সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়তিতাস বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভাঝিনাইদহের জয়দিয়া বাওড়ের অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধনশীতের ছুটিতে ঘুরে আসুন দেবহাটার রূপসী ম্যানগ্রোভপ্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা -অগ্নি সংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনবিইউপিএফের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নিলেন জালালপুর ইউপি চেয়ারম্যানল স্টুডেন্টস ফোরামের নির্বাচন সম্পন্নসাতক্ষীরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৯০ দশক ছাত্রদলের দোয়াশ্যামনগরে ঘের ব্যবসায়ীকে কুপি×য়ে হত্যা : আ×টক ৯

শ্রদ্ধা ও ভালবাসায় গনমানুষের নেতা কাজী সাঈদকে স্মরণ

নিজস্ব প্রতিবেদক : অন্তহীন শ্রদ্ধা ও ভালবাসায় আবারও সিক্ত হলেন গনমানুষের নেতা ও জেলা ন্যাপের সাধারন সম্পাদক কাজী সাঈদুর রহমান সাঈদ। বুক ভরা ভালাবাসার টান হৃদয় জোড়া মমতা আর শেকড়ের বাঁধনে আটকা পড়া প্রয়াত সেই মানুষটির নাম উচ্চারন করেই সবাই বলে উঠলেন তিনি ছিলেন দরদী মানুষ, যার ভাবনা ছিল দরিদ্র মানুষকে নিয়ে, যার চেতনা ছিল ঠিকানাবিহীন মানুষের ঠিকানা খুঁজে পাবার দিকে। বারবার তাই কাজী সাঈদ নিজেকে সমর্পন করেছেন আন্দোলন সংগ্রামে মিছিলে মিটিংয়ে সমাবেশে। আন্দোলনে দৃশ্যমান সফলতা দেখতে না পেয়ে কখনও কখনও নিজেকে স্বেচ্ছা কারাবরনের ঘোষনা দিয়ে প্রমান করেছেন তিনি মানুষের অধিকার আদায়ের জন্য জীবনব্যপী সংগ্রাম ও ত্যাগে প্রস্তুত। আবার আন্দোলনে শাসকগোষ্ঠীর রোষানলে পড়ে কারাবরন করেছেন প্রখ্যাত ন্যাপ নেতা কাজী সাঈদ।
শনিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে নাগরিক শোকসভায় জেলা নাগরিক কমিটির আহবায়ক সাংবাদিক অধ্যক্ষ আনিসুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক শোক সভা সঞ্চালনা করেন কমিটির যুগ্ম সদস্য সচিব আলি নুর খান বাবুল। নাগরিক শোক সভায় বক্তব্য রাখেন, তালা কলারোয়া আসনের সংসদ সদস্য জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরার পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাধারন সম্পাদক আশরাফুজ্জামান, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এড. সৈয়দ ইফতেখার আলি, জাসদ নেতা কাজী রিয়াজ, সদর উপজেলা ওয়ার্কার্স পার্টি সভাপতি এড. ফাহিমুল হক কিসলু, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, এড. এবিএম সেলিম প্রমুখ।
তার শুভাংকাংখীদের উচ্চারিত ভাষায় এমন চিত্র ফুটে উঠেছিল। প্রেসক্লাব চত্বরে কালো ক্যানভাসে ঘেরা প্রয়াত নেতা কাজী সাঈদের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে তারা বলেন, তোমার অসমাপ্ত কাজে গতি ফিরিয়ে সম্পন্ন করার দায়িত্ব আমাদের সকলের। আমরা তোমার সেই পথ ধরেই এগিয়ে যেতে চাই। এর পরই প্রেসক্লাব মিলনায়তনে তারা সমবেত শ্রদ্ধায় অবনত হন। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তারা বলেন কাজী সাঈদ দুঃখী মানুষের জন্য যে সংগ্রাম করে গেছেন তা চির স্মরণীয় হয়ে থাকবে।
নাগরিক শোকসভায় গভীর শ্রদ্ধা নিবেদন করে তার বহুদিনের রাজনৈতিক সহকর্মী তালা কলারোয়া আসনের সংসদ সদস্য জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড. মুস্তফা লুৎফুল্লাহ বলেন কাজী সাঈদ তার জীবনকে দরিদ্র মানুষের সেবায় উৎসর্গ করে গেছেন। অকৃতদার হিসাবে নিজেকে পরিবার ও সংসারের কলেবর থেকে দুরে রেখে দুরের লোককে আপন করে নিয়েছেন। ভূমিহীনদের সুখ দুঃখে তাদের হাসি কান্নায় তিনি মিশে গিয়েছেন। নিজেকে নিয়ে নয়, তিনি ভেবেছেন তাদের ভবিষ্যতের কথা। তাদের অধিকার রক্ষা করাই ছিল তার রাজনৈতিক এজেন্ডা। এজন্য পথে ঘাটে মাঠে তিনি সংগঠিত করেছেন প্রতিবাদী মানুষদের। নিপীড়ন থেকে তাদের মুক্তির পথ দেখিয়েছেন তিনি। সংগঠিত করেছেন দরিদ্র নারীদের। তাদের চোখেমুখে দেখিয়েছেন আলোর ঝিলিক। কাজী সাঈদ ভূমিদস্যুদের কাছ থেকে কেড়ে নিয়ে খাসজমি ভূমিহীনদের হাতে তুলে দেওয়ার আন্দোলন করেছেন। বাস্তুহারা মানুষকে বাস্তুভিটা তৈরি করে দিতে তিনি ছিলেন সব সময় সোচ্চার। তিনি কথা বলেছেন অন্যায় অবিচারের বিরুদ্ধে । আদালত অবমাননার জুজুকে তিনি ভয় পাননি। বরং ন্যায় বিচার আদায়ে কাজ করেছেন। এভাবেই তিনি হয়ে ওঠেন গনমানুষের নেতা।
সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি বলেন, কাজী সাঈদ একজন জীবন ব্যাপী সংগ্রামী নেতা। তিনি দরিদ্র মানুষের ভাষা বুঝতেন। তাদের পাসে দাড়িয়ে সহায়াতা করতেন। অধিকার আদায়ের যে কোন আন্দোলন সংগ্রামের নামই কাজী সাঈদ। তিনি সবসময় এই আন্দোলনে ব্যাপৃত থেকেছেন।
জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন বলেন তিনি ছিলেন নিরহংকার মানুষ। তার পোশাকে আশাকে ছিল জীর্নতার ছাপ। তবু তিনি আন্দোলন সংগ্রামকে প্রতিবাদের ভাষা হিসাবে গ্রহন করেছেন। জেল জুলুমের পরোয়া না করেই তিনি রাজপথে মিছিল নিয়ে গেছেন। পথসভা করে তিনি মানুষকে জাগরিত করেছেন। তাদেরকে সচেতন করে আন্দোলনে শরিক করিয়েছেন। তিনি অধিকার বঞ্চিত মানুষকে সঠিক দিশা দিয়েছেন।
সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক পিপি এড. সৈয়দ ইফতেখার আলি বলেন কাজী সাঈদ ছিলেন নিরহংকার মানুষ। তার চোখেমুখে ফুটে উঠতো বিদ্রোহের ভাষা । কন্ঠে উচ্চারিত হতো হুংকার। একজন অকৃতদার মানুষ হিসাবে তিনি নিজের পথ খোঁজেন নি, তিনি পথ দেখিয়েছেন ভুখানাঙ্গা মানুষদের। তাদের মুখে হাসি ফোটানো, তাদের ভূমি অধিকার ফিরিয়ে দেওয়া এসব বিষয় নিয়ে ভেবেছেন কাজী সাঈদ। দারিদ্য্রজয়ী এই মানুষটি কথনও নিজের সম্পদ বৃদ্ধির চিন্তা করেন নি।
দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি বলেন, মন মানসিকতায় কাজী সাঈদ ছিলেন বীরত্বের অধিকারী। তিনি ছিলেন সাহসী ও নির্ভয় মানুষ। কোনো প্রলোভন তাকে স্পর্শ করতে পারেনি।
নাগরিক শোক সভার শুরুতে কাজী সাঈদ এর প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা জানান সাতক্ষীরার বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠন এবং ১মিনিট দাড়িয়ে নিরাবতা পালন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একটি দেশকে উন্নত করতে হলে সকলকে সাথে নিয়েই করতে হবে- জেলা প্রশাসক এ. কে.এম মহিউদ্দিন

মাহফিজুল ইসলাম আককাজ : “ সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৬তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস- ও ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০১৭ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের যৌথ উদ্যোগে সাতক্ষীরা জেলা অফিসার্স ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনাসভা স্থলে গিয়ে মিলিত হয়। পরে জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিষ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বকতব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘ প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। একটি দেশকে উন্নত করতে হলে সকলকে সাথে নিয়েই করতে হবে। সকলের সমন্বিত উদ্যোগ ও উপযোগী পরিবেশ অটিজম ব্যক্তিদেরকে সাবলম্বী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক হারুন অর-রশিদ, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুইড খাতিমুননেসা হানিফ লষ্কর প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক এম রফিকুল ইসলাম, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার ডা. এস.এম হাবিবুর রহমান, প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম, সিডো’র নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ^াস, এস.এম মেহেদী হাসান, আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসময় জেলা সহকারি শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, সমাজসেবা অফিসার মিজানুর রহমানসহ প্রতিবন্ধী ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান

কেএম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটায় ন্যাশনাল সার্ভিস প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তররর আয়োজনে সকাল ১০টায় খানবাহাদুর আহছান উল্লা কলেজে ৩মাস মেয়াদী ৭ম পর্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক জহুরুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সসম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা জসিমউদ্দীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, সমবায় কর্মকর্তা জহুরুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুস সামাদ, কেবিএ কলেজের অধ্যাক্ষ রিয়াজুল ইসলাম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলমসহ সকল প্রশিক্ষণার্থী। উদ্বোধন অনুষ্ঠানে বক্তরা বলেন, বাংলাদেশকে ডিজিটাল করতে জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি এলাকায় ন্যাশনাল সার্ভিসের মত মহত কর্র্মসূচি বাস্তবায়ন করছে। এই কর্মসূচিতে অংশগ্রহন করে দেশের শিক্ষিত বেকার যুবক ও যুবমহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সাথে সাথে সরকারের অঙ্গিকার প্রতিটি ঘরে ঘরে চাকুরী নিশ্চিত করতে সক্ষম হয়েছে। আর এই যুবক ও যুবতীরা দেশের উন্নয়নে কাজ করবে। তারই ধারাবাহিকতায় দেবহাটা উপজেলার ১৫৩১জন কে এই কর্মসূচির আনা হয়েছে। উদ্বোধনীয় কর্মশালায় আরো বলা হয়, প্রথম তিন মাস ২ টি ব্যাচে এক হাজার জন প্রশিক্ষণ গ্রহন করবে এবং পরবর্তীতে অবশিষ্টরা প্রশিক্ষণ পাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আ.লীগ-বিএনপি সংষর্ঘে গুলিবিদ্ধ ২

আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। নাটোরে শহরের হাফরাস্তা এলাকায় এ সংঘর্ষ বাধে। আহতরা হলেন- সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল এবং পথচারী সোহেল রানা। রবিবার (৩ ডিসেম্বর) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আহত দু’জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ‘রবিবার সকাল ৯টার দিকে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সকালে জেলা বিএনপি সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি দলীয় কর্মীদের নিয়ে হাফরাস্তা এলাকার দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন। এসময় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে এ রাস্তা অতিক্রম করার সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। উত্তেজনার একপর্যায়ে গোলাগুলি শুরু হয়। এসময় রুবেল ও সোহেল রানা নামে দুই জন গুলিবিদ্ধ হয়েছেন।’

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুর্তোজা আলী বাবলু বলেন, ‘বিএনপির বিক্ষোভ সমাবেশের বিপরীতে আওয়ামী লীগের প্রতিরোধ মিছিল ছিল আজ। এ উপলক্ষে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় বিএনপি অফিসের সামনে হামলার শিকার হন।’ বিএনপি নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলেও দাবি করেন তিনি।

এ ব্যাপারে জেলা বিএনপি’রপ্রচার সম্পাদক দেওয়ান শাহীন বলেন, ‘সিংড়া উপজেলা বিএনপির নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন জেলা বিএনপির সহসভাপতি সাবিনা ইয়াসমিন ছবি। ওই অনুষ্ঠানে যাওয়ার জন্য দলীয় কার্যালয়ে অপেক্ষা করছিলেন তিনি। এসময় যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা হামলা চালায়।’

সদর থানার ওসি মশিউর রহমান জানান, এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। যাতে আর কোনও সংঘর্ষ না হয় তা নিশ্চিত করতে টহল শুরু করেছে পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শীতে তিনটি ‘সুপারমুন’ এর প্রথমটি দেখা যাবে আজ

আগামী তিনটি পূর্ণিমাতেই চাঁদ থাকবে পৃথিবীর কাছাকাছি। এটিকে ‘সুপারমুন ট্রিলজি’ আখ্যা দিয়েছে নাসা। পূর্ণিমার চাঁদকে এর ফলে একটু বেশি বড় ও উজ্জ্বল দেখাবে বলে জানাচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীরা। প্রথমটি দেখা যাবে আজ রবিবার। একে ‘সুপারমুন’ আখ্যা দিয়ে ইতিমধ্যেই হইচই শুরু হয়েছে নেট দুনিয়ায়।

উপবৃত্তাকার কক্ষপথে পাক খেতে খেতে রবিবার পৃথিবীর কাছাকাছি চলে আসবে চাঁদ। আগামী ২ জানুয়ারি এবং ৩১ জানুয়ারির পূর্ণিমাতেও পৃথিবীর কাছে থাকবে চাঁদ। ৩১ জানুয়ারি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণও রয়েছে।

পৃথিবীকে এক বার পাক খেতে তার গড়ে সময় লাগে সাড়ে ২৭ দিন। এই সময়ের মধ্যে চাঁদ এক বার পৃথিবীর কাছে চলে আসে এবং এক বার দূরে চলে যায়। চাঁদ কক্ষপথের যে কোনও অবস্থানে থাকাকালীনই পূর্ণিমা হতে পারে।

রবিবার পূর্ণিমার সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কমে ৩ লাখ ৫৭ হাজার ৯৮৭ কিলোমিটার হবে। ২ জানুয়ারি তা হবে ৩ লাখ ৫৬ হাজার ৮৫০ কিলোমিটার। ৩১ জানুয়ারি পৃথিবীর থেকে ৩ লাখ ৬০ হাজার ২০০ কিলোমিটার দূরে থাকবে চাঁদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা রেড ক্রিসেন্টের নতুন ভাইস চেয়ারম্যান সায়ীদ, সাহাদাৎ সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের নতুন এড-হক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি পদাধিকার বলে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। সহ-সভাপতি সাতক্ষীরা পৌর আ ‘লীগের সভাপতি আবু সায়ীদ এবং সেক্রেটারি হিসেবে সাতক্ষীরা পৌর আ ‘লীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব বি এম এম মোজাম্মেল হক এনডিসি স্বাক্ষরিত ৩০ নভেম্বর ২০১৭ তারিখের এক সার্কুলারে বলা হয়েছে, ‍”বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের বর্তমান কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ৯০ দিন পূর্বে নির্বাচন কমশিন গঠন ও ৪৫ দিন পূর্বে গঠিত নির্বাচন কমিশনের নিকট দায়িত্ব হস্তান্তরের বিধান থাকলেও তা করতে ব্যর্থ হয় এবং বর্তমান কমিটি জেলা পরিষদের চেয়ারম্যান পদাধিকারবলে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পরও কোন প্রকার সহযোগিতা করেন নাই মর্মে অভিযোগ করায় Bangladesh Red Cresent sosiety Order 1973(President’s Order No 26 of 1973) এর Articele 9 C (1) এ প্রদত্ত ক্ষমতাবলে মাননীয় চেয়ারম্যান মহোদয়ের অনুমোদনক্রমে বর্তমান কার্যনির্বাহী কমিটিকে Supersede করা হলো এবং তদস্থলে নিম্নবর্ণিত ব্যক্তিবর্গের সমন্বয়ে ৩০ নভেম্বর ২০১৭ হতে ২৭ ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত মেয়াদে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট এর এড-হক নির্বাহী কমিটি গঠন করা হলো-
চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম(পদাধিকারবলে), ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু সায়ীদ, সেক্রেটারি মো. সাহাদাৎ হোসেন, সদস্যবৃন্দ- আবু আহমেদ, আলহাজ্ব এস এম শওকত হোসেন, আসাদুজ্জামান বাবু, মো. শাহাজান আলী, শেখ আব্দুর রশিদ, মো. আব্দুল মান্নান, ফারহা দীবা খান সাথী ও রাশেদুজ্জামান রাশি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাজার হাজার ইসরায়েলি নেতানিয়াহুর বিপক্ষে রাজপথে

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজার হাজার ইসরায়েলি জনতা। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বতর্মানে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। তবে সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

চলতি সপ্তাহেই নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে গোয়েন্দা সংস্থা। তখন থেকেই আন্দোলন দানা বাঁধতে থাকে। তবে শনিবারের আন্দোলন সবচেয়ে বড় ছিলো।

চারবারের নির্বাচন জয়ী নেতানিয়াহুর বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। একটি ছিলো ধনাঢ্য ব্যবসায়ীর কাছ থেকে উপহার নেওয়া এবং আরেকটি ছিলো একট সংবাদমাধ্যমের মালিককে ঘুষ দিয়ে ইতিবাচক সংবাদ প্রকাশের চেষ্টা করা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়. সামনের সপ্তাহে পার্লামেন্টে একটি আইন পাশ করার চেষ্টা করা হচ্ছে যার ফলে পুলিশ নেতানইয়াহুর বিরুদ্ধে কোনও তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে পারবে না। এরপরই মূলত আন্দোলন জোরালো হয়।

রয়টার্সের মতে, আন্দোলনে অন্তত ২০ হাজার ইসরায়েলি অংশ নিয়েছিলো। বিশেষজ্ঞরা জানান, এই আইনের মাধ্যমে নিজের দোষ ঢেকে রাখতে চান নেতানইয়াহু।

নেতানিয়াহু বলেন, তিনি নিজের কোনও আইন প্রতিষ্ঠিত করতে চান না। তবে রাজনৈতিক রোষানলের শিকার হয়েছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গর্ভ ভাড়া করে সন্তান নিয়েছে বলিউডের যে জনপ্রিয় তারকারা!

২০১৬ সালে লোকসভায় পাশ হওয়া বিল অনুযায়ী, ভারতে বিদেশি, সিঙ্গেল, সমকামী বা ‘লিভ-ইন পার্টনারদের’ সারোগেসির মাধ্যমে সন্তান নেয়া অবৈধ৷ তবে বিলটি এখনো আইন হয়নি বলে বলিউডের কয়েকজন তারকা ইতিমধ্যে গর্ভ ভাড়া করে সন্তান নিয়েছেন৷

করণ জোহর: এ তালিকায় সর্বশেষ নাম করণ জোহর৷ চলচ্চিত্র নির্মাতা করণ জোহর গত ৫ মার্চ নিজেই জানিয়েছেন দুই সন্তানের ‘বাবা’ হওয়ার খবর৷ তবে বিপরীত লিঙ্গের কাউকে বিয়ে করে তিনি জনক হননি৷ তাঁর পক্ষে তা হয়ত সম্ভবও নয়, কারণ, ৪৪ বছর বয়সি এই পরিচালক সমকামী৷ সারোগেসি বিল ভারতের রাজ্যসভায় পাশ হলেই তা আইনের মর্যাদা পাবে৷ আইন হয়ে গেলে করণ জোহর এভাবে সন্তান নিতে পারতেন না৷

তুষার কাপুর: বলিউডের সাবেক জনপ্রিয় নায়ক জিতেন্দ্র’র ছেলে তুষার কাপুর৷ তিনিও হিন্দি ছবির নায়ক৷ এবং তিনিও বিয়ে না করেই বাবা৷ প্রস্তাবিত আইনে ‘সারোগেট মাদার’-এর সহায়তায় ‘সিঙ্গেল ফাদার’ হওয়াও অবৈধ৷ কিন্তু তুষারও সন্তান নিয়েছেন আইন হওয়ার আগে৷ এতদিন তিনিই ছিলেন বলিউডের একমাত্র ‘সিঙ্গেল ফাদার’৷

সোহেল খান: সালমান খানের ছোট ভাই সোহেল খান সারোগেট মাদারের মাধ্যমে জনক হয়েছেন ২০০০ সালে৷ তার আগেও তাঁর দু’টি সন্তান ছিল৷ স্ত্রী সীমা খানের গর্ভের দুই সন্তানের পরও গর্ভ ভাড়া করে নির্ভানাকে পান তাঁরা৷

আমীর খান: আমীর খান বিবাহিত এবং তিনিও শারীরিকভাবে সন্তান জন্ম দেয়ায় সক্ষম৷ আগের স্ত্রীর ঘরে তাঁর দু’টি সন্তান রয়েছে৷ ফলে প্রস্তাবিত আইন অনুযায়ী তাঁরও ‘সারোগেট চাইল্ড’ নিতে পারার কথা নয়৷ কিন্তু বর্তমান স্ত্রী কিরণ রাও একাধিকবার গর্ভ ধারণে ব্যর্থ হওয়ায় ২০১১ সালে আমীরও সন্তান নিয়েছেন এভাবে৷ তাঁদের ‘সারোগেট চাইল্ড’-এর নাম আজাদ৷

শাহরুখ খান: ‘বলিউড কিং’ শাহরুখ খান আর তাঁর স্ত্রী গৌরী খানের এমনিতেই দুই সন্তান ছিল৷ তারপরও ২০১৩ সালে তাঁরা গর্ভ ভাড়া করে তৃতীয় সন্তান নেন৷ সেই সন্তানের নাম আবরাম৷ সন্তান নিতে শারীরিকভাবে সক্ষম কোনো দম্পতির সারোগেট মাদারের মাধ্যমে সন্তান নেয়া প্রস্তাবিত আইন অনুযায়ী অবৈধ৷ সারোগেসি বিলটি এখনো আইন হয়নি বলেই ‘কিং খান’-ও গর্ভ ভাড়া আবরামের বাবা হতে পেরেছেন৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest