম্যাচ খেলে ২১৯ রান করে সর্বোচ্চ ৫৪* রান।

♦ উপুল থারাঙ্গা সিলেট সিক্সার্সের হয়ে ৬ ম্যাচ খেলে ২০৭৭ রান করে সর্বোচ্চ ৬৯* রান।

♦ ইমরুক কায়েস কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ৬ ম্যাচ খেলে ২০১ রান করে সর্বোচ্চ ৪৭ রান।

♦ মাহামুদুল্লা রিয়াদ খুলনা টাইটান্সের হয়ে ৬ ম্যাচ খেলে ১৮৯ রান করে সর্বোচ্চ ৫৬ রান।

► সেরা পাঁচ বোলার

বিপিএলের পঞ্চম আসরে এখন পর্যন্ত সেরা পাঁচ বোলারের মধ্যে বাংলাদেশি রয়েছে আবু জায়েদ, আবু হায়দার রনি ও সাকিব আল হাসান। তবে মাশরাফি বিন মর্তুজা আছে ৭ নাম্বারে ও আবুল হাসান আছে ৬ নাম্বারে

♦ লিয়াম প্লানকেট সিলেট সিক্সার্সের হয়ে ৩ ম্যাচ খেলে ৬ উইকেট শিকার করেছেন।

♦ আবু জায়েদ খুলনা টাইটান্সের হয়ে ৬ ম্যাচ খেলে ৬৬১২ উইকেট শিকার করেছে এই বাংলাদেশি বোলার।

♦ শহিদ আফ্রিদি ঢাকা ডায়নামাইটসের হয়ে ৪ ম্যাচ খেলে ১১ উইকেট শিকার করেছে।

♦ আবু হায়দার রনি ঢাকা ডায়নামাইটসের হয়ে ৭ ম্যাচ খেলে ১১ উইকেট শিকার করেছে এই বাংলাদেশি বোলার।

♦ সাকিব আল হাসান ঢাকা ডায়নামাইটসের হয়ে ৭ ম্যাচ খেলে ১০ উইকেট শিকার করেছে এই বাংলাদেশি বোলার।

♦ সুনিল নারাইন ঢাকা ডায়নামাইটসের হয়ে ৬ ম্যাচ খেলে ৮ উইকেট শিকার করেছে।

এছড়া সর্বোচ্চ ক্যাচের তালিকায় পাঁচ জনের মধ্যে চার জনই বাংলাদেশি। এরা হলেন- মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আবু হায়দার রনি, মুমিনুল হক ও কাইরান পোলার্ড।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লক্ষণের সেরা একাদশে সাকিব

শেষ দিনে রোমাঞ্চ জাগিয়েও শেষ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে। এ টেস্ট সিরিজে হিন্দিতে ধারাভাষ্য দিচ্ছেন লক্ষ্মণ। সোমবার দুই দলের প্রথম টেস্টের শেষ দিনে ধারাভাষ্য দিতে গিয়ে বর্তমান সময়ের খেলোয়াড়দের নিয়ে নিজের পছন্দের একাদশ তৈরি করেন ভারতের এই ব্যাটসম্যান। তার ড্রিম টিমে জায়গা পেয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

শক্তিশালী ব্যাটিং লাইনআপের দলে দুই ভারতীয় হলেন বিরাট কোহলি এবং রবিচন্দ্র অশ্বিন। লক্ষ্মণের স্বপ্নের একাদশে আছেন অস্ট্রেলিয়ার চার ক্রিকেটার ওয়ার্নার, স্মিথ, স্টার্ক ও হ্যাজেলউড। দক্ষিণ আফ্রিকা দল থেকে জায়গা পেয়েছেন হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্স। এছাড়া নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং বাংলাদেশ থেকে একজন ক্রিকেটার আছেন এই দলে।

এ দলের নেতৃত্ব থাকবে বিরাট কোহলির কাঁধে। চার বোলার এবং পাঁচ ব্যাটসম্যানের দলে দুই অলরাউন্ডার সাকিব আল হাসান এবং রবিচন্দ্র অশ্বিন। উইকেটের পেছনে থাকবেন এবি ডি ভিলিয়ার্স।

লক্ষণের সেরা একাদশ : ডেভিড ওয়ার্নার, হাশিম আমলা, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি (অধিনায়ক), জো রুট, স্টিভেন স্মিথ, এবি ডি ভিলিয়ার্স (উইকেট কিপার), সাকিব আল হাসান, রবিচন্দ্র অশ্বিন, মিচেল স্টার্ক এবং জস হ্যাজেলউড।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ট্রাফিক সার্জেন্ট জাহিদের চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

আসাদুজ্জামান : সাতক্ষীরায় ট্রাফিক সার্জেন্ট জাহিদুল ইসলামের চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় মাইক্রোবাস, প্রাইভেট ও মিনিট্রাক চালকরা শহরের মাইক্রো স্টান্ডে এ মানববন্ধন কর্মসুচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম, আব্দুল কুদ্দুস, রমজান আলি, নজরুল ইসলাম, কায়েস, আলি আকবর, আমিনুর রহমান, আনার আলি ও মেহেদী হাসান প্রমুখ।
বক্তরা বলেন, সাতক্ষীরায় ট্রাফিক সার্জেন্ট জাহিদুল ইসলাম জাহিদ যোগদান করার পর একের পর এক মাইক্রোবাস, প্রাইভেট ও মিনিট্রাক চালকদের হয়রানি করছে। মাসিক ৫শত টাকা চাঁদা দিয়েও তিনি গাড়ি রিকুইজেশনের নাম করে ড্রাইভারদের কাছ থেতে দুই থেকে তিন হাজার টাকা অতিরিক্ত চাঁদা আদায় করছেন। জাহিদুলের হাত থেকে রেহাই পাওয়ার জন্য সম্প্রতি সাতক্ষীরার ড্রাইভার চালকরা পুলিশের উদ্ধর্তন কতৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করার পর তিনি তাদের নানা ভাবে হুমকি দিচ্ছেন। এমনকি তিনি প্রধানমন্ত্রীর নাম ভাঙ্গীয়ে সাতক্ষীরায় ব্যাপক চাঁদাবাজি করছেন। সাতক্ষীরা চালকরা অনতিবিলম্বে সার্জেন্ট জাহিদকে অন্যত্র বদলিসহ তার শাস্তির জন্য পুলিশের উদ্ধর্তন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় পিইসি পরীক্ষা কেন্দ্রে চেয়ারম্যানের হাতে হল সুপার লাঞ্ছিত !

আব্দুল জলিল : চেয়ারম্যানের কথামত পরীক্ষা না নেওয়ায় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামের হাতে হল সুপার তাহের মাহমুদ সোহাগ লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনায় উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হলেও কোন প্রতিকার পাননি হল সুপার। মঙ্গলবার সকালে সাতক্ষীরা কলারোয়া উপজেলার চন্দনপুর হাইস্কুল কেন্দ্রে এ ঘটনাটি ঘটে।
হল সুপার তাহের মাহমুদ সোহাগ জানান, মঙ্গলবার পিইসি পরীক্ষার পরিবেশ ও পরিচিতির পরীক্ষা চলছিল। কলারোয়া উপজেলা চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামের মেয়ে পিইসি পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা কেন্দ্রে চেয়ারম্যান জোরপূর্বক ঠুকে পড়ে। ডিউটিরত শিক্ষকদের তিনি তার কথামত পরীক্ষা নেওয়ার জন্য বলে। এ সময় শিক্ষকরা হল সুপারের সাথে কথা বলতে বলেন। হল সুপার সেখানে উপস্থিত হলে চেয়ারম্যানের কথা রাখতে অপারগতা প্রকাশ করায় মোবাইলে কথা বলতে নিষেধ করায় চেয়ারম্যান তাকে লঞ্চিত করে। এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। ঘটনাটি তিনি সাথে সাথে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও কলারোয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন।
চন্দনপুর হাইস্কুলের শিক্ষক আনছার আলি জানান, চেয়ারম্যানের মেয়ে পরীক্ষা দেওয়ায় তিনি হলের ভিতর ঢুকে মোবাইলে কথা বলছিলেন এসময় হল সুপার তাকে মোবাইল ফোনটি শ্রেণিকক্ষের বাহিরে যেয়ে কথা বলতে বলায় তাকে লাঞ্চিত করে চেয়ারম্যান।
চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, আমি এ ঘটনা সম্পর্কে কোন কথা বলবো না সব ইউএনও সাহেব ঘটনাটি জানেন আপনি তার সাথে কথা বলেন।
কলারোয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মানিরা পারভীন বলেন দুই জনের মধ্যে কথাকাটি হয়েছিল আমার মাধ্যমে সেটি মিমাংসা হয়ে গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুলতান সুলেমান মারা যাবেন বৃহস্পতিবার

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত সুলতান সুলেমান সিরিয়ালের শেষ পর্ব বৃহস্পতিবার প্রচারিত হবে। এই পর্বেই মারা যাবেন সুলতান সুলেমান।

অটোম্যান সাম্রাজ্যের ষড়যন্ত্র, গুপ্তহত্যা এবং দাসপ্রথার অন্তরালে কাহিনী নিয়ে নির্মিত মেগাসিরিয়াল সুলতান সুলেমানের শেষ পর্বে সুলতানকে দেখা যাবে যুদ্ধের ময়দানে। সৈন্যদের উদ্দেশে দীর্ঘ বক্তৃতার সময় অসুস্থ হয়ে পড়বেন তিনি। সেখানেই মৃত্যু হবে তার। মৃত্যুর আগে তিনি স্মরণ করবেন দীর্ঘদিনের বন্ধু ও প্রধান সেনাপতি ইব্রাহিম পাশাকে।

বৃহস্পতিবার শেষ পর্ব হলেও দর্শকদের চাহিদার পরিপ্রেক্ষিতে ২৫ নভেম্বর থেকে আবারো শেষ মৌসুমটি পুনঃপ্রচার হবে। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হবে নতুন ধারাবাহিক সুলতান সুলেমান : কসেম। প্রায় সাতশ’ বছর ধরে তুরস্কের অটোম্যান সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তাদশ শতাব্দী।

যেখানে ক্ষমতার টানাপড়েনে অটোম্যান সাম্রাজ্যের বিভিন্ন ঘটনার অন্তরালের কাহিনী নিয়েই তা নির্মাণ করা হয়েছে।

এর আগে আরেকটি অধ্যায়ের সমাপ্তি ঘটছে।
ধারাবাহিকের অন্যতম চরিত্র সাধারণ দাসী থেকে সুলতান সুলেমানের স্ত্রী হয়ে ওঠা হুররাম সুলতানও মারা যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest