সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা‌র গণমাধ্যমকর্মীদের নিয়ে‌ পিআইবির দুই দিনের নির্বাচনকালীন প্রশিক্ষণসাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তাসাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতাসাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’সাতক্ষীরায় রাইচ মিলের কালো ধোঁয়া ও বর্জ্যে অতীষ্ট এলাকাবাসী: ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

হাজার হাজার ইসরায়েলি নেতানিয়াহুর বিপক্ষে রাজপথে

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজার হাজার ইসরায়েলি জনতা। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বতর্মানে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। তবে সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

চলতি সপ্তাহেই নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে গোয়েন্দা সংস্থা। তখন থেকেই আন্দোলন দানা বাঁধতে থাকে। তবে শনিবারের আন্দোলন সবচেয়ে বড় ছিলো।

চারবারের নির্বাচন জয়ী নেতানিয়াহুর বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। একটি ছিলো ধনাঢ্য ব্যবসায়ীর কাছ থেকে উপহার নেওয়া এবং আরেকটি ছিলো একট সংবাদমাধ্যমের মালিককে ঘুষ দিয়ে ইতিবাচক সংবাদ প্রকাশের চেষ্টা করা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়. সামনের সপ্তাহে পার্লামেন্টে একটি আইন পাশ করার চেষ্টা করা হচ্ছে যার ফলে পুলিশ নেতানইয়াহুর বিরুদ্ধে কোনও তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে পারবে না। এরপরই মূলত আন্দোলন জোরালো হয়।

রয়টার্সের মতে, আন্দোলনে অন্তত ২০ হাজার ইসরায়েলি অংশ নিয়েছিলো। বিশেষজ্ঞরা জানান, এই আইনের মাধ্যমে নিজের দোষ ঢেকে রাখতে চান নেতানইয়াহু।

নেতানিয়াহু বলেন, তিনি নিজের কোনও আইন প্রতিষ্ঠিত করতে চান না। তবে রাজনৈতিক রোষানলের শিকার হয়েছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গর্ভ ভাড়া করে সন্তান নিয়েছে বলিউডের যে জনপ্রিয় তারকারা!

২০১৬ সালে লোকসভায় পাশ হওয়া বিল অনুযায়ী, ভারতে বিদেশি, সিঙ্গেল, সমকামী বা ‘লিভ-ইন পার্টনারদের’ সারোগেসির মাধ্যমে সন্তান নেয়া অবৈধ৷ তবে বিলটি এখনো আইন হয়নি বলে বলিউডের কয়েকজন তারকা ইতিমধ্যে গর্ভ ভাড়া করে সন্তান নিয়েছেন৷

করণ জোহর: এ তালিকায় সর্বশেষ নাম করণ জোহর৷ চলচ্চিত্র নির্মাতা করণ জোহর গত ৫ মার্চ নিজেই জানিয়েছেন দুই সন্তানের ‘বাবা’ হওয়ার খবর৷ তবে বিপরীত লিঙ্গের কাউকে বিয়ে করে তিনি জনক হননি৷ তাঁর পক্ষে তা হয়ত সম্ভবও নয়, কারণ, ৪৪ বছর বয়সি এই পরিচালক সমকামী৷ সারোগেসি বিল ভারতের রাজ্যসভায় পাশ হলেই তা আইনের মর্যাদা পাবে৷ আইন হয়ে গেলে করণ জোহর এভাবে সন্তান নিতে পারতেন না৷

তুষার কাপুর: বলিউডের সাবেক জনপ্রিয় নায়ক জিতেন্দ্র’র ছেলে তুষার কাপুর৷ তিনিও হিন্দি ছবির নায়ক৷ এবং তিনিও বিয়ে না করেই বাবা৷ প্রস্তাবিত আইনে ‘সারোগেট মাদার’-এর সহায়তায় ‘সিঙ্গেল ফাদার’ হওয়াও অবৈধ৷ কিন্তু তুষারও সন্তান নিয়েছেন আইন হওয়ার আগে৷ এতদিন তিনিই ছিলেন বলিউডের একমাত্র ‘সিঙ্গেল ফাদার’৷

সোহেল খান: সালমান খানের ছোট ভাই সোহেল খান সারোগেট মাদারের মাধ্যমে জনক হয়েছেন ২০০০ সালে৷ তার আগেও তাঁর দু’টি সন্তান ছিল৷ স্ত্রী সীমা খানের গর্ভের দুই সন্তানের পরও গর্ভ ভাড়া করে নির্ভানাকে পান তাঁরা৷

আমীর খান: আমীর খান বিবাহিত এবং তিনিও শারীরিকভাবে সন্তান জন্ম দেয়ায় সক্ষম৷ আগের স্ত্রীর ঘরে তাঁর দু’টি সন্তান রয়েছে৷ ফলে প্রস্তাবিত আইন অনুযায়ী তাঁরও ‘সারোগেট চাইল্ড’ নিতে পারার কথা নয়৷ কিন্তু বর্তমান স্ত্রী কিরণ রাও একাধিকবার গর্ভ ধারণে ব্যর্থ হওয়ায় ২০১১ সালে আমীরও সন্তান নিয়েছেন এভাবে৷ তাঁদের ‘সারোগেট চাইল্ড’-এর নাম আজাদ৷

শাহরুখ খান: ‘বলিউড কিং’ শাহরুখ খান আর তাঁর স্ত্রী গৌরী খানের এমনিতেই দুই সন্তান ছিল৷ তারপরও ২০১৩ সালে তাঁরা গর্ভ ভাড়া করে তৃতীয় সন্তান নেন৷ সেই সন্তানের নাম আবরাম৷ সন্তান নিতে শারীরিকভাবে সক্ষম কোনো দম্পতির সারোগেট মাদারের মাধ্যমে সন্তান নেয়া প্রস্তাবিত আইন অনুযায়ী অবৈধ৷ সারোগেসি বিলটি এখনো আইন হয়নি বলেই ‘কিং খান’-ও গর্ভ ভাড়া আবরামের বাবা হতে পেরেছেন৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীকে ব্যবসায়ীকে সাজা

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ভ্রাম্যমাণ আদালতে ১ মাদক সেবীকে সাজা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে দেবহাটা উপজেলা নির্বাহী কমকর্তা হাফিজ-আল আসাদ ভ্রাম্যমাণ আদালতে ঐ মাদক সেবীকে ১ বছর ৬ মাস বিনাশ্রম কারাদন্ডের সাজা প্রদান করেন।

জানা গেছে, শনিবার সকালে দেবহাটা থানার এসআই আল আমিন ও এএসআই আবুল কালাম উপজেলার সখিপুর ধোপাডাঙ্গা মোড় থেকে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা সোনাটিকারী গ্রামের নুর আলী সরদারের ছেলে শফিকুল ইসলাম সরদার (৪৫) কে গাজা সেবন ও বিক্রয়ের অপরাধে আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ ভ্রাম্যামান আদালতে শফিকুলকে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বড়দলে র‌্যাব কর্মকর্তা সোহেল রানার রুহের মাগফিরত কামনায় দোয়ানুষ্ঠান

বড়দল(আশাশুনি)প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় নিহত আশাশুনির বড়দল গ্রামের র‌্যাব কর্মকর্তা মরহুম সোহেল রানার রুহের মাগফিরত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মা শেষে মরহুমের গ্রামের বাড়ি বড়দলে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে আলোচনা রাখে হাফেজ মাওঃ রুহল আমিন, মাওঃ মাসুদুজ্জামান, মাওঃ আবু হাসান, মাওঃ দেলোয়ার হোসেন প্রমুখ। এসময় বড়দল আ’লীগ নেতা আব্দুল হান্নান (মন্টু), ইউপি সদস্য রশিদ গাজি, যুবলীগ নেতা আক্তারুজ্জামান (টিটু), বি এম আলাউদ্দীন, সেলিম রেজা, আনু, আফজাল, রাজু, ইমরান, আব্দুর রহমান, মামুন, আক্তারুজ্জামান, নজুল, রহমান, বাবুপাহাড় প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য: বড়দল গ্রামের আঃ রউফ গাজীর পুত্র র‌্যাবের এডিশনাল অফিসার সোহেল রানা ২৫ নভেম্বর বিকাল ৫.২০ টার দিকে মাইক্রো যোগে যাওয়ার পথে গাজীপুর র্যাব ট্রেনিং সেন্টারের সামনের সড়কে তার মাইক্রোর সাথে লেগুনার সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। তাকে রোহিন্দ্রপুর সেনা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মানুষ হত্যা করার দক্ষতার পুরস্কার ছিল ‘নারী’

মানুষ হত্যা করার দক্ষতা দেখাতে পারলে তারই উপহার হিসেবে মিলত ‘নারী’৷ আইএস জঙ্গিদের হাতে ‘পুরস্কার’ হিসাবে তুলে দেওয়া হত উত্তর ইরানের সিনজার থেকে অপহৃত ওয়াজিদি মেয়েদেরকে।

সম্প্রতি ত্রাস হয়ে ওঠা আইএস জঙ্গিদের ডেরা থেকে মুক্তি পায় প্রায় ২০০ ওয়াজিদি নারী৷ তারাই শোনান তাদের ওপর ঘটে যাওয়া সেই সব অত্যাচারের বিবরণ, যা শুনে স্তব্ধ গোটা বিশ্ব৷

তারা জানান, জঙ্গি ডেরায় প্রকাশ্যেই চলত গণধর্ষণ৷ আই জঙ্গিদের জন্য রান্না করা, তাদের সেবা করার পাশাপাশি ওয়াজিদি কিশোরী, তরুণীদের যখন-তখন মেটাতে হত জঙ্গিদের যৌন চাহিদা৷ অধিকাংশ সময়ই তাদের গণধর্ষণ করা হত৷ এক হাত থেকে অন্য হাতেও বিক্রি করা হত তাদের৷ চলত নির্মম মানসিক ও শারীরিক অত্যচার৷

উল্লেখ্য, গত কয়েক মাসে আইএস জঙ্গিরা উত্তর ইরাকের সিনাজপুর থেকে বিভিন্ন বয়েসর শতাধিক মেয়েকে অপহরণ করে নিয়ে যায়৷ রেহাই পায়নি শিশুরাও৷ গত আট মাস অমানবিক নির্যাতনের পর ২০০ জনকে ছেড়ে দেয় আইএস জঙ্গিরা৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তিন তালাক বললেই তিন বছরের জেল

ভারতীয় পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে পেশ করা হবে তিন তালাক আইনের বিল। আলোচনা, ভোটাভুটির পর সেটি পাস হলে, তৈরি হয়ে যাবে আইন। ইতিমধ্যেই এই তিন তালাক আইনের বিলের খসড়া তৈরি হয়ে গেছে।

জানা গেছে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেই তৈরি হয়েছে সেটি। তাতে লেখা হয়েছে, আইন অমান্য করে তাৎক্ষনিক তিন তালাক দিলে জামিন অযোগ্য ধারায় তাকে গ্রেফতার করা হবে। অভিযোগ প্রমাণিত হলে ৩ বছরের কারাদণ্ড এবং তার সঙ্গে মোটা টাকা জরিমানা হবে।

তিন তালাক দেওয়া যেকোনও মুসলিম মহিলা আদালতের দ্বারস্থ হতে পারেন এবং এর জন্য নিজের এবং সন্তানদের ভরণপোষণের জন্য মোটা টাকা দাবি করতে পারেন। এমনকী অপ্রাপ্ত বয়স্ক শিশু সন্তানের দায়িত্ব দাবি করতে পারেন। শুধু যে লিখিত আকারেই এর অভিযোগ করা যাবে এমন নয়। মৌখিক, লিখিত এবং ডিজিটাল যে কোনও উপায়ে দেওয়া তিন তালাকের ক্ষেত্রেই এই আইন বলবৎ হবে বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে।

কয়েক মাস আগেই তিন তালাক বেআইনি বলে ঘোষণা দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
তারপরেও একাধিক তিন তালাকের ঘটনা ঘটছে। সেই নির্দেশ যাতে কোনও ভাবেই কেউ অমান্য না করেন সেকারণেই এই শক্তপোক্ত আইন আনা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকার। লোকসভার দুই কক্ষে বিলটি পাস হলেই তিন তালাক আইন তৈরি হয়ে যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আয়শার মতোই ধুঁকছে ‘টারজান’!

হলিউড কিংবা বলিউড সব জায়গাতেই সিনেমাতে নানা রকমের উন্নত প্রযুক্তির গাড়ি, কার, ফ্যাশনেবল ভেহিকল বা যানবাহন ব্যবহার করা হয়। এমনকি সিনেমায় অনেক সময় এমন কিছু যানবাহন ব্যবহার করা হয় যেগুলোর অস্তিত্ব বাস্তবে নেই। কিন্তু সব সিনেমায় এমনটা হয় না। কিছু কিছু ছবিতে বাস্তবের সঙ্গে মিল রেখে হ্যালফ্যাশনের গাড়ি ব্যবহার করা হয়। এমনই একটা গাড়ি ব্যবহার করা হয়েছিল বলিউডে। গাড়ির নামের সঙ্গে মিল রেখে ছবির নামকরণ করা হয়েছিল ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’।

এই ছবি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি ব্যবহার করা হয়েছিল। এটি ছিল একটি সুপার কার। যার জন্মস্থান জার্মানিতে। গাড়ি কেন্দ্রীক ওই ছবিতে অভিনয় করেন অজয় দেবগন, আয়শা টাকিয়া এবং বৎসল শেঠ। এ ছাড়াও ছিলেন ফরিদা জালাল, শক্তি কপূর, অমরিশ পুরির মতো কলাকুশলীরা।

কিন্তু গল্পের দিক থেকে যত ‘ইউনিক’ই হোক না কেন সেই সিনেমা, বক্স অফিসে যে তেমন কোনও ভেলকি দেখাতে পারেনি তা বলাই বাহুল্য। কিন্তু যে ঝাঁ চকচকে, ধামাকদার গাড়িটি নিয়ে এত কিছু, এত হৈচৈ, সেটির অবস্থা এখন কেমন?

সম্প্রতি বিক্রম নামের একজন ফেসবুক ইউজার এই গাড়িটির সন্ধান পেয়েছেন। সিনেমায় যে গাড়িটি দেখানো হয়েছিল এটায় হলো সেই গাড়িটি। গাড়িটি এখন মুম্বাইয়ের একটি গ্যারেজ ধুঁকছে। বেগুনি রঙের এই গাড়িটির রঙ উঠে এখন ধুসর। ছবির নায়ক-নায়িকা আয়েশা টাকিয়ার ক্যারিয়ারের মতোই দশা ‘টারজান’-এর। এটি এখন আর ব্যবহৃত হয় না। ধুলোজমে ইঞ্জিন প্রায় বিকল।

বলা হচ্ছে যে, সিনেমার ফ্লপের কারণে, আজ পর্যন্ত বাজারে এই গাড়িটি লঞ্চ করা হয়েনি। সিনেমার ব্যর্থতার কারণে এখন গাড়িটি আবর্জনায় পড়ে রয়েছে। এই গাড়ি তুলনা করা হতো ২০০৪ এর মিত্সুবিশি Eclipse এবং ফেরার ৩৪৮ সাথে।

জানা যায়, এই গাড়ি বিখ্যাত ডিজাইনার দিলীপ ছাবড়িয়া ডিজাইন করেছিলেন এবং এটি সম্পূর্ণ করার জন্য মোট আট মাস লেগেছিল। সিনেমা মুক্তি পাওয়ার পর গাড়ি বিক্রি করার চেষ্টা করা হয়েছিল। তখন এই গাড়িটির মূল্য ছিল ২ কোটি টাকা। কিন্তু তখন কোনও ক্রেতা পাওয়া যায়নি। ২০০৬ সালে ৩৫ লাখ টাকায় বিক্রি করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তাও সম্ভব হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দামেস্কে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ার রাজধানী দক্ষিণ দামেস্কের আল কিসওয়াহ নামক একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের হামলা চালায় ইসরায়েল। তবে ইসরায়েলের দুটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। হামলায় ওই ঘাঁটিতে ‘বস্তুগত ক্ষতি’হয়েছে বলা হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করেনি।

সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাননি।

এদিকে ইসরায়েলে দাবি ওই এলাকায় ইরান তাদের সামরিক ঘাঁটি গড়ে তুলছে যা কোনওভাবেই তারা বরদাশত করবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest