সর্বশেষ সংবাদ-
জলবায়ু পরিবর্তনে মানবাধিকার নিশ্চিতকরণে শ্যামনগরে এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভালাপা প্রকল্পের জেলা পর্যায়ে স্টেকহোল্ডার পরামর্শ সভাসাতক্ষীরায় যৌথবাহিনির অভিযানে অস্ত্র-মাদকসহ তিনজন আটকসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাসাতক্ষীরা কারা মহাপরিদর্শকের বিরুদ্ধে মানহানি মামলাসাতক্ষীরায় গ্রিলের তালা ভেঙে দুর্ধর্ষ চুরিসাতক্ষীরার লাবসা বাইপাস সড়কে মোটরযানের উপর মোবাইল কোর্টদেবহাটায় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে স্কুল শিক্ষক ও আয়া আটক কালিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক-৩সাংবাদিক কামরুজ্জামানের শ্যালকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

র‌্যাঙ্কিংয়ে উন্নতি বিরাটের, অবনতি জাদেজার

টেস্ট ক্রিকেটে আইসিসি-র ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে একধাপ উন্নতি হয়েছে বিরাট কোহলির। তালিকায় তার স্থান পঞ্চম।
অন্যদিকে, বোলারদের তালিকায় একধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমেছেন রবীন্দ্র জাদেজা।

ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে আন্তর্জাতিক কেরিয়ারের ৫০ তম শতরান করেছেন কোহলি। এরপরই অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে সরিয়ে পঞ্চম স্থানে উঠে এলেন তিনি।

উল্লেখ্য, টি-২০ এবং একদিনের ক্রিকেটের র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছেন কোহলি। ভারতীয় দলের ওপেনার শিখর ধাওয়ান দুই ধাপ এগিয়ে রয়েছেন ২৮তম স্থানে। বোলারদের তালিকায় ভুবনেশ্বর কুমার আট ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ারের সেরা ২৯তম স্থানে। সামি একধাপ এগিয়ে রয়েছেন ১৮তম স্থানে।

বোলার ও অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে আসার সম্ভাবনা দিয়ে শ্রীলঙ্কা সিরিজ শুরু করেন জাদেজা। কিন্তু ইডেন টেস্টে ছিল পেসারদেরই দাপট।
তাই খালি হাতেই ফিরতে হয় তাকে। বোলাকদের তালিকায় তৃতীয় স্থানে নেমে গিয়েছেন জাদেজা। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে ২০ পয়েন্ট হারিয়েছেন তিনি। সিরিজের বাকি ম্যাচগুলোতে ভালো পারফর্ম করে র‌্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ রয়েছে তার।

দলগুলোর র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছে ভারত। আসন্ন অ্যাসেজ সিরিজে ইংল্যান্ডকে ২-০ বা তার বেশি ব্যবধানে হারাতে পারলে ইংল্যান্ডকে টপকে যাবে পঞ্চম স্থানে থাকা অস্ট্রেলিয়া। সিরিজ ৫-০ তে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলে তিন নম্বরে চলে আসতে পারে অজি ব্রিগেড। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একটি মাত্র রসগোল্লা, তাও কিনা ওজন ৬ কেজি!

নিখুঁত ভাবে ‘সর্ব বৃহৎ’ রসগোল্লাটা তৈরি হতেই যেন মুহূর্তে উৎসবের পরিবেশ তৈরি হয়ে গেল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার শহর ফুলিয়ার বাসস্ট্যন্ড মোড় এলাকায়। অনেকেই আনন্দে জড়িয়ে ধরলেন পরস্পরকে।

কিছুদিন আগে রসগোল্লার পেটেন্ট পেয়েছে পশ্চিমবঙ্গ। আর বিভিন্ন তথ্য ঘেঁটে পাওয়া যায় যে এই ফুলিয়ারই বাসিন্দা হারাধন ময়রাই প্রথম তৈরি করেছিলেন বিশ্বখ্যাত এই মিষ্টিটাকে। বেশ কয়েক দিন আগেই এই প্রাপ্তিকে স্মরণীয় করে রাখতে এক অভিনব পরিকল্পনা করে স্থানীয় জুনিয়র ওয়ান হান্ড্রেড ফাউন্ডেশেন ও আলবেকা ফাউন্ডেশনের সদস্যরা।

এরপর তারা এগিয়ে এলেন সবচেয়ে ‘বড়’ রসগোল্লা তৈরির জন্য। সেই মত ররিবার সকাল থেকে ফুলিয়া বাস স্ট্যান্ড রোডে ফ্লেক্স টাঙিয়ে সাজিয়ে দেওয়া হয়। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ভিড়। ৫ কারিগর আর ২৫ জন সহকারি ছানা আর ময়দা নিয়ে প্রস্তুত হতে থাকেন। দেড়শো কেজি চিনি জ্বালিয়ে তৈরি করা হল রস। ৫.৮ কেজি ছানার সঙ্গে দুশো গ্রাম ময়দা মিশিয়ে মন্ড তৈরি হয়।
আর ভিতরে দেওয়া হয় ক্ষিরের পুর। বিরাট মন্ডটা অতি সাবধানে ছেড়ে দেওয়া হল রসে। দেখতে দেখতে তৈরি হয়ে গেল বিরাট এই রসগোল্লা।

কারিগররা তাদের সাফল্যের কথা ঘোষণা করতেই উল্লাসে ফেটে পড়ল এলাকা। তাদের এই সাফল্যে খুশি ফুলিয়া। এলাকার বাসিন্দা জেলা পরিষদ সদস্য রিক্তা কুণ্ডু বলেন, “গোটা বিষয়টা নিয়ে আমার প্রচণ্ড আগ্রহ তৈরি হয়েছিল। কেবলই মনে হচ্ছিল এই অসম্ভবকে সম্ভব করতে পারবে আমাদের নামী কারিগরেরা। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দাঁড়িয়ে দেখেছি। ”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রবার্ট মুগাবের ‘পদত্যাগ’

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন সংসদের স্পিকার জ্যাকব মুডেন্ডা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পদত্যাগপত্রে মুগাবে উল্লেখ করেন, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য স্বেচ্ছায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার এ পদত্যাগ ঘোষণার সঙ্গে সঙ্গে সংসদ সদস্যরা আনন্দ উল্লাস করেন। নাগরিকরা রাস্তায় এসে আনন্দ মিছিল বের করে।

সম্প্রতি ভাইস প্রেসিডেন্ট এমারসন মনাঙ্গাগোয়াকে বরখাস্ত করে স্ত্রী গ্রেস মুগাবেকে উত্তরসূরি করা নিয়ে মুগাবের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় ক্ষমতাসীন দলের। আর সেই সুযোগে ভাইস প্রেসিডেন্টের পক্ষ নিয়ে সেনাবাহিনী চলে আসে ক্ষমতার কেন্দ্রে।

মুগাবের নিজের দল জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন-পেট্রিয়টিক ফ্রন্ট (জানু-পিএফ) তাঁকে সম্পাদকের পদ থেকে বহিষ্কার করে এবং ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপ্রধানের পদ ছেড়ে দেওয়ার আহ্বান জানায়।

ব্রিটিশবিরোধী সংগ্রামের মধ্য দিয়ে ১৯৮০ সালে জিম্বাবুয়েকে স্বাধীন করেছিলেন মুগাবে। তখন থেকেই তিনি দেশটির ক্ষমতায় আছেন। এ সময়ে ‘আফ্রিকার রুটির ঝুড়ি’ হিসেবে খ্যাত দেশটির অর্থনীতি ভেঙে পড়ে, সামাজিক-রাজনৈতিক পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লেবাননে ফিরেছেন পদত্যাগের ঘোষণা দেওয়া হারিরি

সৌদি আরবে অবস্থানকালে আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেওয়া লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি নিজ দেশে ফিরেছেন।

বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফ্রান্সের রাজধানীর প্যারিস থেকে বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর হারিরিকে স্বাগত জানান নিরাপত্তাবাহিনীর কর্মকর্তারা। বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে যান তাঁর বাবা সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির সমাধিতে।

গত ৪ নভেম্বর সৌদি আরবের রিয়াদে অবস্থানকালে সাদ হারিরি প্রাণনাশের আশঙ্কা করে আকস্মিকভাবেই পদত্যাগের ঘোষণা দেন। এতে লেবাননের রাজনীতিতে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। আঞ্চলিক প্রভাব তৈরির অংশ হিসেবেই সৌদি আরব তাঁর ইচ্ছের বিরুদ্ধে পদত্যাগে বাধ্য করে বলে অভিযোগ উঠে। যদিও হারিরি এবং সৌদি কর্তৃপক্ষ তা নাকচ করেছে।

হারিরি পদত্যাগের ঘোষণা দিলেও তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউন। তিনি জানান, যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী হারিরি প্রেসিডেন্টের কাছে উপস্থিত না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তা গ্রহণ করা হবে না।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁর উদ্যোগেই সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্যারিসে উড়ে যান হারিরি। এর মধ্য দিয়েই সংকটের জট খোলা শুরু হয়। সেখান থেকে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যেই আমি বৈরুতে যাব, আমি স্বাধীনতা উদযাপনে অংশ নেব। সেখানে প্রেসিডেন্ট (মিশেল) আউনের সঙ্গে বৈঠকের পর লেবাননের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান খোলাসা করব।’

আজ বুধবার লেবাননের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য দেশে ফেরত যাওয়ার কথা আগেই হারিরি জানিয়েছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সখিপুরে অগ্নিকাণ্ডে দোকান ভষ্মিভূত

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার সখিপুরে মেসার্স রহিম বকস ইন্টান্যাশনাল নামক একটি দোকানে অগ্নিকান্ডের কারনে দোকান ভষ্মিভূত হয়েছে। এতে ঐ দোকান মালিকের আনুমানিক ২৫ লক্ষ টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে ঐ দোকান মালিক দেবহাটা থানায় সাধারন ডাইরী করেছেন বলে জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী ও দোকান মালিক জানান, সখিপুর বাজারে কৃষি ব্যাংক সড়কে মেসার্স রহিম বকস ইন্টারন্যাশনাল নামে উপজেলার চিনেডাঙ্গা গ্রামের রহিম বকসের পুত্র জি.এম আব্বাসউদ্দীনের একটি স্যানিটারী ও ইলেক্ট্রনিক সামগ্রীর একটি দোকান আছে। তিনি আনুমানিক ৫ বছরের বেশী এখানে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছেন। সোমবার রাত ১০ টার দিকে তার দোকানের কর্মচারীরা দোকান বন্ধ করে বাড়ি যান। পরে ভোররাত ৪ টার দিকে তার দোকানের সামনের ফতেমা স্টোরের মালিক রফিকুল ইসলাম ও নৈশপ্রহরীরা তার দোকানের মধ্যে অগ্নিকান্ড দেখতে পান। সাথে সাথে তারা দোকানের কর্মচারী সাঈদুর রহমানকে মোবাইল ফোনের জানালে তারা তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছান। পরে সাতক্ষীরা ও কালীগঞ্জের ফায়ার ব্রিগেড এসে আগুন নিয়ন্ত্রনে আনে। দোকান মালিক আব্বাসউদ্দীন জানান, এই অগ্নিকান্ডে তার আনুমানিক ২৫ লক্ষাধীক টাকার মালামাল নষ্ট হয়েছে। এ ব্যাপারে তিনি দেবহাটা থানায় জিডি করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনা-৬ আসনে সম্ভাব্য তরুণ প্রার্থীদের প্রচার-প্রচারণা তুঙ্গে

কৃষ্ণ রায়, পাইকগাছা, খুলনা : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে (পাইকগাছা-কয়রা) ক্ষমতাসীন আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য একাধিক তরুণ প্রার্থী দলীয় মনোনয়ন চাইবেন বলে ধারণা করা হচ্ছে। অনেকেই ইতোমধ্যে প্রচার-প্রচারণা ও নানা মাধ্যমে প্রার্থী হওয়া কিংবা মনোনয়ন প্রত্যাশার বিষয়টি তুলে ধরছেন। অনেকেই করছেন গণসংযোগ ও মতবিনিময়, অনেকের আবার প্রচার-প্রচারণা সীমাবদ্ধ রয়েছে প্যানা ও ফেস্টুনের মধ্যে। সম্ভাব্য তরুণ প্রার্থীদের মধ্যে অন্যান্য দলের একক প্রার্থীর নাম শোনা গেলেও আ’লীগ ও বিএনপি’র একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে।
উল্লেখ্য, জেলার কয়রার ৭টি ও পাইকগাছার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে খুলনা-৬ আসন গঠিত। স্বাধীনতার পর এ পর্যন্ত ১৯৭৩ সালের জাতীয় সংসদ নির্বাচন বাদে প্রায় প্রত্যেকটি নির্বাচনে বিভিন্ন দলের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিরায় মনোনয়ন পেয়ে আসছেন। একমাত্র ১৯৭৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুলনা-৬ আসন থেকে তরুণ উদীয়মান প্রার্থী হিসাবে এ্যাডঃ স ম বাবর আলী মুক্তিযোদ্ধাকে দলীয় মনোনয়ন দেন। তৎকালীন বঙ্গবন্ধু সরকারের সর্বকণিষ্ঠ সংসদ সদস্য ছিলেন স ম বাবর আলী। এরপর থেকে প্রায় প্রতিটি নির্বাচনে এ আসন থেকে বিভিন্ন দলের প্রবীণ ব্যক্তিরায় দলীয় মনোনয়ন পেয়ে আসছেন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য তরুণ প্রার্থী হিসাবে বিভিন্ন দলের একঝাক তরুণ উদীয়মান প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করে নির্বাচনী ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বর্তমান ক্ষমতাসীন আওয়ামীলীগের কমপক্ষে ৩-৪ জন প্রার্থী প্রচার-প্রচারণায় রয়েছেন। যার মধ্যে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হকের বড় ছেলে আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, দলীয় ভাবে তিনি উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির একজন প্রভাবশালী সদস্য। এরআগে তিনি ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে আ’লীগের দলীয় সম্ভাব্য প্রার্থী হিসাবে মনোনয়ন সংগ্রহ করেন। তবে এখনো পর্যন্ত তিনি মনোনয়ন পান নি। দীর্ঘদিন তিনি আওয়ামীলীগের সাংগঠনিক ও সরকারের উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন। আগামী নির্বাচনে তিনি মনোনয়ন প্রত্যাশা করেছেন। আ’লীগের সম্ভাব্য অপার প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, এর আগে তিনি মনোনয়ন না চাইলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি দু’উপজেলার সর্বত্রই নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আরেক তরুণ প্রার্থী হলেন, খুলনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান বাবু, তিনিও দীর্ঘদিন প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। অপরদিকে জাতীয় পার্টির একক সম্ভাব্য তরুণ প্রার্থী হিসাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন দলের কেন্দ্রীয় সদস্য, জেলা সিনিয়র সহ-সভাপতি ও পাইকগাছা উপজেলা জাপা’র আহবায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীর। জাপানেতা মোস্তফা ২০১৪ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন পেলেও দলের সিদ্ধান্তের কারণে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন। এবারের নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন পেতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। অনুরূপভাবে সম্ভাব্য একাধিক তরুণ প্রার্থীর নাম শোনা যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি’র। বিএনপি’র সিনিয়র নেতাদের পাশাপাশি ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক ও খুলনা জেলা বিএনপি’র সহ-সভাপতি মনিরুজ্জামান মন্টু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চাইতে পারেন বলে এ দু’প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তবে আ’লীগ ও জাপা প্রার্থীদের তুলনায় বিএনপি’র এই দুই প্রার্থীর প্রচার-প্রচারণা খুবই কম। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) থেকে সম্ভাব্য তরুণ প্রার্থী হিসাবে উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক সুভাষ সানা মহিম এর নাম শোনা যাচ্ছে। খুলনা-৬ আসন ক্ষমতাসীন আওয়ামীলীগ, জামায়াত, বিএনপি ও জাতীয় পার্টির উভয়ের জন্য এ আসনটি অধিক গুরুত্বপূর্ণ। তবে সাংগঠনিক ও ভোটের দিক থেকে আ’লীগ ও জামায়াতের শক্তিশালী অবস্থান রয়েছে। এ জন্য জোটগত নির্বাচন হলে তরুণ প্রার্থীদের দলীয় ভাবে কতটা মূল্যায়ন করা হতে পারে সেটা এখন সময়ের ব্যাপার বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মুক্তিপণ দাবিতে ২ কাঁকড়া শিকারী অপহরণ

শ্যামনগর প্রতিনিধি : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রায়মঙ্গল নদী সংলগ্ন তালপট্টী বড় খাল নামক স্থান থেকে মুক্তিপনের দাবীতে দুই কাঁকড়া শিকারীকে অপহরণ করেছে জোনাব বাহিনীর সদস্যরা। জানাযায় অপহৃত কাঁকড়া শিকারীরা হলো উপজেলার ভেটখালী নতুনঘেরী গ্রামের পরিমল মন্ডলের পুত্র কৃষ্ণপদ মন্ডল (৩৭) এবং কালিঞ্চি গ্রামের নুরালী গাজীর পুত্র মনিরুল গাজী (৩১)। জঙ্গল থেকে ফিরে আসা কৃষ্ণপদ মন্ডলের সঙ্গী উপজেলার কালিঞ্চি গ্রামের মৃত ছমির গাজীর পুত্র আবুল কালাম ও একই গ্রামের নুরালীর পুত্র নুরুজ্জামান জানায়, তারা তিনজন কৈখালী ষ্টেশন থেকে পাশ করে তালপট্্রী বড় খাল ও হলদেবুনিয়া এলাকায় কাঁকড়া শিকারে যায়। সোমবার দুপুর দেড়টার দিকে জোনাব বাহিনীর ৬ জন সদস্য তাদেরকে অপহরন করে এবং ৫০ হাজার টাকা মুক্তিপনের দাবীতে কৃষ্ণপদ মন্ডলকে রেখে বাকী ২ জনকে ছেড়ে দেয়। অপরদিকে গত ১০ দিন পূর্বে একই স্থান থেকে জেনাব বাহিনীর সদস্যরা ১ লক্ষ টাকা মুক্তিপনের দাবীতে কালিঞ্চি গ্রামের নুরু গাজীর পুত্র মনিরুল (৩০) কে অপহরণ করে। মনিরুলের পরিবার সূত্রে জানা যায়, অদ্যাবধি সে ফিরে আসেনি। ফিরে আসা কাঁকড়া শিকারী নুরুজ্জামান ও আবুল কালাম আরো জানায়, বনদস্যুরা জোনাব বাহিনীর সদস্য এবং এদের মধ্যে কালিঞ্চি গ্রামের আরশাদ শেখের পুত্র বনদস্যু হযরত আলীকে তারা চিনতে পারে। এ ঘটনায় কৈখালী স্টেশন কর্মকর্তা মিঠু তালুকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোন অভিযোগ তার কাছে আসেনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পারুলিয়া ইউনিয়নে বয়স্ক ভাতা প্রদান

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার পারুলিয়া ইউনিয়ন পরিষদে বয়স্কদের মাঝে ভাতা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ২১৫জন পুরুষ ও ১৮৫জন মহিলাকে ৫০০টাকা করে ১৫০০টাকা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি সচিব প্রবীর হাজারী, ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, ফারুক হোসেন, সালাউদ্দীন সরাফি, সিরাজুর রহমান সিরাজ, ইয়ামিন মোড়ল, মকররম, বানু আল কাদেরী, নারগিছ পারভীন, হামিদা পারভীনসহ সকল ইউপি সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest